go কানাডায় পা দেওয়ার সাথে সাথে

কানাডায় পা দেওয়ার সাথে সাথে যে যে বিষয়গুলো গুছিয়ে নিতে হবে + বিদেশে প্রথম ধাক্কাগুলো

কানাডায় পা দেওয়ার সাথে সাথে যে যে বিষয়গুলো গুছিয়ে নিতে হবে তার একটা লিস্ট দিচ্ছি ,প্রতিদিন নতুন শিক্ষার্থী আসছে ,সবার জন্য শুভকামনা ।
  • 1. sim
  • 2. sin
  • 3 study permit ( এয়ারপোর্টে দিবে আপনাকে এটা)
  • 4 uber, door dash, skip বিভিন্ন ডেলিভারি এপস
  • 5 G1 driving exam
  • 6 security Guard licence
  • 7 presto card
  • 8 bank account
  • 9. CV
INDEED AND LinkedIn PROFILE
প্রতিটি বিষয় কীভাবে পাবেন,কীভাবে কী করবেন ,আশেপাশের মানুষ এবং গুগুল মামাকে জিজ্ঞেস করবেন। যাতায়াত এবং যোগাযোগের ক্ষেত্রে মানুষকে জিজ্ঞেস করবেন এবং গুগুল মামাকে ,সময়ের সাথে সাথে সব শিখে নিবেন।
জবের ক্ষেত্রে এদেশে রেফারেন্সের ভূমিকা বিশাল ,প্রথম জবগুলো সাধারণত রেফারেন্সে হয় অথবা আপনার স্কিল দিয়ে অনলাইনে আবেদন করে খুঁজে নিতে হবে।
হায় হুতাশার কিছু নাই,নতুন জায়গা একটু সময় লাগবে,শীত যেন না লাগে সে বিষয়ে খেয়াল নিবেন।

বিদেশে প্রথম ধাক্কাগুলো

১. বাসস্থান পাওয়া
২.সারভাইভাল জব পাওয়া
আমি আসার পর বাসা খোঁজে পাই নি,এক বড়ভাইয়ের সাথে রুম শেয়ার করে ছিলাম ,
তারপর আস্তে আস্তে সময় করে বাসা নিলাম। সে বাসায় থাকার ব্যবস্থা না থাকলে হোটেলে থাকতে হতো বা থাকতাম। যষ্মিন দেশ যথাচার।
কাজ প্রথম দিকেই যা পেয়েছি তাই করেছি ,সারভাইভাল অব দ্যা ফিটেস্ট। ঠিকে থাকাটা বিরাট ফ্যাক্ট বিদেশে।
তারপর দেশ থেকে আসা প্রায় ৬ জন প্রথম দিকে ২/১ মাস বা ১৫ দিনের আমার বাসায় ছিলেন, অনেকেই হোটেলে থাকতে হয়েছে ,এক বড় ভাই আমাদের সিলেটের ,পুরো পরিবার নিয়ে আসছিলেন ,প্রায় এক মাস হোটেলে ছিলেন।
এই গল্পগুলো কানাডার টরন্টোর গল্প। এখন প্রায় সবাই সেট ,মানে মিনিমাম বাসস্থান এবং সারভাইভাল জব সবার আছে।
ভাইবাদ্রার্স অনেকেই অনেক দেশেই আছেন এবং যাচ্ছেন।
ধৈর্য আর প্রস্তুতি নিয়ে যেতে হবে , প্রথম দিকটা সামাল দিতে হবে ,তারপর সব কিছু ঠিক হবে ইনশাআল্লাহ ।
পুরো দুনিয়ায় এখন ক্রাইসিস চলে কানাডায় পরিচিত একটা কোম্পানি ৭০ ভাগ মানুষকে লে অফ করেছে ,সময়টা কঠিন মানতে হবে।
বিদেশে ইন্ডিয়ানদের মতো হউন ,মানে সেদিন একট ছেলের সাথে দেখা হলো ,ইন্ডিয়ান ছেলেটি ,হাতে ১০০ এর মতো সিভি ,সে দোকানে দোকানে হেঁটে হেঁটে সিভি জমা দিচ্ছে আর চাকরী খুঁজে বেড়াচ্ছে। একই কাজ আমাদেরও করতে হবে।
অনলাইন এবং অফলাইনে ,দুই জায়গায় কাজ খোঁজে বেড়াতে হবে।
দেশের বাহিরে আসা মানে,জীবনকে নতুন করে চ্যালেঞ্জে ফেলা ,হতাশ হবেন না।
সবাই একসাথে থাকুন, একে অন্যকে সাহায্য করুন.
খারাপ বুদ্ধি দেয় এরকম মানুষকে ত্যাগ করে চলতে শিখুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *