001 Ielts Listening সকল তথ্য বিস্তারিত [পরিক্ষা ধাপ ০১]
এই আর্টিকেল গাইডলাইনটা আমার বহুদিনের পরিশ্রমের অষ্টার্জিত ফসল। দোয়া করবেন যাতে এভাবে সবার উপকার করতে পারি। – Asraful Porag
IELTS Listening এ ১০ দিনের প্রাকটিসে 8.5 Score!
মাত্র, 4 দিন ক্লাস করার মাধ্যমে প্রিপারেশন নিয়ে 6.5 score করার কার্যকরী Planing & Routine:-
ক্লাস/Day ০১ঃ (Note PAGE-01)
ক্লাস/Day ০২ঃ (Note PAGE-02)
ক্লাস/Day ০৩ঃ (Note PAGE-03)
ক্লাস/Day ০৪ঃ (Note PAGE-04)
ক্লাস/Day ০৫: (Note PAGE-04)
এরপরে, ৫দিন h.w হিসেবে নিজে নিজে Cambridge প্রাকটিস করবে ও mocktest করবে, তাহলে ইনশাআল্লাহ 8.0 score করা সম্ভব-
ক্লাস/Day ০৬: Cambridge Book 15 Practice & Mock Test [with paraphase note]
ক্লাস/Day ০৭: Cambridge Book 16 Practice & Mock Test [with paraphase note]
ক্লাস/Day ০৮: Cambridge Book 17 Practice & Mock Test [with paraphase note]
ক্লাস/Day ০৯: Cambridge Book 18 Practice & Mock Test [with paraphase note]
ক্লাস/Day ১০: Cambridge Book 19 Practice & Mock Test [with paraphase note]
*** হাতে সময় থাকলে আপনি Cambridge এর বাকি Bookগুলো থেকেও প্রাকটিস করতে পারেন, তাহলে নিজেকে আরও strongভাবে present করতে পারবেন।
# section 1 এ ১০টা কারেক্ট, section 2 এ ৯টা কারেক্ট, section 3 এ ৮টা কারেক্ট, section 4 এ ৮টা কারেক্ট করতে পারলে = 35/out of40 পাওয়া সম্ভব যার band score হয় 8.0
———————-
আপনি যেটা পড়ে বুঝেন না সেটি কিভাবে আপনি শুনে বুঝবেন? এইজন্য প্রথমত আপনাকে রিডিং পড়ার এর অভ্যাস গড়ে তুলতে হবে, এরপর লিসেনিং এর নিয়মিত প্র্যাকটিস ও অভ্যাস চালিয়ে যাবেন.
((( Extra Note: আরেকবার রিপিট করে বলতেছি যেভাবে IELTS ফুল প্রিপারেশন শুরু করবেন-
- সবার আগে (১মত)- ব্যাসিক গ্রামার Strongকরতে হবে/জানতে হবে ও প্রতিদিন vocabulay শেখার অভ্যাস গড়ে তুলতে হবে
- এরপর (২য়ত)- রিডিং পড়ার এর অভ্যাস গড়ে তুলতে হবে
- এরপর (৩য়ত)- লিসেনিং এর অভ্যাস গড়ে তুলতে হবে
- এরপর (৪র্থত)- স্পিকিং এর অভ্যাস গড়ে তুলতে হবে ))))
ক্লাস ০১ঃ (PAGE-01)
ielts listening = পরিক্ষা ধাপ ০১: আইএলটিএস পরিক্ষার ৪টি ধাপের মধ্যে সবার ১ম ধাপে এই listening পরিক্ষা হয়ে থাকে।
[একনজরে] এই(Listening) ধাপের খুঁটিনাটি জেনে নিই-
4 sections × 10 Questions = 40 Questions = 40 number
( ৪টি সেকশনে ৪টি কনভারসেশন শোনানো হবে। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর)
হেডফোনের মাধ্যমে অডিও শুনে ৩০ মিনিটে ৪০টি প্রশ্রের উত্তর লিখতে হবে।
এই ধাপে সেকশন/audio_Clip রয়েছে: ৪টি (৪টি স্টেপে/সেকশনে ৪টি কনভারসেশন/audio_Clip শোনানো হবে)
প্রশ্ন: হেডফোনের মাধ্যমে শোনানো অডিও থেকে ৩০ মিনিটে ৪০টি প্রশ্রের উত্তর লিখতে হবে।
নম্বরঃ 40 (প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর)
সময়ঃ 30 মিনিট (বাস্তবে 30+10=40 মিনিট)
((( কনভারসেশন টাইমঃ ৩০ মিনিটের Recorded audio_Clip কনভারসেশন শোনানো হবে।
ট্র্যান্সফার টাইমঃ ১০ মিনিট (৩০ মিনিট এর পর আরো ১০ মিনিট থাকবে আনসার সিটে উত্তর ট্র্যান্সফার করার জন্য)
পরিক্ষা পদ্ধতি ও করনীয় (বিস্তারিত)
পরিক্ষা পদ্ধতি:
(– একদম শুরুতেই একটা answer sheetও দেওয়া হবে যেখানে নাম, রোল লিখে একটু অপেক্ষা করতে হবে।
• Capital Letter দিয়ে আনসার শীটে সব পূরণ করব। • HB Pencil দিয়ে পরিক্ষায় আনসার করতে হয়।
একইসাথে তখন ‘question booklet'(টি) দেওয়া হবে ও একটা headphone দেওয়া হবে ওইটা পরে নিবেন।
— নাম, রোল লিখে ও question bookletটি পেয়ে একটু অপেক্ষা করার সময়টিতে টিচার আপনাকে হলের নানান নিয়ম শেখাবে যা আপনি আগ থেকেই জানেন, তাই ওইগুলোর দিকে মনোযোগ না দিয়ে এক্সাম স্টার্ট হবার আগেই এই সময়টুকুতে part 4 এর কোশ্চেন গুলা কায়দা করে (আলোতে ধরে) দেখার চেষ্টা করব, দেখতে পারার সুযোগ পেলে ভাল তখন টপিকটা দেখতে পারেলেও অন্তত কিছুটা লাভ, দেখতে সুযোগ না পেলেও ব্যাপার নাহ।
— এরপর, যখন headphoneএ বলা হবে now come to the page/page no1 তখন বেশকিছু এক্সাম গাইড বকবক শুনিয়ে সময় দেবে, ওইসময়ে এডভান্স স্টুডেন্টসরা part 1 না দেখে part 3 এর কোশ্চেন গুলো দেখব, তবে যখনই বলা হবে now go to prart1, look at the question paper 1-5 তখন must বাধ্যতামূলকভাবে part 1-এ তেই যাবেন। এভাবে মুল এক্সামটি শুরু হয়ে যাবে…)
প্রথমে- পরিক্ষা শুরু হলে যে একটা ‘question booklet'(টি) দেওয়া হবে, তখন কানে একটা headphone পরিয়ে ৩০ মিনিটে টোটাল ৪টি সেকশনের ৪টি অডিও কনভারসেশন(Audio_Clip) শোনানো হবে. (30 minutes)
[‘question booklet’টি দেওয়ার পর, নির্দিষ্ট সময় শুরু হওয়ার আগে questionগুলো দেখতে দেয়া হবে না। ‘question booklet’টি তখনই দেখতে দেয়া হবে, যখন headphoneএ অডিও শুরু হবে, এই audioটি মাত্র একবারই শোনানো হবে]
এরপর- যখন Audio_Clipটি শোনানো শেষ হবে, তখন একটি ‘answer sheet’(টি) দেওয়া হবে answerগুলো লিখার জন্য যেখানে ১০ মিনিট সময় বরাদ্ধ থাকবে। (10 minutes)
করনীয়(Quick Tips):–
মনে রাখবেন, Listening Test এর প্রশ্নউত্তরগুলো, Audio_Clipএর কনভারসেশনগুলোর ভেতর শুনতে পাওয়া যাবে। এজন্য-
• প্রথমত যখন ৩০ মিনিটের অডিও কনভারসেশন শোনানো হবে তখন অডিও শোনার সময় ‘question booklet’ টির প্রশ্নগুলো দ্রুত একপাক দেখে নিয়ে সম্ভাব্য উত্তরগুলা question paper এ টুকে রাখবে/লিখব।
• এরপর extra 10 minutes সময় দেওয়া হবে ‘answer sheet’ এ উত্তরগুলো লিখার জন্য, তখন অবশ্যই মনে করে answer sheetএ correct answers গুলো লিখবেন।
answer sheetএ উত্তর তুলার সময়- ধরে নিলাম, টোটাল 4 মিনিট লাগবে সরবোচ্চ(পার্ট1 এ ১ মিনিট, পার্ট2 এ ১ মিনিট, পার্ট3 এ ১ মিনিট, পার্ট4 এ ১ মিনিট)
বি:দ্র: Listening এর প্রথম দিকে প্রশ্ন সহজ হয়। যেমন- প্রথম সেকশন ৫টি প্রশ্ন পড়তে ৩০ সেকেন্ড সময় দিলেও শেষের চতুর্থ সেকশনে ১০টি প্রশ্ন পড়তে ৩০ সেকেন্ড সময় দেয় অর্থাৎ প্রতি প্রশ্মের জন্য মাত্র ৩ সেকেন্ডের মত সময় পাবেন। তাই মানসিকভাবে প্রস্তুত হয়ে নিবেন।
Physical exam vs Computer base EXAM : idp/British Council এর পিজিক্যাল এক্সাম থেকে কম্পিউটার বেজ এক্সাম এ কিছুটা পরিবর্তন আছে। যারা কম্পিউটার বেজ এক্সাম দিবা ব্যাপারগুলো জেনে নিও।
Section-wise প্রশ্ন ধরণ: লিসেনিং–কানে কানে কথা
সেকশন: ৪টি, dialogue > Monologue > dialogue > Monologue
অর্থাৎ চারটা সেকশনে ২ ধরনের প্রশ্ন প্যাটার্ন করা হয় থাকে:
- Dialogue (৪-৫জন কথা বলে): [telephone conversation]
- Monologue(১জনে একতরফা কথা বলে যায়): যেকোনো একটা topic নিয়ে আলোচনা করা হয়।[giving a presentation/ explaining a process]
কোন সেকশনে কি ধরনের প্রশ্ন করা হয় বিস্তারিত জেনে নিইঃ
১ সেকশন ওয়ান
• ১ম সেকশনে যে ধরনের প্রশ্ন করা হয়ঃ 2জনের dialogue, যেখানে Easy, everyday social topics(asking for information/discussing general matters) গুলোই এসে থাকে, অধিকাংশক্ষেত্রে কোথায় booking দিতে গেলে যে ধরনের কনভারসেশন হয় ঐ টাইপের হয়। যেমন- film ticket, লাইব্রেরিতে বুকিং, কোনো ফর্ম ফিলাপ ইত্যাদি। [এক্ষেত্রে gap filling প্রশ্ন টাইপ গুলোই এসে থাকে]
১. Gap-fill
- সেকশন ওয়ান শুরু হওয়ার পূর্বে একদম শুরুতে ১ মিনিট ধরে অডিওতে যেসব আজাইরা কথাগুলো/instructionগুলো শুনিয়ে যে সময় দেয়া হয় ওই ১ মিনিট + প্রশ্ন পড়তে আরও 30 সেকেন্ড সময় দেয়া হবে। এ সময়ে আমরা প্রশ্ন পড়া শুরু করে দেব।
-
QUESTIONS TYPES অনুযায়ী Tips & Triksগুলো কাজে লাগাবো।যেমন-
- সব প্রশ্ন পড়ার দরকার নাই। শুধুমাত্র যেগুলোর উত্তর লিখতে হবে সেইগুলি পড়ে নেওয়া। শূন্যস্থানের আগে শব্দে a থাকলে আমাদের জন্য সুবিধা। and থাকলে ওটাকে ফোকাস করে নিবে।
- অডিওতে কোনো কিছু বানান করলে ঐটা answer হওয়ার ভাল ১টা চাঞ্চ আছে। অডিও শোনানো হয় প্রশ্নপত্রের বামে থেকে ডান দিকে। কথাগুলো একটু ঘুরিয়ে পেচিয়ে বলবে, খেয়াল করলে সহজে বুঝতে পারবে কোন শব্দটি শূন্যস্থানে বসবে সেটা. অডিওতে একটু ঘুরাই-পেছাই বললে ও সিনোনিম/pharaphase শব্দ ইউজ করলে ওইগুলোকে খেয়াল করে শুনবে। বাস্তব এক্সামে x and y এরকম টাইপে y কে আগে বলে y কে পরে বলে।
- এরপর অডিও চলাকালীন শূন্যস্থানে কাঙ্ক্ষিত শব্দটি প্রশ্নে টুকে রাখব, উত্তরপত্রে পরে যে সময়টা দেয়া হবে ঐ সময় লিখব.
এই সেকশনে অবশ্যই ১০ এ মিনিমাম ৯ পেতে হবে। ভালো করতে যে গুনাগুন লাগবে- Concentrate, Prediction, Grammar(Article…etc)
২ সেকশন টু
• ২য় সেকশনে যে ধরনের প্রশ্ন করা হয়ঃ Monologue,যেখানে everyday social topics(about local facilities) গুলোই এসে থাকে।
৪. Map, Short answer,,,,,,etc
৩ সেকশন থ্রী
৩. Box Matching etc
৪ সেকশন ফোর
টিপস:
- যখন সেকশন 3 শেষ হবে তখন বাড়তি 30sec সময় দেয়া হবে ঐটা কাজে লাগাবো + সেকশন 4 শুরু হওয়ার আগে প্রশ্ন পড়তে আরও 1 মিনিট সময় পাওয়া যাবে[এভাবে প্রতিটি লাইনের জন্য 15sec করে সময় পাওয়া যাবে], তবে মাথায় রাখতে হবে- এই সেকশনে ব্রেক টাইম নাই।
- মনে রাখবে, এ সেকশনে অনেক লম্বা 7-8min এর একটা অডিও play হবে
- প্রশ্ন পড়তে 30 সেকেন্ড সময় দেয়া হবে, এছাড়াও আমরা বুদ্ধি/trick করে আগের সেকশনের শেষের যে ব্রেক টাইমটা দেবে ঐ বাড়তি সময়টাও কাজে লাগাবো।
- QUESTIONS TYPES অনুযায়ী Tips & Triksগুলো কাজে লাগাবো।
যেমন- Keyword হাইলাইট/mark করে রাখা।
QUESTIONS TYPES/ প্রশ্ন টাইপ(বিস্তারিত):
# প্রশ্ন টাইপ: চার টাইপের প্রশ্ন করা হয়-
- Multiple Choice Questions (MCQ) :
Single Answer: You choose one correct answer from a set of options (A, B, C, etc.).
Multiple Answer: You may need to select more than one correct option. - [Box] Matching: matching items from two lists or categories based on the audio. classifying items, events, or people.
- Leveling (Plan, Map & Diagram): parts of a visual, ম্যাপের/ছবির বিভিন্ন জায়গা লেভেল করা থাকে, যেখানে কিছু কিছু লেভেল পূরন করা থাকে আবার কিছু কিছু জায়গা ফাকা থাকে। অডিও শুনে ম্যাপের/ডায়াগ্রামের ফাকা জায়গাগুলো পূরণ করতে হবে।
The layout and directions in the audio are key to answering these questions. - Form Completions (/Note Completions, Table, Flow-chart, Summary-Completion): একটা ফর্ম দেয়া, এর বিভিন্ন অংশ ফাকা থাকবে। (অনেকটা fill in the blank এর মত)। Answers often have a word limit, so conciseness is key.
Form Completion: Common in Section 1, where you complete a form (e.g., name, phone number).
Note/Table/Flow-chart Completion: You fill in missing information in notes, tables, or flow-charts.
Summary Completion: You complete a summary based on the listening passage, often with a word limit. - Sentence Completions : এটা একটা less common types of IELTS Listening. IELTS Listening test এর চারটি সেকশনের যেকোনো একটি সেকশনে এই Sentence completion প্রশ্ন টাইপটা আসতে পারে।
- Short-Answer Questions: You answer questions based on the audio with a brief response, often one to three words.
- Pick from a List: Similar to multiple choice but usually involves picking multiple items from a list based on information in the audio.
প্রত্যেকটা প্রশ্ন টাইপ নিয়ে বিস্তারিত নিচে দেওয়া আছে. প্রত্যেকটা question প্রশ্ন টাইপ designed করা হয়েছে- assess your ability to understand different aspects of spoken English, যেমন- factual information, opinions, and attitudes, as well as your skill in following conversations and extracting specific details.
A Full Test[Question] Set & Explanation
ক্লাস ০২ঃ (PAGE-02)
Strategy & Tricks(গাইডলাইন): Hacks, Challenge Remind, Practice System
— মাইন্ডটাকে এমন ভাবে সেট করবেন যেন পরীক্ষার প্রশ্ন দেখে বুঝতে পারেন এই অংশে কি করতে হবে, আগে থেকে লিসেনিং টেষ্টের স্টাকচার মাথায় রাখা।
যেভাবে বাড়তি Extra সময় বের করব (মোট 1-1.30 মিনিটের মত সময় পাওয়া যায়):-
> প্রতিটি সেকশন শুরু হওয়ার আগে আগের সেকশনের প্রশ্নগুলোর answer মিলানোর জন্য 30-40sec এর মত সময় দেয়,
> প্রতিটি সেকশন শুরু হওয়ার আগে instructionগুলো শোনাতে 10-15sec সময় দেয়,
> প্রতিটি সেকশন শুরু হওয়ার আগে প্রশ্নগুলো দেখার জন্য 30-40src সময় দেয়,
<> Listening Section 1 ও 4 এ (১০+১০=)২০ এর মধ্যে ২০ পাওয়া সবচেয়ে সহজ, এটা মাথায় রাখবা(+এই দুইটা পার্টে audio speed তুলনামূলক কম থাকে)। এখানে নরমাই gap প্রশ্ন গুলোই এসে থাকে।
<> Listening Section ৩ ও ৪ এর প্রশ্নগুলা বড় বড় হওয়াতে অনেকে পড়ে শেষ করতে পারে না(+এই দুইটা পার্টে audio speed তুলনামূলক বেশি থাকে)।। যেহেতু সব প্রশ্ন পড়া হয়ে উঠে না ওই লিমিটেড টাইমের মধ্যে, তাই সবই মাথার উপর দিয়ে যায়।এক্ষেত্রে,
দ্রুত answer ক্যাচ করার জন্য যা করবেন-
5 Hacks(strategy & tricks):
1#Concentration Tone & Time, 2#Prediction, 3#Mark important Keyword(Paraphase), 4#Follow Keyword(before and after the gap), 5#Trap(Change the answers from) 6#Grammer(Use Right form of Sentence)
1# Concentration Tone (must): Follow intonation/Tone, audio clip এর conversation এর accent বুঝা। অস্টেলিয়া, কানাডা, নিউজল্যান্ড, ইউকে, ইউএস এর অ্যাকসেন্ট শুনতে হবে। কিভাবে তারিখ সময় এবং নাম্বার বলে তা আগে থেকে শুনে বুঝার অভ্যাস করে নিতে হবে।
2# Prediction & Mark important Keyword(Paraphase), Follow Keyword(before and after the gap): predict করার ট্রিকসগুলো জানা। এক্ষেত্রে preposition এর খেলা ও article এর খেলা বুঝে গেলে খেলে দিতে পারব(/ভাল স্কোর করত পারব)
বিঃদ্রঃ অডিও শোনার সময় singular নাকি plural ওইগুলো predict করার দরকার নাই, যখন answer করার জন্য ১০ মিনিট সময় দেয়া হবে তখন এইসব predictগুলো করবে।
- Follow preposition (before the GAF): in, into, on, onto [৯৯% মিলবে]
- Follow article (before the GAF): a/an/the [৯৯% মিলবে]
- Follow conjuction (before and after the gap): and, but, or [৯৯% মিলবে]
- but be caretul → They change the answers from: x and y to y and x
-
Grammer-
(to be + Adj/Noun): Ex- The dishes are tasty.
(to be + Article + Noun): Ex- The book is based on a story.
বিস্তারিত-
• (Predict Criteria 01)important word marking ও Paraphase এর ট্রিকটা ক্যাচ করা: অডিওতে gap answer টা ডিরেক্ট না বলে প্যারাফেজ আকারে বলতে পারে ঐটা মাইন্ডে রাখা, আর এজন্য প্রশ্নের গুরিত্বপুর্ণ wordগুলো mark করা।
• (Predict Criteria) Follow and (/and এ খেলা বুঝা): and এর আগে কোন word আছে এবং and এর পরে কোন word আছে তা দেখা, এভাবে gapএ কোনটি বসবে তা টেকনিক্যালি predict করে ফেলা। যেমন- and এর পরের wordটি noun দেয়া থাকলে, আগের gapএর wordটিও noun হবে, এক্ষেত্রে wordটি singular হলে gapএর wordটিও singular হবে, আগের gapএর wordটিও plural হলে gapএর wordটিও plural হবে.
• (Predict Criteria)Follow Preparation:
For(জন্যে):
on(উপরে): ” কিসের উপর” বুঝাতে ব্যবহৃত হয়,
in(ভেতরে): ”কার/কিসের মধ্যে”বুঝাতে ব্যবহৃত হয়,
of(জোর দিয়ে): ”কিসের দ্বারা” বুঝাতে ব্যবহৃত হয়, এর পরে vital nounগুলা থাকে।
with(সাথে): ”কার/কিসের সাথে”বুঝাতে ব্যবহৃত হয়,
(Predict Criteria) Follow noun: noun এর আগে gap থাকলে ওইখানে adjective বসে। the থাকলে এর পরে নির্দিষ্ট কিছু বুঝায়।
• (Predict Criteria) Change the answers from(/trap গুলোর দিকে নজর দেয়া।): সম্ভাব্য answer টা ডিরেক্ট হোক আর pharaphase আকারে হোক, অডিওতে তা আগে-পরে করে বলতে পারে ঐটা মাথায় রাখবে। যেমন- প্রশ্নে and এর পরে gap থাকলে সেক্ষেত্রে অডিওতে শুধু প্রশ্নের and এর আগের শব্দটি ফোকাস করে ঐটাকে পাওয়ার জন্য শোনার অপেক্ষা করলে ভুল হবে, কারণ এক্ষেত্রে ওরা অডিওতে gap answer টা আগে বলে দিয়ে এরপর and এর আগের শব্দটি বলতে পারে। অর্থাৎ, প্রশ্নে gapটি and এর পরে হলেও, অডিওতে gap answerটি আগেই শোনানো হতে পারে। আর, contrast wordগুলোর দিকে নজর দিতে হবে ওইগুলো তে আপনাকে trap এ ফেলতে পারে।
বোল্ড হেডিং ideas: প্রশ্নের বোল্ড করা হেডিং গুলোর দিকে নজর রাখার চেষ্টা করা। তাহলে অডিও ও বাক্যগুলোতে কি বলা হচ্ছে তা বুঝতে সুবিধা হয়।
3# Follow Keyword & Use Right form of Sentence:
— Focus/Follow: are, were, have (auxiliary) [singular-pluralএ যাতে ভুল না হয় এজন্য Focus টেকনিক মাইন্ডে রাখা]
এসব auxiliary words থাকলে plural form হয়।(এসব ক্ষেত্রে uncountable nounগুলোও ভালবাবে জেনে নিবে, কারণ uncountable nounগুলোর plural হয় না ঐটাও মাথায় রাখবে)
আর, ওই বাক্যের verb এর সাথে and এর আগের-পরের শব্দের সাথে গুলিয়ে ফেললে হবে না, এক্ষেত্রে and এর parallel rules কে 1st priority দিতে হবে।
— a/an থাকলে singular/plural হয়, এক্ষেত্রে ঐ বাক্যের auxiliary এর দিকে খেয়াল করলে বুঝতে পারবে singular নাকি plural হবে।
— আবার, only থাকলে সবসময় singular হয়।
— একইরকমভাবে, uncountable noun থাকলে সবসময় singular হয়।
— (Predict Criteria ) objects সবসময় noun হয়,সেক্ষেত্রে Noun টার singular-plural এ যাতে ভুল না হয় এসব ছোটখাটো বিষয়ের দিকে খেয়াল করতে হবে। যেমন- বাক্যের মুল verbটি plural হলেও object এর ক্ষেত্রটা আলাদা, সেখানে কোনো plural verb না থাকলে ধরে নিতে হবে সেটা singular.
Challenge bear in mind:
- • paraphrase
- • Time
- • pay attention (not being distracted)
- • change the answers from (x and y, y and x)
যেভাবে প্রাকটিস করবে[Practice System]: Exam দেওয়ার আগে করনীয়-
Cambridge ১১-১৯ এর সবগুলো বইয়ের প্রতিটি সেকশন এর প্রতিটি Test ৩বার করে দিতে হবে। উদাহরণস্বরূপ- প্রথমে সেকশন-1 দিয়ে শুরুটা করতে হবে। সেকশন-1 শেষ হলে এরপর পর্যায়ক্রমে ধারাবাহিকতায় সেকশন-2, 3, 4 আলাদাভাবে শেষ করতে হবে। এভাবে প্রথমদিকে ৫ টি বই ৩ বার করে করেন, তাহলে দ্রুত ভাল ফলাফল করতে পারবে, আপনার Result আপনিই বিশ্বাস করতে পারবেন না। এভাবেকরে সবগুলো বইয়ের সবগুলো সেকশন শেষ হলে ফাইনালি Mocktest/full test দিতে হবে।
(4 Steps) টেকনিকে যেভাবে প্রাকটিস করবেন:-
i. Listen the test Audio & answer: প্রথমে নিজে একাই real exam-এর মতো করে একটা লিসেনিং টেষ্ট দিবেন। audio clip এর conversation এর accentগুলোয় মনোযোগ হারানো যাবেনা ভুলেও।
answer করার ক্ষেত্রে- Hacks strategy-tricks গুলো এপ্লাই করা যেমন-
— Prediction & Mark important Keyword(Paraphase),
— Follow Keyword(before and after the gap,
— Trap গুলোর দিকে নজর দেয়া(form changing),
— Right form of Sentence use করা।
এক্ষেত্রে যা যা নোট করব-
* Find the paraphrase from the script and note it down.
* Note unknown words with meaning and synonyms.
সব প্রশ্নের উত্তর দিবেন, উত্তর না পাইলেও ঢিল মারবেন। দেওয়ার পর ans চেক করবেন না।
এরপর আবার দিবেন সেইম লিসেনিং টা ই, এবার দেওয়ার পর ans দেখবেন। যদি দেখেন যে আগের থেকে ভালো হইছে তাহলে তো আলহামদুলিল্লাহ। এভাবে দিতে থাকেন।
কোনগুলো ভুল সেগুলোর কারণ mark করতে হবে। এক্ষেত্রে, Correction করেন উত্তর দেখে, তারপর আবার শুনেন ভালো ভাবে যেখানে আপনি ভুল করছেন।
iii. Read audio script 3times while listening: Cambridge book এর শেষে দেখেন Audio Script দেওয়া আছে, এটা একবার শুনেন, তাদের কথা বলার স্টাইল follow করেন, তাদের voice কিভাবে ওঠা-নামা করে follow করেন। অর্থাৎ, অডিও স্ক্রিপ্ট ধরে ধরে রিডিং করতে হবে। এরপর, আন্সার স্ক্রিপ্ট এনালাইসিস করবেন(অডিও ছেড়ে স্ক্রিপ্ট পড়বেন)।
• Extra – loudly Read the script
পরীক্ষায়/Exam দেওয়ার সময় করনীয়ঃ প্রশ্ন-উত্তর করার টিপস-
• মাথায় রাখবে যে, audio ক্লিপ শোনানোর সময় তারা খুব একটা দ্রুত কথা বলবে না, মোটামুটি আস্তে কথা বলবে (audio এর ঐ ৩০মিনিটের ৪টা পার্টের এ পার্টের অডিও শোনানোর সময়) এবং transfer/চেক করা/উত্তর করা এর জন্যেও অল্প একটু (প্রায় ১০মিনিট) সময় দেওয়া হবে.
০. No More Than Two Words এই টাইপের instructionটা ভাল করে দেখে নিবেন।
০. ১ম স্যাম্পলটা পূরণ করা থাকবে। ঐটাকে গুরুত্ব না দিয়ে যেগুলো পূরণ করা নেই সেগুলোকে গুরুত্ব দেব।
১. অডিও শুরু হবার আগেই পড়ে নেওয়া দরকার। সবকিছু পড়ার দরকার নাই, শুধু খালি জায়গার অংশটুকু পড়বেন।
২. টেবিল থাকলে হেডিংটা ভাল করে পড়বেন।
৩. মাল্পিপল কুয়েকশন হলে শুধু প্রশ্ন পড়ে কিওয়ার্ড সিলেক্ট করে রাখবেন।
৪. ডায়াগ্রাম হলে স্টার্টিং পয়েন্টটা ভাল করে দেখে নিবেন।
৫. অবশ্যই অর্ডার অনুযায়ী প্রশ্রের উত্তর দিবেন।
৬. কোন উত্তর মিস হয়ে গেলে সেটা বাদ দিয়ে পরবর্তীটাতে চলে যাবেন। যেহতু, question গুলো sequence অনুসারে-ই আসে।
৭. প্রথমে প্রশ্নে উত্তর লিখে রাখবেন। তারপর ট্র্যান্সপার টাইমে আনসার শীটে তুলবেন একদম শেষে। বানান ভুল করা যাবেননা, বানান ভুল করলে উত্তর সঠিক হলে তা কেটে দেওয়া হবে।
৮. সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেলে আর কথা না শুনে পরবর্তী প্রশ্ন পড়তে থাকুন.
FAQ/প্রশ্নঃ “কিভাবে লিসেনিং ইমপ্রুভ করা যায়?”
উত্তরঃ ১. প্রতিদিন কমপক্ষে একটা Listening test দিতে হবে Cambridge বই থেকে, যেভাবে হোক, এক্ষেত্রে must ”4 Steps যেভাবে প্রাকটিস করবেন” ঐ গাইডলাইনটা অনুসরণ করবেন। *** মনে রাখবেন, প্রতিদিন দশটা লিসেনিং না দেওয়ার থেকে একটা দশবার দেওয়া বেশি উপকারী। (হেডফোন ছাড়া পার্ট ৩ এবং ৪ প্র্যাকটিস করতে হবে।স্পিড বাড়ানোর কোনো দরকার নাই, ফাইনালে স্পিড একই থাকে।)
ক্লাস ০৩ঃ (PAGE-03)
Q.TYPES[স্টাকচার] with Explanation(In-depth) : প্রশ্ন টাইপ বিস্তারিত A to Z খুঁটিনাটি বিশ্লেষণ
Gap Filling: Listening সেকশন 1 ও 4 এই দুইটা পার্টে Gap Filling যেমন- form completion, Note Completions etc এসে থাকে, তাই চেষ্টা করব এই দুইটা পার্টে must যেন 20 এ 20 নম্বর তুলা যায়।
সাধারণত নিচের wordগুলোর পরে gap(answer)টা থাকতে পারে-
Is, Are, The, That, But, However, Actually, Mostly, This time, Now
Gap Filling এর মধ্যে রয়েছে- Form Completion, Note Completions,,,,,.etc
(Q.TYPES বিস্তারিত): Form Completion[Gap Filling]
এ Q.Type যে সেকশনে আসেঃ Form Completion এর এই gap fillingটা Listening test এর একদম শুরুতে section 1 এ এসে থাকে। audio clip টা মাত্র একবার-ই শোনানো হবে।
এ Q.Type যেভাবে answer করতে হয়ঃ question paper এ একটা ফর্ম দেওয়া থাকবে, ঐ ফর্মের বিভিন্ন অংশ ফাকা(blanks) থাকবে এবং বিভিন্ন অংশ পূরণ করাও থাকতে পারে। লিসেনিং এর অডিওটা শুনে ঐটার উপর base করে ফাকা অংশগুলো পূরণ করতে হবে। যেমন– লিসেনিং এর অডিওতে কোন একটা ব্যক্তি/জায়গায় ফোন নম্বর বললে প্রশ্নের ফাকা অংশে পূরণ করতে হবে।
আবার, উত্তরটা factual informationও হতে পারে যেমন- কারো phone numbers, কোন একটা দিনের dates, কোন time etc.
প্রাথমিক স্টেপে, answerগুলো প্রশ্নের উপরেই note হবে।
gap গুলোর আগে,পরে কি word আছে ঐগুলো খেয়াল করে gap এ কি বসতে পারে তা predit করা, যেমন- noun এর আগে gap থাকলে সেখানে adj বসে। আর, প্রশ্নে– মাস, বছর, তারিখ || Price Amount, || place, place/building এর নাম -এগুলো থাকলে চোখের পলকে predict করে নেব কি answer বসতে পারে যা audio শুনলে তখন নোট করব।
সাধারণত, প্রশ্নের একদম উপরে বলা থাকতে পারে যে- gap এ উত্তরটা এক/দুই/তিন শব্দের word limits এ দিতে(নাম্বার সহ হতে পারে/ নাম্বার ছাড়াও হতে পারে). সেক্ষেত্রে-
- no more than two words and/or a number অর্থাৎ দুটো শব্দ ও একটা নাম্বার অথবা শুধুমাত্র একটা নাম্বার দিয়েও answer দেয়া যাবে।
বা, no more than three words and/or a number অর্থাৎ দুটো শব্দ ও একটা নাম্বার অথবা শুধুমাত্র একটা নাম্বার দিয়েও answer দেয়া যাবে।
বা, one word only বললে সেটা ৯০% ক্ষেত্রে noun হয়।(এধরনেরটা section 4এ করা হয়) - বি:দ্র: জেনে রাখা ভাল, maximum words লেখার পরও একটি সংখ্যা numerically লিখা যাবে। অর্থাৎ এ ধরনের instructions এর আওতায় numerical number কে word হিসেবে count করা হয় না। প্রয়োজনে কোনো word না লিখেও শুধু একটি number দিয়ে উত্তর দেয়া সম্ভব।
- • hyphenated words are counted as one word. যেমন- state-of-the-art একটা word হিসেবে কাউন্ট করা হবে।
Example:
12 Hillstation Road → two words and a number.
Twelve Hillstation Road → three words.
step-mother → one word.
Quick Tips:
Audio play এর আগেঃ • অডিও ক্লিপ শুরু হওয়ার আগে ২০ সেকেন্ডের মত সময় পাবেন। ঐ সময়ের মধ্যে section 1 প্রশ্নগুলোয় চোখ বুলিয়ে keyword underlie করে ফেলুন(মাথায় গেথে রাখার চেষ্টা করব) এবং চিন্তা করব gap গুলোতে কি ধরনের ওয়ার্ড বসবে, এতে যখন audio ক্লিপ এর conversation শুনবে তখন effective ভাবে answer করা সহজ হয়ে যাবে।
Audio play এর সময়ঃ ক্লিপ শোনার সময় স্পেসিফিক information এর দিকে বিশেষ নজর দিতে হবে। answer গুলো অডিও ক্লিপের সিকুয়েন্সেই আসবে, যেটা sub heading দেখেই বুঝা যায় কোন অংশটা নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে বোঝার সুবিধার্থে কোনো information related notes করে রাখতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে সেই informationটি বুঝতে সুবিধা হবে।
সিকুয়েন্স এর কোনো একটি লাইন না বুঝতে পারলে (miss হয়ে গেলে) ওইটা skip করব।
answer করার সময় Hacks(strategy & tricks) গুলো ভালকরে এপ্লাই করব।
• জটিলতা এড়াতে answerগুলো Capital/block Letter এ লিখবে।
Notes:
• Number in Form Completion:
→ ন্যাটিভ স্পিকাররা Zero কে oh(ওহ) বলে।
গ্রুপ নাম্বারে double, triple বলে থাকে।
যেমন:- 0668880711 কে oh, double six, triple eight, oh, seven, double one বলে থাকে।
→ তবে, কিছুক্ষেত্রে যেমন মাপের ক্ষেত্রে zero কে nought বলে থাকে। যেমন:- 0.9 কে nought point nine বা zero point nine বলে থাকে।
• Dates in Form Completion:
September sixth কে চাইলে September 6th বা Sept 6th বা 6th of September বা 06/09(Uk) বা 09/06(US) এইভাবে লিখা যায়।
• Currency in Form Completion:
→ £/$ 8.80 কে অনেকভাবে বলা যায়।
£ 8.80 কে Eight pounds eighty বলা হয়। (খুবই informal)
£ 8.80 কে Eight pounds and eighty pence (neutral/more formal)
$ 8.80 কে Eight eighty বলা হয়। (খুবই informal)
$ 8.80 কে Eighty dollars and eighty cents বলা হয়। (neutral/more formal)
• measurements in Form Completion:
centimetres(centimeters), kilometres(kilometers), kilograms এর ক্ষেত্রে uk অথবা us এর যেকোনো একটা ধরনের spelling ইউজ করব শুধুমাত্র। চাইলে ইচ্ছেমত এদের abbreviation যেমন km, cm, m, kg ইত্যাদি ইউজ করা যায়।
Example-
(Q.TYPES বিস্তারিত): Note Completions[Gap Filling]
Tips & Teqniques:
Question এর উপর থাকা instructionটা ফলো করা সবচেয়ে important, এখানে instructionএ- opinion(bike-sharing schemes of cities) নিয়ে ডিসকাশন করা হয়েছে/কথা বলা হয়েছে। এরকম যেকোনো টপিক এর উপর যেকোনো কিছু যেমন- problems(bad side)/benefits(good side)/ recommend/ result(outcome) নিয়ে আলোচনা করা থাকতে পারে।
সাজেশন-
— সর্বপ্রথম, অডিও ক্লিপ চলার আগে/শুরুতে opinion অপশনগুলো দেখব(gapগুলো দেখার দেখার দোরকর নাই আপাদত)
— অডিও ক্লিপ চলার আগেই, opinion অপশনগুলো এ- important wordsগুলো marking করব ও মনে মনে ঐ wordগুলোর pharaphase করব(/synonyms করব)।
— opinion অপশনগুলো এ- positive/negetive বা ভাল/খারাফ এই টাইপের জিনিস/বিষয় চোখে পড়বে সেগুলো আলাদা সাংকেতিক নোট করা/দাগানো।
— আর, trap গুলোর দিকেও নজর দেবে, যেমন- contrasting words গুলো- but,however,although, otherwise,albeit,Nevertheless, ,,,,,etc শব্দ দিয়ে পুরো বাক্যের অর্থ উলটো করে দিতে পারে। তাছাড়া এটাও মাথায় রাখবে যে, নরমালি এই contrasting words গুলোর সাথেই answer দেয়া থাকে।
বিঃদ্রঃ কোনো প্রশ্ন ক্যাচ করতে না পারলে ওইটা must স্কিপ করে পরের প্রশ্নে চলে যেতে হবে, Be realistic।
Question Example1:
MOVING TO BANFORD CITY
Example:
Linda recommends living in a suburb of Dolson.
Accommodation:
* Average rent 1 £ 850 a month.
Transport:
* Linda travels to work by bike/ bicycle.
* Limited parking in the city Center.
* Trains to London every 30/thirty minutes.
* Poor train service at weekend(s).
Advantage of Living in Banford:
* New cinema opened recently.
* Dentist has an excellent reputation.
* Good hospital on Bridge Street.
Meet Linda:
* Meet Linda on Thursday after 5.30 pm
* In the cafe opposite the station.
Question Example2: [IELTS listening,Cambridge 16, test 04: PART 3]
Audio_clip(links): https://paperpapa.com/wp-content/uploads/2022/02/Test-4-Part-3-16.mp3
বা,
বা,
Questions 25-30
What is the speakers opinion of the bike-sharing schemes in each of the following cities?
Choose SIX answers from the box and write the correct letter, A-G, next to Questions 25-30.
Opinion of bike-sharing scheme
A They agree it has been disappointing.
B They think it should be cheaper.
C They are surprised it has been so successful.
D They agree that more investment is required.
E They think the system has been well designed.
F They disagree about the reasons for its success.
G They think it has expanded too quickly.
Cities
25 Amsterdam …………….
26 Dublin …………….
27 London …………….
28 Buenos Aires …………….
29 New York …………….
30 Sydney …………….
(Q.TYPES বিস্তারিত): Sentence Completion[Gap Filling]
Introduction: এখানে listening audio থেকে একটি sentence নিয়ে আপনাকে দেয়া হবে যেখানে gap থাকবে এবং
আপনাকে gap এর জন্য perfect word লিখতে হবে।
INSTRUCTIONS FOR WORD LIMITS: Question এ যদি বলা হয়, NO MORE THAN TWO WORDS AND/OR A NUMBER অথবা NO MORE THAN THREE WORDS AND/OR A NUMBER
এই ক্ষেত্রে আপনি maximum words লেখার পরেও একটি সংখ্যা numerically লিখতে পারবেন। অর্থাৎ এই ধরনের instructions এর আওতায় numerical number কে word হিসেবে count করা হয় না। প্রয়োজনে কোনো word না লিখেও শুধু একটি number দিয়ে উত্তর দেওয়া সম্ভব। Hyphenated words are counted as one word.
Examples:
12 Hillstation Road -> two words and a number
Twelve Hillstation Road -> three words
Step-mother -> one word
TIPS:
• অডিও ক্লিপ শুরু হওয়ার আগে প্রশ্নগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিন৷
• আগের এবং পরের words গুলো মনোযোগ দিয়ে দেখুন যাতে আপনি গ্যাপে কি হবে সেটি অডিও ক্লিপ থেকে সহজে ধরতে পারেন৷
• গ্যাপে কি হবে সেটি guess করুন – place, name, number নাকি অন্য কিছু।
• অডিও ক্লিপের words এবং প্রশ্নের words synonymous হতে পারে। কিন্তু গ্যাপে exact ক্লিপে ব্যবহৃত words / phrases / numbers -ই লিখতে হবে।
• Word limit এর ব্যাপারে সতর্ক থাকবেন
Example:
Complete the notes below
Write ONE WORD ONLY for each answer
A company providing luxury serviced apartments aims to:
1. Cater specifically for business travelers.
2. Provide a stylish kitchen for guests to use.
3. Set a trend throughout the world which becomes permanent.
Traditional holiday hotels attract people by:
4. Offering the chance to baby their ordinary routine life.
5. Making sure that they are cared for in all respects – like an escape.
6. Leaving small treats in their rooms – e.g., cosmetics or chocolate/chocolates.
(Q.TYPES বিস্তারিত): Multiple Choice Questions(MCQ)
এ Q.Type যে সেকশনে আসেঃ Multiple choice questions(MCQ) সাধারণত IELTS Listening test এর parts/সেকশন 2, 3 ও 4 এ এসে থাকে।
Mcq এ যে আলোচিত topics(90%time): Presentation Topic, Research Topic, Company Related topic
এ Q.Type যেভাবে answer করতে হয়ঃ এ টাইপের প্রতিটি প্রশ্নে সাধারণত আপনাকে ৩টি option (খুব অল্প কিছুক্ষেত্রে 4 option) থেকে correct answerটি choose করতে হবে। এক্ষেত্রে, ৩টা অপশন এর মধ্যে ২টা ভুল থাকে আর ১টা সঠিক হয়, ওই সঠিক উত্তর-ই আমাদের খুজে বের করতে হবে।
Tips:
- Mcq এর প্রশ্নগুলো sequence অনুসারে আসে(কিন্তু প্রশ্নের optionsগুলো আগে-পরে অর্থাৎ sequence অনুসারে আসে না). তাই কোনো প্রশ্ন মিস হয়ে গেলে ওইটা বাদ দিয়ে পরবর্তী প্রশ্নে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে, sub heading গুলো audio trackingএ কাজে দেয়।
যখন, সবগুলো options-ই অডিওতে শুনানো হচ্ছে(আপনাকে কনফিউশনে ফেলার জন্য), কিন্তু তার মধ্যে শুধু একটি অপশন ই সঠিক হবে। অর্থাৎ, অন্যান্য ielts এর item এর মত mcq এর অপশন sequence অনুসারে আসে না। সুতরাং একটি অপশন শোনামাত্রই তাকে সঠিক ধরে নিবেন না বরং অপেক্ষা করুন যতক্ষণ না স্পিকার সেই প্রশ্নটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিয়ে শেষ করছেন।যেমন- তৃতীয় অপশনটি সবার আগে শুনতে পেলে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি প্রথম দুই অপশন মিস করে গেসেন। - প্রশ্ন পড়েই বুঝে ফেলতে হবে audio তে কি বলবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ন keywordগুলো দাগানোর trick ইউজ করা যেতে পারে: কিছু words আছে phraphase করে অডিওতে বলতে পারে, ঐ words গুলো দাগানো। আবার কিছু words আছে যেগুলোর pharaphase হয় না, ওইগুলাও দাগানো, যাতে করে অডিও শুনে বুঝা যায় কোথায় কি বলতেছে।
— যে লাইনের মধ্যে question/gap থাকবে, শুধু ঐ লাইনগুলো ফলোআপ করতে হবে। মনে রাখবে, যে লাইনের মধ্যে gap/question থাকে না, ওইসব লাইনের text ওরা অডিওতে direct বলে থাকে, কিত্তু যেসব লাইনে gap থাকে ওইসব লাইন ওরা pharaphase করে বলে। তাই এক্সট্রা যে লাইন থাকবে ঐগুলো পড়া দরকার নাই, তবে ঐসব লাইন চোখের পলকে দেখে keywords গুলো mark করে নিব যাতে করে audio তে এসব লাইনের keyword বললে আমাদের পরবর্তী question/gap লাইনের আনসার পাওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি।
— gap এ কি বসতে পারে তা predict করে ফেলতে হবে।
অর্থাৎ, মনে রাখবেন- প্রশ্নগুলো হুবহু অডিও ক্লিপের মত হবে না, বরং প্রশ্নগুলো paraphrase করে ব্যবহৃত হবে।
অডিও এর একদম শুরুতে বলে দেবে যে আমরা কিসের অডিও শুনব। এতে ১৫-২০ সেকেন্ড সময় পাব। এরপর আরও কিছু সময় দেবে। এ সময়ে প্রশ্নগুলোতে চোখ বুলিয়ে নেব ও ইম্পরট্যান্ট keywordsগুলো marking করে নেব ও keywordsগুলো marking করার ক্ষেত্রে- Article, preposition ,and,but, be verb কখনোই main keyword হিসেবে ব্যবহৃত হবে না, তাই এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই।আর, contrast words গুলোর দিকে ভাল করে নজর দিবেন।
উদাহরণস্বরূপ- Section two এর 11 নাম্বার হতে যদি MCQ শুরু হয় তাহলে Section one শেষ হওয়ার পর author বলবে now you have 30 second to check your answer সেই সময় answer check না করে আমরা12 নাম্বার থেকে প্রশ্নএবং উত্তর পড়া শুরু করে keyword গুলো দাগাবো।
এখন প্রশ্ন করতে পারেন 11 নাম্বার দিয়ে শুরু না করে কেন 12 নাম্বার দিয়ে শুরু করবো? এখানে আমার যুক্তি হচ্ছে 11 নম্বর প্রশ্ন শুরু করার আগে Speaker বেহুদা বেশ কিছু কথা বলবে তখন আমরা এই সময়টায় 11 নাম্বার প্রশ্ন এবং উত্তর পড়ে নিব।
— এখানে বলে রাখা ভালো যে, যদি কোন প্রশ্নের উত্তরের সাইজ ছোট হয় তাহলে সে প্রশ্নের উত্তর পড়ার দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করিনা,তবে কেউ যদি প্রশ্নের উত্তর না পড়ে উত্তর দিতে না পারেন তাহলে অবশ্যই প্রশ্নের উত্তর পরে নিবেন।যেমনঃ
a.Lack of play ground
b.Lack of parking space
3. Lack of restaurant and coffee shop
লক্ষ করে দেখুন এখানে তিনটি প্রশ্নতেই Lack of দেওয়া আছে, সুতরাং এটি বারবার পড়ার কোনো যৌক্তিকতা নেই।
— আবার, When the group meet at the airport they will have
a.Breakfast
b..Coffee
c.Lunch
এ ধরনের প্রশ্ন থাকলে আগে অপশন পড়ে সময় নষ্ট করা কোনো যৌক্তিকতা নেই। - বোনাস টিপসঃ
— ১. যদিও এটি কোনো নিয়ম নেই বা যৌক্তিক tricks হিসেবে শতভাগ সঠিক মানদণ্ডে বিবেচনা করা ঠিক হবে না তবুও নিজের অভিজ্ঞতা থেকে বলছি- author প্রথমে যে উত্তরটি বলবে 75% ক্ষেত্রে সেটি সঠিক উত্তর হয়না। ৫/৬ টি প্রশ্ন থাকলে হয়তো ১/২ টি উত্তর পাবেন যেটি প্রথমে বলছে, কিন্তু MCQ যদি Section three তে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত Speaker যে উত্তরটি প্রথমে বলবে সেটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে না।
— ২. কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় Speaker তিনটি অপশনের মধ্যে শুধুমাত্র একটি Option বলবে ,তবে এটি খুবই Rare Case .Speaker যদি কোন প্রশ্নের উত্তর সরাসরি বলে তাহলে সেটি কখনোই সঠিক Answer হবে না কারণ উত্তর সবসময় paraphrase করে হয়।
— ৩. (Section 3 তে যে mcqগুলো আসে ওইগুলো বড় হয়ে থাকে) সহজে ভাল score করতে কিছুক্ষেত্রে একটা টেকনিক এপ্লাই করা যেতে পারে- Section 3 তে author একই Sentence এ দুইটি option বললে কখনোই সেটি সঠিক উত্তর হবে না। সে ক্ষেত্রে ধরেই নেওয়া যায় তৃতীয় option টি সঠিক উত্তর হবে।
(trick: ছোট অপশন গুলো বাদ দিয়ে বড় answerটি সঠিক উত্তর হতে পারে, এভাবে ফিল্টারিং করতে পার। তবে সবসময় এই নিয়ম খাটতে নাও পারে)— ৪. কোন সময় যদি আপনি নিশ্চিত হন যে তিনটি অপশনের মধ্যে দুইটি অপশন কোনভাবেই উত্তর হওয়া সম্ভব নয় তার মানে তৃতীয় অপশনটি আপনি না বোঝা সত্বেও ওটাই Answer হবে যেহেতু অন্য দুটি Option আপনি সহজেই বাদ দিতে পেরেছেন, এটাকে বলা হয় elimination process.
— ৬. মনে রাখবে, যেসব প্রশ্নের শুরুতে অনেক text থাকে ওইগুলা আমাদের জন্য পজেটিভ পয়েন্ট, কারণ এতে প্রশ্নের সিকোয়ন্স ট্রাক করা সহজ হয়। - আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে, প্রশ্ন যে Tense এ থাকবে উত্তর ও ঠিক সেই Tense এ হবে।প্রশ্নে অতীতের কোনো ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে ,যেমন প্রশ্নে বলা হয়েছে আপনি কখন কক্সবাজার গিয়েছিলেন? Option এ আছে আগামী বছর কক্সবাজার যাব অথবা বললেন বর্তমানে আমার কক্সবাজার যেতে ভালো লাগে, তাহলে এই দুটির কোনোটিই সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে না,কারণ প্রশ্ন করা হয়েছে অতীতের ঘটনা সম্পর্কে।

Question Example1:
QUESTIONS 11-16
11. According to the manager, what do most people like about the job of kitchen assistant?
A. The Variety of work *
B. The friendly atmosphere
C. The opportunities for promotion
12. The manager is concerned about some of the new staff’s
A. jewelry *
B. hair styles
C. shoes
13. The manager says that the day is likely to be busy for kitchen staff because
A. it is a public holiday
B. the head chef is absent
C. the restaurant is almost fully booked *
14. Only kitchen staff who are 18 or older are allowed to use
A the waste disposal unit
B the electric mixer
C the meat slicer *
15 & 16. According to the manager, which TWO things can make the job of kitchen assistant stressful?
A They have to follow orders immediately B The kitchen get very hot
C They may not be able to take a break *
D They have to do overtime
E The work is physically demanding *
(Q.TYPES বিস্তারিত): Box Matching
Box Matching সেকশন ২(Monologue) ও ৩(Dialogue) তে এসে থাকে।
Tips:
- এ সেকশন শুরু হওয়ার আগে 30sec এর মত যে সময়টা পাব ওইটা কাজে প্রশ্ন পড়ার কাজে লাগাবো।
- প্রথমে, audio শুনার আগেই box এ যা দেয়া থাকবে সেগুলো পড়ে meaning বুঝার চেষ্টা করব, এরপর গুরুত্বপূর্ণ keywordগুলো দাগিয়ে ওইগুলোর pharaphase/synonyms সেগুলো আইডিয়া করার চেষ্টার মাধ্যমে answer কি হবে তা predict করার চেষ্টা করব।
বিস্তারিত- Box এ যা(সেসব words) দেয়া থাকে, মূলত সেগুলোর দিকেই ফোকাস দেব, কারণ এগুলো directly অডিও তে সিকোয়েন্সলি(সিরিয়ালি) বলা থাকবে না(a,b,c… এভাবে সিকোয়েন্সলি না বলে যেকোনো একটি নিয়ে অডিওতে আগে আলোচনা করতে পারে))। মনে রাখবে, Box এর wordsগুলোর সরাসরি অডিও তে বলবে না, pharaphase/synonyms করে বলবে, এক্ষেত্রে হয়তবা কিছু example দিয়ে/গল্প বানিয়ে অডিও তে শোনানো হতে পারে। তাই box লিস্টের সবার আগে meaning বুঝা জরুরি। - নিচে Question গ্যাপ এর সাথে থাকা area wordsগুলোর প্রথম ২-৩টর দিকে চোখ বুলিয়ে এরপর ফোকাস না দিলেও হবে কারণ সেগুলো audioতে সিকোয়েন্সলি(সিরিয়ালি) বলা হবে।
- অডিও শোনার সময় Positive তথ্য উত্তর হিসেবে বেছে নিব।
- box word এর সাথে কোনো একটা গ্যাপ ওয়ার্ডের মিল রেখে যেটি আসলে ঐ গ্যাপের জন্য সঠিক উত্তর নয় তা অডিওতে আপনাকে শুনিয়ে confused এ ফেলতে পারে, এক্ষেত্রে নেগেটিভ words বা কথাবার্তার মাধ্যমে এভাবে করে trapএ ফেলবেই, ওইগুলো থেকে সতর্ক থাকা, এজন্য অডিও পুরোটা শুনতে হবে। এভাবে elimination process ঠিকভাবে এপ্লাই করতে হবে।
- যেসব ক্ষেত্রে দেখা যায়, gap লিস্ট থেকে box word লিস্ট বেশি থাকে, তাই অইসব ক্ষেত্রেও elimination process জেনে এপ্লাই করা জরুরি।
Concentration: সবসময় তাদের pronounciation(উচ্চারণ) খেয়াল রাখতে হবে ও প্রাকটিস করার সময় দ্বিতীয়বার শেষে audio_script/transcribe দেখে নেব, তাহলে সহজে বুঝা যাবে। এভাবে করে প্রাকটিস করলে নিজের ভুলগুলো বুঝা যাবে।
# Box Matching Practice-
- Listening এই সেকশনে কিছুই বোঝেন না? এবার থেকে ১০/১০হবে| – (IELTS BANGLA)
- IELTS Listening Box matching নিয়ে যত সমস্যার সমাধান | Class number 4 – (IELTS BANGLA)
- IELTS Listening Box Matching solve in Bangla | লিসেনিং এই সেকশনে কিছুই হয়না? (IELTS BANGLA)
- IELTS Listening Box Matching || এগিয়ে থাকুন
- Mastering IELTS Listening: Box Matching Strategy Revealed!(transcribe)
(Q.TYPES বিস্তারিত): Labelling(Map & Diagram)
এ Q.Type যে সেকশনে আসেঃ
এ Q.Type যেভাবে answer করতে হয়ঃ ম্যাপ হচ্ছে ২ রকমের। Map & Diagram Labelling সাধারণত একটা ম্যাপ/ছবি দেয়া থাকে। ম্যাপ/ছবি এর কিছু কিছু লেভেল পূরণ করা থাকবে, এবং কিছু কিছু লেভেল blank থাকবে। ম্যাপ এর যেখানে blank/শুন্যস্থান থাকে সেটা পূরণ করবে।
কিছু কিছু Labelling এ শব্দের একটা লিস্ট দেয়া থাকে, ওই শব্দের লিস্ট থেকে উপর্যুক্ত শব্দ নিয়ে ম্যাপটা পূরণ করতে হবে।
Listening Map মানে হচ্ছে আপনি যখন দেশের বাইরে যাবেন, তখন যেন প্র্যাকটিক্যালি একটা জায়গার অবস্থান কোথায়, সেটি আপনি শুনে বের করতে পারেন।
যেমন- লাইব্রেরিটির অবস্থানঃ কাউকে জিজ্ঞেস করলে যদি একজন বলে লাইব্রেরির অবস্থান হল-উত্তর পাশের মসজিদের ডান দিক দিয়ে একটু সামনে, বামে দক্ষিনে, নাক বরাবর যেয়ে তারপর কান বরাবর যেতে হবে, এখন সত্যিকার অর্থে আপনি যদি এই ওয়ার্ডগুলোর অর্থটা বুঝতে না পারেন, বাস্তবে আপনি সমস্যার সম্মুখীন হবেন এজন্য এই সমস্যা থেকে দূরে রাখার জন্য আপনাকে এগুলো আগেই চর্চা করে তারপর বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে.
Listening Map এর উত্তরে Speaker কথা বলার সময় অতিরিক্ত অনেক ধরনের তথ্য দিবে, যেমনঃ এটা ভালো, এটা অনেকদিন ধরে চলে আসছে, কিন্তু অন্য কোনোদিকে আমাদের কান না দিয়ে শুধুমাত্র একটা জায়গার অবস্থান কোথায়, কোন বিন্দুতে সেটির অবস্থান- সেটি আমাদেরকে বের করতে হবে।
Quick Tips:
• ১মত, ম্যাপটি কিসের সেটা identify করুন। যেমন- জায়গার ম্যাপ হলে ঐ জায়গার কিছু কিছু জিনিসের level পূরণ করতে হবে, প্রসেসের ম্যাপ যেমন water cycle diagram হলে অডিও শুনে level টা পূরণ করতে হবে.
• ২য়ত, identify করুন ব্লাংক স্পেস এর নাম্বার গুলো কোথায় located. সাধারণত, গ্যাপ গুলো অডিও ক্লিপের sequence এই থাকে। যেমন- প্রথমদিকের আনসার গুলো প্রথম দিকে থাকে, এভাবে পর্যায়ক্রমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইত্যাদি পর্যায়ক্রমে সাজানো থাকে।
যেমন- একটা ছবি এর মধ্যে বিভিন্ন blank দেয়া থাকলে অডিও-তে ১ম আনসার blank-1 এ থাকবে, এভাবে পর্যায়ক্রমে বাকি answer গুলোও থাকবে।
• ৩য়ত, Audio clip টি শুরু থেকেই মনোযোগ দিয়ে শুনুন যাতে আপনি context টা বুঝতে পারেন। যেই part গুলো already label করা আছে সেগুলো note করে রাখুন।
প্রথম দিকটায় ১ সেকেন্ডের জন্যেও মনোযোগ হারিয়ে panic attack হয়ে ট্রাক হারিয়ে answer মিস করা যাবে না। এক্ষেত্রে কোনো একটা answer মিস হয়ে গেলে ওইটা বাদ দিয়ে এক্ষেত্রে দ্রুত পরবর্তী আনসার গুলার দিকে নজর দেওয়া উচিত।
মনে রাখবেন, অডিওটা মাত্র একবারই শোনানো হয়।
• অডিও এর সাথে সাথে ম্যাপে pencil রাখতে পার, তাহলে concentration ধরে রাখতে সুবিধা হবে।
• গ্যাপের আশেপাশের region এ কি কি আছে সেটা মাথায় রাখুন। তাহলে আপনার অডিও থেকে কারেক্ট আনসার চয়েজ করতে সুবিধা হবে।
• প্রশ্নে অনেক সময় পার্টিকুলার ক্লু দেওয়া থাকতে পারে। যেমন- কম্পাস আইকন যেখানে north, south, east এবং west ইন্ডিকেট করা। সেই ক্ষেত্রে আপনাকে direct করার জন্য এই phrase গুলো ব্যবহার করা হবে। শুরুতেই সাবজেক্টের লোকেশনও বলা থাকতে পারে।
Listening MAP এবার পানির মত সহজ মনে হবে || IELTS Listening map Bangla
- ম্যাপের সাইডে/উপরে/নিচে দেওয়া কি-ওয়ার্ড গুলোর ১মটা পড়ব/দেখে নিবে, বাকি কি-ওয়ার্ড গুলো ইগনোর করব।
একটা করার কারণ- এগুলো কষ্ট করে হবে না কারণ এগুলো সিরিয়াল দিয়া থাকে। - ম্যাপের লে-আউটটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেব।
— উপরের সাইড হচ্ছে উত্তর/north,
— নিচের সাইড হচ্ছে দক্ষিণ/south,
— বাম সাইড হচ্ছে west ও Right,
— ডান সাইড হচ্ছে east ও Left,
IELTS LISTENING MAPS: The Best Solution By Asad Yaqub
Map related vocabulary:
Common Languages of Location:
at the top(একদম উপরে) / at the bottom(একদম নিচে)
On the left (বামে) / on the right(ডানে)
Left hand side(বামে) / right hand side(ডানে)
South/ North/ East/ West
Southeast()/ Southwest/ Northeast/ Northwest
To the north/To the south/ To the east/To the west
Opposite(উল্টোদিকে)/ in the front of(সামনে)/ behind(পেছনে)
in the middle/ in the centre(মাঝখানে)
above(উপরে) / bellow(নিচে)
inside(ভিতরে) / outside(বাইরে)
Just beyond / a little beyond / just past (অল্প একটু দূরত্বে)
next to(পাশে)/ alongside(পাশাপাশি)/ adjoining(একদম পাশে) (next to or joined with)
Location এর আরও কিছু keywords:
facing- মুখোমুখি
in the middle / centre of – মাঝখানে
behind – পেছনে
between – দুয়ের মাঝে
next to/ by / beside – পাশে
in front of – সামনে
left-hand side – বামপাশে
right-hand side – ডানপাশে
turn right – ডানে মোড
to your right – আপনার ডানপাশে
pass through – মধ্য দিয়ে অতিক্রম
on the other side – অন্যপাশে
beyond – বাহিরে / পেছনে
- At the end of the………(hallway, street, road, corider, path, etc.)
- entrance/প্রবেশপথ (ডুকার জায়গা টা)
কোণ বুঝাতে,
- at the corner
- in the corner
- on the corner
মোড় বুঝাতে,
- bend (রাস্তার বাক)
- winding (একাধিক বাক)
দুই/ততোধিক রাস্তার মিলনস্থান বুঝাতে,
- junction
- joining point
- intersaction
প্রবেশ বুঝাতে,
- Entrance
- Entry
- Gate
You are here (প্রত্যেক প্রশ্ন সাধারণত you are here এটা দিয়ে শুরু হয়)
in the middle
গোলাকার বা গোলচত্বর বুঝাতে,
- Roundabout,
- circle,
- circular
Square,
Rectangular,
Rectangle,
Lead off,
মেইন রাস্তা হতে বের হওয়ার রাস্তা বুঝাতে,
- Leading of,
- Branch off,
- Branching off,
- Little path,
- Side path,
- foot path,
In the center of = in the middle of(not always) = most popular part
over look = have a view off
Past (পাশ দিয়ে যাওয়া বুঝাতে কিন্তু পার হওয়া না)[this fast is a preposition]
# Practice part: IELTS Listening : Map Tips and Tricks in Bangla
Practice: (Cambridge 16, Listening Test 1, Part/section 2)
যদিও এখন এত সোজা map examএ আসে না, তবে যারা বিগেনার, Listening ম্যাপ নিয়ে যারা ঝামেলায় আছেন তারা দেখে নিতে পারেন।
Questions 15-20
Label the map below.
Write the correct letter, A-J, next to Questions 15-20.
Plan of Stevenson’s site
15 coffee room …………………..•
16 warehouse …………………..•
17 staff canteen …………………..•
18 meeting room …………………..•
19 human resources …………………..•
20 boardroom …………………..•
ব্যাখ্যাঃ
Question No.15 এ জানতে চাওয়া হয়েছে যে, coffee room এর অবস্থান কোথায়? আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/বাম/উত্তর/ দক্ষিণ করে coffee room এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, As you can see, we’re in the reception area, which we try to make attractive and welcoming to visitors. There’s a corridor running left from here, and if you go along that, the door facing you at the end is the entrance to the coffee room. This looks out onto the main road on one side, and some trees on the other (Q15)
এখানে প্রথমে বলা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা reception area তে আছি যেটাকে আমরা দর্শনার্থীদের জন্য স্বাগতম জানানোর এবং আরো আকর্ষণীয় করার চেষ্টা করছি .
পরের লাইনে বলেছে, সেখানে বাম দিকে একটি বারান্দা রয়েছে, যদি আপনি এটি বরাবর মানে বারান্দা বরাবর যান, শেষে কফি রুমের দরজার প্রবেশদ্বার পাবেন আপনার মুখোমুখি। এটি একদিকে প্রধান রাস্তার দিকে দেখায় এবং অন্য দিকে কিছু গাছ ।
সুতরাং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, Reception এরিয়ার বাম দিকে গেলে এবং সরাসরি coffee room মুখ করে আছে এরকমটি শুধুমাত্র H টাই বোঝায় . coffee room মুখ করে আছে মানে সেটিই হল coffee room.
সুতরাং Question No. 15 নং প্রশ্নের উত্তর হবে H ।
Question No.16 এ জানতে চাওয়া হয়েছে যে, Warehouse এর অবস্থান কোথায়?
আমাদেরকে এই Map দেখে Warehouse এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, The factory is the very big room on the far side of the site. Next to it is the warehouse, which can be accessed by lorries going up the road to the turning area at the end. You can get to the warehouse by crossing to the far side of the courtyard, and then the door is on your right (Q16).
এখানে বলা হয়েছে, factory হল বড় একটি কক্ষ এই স্থানের দূরবর্তী জায়গায় অবস্থিত । এর পাশেই রয়েছে warehouse বা গুদাম, যেখানে লরি বা ট্রাক দিয়ে রাস্তার শেষ দিকে turning area বা কর্নার দিয়ে যাওয়া যায়। আপনি warehouse বা গুদামে যেতে পারেন courtyard থেকে দূরে যেয়ে এবং তারপরে যেতে যেতে এর দরজাটি আপনার ডানদিকে পাবেন। প্রিয় বন্ধুরা সুতরাং courtyard থেকে দূরে ডান দিকে গেলে একমাত্র C অপশনটি পাওয়া যায়।
NB: এখানে প্রথমে মনে হতে পারে, ফ্যাক্টরি থেকে ডানদিকে কিন্তু আসলে ফ্যাক্টরি কথাটা প্রথমে শুধুমাত্র বলা হয়েছে ধারণা হিসেবে। কিন্তু পরবর্তীতে নিচে থেকেই courtyard দিকে যেতে হবে এবং তার পরে উপরে ডান পাশে চিন্তা করতে হবে ।
ফ্যাক্টরি থেকে ডান দিকে যাওয়া আসার কোন সুযোগ নেই এটি শুধুমাত্র আপনাকে বিভ্রান্ত করার জন্য বলা হয়েছে ।
সুতরাং 16 এর Answer হল C.
