বর্তমানে
ইউনেস্কো(UNESCO) এর সদস্য ১৯৪ টি।
BRICS -১০ টি। ACU- ১১টি
NATO -৩২টি।
20 – 05 – 2025
প্রশ্ন: সম্প্রতি, রাশিয়া কোন মানবাধিকার সংস্থাকে ‘অবাঞ্ছিত* ঘোষণা করেছে?
উত্তর: আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
প্রশ্ন: স্টারলিংক বাংলাদেশে কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
উত্তর: ২০ মে।
প্রশ্ন: বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক দুইটি প্যাকেজের নাম কী?
উত্তর: রেসিডেন্স ও রেসিডেন্স লাইট।
প্রশ্ন: “মোহাম্মদ বাধ” কোথায় অবস্থিত?
উত্তর: পাকিস্তানে।
প্রশ্ন: বিশ্ব পরিমাপ দিবস’ পালিত হয়.কবে? _.
উত্তর: ২০ মে, ২০২৫।
প্রশ্ন: বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয় কবে?
উত্তর: ২০ মে। এই দিনে ১৮৭৫ সালের “মিটার কনভেনশন” স্মরণে দিবসটি পালিত হয়।
প্রশ্ন: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি আযাল্ড স্ট্যাটিস্টিকস-এর তালিকায় সর্বকালে সেরা ফুটবলার?
উত্তর: লিওনেল মেসি।
প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে যে পাকিস্তানি সংস্থা-
উত্তর: এয়ার-সিয়াল।
প্রশ্ন: সম্প্রতি NRB কত ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে?
উত্তর: ২৭ ধরনের।
প্রশ্ন: বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)-এর বর্তমান চেয়ারম্যান-
উত্তর: ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
প্রশ্ন: কোন আইন দ্বারা ট্রাম্প অভিসংশীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ৫% কর আরোপ করেছে?উত্তর: ওয়াশিংটন ডিসি বিটারফুল বিল আযাক্ট।
প্রশ্ন: সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে-
উত্তর: শিক্ষা মন্দ্রণালয়।