004 IELTS Speaking সকল তথ্য বিস্তারিত [পরিক্ষা ধাপ ০৪]
(((( ইন্টারভিউ বা ভাইভার কথা শুনলেই আমাদের হাত-পা ঘামতে শুরু করে সেখানে যদি হয় ইংরেজীতে তাহলে অবস্থা কি হতে পারে ভেবে নিন। কিন্তু তাই বলে কি থেমে যাবেন? IELTS পরীক্ষা দেয়াই বাদ দিবেন? কখনোই না, আপনি চাইলেই অনুশীলনের মাধ্যমে খুব সহজেই যে কোন বিষয়ে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। তাহলে IELTS স্পিকিং এ গিয়ে আপনাকে আর উম.. অ্যা..অ্যা.. করতে হবে না। চলুন জেনে নেই IELTS স্পিকিং এর অ আ ক খ….
Academic VS General Training IELTS Speaking– IELTS স্পিকিং মডিউলে একাডেমিক এবং জেনারেল ট্রেইনিং- এ একই ধরনের প্রশ্ন করা হয়। সুতরাং এই লেখাটি দুই ধরনের পরীক্ষার্থীদের জন্যই প্রয়োজনীয়।
———————+++————————
Starting……….
ielts Speaking = পরিক্ষা ধাপ 04: আইএলটিএস পরিক্ষার ৪টি ধাপের মধ্যে সবার ৪র্থ/শেষ ধাপে এই listening পরিক্ষা হয়ে থাকে।
IELTS speaking সবসময় common পড়ে। তাই যথার্থ প্র্যাকটিস করা থাকলে এই ধাপে অনেক বেশি ভালো করা সম্ভব।
একনজরে এই ধাপের খুঁটিনাটি জেনে নিই-
এই ধাপে(রয়েছে) সেকশন রয়েছে: স্পিকিং সেকশন মোট তিন ভাগে বিভক্ত।
প্রশ্নঃ পার্ট ৩টি তে যে প্রশ্ন করা হবে তা হল-
- IELTS Speaking part/section 1, (৪ থেকে ৫ মিনিট): introduction & interview, এই পার্টে আপনাকে আপনার শখ, আপনার পড়ালেখা, চাকরি,বাড়ি, পরিবার এইসব বিষয়ে প্রশ্ন করা হয়।
- IELTS Speaking part/section 2, (১ থেকে ২মিনিট): Long Turn – Monologue, আপনাকে একটি নির্দিষ্ট টপিকে ৩-৪ টি প্রশ্ন দেয়া থাকবে, কিউকার্ড(Que-card) দেখে উত্তর ভাবার জন্য আপনি ১ মিনিট সময় পাবেন, এবং নোট নেয়ার জন্য আপনাকে কাগজ, পেন্সিল দেয়া হবে ।
- IELTS Speaking part/section 3, (৪ থেকে ৫মিনিট): Discussion – Dialogue, পার্ট ২ এর টপিকের উপর আপনাকে কিছু ফলো আপ প্রশ্ন করা হয়।
যদি আপনার আগে থেকেই জানা থাকে যে আপনি কিসের মুখোমুখি হচ্ছেন, তাহলে আপনার যুদ্ধ একশো গুন সহজ হয়ে যাবে!
চ্যালেঞ্জ:– আইডিয়া জেনারেশন অর্থাৎ কি নিয়ে কথা বলবো।
সময়: স্পিকিং টেস্টটি তিনটি ভিন্ন সেকশন মিলিয়ে মোট ১১-১৪ মিনিট বরাদ্দ থাকবে/পর্যন্ত নেয়া হয়।
- পার্ট ১: ৪-৫ মিনিট
- পার্ট ২: ৩-৪ মিনিট
- পার্ট ৩: ৪-৫ মিনিট
নম্বরঃ
- IELTS Speaking Part 1 – 25% number
- IELTS Speaking Part 2 – 25% number
- IELTS Speaking Part 3 – 50% number
Marking Criteria (স্পিকিং ব্যন্ড স্কোকের ভিত্তিগুলো):
1. Fluency and coherence (25%): speak in a natural way that is easy to understand [ ]
2. Lexical resource (25%): link your ideas clearly(Use appropriate cohesive devices) [কোন ধরনের বাক্যে কোন শব্দটি ব্যবহার করলে আপনার বক্তব্য আরো বেশি শ্রুতিমধুর হবে, আপনি কি কমন শব্দ ব্যবহার করে উত্তর দিচ্ছেন নাকি আপনার শব্দ ভান্ডার বেশ সমৃদ্ধ এসব বিষয় যাচাই করা হবে।]
3. Grammatical range and accuracy (25%) [আপনি কি একই ধরনের বাক্য দিয়ে সব প্রশ্নের উত্তর করছেন নাকি আপনার বক্তব্যে গ্রামারের বিভিন্নতা দেখা যায়, আপনি কি টেন্সের সঠিক প্রয়োগ করতে পারছেন কি না ইত্যাদি বিষয় পরীক্ষা করা হয়।]
4. Pronunciation (25%): Is effortless to understand [আপনার কথাগুলো পরীক্ষক বুঝতে পারছেন কি না অর্থাৎ আপনার উচ্চারণ সঠিক হচ্ছে কি না তা দেখা হয়।]
পরিক্ষা পদ্ধতি ও করনীয় (বিস্তারিত)
করনীয়(Quick Tips):–
Maintain formality:
1. (Before entering the room) Dress appropriately:
2. (Before entering the room) রুমে প্রবেশ করে পরীক্ষককে অভিবাদন জানান। যেমন- সকালে পরীক্ষা হলে বলুন- “Hello sir, Good morning”.
3. (after entering the room) Use appropriate body language: সোজা হয়ে বসুন, মেরুদন্ড বাকা করে বসলে আপনাকে দেখতে যথেস্ট কনফিডেন্ট মনে হবে না। মেঝেতে স্পর্শ করে বসুন, পা উচু করে বা চেয়ারের সাথে লাগিয়ে বসবেন না।
6. (Leaving the room) পরীক্ষা শেষে পরীক্ষক কে বলে আসতে পারেন- I really enjoyed to be interviewed by you, sir. Have a good day!
4. (During exam)
— প্রথমে পরীক্ষকের প্রশ্ন মন দিয়ে শুনুন, বুঝুন তারপর উত্তর দিন।
— পরীক্ষকের চোখের দিকে তাকিয়ে কথা বলুন, অন্যদিকে তাকানো মানে আপনি নার্ভাস। কথাগুলো বলবেন স্বাভাবিক গতিতে খুব বেশি ধীরেও না আবার খুব দ্রুতগতিতেও না। কথা বলার সময় যথাযথ অভিব্যক্তি (এক্সপ্রেশন) দেখান। যেমন ধরুন আপনি আপনার বন্ধুদের সাথে কাটানো মজার ঘটনা কি মুখ ভোতা করে বলবেন?
— পরীক্ষক আপনাকে না থামালে বলতেই থাকুন, থেমে যাবেন না, কিন্তু আপনাকে অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে হবে। অপ্রাসঙ্গিক কথা বললে ব্যন্ড স্কোর কমে যাবে।
— কোন প্রশ্ন না বুঝলে পরীক্ষককে রিপিট (পার্ট ১) বা প্যারাফ্রেজ (পার্ট ৩) করতে বলতে পারেন।
5. (Answering time): Part/section wise tips & tricks গুলো এপ্লাই করা। যেমন-
–>> উত্তর করার সময় অবশ্যই কোন কালের (বর্তমান, অতীত নাকি ভবিষ্যত) প্রশ্ন সেই অনুযায়ী উত্তর করবেন। যেমন- আপনাকে বলা হল ছোট বেলায় আপনি কি ধরনের বই পড়তেন? এই প্রশ্নের উত্তর অবশ্যই অতীত কালে দিতে হবে।
–>> পরীক্ষকের ব্যবহৃত শব্দ ব্যবহার না করে সিনোনিম ব্যবহার করুন/ বাক্যের গঠন পরিবর্তন করে উত্তর বলুন। আপনার ব্যবহৃত শব্দগুলোও রিপিট না করার চেষ্টা করুন।
–>> কথা বলার সময় কানেক্টরস এবং ফিলারস (well, basically, let me think, however, on the other hand etc.) ব্যবহার করুন।
–>> আপনার কথাগুলোর পক্ষে যুক্তি বা উদাহরন দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করুন, কখনোই কোন নেতিবাচক ধারনা বা রাজনৈতিক উদাহরন দিতে যাবেন না।
পার্ট-১,২,৩ তে কিভাবে উত্তর করবেন তার বিশেষ টিপস–
পার্ট ১- এর প্রশ্নগুলোর উত্তর সাধারনত এক বাক্যেই শেষ করা যায়, কিন্তু আপনি উত্তরগুলোকে বড় করতে চেষ্টা করবেন যতক্ষন না পরীক্ষক পরবর্তী প্রশ্নে যান। কিন্তু মনে রাখবেন প্রশ্নের সাথে অসামঞ্জস্যপূর্ণ কথা বলা যাবে না।
পার্ট ২- তে যে প্রশ্নগুলো দেয়া থাকবে সেগুলো কোনক্রমেই মিস করবেন না। নোট নেয়ার সময় শুধু পয়েন্ট লিখুন, বিস্তারিত লেখার সময় পাবেন না।
পার্ট ৩- IELTS স্পিকিং পরীক্ষায় ভালো করার টেকনিকসমূহ
Don’t do this/ avoid:
Sins of speaking we need to avoid-
- ignore any learned answers: মনে রাখবে, The examiner must ignore any learned answers and will interrupt you to give you a new question. Always answer the questions in a natural way. You will not achieve a high score if you try to speak in memorised, written language.
- Exaggerating: সবজান্তার ভাব নিয়ে অতিরঞ্জিত answer করা যাবে না।
- Gossip: speaking ill of someone or something or some country.
- Judging:
i. no rude attitude towards the examiner
ii. not to think that you are smarter than the examiner iii. smug attitude
Tips to become an effective communicator:
1.) Use Familiar Words: শুরুর দিকে, আগ থেকে জানা আছে এমন words এর ব্যবহার করা। এরপর প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে এডভান্স কোকাবুলারিগুলো এপ্লাই করা।
2.) Use Short forms/ Contracted forms: I am কে I’m এভাবে করে বলা। আরও যেমন- I’d, I’ve ইত্যাদি।
3.) avoid discriminatory words: যেমন- If anyone works hard, he will succeed. (he = discriminatory)
- Sexist – Gender – neutral
- Man-made – Manufactured, of human origin,
- Manpower – Human resources,
- Policeman – Police officer, personnel, workers,
- He/she – They,
- Batsman- Batter,
- Cameraman – Camera operator,
- Fireman – Firefighter.
Four ways to avoid using gender discriminatory words in speaking and writing:
- i. Change the structure of the sentence
- ii. Use both genders like (he/she, him/her, his/her)
- iii. Use plural third person (anyone = they, everyone = they, every worker = they, every student = they)
- iv. Use ‘you’.
4.) The You-Viewpoint: Use ‘you’ in speaking if appropriate:
- In positive situations, it is better to use ‘you attitude’ in conversation.
- However, in challenging situations, it is better to use ‘third person’ (they), and sometimes ‘we’ or ‘I’.
5.) FOCUS ON(/USE) POSITIVE LANGUAGE: পজিটিভ এক্সপ্রেশন ব্যবহার করা। কারণ, নেগেটিভ Effects of Words এ অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। Euphemism(positive) :: Dysphemism(negative)
যেমন- She found it challenging to understand. :: She did not understand it.
She is physically challenged. :: She cannot walk.
In developing countries :: In third world countries
আরও কিছু ব্যাপার ক্লিয়ার জেনে রাখুন-
Language-related hesitation vs content-related hesitation : the candidate pauses because he/she is struggling with vocabulary or grammar. (Active or passive, if, when, even if). It is a problem. It will lower your score.
Content-related hesitation: the candidate pauses to think about his/her answer to the question. It is not a problem. It will not lower your score.
Uses idiomatic language: idiomatic language does not mean idioms or phrases. expressions that are natural to a native speaker.
FAQ:-
How can I improve my speaking score?
You can improve your score by making sure you answer each question fully.
Before the test, practice speaking as often as you can and make sure that you can talk for two minutes on a topic. Do not try to learn answers for the test. Studying all aspects of English including pronunciation, vocabulary and grammar will also help improve your IELTS score.
Make good eye contact with the examiner from the moment you enter the room, and answer in a polite and friendly way. Your body language is an important part of communicating.
The speaking test is a formal situation, so it is important to use appropriate body language.
কিভাবে বাসায় বসে IELTS স্পিকিং অনুশীলন করবেন–
Total Preparation/Practice Guidelines:
- Mimic: same Topic/clips many times – at least 20 to 100 times
- Listening – same clips many times
- Reading – same passage many times (5/6 times – 50/100 times)
- Video tape
- Pair practice
- Mock–4 to 6
Section-wise প্রশ্ন ধরণ: IELTS Speaking টেস্ট ফরম্যাট–
পার্ট ১: পরিচয়পর্ব / Introduction and Interview (ডু ইউ লাইক)
IELTS Speaking part 1:
পার্ট ১ এ-
সময়ঃ (৪-৫) মিনিট
প্রশ্নঃ ৪-৫ মিনিটের ভিতর প্রশ্ন করবে ১০-১১ টি।
এই অংশকে পরিচিতি পর্ব বলা যেতে পারে।
পরীক্ষক সবার আগে নিজের পরিচয় দিয়ে শুরু করবেন, এরপর পরীক্ষার্থীকে নিজের ব্যপারে বলতে বলবেন।
প্রশ্নের উপর ভিত্তি করে পার্ট ওয়ানকে আবার ৩ ধরনের প্রশ্ন টাইপে বিভক্ত করা যায়।
প্রথম:
প্রশ্ন করবে: ৩টি
বিষয়: house, hometown, Work, Study, Family, Leaving ইত্যাদি নিয়ে প্রশ্ন করবে।
উদাহরন: সবার প্রথমে, আপনার নাম(Name), জন্মস্থান/কোথায় বাস করেন[Birth-place/hometown, house/apartment], পেশা(আপনি কি করেন) অর্থাৎ ছাত্র নাকি চাকরিজীবী ওইসব সম্পর্কে[Study/work]), আপনার শখ(Hobby), কি বিষয় পছন্দ(favourite), পরিবারে কে কে আছে[Family], এই ধরনের প্রশ্ন করা হবে আপনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে।
এই অংশটি মূলত ডিজাইন করা থাকে পরীক্ষার্থীকে ভারমুক্ত করার জন্য, যেন আপনি সংকোচ কাটিয়ে সাবলীলভাবে কথা বলা শুরু করতে পারেন।#IELTS #IELTS tips #Basic IELTS #speaking #ielts speaking #ielts speaking tips #speaking e valo korte
দ্বিতীয়:
প্রশ্ন: ৪টি
বিষয়: একটি শর্ট টপিকের উপর প্রশ্ন করবে
উদাহরন: এরপর, কথা বলার এক পর্যায়ে পরীক্ষক আপনার ভাষাগত দক্ষতা বোঝার জন্য আপনি কোন শহরে থাকেন, সেই শহরের description জিজ্ঞেস করতে পারে; আপনার শখ, আপনার পছন্দের বিষয় ইত্যাদি প্রাথমিক ব্যপার নিয়েও জিজ্ঞেস করতে পারেন/আলোচনা হতে পারে।
তৃতীয়:
প্রশ্ন: ৪টি
বিষয়: আরেকটি শর্ট টপিকের উপর প্রশ্ন করবে
উদাহরন:
মেথড/techniques:
<> Try to show fluency: পার্ট ১ এ প্রশ্ন করবে দ্রুত। আনসারও দিতে হবে দ্রুত।
<> Never just give a one-word answer
<> Give a reason: তবে প্রতিটি আনসারের সাথে কারনটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। যেমন:
Question: What is your favorite color?
Answer: My favorite color is white because white is the color of peace.
(Give a reason or a number of reasons: প্রশ্নে why/why not থাকেলেও উত্তরে reasonটা বলেবন, না থাকেলও reasons বলবেন।)
<> If appropriate or needed, give (an) example(s).
<> Give short, simple answers but use full sentences
<> Stop with confidence: উত্তরটা দিয়ে থামতে হবে কনফিডেন্টের সাথে।
<> Smile at the examiner
<> Don’t worry about vocabulary and grammar
Some important things to remember:
- i. Tense
- ii. Singular or plural
- iii. Extreme words such as everyone, all, must, should, have to
Technique/Strategies for IELTS SPEAKING Part 01:
প্রথমে, (Greeting the examiner) + (familiar topic):
সবার আগে, পরীক্ষক নিজের পরিচয় দিয়ে শুরু করবেন, এরপর পরীক্ষার্থীকে নিজের ব্যপারে ৩-৪টা প্রশ্ন করবেন, সেগুলো হল:
1. What is your full name, please?
Answer: My full name’s Ikhtiar Uddin Muhhamod Bin Bokhtiyar Khijli.
2. What should I call you?
Answer: You can call me Ikhtiyar. Please, call me …
Just call me …
3. May I see your identification, please?
Answer: yes, here it is. Yes, here you go.
Yes, here you are.
4. Are you a student or a job holder? Or do you work or study?
এরপর, সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন-
familiar topic: (usually about you and easy things) (4-5 minutes)
1.) Topics are familiar.
পার্ট ২: Q-Card (কিউ কার্ড/ Question Card)
প্রশ্নঃ একটি Q-card কার্ড দেয়া হবে যেখানে (৩-৪)টি প্রশ্ন দেয়া থাকবে।
সময়ঃমোট (৩-৪) মিনিট এর টেষ্ট,
যেখানেে Q-card এর ঐ নির্দিষ্ট টপিকে (১-২) মিনিট টানা কথা বলতে হবে।
আর, কথা বলার আগে (১-২) মিনিট এ একটি কাগজ-পেন্সিল দেয়া হবে ভাবা-নোট নেয়ার জন্য।
— নোট করতে হবে ১ মিনিট
-
- a family member,
- a friend,
- a historical figure / a celebrity.
৩. Describe an event/experience(memory) | ঘটনা( আনন্দের দিন, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের পার্টি, বন্ধুদের সাথে কাটানো সময় ইত্যাদি)
৮. technology related
৯. Skll related
১০. others All (random topics)
1st, • Understanding the task/topic (চিন্তা করা/ভাবা) – Use one minute
2nd, • Write bullet points on paper (নোট করা) – Use one minute
3rd, • Describe each bullet point (বলা) – Use 15-40 seconds answering each bullet point
Describe the topic as a story (most interesting, easiest): যখন কথা বলেবন, গল্পের মত, যা জীবেনর সাথে ঘটেছে, ঐগুলো কল্পনা করে, বিষয়টা আপনার চােখের সামনে আছে, এটা ভেবে বলবেন[don’t need to tell the truth in the IELTS exam]।
How to start:
Introductory sentences (then talk about the topic)
Directly:
a. Now I’m going to talk about …,
b. Now I’d like to talk about …
c. Now, I’m going to describe …
d. Now, I’d like to describe …
1. As I said earlier …,
2. At the beginning, I mentioned,
3. I don’t think I’ve described …
4. Now, what else can I say?
5. I’d just like to add something about …
6. One thing I forgot to mention …
7. As I said earlier …
8. At the beginning, I mentioned,
9. I don’t think I’ve described …
10.Now, what else can I say?
11.I’d just like to add something about …
12.One thing I forgot to mention …
How to link your ideas?
একটা bullet point এর answer করে, আরেকটা শুরু করার আগে একটা cohesive device বলে বুঝিয়ে দেবেন যে আপনি পরের প্রশ্নের answer শুরু করেছেন।
• Moving on to/turning to/next …
• Regarding/about …/later/afterwards/next
• As far as (question) is/are concerned, /later •
• 4 And finally,
নিশ্চয়ই মনে কৌতুহল হচ্ছে যে টপিকের ধরণ কেমন হবে? সবার আগে আমি বলবো, এই নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। আপনার কোনো ধারণাই নেই, এমন কোনো টপিক আপনাকে দেয়া হবেনা। একটা কথা মনে রাখবেন, এই টেস্ট আপনার স্পোকেন ফ্লুয়েন্সি মাপার জন্য, আপনার জ্ঞান মাপার জন্য না। (তাই বলে সাজিয়ে-গুছিয়ে যাচ্ছেতা বলে আসাটা আবার মোটেই ভাল হবেনা!)
– ভোকাবুলারির দিকে,
– সেন্টেন্স স্ট্রাকচারের দিকে,
– উচ্চারণের দিকে(/স্টোরি টেলিং)।
এক্ষেত্রে, আমরা জানি যে মূলত ৮টা টপিক থেকেই প্রশ্ন করা হয়, তাই ওই ৮ টি টপিকের প্রত্যেকটা টপিক এর কিছু বাক্য আগ থেকেই শিখে নেব।
১. ভোকাবুলারিঃ এই সেকশনে ফোকাস দিতে হবে ভোকাবুলারির উপর। প্রতিদিন অন্তত ১০ টি ভোকাবুলারি বাক্যসহ শিখার চেষ্টা করুন। ব্রিটিশ কাউন্সিলের ভোকাবুলারি অ্যাপ।
— IELTS এর জন্য আলাদা করে হাজার হাজার ভোকাবুলারি শিখতে হয় না। আপনার দৈনন্দিন জীবনে বহুলপ্রচলিত যে ইংরেজি শব্দ গুলো ব্যবহার করেন সেগুলোকে রিপ্লেস করে সে জায়গায় একটা আনকমন সিনোনিম ব্যবহার করুন।
একটা স্টোরি বলি দেখেনঃ- আমি ঘুরতে পছন্দ করি, অনেক ঘুরাঘুরি করি, তো শেষবার আমি একজন ব্যক্তির ইনভিটেশনে কক্স বাজার ঘুরতে গিয়েছিলাম, অনেক কিছু দেখেছি, এনজয় করেছি, অনেক খাবার খেয়েছি।
— জায়গা সম্পর্কিত বাক্য ও ভোকাবুলারি ব্যবহার করতে পারবো,
— খাবার সম্পর্কিত বাক্য ও ভোকাবুলারি ব্যবহার করতে পারবো।
নমুনা প্রশ্ন-উত্তরঃ-
(নমুনা)প্রশ্ন ১ঃ– Describe a film/movie actor from your country who is very popular.
You should say:
- – Who this actor is –
- – What kinds of films/movies he/she acts in
- – What you know about this actor’s life And
- – explain why this actor is so popular.
উত্তরঃ–
Note taking:—
- Salman Shah
- Romantic, family, social
- Very short acting life – 4 years – died early
- Very stylish, acting, good looking, nice manly voice, etc.
Sample answer:–
Probably the year was 1995 or 1996, my cousin was telling me that Salman Shah didn’t die. He was resurrected. A that time a movie was released called ‘Satter Mtittu Nei, in which the actor played the leading role. It is important to tell that the movie was released probably after he died. Or my cousin watched it after his death. I’m talking about Salman Shak who had a very short film career, of only four years, but achieved fame that would last for generations. He was a star, a mega star in our film industry in the 1990s. He acted in around 30 something movies but died a mysterious death.
Salman Shah was born in Sylhet in an aristocratic Muslim family. His father was a first-class civil servant. He had a younger brother who currently lives in the UK along with his mother.
Most of his movies were romantic in nature. Some blockbuster hits were Keyamot theke Keyamot, and Denmohor. I watched his movies in the 2000s, many years after his death. I also became a fan of him.
The reasons why people still remember him are several. First, he was a smart actor. He knew his role well. Of course, he was good-looking. Third, his gesture, posture, dress sense, and the types of characters he played all fitted with each other. Some of his styles are still popular, especially the haircut. It also needs to be told that most of his movies resonated with the desires of the many young men and women in our country.
answer(Speking)==
Now, I’m going to describe a movie actor who was and is still very popular.
- His name is Salman Shah, a heart-throb of many people during the 1990s.
- Moving on to the types of movies he acted in, mostly he acted in romantic films. Besides, some of his films were social and family orientated. One or two were action types. In total he probably worked in 34 to 35 films.
iii. Regarding his life: well, he had a very short film career. Probably 4 years. His birthplace is Sylhet but he lived in Dhaka. He was from an aristocratic family. He was married when he died. He died a mysterious death. Many of his fans and his family members claim he was murdered. His death is still a mystery.
iv. And finally, for several reasons he is still very popular. His hair, dress styles are still followed. It means he was very stylish, probably one or two generations ahead in terms of style. What he did in 1990s is done today. Then, he was good looking and charming. More importantly, his acting and the type of movies he acted in created a craze in Bangladesh at that time. Young generation became dye-hard fans of him. Many people named their children after his name.
পার্ট ৩: Q-Card রিলেটেড প্রশ্ন আলোচনা / Two-Way Discussion
— যেই টপিকের ওপর আপনি Part 2 এর টেস্ট দিয়েছেন, পার্ট ৩ তে সেই টপিকেই পরীক্ষক আপনার সাথে কথা বলবেন/ক্রিটিকাল আলোচনা করবেন। টপিক কার্ড সেশনে যা যা বললেন, সেটার ওপরেই কিছুটা আলোচনা করা হবে। আপনার বক্তব্যের বিশেষ কোন লাইন নিয়ে ওরা আরেকটু ডিটেইলস জানতে চাইতে পারে। চেষ্টা করবেন সব বাড়িয়ে উত্তর করতে, ব্যাখ্যা করতে; এতেই আপনার স্কোর মূল্যায়ন হবে।
— এছাড়াও, এই পার্টে আপনাকে মতামত দেয়া, অনুমান করা, ভবিষদ্বাণী করা, অতীত বা ভবিষ্যতের সাথে তুলনা করতে বলা হবে।
যেমন- আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আগামী ১০০ বছরের মধ্যে যুগান্তকারী আবিষ্কার কি হতে পারে বলে আপনি মনে করেন(মতামত)।
এখানে ফলো করতে হবে কিছু স্টেপ।
১. Fluency and Coherence -25% mark
২. Vocabulary -25% mark
৩. Grammar -25% mark
৪. Pronunciation -25% mark
প্র্যাকটিসের জন্য- makkar speaking বইটি অথবা ক্যামব্রিজ সিরিজ দেখতে পারো।(( makkar speaking এর বইটা যেভাবে শেষ করবে-https://www.youtube.com/@tanjeemsieltsspokenarc76 ))
(Hacks)-
Common Question Pattern-
# *** Discussionএ ৯৫% ক্ষেত্রে এক ধরনের কোশ্চেন কমন পাওয়া যায়-
হয় past রিলেটেড প্রশ্ন করা হয়
অথবা, future রিলেটেড প্রশ্ন করা হয়।
উদাহরণ স্বরূপ- শপিং হেবিটিস, মোবাইল ফোন রিলেটেড ইত্যাদি প্রশ্ন করার ক্ষেত্রে জিজ্ঞেস করবে-
- অতীতে তুলনায় মানুষ এখন বেশি শপিং করে কিনা?
do you think that nowadays people buy more things or people shop more rather than in the fast……, what are the differences of, - আগামীতে মানুষের কি কি ধরনের শপিং হ্যাবিটের পরিবর্তন আসবে?
What did you do in your laser time when you were a child?
IELTS স্পিকিং পার্ট ৩ এর Discussion part এর কিছু সমস্যা ও তার সহজ সমাধানঃ-
# Discussionএ খুব দ্রুত প্রশ্ন করায় ielts Part 3 এর কোশ্চেনটি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মনে থাকছে না, এজন্য যা যা করতে হবে-
- বাংলায় মূলভাব অনুমান করার চেষ্টা করাঃ প্রশ্নটা ইংরেজিতে মনে রাখার চেষ্টাই করবো না, ডাইরেক্ট মনে মনে বাংলায় মূলভাবটা বুঝি নেওয়ার চেষ্টা করতে হবে, এরপর আনসার করবে.
- কিছু কিওয়ার্ড মনে রাখাঃ পুরা প্রশ্নটা না বুঝলেও কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে
# বড় প্রশ্নের ক্ষেত্রে, আনসার করার সময় প্রশ্নটা রিপিট করার দরকার নাই(ছোট প্রশ্ন হলে সেক্ষেত্রে রিপিট করা যেতে পারে) , তখন উত্তরটা দিব এভাবে- (এভাবে শুরু করব, আনসার করা শুরুটায় হিমশিম খেয়ে কঠিন ভাবে শুরু করা দরকার নাই)
- yes, I think so it’s very significant blah blah blah (পজেটিভ উত্তরের ক্ষেত্রে)।
- No, don’t support it blah blah blah । (নেগেটিভ উত্তরের ক্ষেত্রে)।
Techniques for Speaking Part 3:
1. Stating or explaining your own view:- well, I think (I believe, I presume, I reckon)
2. Giving relevant examples:- for instance, for example
3. (Giving reasons) Explaining how and why something happens:- this happens because
4. (Saying a condition) Saying what would, could, should or might happen:- if that happened then,
5. Suggesting a solution to a problem:- one way of dealing with this is
6. Explaining another side to the issue:- on the other hand, some people believe …
Agreeing and disagreeing:
Sometimes the examiner will give you an opinion and then ask ‘would you agree with that’
Some ways to begin your answer:-
1. Oh no, not at all.
2. Well, I think there are valid points for both. 3. I totally agree with that.
4. I think I would probably have to say no.
5. To a certain extent, yes.
6. I completely disagree.
7. I can see your point, but …
8. Yes, I think that’s absolutely right.
9. I think it depends on the situation/country/person.
10. It seems to me that there are two sides to consider.
Test tip: don’t be afraid to disagree with the opinions the examiner expresses. These are not necessarily what the examiner thinks or believes. It is simply a chance for you to showcase your language and ideas.
আলোচনায় কোনো কিছু না বুঝলে যা বলবেন –
Problemগুলো :: Solutionগুলো (দেয়া হল)
the candidate doesn’t understand the question :: I’m not really sure what you mean.
the candidate hasn’t heard the question properly :: I’m sorry, could you repeat the question?
the candidate has made a mistake :: Sorry, I meant to say…
the candidate isn’t sure how to answer :: honestly, I have no idea.
# tips:-
formal vs informal words in speaking
অন্যদিকে, Ielts writing ignore informal word list–

যে কোন টপিকে Speaking এর জন্য Phrase Wordগুলো শিখে প্রয়োগ করুন-
1. Opening Statements
2. Closing statements
3. Beginning the Main Body of Your Speech
4. Building on Your Idea
5. Expressing/Stating Your Opinions
6. Speculating and Expressing Possibilities
7. Agreeing and Disagreeing
8. Comparing and Contrasting
Just as, / In the same way, / At the same time, / also,
Either…or,
Neither…nor,
9. Clarifying the Questions
10. Transition Words
11. Conditionals
Time phrases-
nowadays
At the moment
At present
Right now
These days
Previously,
Decades ago,
before
then
IELTS Speaking পার্ট ১, ২, ৩ (বিস্তারিত)
Speaking Part 1(বিস্তারিত): এ প্রশ্নগুলো আপনাকে করবেই!
What is your full name?
My full name is __Asraful alam____. Most people call me Asraful, and I prefer to be called Asraful.
Where are you from?
I’m from Raojan, a peaceful and picturesque town in the Chattogram Division of Bangladesh. It’s known for its lush landscapes, friendly community, and a relaxed pace of life. It’s a place where you can truly enjoy natural beauty and traditional culture.
Do you work or study?
Answer: I’m currently a student. I recently completed my four-year bachelor’s degree in Finance from GAM Chartered College. Now, I’m aiming to pursue an MBA abroad, so I’m preparing for the IELTS exam to achieve that goal. I believe further studies will enhance my career prospects and broaden my global perspective.
অথবা,
I recently completed my bachelor’s degree in Physics and have been preparing for the GRE exam for the past few months. My goal is to study abroad, so l’m focusing on improving my English and preparing for university applications.
(আমি সম্প্রতি পিজিক্স থেকে আমার স্নাতক ডিগ্রী সম্পন্ন করেছি এবং গত কয়েক মাস ধরে GRE পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার লক্ষ্য বিদেশে অধ্যয়ন করা, তাই আমি আমার ইংরেজি উন্নতি ও বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতির দিকে মনোনিবেশ করেছি।)
Additionally, I work part-time as a content writer on my personal website. I create articles on various topics, focusing on areas like [insert your niche, e.g., technology, education, travel, etc.]. It allows me to improve my writing skills, manage my time effectively, and explore my creativity.
“Working on my website is both a hobby and a source of income. I enjoy writing because it helps me express my thoughts and connect with a wider audience online.”
Alongside this, I am also preparing for further studies, so I balance both work and academic preparation.”
Can you describe your family?
I come from an extended family of five members. My mother is a devoted homemaker, and I have three siblings, including an elder brother who is married. As the second son, I share a close bond with my family, and we always support each other. Family gatherings are special to us, and we cherish the time we spend together.
Do you live in a house or an apartment?
I live in a house that has a beautiful garden and a small pond, making it a peaceful place to relax. It has four bedrooms, a spacious kitchen, a cozy living room, and a balcony that offers a nice view. I really enjoy the comfort and space it provides.
Can you describe the area where you live?
I live in a lively neighborhood that blends urban convenience with natural beauty. There are several parks for outdoor activities and a variety of shops, restaurants, and cafes nearby. Public transportation is easily accessible, connecting us to other parts of the town. Overall, it’s a friendly community where neighbors greet each other, and I really enjoy the welcoming atmosphere.
Apartment/ House/ Accommodation নিয়ে কথা বলতে একটি টেমপ্লেট
➤ Question: Can you describe your house or apartment?
Answer:
• “I live in a house_ that is situated{সিচুএইটেড} in a small village_ on the edge/outskirts of(/close to/adjacent to) a nearby town.
• My house is modest but(/yet) comfortable, covering(/It’s) about 2000 square feet,
• with (/It has/ It features) two bedrooms, each with a spacious balcony, a (cozy) living room, and a small garden at the front.
• It’s surrounded by (lush) greenery, which makes it a very peaceful and relaxing place to live.
• The design is modern(/contemporary), with(/allowing) plenty of natural light and (fresh) air.
• “Although it’s located in a village, it is conveniently close to the town, allowing easy access to shops, restaurants, schools, and other facilities within a short drive, making it ideal for families.”
• I enjoy living there because it offers a perfect balance between the quiet/tranquility/peace of rural life and the convenience/advantages/benefits of being near(/close to) an urban area.”
অথবা,
I live in a modern apartment in Feni, which is a residential area. It’s about 2000
square feet, with three bedrooms and two spacious balconies. The design is contemporary,
allowing plenty of natural light and air. One of the balconies has a small garden where I enjoy my
mornings. Feni is a peaceful neighborhood with easy access to shops, restaurants, and schools,
making it perfect for families. Overall, my apartment is comfortable, well-located, and enhances
our quality of life. I love living here.
(আমি ঢাকার লালমাটিয়া আবাসিক এলাকায় একটি আধুনিক অ্যাপার্টমেন্টে থাকি। এটি প্রায় 1200 বর্গফুট, তিনটি
বেডরুম এবং দুটি প্রশস্ত ব্যালকনি সহ। নকশাটি সমসাময়িক, প্রচুর প্রাকৃতিক আলো এবং বাতাস আসার সুযোগ দেয়।
ব্যালকনিগুলির একটিতে একটি ছোট বাগান রয়েছে যেখানে আমি আমার সকাল উপভোগ করি। লালমাটিয়া হল
একটি শান্তিপূর্ণ এলাকা যেখানে দোকান, রেস্তোরাঁ এবং স্কুলে সহজে যাতায়াত করা যায়, যা এটিকে পরিবারের জন্য
উপযুক্ত করে তুলেছে। সামগ্রিকভাবে, আমার অ্যাপার্টমেন্টটি আরামদায়ক, ভালো স্থানে অবস্থিত এবং আমাদের
জীবনযাত্রার মান উন্নত করে। আমি এখানে বসবাস করতে ভালোবাসি।)
Hometown বা যেকোন Place কে বর্ননা করতে কিছু Vocabulary
# A vibrant place (একটি প্রাণবন্ত জায়গা): Dhaka is a vibrant place.
# Bustling streets (ব্যস্ত রাস্তা): It has bustling streets.
# Rich culture (উন্নত সংস্কৃতি): It has rich culture.
# Historical landmarks (ঐতিহাসিক নিদর্শন): It has historical landmarks.
→ My hometown is known for/ is famous for/ is renowned for…………….
its lush greenery (তার সবুজের সমারোহ জন্য)
its serene landscapes (তার শান্ত প্রাকৃতিক দৃশ্য)
its vibrant community spirit (তার প্রাণবন্ত সম্প্রদায়ের চেতনার)
→ it has ……………
tranquil lakes(শান্ত হ্রদ),
charming markets(মনমুগ্ধকর বাজার),
lots of interesting traditions(প্রচুর আকর্ষণীয় ঐতিহ্য).
➤ Can you tell me a bit about your hometown?
• My hometown is Feni, (আমার বাড়ি ফেনী,)
• which is located in Chitagong division. (যা অবস্থিত চিটাগং বিভাগে।).
• Feni is renowned for its lush greenery, serene landscapes and vibrant community spirit. (ফেনী বিখ্যাত হয় তার সবুজের সমারোহ, শান্ত প্রাকৃতিক দৃশ্য ও প্রাণবন্ত সম্প্রদায়ের চেতনা জন্য।)
• It has charming markets, tranquil lakes and lots of interesting traditions (এটিতে রয়েছে মনোমুগ্ধকর বাজার, শান্ত হ্রদ, এবং প্রচুর আকর্ষণীয় ঐতিহ্য।)
➤ What do you like the most about your hometown?
→ I particularly appreciate ……………in my hometown.(আমি আমার শহরের ……………বিশেষভাবে প্রশংসা করি।)
the natural beauty (প্রাকৃতিক সৌন্দর্য)
the variety of resorts (রিসর্টের বিভিন্নতা)
the historical sites (ঐতিহাসিক স্থানগুলি)
→ …………….makes it a delightful place. (…………….এটিকে একটি আনন্দদায়ক জায়গা করে তুলেছে।)
The lush greenery (সবুজের সমারোহ)
The serene atmosphere (নির্মল পরিবেশ)
The blend of modern amenities (আধুনিক সুযোগ-সুবিধার মিশ্রণ)
Speaking Part 2 (বিস্তারিত): Q-card [All Templates]
Speaking Part 2: Answer Method
Method : 01 : প্রথমেই খেয়াল করবেন, Cue Card কোন Tense দেওয়া আছে? Cue Card যে Tense দেওয়া থাকবে, আপনাকে Same Tense উত্তর দিতে হবে।
Method : 02 : আপনার উত্তর গুলো যেন সব সময় লজিক্যাল হয় এবং সিরিয়ালি বলে যান [এক্ষেত্রে General Structureটি(Introduction, Main Body, Conclusion) ফলো করতে পারেন]।
Method : 03 : 2 minutes শেষ না হওয়া পর্যন্ত উত্তর দিয়ে যাবেন তবে খেয়াল রাখবেন, প্রশ্নের সব গুলো উত্তর যেন করা হয়।
Method : 04 : (Be Concise Yet Detailed) অবশ্যই কিছু Natural Expression রাখবেন এবং উত্তর ন্যাচারিলি দিয়ে যাবেন। “Contraction” এর ব্যবহার করবেন।
Method : 05 : কমপক্ষে ৪/৫ টি Complex Sentence বলে যাবেন ।
Method : 06 : (Use Relevant Vocabulary) কমপক্ষে ৫/৭ টি higher Level এর word এবং Phrase বলে যাবেন।
Method : 07 : (Add a Personal Touch) সব সময় এমনভাবে উপস্থাপনের চেষ্টা করবেন, যাতে মনে হয় উত্তর গুলো আপনার জীবনের experience থেকে বলা হয়েছে।
Speaking Part 2: General Structure
- Introduction:(টপিকটা নিয়ে সার্বিক বক্তব্য)
- Briefly introduce the topic.
- Paraphase/Restate the prompt to show you understand the question. যেমন- singing কে to sing বলা।
- Main Body: (প্রশ্নে যে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো ধরে ধরে উত্তর করব)
- Address the bullet points provided in the prompt.
- Expand on each point with relevant details, examples, and personal experiences.
- Conclusion:(টপিকটা নিয়ে যা যা বলেছি সেগুলোর মুল বক্তব্য পেশ করব)
- Summarize your main points.
- Conclude with a final thought or opinion on the topic.
Speaking Part 2 Preparation Guide(যেভাবে প্রস্তুতি নিবেন): নিজস্ব Template Use করবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। এক্ষেত্রে, Answer Method ও General Structure টি যেন অনুসরণ করা হয়।
Now let’s take a look at some example questions and templates you can use for your answers to maximize your band score.
- a family member,
- a friend,
- a historical figure / a celebrity.
৩. Describe an event/experience(memory) | ঘটনা( আনন্দের দিন, বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের পার্টি, বন্ধুদের সাথে কাটানো সময় ইত্যাদি)
৮. technology related
৯. Skll related
১০. others All (random topics)
Topic: 01 [ People]
- 1. Describe a person you know who has chosen a career in the medical field (e.g. a doctor, a nurse). (Previous Makkar Question 1)
- 2. Describe a person who likes to read a lot. (Previous Makkar Question 2)
- 3. Describe a person who likes to make things by hand (e.g. toys, furniture). (Previous Question 9)
- 4. Describe a person who has strong opinions. (Previous Question 12)
- 5. Describe someone (a famous person) that is a role model for young people. (Previous Question 23)
- 6. Describe a person who encouraged you to achieve your goal. (Previous Question 30)
- 7. Describe a person who thinks music is important and enjoys music. (Previous Question 37)
- 8. Describe a person who likes to buy goods with low prices. (Previous Question 39)
- 9. Describe a person you are happy to know. (Previous Question 45)
- 10. Describe a person you met at a party and enjoyed a conversation with. (Previous Question 55)
- 11. Describe a person you know who likes to talk a lot. (Previous Question 59)
- 12. Describe a sportsperson/athlete that you admire. (Previous Question 63)
- 13. Describe a person who always has interesting ideas or opinions. (Previous Question 71)
- 14. Describe a successful businessperson you know. (Previous Question 72)
- 15. Describe a person you would like to study or work with. (Previous Question 74)
- 16. Describe a person who inspired you to do something interesting. (Previous Question 77)
- 17. Describe a person who speaks your native language (e.g., Hindi) very well. (Previous Question 70)
- 18. Describe an interesting person that you have not met in person and would like to know more about. (Previous Question 69)
Topic: 02 [ Events/Experiences]
- 19. Describe a time when you lost an important and valuable item. (Previous Question 3)
- 20. Describe a time when you answered a phone call from someone you didn’t know in a public place. (Previous Question 4)
- 21. Describe a time when you helped a family member/relative with something. (Previous Question 8)
- 22. Describe a time that you showed something new to others. (Previous Question 10)
- 23. Describe a time you taught something new to a younger person. (Previous Question 41)
- 24. Describe a journey by public transport that you enjoyed. (Previous Question 42)
- 25. Describe a time when you received money as a gift. (Previous Question 44)
- 26. Describe a time when you missed or were late for an important meeting/event. (Previous Question 57)
- 27. Describe a time when you were late. (Previous Question 75)
- 28. Describe an experience when you changed your school/college or moved to a new place. (Previous Question 82)
- 29. Describe an achievement/success you are proud of. (Previous Question 88)
- 30. Describe something you taught to your friend/relative. (Previous Question 81)
- 31. Describe a time when someone gave you something you really wanted/a gift you received. (Previous Question 90)
- 32. Describe something that you did with someone/a group of people. (Previous Question 22)
- 33. Describe a risk you took that you thought would lead to a terrible result but ended up with a positive
- result. (Previous Question 26)
- 34. Describe something you did that made you feel proud. (Previous Question 20)
- 35. Describe something you did in your study/work that made you feel confident. (Previous Question 18)
- 36. Describe a challenge you faced that was difficult. (Previous Question 15)
- 37. Describe a time that something changed your life in a good way. (Previous Question 68)
Topic: 03 [ Places]
- 38. Describe a crowded place you have visited. (Previous Question 14)
- 39. Describe an ideal and perfect place where you would like to stay (e.g., a house, an apartment). (Previous Question 16)
- 40. Describe a place where you have taken photos more than once. (Previous Question 28)
- 41. Describe a tourist attraction that very few people visit but you think is interesting. (Previous Question 29)
- 42. Describe a place (city/town) that is good for people to live in. (Previous Question 40)
- 43. Describe a place where you would like to go to relax (FUTURE TENSE). (Previous Question 60)
- 44. Describe a place you visited where the air was polluted. (Previous Question 53)
- 45. Describe a historical building you have been to. (Previous Question 54)
- 46. Describe a park or a garden in your city. (Previous Question 65)
- 47. Describe a beautiful city. (Previous Question 66)
- 48. Describe a place where there was a lot of noise. (Previous Question 80)
- 49. Describe a place/country where you would like to live/work for a short period of time. (Previous Question 83)
- 50. Describe a public facility (e.g., a museum or a library) that has been renovated and improved recently.(Previous Question 51)
- 51. Describe a movie you watched recently. (Previous Question 7)
- 52. Describe a sport that you have only watched before but have not played yourself. (Previous Question 32)
- 53. Describe something you would like to learn in the future. (Previous Question 50)
- 54. Describe a subject that you would like to learn in the future. (Previous Question 24)
- 55. Describe an activity you enjoyed in your free time when you were young. (Previous Question 49)
- 56. Describe a film that impressed you a lot. (Previous Question 64)
- 57. Describe a daily routine that you enjoy. (Previous Question 52)
- 58. Describe an online video in which you learned something new. (Previous Question 11)
Topic: 05 [ Food]
- 59. Describe your favorite food at a traditional festival or a special event in your country. (Previous Question 5)
- 60. Describe a special meal that someone made for you. (Previous Question 34)
- 61. Describe an unusual meal that you had. (Previous Question 87)
Topic: 06 [ Personal Items]
- 62. Describe something you own that you want to replace. (Previous Question 43)
- 63. Describe a picture/photograph of you that you like. (Previous Question 21)
- 64. Describe your favorite place in your house where you can relax. (Previous Question 56)
- 65. Describe a uniform you wear (at your school or company) or wore at school. (Previous Question 62)
Topic: 07 [ Opinions/Feelings]
- 66. Describe a new law you would like to introduce in your country. (Previous Question 33)
- 67. Describe a piece of good news that you heard about someone you know well. (Previous Question 46)
- 68. Describe a complaint you made and were satisfied with the result. (Previous Question 48)
- 69. Describe a piece of technology that you find difficult to use. (Previous Question 85)
- 70. Describe a long-term goal you would like to achieve. (Previous Question 61)
- 71. Describe a time when you wore your favorite clothes. (Previous Question 58)
- 72. Describe a piece of good news you heard from others. (Previous Question 79)
- 73. Describe an advertisement that you don’t like. (Previous Question 76)
- 74. Describe an area of science (e.g., biology, robotics) that you are interested in. (Previous Question 73)
- 75. Describe a historical period you would like to know more about. (Previous Question 86)
Topic: 08 [ Social/Environmental Issues]
- 76. Describe a new development in your country or area where you live (e.g., shopping center, park). (Previous Question 19)
- 77. Describe a natural place (e.g., parks, mountains). (Previous Question 25)
- 78. Describe an important plant in your country. (Previous Question 38)
- 79. Describe a development in your country like a shopping center, park, etc.. (Previous Question 91)
১। Describe a person (Q-card Solve করার টেকনিক)-
You will often be asked to describe a person in the IELTS exam. This could be-
- a family member,
- a friend,
- a historical figure, or a celebrity.
The question will require you _ to talk about the person’s personality, character, or both.
01.1 Prompt: a family member
1. Describe someone who cares about you a lot.
2. Describe a person whom you like very much.
3. Describe the person whom you admire most.
4. Describe a person you know for a long.
5. Describe a senior person whom you like a lot.
6. Describe a person who has a great influence on your life.
7. Describe someone who is very close to you.
8. Describe someone you like to spend time with.
9. Describe a person who is similar to you.
01.2 Prompt: a friend
Answer:
Describe one of your neighbours : teacher
01.3 Prompt: a historical figure / a celebrity
- 1) Describe a teacher who has influenced you in your education
- 2) Describe a person who accidentally became your friend
- 3) A famous person you know in your country
- 4) Describe an old person you admire
- 5) Describe one of your neighbours
বাক্যসমুহ-
- Made a strong impact – My mother has made a strong impact on me.✔
- Created a memorable mark – My mother has created a memorable mark on my life.
- Left an indelible mark – My mother has left an indelible mark on me.
- Resonated deeply – My mother has resonated deeply in my life.
- Made a profound impression – My mother has made a profound impression on me.
- Engraved in memory – My mother has engraved herself in my memory.
- Struck a chord – My mother has struck a chord in my heart.
- Made a significant imprint – My mother has made a significant imprint on my life.
- Etched into memory – My mother has etched her love into my memory.
- Had a lasting influence – My mother has had a lasting influence on who I am.
2# commendable quality (প্রশংসনীয় গুণাবলী)
Family member, Sport coach,researcher, historian || he/she
<>
# A profound understanding (একটি গভীর বোঝার ক্ষমতা)
# hold a prominent position (প্রসিদ্ধ অবস্থান থাকা/একটি বিশিষ্ট পদ থাকা)
২। Describe a place – (Q-card Solve করার টেকনিক)-
1. Describe a place you have visited recently:
a. Where is the place located?
b. Why did you choose to visit it?
C.What did you do there?
d. How did you feel about the visit?
2. Describe a place by the sea/ocean/river that you have visited:
a. Where is the place located?
b. Why did you choose to visit this waterfront location?
C. What activities did you engage in while you were there?
d. How did the presence of water impact your experience?
3. Describe a place you would like to visit in the future:
a. Where is this place?
b. What interests you about it?
C. What activities or attractions would you like to experience there?
d. Why do you want to visit this place specifically?
4. Describe a quiet place you know:
a. Where is the place located?
b. Why do you consider it quiet?
C. How often do you visit this place?
d. How does being in this quiet place affect your mood?
5. Describe a place where you like to study or work:
a. Where is this place located?
b. Why do you find it suitable for studying or working?
c. What kind of atmosphere does it offer?
d. How does this place help you concentrate?
6. Describe a place that has a special meaning to you:
a. Where is the place situated?
b. How often do you visit it?
c. Why is this place meaningful to you?
d. What memories or experiences are associated with it?
a place(টপিকটির) cue card গুলো সমাধানের জন্য নিচের Vocab/Phrase-idiom গুলো কাজে লাগাবো-
1. A bustling place: Cox’s Bazar is a bustling place.
কক্সবাজার একটি জমজমাট জায়গা।
2. A thriving tourist destination: Cox’s Bazar is a thriving tourist destination.
কক্সবাজার একটি সমৃদ্ধ পর্যটন কেন্দ্র।
3. Breathtaking views: Cox’s Bazar has breathtaking views.
কক্সবাজারের মনোমুগ্ধকর দৃশ্য রয়েছে।
4. A special atmosphere: Cox’s Bazar has a special atmosphere.
কক্সবাজারের একটি বিশেষ পরিবেশ রয়েছে।
5. Do a lot of sightseeing: During my time there, I did a lot of sightseeing.
সেখানে থাকাকালীন, আমি অনেক দর্শনীয় স্থান পরিদর্শন করেছি।
6. Explored the iconic landmarks: During my time there, I explored the iconic landmarks.
সেখানে থাকাকালীন, আমি বিখ্যাত দর্শনীয় স্থানগুলি অন্বেষণ করেছি।
7. Cozy ambiance: The cozy ambiance made it perfect to relax.
আরামদায়ক পরিবেশটি বিশ্রামের জন্য একদম উপযুক্ত করে তুলেছিল।
8. Offer endless things to see: Cox’s Bazar offers endless things to see.
কক্সবাজার অসংখ্য দর্শনীয় স্থান অফার করে।
9. Offer endless things to do: The beach offers endless things to do.
সমুদ্রসৈকত অফার করে অসংখ্য কাজ করার সুযোগ।
10. Enjoying the stunning views: I enjoyed the stunning views of the ocean.
আমি সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছি।
11. Savoring local street food: I savored local street food by the beach.
আমি সমুদ্রসৈকতের পাশে স্থানীয় স্ট্রিট ফুড উপভোগ করেছি।
12. There was never a dull moment: There was never a dull moment during my visit.
আমার ভ্রমণের সময় একটুও বিরক্তিকর মুহূর্ত ছিল না।
13. Struck me the most : The beauty of the beach struck me the most.
সমুদ্রসৈকতের সৌন্দর্য আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।
14. Left a lasting impression on me: The trip left a lasting impression on me.
ভ্রমণটি আমার ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।
15. It was over too quickly: The visit was over too quickly.
ভ্রমণটি খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল।
16. How time had flown by: I couldn’t believe how time had flown by.
সময় কীভাবে দ্রুত কেটে গেছে, তা আমি বিশ্বাসই করতে পারিনি।
17. Experience came to an end: The experience came to an end too soon.
অভিজ্ঞতাটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল।
18. Offers something for everyone: Cox’s Bazar offers something for everyone.
কক্সবাজার সবার জন্য কিছু না কিছু অফার করে।
19. Was an unforgettable experience: It was an unforgettable experience.
এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল।
20. Stunning landscapes: The stunning landscapes were amazing.
দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল অসাধারণ।
21. Welcoming ambiance: The welcoming ambiance made me feel at home.
আতিথেয় পরিবেশটি আমাকে ঘরের মতো অনুভূতি দিয়েছিল।
উদাহরণ ১ বিস্তারিত –
1. Describe a place you have visited recently:
a. Where is the place located?
b. Why did you choose to visit it?
C.What did you do there?
d. How did you feel about the visit?
Solution: I recently visited Cox’s Bazar, which is a bustling and thriving tourist destination located in Bangladesh. I chose to visit this place because I had heard a lot about its breathtaking views and special atmosphere.
During my time there, I did a lot of sightseeing and explored the iconic landmarks that make Cox’s Bazar unique. The cozy ambiance of the place made it perfect for unwinding. The sound of waves hitting the shore added to the relaxing vibe. The beach stretched far and wide, offering endless things to see and do. Whether it was enjoying the stunning views, savoring local street food, or simply watching families having picnics, there was never a dull moment.
The multicultural environment of Cox’s Bazar struck me the most. People from different parts of the country came to enjoy its beauty. Vendors were selling souvenirs that reflected the local culture, and I noticed a diverse blend of cuisines available, which added to the rich experience.
Visiting Cox’s Bazar left a lasting impression on me. The breathtaking views, the sound of the waves, and the friendly atmosphere created memories that I will cherish. It was over too quickly, and I couldn’t believe how time had flown by during the visit. As the experience came to an end, I felt a mix of happiness and sadness- happy for the wonderful time I had and sad that it was time to leave.
Cox’s Bazar truly offers something for everyone. With its hotels, resorts, and recreational activities, it caters to visitors seeking relaxation and adventure alike. It’s a place where the beauty of nature meets the warmth of a diverse culture.
In conclusion, my recent visit to Cox’s Bazar was an unforgettable experience. The place’s stunning landscapes, multicultural environment, and welcoming ambiance made it a journey worth cherishing.
অনুবাদঃ আমি সম্প্রতি কক্সবাজারে গিয়েছিলাম, যা বাংলাদেশের একটি জমজমাট এবং সমৃদ্ধ পর্যটন কেন্দ্র। আমি এই জায়গাটি ভ্রমণের জন্য বেছে নিয়েছিলাম কারণ আমি এর মনোমুগ্ধকর দৃশ্য এবং বিশেষ পরিবেশ সম্পর্কে অনেক শুনেছিলাম।
সেখানে থাকাকালীন, আমি অনেক দর্শনীয় স্থান পরিদর্শন করেছি এবং কক্সবাজারের অনন্য দর্শনীয় স্থানগুলি অন্বেষণ করেছি। জায়গার আরামদায়ক পরিবেশ এটিকে বিশ্রামের জন্য একদম উপযুক্ত করে তুলেছিল। সমুদ্রের ঢেউয়ের শব্দ প্রশান্তির অনুভূতি তৈরি করেছিল। সমুদ্রসৈকত অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, যেখানে দেখার ও করার অসংখ্য সুযোগ ছিল। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা, স্থানীয় স্ট্রিট ফুড খাওয়া, বা শুধু পরিবারগুলিকে পিকনিক করতে দেখা— সবকিছু মিলিয়ে একটুও বিরক্তিকর মুহূর্ত ছিল না।
কক্সবাজারের বহু সংস্কৃতির পরিবেশ আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা এর সৌন্দর্য উপভোগ করতে এসেছিল বিক্রেতারা স্থানীয় সংস্কৃতির প্রতিফলন ঘটানো চারক বিক্রি করেছিল এবং আমি বিভিন্ন ধরনের খাবারের মিশন লক্ষ্য করেছি যা অভিজ্ঞতা থেকে আরও সমৃদ্ধ করেছে।
কক্সবাজার ভ্রমণ আমার ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। মনোমুগ্ধকর দৃশ্য, ঢেউয়ের শব্দ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ এমন স্মৃতি তৈরি করেছে যা আমি সবসময় মনে রাখব। সময় খুব দ্রুত কেটে গিয়েছিল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। যখন অভিজ্ঞতাটি শেষ হয়ে এল, আমি মিশ্র অনুভূতি অনুভব করেছিলাম—চমৎকার সময় কাটানোর জন্য খুশি এবং জায়গা ছাড়ার জন্য দুঃখিত।
কক্সবাজার সত্যিই সবার জন্য কিছু না কিছু অফার করে। এর হোটেল, রিসর্ট এবং বিনোদনমূলক কার্যকলাপের মাধ্যমে এটি শিথিলতা ও অ্যাডভেঞ্চার খোঁজার পর্যটকদের জন্য উপযুক্ত। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতির সৌন্দর্য এবং বহুবিধ সংস্কৃতির উষ্ণতা একসঙ্গে মিশে যায়।
সংক্ষেপে, আমার সাম্প্রতিক কক্সবাজার ভ্রমণ ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। জায়গাটির মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, বহু-সংস্কৃতির পরিবেশ এবং আতিথেয় পরিবেশ এটিকে স্মরণীয় একটি যাত্রা করে তুলেছে।
# https://youtu.be/JCOvHga2Itg
৫. Activity / Hobbies related Vocabulary for IELTS Speaking
passionate about (প্রবল আগ্রহী) – I am passionate about photography; it allows me to capture the beauty of the world. () –
a creative outlet (সৃজনশীল সুযোগ) – Painting provides me with a creative outlet to express my emotions.
a great way to unwind (ক্লান্তিকর কাজের পর আরাম করা সেরা উপায়) – Reading a good book is a great way to unwind after a long day.
immerse myself in (নিজেকে মগ্ন রাখা/করা) – I love to immerse myself in gardening. It’s incredibly therapeutic.
৫। Describe a activity / hobby – (Q-card Solve করার টেকনিক)-
06.Environment related IELTS Speaking: Cue Card এর জন্য Idea + Best Vocabularies
•››› Environment এর Topics গুলো হতে পারে:
- The Growing Threat of Global Warming
- The Effects of Global Warming
- The Impact of Humans on the Environment
- Effective Solutions to Environmental Problems
- Recycling and Sustainable Solutions
- The Positives of Nuclear Power
- The Negatives of Nuclear
Topics Vocbulary:
৭. Technology related IELTS Speaking: Cue Card এর জন্য Idea + Best Vocabularies
Convenient (সুবিধাজনক): Using wireless headphones is convenient for me. [ওয়ারলেস হেডফোন ব্যবহার করা আমার জন্য সুবিধাজনক] || It is very easy for me.(এটি আমার জন্য সুবিধাজনক।)
Labor saving device (যে ডিভাইস গুলো আমাদের পরিশ্রম কমায়): By using technology, people are producing more and more labor saving devices.[ টেকনোলজি ব্যবহার করে মানুষজন এখন পরিশ্রম কুমারের জন্য বিভিন্ন ডিভাইস তৈরি করতেছি]
Emerging technology (উদীয়মান প্রযুক্তি যেটার ব্যবহার দিন দিন ছড়িয়ে/বেড়ে যাচ্ছে): People are getting lots of advantages by emerging technology nowadays. [ প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ায় বর্তমানে মানুষ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে]
Sophisticated high-tech (আধুনিক বা উন্নতমানের প্রযুক্তি): The new smartphone features a sophisticated high-tech camera.
- Browse (খোজা): | often browse internet for new recipes.
- E-commerce: With the rapid growth of e-commerce platforms, consumers now enjoy the convenience of shopping.
- Wireless: The wireless router provides high-speed internet access.
- Privacy: User privacy should be the top priority for the social media platforms.
Indispensable (অপরিহার্য): In this fast paced world, smartphones have become an indispensable tool for communication. (এই দ্রুতগতির পৃথিবীতে, স্মার্টফোন যোগাযোগের একটি অপরিহার্য হাতিয়ার হয়ে উঠেছে)
Glued to the screen (স্ক্রিন ডিভাইসের প্রতি আসক্তি বুঝাচ্ছে): Nowadays, most children are always glued to the screen. (বর্তমানে বেশিরভাগ শিশু মোবাইল ফোনের সাথে আঠার মত লেগে থাকে)
Innovative(উদ্ভাবনী/নতুন): This new smartphone features innovative technology like face recognition. (এই নতুন স্মার্টফোনগুলোতে মুখমণ্ডল শনাক্তকরণের মতো নতুন/উদ্ভাবনী প্রযুক্তি রয়েছে।)
User-friendly (ব্যবহার বান্ধব): Mobile phone is more user friendly than computer.
Breakthrough (যুগান্তকারী/ দারুন সফলতা): The invention of computer was a great scientific breakthrough.
Technophilic/ technophile (টেকনোলজি ব্যবহারে অতি-উৎসাহী/পছন্দকারী ব্যক্তি): My niece is a technophile.
Revolutionary (বিপ্লবী/বৈপ্লবিক): The invention of the smartphone was revolutionary, in my opinion.
eclipse(ছাপাইয়া যাত্তয়া): The rising popularity of smartphones would eventually(অবশেষে) eclipse that of landlines.
Progressive (প্রগতিশীল/উন্নয়নশীল): Al is a progressive technology.
Cutting-edge (অত্যাধুনিক সার্ভিস আছে এমন): Nowadays, Samsung phone has cutting-edge features.
Restriction (নিষেধাজ্ঞা/বাধা): There should be some restriction on using phones by teenagers.
Seamless(বাধাবিহীন): With seamless technological development, work from home is now becoming more common. / We work seamlessly by using mobile phones.
৮. Skill related IELTS Speaking: Cue Card এর জন্য Idea + Best Vocabularies
# important of ____________?
# Gaining/Learning process about ________?
Ideas + Example::
Part 1: Talking About a Skill You Have _____?
Question Example: What skills do you have that are useful in your everyday life?
Answer Template:
• I believe one of the most useful skills I have is [____skill: time management____].
• It helps me in many ways. For example- stay organized and complete tasks on time.[briefly explain how you use the skill]
• I developed this skill through/during university when I had to balance my studies, part-time work, and personal projects. [mention how you learned it, e.g., practice, training, or experience]
• I think it’s essential because it helps me stay productive and reduces stress in my daily life. [explain why the skill is important or valuable in your life].”
Part 2: Describing a Skill You’d Like to Learn
Question Example: Describe a skill you would like to learn.
Answer Template:
• One skill I would really like to learn is [__skill:public speaking__].
• I’ve always been interested in it because [_reason for your interest: it can boost my confidence and help me express my ideas effectively._ ].
• Learning this skill would benefit me in many ways. For example, it could help me [_mention specific advantages, e.g., career opportunities, personal growth, or problem-solving: advance in my career by improving my ability to give presentations or lead meetings_].
• I plan to learn it by [explain how you intend to acquire the skill, e.g., taking classes, self-study, or online courses: joining a public speaking club and practicing regularly.].
• I think it will take [mention estimated time: a few months to feel comfortable,], but I’m excited because [reason why you’re motivated to learn it: it will make a big difference in my personal and professional life.].”
Part 3: Discussing Skills _in Society_
Question Example: What skills do you think are important for success in today’s world?
Answer Template:
• I think some of the most important skills for success today include [list 2–3 skills: communication, problem-solving, and digital literacy].
• These skills are essential because [explain their relevance in modern life: they help people adapt to changes, collaborate with others, and navigate technology-driven environments.].
• For example, [provide a real-world scenario or example: good communication skills are necessary for working in diverse teams.].
• In my opinion, people can develop these skills through [mention ways to learn, e.g., education, experience, or online resources: practice, online learning platforms, and exposure to real-world challenges.].
• As the world continues to evolve, I believe [mention how the importance of these skills might change or grow: these skills will become even more critical for personal and professional growth.].”
IELTS Speaking Part 3 (বিস্তারিত)
(Speaking Part 3) এ ৪ টি ধাপ ফলো করে উত্তর দিন
Template:
Direct Answer: Yes/No/lt depends, সংক্ষিপ্তভাবে টপিক নিয়ে আপনার অবস্থান বর্ণনা করুন ।
Explanation: আপনার উত্তর সমর্থন করার জন্য একটি বা ২ টি কারন প্রধান করুন ।
Personal Example: একটি ব্যক্তিগত গল্প বা টপিকটি সম্পর্কিত উদাহরণ শেয়ার করুন।
Opposite or Alternative Perspective: একটি বিকল্প দৃষ্টিভঙ্গি বা এমন পরিস্থিতি নিয়ে আলোচনা করুন যেখানে আপনার উত্তর পরিবর্তন হতে পারে।
4 techniques to extend your answer.
Technique no.1 – paraphrase thé question/ question সম্পর্কে Comments + LINKING word প্রথম বাক্যটা answer হিসাবে বলব না।
Sample question- what did you do in your leisure time when you were child?
– I did several activities in my free time during my earlier age. First of all, most of the times I played cricket. You know in our of subcontinent; cricket is an extremely popular game. Secondly, I read several novels when I studied at class 7, as far as I could vividly remember those. Moreover, I also did hear different sorts of domestic
and international music.
Technique no.2 – explain why
video more- 4 techniques to extend your answer
Samples/উদাহরণ: Practices
Question 1: Do you think it’s important for people to have hobbies?
Answer:
Direct Answer: Yes, I think it’s very important for people to have hobbies. (হ্যাঁ, আমি মনে করি মানুষের শখ থাকা খুবই গুরুত্বপূর্ণ।)
Explanation: Hobbies help people relax and take a break from their daily routine. They can also help
people learn new skills. (শখ মানুষকে আরাম করতে এবং তাদের দৈনন্দিন রুটিন থেকে বিরতি নিতে সাহায্য করে। তারা মানুষকে নতুন দক্ষতা শিখতেও সাহায্য করতে পারে।)
Personal Example: For example, I started painting a few years ago, and it helped me relax after work.
I also discovered that I enjoy it a lot. (উদাহরণস্বরূপ, আমি কয়েক বছর আগে পেইন্টিং শুরু করেছিলাম, এবং এটি আমাকে কাজের পরে আরাম করতে সাহায্য করেছিল। আমি আরো আবিষ্কার করেছিলাম যে আমি এটি অনেক উপভোগ করি।)
Opposite or Alternative Perspective: Some people might say they don’t have time for hobbies because they are too busy. But I think even a little time spent on a hobby can make a big difference in their life. (কিছু লোক বলতে পারে যে তাদের শখের জন্য সময় নেই কারণ তারা খুব ব্যস্ত। কিন্তু আমি মনে করি একটি শখের জন্য সামান্য সাম নাম করা তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।)
Question 2: Should governments invest more in public transportation?
Answer:
Direct Answer: Yes, I think governments should invest more in public transportation. (হ্যাঁ, আমি মনে করি সরকারকে পাবলিক ট্রান্সপোর্টে আরও বেশি বিনিয়োগ করা উচিত।)
Explanation: Good public transportation can reduce traffic and pollution, making cities nicer and cleaner. It also helps people who don’t have cars. (ভাল পাবলিক ট্রান্সপোর্ট ট্রাফিক এবং দূষণ কমাতে পারে, শহরগুলিকে আরও সুন্দর এবং পরিষ্কার করতে পারে। এটি এমন লোকদেরও সাহায্য করে যাদের গাড়ি নেই।)
Personal Example: For example, when I lived in a city with good public transportation, it was easy for me to get to work without driving. (উদাহরণস্বরূপ, যখন আমি ভালো পাবলিক ট্রান্সপোর্ট সহ একটি শহরে থাকতাম, তখন গাড়ি না চালিয়ে আমার জন্য কাজ করা সহজ ছিল।)
Opposite or Alternative Perspective: Some people might say that building public transportation is too
expensive. But I think the benefits in the long run are worth the cost. (কিছু লোক বলতে পারে যে পাবলিক ট্রান্সপোর্ট খুব ব্যয়বহুল। তবে আমি মনে করি দীর্ঘমেয়াদে সুবিধাগুলি যে টাকা ব্য)
Question 3: Do you think children should be taught to cook at school?
Answer:
Direct Answer: Yes, I think children should be taught to cook at school. (হ্যাঁ, আমি মনে করি বাচ্চাদের স্কুলে রান্না শেখানো উচিত।)
Explanation: Cooking is an important life skill that helps people eat healthy and be independent. Learning to cook also helps kids understand nutrition and try new foods. (রান্না একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা যা মানুষকে স্বাস্থ্যকর খেতে এবং স্বাধীন হতে সাহায্য করে। রান্না করা শেখা বাচ্চাদের পুষ্টি বুঝতে এবং নতুন খাবার খেয়ে দেখতে সহায়তা করে।)
Personal Example: For example, I learned to cook in school, and I still use the recipes I learned. It
made me more confident in the kitchen. (উদাহরণস্বরূপ, আমি স্কুলে রান্না করতে শিখেছি এবং আমি এখনও যে রেসিপি শিখেছি তা ব্যবহার করি। এটা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে রান্নাঘরে।)
Opposite or Alternative Perspective: Some people might think school is already too busy. But I think the benefits of cooking classes are worth making time for.
Vocabulary for IELTS Speaking Topics
- Friends and Family
- Food and Nutrition
- Travel and Tourism
- Modern Technology
- Coronavirus Vocabulary (new)
- Pollution and the Environment
- People, Personalities and Characters
- Fitness and Health
- School and Education
- Work and Careers
- University and Student Life
- Accommodation
- Books, Film and Art
- Climate Change (popular topic)
- Working From Home
- Social Media (popular topic)
- Advertising
- Fashion and Shopping
see more-
(2.) IELTS Topic Related Vocabulary with: (The Word, The Definition, An Example Sentence)
Cue Card- Prompts & Answers : Idea Generation & Explanation
Topic:
Idea Generation (Natural Expression): Likes & Dislikes, একটি Idea দিয়ে একাধিক Topics-এ কথা বলার কৌশল!
Exploring Preferences: Discussing Likes and Dislikes
Prompt:
# Do you like __music__? Why or why not?
Direct 1st Answer ideas- [পছন্দ/অপছন্দ সেটা ডিরেক্ট বলা]
idea1 Ans-
Yes, absolutely/ definitely/ for sure!
+
Idea : I like music. আমি গান পছন্দ করি।
Idea : I (really) love music alot. আমি (সত্যিই) গান অনেক ভালোবাসি।
Idea : I am a big fan of music. আমি সঙ্গীতের একজন বড় অনুরাগী।
Idea : I am really keen on music. আমি সত্যিই সঙ্গীত পছন্দ করি।
Idea : I am fond of music. আমি গান পছন্দ করি।
Idea : I find pleasure in music. আমি সঙ্গীতে আনন্দ লাভ করি।
Idea : I derive immense pleasure from music. আমি সঙ্গীতে অনেক আনন্দ লাভ করি।
Idea : I have an affinity for music. আমার গানের প্রতি ভালোবাসা আছে।
Idea : I am quite passionate about music. (আমি গানের প্রতি বেশ অনুরাগী।)
Idea : Music is something I truly enjoy. (সংগীত এমন কিছু যা আমি সত্যিই উপভোগ করি।)
Idea : I find a lot of joy listening to music. (সংগীত শুনতে আমার অনেক আনন্দ লাগে।)
Idea : I find great joy in exploring __new music__ through _Billboard Hot 100 on the internet___.”
Idea : I love discovering new music on the Billboard Hot 100.
+
Because, It always puts me in a good mood.
Extend (1st) Answer ideas- [কেন পছন্দ/অপছন্দ সেটা কারণ বলা]
idea2 Ans-
Infact,
+
Idea: It can uplift my mood and bring joy to my life. (এটি আমার মনকে ভালো করতে পারে এবং আমার জীবনে আনন্দ আনতে পারে)
Idea: ……., Mainly because it’s so relaxing. (প্রধানত কারণ এটি অনেক আরামদায়ক।)
Idea: It allows me to relax and unwind. (এটি আমাকে আরামদায়ক করতে ও দুশ্চিন্তা মুক্ত হতে সুযোগ করে দেয়।)
Idea: It contributes to my overall well-being. (এটি আমার সামগ্রিক ভালো থাকায় অবদান রাখে।)
Idea: It(/Shopping..etc) creates shared experiences and memories. (এটি একই সাথে অভিজ্ঞতা এবং স্মৃতি তৈরি করে।)
Idea: It(/Gardening…etc) brings a sense of accomplishment. (এটি অর্জনের[/সাফল্যের সাথে শেষ করার] অনুভূতি নিয়ে আসে।)
Idea: It can bring a sense of satisfaction and joy to my life. (এটি আমার জীবনে সন্তুষ্টি এবং আনন্দের অনুভূতি/মনোভাব আনতে পারে।)
Idea: It(/Shopping..etc) allows me to explore new trends. (এটা আমাকে নতুন ধারাগুলো অন্বেষণ করতে সুযোগ দেয়.)
+
,especially after a long day.
Extend (2nd) Answer ideas- [পূর্বের অবস্থার সাথে কম্পেয়ার করে বলা]
Idea : # I remember when I was in high school, my teacher gave me a really good book and inspired me to read more and more.
Idea : # Prior to reading I used to think in a single dimension only, once I started reading my perspective changed towards everything, I started seeing things in a broader way.
Idea : I often _____
*** Time: prior to • previously • earlier • formerly • precede • by the time
Extend (3rd) Answer ideas- [সুবিধা বলা]
Idea : It has helped to grow as a_____ & as well _____ & also helped in______.
Extend (4th) Answer ideas- [উদাহরণ বলা]
Idea : I have some of my favorite ___books____:
–
–
–
এরকম আরো যে সকল প্রশ্নের আনসার করতে পারবে-
Do you like watching films? Why or why not?
Do you like dancing? Why or why not?
Do you love to read the newspaper? Why or why not?
Do you like shopping? Why or why not?
Do you like collecting things? Why or why not?
Do you prefer swimming? Why or why not?
Do you like to use mobile phone? Why or why not?
Do you love to use Facebook? Why or why not?
# যেভাবে একটি Sample Answer মুখস্ত করে IELTS Speaking এ শত শত প্রশ্নের আনসার করবেন।
Do you like reading books? Why or why not?
I love to read alot.
I really love reading books mainly because it’s so relaxing.
I remember when I was in high school, my teacher gave me a really good book and inspired me to read more and more.
It has helped to grow as a person on a personal & as well professional level & also helped in improving my vocabulary.
I have some of my favorite reads-
1.The Forty Rules of Love by Elif Shafak
2.Daring Greatly by Brene Brown
3.Nadia Hashimi Books
4.Murakami’s Killing Commendatore & Men without Women so far
5.Bahut Durr Kitna Durr Hota Hai by Manav Kaul
Samples/উদাহরণ: Practices
Idea One: It can uplift my mood and bring joy to my life.
(এটি আমার মনকে ভালো করতে পারে এবং আমার জীবনে আনন্দ আনতে পারে)
Example:
Q: Do you like music? Why or why not?
A: Yes, I am a big fan of music. Listening to music can uplift my mood and bring joy to my life.
Q: Are you fond of traveling? Why or why not?
A: Yes, I am fond of traveling. Exploring new places can uplift my mood and bring joy to my life.
Q: Do you enjoy reading books? Why or why not?
A: Yes, I am really keen on reading books; it can uplift my mood and bring joy to my life.
Idea Two: It allows me to relax and unwind.
(এটি আমাকে আরাম করতেও দুশ্চিন্তা মুক্ত হতে সুযোগ করে দেয়।)
Example:
Q: Do you like gardening? Why or why not?
A: Yes, I am fond of gardening. Tending to plants allows me to relax and unwind.
Q: Are you interested in photography? Why or why not?
A: Yes, I am really keen on photography. Capturing moments allows me to relax and unwind.
Q: Are you a fan of technology? Why or why not?
A: Yes, I am a big fan of technology. Exploring new gadgets allows me to relax and unwind.
Idea Three: It contributes to my overall well-being.
(এটি আমার সামগ্রিক ভালো থাকায় অবদান রাখে।)
Example:
Q: Are you interested in engaging in community service? Why or why not?
A: Yes, I am really keen on engaging in community service. It contributes to my overall well-being.
Q: Are you a fan of participating in sports? Why or why not?
A: Yes, I am a big fan of participating in sports. It contributes to my overall well-being.
Q: Are you interested in playing musical instruments? Why or why not?
A: Yes, I love playing musical instruments. It contributes to my overall well-being.
Idea Four: It(/Shopping..etc) creates shared experiences and memories.
(এটি একই সাথে অভিজ্ঞতা এবং স্মৃতি তৈরি করে।)
Example:
Q: Do you enjoy traveling to new destinations? Why or why not?
A: Yes, I love traveling to new destinations. It creates shared experiences and memories.
Q: Do you like attending cultural festivals? Why or why not?
A: Yes, I like attending cultural festivals. It creates shared experiences and memories.
Q: Are you a fan of adventure activities? Why or why not?
A: Yes, I love taking part in adventure activities. It creates shared experiences and memories.
Idea Five: It(/Gardening…etc) brings a sense of accomplishment.
(এটি অর্জনের[/সাফল্যের সাথে শেষ করার] অনুভূতি নিয়ে আসে।)
Example:
Q: Do you enjoy helping others in need? Why or why not?
A: Yes, I derive immense pleasure from helping others in need. It brings a sense of accomplishment.
Q: Are you fond of exploring new places? Why or why not?
A: Yes, I derive immense pleasure from exploring new places. It brings a sense of accomplishment.
Q: Do you like cooking? Why or why not?
A: Yes, I derive immense pleasure from cooking. It brings a sense of accomplishment.
Idea Six: It can bring a sense of satisfaction and joy to my life.
(এটি আমার জীবনে সন্তুষ্টি এবং আনন্দের অনুভূতি/মনোভাব আনতে পারে।)
Example:
Q: Are you interested in attending educational workshops? Why or why not?
A: Yes, I have an affinity for attending educational workshops. They can bring a sense of satisfaction and joy to my life.
Q: Do you enjoy learning about diverse cultures? Why or why not?
A: Yes, I have an affinity for learning about diverse cultures. It can bring a sense of satisfaction and joy to my life.
Q: Are you a fan of participating in team sports? Why or why not?
A: Yes, I have an affinity for participating in team sports. They can bring a sense of satisfaction and joy to my life.
Idea seven: It(/Shopping..etc) allows me to explore new trends.
(এটা আমাকে নতুন ধারাগুলো অন্বেষণ করতে সুযোগ দেয়.)
Example:
Q: Are you interested in fashion? Why or why not?
A: Yes, I find pleasure in fashion. It allows me to explore new trends.
Q: Do you enjoy art? Why or why not?
A: Yes, I find pleasure in art. It allows me to explore new trends.
Q: Are you fond of home decor? Why or why not?
A: Yes, I find pleasure in home decor. It allows me to explore new trends.
Topic:
Idea Generation (Natural Expression): Feeling, একটি Idea দিয়ে একাধিক Topics-এ কথা বলার কৌশল!
Exploring Preferences: Discussing about feeling
# explain how you feel about ____?
Idea : >
Idea : >
Idea : >
Idea : >
Idea : >
Idea : >
See more-
https://leapscholar.com/exams/ielts/practice-test/speaking/cue-card
Topic:
Idea Generation (Natural Expression): important, একটি Idea দিয়ে একাধিক Topics-এ কথা বলার কৌশল!
Exploring Preferences: Discussing about important
Prompt:
# Is __reading___ important ? / Do you think _____?
Ans-
Idea : Yes, I believe _____ is important in today’s society, for instance, when………., you need to……….
Samples/উদাহরণ: Practices
Question: Is reading important?
Answer: Yes, I believe reading is important in today’s society,
for instance, when you want to understand news articles or books, you need to be able to
read proficiently. (হ্যাঁ, আমি বিশ্বাস করি আজকের সমাজে পড়া গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ, আপনি যখন সংবাদ নিবন্ধ বা
বইগুলি বুঝতে চান, তখন আপনাকে দক্ষতার সাথে পড়তে সক্ষম হতে হবে।)
Question: Is exercise important ?
Answer: Yes, I think exercise is important in today’s society,
for instance, when you want to maintain good health and fitness, you need to engage in regular physical activities. (হ্যাঁ, আমি মনে করি আজকের সমাজে ব্যায়াম গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ, আপনি যখন সুস্বাস্থ্য এবং
ফিটনেস বজায় রাখতে চান, আপনাকে নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপে নিযুক্ত করতে হবে।)
Question: Is learning a foreign language important?
Answer: Yes, I think learning a foreign language is important in today’s society,
for instance, when you travel or communicate with people from different countries, you need to understand and speak their language. (হ্যাঁ, আমি মনে করি আজকের সমাজে একটি বিদেশী ভাষা শেখা গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ, আপনি যখন ভ্ৰমণ করেন বা বিভিন্ন দেশের লোকেদের সাথে যোগাযোগ করেন, তখন আপনাকে তাদের ভাষা বুঝতে এবং বলতে হবে।)
Question: Is time management important?
Answer: Yes, I believe time management is important in today’s society,
for instance, when you have multiple tasks and deadlines, you need to prioritize and manage your time effectively. (হ্যাঁ, আমি বিশ্বাস করি আজকের সমাজে সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ, যখন আপনার একাধিক কাজ এবং সময়সীমা থাকে, তখন আপনাকে আপনার সময়কে অগ্রাধিকার দিতে হবে এবং কার্যকরভাবে পরিচালনা করতে হবে।)
Question: Is technology important ?
Answer: Yes, I think technology is important in today’s society, for instance, when
you want to communicate quickly or access information, you need to be familiar
with various technological tools and platforms. (হ্যাঁ, আমি মনে করি আজকের সমাজে প্রযুক্তি গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ, আপনি যখন দ্রুত যোগাযোগ করতে চান বা তথ্য অ্যাক্সেস করতে চান, তখন আপনাকে বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম এবং প্ল্যাটফর্মের
সাথে পরিচিত হতে হবে।)
Question: Is cooking important ?
Answer: Yes, I believe cooking is important in today’s society, for instance, when you want to eat healthy meals or entertain guests, you need to know how to cook properly. (হ্যাঁ, আমি বিশ্বাস করি আজকের সমাজে রান্না করা গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ, আপনি যখন স্বাস্থ্য খাবার খেতে চান বা অতিথিদের আপ্যায়ন করতে চান, তখন আপনাকে সঠিকভাবে রান্না করতে জানতে হবে।)
Question: Is education important ?
Answer: Yes, I think education is important in today’s society, for instance, when you pursue a career or wish to broaden your knowledge, you need a good educational background. (হ্যাঁ, আমি মনে করি আজকের সমাজে শিক্ষা গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ, আপনি যখন ক্যারিয়ার গড়তে চান বা আপনার জ্ঞানকে প্রসারিত করতে চান, তখন আপনার একটি ভাল শিক্ষাগত পটভূমি প্রয়োজন।)
Question: Is teamwork important ?
Answer: Yes, I believe teamwork is important in today’s society, for instance, when you work on projects or in a job, you need to collaborate effectively with others. (হ্যাঁ, আমি বিশ্বাস করি আজকের সমাজে টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ, উদাহরণস্বরূপ, আপনি যখন কোনো প্রকল্পে বা কোনো কাজে কাজ করেন, তখন আপনাকে অন্যদের সঙ্গে কার্যকরভাবে সহযোগিতা করতে হবে।)
Topic:
Idea Generation (Natural Expression): Doing something, একটি Idea দিয়ে একাধিক Topics-এ কথা বলার কৌশল!
Exploring Preferences: Discussing about Doing something
Prompt:
# Do you ____enjoy cooking/like to read books/exercise regularly____? Why?
Ans-
Idea : Yes, I do, it……….., So I (often)……….
Samples/উদাহরণ: Practices
,Question: Do you enjoy cooking? Why?
Answer: Yes, I do, it’s a relaxing activity for me, so I often cook meals at home. (হ্যাঁ, আমি করি, এটি আমার জন্য একটি আরামদায়ক কার্যকলাপ, তাই আমি প্রায়শই বাড়িতে খাবার রান্না করি।)
Question: Do you like to read books? Why?
Answer: Yes, I do, it helps me learn new things, so I read books regularly. (হ্যাঁ, আমি করি, এটি আমাকে নতুন জিনিস শিখতে সাহায্য করে, তাই আমি নিয়মিত বই পড়ি।)
Question: Do you exercise regularly? Why?
Answer: Yes, I do, it keeps me fit and healthy, so I go to the gym every week. (হ্যাঁ, আমি করি, এটি আমাকে ফিট এবং সুস্থ রাখে, তাই আমি প্রতি সপ্তাহে জিমে যাই।)
Question: Do you use public transportation? Why?
Answer: Yes, I do, it’s more convenient and economical, so I take the bus to work. (হ্যাঁ, আমি করি, এটি আরও সুবিধাজনক এবং লাভজনক, তাই আমি বাসে নিয়ে যাই।)
Question: Do you enjoy traveling? Why?
Answer: Yes, I do, it allows me to explore new cultures, so I travel whenever I have the opportunity. (হ্যাঁ, আমি করি, এটি আমাকে নতুন সংস্কৃতি অন্বেষণ করতে দেয়, তাই যখনই আমার সুযোগ হয় আমি ভ্রমণ করি।)
Question: Do you watch movies offen? Why?
Answer: Yes, I do, it’s a great way to relax, so I watch movies on weekends. (হ্যাঁ, আমি করি, এটি শিথিল করার একটি দুর্দান্ত উপায়, তাই আমি সপ্তাহান্তে সিনেমা দেখি।)
Question: Do you use social media? Why?
Answer: Yes, I do, it helps me stay connected with friends, so I check my social media accounts daily. (হ্যাঁ, আমি করি, এটি আমাকে বন্ধুদের সাথে সংযুক্ত থাকতে সাহায্য করে, তাই আমি প্রতিদিন আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি পরীক্ষা করি।)
Question: Do you prefer online shopping? Why?
Answer: Yes, I do, it’s more convenient than going to stores, so I often shop online for clothes and electronics.
(হ্যাঁ, আমি করি, এটি দোকানে যাওয়ার চেয়ে বেশি সুবিধাজনক, তাই আমি প্রায়শই জামাকাপড় এবং ইলেকট্রনিক্সের জন্য অনলাইনে কেনাকাটা করি।)
Topic:
Idea Generation (Natural Expression): reason2, একটি Idea দিয়ে একাধিক Topics-এ কথা বলার কৌশল!
Exploring Preferences: Discussing about reason2
Prompt:
# Why do people enjoy ___attending concertse___?
Ans-
Idea : Well, I think people enjoy attending concerts because it offers them a sense of excitement. For example, live performances allow them to explore music in a unique way. Also, it helps them grow by/improving appreciating different genres and artists. Moreover, attending concerts creates lasting memories with friends and other fans/gym buddies. Overall, I believe people love to attend concerts because of the energy, connection to music, and unforgettable moments it provides.
Samples/উদাহরণ: Practices
1 ) Why do people enjoy attending concerts?
Well, I think people enjoy attending concerts because it offers them a sense of excitement. For example, live
performances allow them to explore music in a unique way. Also, it helps them grow by appreciating different genres and artists. Moreover, attending concerts creates lasting memories with friends and other fans. Overall, I believe people love to attend concerts because of the energy, connection to music, and unforgettable moments it provides. (আমি মনে করি মানুষ কনসার্টে অংশগ্রহণ করতে আনন্দ পায় কারণ এটি তাদের উত্তেজনার অনুভূতি প্রদান করে। উদাহরণস্বরূপ, লাইভ পারফরমেন্স তাদের সঙ্গীতকে অনন্য উপায়ে অনুভব করার সুযোগ দেয়। এছাড়া, এটি বিভিন্ন সঙ্গীতশৈলী এবং শিল্পীদের প্রশংসা করতে সহায়ক হয়। তাছাড়া, কনসার্টে অংশগ্রহণ করা বন্ধু ও অন্যান্য ভক্তদের সাথে স্থায়ী স্মৃতি তৈরি করে। মোটকথা, আমি বিশ্বাস করি মানুষ কনসার্টে যেতে ভালোবাসে কারণ এটি শক্তি, সঙ্গীতের সাথে সংযোগ এবং অবিস্মরণীয় মুহূর্তগুলির অভিজ্ঞতা প্রদান করে।)
2) Why do people enjoy going to the gym ?
Well, I think people enjoy going to the gym because it offers them a sense of achievement. For example, working out regularly allows them to explore their physical limits. Also, it helps them grow by improving their fitness. Moreover, going to the gym creates lasting memories with gym buddies. Overall, I believe people love to go to the gym because of the health benefits, physical strength, and motivational environment it provides.
(আমি মনে করি মানুষ জিমে যেতে আনন্দ পায় কারণ এটি তাদের একটি অর্জনের অনুভূতি প্রদান করে। উদাহরণস্বরূপ, নিয়মিত ব্যায়াম তাদের শারীরিক সীমাবদ্ধতাগুলোকে পরীক্ষা করার সুযোগ দেয়। এছাড়া, এটি তাদের ফিটনেস বাড়াতে সহায়ক। তাছাড়া, জিমে যাওয়া জিম সাথীদের সাথে স্থায়ী স্মৃতি তৈরি করে। মোটকথা, আমি বিশ্বাস করি মানুষ স্বাস্থ্যগত সুবিধা, শারীরিক শক্তি, এবং অনুপ্রেরণামূলক পরিবেশের জন্য জিমে যেতে ভালোবাসে।)
3) Why do people enjoy watching movies?
Well, I think people enjoy watching movies because it offers them a sense of escape. For example, watching different genres allows them to explore diverse emotions and stories. Also, it helps them grow by understanding new perspectives. Moreover, watching movies creates lasting memories with friends and family. Overall, I believe people love to watch movies because of the entertainment, learning, and shared experiences it provides.
(আমি মনে করি মানুষ সিনেমা দেখতে আনন্দ পায় কারণ এটি তাদের একধরনের মুক্তির অনুভূতি প্রদান করে। উদাহরণস্বরূপ, বিভিন্ন ধরণের সিনেমা দেখলে তারা নানান আবেগ ও গল্প অনুভব করতে পারে। এছাড়া, এটি নতুন দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমে তাদের বেড়ে ওঠতে সাহায্য করে। তাছাড়া, সিনেমা দেখা বন্ধু ও পরিবারের সাথে স্থায়ী স্মৃতি তৈরি করে। মোটকথা, আমি বিশ্বাস করি মানুষ বিনোদন, শেখার সুযোগ, এবং শেয়ার করা অভিজ্ঞতার জন্য সিনেমা দেখতে ভালোবাসে।)
Topic:
Idea Generation (Natural Expression): reason1, একটি Idea দিয়ে একাধিক Topics-এ কথা বলার কৌশল!
Exploring Preferences: Discussing about reason2
Prompt:
# Why do some people ___prefer to work from home___?
Ans-
Idea : It depends…….. I think if……..if……..
Samples/উদাহরণ: Practices
Question: Why do some people prefer to work from home?
Answer: It really depends. I think if someone enjoys a quieter environment, they might prefer working from home. If some people have a long commute, they might choose to work from home to save time. (এটা সত্যিই নির্ভর করে. কেউ একটি শান্ত পরিবেশ উপভোগ করে, তারা বাড়ি থেকে কাজ করতে পছন্দ করতে পারে। কিছু লোকের দীর্ঘ যাতায়াত থাকলে, তারা সময় বাঁচাতে বাড়ি থেকে কাজ করা বেছে নিতে পারে।)
Question: Why do some people like to travel alone?
Answer: It really depends. I think if someone enjoys solitude, they might prefer traveling alone. If some people want to have complete control over their itinerary, they might choose to travel alone for more flexibility. (এটা সত্যিই নির্ভর করে. আমি মনে করি কেউ যদি নির্জনতা উপভোগ করে, তারা একা ভ্রমণ পছন্দ করতে পারে। যদি কিছু লোক তাদের ভ্রমণপথের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায় তবে তারা আরও নমনীয়তার জন্য একা ভ্রমণ করতে পারে।)
Question: Why do some people enjoy extreme sports?
Answer: It really depends. I think if someone is looking for an adrenaline rush, they might enjoy extreme sports. If some people like challenging themselves physically, they might be drawn to these activities. (এটা সত্যিই নির্ভর করে. আমি মনে করি যদি কেউ তীব্র উত্তেজনা খোঁজেন, তারা দু:সাহসিক খেলা উপভোগ করতে পারে. কিছু লোক যদি নিজেদেরকে শারীরিকভাবে চ্যালেঞ্জ করতে পছন্দ করে, তাহলে তারা এই ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারে।)
Question: Why do some people become vegetarians?
Answer: It really depends. I think if someone is concerned about animal welfare, they might become vegetarians. If some people are focused on their health, they might choose a vegetarian diet for its benefits. (এটা সত্যিই নির্ভর করে. আমি মনে করি যদি কেউ পশু কল্যাণের বিষয়ে উদ্বিগ্ন হয়, তাহলে তারা নিরামিষাশী হতে পারে। যদি কিছু লোক তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেয়, তবে তারা এর সুবিধার জন্য নিরামিষ খাবার বেছে নিতে পারে।)
Question: Why do some people not recycle?
Answer: It really depends. I think if someone finds the process inconvenient, they might not recycle. If some people are unaware of its importance, they might not realize the impact of their actions on the environment. (এটা সত্যিই নির্ভর করে. আমি মনে করি কেউ যদি প্রক্রিয়াটিকে অসুবিধাজনক মনে করে, তবে তারা পুনর্ব্যবহার করতে পারে না। যদি কিছু লোক এর গুরুত্ব সম্পর্কে অবগত না থাকে, তবে তারা পরিবেশের উপর তাদের কর্মের প্রভাব উপলব্ধি করতে পারে না।)
Question : Why do some people prefer to live in the countryside?
Answer: It really depends. I think if someone enjoys peace and quiet, they might prefer the countryside. If some people want to be closer to nature, they might choose to live in a rural area for its natural beauty. (এটা সত্যিই নির্ভর করে. আমি মনে করি কেউ যদি শান্তি ও নিরিবিলি উপভোগ করে তবে তারা গ্রামাঞ্চলকে পছন্দ করতে পারে। কিছু লোক যদি প্রকৃতির কাছাকাছি হতে চায়, তাহলে তারা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য গ্রামীণ এলাকায় বসবাস করতে পারে।)
PPF টেকনিকে ১ টেমপ্লেটে শত শত প্রশ্নের উত্তর! IELTS Speaking
Idea :
[Past] In the past, [পরিস্থিতি বা মনোভাব কেমন ছিল তা বলুন]. People (ব্যাখ্যা করুন কীভাবে জিনিসগুলি করা হয়েছিল বা দেখা হয়েছিল], and ( কোনো চ্যালেঞ্জ বা সচেতনতার অভাব উল্লেখ করুন)
[Present] Nowadays, [ব্যাখ্যা করুন কীভাবে জিনিসগুলি পরিবর্তিত হয়েছে বা উন্নত হয়েছে।. [বর্ণনা করুন নতুন উন্নয়ন, actions, বা trends]. This has [এই পরিবর্তনগুলির প্রভাব বা ফলাফল উল্লেখ করুন)
[Future] In the future, I believe (ভবিষ্যতে আরও পরিবর্তন বা উন্নতির পূর্বানুমান করুন]. We might see [সম্ভাব্য অগ্রগতি বা ফলাফল উল্লেখ করুন] Hopefully, [একটি ইতিবাচক বা চিন্তাশীল উপসংহার দিয়ে শেষ করুন,
Samples/উদাহরণ: Practices
1. How has tourism impacted local communities? (পর্যটন কীভাবে স্থানীয় সম্প্রদায়গুলিকে প্রভাবিত করেছে?
Past: In the past, tourism was relatively low, and many communities were isolated. There were fewer visitors, and local economies relied on traditional livelihoods like farming. (অতীতে, পর্যটনের পরিমাণ তুলনামূলকভাবে কম ছিল, এবং অনেক সম্প্রদায় বিচ্ছিন্ন ছিল। দর্শনার্থীদের সংখ্যা কম ছিল, এবং স্থানীয় অর্থনীতি কৃষি মতো ঐতিহ্যবাহী জীবিকার উপর নির্ভর করত।)
Present: Nowadays, tourism has brought significant economic benefits. Local businesses thrive, and people have more exposure to other cultures. However, there are concerns about over-tourism and environmental damage. (বর্তমানে, পর্যটন উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা নিয়ে এসেছে। স্থানীয় ব্যবসা-বাণিজ্য প্রসারিত হচ্ছে, এবং মানুষ অন্য সংস্কৃতির সাথে আরও পরিচিত হচ্ছে। তবে, অতিরিক্ত পর্যটন এবং পরিবেশগত ক্ষতির বিষয়ে উদ্বেগ রয়েছে।)
Future: In the future, I think sustainable tourism practices will become more popular. Communities might focus on
balancing economic benefits with environmental preservation to ensure long-term growth.
(ভবিষ্যতে, আমার মনে হয়, টেকসই পর্যটনের প্রচলন আরও জনপ্রিয় হবে। সম্প্রদায়গুলো অর্থনৈতিক সুবিধা এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষায় মনোযোগ দিতে পারে, যাতে দীর্ঘমেয়াদী উন্নতি নিশ্চিত করা যায়।
2. How has shopping changed over the years? (বছরের পর বছর ধরে কেনাকাটা কীভাবে পরিবর্তিত হয়েছে?
Past: In the past, shopping was done in physical markets or local stores. People had limited choices, and shopping often required a lot of time and effort. (অতীতে, কেনাকাটা শারীরিক বাজার বা স্থানীয় দোকানে করা হতো। মানুষের কাছে সীমিত পছন্দ ছিল, এবং কেনাকাটা প্রায়ই অনেক সময় এবং পরিশ্রম প্রয়োজন হত।)
Present: Nowadays, shopping has become more convenient with the rise of online platforms. People can shop anytime and have access to a wide variety of products, often delivered to their doorstep. (বর্তমানে, অনলাইন প্ল্যাটফর্মগুলির উত্থানের সাথে সাথে কেনাকাটা আরও সুবিধাজনক হয়েছে। মানুষ যেকোনো সময় কেনাকাটা করতে পারে এবং বিস্তৃত পণ্যের সম্ভার পেতে পারে, যা প্রায়ই তাদের দরজায় পৌঁছে দেওয়া হয়।
Future: In the future, I believe shopping will become even more personalized and efficient, with advancements like virtual reality shopping and drone deliveries. This will make the process even faster and more enjoyable.
(ভবিষ্যতে, আমি বিশ্বাস করি, কেনাকাটা আরও বেশি ব্যক্তিগতকৃত এবং কার্যকরী হয়ে উঠবে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি শপিং এবং ড্রোন ডেলিভারির মতো উন্নতির সাথে। এটি প্রক্রিয়াটিকে আরও দ্রুত এবং উপভোগ্য করে তুলবে।)
3. How has the way people communicate changed over time? (সময়ের সাথে সাথে মানুষের যোগাযোগের পদ্ধতি কীভাবে পরিবর্তিত হয়েছে?
Past: In the past, people mostly communicated through letters or face-to-face conversations. Long-distance communication was slow and costly. (অতীতে, মানুষ সাধারণত চিঠি বা মুখোমুখি কথোপকথনের মাধ্যমে যোগাযোগ করত। দীর্ঘ দূরত্বের যোগাযোগ ধীর এবং ব্যয়বহুল ছিল।)
Present: Nowadays, communication is instant and convenient with mobile phones and social media platforms. It’s easier to stay connected with people anywhere in the world. (বর্তমানে, মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে যোগাযোগ এখন তাৎক্ষণিক এবং সুবিধাজনক। বিশ্বের যেকোনো স্থানে মানুষের সাথে সংযুক্ত
থাকা এখন আরও সহজ।)
Future: In the future, I think communication will become even faster and more immersive, with advancements like holograms and real-time language translation. This will make global interaction even smoother. (ভবিষ্যতে, আমি মনে করি যোগাযোগ আরও দ্রুত এবং আরও গভীর হয়ে উঠবে, যেমন হোলোগ্রাম এবং রিয়েল-টাইম ভাষা অনুবাদের মতো উন্নতির মাধ্যমে। এটি বৈশ্বিক আন্তঃক্রিয়া আরও মসৃণ করে তুলবে।)
4. How has education changed over the past few decades ? (গত কয়েক দশকে শিক্ষা কীভাবে পরিবর্তিত হয়েছে?)
Past: In the past, education was more traditional, with limited resources like textbooks and chalkboards. Most learning was teacher-centered, and technology wasn’t used much. (অতীতে, শিক্ষা আরও ঐতিহ্যগত ছিল, যেখানে টেক্সটবুক এবং চকবোর্ডের মতো সীমিত সম্পদ ছিল। বেশিরভাগ শেখানো ছিল শিক্ষক-কেন্দ্রিত, এবং প্রযুক্তি তেমন ব্যবহার করা হতো না।)
Present: Nowadays, education has become more dynamic and technology-driven. Online classes, smartboards, and digital resources are widely available, making learning more interactive and accessible. (বর্তমানে, শিক্ষা আরও গতিশীল এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। অনলাইন ক্লাস, স্মার্টবোর্ড এবং ডিজিটাল সম্পদ ব্যাপকভাবে উপলব্ধ, যা শেখাকে আরও ইন্টারঅ্যাকটিভ এবং প্রবেশযোগ্য করে তোলে।)
Future: In the future, I believe education will rely even more on technology, like AI tutors and virtual classrooms. Hopefully, this will make education even more inclusive worldwide. (ভবিষ্যতে, আমি বিশ্বাস করি, শিক্ষা আরও বেশি প্রযুক্তির উপর নির্ভরশীল হবে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষক এবং ভার্চুয়াল ক্লাসরুম। আশা করি, এটি বিশ্বব্যাপী শিক্ষা আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।)
Topic: Discussing/Explain about changes
পরিবর্তন বর্ণনা করতে Used to এবং Comparatives এর ব্যবহারঃ-
Structure 1: specific change + past action/habit
Work and Career:
Before I became a manalifesI used to work long hours and handle multiple projects. (আমি একজন ম্যানেজার হওয়ার আগে, আমি দীর্ঘ সময় কাজ করতাম এবং একাধিক প্রকল্প পরিচালনা করতাম।)
Technology and Gadgets:
Before smartphones became popular, people used to use landline telephones and send letters by mail for communication. (স্মার্টফোন জনপ্রিয় হওয়ার আগে, লোকেরা যোগাযোগের জন্য ল্যান্ডলাইন টেলিফোন ব্যবহার করত এবং ডাকযোগে চিঠি পাঠাত।)
Diet and Food Preferences:
Before I adopted a vegan lifestyle, I used to eat meat and enjoy dairy products. (আমি একটি নিরামিষ জীবনধারা গ্রহণ করার আগে, আমি মাংস খেতাম এবং দুগ্ধজাত পণ্য উপভোগ করতাম।)
Living Situations and Locations:
Before moving to the city, we used to live in a small village and enjoy a quiet, rural lifes.
Structure 2: specific time period + past action/habit
Travel and Leisure:
During my college years, I used to visit historical sites and learn about different cultures. (আমার কলেজের বছরগুলিতে, আমি ঐতিহাসিক স্থান পরিদর্শন করতাম এবং বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতাম।)
Social and Cultural Practices:
In the past, families used to have dinner together every night and share stories from their day. (অতীতে, পরিবারগুলি প্রতি রাতে একসাথে ডিনার করত এবং তাদের দিনের গল্পগুলি শেয়ার করত।)
Economic Conditions:
A decade ago, the local economy used to rely heavily on manufacturing and produce a large number of goods.
(এক দশক আগে, স্থানীয় অর্থনীতি ব্যাপকভাবে উৎপাদনের উপর নির্ভর করত এবং প্রচুর পরিমাণে পণ্য উৎপাদন করত।)
Hobbies and Interests:
When I was in school, I used to play cricket with my classmates.
Structure 3: [Subject] used to [verb phrase], but now [subject] [verb phrase]
Travel and Leisure:
We used to stay in cheap places when we traveled, but now we like staying in fancy hotels. (আমরা যখন ভ্রমণ করি তখন সস্তা জায়গায় থাকতাম, কিন্তু এখন আমরা সৌখিন হোটেলে থাকতে পছন্দ করি।)
Work and Career:
Before, I used to work part-time at a small cafe, but now I work full-time as a manager in a big company. (আগে, আমি একটি ছোট ক্যাফেতে খণ্ডকালীন কাজ করতাম, কিন্তু এখন আমি একটি বড় কোম্পানিতে ম্যানেজার হিসাবে পুরো সময় কাজ করি।)
Social and Cultural Practices:
My family used to have small parties at home for holidays, but now we have big parties with lofs of family and friends.(আমার পরিবার ছুটির দিনে বাড়িতে ছোট পার্টি করত, কিন্তু এখন আমাদের অনেক পরিবার এবং বন্ধুদের সাথে বড় পার্টি করি।)
Health and Fitness:
Before, I used to try trendy diets, but now I focus on eating healthy food to stay fit.
Easiest way of topic speaking (3 structures, more than 10 topics)
3 structures:
- was
- used to + v1
- had
1. Childhood memories
2. School life
3. College life
4. University life
5. Teenage life
6. Previous office activities
And so on.
In my school life, I was so intelligent. I used to get good results and I used to become the first girl all the time.
And also I was very naughty as well but I used to obey my teacher all the time and I used to follow their instructions and I used to respect them a lot.
I had a lot of friends. Sometimes we used to arrange group studies which helped us throughout our school life.
During tiffin time, we used to play different types of games, such as, Rumalchor, mangshochor, cricket, football and so on.
I used to maintain my well manner with everyone and I was the captain of my class.
I used to attend different cultural programs, sports and so on. I had a lot of story books and a beautiful school bag which was so special to me during my school life.
i used to get good results.
My teachers used to appreciate me a lot for my intelligence.
I was so friendly. I had a lot of friends and we used to gossip together, we used to go outside after school.
1st structures:
প্রথমেই বলবো, আমি ছোটবেলায়- কেমন ছিলাম? (এক্ষেত্রে was ব্যবহার করব)
In during my childhood, I was a very naughty. I was obedient. I will so studies.
I was intelligent, my mother said that. I will sensible.
2nd structures:
দ্বিতীয়ত বলবো, আমি ছোটবেলায়- করতাম, যেতাম, খেতাম (কোন একটা কাজ আগে নিয়মিত করতাম, এখন করি না, এক্ষেত্রে used to + v1 ব্যবহার করব)।
আমরা বাড়ির সামনে খেলতাম – we used to play in front of our house.
আমি আমার আম্মুকে অনেক জ্বালাতন করতাম – i used to annoy my mother a lot.
আমি বিছানা থেকে লাফিয়ে নামতাম – I used to jump out of my bed.
আমি টম এন্ড জেরি কার্টুন দেখতাম. – are used to watch Tom and Jerry cartoon.
আমি ভিডিও গেমস খেলতাম- I used to play video games.
আমি টিফিন টাইমে ফুচকা খেতাম- i used to eat Puchka during tiffin time.
3rd structures:
তৃতীয়ত বলবো, এটা ছিল/ওটা ছিল (এক্ষেত্রে had ব্যবহার করা হয়)
ছোটবেলায় আমার অনেক গল্পের বই ছিল- In my childhood, I had lots of story books.
ছোটবেলায় আমার খুব সুন্দর একটা পুতুল ছিল – In my childhood, I had a very beautiful doll.
ছোটবেলায় আমার একটা রিমোট কন্ট্রোলড খেলনা গাড়ি ছিল – in my childhood I had a remote controlled toy car.
More Tips
7+ score পেতে হলে যা করবে- paraphase করা।
- যেমন- gerund কে infinity করা।
- synonyms ব্যবহার করা।
#
Hobby এবং Freetime নিয়ে আলোচনা। Talking about Interest and hobbies in English
#
মুঞ্জিরিন শহীদের আরো বিস্তারিত দেখুন
সকল পোস্ট টেন মিনিট স্কুল
IELTS Speaking Phrases- অত্যন্ত শর্ট লিস্ট এবং কার্যকর। asp
#
# IELTS Band 7 Speaking Test | REAL EXAM | Munzereen Shahid
https://fb.watch/iThLpFdn_u/https://youtu.be/7QJpkHw_RTw
IELTS band Score -7.5 Speaking part 2।। ielts speaking part 2 class bangla
tips and tricks: বিস্তারিত
see the pdf and practice more and more –
https://drive.google.com/file/d/1pm2-v2Xy9VLf6-cSG7a10JQ_YCaWzhJO/view?usp=drive_link
আর, simon & liz এর এই ২টা website ফলো করাই যথেষ্ট –
- https://www.ielts-simon.com/ielts-help-and-english-pr/ielts-speaking/
- https://ieltsliz.com/ielts-speaking-free-lessons-essential-tips/
এই আর্টিকেল দেখবেন-
- IELTS Speaking vocabulary: Which words to use to get a high score?
- https://www.pikdigg.com/tips-to-get-a-good-score-in-ielts-speaking/
IELTS স্পিকিংএরজন্যকিছুঅনলাইনসহায়িকা–
কি কি বই কিনবেন IELTS স্পিকিংএরজন্য ?
Makkar Cue- Card
part2 এর Makkar Cue- Card গুলো Topic wise দেওয়া হলো। (একসাথে)







Person রিলেটেড Topic wise (১৮টা) Makkar Cue Card গুলো-

Place রিলেটেড Topic wise (১২টা) Makkar Cue Card গুলো-

object রিলেটেড Topic wise (১৩ টা) Makkar Cue Card গুলো-

event রিলেটেড Topic wise (১৬টা) Makkar Cue Card গুলো-

Mixture(Person,place,event,story) রিলেটেড Topic wise (২৪টা) Makkar Cue Card গুলো-


important এ ১৮ টা Cue Card দেখে যাবেন (উত্তর সহ)
যারা দুই এক মাসের মধ্যে পরীক্ষা দিবেন তারা অবশ্যই স্পিকিং এর এই ১৮ টা Cue Card দেখে যাবেন।















Ielts Speaking Real exam (নমুনা প্রশ্ন- সম্পূর্ণ সেট)
Speaking Exam – April 22, 2022
Venue: Rajshahi British Council
Shared by: Tasminara Khushbu
__
Part 1
1. Do you work or study?
2. What type of TV shows do you like to watch?
3. What is your favorite color?
4. Tell about Children’s good habits & How they learn bad habits?
5. How do parents teach their children about good habits?
6. What type of colors you don’t want to use to decorate your room?
7. What kind of TV programs did you like to watch in your childhood?
#(& More regarding above topics)
___
Part 2
Cue cards-
Describe a habit that your friend has and you want to develop.
# and do your friend have any other good habits?
___
Part 3
1. How can we develop social customs?
2. What is the good effect of custom in our society?
3. Do you think there are any bad effects of social custom?
#(& 2 or 3 More questions regarding social customs)
___
“Examiner একজন বাংলাদেশী মহিলা ছিলেন । উনি অনেক হেসে হেসে কথা বলছিলেন এবং খুব ক্যাজুয়াল একটা কনভারসেশন ছিল আমাদের । উনার কথা শুনে মনে হচ্ছিল যে উনি অনেক আগে থেকে আমাকে চিনেন । উনা ছিল ‘শাফায়াত হক সাদিয়া’ ।”