Question No.17 এ জানতে চাওয়া হয়েছে যে, staff canteen এর অবস্থান কোথায়?
আমাদেরকে এই Map দেখে এবং (Headphone -এ Speaker এর কথা শুনে) ডান/ বাম/উত্তর/ দক্ষিণ করে staff canteen এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, Somewhere you’ll be keen to find is the staff canteen. This is right next to reception (Q17). I can confidently say that the food’s very good, but the view isn’t. The windows on one side look onto a corridor and courtyard, which aren’t very attractive at all, and on the other onto the access road, which isn’t much better.
কোথাও আপনি staff canteen খুঁজে পেতে আগ্রহী হবেন। এটি reception এর ঠিক পাশেই। দেখুন এখানে reception এর ঠিক পাশেই বলার সাথে সাথে আমাদের চোখটি চলে যাবে, হয় G না হয় J, এখন আর একটু ভালো করে পড়তে হবে যে রিসিপশনের পাশে বলতে কোনটা G না J.
আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে খাবারটি খুব ভাল, তবে দৃশ্যটি নয়। একদিকের জানালাগুলি একটি corridor এবং courtyard দিকে তাকায়, যা মোটেও আকর্ষণীয় নয়, এবং অন্য দিকে access road, যা খুব বেশি ভাল নয়।
বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞ বন্ধুরা সবাই একটু চিন্তা করে দেখুন, একদিকের জানালাগুলির পাশে corridor এবং courtyard, যা মোটেও আকর্ষণীয় নয়, এবং অন্য দিকে access road। এখানে বিশেষভাবে access road এর পাশে বলার কারণে শুধুমাত্র G no. টি খাপ খায় ।
সুতরাং 17 এর Answer হল G.
Question No.18 এ জানতে চাওয়া হয়েছে যে, meeting room এর অবস্থান কোথায়?
আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/ বাম/উত্তর/ দক্ষিণ করে meeting room এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, You’ll be using the meeting room quite often, and you’ll find it by walking along the corridor to the left of the courtyard, and continuing along it to the end. The meeting room is the last one on the right (Q18), and I’m afraid there’s no natural daylight in the room.
এখানে বলা হয়েছে, আপনি প্রায়শই meeting room টি ব্যবহার করবেন এবং আপনি এটি খুঁজে পাবেন courtyard এর বাম দিকে করিডোর ধরে হাঁটলে এবং যদি এটি বরাবর যদি আপনি শেষ পর্যন্ত হাঁটতে থাকেন ।
meeting room টি হলো শেষ কক্ষ পর্যন্ত যেয়ে ডানে, এবং আমি দুঃখিত যে ঘরে কোনও প্রাকৃতিক দিনের আলো নেই। চৌধুরী সাহেব, এখানে প্রাকৃতিক আলো থাকল কি না থাকল, এটি আমাদের দেখার কোন বিষয় না । আমরা আমাদের নির্দিষ্ট মিটিং রুমের অবস্থানটি পেয়ে গেছি । সুতরাং আমরা খুশি এবং কথা শেষ!!!
বিশেষ দ্রষ্টব্য: courtyard এর বামে – এটি বরাবর শেষ কক্ষটি এবং ডানে ।
সুতরাং 18 এর Answer হল B.
Question No. 19 এ জানতে চাওয়া হয়েছে যে, human resources এর অবস্থান কোথায়?
আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/ বাম/উত্তর/ দক্ষিণ করে human resources এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, The human resources department is all the front of this building, so you head to the left along the corridor from reception, and it’s the second room you come to. It looks out onto the main road (Q19).
এখানে বলা হয়েছে, Human Resources Department এই বিল্ডিংয়ের সামনে, তাই আপনি reception বা অভ্যর্থনা থেকে করিডোর বা বারান্দা ধরে বাম দিকে যান এবং এটার দ্বিতীয় ঘরটাই হলো আমাদের কাঙ্ক্ষিত human resources department । এটি main road-প্রধান সড়কের দিকে দেখা যাচ্ছে .
বিশেষ দ্রষ্টব্য: এখানে মূল পয়েন্ট হল reception, সেখান থেকে দ্বিতীয় বামপাশের কক্ষটাই হলো Human Resources.
সুতরাং 19 এর Answer হল I.
Question No. 20 এ জানতে চাওয়া হয়েছে যে, Boardroom এর অবস্থান কোথায়?
আমাদেরকে এই Map দেখে এবং (Headphone-এ Speaker এর কথা শুনে) ডান/বাম/উত্তর/ দক্ষিণ করে Boardroom এর অবস্থান বের করতে হবে।
Speaker বলতেছে, And finally, the boardroom (Q20), where you’ll be meeting sometimes. That has quite a pleasant view, as it looks out on to the trees. Go along the corridor past the courtyard, right to the end. The boardroom is on the left, next to the factory.
এখানে বলা হয়েছে, এবং অবশেষে, বোর্ডরুম, যেখানে আপনি মাঝে মাঝে Meeting করবেন। এখানে বেশ মনোরম দৃশ্য আছে, এটি গাছের দিকে দেখায়। Courtyard বা উঠোন পেরিয়ে ডান প্রান্তে Corridor বা বারান্দা ধরে যান। Boardroom টি কারখানার পাশে বাম দিকে।
বন্ধুরা দেখুন: এখানে এখানে ধাপে ধাপে আগাতে হবে মনে রাখবেন সামান্য একটু মনোযোগ
হীনতা সারা জীবনের কান্না হয়ে দাঁড়াতে পারে . প্রথমে বলছে, এটি দেখতে বেশ সুন্দর- এগুলো আমাদের দরকার নাই । আমাদের শুধুমাত্র বের করতে হবে, এটার অবস্থান কোথায়?
প্রথমে বলেছে, Corridor থেকে ডানদিকে বারান্দা ধরে যেতে হবে- আচ্ছা গেলাম । তারপরে বলতেছে, Factory এর বাম পাশে Boardroom অবস্থিত, মানে যেখানে শুধুমাত্র A নাম্বারটি বুঝায়.
সুতরাং Question No. 20 এর Answer হল A.
-
ক্লাস ০৪ঃ (PAGE-04)
-
Extra All
The 1200 most commonly repeated words in IELTS Listening Test (Topic Based)
Listening 1200 Words | লিসেনিং এ আর স্পেলিং এর জন্য মার্ক কাটা যাবে না।
Days of the week: Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday, weekdays, weekend
Months of the year: January, February, March, April, May, June, July August, September, October, November, December
Money matters: cash, debit, credit card, cheque, in advance, annual fee, monthly membership, interest rate, deposit, tuition fees, poverty, bank statement, money management, current account, student account, withdraw, low-risk investment, mortgage, grace period, budget deficit,retail voucher, coupon، counterfeit money, public money, taxpayers’ money, debt, interest-free credit, purchase, partial refund, annuity, non-refundable, MasterCard, VISA, distribution costs, income, finance department, family finances, duty-free store.
Subjects: science, politics, history, biology, architecture, law, geography , archaeology, literature, business management, agriculture, statistics, mathematics, logic, physics, psychology, anthropology, economics, philosophy, performing arts, visual arts, chemistry, humanities
Studying at college/university: course outline, group discussion, handout, written work, report writing, research, Proofreading, experiment, experience, reference, textbook, dictionary, laptop, printer, student advisor, teamwork, module, topic, assessment, library, department, computer centre, classroom, lecture, tutor, main hall, attendance, deadline, give a talk, speech, computer laboratory, certificate, diploma, placement test, overseas students, full-time, facilities, college, dining room, specialist, knowledge, international, accommodation, home stay, primary, secondary, intermediate, media room, resources room, staff, commencement, dissertation, leaflet, faculty, pupils, pencil, feedback, tasks, outcomes, advanced, introductory, extra background, higher education, guidelines, post-secondary, supervisor, bachelor’s degree, compound, vocabulary, student support services, student retention, publication, foreign students, schedule, school reunion, registrar’s office, stationery.
Marketing: catalogue, interview, newsletter, competition, TV program, strategies, research method, entertainment industry, leadership, management, display, products, customer, special offer, collecting data, questionnaire, survey, mass media, statistic, profit margin, poll, business card, training, trainee, merchandise, manufacture, recruitment.
Health: yoga, tai-chi, keep-fit, salad bar, vegetarian, outdoor activities, leisure time, disease, meal, protein, balanced diet, food pyramid, vitamin, carbohydrates, rice, pasta, potatoes, pizza, tomatoes, bread, cereals, minerals, zinc, meat, seafood, eggs, beans, milk, cheese, yoghurt, fruit, vegetables, citrus fruits, green pepper, blackcurrant, nuts, egg yolk, liver, medicine، treatment, remedy, nursing care, nursery, regular exercise.
-
Nature: field, footbridge, environment, waterfall, river, mountain, forest, village, coast, reef, lake, valley, hill, cliff, island, peninsula, earthquake, avalanche, tornado, typhoon, desertification, volcano, disaster, catastrophe, erosion, landslides, storm, flood, hurricane, pond, jungle, oasis, dam, canyon
the environment: greenhouse effect, acid rain, global warming, carbon dioxide, burring fossil, exhaust fumes, deforestation, nitrogen oxide, smog, climate, pollution, temperature, power plants, landfill, cattle, wind turbine, soar power, hydroelectric power, renewable, source of energy, reliable, solar panels, environmentally friendly, oxygen, chemical-free, desert, degradation, vegetation, sea level, ocean currents, soil conditioner, coal, fossil fuels, firewood, drought, contaminated.
The animal kingdom: birds of prey, seabirds, poultry and game, mammals, cetacean, whale, primates, rodents, fish, amphibian, reptile, insects, octopus, phylum, class, order, family, genus, species, livestock, creature, lion, penguin,
plants: mushroom, fungus, leaves, seed, core, bark, trunk, twig, branch, flower, stem, roots, cluster, fertilizer
continents: South America, North America, Africa, Asia, Europe, Australia and Antarctica .
Countries: Egypt, Mexico, France, Indonesia, Turkey, England, Germany, China, Greece, Brazil, India, North Korea, India, Malaysia, New Zealand, Nigeria, Pakistan, Singapore, Switzerland , United Kingdom, Italy, the dominican republic, the philippines، Denmark.
Languages: linguistics, bilingual, trilingual, polyglot, Portuguese, Mandarin, Bengali, Chinese, Hindi, Russian, Japanese, German, Punjabi, Thai, Persian, Filipino, French, Italian, Greek, French,
Architecture and buildings: dome, palace, fort, castle, glasshouse, pyramid, log cabin, lighthouse, hut, skyscraper, sculpture,
Homes: semi-detached house, duplex, terraced house, town house, row house, bungalow, thatched cottage, mobile home, houseboat, block of flats, apartment, building, condominium, chimney, bedroom, basement, landlord, tenant, rent, lease, neighborhood, suburb, sofa, coffee table, dormitory, storey, kitchen, refrigerator, microwave, ground floor, oven, hallway, insurance
In the city: cities, street, lane, city centre, central station, car park, department store, bridge, temple, embassy, road system, hospital, garden, avenue,
Workplaces: clinic, dentist, reception, appointment, staff selection, colleague, workshop, showroom, information desk, employer, employment, unemployed, technical cooperation, team leaders, stress, ability, vision, confidence, employee, internship
-
Rating and qualities: reasonable, satisfactory, dangerous, safe, strongly recommended, poor quality, satisfied, disappointed, efficient, luxurious, colored, spotted, striped, expensive, cheap.
Touring: tourist guided tour, ticket office, souvenir, trip, guest, reservation, view, culture, memorable, single double bedded room, picnic, tourist attraction, hostel, suite, aquarium,
Verbs: train, develop, collect, supervise, mark, edit, revise, exhibit, donate, surpass, register, support, hunt, persuade, concentrate, discuss, suggest, arrange, borrow, immigrate, review, learn, touch.
Adjectives: energetic, social, ancient, necessary, fantastic, exciting, fabulous, dull, comfortable, convenient, suitable, affordable, voluntary، mandatory, compulsory, temporary, permanent, Immense, vast, salty, extinct, vulnerable, pessimistic, optimistic, realistic, practical, knowledgeable, flexible, confident, Western, intensive, tranquil, spectacular, intact, various
hobbies: orienteering, caving, spelunking, archery, ice skating, scuba-diving, snorkeling, skateboarding, bowls, darts, golf, billiards, photography, painting, pottery, woodcarving, gardening, stamp collection, embroidery, climbing, chess, parachute
sports: cricket, baseball, basketball, rugby, soccer, american football, hockey, swimming, tennis, squash, badminton, ping-pong, field, court, pitch, stadium, team, the discus, the javelin, the hammer, the high jump, horse racing, show jumping, polo, cycling, gymnasium, athlete, gym, extreme sports, paragliding, hang-gliding, skydiving, abseiling, snowboarding, bungee jumping, surfing, windsurfing, jet-skiing, bodyboarding, white-water rafting, kitesurfing, mountain biking, jogging, press-up, push-up, barbell, treadmill, judo, recreation, snooker, walking, championship, canoeing, refreshment
Shapes: Square, rectangular, triangular, polygon, Oval, spherical, spiral, circular, curved, cylindrical,
Measurement: width, length, altitude, imperial system, metric system, Mass, depth, breadth, height, three dimensions, frequency
Transportations: cargo plane, shipment, container ship, boat, lifeboat, ferry, hovercraft, hydrofoil, liner, canal boat, narrowboat, dinghy sailing, sailboat, paddle steamer, cabin cruiser, rowing boat, rowboat, kayak, canoe, punt, gondola, aircraft, helicopter, seaplane, airship, hot-air balloon, airport,crew, passenger, platform, hire a car, automobile
Vehicles: double-decker bus, single-decker, minibus, school bus, coach, truck, tanker, van, lorry, transporter, forklift truck, tow truck, breakdown truck, pickup, jeep, caravan, camper, tractor, taxi, cab, tram, underground, subway, stream train, freight train, goods train,
Weather: humid, hot, sticky, breeze, chilly, cold, cool, dry, dusty, freezing, hot, warm, wet, weather forecast, antenna, moisture,
Places: local library, swimming pool, cafeteria, cottage, parliament, accommodation, restaurant, canteen, cafe, bookshop, sports centre, city council, dance studio, park, conversation club, kindergarten
equipment and tools: helmet, light, musical instrument, cassette, silicon chip, digital monitor, gadget, device, screen, breaks, wheels , mechanical pencil, disk, backpack,
The arts and media: Opera , Orchestra , concert , symphony, the press, conductor, vocalist, audience, festival, carnival, exhibition,classical music, theatre, cinemas, art gallery, museum,ballet, television, radio, graphics, newspaper
Materials: fur, metal, steel, aluminum, copper, rubber, plastic, ceramics, glass, cement, stone, textile, cotton, fabric, wool, leather, bone, paper, lumber/wood, glue, composite, fiberglass, concrete, wax, paper, wood, silver, gold, feather
Works and jobs: occupation, profession, designer, decorator, architect, engineer, manager, waitress, waiter, teacher, vacancy, professor, specialist, psychologist, volunteer, freelance, secretary, craftsman ,work experience, curriculum vitae, mail address, receptionist, pilot, guard, flight attendant, lecturer, office assistant, clerk, accountant, cashier, captain
Color: blue, white, orange, green, grey, black, red, yellow, purple, brown, pink
expressions and time: three times, three times per week, a gap year, full-time, part-time, midday, midnight, millennium, century, decade, fortnight.
Other: passport photo, state, government, individual, variety, private sector,, practice, gender, creativity, original inhabitant, indigenous, demonstration, strike,
entrance, circuit, guarantee, dialogue , commerce, carriage, narrative, chocolate, satellite, decision, prototype, attitude, daily routine, personal fulfillment, activity, recipient, ultrasound, pedestrian safety, traffic jams, procedures, creation, prize, junior, senior, opportunity, driving license, process, literary, man-made, republicans, umbrella, frequently updated, waiting list, sewer systems, liberal democracy, democrats, lunar calendar, libertarian, burger, videos, nature conservation, life expectancy, fund-raising event, magnet, dialect, ramification, straight, farewell, welfare, encyclopedia, evolution, revolution, illiteracy, robot, proficiency, sufficient,
- IELTS Listening এ একজন আরেক জনের সাথে যে Word গুলোর মাধ্যমে একমত পোষণ করে।
- *I would like to think so
- *Sure
- *Ok
- *Well
- *Hmm
- *Yes
- *That’s good
- *Fine
- *Definitely
- *Obviously
- *Sounds good
- *Great
- *Fantastic
- *Of course
- * All right
-
IELTS Listening এর জন্য এই Transitional World গুলো আপনাকে মাথায় রাখতে হবে।
Positive Transitional Word: Yes Yeah Right That’s right Huh-huh Exactly I see That’s sound good Hmm AbsolutelyNegative Transitional Word: Yet But Not Not at all Maybe However Despite On the other hand Whereas Unlike As opposed to Nevertheless While -
Times in Form Completion:
ইংরেজিতে সময় বলুনঃ
★ 1:00 = One o’clock.★ একটা বাজে।★ 1:05 = Five past one.★ একটা বেজে পাঁচ মিনিট।★ 1:10 = Ten past one.★ একটা বেজে দশ মিনিট।★ 1:15 = Quarter past one.★ সোয়া একটা / একটা বেজে পনেরো মিনিট।★ 1:20 = Twenty past one.★ একটা বেজে বিশ মিনিট।★ 1:25 = Twenty-five past one.★ একটা বেজে পঁচিশ মিনিট।★ 1:30 = Half past one.★ দেড়টা বাজে / একটা বেজে ত্রিশ মিনিট।★ 1:35 = Twenty-five to two.★ দুইটা বাজতে পঁচিশ মিনিট বাকি।★ 1:40 = Twenty to two.★ দুইটা বাজতে বিশ মিনিট বাকি।★ 1:45 = Quarter to two.★ পৌনে দুইটা / দুইটা বাজতে পনেরো মিনিট বাকি।★ 1:50 = Ten to two.★ দুইটা বাজতে বিশ মিনিট বাকি।★ 1:55 = Five to two.★ দুইটা বাজতে পাচ মিনিট বাকি।★ একেবারে বেসিক থেকে দুই মাসের অনলাইন স্পোকেন কোর্সে (2,550) বা ওয়ান টু ওয়ান প্রাইভেট কোর্সে জয়েন করতে 01305-274857যারা শেষ পর্যন্ত পড়লেন তারা “Done” লিখুন।IMG 5359 IMG 5407 সময়কে অডিও ক্লিফে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে।এখন আমরা জানবো সময় (Time) নিয়ে ৩০ টা কথা:১) এখন কয়টা বাজে? – What is the time now?২) পৌঁনে সাতটা – Quarter to seven.৩) সাড়ে সাতটা – It’s half past seven.৪) আপনার ঘড়িতে ক’টা বাজে? – What is the time by your watch?৫) সময় কত বলতে পার? – Can you tell the time?৬) আটটা বাজতে দশ মিনিট কম – It’s ten minutes to eight.৭) আটটা বেজে দশ মিনিট- It’s ten minutes past eight.৮) তুমি ক’টার সময় ওঠ? – When do you wake up?৯) আমি রোজ সকাল সাড়ে ছ’টার সময় উঠি – I wake/get up every morning at half past six.১০) তোমার বোন ক’টার সময় নাস্তা খায়? – When dose your sister have her breakfast?১১) সে আটটা নাগাদ নাস্তা খায় – She takes her breakfast at about 8 O’clock.১২) আমার সময় নেই/আমার হাতে সময় নেই – I don’t have time১৩) তিনি নটার একটু আগেই এসে যান – She comes a little before nine.১৪) তোমার স্কুলে পড়া কখন শেষ হয়? – When do the classes end/get off in your school?১৫) সোয়া তিনটা সময় পড়া শেষ হয় – The classes end off at quarter past three.১৬) আপনি রাত্রের খাবার কখন খান?- What’s your dinner time?১৭) আমরা সন্ধা সাড়ে সাতটার সময় রাতের খাবার খায় – We have our dinner at half past seven.১৮) আমি পৌনে চারটা সময় বাড়ি পৌঁছাই – I reach home at quarter to four.১৯) এখন তিনটে বেজে ১০ মিনিট – It’s ten past three now.২০) এখনর টারটা বাজতে বিশ মিনিট বাকী – It is twenty to four now.২১) শিশুরা সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বের হয় – The children leave home around/about 8 a.m.২২) সময়ের দাম দেওয়ার চেষ্টা কর – Try to understand value of time.২৩) সময় থাকতে পরীক্ষার পড়া শেষ কর – Finish your examination lesson in time.২৪) তিনি ১০টা একটু আগে পৌঁছে যান – He reaches there a little before ten.২৫) তিনি কটা সময় অফিস ছাড়েন? – What time dose he leave his office?২৬) তিনি ৫টা সময় অফিস থেকে বের হয় – He leaves his office at/by five O’clock.২৭) আজ কত তারিখ? – What is the date today?২৮) আজ ০৫ই অক্টোবর ২০২২ – It’s 5th October 2022.২৯) তোমার জন্মদিন কবে? – What is your birthday?৩০) ৫ই অক্টোবর – 5th October. -
Practice link part:
Practice Part:
একটা প্রশ্নপত্র এর নমুনা ও answer করার টিপস এন্ড ট্রিকস নিচে দেওয়া হল:১. প্রশ্নপত্র প্রাকটিস by Munzerin shahid:
২. প্রশ্নপত্র প্রাকটিস by Shamir Momtazir:
((
name in Form Completion: মনে রাখবে, অডিও ক্লিপে যে নাম বলা হয় তা সাধারণত বানান/spelling করে বলে থাকে, এতে করে নোট করা সুবিধা হয়।• Form filling সাধারণত Dialogue জাতীয় listening test এসে থাকে।
Answer করার সময় conversation এ যা শুনব তা-ই answer করব, কোনো প্রকার synonym/re-arrange ব্যবহার করা যাবে না।
)) - অনলাইনে লিসেনিং প্র্যাকটিস করার জন্য বেস্ট সাইট– https://practicepteonline.com/ielts-listening-tests/
-
আর IELTS লিসেনিং এর সেরা সেরা টিপস গুলা জানতে নিচের প্লে লিষ্টগুলা দেখতে পারেনListening Top tricksকিভাবে আমি লিসেনিং 9 পাইছি
-
ক্লাস ০৫ঃ (PAGE-05)
- Mock test দেয়া ও নিজের improvement যাচাই করা।
listening
- #
-
x1 x2 x3 x4 -