lyric bangla Eto Shopno Dekhar Ki Dorkar

এত স্বপ্ন দেখার কি দরকার লিরিক্স | Eto Shopno Dekhar Ki Dorkar Lyric Bangla Song

এত স্বপ্ন দেখার কি দরকার লিরিক্স (Eto Shopno Dekhar Ki Dorkar by Nayan Saddam & Sajid Sarker):

 এত স্বপ্ন দেখার কি দরকার,
যে স্বপ্ন ভাঙ্গার বেদনায় ,
জ্বলে পুড়ে যায় মন মিছিমিছি জ্বালাতন
আবেগ এই মনটায় কান্নায় সারাখন ..

বয়ে যায় মনের কষ্ট যত
ভাসমান নদীর ওই স্রোতের মত

ঝরে যাক
বুকের সব ক্ষত
কৃষ্ণচূড়ার শুকনো পাতার মত

পারিনি আমি তারার সাথে
বেসে বেসে যেতে
হাজার কবিতা গানের মত
চাদটা হাতে নিতে

জমে যাক মনের সব ক্ষত
যাক না নিবে সব আলো
উঠবে বেজে সব কষ্ট আবার

বয়ে যাক মনের কষ্ট যত
ভাসমান নদীর ওই স্রোতের মত

ঝরে যাক
কৃষ্ণচূড়া শুকনো পাতার মত

জীবন মানে নৌকা ভ্রমণ
স্রোতের বিপরীতে কেউ

পাইনা খুঁজে চোখটা বুজে
আপন নামে কেউ

জমে যাক মনের সব ক্ষত
যাক না নিবে সব আলো

উঠবে বেগে সব কষ্ট আবার
বাশির সুরের মত

আজ মিথ্যে সুখের শুধু জয় গান
কেউ নয় তো সুখী মনে হয়
সুখ ভেজা হাসি মুখ
কান্নায় সব সুখ
নির্ঘুম কেটে যায়
রাত শেষে ভেজা বুক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *