সহজে কুরআন শেখার উপায়+Pdf Download(৩টি বই)

১মত, এই পোস্টে দেওয়া নিচের ৪১টি  ভিডিও সিরিয়ালি দেখে নিন।  টিপসঃ প্রতিদিন ৪টা করে ভিডিও দেখে নিলে মাত্র ১০দিনে কুরআন শেখা হয়ে যাবে ইনশা-আল্লাহ।

এরপর, অন্যান্য নোটগুলো দেখুন। তাহলে খুব সহজে কোরআন শিখতে পারবেন। আপনার হাতে যথেষ্ট সময় থাকলে, আরও বিষদভাবে কুরআন শেখার জন্য নিচে দেওয়া pdfটি পড়ে নিতে পারেন যা সম্পূর্ন ফ্রি।

Quran Shekha Books সূচিপত্র-

  •  মুক্ত-অক্ষর (আরবি বর্ণমালা)
  •  যুক্ত-অক্ষর (আরবি বর্ণমালা)
  • মাখরাজ বা উচ্চারণের স্থান
  • হারাকাত শিক্ষা
  • তানভীন শিক্ষা
  • যজম শিক্ষা
  • তাশদীদ শিক্ষা
  • মাদ্দ শিক্ষা
  • ওয়াকফ অবস্থায় মাদ্দ  শিক্ষা
  • কুরআনের সবক
  • কুরআন তিলওয়াত

(সহজ উপায়ে) কুরআন শেখার পিডিএফ ডাউনলোড লিংক-

৩টি বই সম্পুর্ণ ফ্রি-তে pdf আকারে download করে নিন।

বই ১। ২৭ ঘন্টায় কুরআন শিক্ষা.pdf

বই২। Nurani Quran Shikkha.pdf

বই৩। কুরআন পড়ুন বই পিডিএফ.pdf

আরবি বর্ণমালাঃ 

আরবি লিখতে হয়ঃ- ডানদিক থেকে বামদিকে। (নোটটির এখানে/ছবিতেও এভাবে ক্রম অনুসরণ করা হয়েছে)

আরবি বর্ণমালা দেখুন

ধাপ#১।

ا – আলিফ্

(প্রথম হরফ)

ধাপ#২।

ب – বা

 

ت তা

(উপরে দুই নুক্তা দিলে)

 

ث – ছা

(নরম আওয়াজে) [জিহ্বার আগা সামনের দাতের সাথে লাগিয়ে  উচ্চারণ করতে হয়]

 

 

ধাপ#৩।

 

হা – ح

 

খ – خ

 

ج – জিম্

()

যেমন- যজম, জাল, জালাল ইতাদি এসব শব্দ উচ্চারণে ‘জিম্’ ব্যবহার করা হয়।

 

ধাপ#3.1। Practice –

ধাপ#৪।

 

দাল্ – د

 

যাল্ – ذ

 

র’ – ر

 

ঝা – ز

 

 

সিন্ – س

 

শীন্ – ش

 

স্বদ্ – ص দ্ব

 

দ্ – ض

 

#4.1 । Practice –

 

#

 

 

 

আরবি  মৌলিক হরফ/অক্ষর দিয়ে অন্যান্য অক্ষর তৈরি

#

আরবি  মৌলিক হরফ/অক্ষর দিয়ে অন্যান্য অক্ষর তৈরি করা যায়।

# পর্ব ১-

 

# পর্ব ২-

 

# পর্ব ৩-

# পর্ব ৪-

# পর্ব ৫-

 

# practice-

 

 

ইয়া (একটি মাত্র অক্ষর যার নিচে দুই নুক্তা)

#

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *