বর্তমানে

বর্তমানে –
EU – ২৭
সেনজেনভুক্ত দেশ ২৯ টি।
NATO–৩২( সর্বশেষ সুইডেন)
ইউনেস্কো(UNESCO) এর সদস্য ১৯৪ টি।
এলডিসিভুক্ত দেশ ৪৪ টি।
NDB সদস্য -৯ টি
BRICS -১০ টি। ACU- ১১টি
NATO -৩২টি।
স্কান্ডিনেভিয়ান দেশ ৫ টি (ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে,)
মূলত তিনটি – ডেনমার্ক, সুইডেন, নরওয়ে । পরবর্তীতে ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করেন আইসল্যান্ড, সুইডেন থেকে ফিনল্যান্ড।
shortcut- “ফিডে আসুন”
5-জি সেবা চালু করে দেশ হিসেবে বাংলাদেশ নবম।
দক্ষিণ এশিয়া মেট্রোরেল চালু করে দেশ হিসেবে বাংলাদেশ কততম – দক্ষিণ এশিয়ায় ৩য় (এশিয়া ২২ বিশ্বে ৬০)
বর্তমানে এলডিসি ভুক্ত দেশ ৪৪ টি।
বাংলাদেশ কত সালে এলডিসি থেকে বার হবে? ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের মিশন চালু আছে – ৬০ টি দেশে।
৬০ টি দেশে মোট কতটি মিশন চালু আছে? – ৮১ টি
 সম্প্রতি  বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিহাং সাং যে দেশের নাগরিক? দক্ষিণ কোরিয়া
বিশ্ব নার্স দিবস? 12 may
 বছর দেশের সর্বোচ্চ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে? সুববত থাজাঞ্জী সরকারি  প্রাথমিক বিদাালয়, দিনাজপুর।
পদ্মা  যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ ঘাট

20 – 05 – 2025

প্রশ্ন: সম্প্রতি, রাশিয়া কোন মানবাধিকার সংস্থাকে ‘অবাঞ্ছিত* ঘোষণা করেছে?

উত্তর: আ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রশ্ন: স্টারলিংক বাংলাদেশে কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?

উত্তর: ২০ মে।

প্রশ্ন: বাংলাদেশে স্টারলিংকের প্রাথমিক দুইটি প্যাকেজের নাম কী?

উত্তর: রেসিডেন্স  রেসিডেন্স লাইট।

প্রশ্ন: “মোহাম্মদ বাধ” কোথায় অবস্থিত?

উত্তর: পাকিস্তানে।

প্রশ্ন: বিশ্ব পরিমাপ দিবস’ পালিত হয়.কবে? _.

উত্তর: ২০ মে, ২০২৫।  

প্রশ্ন: বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয় কবে?

উত্তর: ২০ মে। এই দিনে ১৮৭৫ সালের “মিটার কনভেনশন” স্মরণে দিবসটি পালিত হয়।

প্রশ্ন: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি আযাল্ড স্ট্যাটিস্টিকস-এর তালিকায় সর্বকালে সেরা ফুটবলার? 

উত্তর: লিওনেল মেসি।

প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে যে পাকিস্তানি সংস্থা-
উত্তর: এয়ার-সিয়াল।

প্রশ্ন: সম্প্রতি NRB কত ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করেছে?
উত্তর: ২৭ ধরনের।

প্রশ্ন: বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড  এক্সচেঞ্জ কমিশন (BSEC)-এর বর্তমান চেয়ারম্যান-
উত্তর: ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

প্রশ্ন: কোন আইন দ্বারা ট্রাম্প অভিসংশীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ৫% কর আরোপ করেছে?উত্তর: ওয়াশিংটন ডিসি বিটারফুল বিল আযাক্ট।

প্রশ্ন: সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে-
উত্তর: শিক্ষা মন্দ্রণালয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *