“বেহায়া”,,এই গানটা

“বেহায়া”,,এই গানটা খুব প্রিয় একটা গান।। অনেক অনুভূতি আছে এই গানটার সঙ্গে,,আর এই গানটার সঙ্গে যে হিন্দি ওই গানটার combination, শুনতেও জোস লাগে। আশা করি, আপনাদেরও খুব ভালো লাগলো। ,

আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো,
তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে।
আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না,
বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে।
আমাদের গল্পগুলো …

আমাদের গল্পগুলো একলা থেকেই আকাশ ছোঁয়া,
আসমানী রং মাখতো জাদুর ছড়ি দিয়ে।
বোবা সব মুহূর্তদের শুনতো কথা চুপটি করে,
বলে নাকি ঘর বানাবে রামধনুদের নিয়ে।
আমাদের গল্পগুলো …

Kisi roz baarish jo aaye
Samajh lena boondon mein main hoon
Subah dhoop tumko sataaye
Samajh lena kirno mein main hoon (x2)
আমাদের গল্পগুলো …(x2)

Bas itna hai tumse kehna (x4)

Kuch kahun ya na kahun
Tum mujhko sadaa sunn te rehna

Bas itna hai tumse kehna (x4)

——————————

আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল
ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল রাতে,
একখানা জাহাজ বাড়ি সেখান থেকেই ঝর্ণা শুরু
কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *