IELTS Writing

003 Ielts Writing সকল তথ্য বিস্তারিত [পরিক্ষা ধাপ ০৩]

Ielts Writingএ ভালো করার সকল টেকনিক [বিস্তারিত গাইডলাইনসহ]

IELTS Writing – Format Of the Test: test-1 ও test-2 সম্বলিত দুইটা টেস্ট/প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে. মোট সময়ঃ ৬০ মিনিট.

ielts Writing এ দুই ধরনের প্রশ্ন প্যাটার্ন হয়ে থাকে। যথাঃ

  1. IELTS Writing Task 1. সময়ঃ ২০ মিনিট সময় ব্যয় করবেন। mark: (মনে করি এতে “X” মার্কস।)
  2. IELTS Writing Task 2. সময়ঃ ৪০ মিনিট সময় ব্যয় করবেন। mark: Task 1 -এর চেয়ে দিগুণ নম্বর থাকে, তাই একে বেশি গুরুত্ব দিন। (মনে করি,এতে “Y” মার্কস, এর মোট মার্কস নির্ণয়ের সমীকরণঃ X+2Y//3)

নাম্বার: task1  + (2×task2) //3

IELTS Writing উভয় টাস্কে(1,2-এ) Marking Criteria-

চারটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়:-

  • 1. Task achievement / completion 25%
  • 2. Coherence and Cohesion: প্যারা প্যারা করে সাজিয়ে লিখা, linker word ইউজ করা যেমন firstly, secondly, after, that, but, which ইত্যাদি।
  • 3. Lexical Resource / Vocab (synonym ইউজ করা, প্যারাফেজ করে লেখা)
  • 4. Grammatical Range and Accuracy(sentence এর ভিন্নতা ফুটিয়ে তোলা যেমন complex sentence ব্যবহার করা, এছাড়াও though, although ইত্যাদি ব্যবহার করা)

এই ক্রাইটেরিয়া গুলো মাথায় রেখেই আনসার করতে হবে, তাহলেই কেবল সর্বোচ্চ ভালো নাম্বার পাওয়া যাবে.

একাডেমিক রাইটিং –

https://fb.watch/iTdp88yjMN/

IELTS Writing Task 1:

IELTS Writing এর প্রথম Task-1 :
একটি গ্রাফ, ডায়াগ্রাম অথবা ম্যাপ থেকে প্রশ্ন আসবে।
IELTS Writing Test এর মোট ৬০ মিনিট সময় এর এখানে সাধারণত ২০ মিনিট সময় ব্যয় করবেন।
লেখাটি ৮০-১২০ শব্দের মধ্যে হবে।
মনে করি এতে “X” মার্কস।

FAQ:

প্রশ্নঃ IELTS Writing Task 1-এ আমার কতক্ষণ ব্যয় করা উচিত?

উত্তর: 60 মিনিটের মধ্যে task 1 এর জন্য 20 মিনিটের পরামর্শ দেওয়া হয় থাকে, যাতে করে টাস্ক 2-এর জন্য 40 মিনিট বাঁচানো যায়।

প্রশ্নঃ IELTS Writing Task 1 এর জন্য কত শব্দ?

উত্তর: 150 শব্দ সঠিক দৈর্ঘ্য, কিন্তু একটু বেশি লিখে ফেললেও ভয় পাবেন না কিচ্ছু হবে না। (আমার মতে, ২০০ শব্দ হচ্ছে বেস্ট)

প্রশ্ন: লেখার ধরন কেমন হওয়া উচিত? formal or conversational?

উত্তর: formal স্টাইলে লিখতে হবে, যা একাডেমিক পরিবেশের জন্য উপযুক্ত।

প্রশ্নঃ আইইএলটিএস রাইটিং টাস্ক 1-এ কী কী করবেন এবং কী করবেন না?

উত্তর: সময়ের প্রতি মনোযোগ দিন। টাস্ক 1 মোট নম্বরের এক তৃতীয়াংশের হয়ে থাকে (যদিও টাস্ক 2 এর জন্য দুই তৃতীয়াংশ)। নার্ভাস হওয়া যাবে না, তাহলে ভাল করতে পারবেন।

স্ট্র্যাটেজি:

IELTS Writing Task 1 -এর ক্ষেত্রে অবশ্যই নিজের স্ট্র্যাটেজি প্রস্তুত করতে হবে আগে থেকেই। তাহলে সময়ের মধ্যে সব শেষ করা সম্ভব হবে। এক্ষেত্রে যেসব জিনিস মাথায় রাখা যেতে পারে:

  1. টাইটল তথা শিরোনাম পড়ুন। আপনি সঠিকভাবে এবং সঠিক ক্রমে ডেটাকে রিপোর্ট করবেন তা নিশ্চিত করার জন্য আপনাকে টাইটলে ফোকাস করতে হবে।
  2. উল্লিখিত গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম বা অন্য কোন ভিজ্যুয়াল ডেটার যে যে প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লিখতে বা রিপোর্ট করতে হবে তা নির্ধারণ করে ফেলুন।
  3. ডেটা, সর্বাধিক, সর্বনিম্ন, সর্বোচ্চ মান ইত্যাদি বিষয়গুলো বের করে ফেলুন।
  4. আপনার অনুচ্ছেদের পরিকল্পনা করুন: একটি ভূমিকা এবং অন্তত দুটি অনুচ্ছেদ রাখুন।
  5. একটি চমৎকার ভূমিকা লিখুন।
  6. ভূমিকায় আপনি চাইলে সারাংশও লিখতে পারেন, যদি আপনার কাছে তেমন সময় না থাকে।
  7. চমৎকার করে বাকি অনুচ্ছেদ দুটি লিখুন।

এভাবে আপনার স্ট্যাটেজি সাজিয়ে কাজ এগিয়ে ফেলুন।

Task 1 Structure:

ielts writing task1:
20 minutes

এই পার্টে মূলত কোনো একটি বার গ্রাফ/ লাইন গ্রাফ/ পাই চার্ট বা ডায়াগ্রাম ইত্যাদি কে বর্ণনা করতে হয়।

(Graps:

bar chart,

line chart,

Pi chart,

histo grap,

map, etc)

The basic structure for Task -1:
• 1st Paragraph- Introduction and Overview
• 2nd Paragraph- Body Paragraph (1)
• 3rd Paragraph – Body Paragraph (2)
• 4th Paragraph-Conclusion
**কোনো কোনো ক্ষেত্রে দুটি আলাদা বডি প্যারাগ্রাফ প্রয়োজন না ও হতে পারে, সেক্ষেত্রে মোট ৩টি প্যারাগ্রাফ হবে।**

Introduction and Overview:
১) গ্রাফ/ চার্ট বা ডায়াগ্রাম টি যা দেখাচ্ছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করুন।
২) কি ধরণের গ্রাফ তা উল্লেখ করে দিন।
৩) প্রশ্নগুলোকে অবশ্যই প্যারাফ্রেজ করে নিজের মতো করে লিখবেন।
**গ্রাফে উল্লেখিত গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ১-২ লাইনের মধ্যে হাইলাইট করার চেষ্টা করুন।*
Body Paragraph (1) and Body Paragraph ( 2 )
তথ্যগুলোকে একটু বিশদভাবে বর্ণনা করুন। বিশেষ কোনো নাম্বার বা সংখ্যা উল্লেখ থাকলে তা এই অংশে যোগ করুন। বিপরীত ধরণের তথ্যগুলো কে দুটি আলাদা বড়িতে রাখা যেতে পারে। তবে ক্ষেত্রবিশেষে একটি বডি তে রাখা যাবে এবং এটি পুরোপুরি লেখকের লেখার ধরণের উপর নির্ভর করে।

Conclusion:
এখানে মূলত আপনার বিবরণ শেষ করার জন্য একটি সাধারণ বিবৃতি প্রদান করা হয়।
মনে রাখবেন, কোনো অংশের বর্ণনাতে কখনই ব্যক্তিগত কোনো মতামত উল্লেখ করা যাবেনা, শুধু মাত্র গ্রাফ/ ডায়াগ্রাম বা চার্টে দেখানো তথ্যগুলোই উপস্থাপন করুন।

###

৩.১ টাস্ক ১ বিশ্লেষন করি:

 
task one photo

সময়: ২০ মিনিট
প্রশ্ন: ১ টি টাস্ক
নূন্যতম শব্দ: ১৫০ শব্দ লিখতে হবে

টাস্ক
টাস্ক ১: ২০ মিনিটে ১৫০ শব্দ লিখতে হবে একটি ছবি/চার্ট/গ্রাফ বা টেবিল বিশ্লেষন করে।


টাস্ক ১ প্রশ্ন আসে ৬ ধরণের
1. Pie chart – হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল
2. Line graph – হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল লাইন গ্রাফ
3. Bar Chart – হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল বার চার্ট
4. Table – হতে পারে সিঙ্গেল বা মাল্টিপল টেবিল
5. Diagram comparing or  Diagram

6. Flow Chart
7. Map
উল্লেখ্য যে Pie chart, Line Graph, Bar Chart, Table এর বর্ণনা লেখার নিয়ম এপকই। 
#IELTS #IELTS tips #Basic IELTS #ielts writing #ielts writing task 1 #writing #writing task 1 tips #writing tips #ielts writing tips
টাস্ক ১ এর প্রস্তুতি:
১. প্রচুর অনুশিলন করতে হবে।
২. কোন একটি মেথড ফলো করতে হবে।

টাস্ক ১ লেখার ফরমেট: সিঙ্গেল গ্রাফ/চার্ট
1. Introduction – 1 Sentence
– paraphrase the question
– প্রশ্নে উল্লেখিত Verb, Adverb আর Adjective গুলো অবশ্যই পরিবর্তন করে Synonymy লিখতে হবে
 
2. Overview – 2 sentences
– summary of the most noticeable feature
– overall trend, highest/lowest figure
– অতিরিক্ত তথ্য যুক্ত করা যাবেনা
– কোন নাম্বার যুক্ত করা যাবেনা

3. Body 1 (single graph) – 3 Sentences
a. similar tend or Item 1
 
4. Body 2 (single graph) – 3 Sentences
b. anomalies or Item 2
টাস্ক ১ লেখার ফরমেট: ডাবল গ্রাফ/চার্ট
যদি প্রশ্নে একসাথে ২ টা গ্রাফ বা চার্ট দেওয়া থাকে তবে লেখার স্টাকচারে একটু ভিন্নতা আসবে। তখন নিচের স্টাকচারটি ফলো করতে হবে।

1. Introduction – 2 Sentences
– paraphrase the firs question then paraphrase the second question
– প্রশ্নে উল্লেখিত Verb, Adverb আর Adjective গুলো অবশ্যই পরিবর্তন করে Synonymy লিখতে হবে
 
2. Overview – 2 sentences
– summary of the most noticeable feature
– overall trend, highest/lowest figure
– অতিরিক্ত তথ্য যুক্ত করা যাবেনা
– কোন নাম্বার যুক্ত করা যাবেনা

3. Body 1 (double graph) – 3 Sentences
a. similar tend or Chart 1
 
4. Body 2 (single graph) – 3 Sentences
b. major difference or Chart 2
 
সিঙ্গেল এবং ডাল গ্রাফ এর বডি সেকশন 
– বেশি করে কম্পরিজন থাকতে হবে 
– একদম সব ডিটেইল লিখা যাবেনা 
– শুধুমাত্র গুরুত্বপূর্ণ ডিটেই লিখতে হবে 
– নিজের অভিমত যুক্ত করা যাবেনা। 
* যদি ড্রায়গ্রাম হয় তবে Introduction আর Overview এর পর একটি মাত্র প্যারাগ্রাফ হবে। 
 
টাইম ম্যানেজমেন্ট:
Planning + Introduction – 5 minutes
Body 1 – 5 minutes
Body 2 – 5 minutes
Conclusion – 5 minutes (plus checking)
 

পরীক্ষায়
১. টাস্ক ১ এর জন্য ২০ মিনিট সময় রাখবো।
২. ১৫০ শব্দের বদলে ২০০ শব্দে লিখবো।
৩. কোন কনক্লুশন থাকবেনা।
৪. নিজের অভিমত নয় বরং ফ্যাক্ট কি তা লেখবো।
৫. অভারভিউটা ২য় প্যারা হলে ভাল। অনেক সময় শেষে সময় পাওয়া যায়না।
৬. ভোকাবুলারি এবং স্পেলিং ঠিক থাকতে হবে
৭. Coherence (logical) and cohesion (related) হতে হবে লেখা
৮. পুরোটা ২০ মিনিট নয় বরং ১৫ মিনিটে লেখা শেষ করে সব কিছু পুনরায় চেক করতে হবে
৯. সিম্পল সেনটেন্সের বদলে কমপ্লেক সেইটেন্স ব্যবহার করতে হবে
    যেমন: I like pizza. I don’t like mushroom pizza. My favorite is ham and cheese. না লিখে লেখা যায় – I like pizza, except                mushroom pizza as my favorite is ham and cheese.
১০. পানচুয়েশন অবশ্যই সঠিক হতে হবে
১১. লেখায় এক শব্দ যাতে একাধিক বার না আসে সেটা খেয়াল রাখতে হবে। সিনোনেইম ইউজ করতে হবে।
১২. প্যাসিভ ভয়েসে সেইনটেন্স ব্যবহার করা যেতে পারে।
১৩. টাস্ক ১ এ টেনসের প্রতি মনযোগ রাখতে হবে।

 

পরীক্ষক যা দেখবে: 
১. TA (Task Achievement): টাস্ক অ্যাসিভমেন্ট হল কত সুন্দর করে আনসার দেওয়া হয়েছে সেটা। টাস্ক অ্যাসিভমেন্টের মার্ক কাটা হয় যদি-

  • Incorrect Analysis 
  • Reporting Every Details
  • Not enough comparison 

২. CC (Coherence & Cohesion): Coherence হচ্ছে বডিটা Logical অর্ডারে সাজানো কিনা আর Cohesion হল লেখাগুলো রিলেটেড কিনা।
৩. LR (Lexical Resource): লেখায় ভোকাবুলারি কেমন ব্যবহার করা হয়েছে। একই শব্দ একাধিক বার ব্যবহৃত হয়েছে কিনা।
৪. GRA (Grammar): লেখাতে গ্রামারের রেঞ্জ কেমন। সবগুলো বাক্য একটিভ হলে মার্ক কাটা যেতে পারে। কিছু প্যাসিভ বাক্য লিখতে হবে। 

 
Question Format:
#Shortlist_Writing_Task02
রাইটিংয়ে আইডিয়া জেনারেট করতে যাদের বেশি সময় নষ্ট হয়, তারা এই টপিকগুলো প্রাকটিস করতে পারেন। এখানে ২৬টি ক্যাটাগরি শর্টলিস্ট করা হয়েছে। প্রত্যেক ক্যাটাগরি থেকে কমপক্ষে ১টি করে সম্পূর্ণ Essay লিখুন। আশাকরি আপনি ভাগ্যবান হলে টপিক শতভাগ কমন আসতে পারে।
পিডিএফ এর লিংকঃ
wir
wir

examiner এর point of view থেকে প্রশ্নটা বুঝা গুরুত্বপূর্ণ।  এজন্য আমরা একটা sample task পড়ে পড়ে দেখব ও মূল্যায়ন করব।
এক্ষেত্রে যেসব বিষয় দেখা হয়:-
Task Achievement,
Coherence and Cohesion,
Lexical Resource,
Grammar and Accuracy

প্রশ্নে ২টা Grap দেওয়া আছে এমন প্রশ্ন:
[see video ss & collect it from Google]~~

Answer লিখার ক্ষেত্রে- ৪টা প্যারায় লিখতে পার তাহলে সুন্দর দেখাবে(intro, body text 1-2, outro)।
body text 1 এ ১ম গ্রাপ নিয়ে আলোচনা।
body text 2 এ ২য় গ্রাপ নিয়ে আলোচনা।

Answer লিখার সমম ব্যাখ্যা করার ট্রিকস:
• একই শব্দ দুইবার ব্যবহার না করা।
• formal informal word এর ক্ষেত্রে সতর্ক থাকা।
• linking word ব্যবহার করা। যেমন- however, in contrast

intro তে: synonym এর জন্য একবার describes লিখলে আরেকবার illustrates লিখা।

body text 1 তে: It can be seen from the bar chart,

body text 2 তে: According to the line chart,

 

Writing Task-1 Map Related Vocabulary

1
1
2
2
3
3
4
4
5
5
6
6
7
7

Screenshot 10 16 2023 09.40.27

Screenshot 10 16 2023 09.42.16

Screenshot 10 16 2023 09.42.28

Screenshot 10 16 2023 09.42.47

Screenshot 10 16 2023 09.43.01

Screenshot 10 16 2023 09.43.15

Screenshot 10 16 2023 09.43.27

Screenshot 10 16 2023 09.43.38

Screenshot 10 16 2023 09.43.51

Screenshot 10 16 2023 09.44.17

Screenshot 10 16 2023 09.44.47

Screenshot 10 16 2023 09.45.00

Screenshot 10 16 2023 09.45.15

Screenshot 10 16 2023 09.45.38

Screenshot 10 16 2023 09.45.52

আরো দেখুন-

১২ বাক্যে সকল প্রকার IELTS Writing Task 1 কাজে দেবে

IELTS-এ ৭ বা তার বেশি পাওয়ার জন্য যেসব পয়েন্ট অনুসরণ করবে

লেখাটা খুব শর্টকাটে লিখেছি। এখানে টাস্ক ১ আর টাস্ক ২ লেখার ব্যাপারে মূল পয়েন্টগুলোই শুধু উল্লেখ করেছি। এছাড়া টাস্ক ১ কিংবা টাস্ক ২ লেখার জন্যে আলাদা আলাদা অনেক কৌশল আছে। সেগুলো মাথায় রেখে তারপর প্র্যাকটিস করতে হবে। কারণ দুটো টাস্ক পুরোপুরি আলাদা ধরনের। আলাদা স্টাইলে লিখতে হয়। যা হোক,

০) প্রথম পয়েন্ট হল, অন্যদের চেয়ে নিজেকে আলাদাভাবে প্রকাশ করতে হবে। ১০০ জন পরীক্ষার্থী যদি পরীক্ষা দেয়, দেখা যাবে অধিকাংশ টেস্ট টেকার লিখবে মোটামুটি একই স্টাইলে। অল্প সংখ্যাক চেষ্টা করবে ভিন্নভাবে লিখতে। আপনাকে শেষোক্তদের একজন হতে হবে।

১) আর্টিকেলের প্রতিটা লাইন গুরুত্বপূর্ণ হতে হবে। অর্থাৎ লেখা বড় করার জন্য মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই লেখা যাবে না। “সে এক লম্বা কাহিনী। ঘরে ছিল না কেরোসিন…” শুরু করলে চলবে না।

২) প্রতিটা লাইন যৌক্তিক হতে হবে।

অর্থাৎ প্রতিটা লাইনের মাধ্যমে টপিকের উপর ফোকাস করতে হবে। টপিকে যা নিয়ে লিখতে বলেছে, সে বিষয়ে আপনার যুক্তি দেখাতে হবে। ধরুন, টাস্ক ১-এর একটা গ্রাফে দেখানো হয়েছে “ঢাকা শহরের মোট জনসংখ্যার (১০০০ জন) মধ্যে ৩০ জন ডাক্তার, ৪০ জন প্রকৌশলী এবং ১০ জন নার্স আছেন। গত ১০ বছরের মধ্যে সবার বেতন কাঠামোর উঠানামা দেখানো হয়েছে। দেখা যাচ্ছে, ১০ বছর পর ডাক্তারদের বেতন সবচেয়ে বেশি বেড়েছে।” আপনাকে বলা হল, গ্রাফ থেকে কী বুঝতে পারছেন, সেটা লিখতে।

আপনি লেখা শুরু করলেন, “১০ বছর আগে আমি যখন ছোট ছিলাম, তখন দেখতাম প্রকৌশলীরা সবচেয়ে বেশি বেতন পায়। এখন দেখা যাচ্ছে ডাক্তারদের দাম বেশি বেড়েছে…।” এসব কথা অযৌক্তিক, কারণ গ্রাফ থেকে আপনি এগুলো অনুমান করে নিতে পারেন না। এগুলো লিখলে অবধারিতভাবেই নাম্বার কমে যাবে। কিন্তু গ্রাফে দেওয়া তথ্য অনুযায়ী যদি লিখেন, “১০ বছর আগে প্রকৌশলীদের বেতন ছিল ক টাকা আর ডাক্তারদের বেতন ছিল খ টাকা। নার্সদের বেতন ছিল সবচেয়ে কম, গ টাকা। কিন্তু ৫ বছর পর দেখা যাচ্ছে, ডাক্তারদের বেতন ঘ% বেড়ে প্রকৌশলীদের বেতনের কাছাকাছি চলে এসেছে, যেখানে প্রকৌশলীদের বেতন মোটামুটি একই রয়েছে। নার্সদের বেতন কিছুটা বাড়লেও তারা তিন পেশার মধ্যে সবচেয়ে কম বেতনভোগী হিসেবেই রয়ে গেছে…”, তাহলে কী দেখা যাচ্ছে? প্রতিটা লাইনই যুক্তিযুক্ত। Right?

৩) বিকল্প ভোকাবুলারি ব্যবহার করতে হবে।

সবাই যে শব্দটা লিখবে, আপনি সেটার বদলে বিকল্প শব্দ ব্যবহার করলে অবশ্যই পরীক্ষকের মনে দাগ কাটতে পারবেন। যেমন: সবাই খাওয়ার ইংরেজি eat লিখল, আর আপনি লিখলেন consume; সবাই গাড়িকে car লিখল, আর আপনি লিখলেন motor vehicle, automobile । এছাড়া প্রশ্নে যে ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে, সেগুলোও লেখা উচিত নয়। এতে নাম্বার কমে যায়। সেগুলোর বদলে সমার্থক শব্দ (Synonym) ব্যবহার করুন।

৪) জটিল বাক্য, খণ্ড বাক্য ইত্যাদি ব্যবহার করতে হবে।

বেশিরভাগ ক্ষেত্রে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা সরল বাক্য ব্যবহার করে থাকি। কিন্তু ভালো স্কোরের জন্য কষ্ট করতে হয়। যেমন, “Everyday I go to school by school bus. After coming back to home, I take my lunch. In the evening time, I go to play” না লিখে যদি একটু ঘুরিয়ে লিখেন “My school bus picks me up on a daily basis. After returning home, I usually have my lunch around 2 pm and go for playing with friends on the evening”, তাহলেই অন্যদের চেয়ে আলাদা হয়ে গেলেন।

৫) টাস্ক ১-এ শতকরা ব্যবহার করতে হবে।

টাস্ক ১-এর রাইটিংয়ে ভালো স্কোর তোলার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হল, প্রশ্নে যা লেখা থাকে, সেটাকে শতকরা বা percentage-এ প্রকাশ করা। যেমন, প্রশ্নে উল্লেখ আছে “ঢাকা শহরের মোট জনসংখ্যার (১০০০ জন) মধ্যে ৩০ জন ডাক্তার, ৪০ জন প্রকৌশলী এবং ১০ জন নার্স আছেন। এদের মধ্যে ডাক্তারদের বেতন সবচেয়ে বেশি।” রচনা লেখার সময় এই সংখ্যাগুলোকে আপনি শতকরায় প্রকাশ করে বাক্য গঠন করুন। যেমন, Total 3% of the population is medical doctors in Dhaka city and they enjoy the highest salary if compared with other professions.”

প্রশ্ন আসতে পারে, কেন শতকরায় প্রকাশ করতেই হবে? করতে হবে কারণ প্রশ্নে যেভাবে তথ্য উল্লখে করা থাকে, তাকে সরাসরি উঠিয়ে দিলে মার্কস ভালো আসবে না। ঐ তথ্যকে নতুনভাবে প্রকাশ করতে হবে।

একইভাবে, প্রশ্নে কোনো তথ্য শতকরায় উল্লেখ করা থাকলে আপনি সেটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করে লিখুন।

৬) Phrase ব্যবহার করতে হবে।

বিভিন্ন ডাইরেকশন বুঝাতে অবশ্যই Phrase ব্যবহার করবেন। যেমন: রাইটিং টাস্ক ১-এর গ্রাফে যদি দেখা যায় কোনোকিছু দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে, তাহলে increase, rise up-এর বদলে লিখতে পারেন uplifted, rocketed, upsurged; খুবই দ্রুতগতিতে বৃদ্ধি পেলে ভার্বের আগে sharply, dramatically ইত্যাদি adjective বসান; ধীরে ধীরে বৃদ্ধি পেলে gradually, slowly ইত্যাদি adjective বসান; যদি সাম্যাবস্থায় চলে আসে তাহলে stabilized, leveled off ইত্যাদি; কমলে/হ্রাস পেলে decrease/fell down-এর পরিবর্তে dropped, plummeted ইত্যাদি লিখতে পারেন।

এরকম আরও অনেক প্রতিশব্দ (synonyms) আছে, যেগুলো আপনাকে মনে রাখতে হবে। এগুলো টাস্ক ১ আর টাস্ক ২ – দুটোর জন্যেই জরুরি। আর প্র্যাকটিস হল মনে রাখার সবচেয়ে সহজ উপায়। আমি এসব শব্দ ঝাড়া মুখস্ত করিনি। বরং বিভিন্ন বিষয়ের উপর যখন আর্টিকেল লেখা প্র্যাকটিস করতাম, তখন একেক আর্টিকেলে একেক ধরনের শব্দ ব্যবহার করতাম। এভাবে অনেক শব্দ মাথায় গেঁথে গিয়েছিলো। আর পরীক্ষায় যেহেতু মাত্র দুটো আর্টিকেল লিখতে হয়, তাই আমার মাথায় জমা হওয়া অনেকগুলো Phrase থেকে সুযোগ বুঝে বেস্ট Phrase-টা ব্যবহার করতে পেরেছিলাম।

৭) রাইটিং টাস্ক ২-তে প্রাসঙ্গিক উদাহরণ টানতে হবে।

ধরুন, আপনাকে টপিক দেওয়া হল “Now a days internet is helpful to store huge amount of information”। এই স্টেটমেন্টের ব্যাপারে আপনার মতামত জানতে চাওয়া হল। আপনি এর পক্ষে, বিপক্ষে কিংবা নিরপেক্ষ অবস্থানে থেকে আপনার মতামত দিতে পারেন। তো, আপনি পক্ষে লিখতে চাচ্ছেন। এজন্য একটা উদাহরণ টানলেন এভাবে, “Even before the 90’s, when internet was not so available to the populous, paper was the only way for the multitude to store information. But as the technology develops/prospers, many divergent devices are seen to be used as a storage of information, such as compact disc, floppy disc, pen drive, hard disc etc. However, these gadgets have their limits. Some have only 64 gigabyte memory, some up-to 2 terabyte. But internet, literally, knows no boundary. We can stock limitless data here.”

এই উদাহরণ দিয়ে কি আপনার পক্ষকে আরও শক্তিশালী করলেন না? এভাবে দৈনন্দিন জীবন থেকে প্রাসঙ্গিক উদাহরণ দিতে হবে। তিনটা, চারটা উদাহরণ দিলে ভালো।

উদাহরণটির মাধ্যমে আমি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছি। যেমন, প্রথম লাইনে দেখুন কমার মাঝখানে একটা খণ্ড বাক্য জুড়ে দিয়ে পুরো বাক্যকে জটিল বানিয়েছি। People-এর পরিবর্তে populous আর multitude বসিয়েছি। Different-এর বদলে divergent, store-এর বদলে stock, information-এর বদলে data বসিয়েছি। এছাড়া However আর knows no boundary বসিয়ে বাক্যকে সুন্দর করেছি। এভাবে সুযোগ বুঝে বিভিন্ন phrase; nevertheless, nonetheless, although ইত্যাদি শব্দ ব্যবহার করবেন।

৮) গ্রামার ১০০% ঠিক রেখে লিখতে হবে।

একটা বাক্য লিখতে গিয়ে যদি verb-এ গণ্ডগোল করেন, বা gerund/tense ইত্যাদিতে ভুল করেন, স্বাভাবিকভাবেই স্কোর কমে যাবে। তাই যখন বাসায় প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন ইংরেজি গ্রামারে দক্ষ কাউকে দিয়ে লেখাগুলো চেক করিয়ে নিতে।

৯) বানান ঠিক রাখতে হবে।

এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো লেখা মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে বানান ভুলের কারণে।

১০) শব্দ সংখ্যা সঠিক রাখতে হবে।

IELTS-এর টাস্ক ১-এর জন্য মিনিমাম রেঞ্জ দেওয়া থাকে ১৫০ শব্দ, আর টাস্ক ২-এর জন্য ২৫০ শব্দ। অবশ্যই এর চেয়ে বেশি লিখুন, সমস্যা হবে না কোনো। কিন্তু কম লেখা যাবে না, নাম্বার কাটা যাবে।

১১) ক্ষেত্রবিশেষে Passive voice ব্যবহার করতে হবে।

সবসময় “I did this job, He introduces his mother to me” ধরনের Active voice না লিখে “That job was done by me, His mother was introduced by him” ধরনের Passive voice লেখা দরকার। এতে লেখায় বৈচিত্র্য আসে, আর বৈচিত্র্য মানেই বেশি নাম্বার পাওয়ার সুযোগ!

১২) প্রবাদ/উক্তি ব্যবহার করতে হবে।

এই পয়েন্টটা অপশনাল। চাইলে প্রয়োগ ঘটাতে পারেন, না চাইলে নাই। সবসময় প্রবাদ, প্রবচন, উক্তি লেখার মত পরিস্থিতি তৈরি হয় না। সুযোগ আসলে যদি একটা দুটো লিখতে পারেন, বেস্ট! যেমনঃ Necessity is the mother of invention, আইনস্টাইনের উক্তি ‘Imagination is more important than knowledge’ ইত্যাদি হরেক রকমের বাক্য আপনি অলংকার হিসেবে রচনায় ঢুকাতে পারেন।

Top 7 ielts writting Tips::
1• Paragraphing
2• Paraphrasing (using synonym, using alternative phrase)
যেমন-
3• variation of sentence (use complex sentence)
4• use of linkers
5• Topic sentence
6• conclusive summary (summarize every para at the begging, make a meaningful ending)
7• check your Grammar/spelling (grammarly.com)

IELTS Writing Task 2:

ELTS Writing দ্বিতীয় টাস্ক-২ঃ

একটি আরগুমেন্টেটিভ Essay আসবে।
সাধারণত এখানে ৪০ মিনিট সময় ব্যয় করবেন।
লেখাটি ২৫০-৩০০ শব্দের মধ্যে হবে।
মনে করি,এতে “Y” মার্কস।
এবার মোট মার্কস নির্ণয়ের সমীকরণঃ X+2Y//3

IELTS Writing Task 2 -তে IELTS Writing Task 1 -এর চেয়ে দিগুণ নম্বর থাকে। তাই একে বেশি গুরুত্ব দিন।

FAQ:

Q: How many words for IELTS Writing Task 2?

A: 250 words is about the right length, but don’t be afraid to go a little over. তবে ২৮০ এর ব্বশি না লেখাই ভাল, যদি ভুল হয় সেজন্য।

Q: Should I be formal or conversational in style?

A: You should write in a formal style, suited to an academic environment.

স্ট্রাকচার:-

এটি IELTS পরীক্ষার রাইটিং টাস্ক-2 এর দ্বিতীয় অংশ যেখানে কিছু দৃষ্টিকোণ, যুক্তি বা সমস্যা সহ উপস্থাপন করা হয় এবং উত্তরে আপনাকে একটি রচনা লিখতে বলা হবে। এক্ষেত্রে আপনার প্রবন্ধ/রচনাটি ফর্মাল হবে এবং কমপক্ষে 250 শব্দের হতে হবে। লেখাটি আপনার ৪০ মিনিটের মধ্যে শেষ করার লক্ষ্য রাখা উচিত।

লেখা শুরুর পূর্বে-

  • • প্রশ্নটি ভালোভাবে পড়ন।
  • • এরপর আপনার উত্তরটি প্ল্যান করুন।

আবারো মনে করিয়ে দিতে চাই, IELTS Writing Marking Criteria-

  • 1. Task achievement
  • 2. Coherence and Cohesion
  • 3. Lexical Resource
  • 4. Grammatical Range and Accuracy

এই ক্রাইটেরিয়া গুলো মাথায় রেখেই আনসার করতে হবে, তাহলেই কেবল সর্বোচ্চ ভালো নাম্বার পাওয়া যাবে.

Task-2 এর প্রশ্নপত্রের essay ধরণঃ

  1. Agree/ Disagree essay (Opinion)
  2. Both views (Discussion)
  3. Cause / Solution (Problem Solutions)
  4. Advantage/ Disadvantage
  5. Direct question essay (Two parts Questions)
  6. Positive/Negative

IELTS Writing Task 2 -তে আপনার লেখায় বিভিন্ন অংশ সম্পূর্ণভাবে থাকতে হবে। এখানে সে সবগুলো অংশ নিয়ে একটি টেবিল দিয়ে বিষয়টি ব্যখ্যা করা হলো:

প্রশ্নের ধরন অংশ মন্তব্যের প্রয়োজনীয়তা
To what extent do you agree or disagree with this statement? আছে, হ্যাঁ বা না দিয়ে লিখুন
Discuss both views and give your own opinion. আছে, আপনার আইডিয়া উপস্থাপন করুন
Why is this so? Give reasons for this and solutions? আছে, ইস্যু নিয়ে আপনার ধারনার কারণ ও সমাধান লিখুন
Do the disadvantages of international tourism outweigh the advantages? আছে, আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে যে কোন কোন সুবিধা ও অসুবিধা আছে
Why is this so? What effect does it have on the individual and society? আছে, আপনাকে অবশ্যই স্টেটমেন্টের কারণ জানাতে হবে এবং তারপর ব্যক্তি ও সমাজের উপর এটির প্রভাব উপস্থাপন করতে হবে

সাধারণত ৩ ধরণের টপিক দেখা যায় –

1. Argument based

এক্ষেত্রে আর্গুমেন্টটিকে দুটি পক্ষে ভাগ করে যে কোনো এক পক্ষ সমর্থন করতে হবে এবং সে পক্ষে যুক্তি প্রদর্শন মারফৎ আপনার পক্ষ নেওয়ার ভিত শক্ত করতে হবে। তবে প্রতিটি বিষয়েরই যেহেতু বিপরীত দিক আছে, তাই আপনার পক্ষের বিপরীতে যেসব যুক্তি আছে, সেগুলোও উল্লেখ করতে হবে।

উদাহরণঃ Modern society benefits greatly from computer technology. However, becoming more dependent on computer has its disadvantages. Discuss threats of computers.” – এখানে স্পষ্টই জানতে চাওয়া হচ্ছে কম্পিউটারের উপকারিতা আর অপকারিতা – এই দুই পক্ষ সম্পর্কে। যে পক্ষ আপনার কাছে বেশী যুক্তিযুক্ত মনে হয়, সে পক্ষ সমর্থন করুন এবং বিপরীত পক্ষ নিয়েও উপসংহারের আগে কিছু বলুন।

2. Hidden Argument Based

এ ধরণের টপিকগুলোতে আর্গুমেন্ট লুকানো থাকে। এক্ষেত্রে আপনার কাজ হবে প্রশ্নের মাধ্যমে আসলে কী জানতে চাওয়া হচ্ছে তা উদ্ধার করা এবং সেটাকে ১ নং পয়েন্টের ধাঁচে ফেলে লেখা শুরু করা। এই ধরন আপনি চিনতে পারবেন যদি উল্লেখ করা থাকে এইসব প্রশ্ন “To what extent…?”, “In what way…?”, “How has something changed…?”

উদাহরণঃ “To what extent should television participate in our children’s education?” – এখানে টেস্ট মেকাররা যা জানতে চাচ্ছেন তা হল, শিশুদের শিক্ষিত করার জন্য আদৌ টেলিভিশনের প্রয়োজন আছে কী না। আপনাকে প্রশ্ন থেকে আর্গুমেন্ট ইন্টারপ্রিট করে নিতে হবে এভাবে।

* প্রশ্নে “to what extent something affects…?” থাকলে আপনি চিন্তা করবেন, “Does something affect…?”

*প্রশ্নে “in what way something contributes?” থাকলে আপনি চিন্তা করবেন, “does something contribute?”

* প্রশ্নে “how does something influence…?” থাকলে আপনি চিন্তা করবেন, “does something influence …?”

এভাবে চিন্তা করলে দেখবেন যে, দুটো পক্ষ প্রতিষ্ঠা করে ফেলেছেন। এবার আর্গুমেন্ট টপিক যেভাবে লিখতে হয়, সেভাবে রচনা লিখে ফেলুন।

3. Situation Based

এক্ষেত্রে আপনার সামনে একটি পরিস্থিতি উল্লেখ করা হবে। আপনি “পরিস্থিতিটা কী”, “কেন হচ্ছে”, “ভবিষ্যতে কী হতে পারে” ইত্যাদি বয়ান শেষে আপনার সাজেশন/অ্যাডভাইস/রেকমেন্ডেশন উল্লেখ করবেন (যদি চাওয়া হয়)।

উদাহরণঃ “Due to change of women’s role in modern society, men are now the ones suffering from sexual discrimination. Do you agree?” – এখানে একটা পরিস্থিতি উল্লেখ করে আপনার মতামত জানতে চাওয়া হচ্ছে। তাই পক্ষে-বিপক্ষে চিন্তা করে লিখে ফেলুন আপনার মনের কথা।

[Ace The IELTS বই হতে অনুপ্রাণিত হয়ে লেখা]

The basic structure for Task-2 is :

  • 1st paragraph – Introduction
  • 2nd paragraph – Body Paragraph (1)
  • 3rd paragraph – Body Paragraph (2)
  • 4th paragraph – Conclusion ?

**কোনো কোনো ক্ষেত্রে দুটির বেশি বডি প্যারাগ্রাফ প্রয়োজন হতে পারে, তবে প্যারাগ্রাফ সংখ্যা ৫টির বেশি হবে না। শব্দসীমা ২৫০-৩০০.

যা যা করা যাবে-

  • লিঙ্কিং ওয়ার্ড এবং ফ্রেস ব্যবহার একটি নির্দিষ্ট মাত্রায় করা। অতিরিক্ত ব্যবহার না করা।
  • অ্যাডভার্বিয়াল ফ্রেস বেশি ব্যবহার করা।
  • আপনার লেখাকে অর্থবহ করতে সঠিক যতিচিহ্ন ব্যবহার করা।
  • নিশ্চিত করা যে, আপনার আইডিয়াগুলি সঠিকভাবে সাজানো।
  • নিশ্চিত করা যে, আপনার আইডিয়াগুলি যৌক্তিক।
  • ভূমিকা এবং উপসংহারের জন্য একটি পৃথক অনুচ্ছেদ ব্যবহার করা।
  • প্রতিটি আইডিয়া বা বিষয়ের জন্য একটি করে অনুচ্ছেদ ব্যবহার করা।

যা যা করা যাবে না

  • সংখ্যা, চিহ্ন বা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা (1, 2, &, + ইত্যাদি)।
  • হেডলাইন বা সাব-হেডলাইন ব্যবহার করা।
  • আন্ডারলাইন করা।
  • এক বাক্য দিয়ে একটি অনুচ্ছেদ লেখা।

এই বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখতে হবে।

করণীয়

Topic Sentences:

Summarize every paragraph at the beginning.

Conclusive summary:

Summarize every paragraph at the end.

Always check grammar/ spelling:

  • Remember to proofread
  • Use Grammarly
  • Always leave at least 5 minutes to proofread your work

টেকনিক সমূহ

★★ Paraphrasing

একই কথা ভিন্ন ভাবে বলা

  • ১। Synonym ব্যবহার করে যেমন- Instead of decrease, say: reduce, drop decline, diminish, dwindle
  • ২। বিকল্প Phrase ব্যবহার করে
Sequence of Tense কি? যে নিয়মানুসারে Subordinate Clause এর verb টি Principal Clause এর verb কে অনুসরণ করে, তাকে Sequence of Tense বলে।
১. বাক্যের Principal Clause টি Present Tense এর হলে অপর Clause টি Future Indefinite Tense এ হয় এবং Principal Clause টি Future Indefinite Tense এর হলে অপর Clause টি Present Tense এ হয়। যেমন:
He will explain it when he comes back.
২. সাধারণত Principal Clause এর verb টি Past Tense এর হলে Subordinate Clause এর verb টিও Narration এর নিয়মানুসারে Corresponding Past Tense এ হয়। অর্থাৎ Principal Clause টি Past simple বা Past Continuous হলে Subordinate Clause টি যথাক্রমে Past Perfect বা Past Perfect Continuous হবে। যেমন:
She bought a new phone because her old one had broken down.
৩. Principal Clause এর সাথে Subordinate Clause টি that, so that, in order that ইত্যাদি Conjunction দ্বারা যুক্ত থাকলে সেক্ষেত্রে দুটি বিষয় অনুসরণ করতে হবে।
(ক) Principal Clause টি Present বা Future হলে Subordinate Clause এ can/may + verb এর bass form বসে।
(খ) আর Principal Clause টি Past Tense হলে Subordinate Clause এ would/could/might + Verb বসে। যেমন:
We hoped that she would be able to return in time.

Paraphrase কি এবং কিভাবে এটির Advance ব্যবহার হয় ?

– Paraphrase হল অর্থকে ঠিক রেখে ভিন্নভাবে লেখা । ভিন্নভাবে বলতে, একই Word বারবার না লিখে সেটির Synonym লেখা । একই রকম ভাবে, একই Grammar এ না লিখে, অর্থকে ঠিক রেখে ভিন্ন Grammar এ লেখা । মোটকথা Paraphrase হল Rewriting বা অর্থ ঠিক রেখে ভিন্নভাবে বলা ।
– যেভাবে Paraphrase করা যেতে পারে –
– 1) সরাসরি synonym এর ব্যবহার
This is Difficult = This is hard / Complicated/ Arduous – Paraphrase
– 2) কোন Word এর Antonym + সাথে Negative করে দেয়া ।
He is poor= He is not rich – Paraphrase
3) Change active to passive. …
I will buy a pen. A pen will be bought – Paraphrase
– 4) একই শব্দকে ভিন্ন Parts of speech এ বলা । (e.g. change the verb into a noun) …
The boss investigated the allegations = “The boss conducted an investigation about the allegations.” – Paraphrase
– She is beautiful – Her beauty attracts me a lot – Paraphrase

★★ Sentence Structure

Simple, compound, complex, compound-complex sentences এর কম্বিনেশন ব্যবহার করা।

  • Simple sentence: I waited for the train.
  • Compound sentence: I waited for the train, but the train was late.
  • Complex sentence: I realized the train was late while waiting at the station.

★★ Using linkers

● সম্মতি বা মতের মিল প্রকাশ করার জন্য লিঙ্কিং ওয়ার্ড- 1. Likewise, 2. Of course, 3. In link manner,4. Similarly,5. In the same way, 6. Identically

● অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য লিঙ্কিং ওয়ার্ড- 1. Additionally, 2. Furthermore, 3. Also, 4. In addition, 5. Moreover, 6.Furthermore.

● মতভেদ প্রকাশ করার জণ্য লিঙ্কিং ওয়ার্ড- 1. Although,2. In contrast,3. But,4. However,5. Conversely,6. On the other hand,7. On the contrary

● কিছু সমাপ্তি প্রকাশ করার জন্য লিঙ্কিং ওয়ার্ড- 1. In summary, 2. In conclusion, 3. In brief, 4. To sum 5.All in All, 6. Overall

● উদাহরন দেয়া / সমর্থন করা / জোর দেওয়ার জন্য লিঙ্কিং ওয়ার্ড- 1. Notably, 2. Namely,3. Chiefly,4. Especially, 5. Specifically, 6. For example,7. For instance, 8. To demonstrate

● কিছু ফলাফল প্রকাশ করার জন্য লিঙ্কিং ওয়ার্ডঃ 1. As a result, 2. Consequently, 3. For this reason, 4. In effect, 5. Thus, 6. Hence, 7. Henceforth, 8. Therefore

 

IELTS writing Tast-2 asp yt চ্যানেল সিরিজ : সবগুলো Writing Task 2 লিখেন এই ফরমুলা দিয়ে | Full Agree or Disagree Essay in Bangla

IELTS Writing Task 2: Agree or Disagree Essay কিভাবে লিখবেন? 

৩.২ টাস্ক ২ বিশ্লেষন করি(নিজস্ব অভিমতে):

task 2 photo

সময়: ৪০ মিনিট
প্রশ্ন: ১টি টাস্ক
নূন্যতম শব্দ: ২৫০ শব্দ লিখতে হবে।

টাস্ক:
৪০ মিনিটে ২৫০ শব্দ দিয়ে ইউনিভার্সাল একটি টপিকের উপর নিজের মতামত/যুক্তি/প্রবলেম-সলুশন নিয়ে একটি Essay লিখতে হবে।
#IELTS #IELTS tips #Basic IELTS #ielts writing task 2 #ielts writing #writing task 2 #writing #writing tips #task 2 tips
টাস্ক ২ প্রশ্ন যা আসতে পারে: সাধারনত ৪ ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়।
১.Discussion (+Opinion)
২.Opinion (agree or disagree)
৩.Problem and solution
৪.Two part Question

টাস্ক ২ তে আরো দুই ধরনের প্রশ্ন লক্ষ্য করা যায়
১. Advantage and Disadvantage
এই দুই ধরনের প্রশ্ন সাধারনত Discussion (+Opinion) টাইপের মধ্যে পড়ে। 

সাধারনত Discussion(+Opinion) এবং Opinion (Agree or Disagree) টাইপ প্রশ্ন বেশি আসে।

টাস্ক ২ এর প্রস্তুতি:
১. প্রচুর অনুশিলন করতে হবে।
২. একটি মডেল ফলো করতে হবে।

মডেল: লিখতে হবে ৪ টি প্যারাগ্রাফে ১৩ টি বাক্য
Introduction – 2 Sentences

: Introduce the topic then give your opinion. 

Body 1 – 5 sentences
: Discuss Side A

Body 2 – 5 sentences
: Discuss Side B

Conclusion – 1 sentence

: no new things, summarize everything by paraphrasing the introduction

টাইম ম্যানেজমেন্ট:
Planning – 10 minutes
Introduction – 5 minutes
Body 1 – 10 minutes
Body 2 – 10 minutes
Conclusion – 5 minutes (plus checking)

পরীক্ষায়
১. টাস্ক ২ এর জন্য ৪০ মিনিট সময় রাখবো।
২. ২৫০ শব্দের বদলে ৩০০ শব্দে লিখবো।
৪. টাস্ক ২ তে ফ্যাক্ট নয় বরং নিজের অভিমত লেখবো।
৫. অবশ্যই কনক্লুশন দিবো কিন্তু কনক্লুশনে নতুন কিছু এড করবোনা।
৬. ভোকাবুলারি এবং স্পেলিং ঠিক থাকতে হবে
৭. Coherence (logical) and cohesion (related) হতে হবে লেখা
৮. পুরোটা ৪০ মিনিট নয় বরং ৩৫ মিনিটে লেখা শেষ করে সব কিছু পুনরায় চেক করতে হবে
৯. সিম্পল সেনটেন্সের বদলে কমপ্লেক সেইটেন্স ব্যবহার করতে হবে
যেমন: I like pizza. I don’t like mushroom pizza. My favorite is ham and cheese. না লিখে লেখা যায় – I like pizza, except             mushroom pizza as my favorite is ham and cheese.
১০. পানচুয়েশন অবশ্যই সঠিক হতে হবে
১১. লেখায় এক শব্দ যাতে একাধিক বার না আসে সেটা খেয়াল রাখতে হবে। সিনোনেইম ইউজ করতে হবে।
১২. প্যাসিভ ভয়েসে সেইনটেন্স ব্যবহার করা যেতে পারে।
১৩. টাইম ম্যানেজমেন্ট এবং প্ল্যানিংটা মাষ্ট করতে হবে।

পরীক্ষক যা দেখবে:
১. TA (Task Achievement): টাস্ক অ্যাসিভমেন্ট হল কত সুন্দর করে আনসার দেওয়া হয়েছে সেটা।
২. CC (Coherence & Cohesion): Coherence হচ্ছে বডিটা Logical অর্ডারে সাজানো কিনা আর Cohesion হল লেখাগুলো রিলেটেড কিনা।
৩. LR (Lexical Resource): লেখায় ভোকাবুলারি কেমন ব্যবহার করা হয়েছে। একই শব্দ একাধিক বার ব্যবহৃত হয়েছে কিনা।
৪. GRA (Grammar): লেখাতে গ্রামারের রেঞ্জ কেমন। সবগুলো বাক্য একটিভ হলে মার্ক কাটা যেতে পারে। কিছু প্যাসিভ বাক্য লিখতে হবে।

 
Question Format:

2. Writing Task 2 Sample 2

### ielts writing task 2:

a) Argumentative Essay :
Mark: 67% of entire writing segment (এটা Task১ এর ২গুণ গুরুত্বপূর্ণ)
time: around 40 minutes (ইচ্ছে করলে অন্যটায় সময় কম/বেশি দিয়ে এটায় বেশি/কম দিতে পার)
word limit: 250 words

Question types / Question Structure বুঝতে হবে:

b)
type 1) Opinion Essays:
যেকারো পক্ষে ও বিপক্ষে ইচ্ছেমত Opinion দেওয়া যাবে।

opinion এর উপর judge করা হবে না, judge  করা হবে কত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন সেটা নিয়ে।

type 2) Discussion Essays:
দুই পক্ষের সম্পর্কে যুক্তি ও নিজস্ব opinion.
দুই পক্ষের point of view আলোচনা করবে, নিজে কোন পক্ষকে সাপোর্ট করেন সেটা বলতে যাবেন না।

type 3) Solution Essays:
সমস্যা নিয়ে কথা বলা হবে, সেটার ২-৩টা Solution নিয়ে কথা বলতে হবে। মনে রাখবেন, এক্ষেত্রে নিজের opinion নিয়ে কথা বলতে যাবেন না।
This problem can be solve by following this steps এভাবে করে লিখবে। ভুলেও i, we, i feel, i think এসব লিখতে যাবেন না।

type 4) Direct Question Essays:

Type 5) Advantage-Disadvantage Essays:
এটা অনেকটা Discussion Essays এর মত, Discussion Essays তে অনেক কিছু নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এখানে শুধু Advantage-Disadvantage নিয়ে আলোচনা হবে। নিজের opinion দিতে যাবেন না।
তবে Do you think about it, what do you think, give your own opinion দিয়ে question করলে আপনার মতামত দিতে পারেন। অন্যথায় ভুলেও আপনার opinion দিতে যাবেন না।

ielts reading
টিপস:-

সিনোনেম শব্দ মাথায় রাখা। যেমন- challenge=hard, difficult, tough, problematic

হুবহু শব্দ মিলে গেলে বুঝবেন ঐটা ফাদ/ট্রাপ
প্রথম ৩টা বা শেষের ৩টা লাইন গুরুত্বপ।

Elimination / বাছাই পদ্ধতি ব্যবহার করব।

কিছুই বুঝতে না পারলে পরেরটা করব, এতে ভুল কম হবে ও সময় বাচবে।

১ম টা কখনো ১ম heading হবে না।

Heading টা পড়ে নেব, তাহলে প্যাসেজ সম্পর্কে ১টা ধারণা হবে সেটা কি নিয়ে।

Heading গুলো থেকে কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নেব।

IELTS Writing Task 2 (Agree/Disagree type) এর একটি প্রশ্নপত্রের উদাহরণ (লিখার টেকনিক সহ) বিস্তারিত- 

With the rise in popularity of the Internet, newspapers will soon become a thing of the past.
To what extent do you agree or disagree with this statement.

আবারো মনে করিয়ে দিতে চাই, IELTS Writing Marking Criteria –

  • 1. Task achievement – 25% mark: প্রাসঙ্গিক (আইডিয়া) ব্যাখ্যা, উদাহরণ দেওয়ার চেষ্টা, 250 word লিখতে হবে(সর্বোচ্চ ২৮০ task-2)।
  • 2. Coherence and Cohesion – 25% mark: লেখা ধারাবাহিকতা হতে হবে, 4 টা প্যারাগ্রাফ আকারে লেখা, conectors যুক্ত করা, আইডিয়ার সাথে আইডিয়া যুক্ত করা, sentance এর সাথে sentance যুক্ত করা
  • 3. Lexical Resource – 25% mark: স্পেলিং ঠিক রাখতে হবে, এডভান্স সিনোনিমস করতে হবে, টপিকে রিলেটেড ওয়ার্ড ইউজ করতে হবে, phrasal ইউজ করতে হবে, [একই জাতীয় ওয়ার্ড ইউজ করা যাবে না]
  • 4. Grammatical Range and Accuracy – 25% mark: গ্রামারলি কোন ভুল করা যাবে না, শুধু simple sentence লিখে গেলে হবে না,

Criteria অনুযায়ী লিখার প্ল্যানিংঃ

• Understand the question statement: প্রশ্ন বুঝতে হবে অর্থাৎ প্রশ্নে যা দেয়া আছে তা বুঝতে হবে(আন্দাজে উত্তর করা যাবে না)
• Note some related ideas & relevant Examples: প্রাসঙ্গিক কিছু আইডিয়া নোট করতে হবে, আইডিয়ার সাথে এক্সামপল দেয়া যায় কিনা তা চেষ্টা করব
• Write 4 paragraphs, Must write topic sentence for each paragraph: প্রত্যেক প্যারাগ্রাফে একটি টপিক সেন্টেন্স শিখতে হবে (প্যারাগ্রাফ এর প্রথম সেন্টেন্সকে টপিক সেন্টেন্স বলা হয়)
• Do not repeat sentence(word), Fix some common advanced synonyms
• Do not use cheap template
• Apply different grammars (if, so that, although
however, not only….but also, whereas etc), passive voice ব্যবহার করতে পারেন।
• Fix some proper connectors
• Do not write less than 250 words: তবে ২৮০ ওয়ার্ডের বেশি না দাওয়াই ভালো

 

1st Para: Introduction লেখার নিয়ম-  

Total 3 sentences
– 1st Sentence: Comment on the discussion topic
– 2nd Sentence: Paraphrase the question Statement
– 3rd Sentence: Give your answer shortly
Notes:
– Make your introduction simple
– Use perfect tense if possible at first line
– Use 2/3 common advanced synonyms

Introduction এর উদাহরণ- 
It is admittedly true that newspaper has become part and parcel in this contemporary modern life. Some people opine that newspaper will lose its appeal in the upcoming days due to spread of virtual platforms. I agree with this statement and will prove my stand with logical explanation in the following
paragraphs.

Body Para 1 Planning লেখার নিয়ম-  

• A clear topic sentence at the beginning
• Then use a connector to state 1st idea
• Explain the idea with details
• Then use another connector to state new idea
• If possible give example
• Must check whether you are using grammar variety
• Try to use different types of tenses

1st Body (Agree) এর উদাহরণ- 
The importance of mainstream printed newspaper will be falling down for several reasons. First of all, online news platforms have already been filling up the demands of newsreaders with their swift delivery. Now, people do not need to wait until the next day to get news about any hot topic as they can get updated version within a single click. As a result, it not only saves valuable time of busy people but also allow save news for later reference. Besides, virtual news publishers include visual evidence of the news so that public can have the access of the core details of any incident which is not possible by printed newspapers. For example, live telecast from occurrence spots, CCTV footage, interview of the victims etc. can be demonstrated to the viewers by virtual newspapers.

2nd Body para planning লেখার নিয়ম- 

• Topic sentence
• Opposite idea
• A little explanation
• Then reject the idea with concession

2nd Body এর উদাহরণ- 

2nd Body Paragraph: Disagree
On the other hand, some people may keep loving printed newspaper as it gives a unique feeling to read papers than digital screens because it assists to keep a person’s reading skill alive, However, this convenience is not up to the mark to back paper-based newspaper. If people are used to reading stuffs via digital platforms on regular basis they will be able to cope of with kinds of media.

Conclusion এর উদাহরণ- 

In conclusion, it can be reiterated that although virtual news media have few drawbacks it will replace mainstream newspapers. But I urge readers should be a bit careful to choose the most authentic sources.

Extra Advice:
• Do not exaggerate
• Do not complicate your thoughts
• State opinion simply
• Do not force phrases or Synonyms
• Check spellings
• Count words
• Use better pencils
• Think before you write

How to explain idea
• Topic Sentence
• Then Idea sentence
• How will this be effective?
• What will be the result?
• Put example
• Justify the example

Writing Task 2: Agree/Disagree (সম্পূর্ণ স্যাম্পল/উদাহরণ)

With the rise in popularity of the Internet, newspapers will soon become a thing of the past.
To what extent do you agree or disagree with this statement.

It is admittedly true that newspaper has become part and parcel in this contemporary modern life. Some people opine that newspaper will lose its appeal in the upcoming days due to spread of virtual platforms. I agree with this statement and will prove my stand with logical explanation in the following paragraphs.

The importance of mainstream printed newspaper will be falling down for several reasons.
First of all, online news platforms have already been filling up the demands of newsreaders with their swift delivery. Now, people do not need to wait until the next day to get news about any hot topic as they can get updated version within a single click.
As a result, it not only saves valuable time of busy people but also allow save news for later reference.
Besides, virtual news publishers include visual evidence of the news so that public can have the access of the core details of any incident which is not possible by printed newspapers. For example, live telecast from occurrence spots, CCTV footage, interview of the victims etc. can be demonstrated to the viewers by virtual newspapers.

Agree/Disagree type Question(Opinion essay):

13 line এ ২৫০ word লিখতে হবে। ছোট ছোট বাক্য হলে নাম্বার কম দেয় / দিতে চায় না। তাই বড় বাক্যে ১৩ লাইনের মধ্যে লিখার চেষ্টা করব. 

  • Intro তে ২টা লাইন।
  • Body1 তে 5টা লাইন।
  • Body2 তে 5টা লাইন।
  • Conclusion তে 1টা লাইন।

4 Types of Agree/Disagree Question:

  • 1. Strongly one-sided view : Agree / Disagree
  • 2. I am one sided but I don’t want say that the opposite idea is not totally wrong.
  • 3. 
  • 4. 

এক Template দিয়ে সব Agree Disagree Essay লেখার নিঞ্জা টেকনিক:

  • clearly determine whether you agree or disagree,
  • generate 2-3 supporting points for it.

(1) Strongly one-sided view এরকম Agree/Disagree Question যেভাবে লিখতে হয়:-

  1. Introduction: Topic টা paraphrase + Opinion(one sided)
  2. Body 1 : Explain the reason [the statement] // the 1st reason you agree/disagree
  3. Body 2: We need to explain more reasons (Addition reason) – [Supportive cause] // the 2nd reason you agree/disagree
  4. Body 3: Prove why your Opposite idea is not correct/is wrong. (যদি না থাকে উল্টো idea তাহলে এই প্যারা বাদ)
  5. Conclusion: re-state

Example// sample question of IELTS agree/disagree:

(Let’s look at an example of IELTS writing task 2)

Question: Big salary is much more important than job satisfaction, Do you agree or disagree?

Provide relevant examples if necessary. Choose your opinion & generate ideas.

Answer:

Introduction: (Write your introduction in two sentences)

Sentence 1 – paraphrase the statement (you can use “it is argued/ considered/ thought that” to start):

  • It is often argued that it is more advantageous to choose a job with high wage, even if it doesn’t appeal to you at all.

Sentence 2 – say whether you agree or disagree with it and extend your opinion:

I completely disagree with this opinion and think that job satisfaction is much more important than salary.

Body paragraph 1: (the 1st reason you agree/disagree)

Sentence 1 : state the first reason you agree/disagree.

This sentence should contain the main idea of the whole 1st paragraph. Use words firstly or first of all to introduce the first reason. In our case we’ll use the reason that job satisfaction gives you sense of fulfilment.

  • First of all, I believe that job satisfaction gives people a sense of fulfilment that no money can guarantee.

Sentences 2-3 : explain the reason

To explain the reason effectively, you can imagine that your examiner has no knowledge of this subject at all and you have to explain every detail:

  • Even if someone is earning a high salary, but feels tensed and compromises with his conscience, this person won’t enjoy his life. While pursuing one’s interests will always bring pleasure and feeling of satisfaction.

Sentence 4 : example.

It’s always good to give examples in your body paragraphs, even if you’re not asked to do it. In our case, the task asks you to provide relevant examples:

  • for example, a lot of famous researchers made their career choices not because of appealing wages, but because they were passionate about science.

Sentence 5 : a short summary of your ideas in this paragraph:

  • That’s why it’s more important to choose the kind of work that makes you happy than to look only at a high salary.

Body paragraph 2 : the 2nd reason you agree/disagree

Sentence 1 : state the second reason you agree/disagree.

This statement should contain the main idea of the whole 2nd paragraph. Use words secondly or moreover to introduce the second reason:

  • Secondly, doing what you like keeps you motivated and therefore leads to a career growth.

Sentences 2-3 : explain the reason (assume that your examiner doesn’t understand the topic at all):

  • In other words, there is a strong relation between job satisfaction and productivity. People who love their jobs can easily excel in their fields of work and achieve better results than those, who put salary on the first place.

Sentence 4 : support your idea with an example:

  • For instance, Henry Miller decided to leave his everyday job despite a good wage and ventured to become a writer. And after enduring years of ups and downs he became one of the most famous and well-paid authors of the twentieth century.

Sentence 5 : a short summary of your thoughts in the 2nd paragraph.

  • Thus, advantages of jobs that keep you satisfied outweigh the drawback of a low salary in a long-term perspective.

Conclusion: You can write the conclusion in one sentence that summarizes your opinion + 2 reasons for it:

  • To conclude, I strongly believe that job satisfaction is moe beneficial than high salary because it makes people happy and motivated.

*** DO NOT write new ideas in the conclusion!

In Depth Techniqes of IELTS (10MS) – agree/disagree:

Typical Question Words:
What is your opinion?
Do you agree or disagree?
To what extent do you agree or disagree?
Essay-র গঠনঃ
Introduction-
প্রশ্নটি প্যারাফ্রেজ করুন। আপনার মতামত দিন এবং একটি মূল ধারণা Thesis Statement মাধ্যমে উল্লেখ করুন।
Body Paragraph 1-
টপিক সেন্টেন্সটি লিখুন।
টপিক সেন্টেন্সটি বর্ণনা করুন।
উদাহরণ দিন৷
Body Paragraph 2-
টপিক সেন্টেন্সটি লিখুন।
টপিক সেন্টেন্সটি বর্ণনা করুন।
উদাহরণ দিন।
Conclusion-
পুরো বক্তব্য এবং মতামতগুলোর মূলভাব লিখুন।
SAMPLE QUESTION-
Some people believe that unpaid community service should be a compulsory part of high school programmes (for example working for a charity, improving the neighbourhood or teaching sports to younger children). Do you agree or disagree?

In Depth Techniqes of IELTS (10MS) – 

 

The Question

IELTS advantages and disadvantages essay questions fall into two main categories:

  1. Questions that ask for your opinion.
  2. Questions that do not require you to state your opinion.

advantages and disadvantages প্রশ্নগুলো যেরকম হয়ে থাকে- 

  • What are the advantages and disadvantages of….?
  • Do you think the advantages outweigh the disadvantages?
  • Discuss the advantages and disadvantages and give your opinion.

 প্রশ্নপত্রের উদাহরণ:-

প্রশ্ন 1. Small businesses are disappearing and being replaced by large multinational companies.

Do the advantages of this outweigh the disadvantages?

 

প্রশ্ন 2. Most career choices demand vocational skills or specialist knowledge. However, despite this, most schools still teach academic subjects such as history or social studies.

Discuss the advantages and disadvantages of this?

 

প্রশ্ন 3. A lot of places in the world rely on tourism as a main source of income. Unfortunately, tourism can also be a source of problems if it is not well-managed.

What are the advantages and disadvantages of tourism in the modern world? Do you think that the benefits of tourism outweigh its drawbacks?

 

Screenshot 10 15 2023 16.43.07

Screenshot 10 15 2023 16.44.13
Screenshot 10 15 2023 16.44.13

ব্যাখ্যাসহ উদাহরণ- অ্যাডভান্টেজ ও ডিস-অ্যাডভান্টেজ ielts essay লেখার উপায়

1. Template for Advantages and Disadvantages Essay

Formula:
1. Write an introduction to the topic
2. Think of two advantages to the situation and provide clear examples
3. Think of two disadvantages and write about these with good support
4. Write a short conclusion giving your overall opinion
Plan:
1. Paragraph 1: Introduction
2. Paragraph 2: 1 Advantage with example
3. Paragraph 3: 1 Advantage with example
4. Paragraph 4: 1 Disadvantage with example
5. Paragraph 5: 1 Disadvantage with example
6. Paragraph 6: Conclusion + Your Opinion
Template:
Nowadays, (Write a general sentence about the topic). For many people, (Write an extra  sentence to support the first sentence). However, there are both pros and cons to deciding to  do this. In this essay, I will discuss some of the reasons why (reword the topic sentence) and some of the challenges to be overcome.
Let’s begin by looking at the advantages of (topic sentence). One of the main positives of (write first advantage here). What I mean by this is that (explain the advantage further). For instance, (give an example related to the advantage). This can make you (conclude the advantage).
Secondly, (write second advantage here). Take (write what your example is about) for an
example. In addition, (write a concluding sentence about the advantage).
Turning to the other side of the argument, (write first disadvantage in a sentence). To be more precise, (write some more sentences about the first disadvantage). Let’s use (write what your example is about) as an example. This often leads to (write a concluding sentence about the disadvantage).
Another issue is that (write the second disadvantage here). In other words, (write one or two sentences to explain the second disadvantage). This process takes time and can be especially challenging if (write a concluding sentence about the second disadvantage).
All things considered, (Write a general one-sentence summary of the topic). You need to weigh up the pros of (write two advantages here which you wrote in second and third paragraph), and the cons of (write two disadvantages here which you wrote in third and fourth paragraph). Personally, I believe the benefits in terms of (write the same 2 advantages using different words) eventually outweigh any negatives.
Model Essay from the Template: Advantages and Disadvantages
Question:
You should spend about 40 minutes on this task.
Write about the following topic:
These days, more and more people are going to other countries for significant periods of time, either to find a job or to study. There are clearly many benefits to doing this, but people who live abroad can also face some difficulties.
Discuss the advantages and disadvantages of living and working in a foreign country.
Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience.
Write at least 250 words.
Answer:
Nowadays, taking a here out to live or study abroad is becoming increasingly popular. For many people, especially young adults, the chance to spend an extended period of time overseas is an attractive one. However, there are both pros and cons to deciding to do this. In this essay, I will discuss some of the reasons why moving abroad is so popular and some of the challenges to be overcome.
Let’s begin by looking at the advantages of moving away. One of the main positives of heading overseas is that it broadens your horizons. What I mean by this is that you have the chance to meet people from different cultural backgrounds and learn to cope with foreign customs and food. This can make you more rounded it as a person.
Secondly, moving abroad can lead to a better quality of life. Take British people for exam.
Thousands of people from the UK move to Spain and Australia every year. These countries have warmer climates and encourage a better work-life balance. In addition, by living Overseas, you can gain qualifications and language skills, which may improve promotion prospects on your return.
Turning to the other side of the argument, culture shock is a major problem. Many people who take a year out find it hard to cope with the language barrier, the food and general cultural differences. This often leads to homesickness and in some cases a sense of isolation.
Another issue is that it can be difficult to start a new life from scratch. In other words, when you move abroad, you have to make new friends and find your place in the community. This process takes time and can be especially challenging if there is also a language barrier to deal with.
All things considered, starting life in a foreign country is never easy. You need to weigh up the pros of the better lifestyle, weather and so on, and the cons of culture shock and language barrier. Personally, I believe the benefits in terms of personal growth eventually outweigh any negatives.
Some more topics for more practice:
1.These days, people work in more than one job, and often change career
several times during their life. What are the advantages and disadvantages
of this?
2.What are the pros and cons for children of watching television?
3.What are the advantages and disadvantages of using CCTV cameras to fight
crime?
4.What are the pros and cons of using public transport?

2. Template for Problem and Solution Essay

Formula:
1.Write an introduction to the topic.
2.Think of three causes of the problem and explain them, giving examples where possible.
3.Describe three solutions to deal with these problems.
4.Write a short conclusion which gives your view about the topic.
Plan:
1.Paragraph 1: Introduction
2.Paragraph 2: Cause 1 + Solution 1
3.Paragraph 3: Cause 2 + Solution 2
4.Paragraph 4: Cause 3 + Solution 3
5.Paragraph 5: Conclusion
Template:
A generation ago, (Write a general sentence about the topic). However, (Reword or rephrase  the problem in the essay topic in your own words). This essay will look at the core reasons for this and propose some solid solutions.
One of the main causes of the problem is that (Write the first cause of the problem here). By this I mean (explain the problem in 2 or 3 sentences). For example, (give a relevant example to support the cause of the problem). The solution is for the (write about the solution of this problem).
Another problem is that (write the second cause of the problem here). That is to say, (explain the problem in 2 or 3 sentences). To tackle this issue, (write about the solution of this problem).
A third cause of the problem is the (write the third cause of the problem here). To be more precise, (explain the problem in 2 or 3 sentences). As a result, (write the result or effect of the cause here). The way forward could be (write about the solution of this problem).
To sum up, (rephrase the topic using different words), due to the reasons such as (write the summary of three causes of the problem which you discussed in 2nd , 3rd and 4th paragraph). This is a serious problem, and unless (write the summary of three solutions of the problem which you discussed in 2nd , 3rd and 4th paragraph). My view is that the main responsibility for solving the problem lies with (talk about the people or elements that are responsible to solve this problem).
Model Essay from the Template:
Question:
You should spend about 40 minutes on this task.
Write about the following topic:
These days in many countries, fewer and fewer people want to become teachers, particularly in secondary schools.
What are the reasons for this, and how could the problem be solved?
Give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience.
Write at least 250 words
Answer:
A generation ago, teaching in a high school was considered an extremely well-respected and popular job, and in some countries this is still true. However, in many parts of the world, there has been a sharp drop in the number of young people who want to become high school teachers. This essay will look at the reasons for this and propose some solutions.
One of the main causes of the problem is that teachers salaries are lower than many other jobs. Teachers pay has not kept pace with that of other professions, such as law or medicine. In the UK, for example, a doctor with five years’ experience will earn far more than a teacher with the same experience. The solution is for the government to raise teachers’ pay significantly, which would attract more people into the profession.
Another problem is that many children do not behave well in class. That is tosay, teachers often have to deal with pupils whodisobey them, which often causes them to give up teaching. This tends to put off potential teachers as well. To tackle this issue, parents must give their children a sense of respect for teachers, in order to make children behave better in class.
At third cause of the problem is that teaches often have too much work to do. Most teachers are snowed under with marking and paperwork, which means that they have to stay late at school and work at home in the evening. As a result, many teachers are tired and stressed, and their job has a negative effect on their family life. The way forward could be to cut teachers hours, and to take on more teaching assistants, which would make teaching and easier job.
To sum up, teaching has become a much less popular job in many countries, due to reasons such as the salary, the working hours and pupils behavior. This is a serious problem, and unless we can get more talented young people to become teachers, the education of our children will suffer. My view is that the main responsibility for solving the problem lies with parents and the government.
Some more topics for more practice:
1.All over the world, societies are facing a growing problem with obesity. This  problem affects both children and adults. What are the reasons for this rise in obesity? How could it be tackled?
2.Many schools these days have problems with poor student behavior. Why  do you think these problems occur? what could be done to tackle these problems.

3. Template for Opinion Essay

Formula:
1. Write an introduction to the topic which clearly states your opinion on the subject (either ‘Yes, I agree…’ or ‘No, I do not agree…’ );
2. Think of two main points to support your opinion and write about them with examples;
3. Think of one alternative (contrast) opinion (However, some people argue that…) and give examples. This will make sure your essay has a good balance.
4. Write a short conclusion to summarize your main points and re-state your opinion;
Plan:
1. Paragraph 1: Intro state your own opinion
2. Paragraph 2: First reason or argument (with example) to support your opinion
3. Paragraph 3: Second reason or argument (with example) to support your opinion
4. Paragraph 4: One argument for contrast
5. Paragraph 5: Short conclusion
Template:
These days, (write a general sentence about the topic using different words). But what is the most effective method for dealing with (add an extra sentence to support the first one). Some people believe that the (focus on the question statement in your own words). (Give your opinion and tell the reader your plan) I completely agree or I completely disagree and in this essay I will support my opinion with examples.
Firstly, (write your first argument here to support your opinion). For example, (write an  example to support your first argument). If (conclude this paragraph using ‘If… then’ sentence structure).
Another reason why I disagree/disagree with (write your second argument/reason why you agree or disagree with the topic statement). Take (give a relevant example) as an example. I strongly believe that this is (write 2 more sentences to explain your second argument). What is more, (write one sentence to conclude this paragraph).
On the other hand, (write an alternative/contrast opinion about the topic statement in 2 to 3 sentences). As a result, (write the concluding sentence of alternative opinion).
In conclusion, although it is a common belief that (rewrite the topic statement here). I believe (rewrite the summary of your 2 arguments, which your described in paragraph 2 and 3, using different words). Personally, I think (rephrase your opinion again using different words).
Model Essay from the Template:
Question:
You should spend about 40 minutes on this task.
Write about the following topic:
Prison is the best punishment for criminals. How far do you agree or disagree with
this statement. Give reasons for your answer and include any relevant examples
from your own knowledge or experience.
Write at least 250 words.
Answer:
These days, every time you turn on the television or flick through the pages of a newspaper, you learn about the victims of crime. But what is the most effective method of dealing with the rising crime rate in our society? Some people believe the best way to punish criminals is to sentence them to time in prison. I completely disagree with this idea and in this essay I will support my opinion with examples.
Firstly, life in jail is far too comfortable for prisoners. For example, many inmates have access to luxuries such as televisions, computers and sports facilities and so on. In other words, spending time behind bars is more like being in a holiday camp. If prison is going to act as a deterrent, then I believe it needs to be considerably tougher.
Another reason why I disagree with prison as a punishment is that a large number of prisoners are not actually a danger to society. Take shoplifters as an example. They are often locked up in the same cells as murderers, rapists and violent criminals. I strongly believe that this is a serious waste of taxpayers money. What is more, petty criminals may even learn how to commit more serious crimes when they are inside.
On the other hand, there is an argument that prison can help to rehabilitate offendersMany inmates have the opportunity to study while they are doing time. As a result, many never re-offend when they are released.
In conclusion, although it is a common belief that prison is the best way to punish criminals, I believe it is too soft and that it is not necessary in the majority of casesPersonally, I think prison should be the last option when all else has failed.
Some more topics for more practice:
1.The younger generation is mainly responsible for the latest technological
developments. How far do you agree?
2.If we want to save the future of the planet, we will have to drastically
change our way of life. What is your opinion?

4.Template for Discussion Essay

Formula:
1.A general sentence to introduce the topic in your own words
2.A sentence to support/add an extra sentence to support the first sentence
3.Identify and state in your own words the two opinions given to you in the question
4.Outline your plan for the essay
Plan:
1.Paragraph 1: Intro explain the two views
2.Paragraph 2: Discuss first view with examples
3.Paragraph 3: Discuss second view with examples
4.Paragraph 4: Short conclusion clearly state your own opinion and which view you
support
Template:
These days, (write a general sentence to introduce the topic in your own words). But what is the most effective method for dealing with (add an extra sentence to support the first one). Some people believe that the (focus on one side of the argument in your own words). (Tell the reader your plan) In this essay, I will discuss both sides of the arguments and draw a conclusion.
First of all, (write one side of the argument here in your own words). For example, (write an example to support your first argument). If (conclude this paragraph using ‘If… then’ sentence structure).
On the other hand, there is a common belief that (write other/opposite side of the opinion  about the topic statement). For instance, (give a relevant example here). As a result, (write a concluding sentence for the other/opposite side of the opinion).
In conclusion, although it is a common thought that (rewrite the topic statement here). I  believe (rewrite the summary of your 2 arguments, which your described in paragraph 2 and 3, using different words). Personally, I think (give your opinion clearly using different words).

Common Topics for IELTS writing Task 2

12 common Topics Task 2 questions by theme:

  1. Art (3 questions)
  2. Education (8 questions)
  3. Environment (10 questions)
  4. Friends and family (7 questions)
  5. Government and society (7 questions)
  6. Health (6 questions)
  7. Jobs and Employment (7 questions)
  8. Relationships (5 questions)
  9. Science and technology (5 questions)
  10. Sport (4 questions)
  11. Travel and tourism (5 questions)
  12. TV, music and media (6 questions)

20 Common Essay Topics for IELTS Writing Task 2

  • Art
    • censorship of art and artists
    • creativity
    • art at school
    • the benefits of art for individuals and society
    • funding
  • Business & Money
    • small vs large business
    • international business
    • family run business
    • management and leadership
    • success in business
    • business and technology
    • skills vs knowledge for business
    • materialism and consumerism
  • Communication & Personality
    • technology and communication
    • family and communication
    • face to face vs long distance communication
    • types of communication
    • the development of character and personality
    • innate or developed personalities
    • female / male characters
  • Crime & Punishment
    • prisons vs rehabilitation
    • capital punishment vs other types of punishment
    • criminals – what makes a criminal
    • major vs minor crime
    • crime and technology
    • teenagers and crime
    • role of policemen
    • men and women in law enforcement
  • Economics 
    • cash vs credit cards
    • saving vs spending
    • globalisation and economy
    • world economic issues
    • economic progress and success
  • Education
    • children and education
    • relevant subjects
    • education and technology
    • role of teachers
    • discipline and rules in school
    • single-sex schools
    • uniforms
    • funding
    • educational aid to poorer countries
  • Environment
    • animals
    • protection of endangered species
    • zoos
    • environmental problems
    • saving the environment & solving problems
    • government vs individual roles
  • Family & Children
    • family roles
    • family size
    • the generation gap
    • discipline
    • role models
    • family and education
  • Food
    • health diets
    • education of diet
    • traditional vs modern diets
    • fast food
    • children and diet
  • Health
    • prevention vs cure
    • funding
    • health and education
    • poor countries and rich countries
    • health aid
    • dealing with global epidemics
    • hospitals and treatment
    • obesity
    • exercise and health
  • Language
    • having only one language in the world
    • methods of language learning
    • travel and language
    • the disappearance of languages
    • language and culture
  • Media & Advertising
    • censorship, control and freedom of speech
    • advertising methods
    • children and advertising
    • media and technology
    • news & reporting
  • Other Common Essay Topics
    • Space Exploration
    • Water and Oceans
    • Change or Moving vs Stability and Constancy
  • Reading
    • paper books vs ebooks
    • children and reading
    • books in education
    • libraries
    • reading and leisure
  • Technology
    • controlling the internet
    • socialising online
    • children and technology (safety)
    • the change in society
    • letter vs email
    • storing data
    • safety of personal information
    • hacking
  • Transport
    • development of infrastructure
    • comparing forms of transport
    • problems with modern forms of transport
    • environmental issues
  • Travel
    • culture and travel
    • understanding people and travel
    • living in a global world
  • Society
    • overpopulation
    • poverty
    • homeless people
    • crime on the streets
    • modern life styles
    • budget spending
    • public services
  • Sport
    • professionals vs amateurs
    • salary
    • equipment
    • sport and learning
    • sport as a school subject
    •  men vs women in sport
    • types of sport
  • Work
    • shift work
    • women in work
    • types of jobs (blue collar / white collar)
    • children and exploitation
    • part time work
    • work and technology
    • employment
    • salary
    • equality

Sample of IELTS Writing Task 1 (নমুনা প্রশ্ন উত্তর)

এখানে IELTS Writing Task 1 Sample Answer বিভিন্ন ব্যান্ড স্কোর অনুযায়ী দেয়া হলো যাতে প্রশ্নের ধরন বুঝতে সুবিধা হয়। পাশাপাশি, নিজেই তুলনা করতে পারবেন কীরকম উত্তর করলে কীরকম স্কোর আসবে।

Screenshot 10 18 2023 22.40.24
Screenshot 10 18 2023 22.40.24
IELTS Writing Task 1 Sample Answer

Question: The graph below represents the number of books borrowed from the library in three different categories (fiction, non-fiction, and children’s books) over a period of half a year.

Write a summary of the information, highlighting the key features, and making comparisons where relevant.

IELTS Writing Task 1 Sample Answer: Band Score 7

The graph shows the number of books borrowed from the library in three genres: fiction, non-fiction, and children’s books, over a period of six months. It can be seen that fiction books were the most popular among library patrons, with a total of 800 books borrowed in the month of January, which was the highest number among the three genres. The number of fiction books borrowed steadily decreased to 600 by the month of June.

In contrast, non-fiction books had a lower number of borrowings compared to fiction books, with a total of 600 books borrowed in January, and this number remained relatively consistent throughout the six months, with only a slight decrease to 550 books by June.

Children’s books had the least number of borrowings, with a total of 400 books borrowed in January, and this number slightly increased to 450 by June.

In conclusion, fiction books were the most popular genre among library patrons, with a steady decrease in the number of borrowings over the six-month period. Meanwhile, non-fiction books had a lower number of borrowings but remained relatively consistent throughout the period, and children’s books had the least number of borrowings, but a slight increase over the six months.

IELTS Writing Task 1 Sample Answer: Band Score 8

The graph depicts the number of books borrowed from the library in three genres: fiction, non-fiction, and children’s books, over a six-month span. It is apparent that fiction books were the most sought-after among library users, with the highest number of 800 books borrowed in January. However, this number gradually declined to 600 books by June.

In comparison, non-fiction books saw fewer borrowings than fiction books, with 600 books borrowed in January, and this figure remained relatively stable throughout the six months, declining only slightly to 550 books by June.

Children’s books had the least number of borrowings, starting with 400 books borrowed in January, and increasing slightly to 450 books by June.

To summarize, fiction books were the most popular genre among library patrons, showing a decrease in borrowings over the six-month period. Non-fiction books had a lower number of borrowings, but showed stability throughout the period, and children’s books had the smallest number of borrowings, yet exhibited an upward trend over the six months.

IELTS Writing Task 1 Sample Answer: Band Score 8.5

The graph shows the data on the number of books borrowed from the library in three genres: fiction, non-fiction, and children’s books, over a six-month interval. It is readily apparent that fiction books were the most popular among library patrons, with a peak of 800 books borrowed in January, which was the highest among the three genres. The number of fiction books borrowed gradually declined over the next five months, reaching 600 by June.

On the other hand, non-fiction books had a lower number of borrowings compared to fiction books, with a starting figure of 600 books borrowed in January, remaining relatively consistent throughout the six-month period, declining only slightly to 550 books by June.

Children’s books recorded the fewest number of borrowings, starting with 400 books borrowed in January and showing a modest increase to 450 books by June.

In conclusion, fiction books emerged as the most sought-after genre among library patrons, demonstrating a steady decrease in the number of borrowings over the six-month period. Meanwhile, non-fiction books saw fewer borrowings but displayed a stable trend, and children’s books recorded the lowest number of borrowings, though showing a slight increase over the period.

IELTS Writing Task 1 Sample Answer: Band Score 9.0

The graph depicts the data on the number of books borrowed from the library in three genres: fiction, non-fiction, and children’s books, over a half-year period. It is immediately noticeable that fiction books were the most popular genre among library patrons, with a peak of 800 books borrowed in January, which was significantly higher than the number of books borrowed in the other two genres. The number of fiction books borrowed gradually decreased over the following five months, reaching 600 by June.

In comparison, non-fiction books recorded fewer borrowings than fiction books, starting with 600 books borrowed in January, and maintaining a relatively stable trend over the six-month period, declining slightly to 550 books by June.

Children’s books had the lowest number of borrowings, starting with 400 books borrowed in January and exhibiting a modest increase to 450 books by June.

To summarize, fiction books were the most sought-after genre among library patrons, demonstrating a decline in the number of borrowings over the six-month period. In contrast, non-fiction books recorded fewer borrowings but showed stability, and children’s books recorded the lowest number of borrowings, though showing a slight increase over the interval.

Samples of IELTS Writing task 2 (নমুনা প্রশ্ন উত্তর)

এখানে Samples of IELTS Writing task 2 বিভিন্ন ব্যান্ড স্কোর অনুযায়ী দেয়া হলো যাতে প্রশ্নের ধরন বুঝতে সুবিধা হয়। পাশাপাশি, নিজেই তুলনা করতে পারবেন কীরকম উত্তর করলে কীরকম স্কোর আসবে।

Samples of IELTS Writing task 2: Band Score 7.0

Task

The use of technology has increased significantly in recent years and has changed the way we interact with each other. Some people believe that this has had a positive impact on society, while others believe that the negative effects outweigh the positive. Discuss both views and give your own opinion.

Essay for Band 7

The integration of technology in our daily lives has grown rapidly in recent years, and its impact on society has become a topic of intense debate. Some individuals argue that technology has had a positive impact on society, while others believe that its negative effects outweigh the positive.

On the one hand, proponents of technology claim that it has revolutionized the way we interact with each other. For instance, the rise of social media platforms has made it easier for people to connect with friends and family from all over the world. Moreover, technology has improved the efficiency of many industries, such as healthcare, education, and transportation. This has resulted in a more efficient and convenient society for many people.

On the other hand, opponents of technology argue that its negative effects far outweigh the positive. For instance, many people now spend excessive amounts of time on their devices, leading to a lack of face-to-face communication and social skills. Additionally, the overreliance on technology has resulted in many people becoming addicted to their devices, causing harm to their mental and physical health. Furthermore, technology has led to the loss of many jobs as automation has replaced human labor in many industries.

In my opinion, while technology has brought many positive changes to society, its negative effects cannot be ignored. As such, it is crucial that we find a balance between utilizing technology to improve our lives and being mindful of its potential negative impacts. For example, we can limit our time spent on devices and prioritize face-to-face communication with others. Furthermore, governments and businesses should work together to create new jobs in industries that cannot be automated, ensuring that no one is left behind as technology continues to advance.

In conclusion, while technology has had a significant impact on society, both positive and negative, it is up to us as individuals and as a society to find a balance and ensure that its effects are positive for all.

Samples of IELTS Writing task 2: Band Score 8.0

Task

As countries continue to industrialize and develop, the use of renewable energy sources is becoming increasingly important. Discuss the reasons for this shift and give your opinion on the future of renewable energy.

Essay for Band 8

As the world continues to industrialize and modernize, the shift towards renewable energy sources has become increasingly necessary. There are a variety of reasons for this change, including environmental concerns, cost-effectiveness, and energy security.

One of the primary drivers of the shift towards renewable energy is the increasing concern over the environmental impact of traditional sources of energy such as fossil fuels. These sources emit large amounts of greenhouse gases, which contribute to global warming and climate change. Renewable energy sources, such as wind, solar, and hydro power, emit significantly less carbon and other pollutants, making them a more sustainable option for powering our world.

Additionally, renewable energy sources are becoming increasingly cost-effective. The cost of solar panels, for example, has dropped dramatically in recent years, making them a more accessible and affordable option for both businesses and consumers. As technology continues to advance, it is likely that the cost of renewable energy sources will continue to decrease, making them an increasingly attractive option.

Finally, the shift towards renewable energy sources is also driven by concerns over energy security. Countries that rely heavily on imports of fossil fuels are vulnerable to fluctuations in the global oil market, which can result in price spikes and energy shortages. By developing their own renewable energy sources, countries can reduce their dependence on foreign sources of energy and increase their energy security.

In my opinion, the future of renewable energy is very promising. As technology continues to advance and the cost of renewable energy sources continues to decrease, it is likely that they will become the dominant source of energy in the coming years. Governments and businesses must work together to invest in the development and deployment of renewable energy technologies to ensure a sustainable future for our planet.

In conclusion, the shift towards renewable energy sources is driven by a variety of factors, including environmental concerns, cost-effectiveness, and energy security. As technology continues to advance and the cost of renewable energy continues to decrease, it is likely that renewable energy will play an increasingly important role in powering our world.

Samples of IELTS Writing task 2: Band Score 8.5

Task

As global travel becomes easier and more affordable, the cultural exchange between countries is increasing. However, some people argue that this is leading to a loss of traditional cultures and values. To what extent do you agree or disagree with this statement? Give reasons and examples to support your answer.

Essay for Band 8.5

In today’s interconnected world, where travel is becoming easier and more affordable, the exchange of cultural experiences between countries has increased significantly. While this cultural exchange can bring many benefits, some individuals argue that it is leading to a loss of traditional cultures and values. I believe that while this may be true to some extent, the positive effects of cultural exchange far outweigh the negative.

On the one hand, it is true that the increasing cultural exchange between countries can result in a homogenization of cultures, leading to a loss of traditional ways of life and values. For example, as more and more people adopt Western styles of dress and consumerism, traditional clothing and practices may be lost. Additionally, the spread of popular culture through media and entertainment can also lead to a loss of local traditions and customs.

On the other hand, cultural exchange can also bring significant benefits. For instance, exposure to different cultures can broaden our perspectives, increase our understanding of the world, and foster greater tolerance and respect for other cultures. Additionally, cultural exchange can provide new ideas, technologies, and innovations that can improve people’s lives and bring economic growth to communities.

Furthermore, cultural exchange does not necessarily have to result in a loss of tradition and values. Instead, it can create opportunities for cultural fusion and adaptation, where different cultural practices can be combined and modified in new and creative ways. This can result in a dynamic, evolving culture that is rich in diversity and expression.

In conclusion, while cultural exchange can have negative effects, such as a loss of tradition and values, I believe that the positive effects far outweigh the negative. Cultural exchange can provide opportunities for growth, understanding, and cultural fusion, leading to a more vibrant and diverse world.

Samples of IELTS Writing task 2: Band Score 9.0

Task

In many countries, the use of mobile phones and other technology has become an integral part of daily life. Some people believe that this technology has had a positive impact on society, while others believe that it has had a negative impact. Discuss both views and give your own opinion.

Essay for Band 9.0

The widespread use of mobile phones and technology has become a ubiquitous feature of daily life in many countries. While some people argue that this technology has had a positive impact on society, others believe that it has had a negative impact. In this essay, I will explore both views and offer my own opinion on the matter.

On the one hand, the proponents of technology argue that it has had a positive impact on society by making communication faster, easier, and more accessible. For instance, mobile phones have revolutionized the way people communicate, allowing individuals to stay connected with friends and family, no matter where they are in the world. In addition, the rise of social media and online platforms has enabled people to share information and connect with others, building stronger communities and networks.

Moreover, technology has also brought many benefits to the workplace. For example, the use of laptops, tablets, and smartphones has made it possible for people to work from anywhere, allowing for greater flexibility and increased productivity. Additionally, technology has transformed the way businesses operate, enabling them to reach new customers, streamline their operations, and increase their efficiency.

On the other hand, there are those who argue that technology has had a negative impact on society. For example, some people believe that the excessive use of mobile phones and technology has led to a decline in face-to-face communication and social skills. Additionally, there are concerns about the impact of technology on children and young people, including exposure to online bullying and addiction to digital devices.

In my opinion, while there is certainly some truth to both views, the overall impact of technology has been overwhelmingly positive. While it is true that technology can have negative consequences, it is important to remember that it is not the technology itself that is at fault, but rather the way it is used. Therefore, it is up to individuals and society as a whole to use technology in a responsible and mindful way, while reaping its many benefits.

In conclusion, the impact of technology on society is a complex and controversial issue, with valid arguments on both sides. However, I believe that the positive effects of technology, such as increased connectivity, greater efficiency, and improved access to information, far outweigh the negative consequences. By using technology wisely and responsibly, we can create a better future for ourselves and future generations.

আরো দেখুন-

1

005.4 Ielts writing ignore informal word list

###

Screenshot 10 16 2023 00.36.28
Screenshot 10 16 2023 00.36.28

 রাইটিং এ কিভাবে ভালো করব?

যাদের রাইটিং এ ভালো করতে পারছেন না তাদের উদ্দ্যেশ্যে একটা কথাই বলব দেখে দেখে সেম্পল লিখুন প্রতিটি প্যাটার্ন এর মিনিমাম ১০ টা করে সেম্পল লিখলে ১০ টি আইডিয়া এবং টাস্ক এচিভমেন্ট দুটোতেই ভালো আইডিয়া হয়ে যাবে।
*রাইটিং মুখস্থ করার জায়গা নয়❌
*রাইটিং দেখে দেখে লিখবেন✅
*প্রশ্ন দেখে আইডিয়া জেনারেট করতে পারেন✅
*ভালো স্কোর করতে হলে ফরম্যাট ব্যবহার না করাই ভালো❌
*বেশি কঠিন ভোকাবুলারি ব্যবহার না করা উত্তম বাক্যের সঠিক এবং সাবলীলতা ভঙ্গ হয়❌
*রাইটিং সেম্পল পড়তে পারেন।✅
*টাইম ম্যানেজমেন্ট এর জন্যে বাসায় ঘড়ি ধরে লিখতে পারেন।✅
*মেন্টরকে দিয়ে খাতা চেক করাতে পারেন✅
*ফিডব্যাক দেখে ভুল নিয়ে বাসায় কাজ করেন✅
** রিসেন্ট ১০০-১৫০ রাইটিং টপিক দেখে দেখে অর্থ বোঝার চেষ্টা করতে পারেন। এতে করে প্রশ্ন বোঝার ক্ষমতা বাড়বে।✅
* ভালো প্রশ্ন বোঝতে হলে বেশি বেশি প্রশ্ন পড়ে বাসায় অর্থ বোঝার প্রাকটিস করতে পারেন।✅
রাইটিং স্কিল উন্নত করতে লিখতে হবে প্রচুর !
যে কোন সহজ টপিকের উপর লেখা শুরু করুন। বাংলায় যা মনে আসে তা-ই ইংলিশে লেখার চেষ্টা করুন। নিজের সম্পর্কে লিখুন, ভাই-বোন, মা-বাবা, বন্ধু-বান্ধব সহ যাকে যাকে চেনেন, তাদের সম্পর্কে যা যা জানেন, সব ইংলিশে লিখে ফেলুন।
নিজের লেখা নিজেই চেক করুন, ভুল হলেও সমস্যা নেই। একই বিষয়ের উপরে কয়েকবার লিখুন। আজ থেকেই ফেইসবুকের পোস্ট ও কমেন্টগুলো ইংলিশে লেখা শুরু করুন। বন্ধুদের সাথে ইংলিশে চ্যাটিং করুন। বাজারের তালিকা থেকে শুরু করে যা যা দৈনন্দিন জীবনে প্রয়োজন সব ইংলিশে লেখার চেষ্টা করুন।
এই ছোট ছোট পদ্ধতিগুলো আপনাকে অনেক বড় বড় সফলতা এনে দিবে বলেই আমার বিশ্বাস।
খুব কঠিন কঠিন কাজ হয়ে গেল, তাই না! মনে রাখতে হবে ‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। যেহেতু ইংলিশ না শিখে কোন উপায়ই নেই অর্থাৎ ভালো চাকুরী পেতে, প্রমোশন পেতে, দেশে-বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে, উন্নত বিশ্বে পাড়ি জমাতে, বিশ্ব সম্পর্কে জানতে, ব্যবসায় ভালো করতে, ফ্রিল্যান্সিং করতে হলে, এমনকি সমাজে পাত্তা পেতে হলে অবশ্যই আপনাকে ইংলিশ শিখতে হবে। এতো এতো সুযোগ-সুবিধা ভোগ করবেন, আর কষ্ট করবেন না, তা কি হয়! তাই এখন থেকেই শুরু হয়ে যাক জীবন পরিবর্তনে ইংলিশ শেখার জার্নি।
বিশ্বাস করুন আর না-ই করুন, ইংরেজি ভাষায় দক্ষতা আপনার পুরো জীবনটাকেই পাল্টে দিবে, ইন্‌শাআল্লাহ !

 Fiz-IELTS

z1
z1
z2
z2
z3
z3
z4
z4
z5
z5
z6
z6
z7
z7
z8
z8
#
x1
x1
x2
x2
#
z11
z11
z12
z12
z13
z13

Academic Writing Task-1 এর সমাধান দিলাম।

সাম্প্রতিক সময়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য Writing এর সাজেশন দিয়েছিলাম। তার মধ্যে থেকে Academic Writing Task-1 এর সমাধান দিলাম।
01
01
02
02
03
03
04
04
05
05
06
06
07
07
08
08
09
09
10
10
11
11
12
12
13
13
14
14
15
15
16
16
17
17
18
18
19
19
20
20
21
21
22
22
23
23
24
24
25
25
26
26
27
27

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *