আমি যেভাবে বিসিএস প্রিলির প্রস্তুতি নিয়েছি

আমি যেভাবে বিসিএস প্রিলির প্রস্তুতি নিয়েছি♥♥

যদি ৪৭প্রিলিতে আপনি এই কাজ গুলো করেন ইনশা আল্লাহ ১০০% পাশ করবেনই♥♥

১)এক সেট বই একবার ভালো করে লাল কলম দিয়ে দাগিয়ে জাস্ট পড়েছি। তারপর ঐ অধ্যায়ের বিগত সালের MCQ ভালো করে শেষ করেছি। এরপর থেকে আমি যতবার রিভিশন করতাম জাস্ট অধ্যায়ের ভিতরের লাল কালি গুলো রিডিং দিয়ে জাস্ট বিগত সালের MCQ ই রিভিশন করতাম। সাথে সাথে যে প্রশ্ন আর কখনোই পড়তে হবেনা, তা ক্রস চিহৃ দিতাম। যেটা বার বার রিভিশন করতে হবে সেটা গোল দাগ দিয়ে রাখতাম। এইভাবেই বার বার পড়তে পড়তে আমার বিগত সালের প্রশ্ন ক্রস করতে করতে বইয়ের প্রশ্ন সংখ্যা কমে যেতো। তাতে আমার রিভিশন করতে বেশি সময় লাগে না।
২)Job Solution+Recent Job Solution+Primary Question Bank তামা তামা করা। অর্থাৎ এদের প্রশ্নের উত্তর গুলো মুখস্থ করতাম আর ঐ প্রশ্নের ব্যাখ্যা থেকে আসতে পারে এমন ব্যাখ্যায় লাল দাগ দিয়ে রাখতাম। রিপিট প্রশ্ন গুলো ক্রস করে দিতাম। তাতে মোটা Job Solution ছোট হয়ে আসতো কারণ রিপিট প্রশ্ন+নিজের জানা প্রশ্ন ক্রস করলে এটা বার বার পড়তে হয় না। আর Job Solution থেকেই ৫০/৬০/৭০% ও প্রশ্ন হয় বিভিন্ন পরীক্ষায়।হয় সরাসরি প্রশ্ন অথবা এর ব্যাখ্যা থেকে। কোন না কোন লিংকাপ তো থাকেই। অন্তত অপশন হলেও কমন পাবেনই।
৩)মডেল টেস্ট দেওয়া বাধ্যতামূলক। তাতে করে নতুন নতিন প্রশ্ন কিভাবে ফেইস করবেন তার দক্ষতা, টাইম ম্যানেজমেন্ট শাখা,MCQ এর বৃত্ত ভরাটে দ্রুততা+পারদর্শিতা বৃদ্ধি পায়। আমি আমার BCS Master Plan Exam Batch এ সব সময় সব সময় মডেল টেস্টে গুরুত্ব দেই। গ্রুপ ও পেইজেও বলি। মডেল টেস্ট ছাড়া Exam হলে গেলে ৯০%+ ছাত্র ছাত্রী ফেইল করবে। ১০% হয়তো কপাল জোরে বেঁচে যেতে পারে।

নতুনদের জন্য পরামর্শ♥

সাজেশন্স ভিত্তিক গুছিয়ে পড়বেন। বিগত ১০ম-৪৬তম প্রিলি প্রশ্ন সমাধান করলে আপনি নিজেই সাজেশন্স করতে পারবেন। তখন বুঝবেন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এটা করতে পারলে অর্ধেক পড়া কমে যাবে। তারপর উপরের নিয়মে একসেট বই+ Job Solution শেষ করবেন। মডেল টেস্ট দিবেন। রাতে ঘুম না মেরে সকাল বেলায় পড়বেন। সকালে ২ ঘণ্টায় যা পড়বেন এটা দিনের অন্য সময় ৪ ঘণ্টায়ও তা পারবেন না।
আরেকটি জিনিস মোবাইল থেকে বেঁচে থাকবেন। এটা বেঁচে থাকা মানর নিয়ন্ত্রণে রাখা। এই জন্য আমি Lock. My Phone Apps ব্যবহার করি। তাতে ৫/১০ ঘণ্টা লক রেখে মনোযোগ দিয়ে পড়তে পারি। নিয়মিত আগের পড়া চর্চায় রাখতে পারেন।
বিঃদ্রঃ একাধিক বই না কিনে একটি বই কিনে বার বার পড়বেন। মনে রাখবেন কম বই বেশি বেশি রিভিশন।

যেই হোক, BCS Master Plan Exam Batch-120 Days
ব্যাচ-১৩ এর ভর্তি শুরু আজ থেকে। যারা গতকাল Live Class পরেই পেমেন্ট করেছেন,তারা ভর্তি ফরম নিবেন।
বিস্তারিত জানতে মেসেজ দিবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *