এত স্বপ্ন দেখার কি দরকার লিরিক্স | Eto Shopno Dekhar Ki Dorkar Lyric Bangla Song
এত স্বপ্ন দেখার কি দরকার লিরিক্স (Eto Shopno Dekhar Ki Dorkar by Nayan Saddam & Sajid Sarker):
এত স্বপ্ন দেখার কি দরকার,
যে স্বপ্ন ভাঙ্গার বেদনায় ,
জ্বলে পুড়ে যায় মন মিছিমিছি জ্বালাতন
আবেগ এই মনটায় কান্নায় সারাখন ..বয়ে যায় মনের কষ্ট যত
ভাসমান নদীর ওই স্রোতের মতঝরে যাক
বুকের সব ক্ষত
কৃষ্ণচূড়ার শুকনো পাতার মতপারিনি আমি তারার সাথে
বেসে বেসে যেতে
হাজার কবিতা গানের মত
চাদটা হাতে নিতেজমে যাক মনের সব ক্ষত
যাক না নিবে সব আলো
উঠবে বেজে সব কষ্ট আবারবয়ে যাক মনের কষ্ট যত
ভাসমান নদীর ওই স্রোতের মতঝরে যাক
কৃষ্ণচূড়া শুকনো পাতার মতজীবন মানে নৌকা ভ্রমণ
স্রোতের বিপরীতে কেউপাইনা খুঁজে চোখটা বুজে
আপন নামে কেউজমে যাক মনের সব ক্ষত
যাক না নিবে সব আলোউঠবে বেগে সব কষ্ট আবার
বাশির সুরের মতআজ মিথ্যে সুখের শুধু জয় গান
কেউ নয় তো সুখী মনে হয়
সুখ ভেজা হাসি মুখ
কান্নায় সব সুখ
নির্ঘুম কেটে যায়
রাত শেষে ভেজা বুক