Screenshot 09 21 2023 23.11.35

মিলনতত্ত্ব বই পিডিএফ ডাউনলোড

মিলনতত্ত্ব (শুধু বিবাহিত পুরুষের জন্য) ব‌ইয়ের পরিচিত:

  • নাম:- মিলন তত্ত্ব
  • লেখক:- ডাঃশামসুল আরেফীন
  • প্রকাশনা:- INK spring publication
  • ধরণ:-  pdf
  • পৃষ্ঠা সংখ্যা:- ১৭০
  • সাইজ:- ১৪.৮০ mb

মিলনতত্ত্ব বই শামসুল আরেফিন রিভিউ

মানব জীবনের চারটি স্তর আছে-শৈশব, যৌবন, ঘৌঢত্ব ও বার্ধক্য। এর মধে যৌবনই উল্লেখযোগ্য । কারণ, যৌবনকালে মানুষ জীবনের উন্নতি, দেশের ও দশের উন্নতি করতে এবং জগদ্বিখ্যাত হতে পারে। অপরপক্ষে এ যৌবনের অপব্যবহার মানব জীবন অন্ধকারাচ্ছন্ন ও অসারতায় পর্যবসিত হয় এবং সৃষ্টির সেরা মানব জাঘি লয়প্রাপ্ত হয়ে থাকে । শৈশবকালের শিশুতু পরিসমাপ্তির পরেই যৌবনকালের উন্মোষ হয়, তখন মান যৌবনে পদার্পণ করে । এ সময়ে আপনা থেকে জগতের অন্যান্য বস্তু ও মানব জাতি সাথে পরিচিতি এবং আকর্ষিত হয়ে-থান্রে। তখন সে জগতে উন্নতি অবনিত ভালমন্দ ভালরূপেই উপলব্ধি করতে/প্রারে। স্বাভাবিক শোভা তার শরীরে সম্পৃক্ত হয়ে থাকে।

তখন তাকে পারিপার্শিক স্বাভাবিক শোভা চুন্বক লোহার ন্যা ণ করে থাকে। এটা আল্লাহ তায়ালার একটি দান। একেই যৌবন বলে। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে যে, হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করে আল্লা তায়ালা পুন বিবি হাওয়াকে তাঁর সহচরীরূপে সৃষ্টি করলেন এবং উভয়কে তন্হ্ যৌবন দান করলেন। এজন্য আদম (আঃ) হাওয়ার প্রতি আকৃষ্ট হয়েছিলে, এটাও আন্মাহর ইচ্ছা ছিল। আল্লাহ্‌ তায়ালা বিৰি হাওয়াকে ষোড়শী করে সা করেছিলেন’। অতএব, তাদের মধ্যে যৌবনের পূর্ণ লক্ষণাবলী পরিদৃষ্ট হল। এ সকল আল্লাহর দান ও শিক্ষা। এখানে গুরুত্বের বিষয় উল্লেখ করা যেতে পারে যে, হযর আদম আঃ) কামশক্তির দরুন বিবি হাওয়াকে স্বীয় সম্তোগের জন্য স্পর্শ করতে উদ্য হলেন, এমন সময় পরম দয়ালু আল্লাহ তায়ালা যৌবনের উত্তেজনাহেতু অবৈধভা ওয়াকে স্পর্শ করতে নিষেধ করলেন এবং বৈধভাবে উভয়ের মধ্যে সম্মিলন করি একে অন্যের সাথে স্বামী-্ত্ীরূপে ব্যবহার করার আদেশ দান করলেন । একেই বিবা বলে।

মানব সৃষ্টি সম্বন্ধে আল্লাহর ইচ্ছা পূর্ণ হবার পর যখন হযরত আদম (আঃ)-এ স্বভাব চরিতার্থ করার প্রবল ইচ্ছা জাগ্রত হল। তখন তাদেরকে পার্থিব জীবন যাপনে পূর্বেই আল্লাহ তায়ালা জান্নাতে অনুপম সুখ-সন্তোগ করার জন্য স্থান দান করলেন কিন্তু সকল সুখ-সন্তোগ করতে পারলেন, শুধু গন্ধক নামক একটি গাছের কাছে যে এবং এর ফল খেতে তাদেরকে নিষেধ করলেন । কিন্তু শয়তানের প্ররোচনায় বি’ হাওয়া এ গাছের রস নির্গত করায় এ গাছ তখন আন্মাহর কাছে এ বলে বদদোয়া করেছিল।

মিলনতত্ত্ব বই পিডিএফ ডাউনলোড (pdf download):

link1

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *