ielts

000 ielts পরীক্ষার a to z খুটিনাটি সকল প্রশ্ন-উত্তর জেনে নিন (বিস্তারিত)

ielts ক্লাস ০১: আসসালামু আলাইকুম, ielts এর প্রিমিয়াম লেভেলের ফ্রি ক্লাসের ধারাবাহিক আয়োজনে সাজানো আজকের ১ম ক্লাসে সবাইকে স্বাগতম।
আপনাদের গাইডলাইন দিতে সাথে (×ধন্যবাদান্তে×) আছি আমি আশরাফুল(পরাগ)শুভ।
এ ফ্রি কোর্সে আমরা ielts এর a to z বিস্তারিত খুটিনাটি জানব, বিশেষ করে ielts এর Question pattern, FAQ, Tips & Tricks গুলো জানব।

১ম ক্লাসে,
ilets নিয়ে সকল জানা-অজানা বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব (ও জেনে নেব)। আশাকরি, এতে করে আপনাদের মনে আসা সকল প্রশ্নের উত্তর জানিয়ে দিতে পারব।
কারণ আমরা জানি, যেকোনো পরিক্ষায় ভাল করতে হলে ওই পরিক্ষার Question pattern ও Tips & Tricksগুলো জেনে একটা Roadmap ধরে শেখার জার্নিটা শুরু করে দেওয়ার মাধ্যমেই চুড়ান্ত সফলতা সম্ভব/নির্ভর করে।

ielts কি?

ielts হল ইংরেজিতে নিজের দক্ষতা প্রমাণ করার একটা পরিক্ষা পদ্ধতি। এটি হল সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় English Proficiency Exam বা ইংরাজি দক্ষতা যাছাই পরিক্ষা। এটি ইংরেজি দক্ষতা যাচাইয়ের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পরীক্ষা, এটি বাইরের দেশ যেমন ইউরোপ, আমেরিকান দেশগুলোর ভিসা পাওয়ার জন্যে এ পরীক্ষা সহায়তা করে।

IELTS এর পূর্ণরুপ হচ্ছে The international English learning testing system.

IELTS মডিউল/ধাপ: ielts exam/test format কি? (আইইএলটিএস পরীক্ষার নিয়ম/পদ্ধতি)

সাধারণত পরীক্ষা ২ দিনে হয়ে থাকে। প্রথম দিন Listening, Reading, Writing টেষ্ট হয়। তার কয়েকদিন পর Speaking টেষ্ট নেওয়া হয়।

৪টা সেকশনে ielts পরীক্ষা/test হয়ে থাকে।

১. Listening: ৪০ মিনিট পরীক্ষা ৪টা পার্টে ৪০ টি প্রশ্ন থাকবে
(হেডফোনের মাধ্যমে ৩০ মিনিটের অডিও শুনানো হবে এবং ১০ মিনিট দেওয়া হবে answer শিটে লেখার জন্য)
২. Reading: ১ ঘন্টার পরীক্ষা ৩ টি পেসেজের উপর ৪০ টি প্রশ্ন থাকবে
৩. Writing: ১ ঘন্টার পরীক্ষা মাত্র ২ টি টাস্ক থাকবে
৪. Speaking: ১১-১৫ মিনিটের পরীক্ষা

 সময়ঃ ielts পরিক্ষাটার মোট সময় ২ ঘন্টা ৪৫ মিনিট (অর্থাৎ এটি ৩ ঘন্টার একটু কম সময়এর একটি টেষ্ট মাত্র।)। ৮০ টা প্রশ্নের উত্তর দিয়ে ২ টা প্যারাপ্রারাফ লিখে ১৫ মিনিট কথা বলতে হবে।
(বি:দ্র: idp/British Council এ পিজিক্যাল গিয়ে এক্সাম দেয়া ও অনলাইনে এক্সাম দেওয়া যায়, তবে এদের মাঝে কিছুটা পার্থক্য আছে।)

অর্থাৎ,

IELTS Listening ধাপে –

সময়: ৩০ মিনিট
লিখতে হবে: ৪০ টি প্রশ্নের উত্তর
টাস্ক থাকবে: হেড ফোনের মাধ্যমে ভয়েস শুনে শুনে ৪০ টি প্রশ্নের উত্তর লেখা।

এই ধাপে মূলত পরীক্ষার্থীর শ্রবণ দক্ষতা দেখা হয়। বক্তৃতা বা কথোপকথন শুনিয়ে পরীক্ষাটি নেওয়া হয়।যতটুকু শুনানো হয় তার মধ্য থেকেই উত্তর দিতে হয়। তবে এখানে একবার ই বাজানো হয়ে থাকে বক্তৃতা  বা কথোপকথন।

IELTS Reading ধাপে –

সময়: ৬০ মিনিট
লিখতে হবে: ৪০ টি প্রশ্নের উত্তর
টাস্ক থাকবে: ৩ টি পেসেজ পড়ে ওখান থেকে ৪০ টি প্রশ্নের উত্তর সেখান থেকে খুঁজে বের করতে হবে।

 

IELTS Writing ধাপে –

রাইটিং এ সাধারণত দুই ধাপ থাকে।

সময়: ৬০ মিনিট
লিখতে হবে: ৪০০ শব্দ
টাস্ক থাকবে: ২ টি
  • প্রথম ধাপে – কোনো ডায়াগ্রাম/চার্ট নিজের ভাষায় গুছিয়ে লিখতে হয়। এক্ষেত্রে সময় নির্ধারিত ২০ মিনিট। নুন্যতম ১৫০ শব্দে নিজের ভাষায় উপস্থাপন করতে হয়। এটি বিশেষত একাডেমিক  পরীক্ষার্থীদের জন্যে।
টাস্ক -১ :
বিষয়: ছবি/চার্ট/গ্রাফ বিশ্লেষন করে লিখতে হবে।
সময়: ২০ মিনিট।
লিখতে হবে: সর্বনিন্ম ১৫০ শব্দ।
  • ২য় এই ধাপে  – পরীক্ষার্থীদের মুক্ত হস্তে লিখার যোগ্যতা পরিমাপ করা হয়।তবে দুই ভাগে নিয়ম বিভক্ত।আলাদা নিয়ম ও সময় প্রযোজ্য একাডেমিক ও জেনারেল পরীক্ষার্থীদের।
টাস্ক -২:
বিষয়: যেকোন একটা টপিক এর উপর লিখতে হবে।
সময়: ৪০ মিনিট।
লিখতে হবে: সর্বনিন্ম ২৫০ শব্দ

 

IELTS Speaking ধাপে –

সময়: ১১ থেকে ১৫ মিনিট। এই অংশটিতে ১১-১৫ মিনিট ইংরেজিতে কথা বলতে হয়। এখানে ৩ টি ধাপ রয়েছে। বলতে হবে, টাস্ক থাকবে:

  • প্রথম ধাপে নিজের পরিচয়,পরিবার, বন্ধু, অবসর সময় এসব নিয়ে প্রশ্ন করা হয়।
  • দ্বিতীয় ধাপে যেকোন বিষয়ে ১-২ মিনিট কথা বলতে হয়,
  • তৃতীয় ধাপে পরীক্ষকের সাথে ৫-৬ মিনিট পরীক্ষকের সাথে  নির্দিষ্ট বিষয়ে কথোপকথন।

ielts পরিক্ষা কি একদিনে হয়ে থাকে ও কোন পার্ট আগে হয়? / How long is the IELTS test?

উত্তর:
সাধারণত পরীক্ষা ২ দিনে হয়ে থাকে। প্রথম দিন Listening, Reading, Writing সেকশন এক্সাম/টেষ্ট হয়। তার কয়েকদিন পর Speaking টেষ্ট নেওয়া হয়। তবে, মাঝেমাঝে অনেক সময় দেখা যায় Speaking একই দিনে হয়ে থাকে।

সব মিলিয়ে মোট এক্সাম প্রায় ৪ ঘন্টার মত সময় লাগে। তবে মুল ielts পরিক্ষাটার মোট সময় ২ ঘন্টা ৪৫ মিনিট।
সাধারণত, written পরিক্ষা ও speaking পরিক্ষা আলাদা দিনে হয়ে থাকে(speaking পরিক্ষা কবে হবে তা নরমালি written পরিক্ষার ৩ দিন আগে mail করে জানিয়ে দেয়া হবে)।
১ম দিনে:-
• Verification (1 hour): আপনার ছবি তোলা হবে, ফিংগারফ্রিন্ট রেজিস্ট্রেশন করা হবে। মুলত আপনি ও সকল সহ পরিক্ষার্থীদের এটা করা হবে যে তাই ১ঘন্টা সময় লাগবে।
• Listening (40 min)
• Reading (1hour)
• Writing (1hour)
* এছাড়া, Listening ও Reading এর মাঝখানে খাতা নেওয়া ও নতুন খাতা দেয়া এসবের জন্য বাড়তি 20 মিনিট এর মত বাফার টাইম দেওয়া হবে।
২য় বা অন্য আরেকদিনে অথবা একই দিনে:-
• Speaking (15min)

কেন IELTS পরীক্ষা দিতে হয়? / Why Take IELTS?(Purpose)?

একদল আছেন যারা Study এর উদ্দ্যেশ্যে বিদেশ যেতে চান তারা ielts Academic Exam দিয়ে থাকেন।
আরেকদল আছেন যারা immigration অর্থাৎ Migration, Job purposes এ বিদেশ যেতে চান তারা ielts General Exam দিয়ে থাকেন।

Which ielts test should I take? / আমি কোন exam/test দেব?

উত্তর: এই পরীক্ষা পদ্ধতি মূলত দুই রকমের মডিউলে এক্সাম নেয়া হয়। একাডেমিক ও নন-একাডেমিক(General Test। এই দুইটার মধ্যে আপনার জন্য যেটা দরকার ঐটাতে এক্সাম প্রিপারেশন নিয়ে এক্সাম দিন।)

  • 1) IELTS Academic – উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশযাত্রা করতে যেমন স্নাতক, স্নাতকোত্তর, পিএইছডি করতে  (ইউনিভার্সিটি লেভেল) বিদেশ যেতে আগ্রহী।
  • 2) IELTS General Test –  অন্য কোনও উদ্দেশ্য (যেমন- চাকুরী/ব্যবসা/ইমিগ্রেশন ইত্যাদি) বিদেশযাত্রা করতে, যারা স্কিল মাইগ্রেশন বা বিয়ে করে বা সেকেন্ডারী লেভেলে পড়াশুনার জন্য বিদেশ যেতে চায়।

Academic Module এ যারা অংশগ্ররণ করে:
• Higher Education
• Professionals
General Training Module এ যারা অংশগ্ররণ করে:
• Migration
• Work/Training
• Secondary School
বি:দ্র: Academic ও General দুইরকম মডিউলে কিছু সাদৃশ্য-বৈসাদৃশ্য(Different) রয়েছে। দুই মডিউলেই Listening, Speaking একই রকমের হয়, শুধু Reading, Writing এ একটু পার্থক্য হয়।
* আরও একটি বিশেষ পদ্ধতিতে ielts এক্সাম নেওয়া হয় যাকে UKVI-IELTS বলে।

Academic আর General Training টেষ্টের মধ্যে পার্থক্য কি কি?

আমরা পূর্বেই জেনেই IELTS টেষ্টে চারটি বিষয়ের উপর দক্ষতা দেখা হয়। Academic আর General Training এ উক্ত চারটি বিষয়ের উপরই দক্ষতা দেখা হয়। তবে পার্থক্য দেখা যায় প্রশ্নের প্যাটার্নে। Listening আর Speaking এর প্রশ্ন একই উভয় মডুউলের জন্য। শুধুমাত্র Reading আর Writing এর প্রশ্ন ভিন্ন হয়।

Academic টেষ্ট হলে Reading এ পেসেজ আসবে বই থেকে বা কোন একটা রিচার্স থেকে নেওয়া কিছু। আর General Training টেষ্ট হলে প্রশ্ন আসবে যেকোন পেপার বা ম্যাগাজিন থেকে।
Academic টেষ্ট হলে writing এ প্রশ্ন আসবে ২ টি। প্রথমটি হবে কোন গ্রাফ বা চার্ট। তা দেখে ওটার ব্যাখা করতে হবে চার্ট অনুযায়ী। আর সেকেন্ড যে টাস্ক টা আসবে তা হলে যেকোন ইউনিভার্সাল টপিকের উপর নিজের মতামত/যুক্তি/প্রবলেম-সলুশন নিয়ে একটি Essay লিখতে হবে   অন্যদিকে General Training হলে প্রশ্ন আসবে লেটার, Eassy লেখা।

What is UKVI-IELTS?

সাধারন IELTS এবং UKVI-IELTS এর পরীক্ষার মধ্যে পার্থক্য কি? কোন পার্থক্য নাই। শুধুমাত্র UKVI-IELTS এ পরীক্ষার দিন আপনার সকল কাযর্ক্রম ভিডিও করে রাখা হবে। আর তার জন্য এক্সটা ফি ওরা নিয়ে থাকে।Only for UK Visa Candidates.
Same Question pattern.
Only Difference: Security; এখানে এক্সাম ভিডিও করে রাখা হয়।

শুধুমাত্র UK তে পড়াশুনার জন্য যদি আপনি IELTS টেষ্ট দিতে চান তবে আপনাকে UKVI-IELTS টেষ্ট সিলেক্ট করতে হবে। আর আপনি যদি UK ছাড়া অন্য কোথাও পড়তে যেতে চান তবে আমি রিকোমেন্ড করি এটা চয়েস না করতে। অযথা টাকা খরচ করার কি কোন মানে হয়?

Academic IELTS আর General Training IELTS এর মধ্যে কোনটা সহজ?
General Training IELTS টা একটু সহজ হয়ে থাকে Academic IELTS থেকে।

How IELTS is Scored? টেস্ট মার্ক কীভাবে করে?

প্রত্যেক সেকশনের জন্য আলাদাভাবে band score করা হয়, পরে overall সবগুলো মিলিয়ে average band score করা/দেয়া হয়।

ওভারঅল ব্যান্ড স্কোর কত ও প্রত্যেকটা সেকশনে ব্যান্ড স্কোর কত দুইটাই ম্যাটার করে। এক্ষেত্রে আমাদের ট্রার্গেট থাকবে 6.5 band score তোলা।
9 band score হচ্ছে expert user,
8 band score হচ্ছে very good user,
7 band score হচ্ছে Good user,
6.5 band score হচ্ছে

IELTS এ কিভাবে স্কোর নির্ধারণ করা হয়?
IELTS এ সাধারন পাস বা ফেইল বলে কিছু নাই। এখানে ০ থেকে ৯ এর ভিতর আপনার ইংরেজীর দক্ষতা মাপা হয়।
  • ০ স্কোর মানে হল আপনি পরীক্ষায় অংশ নেননি।
  • স্কোর ১ হল আপনি খুব সাধারন ইংরেজী জানেন। যেমন হ্যালো, হাই, গুডবাই ইত্যাদি।
  • স্কোর ২,৩,৪ হল আপনি একদম সাধারন একজন ইউজার।
  • স্কোর ৫ হল মুঠামুঠি মানের ইউজার।
  • ৬ হল মুঠামুঠির চেয়েও ভাল।
  • আর ৭ হল ভাল ইউজার।
  • ৮ আর ৯ হল আপনি একজন নেটিভ স্পিকার।
আপনি ৪ টি পার্টে যা ০ থেকে ৯ এর মধ্যে যা পাবেন তা যোগকরে ৪ দিয়ে ভাগ দিয়ে আপনার টোটাল/এভারেজ স্কোর বের করা হবে।
একাডেমিক IELTS এর গ্রেডিংঃ 
Listening Scores- 

 Correct Answer  Band Score
 39-40  9
 37-38  8.5
 35-36  8
 32-34  7.5
 30-31  7
 26-29  6.5
 23-25  6
 18-22  5.5
 16-17  5
 13-15  4.5
 11-12  4
Reading Scores- 

  Correct Answer   Band Score
 39-40  9
 37-38  8.5
 35-36  8
 33-34  7.5
 30-32  7
 27-29  6.5
 23-26  6
 19-22  5.5
 15-18  5
 13-14  4.5
 10-12  4
 8-9  3.5
 6-7  3
 4-5  2.5

ielts পরিক্ষার প্রিপারেশন নিতে কতদিন সময় লাগে?

উত্তর: উত্তরে আমি বলব এক্ষেত্রে ২ ধরনের প্রিপারেশন কাজ করে।
১) Always Preparation: যেকোনো সময় থেকে ielts পরিক্ষার প্রিপারেশন নিতে পারেন। সেই ছোটবেলা থেকেই শুরু করে এখনপর্যন্ত ইংরেজি শেখাটাই আপনার ilets এর প্রিপারেশন এ হেল্প করবে।
২) Special Preparation: কমপক্ষে ২ মাস দরকার হতে পারে। এক্ষেত্রে জেনে নিতে হবে ielts এর ফরম্যাট টা, কি প্রশ্ন আসে, কয়টা অপশন থাকে ইত্যাদি ছোটখাটো information গুলো রপ্ত করে নেবে ও ঐ অনুযায়ী নিজেকে তৈরি করে নেবে.

How to Start my ielts preparation?

উত্তর: মনে রাখবেন ielts একটা পরিক্ষা। পরিক্ষায় তারা ভাল করে যারা টেকনিক ভাল জানে, এমনটা নয় যে ইংরেজিতে অনেক ভাল করতে পারলে ielts exam ভাল হবে।
Tips & Trick গুলো ভাল করে বুঝে গেলে ইংরেজিতে আহামরি ভাল না হলেও 7+ score করা সম্ভব।
অর্থাৎ যেনতেনভাবে প্রিপারেশন নিলে হবে না, জেনে-বুঝে প্রিপারেশনট নিতে হবে।
Step 1: আমার তৈরি করা আর্টিকেল ও ভিডিওগুলো ধারাবাহিকভাবে শেষ করে ফেলুন।
Step 2: Buy Some Pranctice Books/ Download Some Ebooks.
Cambridge ielts Practice book 1-18 with CD.
Step 3: Set Deadlines.
• Progress Check: প্রতিটি Cambridge book এ ৪টা করে test exam দেয়া থাকে সেগুলো থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে এক্সাম দিয়ে নিজের Progress নজরদারি করা ও সেট করা সময়ে Preparation Gain করে।
• Practice with ielts format
• Useful Habits to improve English: (1) Listening ভাল করার জন্য সাবটাইটেল দেখা ছাড়া watch tv series যেসব আগেই দেখা সেগুলো, (2) Read Journal যেমন- Guardian, nytimes.com ইত্যাদি এর আর্টিকেএ। (৩) Writing এ ভাল করার জন্য একটা notebook/journal রেখে সেখানে ডেইলি কি কি করি সেগুলো review লিখা। (৪) Speaking এ ভাল করার জন্য find a true friend যে আপনার সাথে ইংরেজিতে কথা বলতে আগ্রহী হবে যে ভুল করলেও হাসিতামাশা করবে না। আর, পরিক্ষার ১সপ্তাহ আগে স্পেশাল উপদেশ হচ্ছে- একটা টপিকের উপর লম্বা বক্তৃতা দিয়ে সেট মোবাইলে রেকর্ড করে শোনা, এতে বোঝা যাবে আপনার স্পিকিং এর কোথায় কোথায় ডেভেলপ করা প্রয়োজন।

পার্সোনালি আমার সাজেশন- আমরা জানি যে, ielts পরিক্ষার ৪টা পার্ট/মডিউল এর মধ্যে Listening ও Speaking পার্ট কমন আসে।
যা যা করব:

  • Note (যা শেখব তা নোট করব)
  • Practice (
  • Mock Test (নিজেকে যাচাই করার জন্য)

কখন ielts পরিক্ষা দিতে পারব?

British Council বা idp তে সপ্তাহে সর্বোচ্চ ১বার দিতে পারবেন অর্থাৎ প্রতি মাসে ৪ বার বা বছরে ৪৮ বার ielts পরিক্ষায় অংশগ্রহণ করা যায়।

কিভাবে ilets এক্সাম দেব? (Physically)

ঘরে বসে এই ilets পরীক্ষা দেয়া যায় না, এজন্য idp/British Council এর যেকোনো একটা সেন্টারে যেতে হবে।

বিশ্বব্যাপী এই পরীক্ষাটি Brithish Council এবং IDP থেকে নিতে পারে। কিন্তু প্রশ্ন সেট করা হয়ে থাকে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ কর্তৃপক্ষ দ্বারা।ব্রিটিশ কাউন্সিল ও আইডিপির  যৌথ উদ্যোগে প্রতিমাসে ৩-৪ বার পরীক্ষা হয়ে থাকে।

পরীক্ষা দিতে যা যা লাগে- 

  • আইইএলটিএস এর খরচ: ২১১০০ টাকা. তবে প্রতিবছর এই fee টা চেঞ্জ হয়ে বেশি/কমও হতে পারে।
  • পাসপোর্ট (ক্ষেত্রবিশেষে এনআইডি দিয়েও হয়) লাগে।

বাড়িতে বসেই সহজ কিছু স্টেপেই ফরম পূরন করা যায়। ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে কোন কোন ব্যাংকের কোন শাখায় টাকা পাঠানো সম্ভব। এস এম এসের মাধ্যমে নিবন্ধন নম্বর,স্থান, সময় জানানো হয়ে থাকে।বাংলাদেশে আপাতত ঢাকা,চট্টগ্রাম ও সিলেট কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এছাড়া বিস্তারিত তথ্য সব জানতে www http://britishcouncil.org/Bangladesh বা idp.com এবং www.ielts.org ভিসিট করে আরো বিস্তারিত জানতে পারবেন IELTS exam সম্পর্কে।

ঢাকায় সাধারণত প্রতি মাসেই ৩-৪টার মতো পরীক্ষার তারিখ থাকে। কিন্তু ঢাকার বাইরে মাসে ১/২টা পরীক্ষার তারিখ থাকে।

অনলাইনে ielts এক্সাম দেয়ার নিয়ম কি?

উত্তর: ielts অনলাইনে এক্সাম দেওয়ার জন্যেও আপনাকে idp/British Council এর যেকোনো একটা সেন্টারে যেতে হবে। তবে পিজিক্যাল থেকে অনলাইনে এক্সাম এর কিছুটা পার্থক্য রয়েছে। বলছি-

How,Where,When to Register for ielts in Bangladesh?

যেভাবে করবেন: ielts registration করতে যেসব জিনিস লাগে-
valid passport (সাজেশন হচ্ছে NID দিয়ে করা যাবে না,আগে পাসপোর্ট বানান),
photograph,
filled up Registration form(www.ielts.org),
Registration fee(২২হাজার টাকার মত)
যেখানে করবেন: Dhaka, Chittagong, Sylhet, Rajshahi, khulna এই ৫টা শহরের যেকোনো British Council/IDP এর অফিসে গিয়ে করা যায়।
কখন করব: বাধ্যতামুলক নিয়ম হচ্ছে যেদিন পরিক্ষা দিতে চাচ্ছেন তার 15দিন আগে রেজিস্ট্রেশন করতে হয় । আরো একটা সাজেশন হচ্ছে ভিসার জন্য এপ্লিকেশন করার ৬ মাস আগে রেজিস্ট্রেশন করা।

আইডিপি আর ব্রিটিশ কাউন্সিলের পার্থক্য কী?

উত্তর : একটাই পার্থক্য।আইডিপি হচ্ছে অস্ট্রেলিয়ান অর্গানাইজেশন, আর ব্রিটিশ কাউন্সিল হচ্ছে ব্রিটিশ অর্গানাইজেশন।

এপ্লিকেশন পেছানো লাগলে কী করব? পরিক্ষার দিন অসুস্থ হলে কি করব?

টেস্ট date এর ৫ সপ্তাহ সময় এর আগে জানালে full refund পাওয়া যায়, এক্ষেত্রে শুধু ছোট্ট একটা administration charge কাটে।

আর, ৫ সপ্তাহ এর কম সময় থাকা অবস্থায় test/exam ক্যান্সেল করতে চাইলে full fee pay করতে হবে যদি না আপনি Medical Reason দেখাতে পারেন। তবে test/exam date এর ৫দিনের মধ্যে(৫দিন বাকি থাকতে) Medical Reason দেখাতে পারলে full refund পাওয়া যাবে শুধু ছোট্ট একটা administration charge কাটবে।

result : How can i get my result? ও রেজাল্ট মেয়াদ কত দিন থাকে?

British Council/IDP Office.

রেজাল্ট পেতে সময় লাগে ১৩ দিন অর্থাৎ ১৪ দিনের ভেতর রেসাল্ট পেয়ে যাবেন।। আই এল টি এস স্কোরের মেয়াদ থাকে ২ বছর।

আনসার সীট/ IELTS question paper answer sheet নমুনা

IELTS question paper Free Download Section-

আইইএলটিএস পরীক্ষার কিছু tips

সাধারণত পরীক্ষা ২ দিনে হয়ে থাকে। প্রথম দিন Listening, Reading, Writing টেষ্ট হয়। তার কয়েকদিন পর Speaking টেষ্ট নেওয়া হয়।

পরীক্ষার আগের দিন ও পরীক্ষার দিন কি কি করব?

পরীক্ষার আগেরদিন-

  • পারলে একবার যেখানে পরীক্ষা হবে সেখান থেকে ঘুরে আসুন।
  • অবশ্যই ভাল একটা ঘুম দিন। পরের দিন আপনার IELTS পরীক্ষা সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন।

পরীক্ষার দিন- 

  • ঘুম থেকে উঠে অবশ্যই ভাল করে পেট ভরে খাবেন। পারলে ডিম খেয়ে যাবেন। নাহ, ফাজলামো করছিনা।৩ টা টেষ্ট দিতে দিতে আপনি ক্লান্ত হবেন নিশ্চিত। ওখানে কিন্তু খাওয়ার অপশন নাই।
  • আরামদায়ক পোষাক পরে যাবেন অবশ্যই।
  • স্পিকিং পরীক্ষার দিন সাদা শার্ট এবং কাল পেন্ট পরে যাবেন। মনে রাখবেন ওটা কিন্তু ইন্টারভিউয়ের মত পরীক্ষা।
  • এক্সাম সেন্টারে ঘন্টাখানেক পূর্বে গিয়ে হাজির হবেন।

সাথে কি কি রাখবেন

  • সাথে করে পেন্সিল নিবেন ২ টা মিনিমাম। পরীক্ষার সেন্টার থেকে আরো ২টা দিবে। যদি পরীক্ষার সেন্টার থেকে ২টা পেন্সিল দেয় তবে আমি কেন আরো নিব? হিসাবটা সহজ। ১টা পেন্সিল লিসেনি; এর জন্য, ১টা রিডিং আর বাকী ২টা রাইটিং এর জন্য। যদি এক্সটা ২টা সাথে নেন তবে শার্পনার ব্যবহার করে সময় নষ্ট করা লাগবেনা। 
  • লেভেল ছাড়া একটা পানির বোতল গ্লুকোজ মিশিয়ে সাথে রাখবেন। ক্লান্ত হবেন নিশ্চিত। শক্তি পাবেন। 
  • ঘড়ি নিবেন অবশ্যই যদি ঘড়ি না পরে থাকেন। 
  • ইরেজার রাখবেন অবশ্যই ১টি। 
  • পার্সপোর্ট নিবেন 

পেন্সিল নাকি কলম

  • পেন্সিল নাকি কলম কি দিয়ে লিখবেন। অবশ্যই পেন্সিল দিয়ে লিখুন। তাতে সুবিধা পাবেন। কোন কিছু ভুল হলে সেটা মুছতে পারবেন।
যে ভাবে আনসার শীটে লেখা শুরু করবেন
Answer Sheet
পরীক্ষায়: পানি পান করবেন যত পারেন।কেন করবেন? কারনটা না হয় নাইবা জানলেন।

 

Is there any Break in the IELTS Test?

উত্তর: পুরো পরিক্ষায় কোনো gap থাকে না, শুধু একটা সেকশন শেষ হওয়ার পর আরেকটা সেকশনে খাতা দেয়ার জন্য buffer time টুকু থাকে ঐটা দেয়া হয়। ঐসময় চাইলে পানি খাওয়া যায় কিন্তু কোনো Break থাকে না।

কোন পার্ট আগে হয়?

১ম দিন,

Listening → Reading →Writing

পরে/অন্য দিনে, Speaking.

Reading টেস্টেও কি উত্তর ট্রান্সফার এর জন্য ১০ মিনিট সময় দেয়া হয়?

না, শুধু Listening টেস্টে এই সময় দেয়া হয়।

Is it allowed to go to the washeroom?

উত্তর: ওয়াশরুমে যাওয়া যাবে তবে পরিক্ষা চলাকালীন সময়ে যা বুদ্ধিমান কেউ নষ্ট করতে চাইবে না, কিন্তু buffer time এ সিট থেকে উঠা যাবে না অর্থাৎ ওয়াশরুমে যাওয়া যাবে না।
তাই পরিক্ষায় ঢোকার আগে খাওয়া, ওয়াশরুমে যাওয়া এসব সেরে নেওয়া বুদ্ধিমানের কাজ।

Pen vs Pencil: What should I use? /  পেন্সিল নাকি কলম?

উত্তর: Listening ও Reading এ must আপনাকে Pencil ব্যবহার করতে হবে। আর, Writting এ ইচ্ছামত Pen/Pencil ব্যবহার করা যাবে।
পার্সোনালি সাজেশন হচ্ছে- সবক্ষেত্রে অবশ্যই Pencil ব্যবহার করে লিখুন, এক্ষেত্রে লিখায় ভুলত্রুটি হলে eraser দিয়ে মুছে ঠিক করার সুবিধা পাওয়া যায়।

কোন কোন সেকশন কলম দিয়ে ও কোন কোন সেকশন পেন্সিল দিয়ে লেখা যায় এটা জানা জরুরি।

ielts exam/Test রুমে কি কি আনা যায়?ও কি কি দেওয়া হয়?

test center এ তারা আপনাকে দুটো পেন্সিল, একটা কলম, eraser, shrapner দিয়ে দেব।
তারপরেও চাইলে বাসা থেকে কয়েকটা extra pencil নিয়ে যেতে পারবেন কারণ যত বেশি পেন্সিল থাকবে তত কম sharp করা লাগবে ও এতে সময় বাচানো সম্ভব হবে।

সাথে কি কি রাখবেন- 

  1. পার্সপোর্ট নিবেন (Must)
  2. ২টা পেন্সিল সাথে করে নিবেন [মিনিমাম] (+মন চাইলে এক্সট্রা ১টা কলম)। (পরীক্ষার সেন্টার থেকে আরো ২টা দিবে। যদি পরীক্ষার সেন্টার থেকে ২টা পেন্সিল দেয় তবে আমি কেন আরো নিব? হিসাবটা সহজ। ১টা পেন্সিল লিসেনি; এর জন্য, ১টা রিডিং আর বাকী ২টা রাইটিং এর জন্য। যদি এক্সটা ২টা সাথে নেন তবে শার্পনার ব্যবহার করে সময় নষ্ট করা লাগবেনা।)
  3. ইরেজার(eraser) রাখবেন অবশ্যই ১টি।

এছাড়াও যা নিতে recommend করব:-

  • লেভেল ছাড়া একটা পানির বোতল গ্লুকোজ মিশিয়ে সাথে রাখবেন। ক্লান্ত হবেন নিশ্চিত। শক্তি পাবেন।
  • ঘড়ি নিবেন অবশ্যই যদি ঘড়ি না পরে থাকেন।

স্পিকিং টেস্টে কি কি প্রয়োজন হয়?

same identification documents যেগুলো দিয়ে ielts application form fillup করেছিলেন ঐগুলো।
বাকি টেস্টেও একই রুল প্রযোজ্য।
electronics devices not allowed যেমন ঘড়ি, মোবাইল। এগুলো বাইরের একটা রুমে রেখে যেতে হয়।

Will I given extra paper for rouph?

উত্তর: রাফ করার জন্য কোনো এক্সট্রা পেপার দেয়া হবে না। এক্ষত্রে রাফ করার দরকার হলদ প্রশ্নে রাফ করবেন।

What can I take into the the test room?

Allowed:
passport, pen/pencil, Bottle(Level free).
Not Allowed:
Wrist Watch, Electronic Devices, Any kind of Bag.

Listening ও Reading টেস্টের question paper এর মধ্যে কি নোট করা যায়?

উত্তর: হ্যা।

যে ভাবে আনসার শীটে লেখা শুরু করবেন?

All আনসার সীট/ IELTS question paper answer sheet নমুনা- IELTS-Answer-Sheets free ডাউনলোড

পরিক্ষার দিন আমার জিনিসপত্র কোথায় রাখব?

উত্তরঃ আলাদা ১টা রুম থাকে, ওইখানে গিয়ে জিনিসপত্র রেখে এসে এরপর এক্সাম হলে প্রবেশ করবেন।

পরিক্ষার দিন আমার ID কখন চেক করবে?

যখন আপনি exam সেন্টারে আসবেন ঠিক তখনই লোকেশনে থাকা স্টাফ চেক করবে।

আর হ্যা, same passport টা নিয়ে আসবেন।

পরিক্ষা চলাকালীন সাহায্য দরকার হলে কী করব?

টেস্ট চলাকালীন অবস্থায় কোনো ধরনের সাহায্য দরকার হলে হাত উঠিয়ে সাহায্য চাইবেন।

listening test শুরু হবার আগে লিসেনিং ডিভাইস(হেডফোন) ঠিক আছে কিনা চেক করবেন যে সম্পূর্ণ কথা ক্লিয়ার শুনা যাচ্ছে কিনা। প্রবলেম থাকলে সেটা চেঞ্জ করে নিবেন।

এক্সাম চলাকালীন ওয়াশরুম ইউজ করা দরকার পড়লে হাত উঠিয়ে সাহায্য চাইবেন।

 

ielts পরিক্ষায় British English নাকি American English কোন (format/Spelling)টা ব্যবহার করা উচিত?

অনেকে জানেন, ielts যদিও England এর বানানো আর American English নতুন। তবে এক্ষেত্রে নিয়ম হল আপনি যেকোনো শুধুমাত্র একটা format/পদ্ধতি ব্যবহার করবেন, জগাখিচুড়ি করা যাবে না।
যেমন-
British English→Our Organisation covers nearly 1 kilometre area.
American English→ Our Organization covers nearly 1 kilometer area.

How many times can I take this test?

উত্তর: ইচ্ছামত যতবার খুশি দেয়া যাবে। যতবার দেবেন ততবার রেজিস্ট্রেশন ফি এর টাকাটা খরচ হবে। তবে চেষ্টা করবেন একবার দিয়েই ভাল রেসাল্ট অর্জন করার।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে IELTS One Skill Retake দেওয়া যাবে৷ https://www.britishcouncil.org.bd/en/exam/ielts/one-skill-retake

 

Resources:

প্রতিদিন অন্তত ১০ টি ভোকাবুলারি শিখার চেষ্টা করুন- ব্রিটিশ কাউন্সিলের ভোকাবুলারি অ্যাপ

 

Practice Books(pdf) free Download – IELTS প্রস্তুতি বই

  • Cambridge Vocabulary for IELTS
  • The speed reading book (Book by Tony Buzan)
  • IELTS Practice Tests Plus – 1, 2 & 3 (Book by Clare McDowell and Vanessa Jakeman)
  • Common mistakes at IELTS intermediate + advanced … and how to avoid them (Book by Pauline Cullen)
  • The Official Cambridge Guide to IELTS

ঘরে বসে ielts প্রস্তুতি ও Speaking এর জন্য কিছু অ্যাপ এবং ওয়েবসাইট:

অনলাইনে ফ্রি মক টেস্ট

BanglayIELTS yt playlists টাও ফলো করতে পার। বেশ কাজের।

project ielts tao valo.

https://www.youtube.com/@Minutes2Learn/videos

Cambridge IELTS Book PDF 

বর্তমানে ক্যামব্রিজ আইএলটিএসে ১৬ টি বই রয়েছে । নিচে সবগুলো বইয়ের একাডেমিক ও জেনারেল ট্রেনিং পার্টের পিডিএফ সংযুক্ত করা হল ।

বইয়ের নাম পিডিএফ লিংক
Cambridge IELTS BOOK 11 Academic General
Cambridge IELTS BOOK  12 Academic General
Cambridge IELTS BOOK  13 Academic General
Cambridge IELTS BOOK  14 Academic General
Cambridge IELTS BOOK  15 Academic General

Cambridge IELTS BOOK  16 Academic General
বইয়ের নাম পিডিএফ লিংক
Cambridge IELTS BOOK 1 ডাউনলোড
Cambridge IELTS BOOK  2 ডাউনলোড
Cambridge IELTS BOOK  3 ডাউনলোড
Cambridge IELTS BOOK  4 ডাউনলোড
Cambridge IELTS BOOK  5 ডাউনলোড
বইয়ের নাম পিডিএফ লিংক
Cambridge IELTS BOOK 6 ডাউনলোড
Cambridge IELTS BOOK  7 ডাউনলোড
Cambridge IELTS BOOK  8 ডাউনলোড
Cambridge IELTS BOOK  9 ডাউনলোড
Cambridge IELTS BOOK  10 ডাউনলোড

অন্যান্য সহায়ক বই

ক্যামব্রিজ বই ছাড়াও আরো কিছু বই আছে যেগুলো আপনার আইএলটিস যাত্রাকে আরো সহজ করে দিবে এমন কিছু বইয়ের পিডিএফ নিচে দেওয়া হল –

বইয়ের নাম পিডিএফ লিংক
IELTS Writing Essay Ideas Book ডাউনলোড 
101 Helpful Hints for IELTS ডাউনলোড 
202 Useful Exercise for IELTS ডাউনলোড 
Check Your Vocabular for IELTS ডাউনলোড 
Common Mistakes in In IELTS ডাউনলোড 
IELTS Secrets ডাউনলোড 
IELTS Strategies for Study ডাউনলোড 
Tips for IELTS ডাউনলোড 
IELTS to Success ডাউনলোড 
IELTS Foundation Study Skills (Academic) ডাউনলোড 
Common Grammar for IELTS ডাউনলোড 

IELTS Practice Tests Plus 1 ডাউনলোড 
IELTS Practice Tests Plus 2 ডাউনলোড 
IELTS Test Builder ডাউনলোড 

# ভিডিও টিউটোরিয়াল আকারে গাইডলাইন

কেন আমরা ইংরেজিতে দক্ষ হতে পারি না

https://www.facebook.com/zeevlogs2

 

How take Preparation

IELTS ভালো করার উপায়

আমাদের অনেকের মধ্যে IELTS নিয়ে একটা ভয় আছে। প্রথম থেকেই আমার কাছে তেমন একটা কঠিন মনে হয়নি। ক্যামব্রিজ এর ৮-৯ এই দুইটা বইয়ের রিড

IELTS এর প্রস্তুতি নেওয়ার টেকনিক

IELTS এর প্রস্তুতি অধ্যায় আপনাকে স্বাগত। এখানে আমরা আলোচনা করবো আপনি কিভাবে IELTS পরীক্ষার প্রস্তুতি নিবেন। প্রথমে বলে রাখা ভাল আপনি দয়া করে গ্রামার আর নতুন শব্দ শিখতে যাবেননা। IELTS এর প্রস্তুতি IELTS এর মত করে নিন। IELTS টেষ্ট এ আপনাকে বলবেনা গ্রামার কি? টেনস কত প্রকার ও কি কি? সুতরাং এই সব বিষয়ে অযথা সময় নষ্ট না করাই উত্তম। আর যদি মনে করেন যে আপনি টেনস কি তাও জানেনা। তবে বলি আপনার জন্য IELTS না। আপনি আগে বেসিক ঠিক করে আসুন তারপর IELTS দিবেন।

তো শুরু করা যাক প্রস্তুতি। প্রথমেই কেনাকেটা। কি কিনবেন?

  • Cambridge IELTS 6 থেকে 18 সবগুলো বই কিনে নিন। বইয়ের সাথে সিডি নিতে ভুলবেননা। কারণ এই সিডিতে Listening এর অডিও থাকে। দাম? হাতের নাগালে একেকটা বই ১০০ টাকার ভিতর হবে।প্রশ্ন হতে পারে অনেকের তো কম্পিউটার থাকেনা। 
  • তো কেমন করে Listening টেষ্ট দিবে? সহজ সমাধান। বাসায় যদি আপনার কম্পিউটার না থাকে তবে বাজারের কম্পিউটারের দোকান থেকে অডিও ফাইলগুলো মোবাইলে নিয়ে আসেন। শুনবেন আর পরীক্ষা দিবেন। সাথে আরো কিছু বই কিনুন।
  • Khan’s এর Cue Card – 1, 2 বই দুটো কিনুন।
  • আর মনিরুজ্জামানের IELTS writing বইটা কিনতে পারেন।

ওয়েট। টেষ্ট শুরুর আগে এখনো কিছু জিনিস বাকী। আপনাকে যে প্রিন্ট করতে হবে কিছু ডকুমেন্ট। হ্যাঁ হুবহু IELTS এর এক্সামের মত প্রশ্ন আর আনসার সীটগুলো প্রিন্ট করে নিন। তারপর বাসায় বসে বসে ইচ্ছা মত টেষ্ট দিতে থাকুন। ভাল কথা IELTS এর টেষ্ট কি রকম হয়? একদিনে আপনাকে ৩টি টেষ্ট দিতে হবে। প্রথমে Listening টেষ্ট দিতে হবে। যেখানে সময় পাবেন ৩০ মিনিট। পরীক্ষা শেষে উত্তরগুলো আনসার শীটে ট্র্যান্সফার করার জন্য আরো থাকবে ১০ মিনিট সময়। সব মিলিয়ে ৪০ মিনিট। লিসেনিং টেষ্ট এর পর হবে Reading টেষ্ট। যেখানে সময় থাকবে ১ ঘন্টা। তারপর হবে Writing টেষ্ট। রাইটিং টেষ্টেও সময় থাকবে ১ ঘন্টা। ওই টেষ্ট দেওয়ার আগের দিন অথবা পরেরদিন আপনাকে মাত্র ১৫ মিনিটের জন্য একটা স্পিকিং টেষ্ট দিতে হবে। 

সুতরাং আমরা যখন বাড়িতে পরীক্ষা দিব তখন ধারবাহিক ভাবে প্রথমে লিসেনিং টেষ্ট তারপর রিডিং তারপর রাইটিং টেষ্ট দিব। প্রথম কয়েকদিন শুরুটা হবে লিসেনিং দিয়ে। যখন আমরা দেখবো লিসেনিং টেষ্টের ফরমেট আয়ত্ত করে ফেলছি তখন লিসেনিং এর সাথে একটা রিডিং টেষ্ট দিব(একটা পেসেজ)। যখন দেখবো ওকে আমি দুইটাই সহজভাবে করছি তখন রিডিং এর পেসেজ ১ এর সাথে ২টা করে নিব। তারপর কিছুদিন এই রকম টেষ্ট দিয়ে ৩ নাম্বার পেসেজটা এড করে কমপ্লিট লিসেনিং আর রিডিং টেষ্ট দিব। সবশেষে যোগ করবো রাইটিং টেষ্ট। একাডেমিক আর জেনারেল যার মডুউল যেটা সেটা থেকে প্রথমে টাস্ক-১ টা করবো। যখন দেখবো আমি টাস্ক ১ এ সহজভাবে করতে পারছি তখন টাস্ক ২ টা ও এড করে পূর্ণাঙ্গ লিসেনিং, রিডিং আর রাইটিং টেষ্ট দিব।যখন সবগুলো একসাথে দিতে পারবো তখন ধরে নিতে হবে যে আমি প্রস্তুত। বলে রাখা ভাল এর সাথে স্পিকিংটা কিন্তু আলাদাভাবে বন্ধুর সাথে প্র্যাকটিস করতে হবে। তারপর নিজের সক্ষমতা যাচাই করার জন্য কোন সেন্টারে গিয়ে টেষ্ট দিব। যেখানে দূর্বল সেটা কাভার করে ফাইনালি IELTS এক্সাম দিব। আরেকটা জিনিস বলে রাখা ভাল যখন আপনি বাসায় টেষ্ট দিবেন তখন কিন্তু IELTS এর মত সময় ধরে ধরে টেষ্ট দিবেন। আর কলম বাদ দিয়ে পেন্সিল ব্যবহার করবেন।

Screenshot 2023 08 15 at 1.32.03 PM

 

IELTS ভালো করার উপায়

আমাদের অনেকের মধ্যে IELTS নিয়ে একটা ভয় আছে। প্রথম থেকেই আমার কাছে তেমন একটা কঠিন মনে হয়নি। ক্যামব্রিজ এর ৮-৯ এই দুইটা বইয়ের রিডিং আর লিসেনিং টেস্ট দেয়ার পরই বুঝেছিলাম যে ইজিলি ৭ পাওয়া সম্ভব।
IELTS এ ভালো করার পূর্বশর্ত হল বেসিক কিছু গ্রামারস (Tense, Voice, Right Form of Verbs, Modals, Preposition, Complex Sentence Making) ভালো করে জানা। এগুলা জানলেই আপনার IELTS এর প্রিপারেশন নেয়া শুরু করা উচিত, অন্যথায় স্পিকিং, রাইটিং এ ভালো করতে পারবেন না, লিসেনিং এবং রিডিং এ ও অর্থ বুঝতে সমস্যা হবে।
আমি ধরে নিচ্ছি, এসব আপনি ভালো পারেন। তাহলে আপনার কি করা উচিত?
প্রথমেই IELTS এর প্রত্যেকটা মডিউল সম্পর্কে ভালো ভাবে আইডিয়া নিন, কি কি ধরনের প্রশ্ন আসে, কোন কোন দিক বিবচনায় নাম্বারিং করা হয় ইত্যাদি।
যেমনঃ স্পিকিং এর ক্ষেত্রে ( ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি এবং প্রোনান্সিয়েশন) এ চারটা ভাগে মার্কিং করা হয়।
লিসেনিং এবং রিডিং এর জন্য ক্যাম্ব্রিজ ৮-১৬ এ বই গুলোর টেস্ট গুলোই যথেষ্ঠ। মেইন টেস্টে এই বইগুলোর স্ট্যান্ডার্ডই ফলো করা হয়। অডিও ফাস্ট করা হয় না বা রিডিং ও খুব বেশি টাফ করা হয় না।
রিডিং এর ১ম প্যাসেজ ১৫ মিনিটে, ২য় প্যাসেজ ১৭ মিনিটে শেষ করবেন এবং ৩য় প্যাসেজের জন্য ২৮ মিনিট টাইম রাখবেন। এ সময়ের মধ্যে শেষ করতে হলে অবশ্যই ফাস্ট রিডার হতে হবে। ফাস্ট রিডার হতে হলে অনেক বেশি পড়তে হবে। ন্যাশনাল জিওগ্রাফি, সায়েন্স ডেইলি সহ ইংরেজি পত্রিকা পড়তে হবে বেশি। আরেকটা কথা রিডিং এ ৮+ পেতে হলে পুরো প্যাসেজ পড়া ও অর্থ বোঝার কোন বিকল্প নাই। স্কিম এন্ড স্ক্যান করে ৭ পর্যন্ত উঠাতেই কষ্ট হয়ে যাবে।
লিসেনিং এ ভালো করার জন্য পডকাস্ট, টেড টক, ইংরেজি সিরিজ ইত্যাদি শুনতে/দেখতে পারেন। লিসেনিং এক্সামের সময় প্রতিটা পার্টে আগে কিছু টাইম দেয় সে টাইম টা ভালো ভাবে কাজে লাগাতে হবে। ফাস্ট রিডার হলে আপনি সে সময়ের মধ্যে সবগুলো প্রশ্ন পড়ে আইডিয়া নিয়ে নিতে পারবেন। আর লিসেনিং এর সবচেয়ে বড় অস্ত্র হলো মনোযোগ, একবার হারিয়ে গেলে আপনিও হারিয়ে যাবেন। আমি আলাদা করে কিছুই করিনি কারণ কম্পিউটার সায়েন্স এর ছাত্র হিসবে জীবনের অর্ধেক সময়ই পার হয়েছে টিউটোরিয়াল দেখে, ব্লগ পড়ে, তাছাড়া টুকটাক ইংরেজি বই পড়ারও অভ্যাস আছে। তাই রিডিং এবং লিসেনিং এর জন্য আমি তেমন কোন টিউটোরিয়াল দেখিনি, শুধু ক্যাম্ব্রিজের বই গুলোই সল্ভ করেছি।
স্পিকিং এর জন্য ম্যাক্কারস এর রিসেন্ট বইটা কিনবেন, যদি স্পিকিং এ একেবারেই দূর্বল হন তাহলে প্রথমে সে বইয়ের প্রশ্ন ও উত্তর দুটোই পড়বেন। এতে করে আপনার চিন্তাশক্তি বাড়বে এবং ঘুরায় প্যাঁচায়ে উত্তর করতে পারবেন। আর যদি মোটামুটি স্পিকিং করতে পারেন তাহলে প্রশ্ন পড়ে নিজে থেকেই উত্তর দিবেন। এক্ষেত্রে এক/দু’জন সঙ্গী যোগাড় করবেন যারা এট লিস্ট আপনার লেভেলের বা আপনার থেকে ভালো। কতক্ষণ প্র্যাক্টিস করবেন সেটা আপনার বিষয়।
রাইটিং এর টাস্ক ১ এর জন্য IELTS UP ও টাস্ক ২ এর জন্য E2 IELTS ইউটিউব চ্যানেল গুলোর ভিডিও দেখতে পারেন। সেগুলো দেখলেই যথেষ্ট হবে বলে আমার মনে হয়। আমি রাইটিং খুবই কম প্র্যাক্টিস করেছি, সব মিলিয়ে ৭/৮ টা টাস্ক লিখেছি বাসায় ও মক টেস্ট মিলিয়ে।
এবার আসি ভোক্যাবস এ, অনেক বেশি ভোক্যাবস যে জানতে হবে তা না, সাধারণ শব্দ গুলোর জায়গায় একটু আনকমন শব্দ এবং কিছু ফ্রেজেস এন্ড ইডিয়িমস ব্যবহার করতে পারলেই যথেষ্ট। তবে সেগুলো ভুল জায়গায় ব্যবহার করা যাবে না। ভুল ব্যবহারে নেগেটিভ মার্কিং হবে।
প্রিপারেশন শেষে মক টেস্ট দিতে পারেন, মক টেস্টে স্বাভাবিক ভাবেই একটু কঠিন ভাবে আপনাকে জাজ করা হবে। আমি চারটা মক টেস্ট দিয়েছিলাম মেন্টরস এ, এবং আমি এভারেসজ ৬.৫ পেয়েছি। এগুলা নিয়ে হতাশ হওয়া যাবে না তবে তাদের সাজেশন্স গুলো কাজে লাগাতে হবে।

কতদিন প্রিপারেশন নিবেন?

এটা সম্পূর্ন রূপে আপনার উপর নির্ভর করে। যতক্ষন আপনার মনে না হচ্ছে যে আপনি আপনার ডিজায়র্ড স্কোর পাবেন , ততদিন প্রিপারেশন নিতে পারেন। আমার টার্গেট ই ছিলো ৮, আমি সব মিলিয়ে ২ মাসের মতো প্রিপারেশন নিয়েছি, ডেইলি চারটা মডিউল মিলিয়ে ৩ ঘন্টার মতো করে টাইম দিয়েছি। মাঝে কিছুদিন গ্যাপ ও দিয়েছিলাম।
সবশেষে, পরীক্ষা ব্রিটিশ কাউন্সিলে দিবেন নাকি আইডিপি তে?
শুধু একটা কারনেই আমি ব্রিটিশ কাউন্সিল সাজেস্ট করবো সেটা হলো স্পিকিং টেস্টের এক্সামিনার ফরেনার হওয়ার সম্ভাবনা আছে এবং ফরেনার রা অনেক ফ্রেন্ডলি আমাদের দেশের এক্সামিনার দের তুলনায়। আমার এক্সামিনারও একজন ফরেনার ছিলেন এবং আমার মনে হয় নি যে আমি এক্সাম দিচ্ছি, জাস্ট একটা নরমাল একটা কনভারসেশনের মতো মনে হয়েছে।
Exam Date: Oct 09, 2021
My Score: L – 8.0 । R – 8.5 | W – 7.0 | S – 7.5
Overall: 8.0

পড়ালেখা বা চাকরির পাশাপাশি কীভাবে আইইএলটিএসের প্রস্তুতি নেব!

‘মাত্র ১ ঘণ্টায় আইইএলটিএসের প্রস্তুতি নিন!’
এমন চটকদার শিরোনাম দিয়েও লেখাটা শুরু করা যেত। পড়ালেখা, চাকরি বা খণ্ডকালীন কাজ, যা কিছু নিয়েই আপনার ব্যস্ততা থাকুক না কেন, প্রতিদিন ১ ঘণ্টা সময় দিলে সত্যিই আইইএলটিএস পরীক্ষার জন্য দারুণ একটা প্রস্তুতি হয়ে যাবে।
 বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা সম্মেলন-প্রশিক্ষণে অংশ নেওয়াসহ নানা কারণেই আপনার আইইএলটিএস পরীক্ষার প্রয়োজন হতে পারে। অনেকে ছাত্রজীবনেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। কেউ কেউ ভাবেন, চাকরির পাশাপাশি একটু একটু করে প্রস্তুতিটা নিয়ে ফেলব। কিন্তু ‘শুরুটা করি করি করেও করা হচ্ছে না’—এই দলভুক্ত মানুষের সংখ্যা নিশ্চয়ই কম নয়।
কথা হচ্ছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষক ও আইইএলটিএস প্রশিক্ষক সাব্বির সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘যেকোনো পরীক্ষার জন্য প্রস্তুতি পর্বটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি মাধ্যমে পড়া কিংবা সাধারণ প্রস্তুতিতে আইইএলটিএসে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা বেশ কঠিন বলা যায়। আইইএলটিএস কিন্তু আপনি কতটা ইংরেজি জানেন, সেই পরীক্ষা নয়। বরং এখানে পরীক্ষা করা হয়, আপনি কতটা কার্যকরভাবে ইংরেজি ভাষার প্রয়োগ করতে পারছেন।’
নানা ব্যস্ততার পাশাপাশি একটু একটু করে যাঁরা আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলতে চান, তাঁদের জন্য কিছু পরামর্শ দিলেন সাব্বির সরকার।
 ‘সবাই আইইএলটিএস পরীক্ষা দিচ্ছে, তাই আমারও দেওয়া উচিত’—এমন ভাবা যাবে না। কেন আপনি পরীক্ষা দিচ্ছেন? আগে নিজে সে সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। জেনে-বুঝে চর্চা শুরু করুন।
প্রতিদিন একটা নির্দিষ্ট সময় পড়ুন: পড়ার বা কাজের ব্যস্ততা সব সময়ই থাকবে। আজ না কাল করে করে সময়ক্ষেপণ করতে থাকলে আদতে কখনোই আপনার প্রস্তুতিটা মনমতো হবে না। তাই সব ব্যস্ততার ফাঁকেই প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা সময় বরাদ্দ রাখুন। সময়টা আইইএলটিএসের প্রস্তুতির জন্য ব্যয় করুন।
প্রতিদিন ইংরেজিতে কথা বলার চর্চা করুন: স্পিকিং অংশের জন্য যতটা সম্ভব ইংরেজিতে কথা বলার জড়তা কাটাতে হবে। বন্ধুবান্ধব কিংবা সহকর্মীদের সঙ্গে ইংরেজিতে কথা বলুন। বিশ্ববিদ্যালয়ে কিংবা অফিসের প্রেজেন্টেশন কিংবা কোনো অনুষ্ঠানে ইংরেজিতে নিজেকে উপস্থাপন করার সুযোগ পেলে হাতছাড়া করবেন না। চেষ্টা করুন। আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে উপস্থাপনার অভিনয় করুন। নিজেই নিজের কথা রেকর্ড করে রাখুন। পরে সেই রেকর্ড শুনে ভুলগুলো খুঁজে বের করুন।
শেখা ও চর্চা: আইইএলটিএস পরীক্ষার জন্য যে হাজার হাজার নতুন শব্দ শিখতে হবে—বিষয়টি এমন নয়। আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে যত ইংরেজি শব্দ শেখার সুযোগ হয়, আইইএলটিএস পরীক্ষার জন্য তার চেয়ে আরও কিছু শব্দ বেশি শিখে রাখা দরকার। ইংরেজি শব্দের নানাবিধ ব্যবহার, বিপরীত শব্দ, সমার্থক শব্দের ওপর জোর বাড়াতে হবে। এর বাইরে সুন্দরভাবে নিজেকে উপস্থাপনের জন্য কিছু শব্দ শিখতে পারেন। নতুন শেখা শব্দগুলো ব্যবহার না করলে ভুলে যাবেন। তাই প্রতিদিনই নতুন নতুন শব্দের চর্চা করুন।
মক টেস্টে অংশ নিন: অনলাইন বা অফলাইন মক টেস্টে অংশ নিন। ঘড়ি ধরে, সময় মেনে পরীক্ষায় অংশ নিন। কীভাবে কোন প্রশ্নের সমাধান করছেন, তা বারবার চর্চা করুন। কোন কোন বিষয়ে ভুল হচ্ছে, গভীরভাবে খেয়াল করতে হবে। মক টেস্টে প্রথম দিকে হয়তো খারাপ ফলাফল আসতে পারে। ধৈর্য হারালে চলবে না, ধীরে ধীরে অগ্রগতি আসবে।
লিখুন: আইইএলটিএস প্রস্তুতির অংশ হিসেবে লেখার অভ্যাস করতে হবে। লেখালেখি একটি চর্চার বিষয়। সাধারণ একটি বাক্যকে নানাভাবে লেখার কৌশল শিখতে হবে। মানসিকভাবে নিজেকে তৈরি করতে হবে।
পড়ুন, পড়ুন আর শুনুন: বিশ্ববিদ্যালয় কিংবা কর্মস্থলে যাওয়ার পথে চট করে আজকের ইংরেজি পত্রিকাটা পড়ে নিতে পারেন। ব্যাগে রিডার্স ডাইজেস্ট বা টাইম ম্যাগাজিনের মতো সুপাঠ্য ইংরেজি সাময়িকী ও জার্নাল রেখে যানজটের সময় পড়ার অভ্যাস তৈরি করতে পারেন। এ ছাড়া স্মার্টফোনের মাধ্যমেও এখন ইংরেজি পডকাস্ট ও অডিও লেকচার শোনার সুযোগ আছে। এর মাধ্যমে লিসেনিং অংশে মনোযোগ বাড়ানোর চর্চা হবে।
অনেকেই IELTS এক্সাম দিবে এটা ডিসিশান নেয়ার পরপরই ধুমধাম ক্যাম্ব্রিজ এর বই পুস্তক কিনে ফেলেন।
এটা একটা ভুল স্টেপ। ক্যাম্ব্রিজ এর বই গুলো হলো টেস্ট এক্সাম। ধরেই এক্সাম শুরু করলে আপনি কখনোই ভালো করতে পারবেন না।
IELTS এর প্রিপারেশন শুরু করার আগে আপনার উচিত ব্যাসিক গ্রামার গুলো একটু ঝালাই করে নেয়া, পাশাপাশি রেগুলার ইংরেজি কন্টেন্ট পড়া, শোনা, লিখা ও একটু একটু করে বলা প্র্যাকটিস্ করা।
এভাবে দেড় থেকে দুই মাস প্র্যাকটিস করার পর আপনার ইংরেজি নিয়ে ভয় কেটে যাবে এবং অনেক কম্ফোর্টেবল হয়ে যাবেন।
এরপর আপনি IELTS এর বই গুলো থেকে প্র্যাকটিস শুরু করতে পারেন।
সব মিলিয়ে সময় লাগার কথা সর্বোচ্চ সাড়ে তিন মাস থেকে চার মাস।

 

কোন রুটিন ফলো করে IELTS এর প্রস্তুতি নিব?

IELTS এর প্রস্তুতির ক্ষেত্রে রুটিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ রুটিন থাকলে একটা কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার পড়া যায়। আমি আমার প্রস্তুতির সময় অনেক গ্রুপ ঘেঁটে একটা রুটিন তৈরি করেছিলাম। যদিও আমি পুরো রুটিনটা ফলো করিনি, তারপরও রুটিনটা শেয়ার করছি। কারও না কারও একটু হলেও উপকারে লাগতে পারে। IELTS এর জন্য কে কীভাবে প্রস্তুতি নিবে এটা পুরোপুরি নির্ভর করবে আপনার বেসিক লেভেলের উপর। আপনার রুটিনটা কেমন হবে এটা আপনাকেই ঠিক করতে হবে। এখানে আমরা মূল প্রাকটিসকে সকাল এবং রাত, এই দুইভাগে ভাগ করতে পারি। সকালে Listening এবং Reading test দিতে হবে। আর রাতে Writing এবং Speaking প্রাকটিস করতে হবে। আর দিনের বেলার সময়টাকে আমরা অতিরিক্ত কিছু রিসোর্স থেকে নিজেদেরকে ঝালাই করে নিতে পারি।

Listening রুটিন:

১. প্রতিদিন সকালে ২টা করে Listening test দিতে হবে Cambridge বই থেকে।
২. রেগুলার TEDTALK অথবা Podcast শুনতে হবে হেডফোন ছাড়া।
৩. হেডফোন ছাড়া পার্ট ৩ এবং ৪ প্র্যাকটিস করতে হবে।

Reading:

১. প্রতিদিন সকালে ১টা করে Reading test দিতে হবে Cambridge বই থেকে।
২. রেগুলার ১ঘণ্টা করে নিউজপেপার কিংবা ম্যাগাজিন পড়তে হবে।
৩. Cambridge বইয়ের যেসব শব্দ বুঝতে সমস্যা হবে, সেগুলো নোট করে paraphrase word লিখতে হবে।

Writing:

১. রেগুলার রাতে ১টা করে Writing Task-1 এবং Task-2 লিখতে হবে।
২. Writing এর জন্য বেশি বেশি করে স্যাম্পল আন্সার পড়তে হবে Cambridge বই এবং Liz এর Website থেকে।
৩. Writing এর গ্রামার চেকের জন্য Grammarly app ব্যবহার করতে হবে। তবে একজন মেন্টর কিংবা expert এর থেকে চেক করিয়ে নেওয়া ভালো।

Speaking:

১. এক ঘণ্টা Youtube থেকে ভালো ব্যান্ডের স্পিকিং স্যাম্পল শুনতে হবে এবং রেগুলার রাতে ৩০ মিনিট প্র্যাকটিস করতে হবে।
২. Makkar Que Card থেকে টপিক ধরে ধরে রেগুলার প্রাকটিস করতে হবে।
৩. Speaking প্রাকটিস এর একজন পার্টনার ঠিক করতে হবে এবং দুইজন দুইজনেরটা মূল্যায়ন করতে হবে।

🤯 IELTS ছাড়াই কানাডার STUDY PERMIT !!! 🤯

অফিসিয়ালি তো কোথাও বলা হয়নি যে স্টাডি পারমিটের আবেদনের জন্য IELTS আবশ্যিক –

যখন কোনো অফিসিয়াল তথ্য পাবেন, একটু সতর্কতার সাথে ভাষা লক্ষ্য করে পড়বেন- may/must/do এর কোনটি বলা হয়েছে। এই তিন শব্দের ব্যাবহারিক পার্থক্য বোঝার ন্যূনতম জ্ঞান নিশ্চয় হয়েছে। “You may not need IELTS score” এর মানে এই নয় যে “আপনার IELTS লাগবে না”।

_

কানাডায় আবেদনের জন্য IELTS কি প্রয়োজন?

ইমিগ্রশনের জন্য অবশ্যই GT দিতে হবে। স্টাডি পারমিটের জন্য একাডেমিক। তবে স্টাডি-র জন্য আবশ্যিক বলা না হলেও “ইংরেজি দক্ষতা” প্রমাণ করা “বাধ্যতামূলক”। সেটি কিভাবে-

১) আপনার স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষার মাধ্যম (MOI) ইংরেজি হলে আপনার উদ্দেশ্যটি পূরণ করতে পারে- তবে নিশ্চিত নয়।

২) আপনার ডিগ্রী-টি ইংরেজি মূল ভাষা এমন দেশে থেকে হলে – নাও লাগতে পারে। তবে শর্তসাপেক্ষ।

৩) ESL কোর্স- তবে এটি হলো শুভঙ্করের ফাঁকি।এই কোর্সে আপনাকে অবশ্যই IELTS স্কোরের সমপরিমান নম্বর পেতে হবে।নাহলে পত্রপাঠ বিদায়। ৫/৬ লক্ষ টাকার অপচয়ের কথা নাই বললাম। এর থেকে ২০ হাজার টাকায় IELTS দেয়া কি বুদ্ধিমানের কাজ নয়?

৪) IELTS- ঝুঁকি না নিতে চাইলে অবশ্যই প্রয়োজনীয় স্কোর অর্জন করাই বুদ্ধিমানের কাজ।

অনেকেই IELTS না দেয়ার জন্য হন্যে হয়ে বিভিন্ন গ্রুপ বা প্লাটফর্মে ঘুরে বেড়ান কারণ/যুক্তি খুঁজতে থাকেন। কেন জানিনা সবাই IELTS জুজু-তে জর্জরিত। মজার বা দুঃখের বিষয় হলো- শর্টকাট খোঁজা ফাঁকিবাজেরা নিজেকে সান্তনা দিতে এই কারণ খুঁজতে যে পরিমাণ সময় ও শক্তি নষ্ট করে- সেটি স্কোর অর্জনের জন্য ইনভেস্ট করলে খুব সহজেই কাঙ্খিত স্কোর করতে পারে। কিন্তু কষ্ট করতে কেউ রাজি না। সব ফ্রি আর সহজে চাই। Quit cutting corners.

_

Duolingo দিয়ে কি স্টাডি পারমিটের আবেদন করা যাবে?

IRCC ভাষা দক্ষতার জন্য যে কয়েকটি পরীক্ষা অনুমোদন করে তা হলো – ইংরেজি ভাষার জন্য IELTS এবং CELPIP; ফ্রেঞ্চ ভাষার জন্য TEF এবং TCF

_

আমি তো IELTS ছাড়াই ভর্তি/অফার লেটার পেয়েছি। তবুও কি IELTS স্কোর লাগবে?

আপনার ভর্তি কার্যক্রম শেষ। এখন আপনি স্টাডি পারমিটের জন্য আবেদন করবেন যেটি আপনার বিশ্ববিদ্যালয়/কলেজ পর্যালোচনা করবে না- করবে ভিসা অফিসার। তাই ভর্তি হওয়া গেলেও ভিসা না পাবার সম্ভাবনাই বেশি।

_

স্কোর কত লাগবে?

সাধারণত ওভারঅল ৬.৫ কিন্তু প্রত্যেক মডিউলে নুন্যতম ৬.০ বলা হয়ে থাকে। প্রতিষ্ঠান ও বিষয়ভিত্তিক স্কোর ভিন্ন হতে পারে। এই জন্য ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখুন।

_

আমার পরিচিত XYZ তো IELTS ছাড়াই ভিসা পেয়েছে তাহলে আমার কেন লাগবে?

ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। উনার আর আপনার প্রোফাইল, যোগ্যতা এবং পরিস্থিতি সবকিছু কি একই রকম? যদি হয়েও থাকে – মনে রাখবেন প্রত্যেকটি আবেদন একটি ইউনিক কেস হিসেবে যাচাই করা হয়। এখন আপনিই বিবেচনা করুন কি করবেন।

©Kazi Shihab Bhai

 “কিভাবে লিসেনিং ইমপ্রুভ করা যায়?”

নিচে রাশেদ ভাইয়ের ভিডিও থেকে নেওয়া কিছু টিপস এবং আমার ব্যক্তিগত কিছু টিপস শেয়ার করা করলাম।
আশা করি যদি ফলো করেন ইনশাল্লাহ ইমপ্রুভ করতে পারবেন 🤗
🖇️প্রথমে একটা লিসেনিং টেষ্ট দিবেন।
দেওয়ার পর ans চেক করবেন না।
এরপর আবার দিবেন সেইম লিসেনিং টা ই, এবার দেওয়ার পর ans দেখবেন।
যদি দেখেন যে আগের থেকে ভালো হইছে তাহলে তো আলহামদুলিল্লাহ 🥰
এবার কাজ হচ্ছে অডিও স্ক্রিপ্ট টা চোখে দেখেন আর কানে অডিও টা শোনেন আর বের করার চেষ্টা করেন আপনার কি কি word গুলা মিস হইছে। ওগুলা বুঝার ট্রাই করেন ।
এভাবে দিতে থাকেন ।
মনে রাখবেন, প্রতিদিন দশটা লিসেনিং না দেওয়ার থেকে একটা দশবার দেওয়া বেশি উপকারী।
🖇️ একটা ভাষা শিখার জন্য প্রধান কাজ হচ্ছে ওই ভাষা বেশি বেশি শোনা। আমরা যত বেশি একটা ভাষা শুনবো তত বেশি ওই ভাষাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন ধরেন,
আপনি কিন্তু বাংলা ভাষা বলার আগে বাংলা ভাষা সবার মুখ থেকে শুনে শুনে শিখছেন। তাই না?
বাংলা এজন্যই আমাদের মাতৃভাষা বলা হয় কারণ আমরা এটা মায়ের মুখ থেকে শুনে শিখেছি।
তারপর
আপনি ভারতের না কিন্তু তারপরেও হিন্দি খুব ভালো বলতে পারেন। তাই না?
এর কারণ কি?
কারণ আপনি প্রায় সময় হিন্দি সিরিয়াল, ওয়েব সিরিজ, হিন্দি গান এবং আরো বিভিন্ন জিনিস হিন্দিতে দেখেন। হিন্দিতে কোন জিনিস দেখা বা শোনা আপনার একটা অভ্যাস বা নেশাতে পরিণত হয়েছে। এইজন্য আপনার জন্য হিন্দি ভাষাটা অনেক সহজ হয়ে গেছে।
সেইম জিনিসটা যদি আপনি ইংরেজি সাথে করতেন তাহলে ইংরেজি ও আপনার জন্য বুঝা সহজ হয়ে যেত, আমি বলছি না যে আপনি ইংরেজিতে গান শুনেন বা সিনেমা দেখেন, জাস্ট একটা অভ্যাস তৈরি করুন ইংরেজি শোনার । যেমন ধরেন আপনি আগে বাংলায় খবর শুনতেন ,সেখানে এখন BBC শুনলেন, তারপর আপনার যেই জিনিসটা ভালো লাগে বা যেই জিনিসটাতে আগ্রহ আছে সেটা ইংরেজিতে দেখুন। এতে করে আপনার ইংরেজির প্রতি আগ্রহ ও হারাবে না আর আপনার ইংরেজি ও শোনা হবে। এতে দুইটা জিনিস হল একে তো আপনার আগ্রহের জিনিসটাও দেখা হলো বা জানা হলো আর আপনার লিসেনিং প্র্যাকটিস টাও হয়ে গেল। জিনিসটা এমন হয়ে গেল যে আপনার সাপও মরল আবার লাঠিও ভাঙলো না 😁(একটু বিনোদন)
এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে,
কি শুনবো?
অথবা কই থেকে শুনবো?
এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই , আপনি Google podcast ও Radio Garden (দুইটা অ্যাপস ই প্লে স্টোরে পাওয়া যাবে) শুনতে পারে ।
আপনি যত বেশি ইংরাজি শোনার অভ্যাস তৈরি করবেন লিসেনিং আপনার জন্য তত বেশি সহজ হবে।
উপরের কিছু জিনিস রাশেদ ভাইয়ের ভিডিও থেকে নেওয়া এবং কিছু জিনিস আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন 🙏
আর IELTS লিসেনিং এর সেরা সেরা টিপস গুলা জানতে নিচের প্লে লিষ্টগুলা দেখতে পারেন ⬇️
Listening Top tricks 🔥
কিভাবে আমি লিসেনিং 9 পাইছি 🔥
Take love from Banglay IELTS family and don’t forget to share with your friends and relatives 💓💓💓
কৃতজ্ঞতাঃঅনলাইনের বিভিন্ন সোর্স হতে তথ্য নিয়ে এই আর্টিকেল টি বানানো। (Asraful Porag)

আরও পড়ুন:

Tags:

শূন্য থেকে ielts প্রস্তুতি
Ielts পরীক্ষা কতবার দেওয়া যায়
স্পিকিং এ ভালো করার উপায়
আইইএলটিএস এর খরচ
আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি
IELTS এর জন্য প্রয়োজনীয় grammar
IELTS এর জন্য প্রয়োজনীয় বই
Ielts কিভাবে শুরু করব

…….. ১. IELTS কিভাবে শুরু করবো?….. .

আসসালামুয়ালাকুম , গ্রুপে অনেকে প্রশ্ন করে থাকেন যেঃ
২. কোন কোন বই কিনবো, Playlist কোথায় পাবো?
৩. Listenig, Readiing, Written,Speaking এর মধ্যে কোনটা আগে শুরু করবো?
৪. Listenig, Readiing, Written,Speakingএর Tips দেন ….. etc etc
তো আমি IELTS journey তে যা যা শিখেছি বা জানতে পেরেছি তা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনারা কতটুকু উপকৃত হবেন তবে আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা করবেন।
✅ Book list:-
1/ Cambridge the Official Guide to IELTS
2/ Cambridge 10 to 18
3/ Makkar Speaking
4/ Makkar Writing (task 1 + 2)
5/ Simon Speaking and Writing
6/ Rachel Mitchell Writing
✅ Free YOUTUBE Resources :
1. Bangla Ielts
2. Asad Yaqub,
3. Ielts liz,
4. English Speaking Success (keith)
✅ Basic Grammar :
1. Parts of Speech, 2. Tense, 3. Competing Sentence.( At least এগুলো clear করেন রাখবেন )
🔹Youtube থেকে Bangla Ielts প্রতিটা মডিউলের part by part এর ভিডিও দেখেন তারপর ক্যামব্রিজ থেকে ওই মডিউলর সলভ করার চেষ্টা করেন ( ধরেন প্রথম দিন listening এর gap fill এর সব ভিডিও দেখে রাতে প্রেকটিস করবেন, পরের দিন maps , তার পরের দিন heading-matching…এভাবে listening সব part শেষ হলে পুরো একটা listening exam দিয়ে দিবেন অনুরূপ ভাবে reading ও শেষ করবেন)। এভাবে আপনি practice শুরু করেন।(comment এ playlists দেওয়া আছে)
Ex: Listening > Reading > Writing (speaking এই 3ta sector/modules চলাকালীন practice করবেন )
⭕ LISTENING TIPS :
Tips 1: আপনার favorite English movie টা start করবেন, then মুভির subtitle এ দেখবেন আর actor/actressরা কিভাবে pronunciation করছে সেটায় main focus দিবেন। আর তাদের dialogue এর meaning গুলো বোঝার চেষ্টা করবেন।
Tips 2: কিছু negative word আছে যেমন: But, Won’t, Don’t ,However, Opposite etc etc negative word. এগুলো তে অনেক careful থাকবেন, cause এগুলো পুরো sentence এর meaning changes করে দেয়।
Tips 3: mcq তে একটা জিনিস মনে রাখবেন, যে জিনিস নিয়ে বেশি বক-বক করবে সেই option কখোনোই answer হবে না।(next time খেয়াল করে দেইখেন )
Tips 4: part/section 4 এ যখন fill in the gaps এ speaker টানা অনেক কথা spped এ বলতে থাকে, তখন মাঝে মাঝে আপনার concentration হারায় ফেললে track ভুলে যাবেন। তাই part 4 এ আগেই থেকে gaps এর আগে কিছু word mark করে রাখবেন যাতে যখনেই ঐ word pronouncing করলে আপনি সহজেই track টা খুজে পান।
⭕ SPEAKING TIPS :
Tips 1: আজকে থেকেই বাসার সবার সাথে এবং বন্ধুদের সাথেও English এ কথা বলা শুরু করে দেন। বন্ধুদের সাথেও আর এমন একজনকে খুঁজেন যে আপানার থেকে English এ অনেক ভালো fluency তে কথা বলতে পারে।
Tips 2: আপনার favorite English movie টা start করবেন, then মুভির subtitle খেয়াল করবেন আর actor/actress রা কিভাবে সেটা pronunciation করছে সেটায় focus দিবেন, আর তার সাথে সাথে আপনিও সেভাবে বলার চেষ্টা করবেন.
Tips 3: spelling এর জন্য যদি আমার experience শেয়ার করি তাহলে বলবো যে যখন study করবেন তখন full concentration দিতে হবে, আর পাশাপাশি ও spelling ট বারবার খাতায় লিখবেন তাহলে ইনশা’আল্লাহ আপনার spelling mistake কম হবে। এই spelling এর জন্য অনেকে Listening and Reading এ অনেক নাম্বার কম পায়।
⭕ Writing Tips:
Sample porben beshi beshi…Kom pokke 5ta writing essay pore shekan theke protidin akta likben…Matay kono own idea ashe na..No problem deke deke liken but buje likte hobe..Kichudin airokom korte paren..improve hobe InshaAllah.. Akta kota matay rakben joto beshi brain a input korben toto output ashbe..so beshi beshi sample pora uchit
(© একজন আপুর comment থেকে copy করা)
আর হাতে সময় অল্প থাকলে বিপদে পড়লে template use কইরেন। ❎
⭕Reading Tips:
Tips Infinity:বেশি বেশি প্র্যাকটিস রাশেদ ভাইয়ের ভিডিও দেখেন। এর উপর আর কোনো টিপ্স নেই।
True False Tips :
~ অর্ধেক বলসে আর অর্ধেক বলে নাই = Not given
~ অর্ধেক বলসে আর অর্ধেক ভুল বলসে = False
🔰 At the end, দয়া করে ৩ টা হলেও মক পরিক্ষা দিন। রেজাল্ট কি আসে সেটা নিয়ে টেনশন করবেন না। মক আপনার পরিক্ষা হলে flexible and nervousness রাখবে। (আমার মত মক না দিয়ে পরিক্ষায় বসবেন না 🫥)
🔹আর পরিক্ষার 1-1.5 মাস আগের একটা Routine শেয়ার করলাম :-
সকালে ঘুম থেকে উঠেই 2 ta Listening করবেন cause তখন mind অনেক fresh থাকে। Then দুপুরে 1ta Reading করবেন, বিকালে আবার একটা Listening & Reading, সন্ধ্যার পর 1ta Written আর রাতের বেলায় Speaking practice করবেন।
🖋️ Shad Hossain Rafi

Best YT/fb Teachers

Similar Posts