Screenshot 10 16 2023 10.08.26

011 Grammar for IELTS (Topics Based)

 

 

Narration/Speech

 

Transformation of Sentences

 

 

 Connector/Linking word

joiners,

Turners,

​Linkers of sequence

 

কোনো বাক্যে Illustration অর্থাৎ উদাহরণ/ব্যাখ্যা জাতীয় কিছু বুঝাতে নিচেরশব্দগুলো ব্যবহার করবে:–

  • for example/For instance/to (As an) illustrate(উদাহরণস্বরুপ)
  • Such as,Namely (যথা; যেমন;অর্থাৎ,উদাহরণস্বরুপ)
  • Iike/as (মত,যেমন)
  • as it were/as if/as though(যেন)
  • Including(সেই সঙ্গে)
  • mainly/most (most)importantly(প্রধানত)
  • Proof of this(এটা প্রমাণিত)
  • as proof(প্রমাণস্বরুপ)
  • demonstrate/ To clarify (দেখানো; প্রমাণরা/প্রতিপাদন করা)
  • As a rule(সাধারণত; সচরাচর)
  • In general/Generally(সাধারণত)

 

  • Metaphor (এটা Simile এর মত, তবে Simileটা Metaphor এর মত না) = sub + be verb(am, is,are,was,were) + noun (She is an angel. Time is money.)
  • Allegory (hidden meaning থাকে অর্থাৎ বলা হবে একটাকিছু, আর বুঝানো হবে আরেকটা কিছু) = Avengers

 

Gerund এন্ড participle দিয়ে বড় বাক্য তৈরি =

 

Grammar for IELTS: Syllabus

পাপের শহর

 

Gerund VS Participle

Participle কাজ করে adjective এবং verb এর। যেমনঃ A barking dog seldom bites. I saw a flying bird. উপরের দুটি বাক্যে barking এবং flying একই সাথে adjective এবং verb এর কাজ করে ।

Gerund কাজ করে verb এবং noun এর। এটি মূলত noun. যেমনঃ Walking is good for health. Swimming is a good exercise. I like gardening . Walking, swimming, gardening এই তিনটি শব্দ verb এবং noun এর কাজ করে।

Gerund এবং participle দেখতে এক হলে ও একনা।এদের কাজ ভিন্ন।

Gerund

1 : (v+ing)

2: এটি sen এ sub ও obj হিসেবে বসে।

3: Noun এর কাজ করে।

Reading is my favourite hobby .

Reading এখানে জিরান।

participle

1 :(v+ing)

2: sen এ verb এবং Adj হিসেবে বসেছে।

This is an interesting story

এখানে interesting participle হিসেবে।

এখন কথা হইলো যে অনেক সময় participle sub হিসেবে বসে তখন চিনব কেম্নে?

সিম্পল শর্টকাট বলি

যদি সেন্টেস এ sub টা অর্থ ক্রস করে তাইলে Gerund অর্থ ক্রস না করলে participle

Reading book is my favourite hobby

বই পড়া আমার প্রিয় শখ।

এখানে সেন্টেস এর sub অর্থ ক্রস করছে তার মানে এটা Gerund.

Reading room is the best room of my house.

পড়ার কক্ষ সব চেয়ে ভালো কক্ষ আমার ঘরের মধ্যে।

এখানে খেয়াল করেন অর্থ ক্রস করে নি Reading room পড়ার কক্ষ। আর Reading book বই পড়া অর্থ ক্রস করছে।

যদি অর্থ ক্রস করে জিরান নাহ করলে পার্টিসিপেল।

ধন্যবাদ।

Gerund ও Present participle-এর মধ্যে পার্থক্য:

  1. Gerund noun of act বা work–এর ন্যায় কাজ করে, Present participle ‍adjective-এর ন্যায় কাজ করে।
  2. Gerund কোন sentence-এর subject হিসাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু present participle কোন sentence-এর subject হিসাবে ব্যবহৃত হতে পারে না।
  3. Sentence-এর মূল verb-এর পর -ing-যুক্ত verb থাকলে তা gerund, participle নয়।
  4. Preposition-এর পর -ing-যুক্ত verb থাকলে তা gerund, participle নয়।
  5. -ing-যুক্ত verb যদি compound noun তৈরীতে ব্যবহৃত হয়, তবে তা gerund. আর ing-যুক্ত verb যদি অসমাপ্ত বা চলমান কাজ বুঝাতে ব্যবহৃত হয়, তবে তা present participle.

Gerund বা Participate মূলত non-finite verb এর প্রকার।প্রথমেই জেনে নেই Gerund এবং Participle এর উৎপত্তি।

  • v1 (base form) + ing = Gerund, যা কাজ করে parts of speech “noun” এর মত
  • v1 (base form) + ing = Participle, যা কাজ করে parts of speech “adjective” এর মত।

মনে রাখবেন,

  1. Gerund কে verbal noun বলে।যেহুতু এই noun এর উৎপত্তি verb থেকে।
  2. Participle কে verbal adjective বলে।যেহুতু এই adjective এর উৎপত্তি verb থেকে।
  3. Gerund ও Participle উভয়ই verb হতে উৎপত্তি কিন্তু কোনোটিই verb নয়।

একটি বাক্যে Gerund এর অবস্থান জানতে গেলে আগে জানতে হবে Noun বাক্যের কোথায় বসতে পারে।অর্থাৎ Noun এর position ই হচ্ছে Gerund এর পজিশন।

Gerund একটি বাক্যে ৫ টি অবস্থানে বসে।

  1. Sentence এ Subject হিসেবে Gerund বসে। যেমন, Walking is called the best exercise. এই বাক্যে walking বাক্যের শুরুতে বসেছে। তাই “ing” যুক্ত এই শব্দটি Gerund।
  2. Sentence এ Object হিসেবে Gerund বসে। যেমন, I like swimming. এই বাক্যে swimming হলো gerund যেটা বাক্যে object এর জায়গায় বসেছে।
  3. Preposition এর object হিসেবে Gerund বসে। যেমন, He is a fond of riding bicycle. এই বাক্যে riding হলো Gerund যেইটা Preposition এর পরে object হিসেবে বসেছে।
  4. Complemet হিসেবে Gerund বসে। যেমন, Seeing is believing. ( অর্থ : যা দেখা যায় তাই বিশ্বাসযোগ্য), His profession is teaching. এই দুইটি বাক্যে teaching এবং believing হলো Gerund।
  5. Compound Noun হিসেবে Gerund বসে।যেমন, Walking stick has been lost. (অর্থ: হাঁটার লাঠিটি হারিয়েছে।) , Taking exercise is a good habit. এই দুইটি বাক্যে Waking এবং Taking Gerund যথাক্রমে stick এবং exercise এই noun দুইটির পূর্বে বসে একসাথে Compound noun হয়েছে।
  • লক্ষণীয়, দুইটি word ই যদি অর্থ প্রকাশে একে অপরের পরিপূরক এবং একসাথে বসে।তবে তাকে Comound বলে।আর যদি সেই word টি noun এর অবস্থানে থেকে noun এর মত কাজ করে, তবে তাকে Compound Noun বলে।

এবার আসি Participle এর কোথায়।

Participle মূলত ৩ প্রকার।

  1. Present Participle = v1+ing
  2. Past Participle = v3 বা verb এর past participle
  3. Perfect Participle = Having + v3

Participle একটি বাক্যে ৪ টি অবস্থানে বসে।

  1. Noun এর পূর্বে pre-modifier (adjective) হিসেবে বসে। যেমন, I saw a walking man. অথবা A barking dog seldom bites. (অর্থ : ঘেউ ঘেউ করা কুকুর কম কামরায়। এই দুইটি বাক্যে Barking আর walking হলো Participle।
  2. Object এর পর post modifier (adjective) হিসেবে Participle বসে। যেমন, I saw the man waking. (অর্থ : আমি মানুষটিকে হাঁটতে দেখেছিলাম) এই বাক্যে walking হলো Participle. কেননা , শব্দটি noun “man” এর পরে post-modifier / adjective হিসেবে বসেছে।
  3. Intransitive verb এর পর participle হিসেবে বসে।যেমন, The girl entered the room smiling. (অর্থ : মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো।) She went away dancing. (অর্থ : সে নাচতে নাচতে চলে গেলো) এই বাক্য দুটিতে “smiling এবং dancing” participle হিসেবে ব্যবহৃত হয়েছে।কেননা, শব্দ দুইটি যথাক্রমে intransitive verb “entered ও went” এর পরে বসেছে।
  4. Gerund এর পাঁচ প্রকার অবস্থান ছাড়া অন্য কোথাও ing যুক্ত verb থাকলে তা participle হয়।যেমন, Hearing the noise, the child woke up. The old man sitting there is happy. (অর্থ : সেখানে বসে থাকা মানুষটি খুশি)। Riding on a horse, he went to distant place. (অর্থ : ঘোড়ায় চড়ে সে অনেক স্থানে গিয়েছিল) উপরেই তিনটি বাক্যে “Hearing, sitting, riding” participle হিসেবে বসেছে। কেননা শব্দগুলো যে অবস্থানগুলোতে বসে সেই সেই জায়গাগুলোতে Gerund এর বসার কথা নয় ।এছাড়াও শব্দগুলো noun এর পূর্বে Adjective হিসেবে বসেছে।

এছাড়াও Participle চেনার একটি উপায় :

Participle সর্বদাই চলমান (continuous) অবস্থাকে ইঙ্গিত করে।

যেমন, I saw the man singing.

অর্থাৎ, আমি মানুষটিকে গান গাইতে দেখেছিলাম। তার মানে আমি যখন দেখেছিলাম তখন মানুষটির গান গাওয়ার কাজটি চলমান ছিল।

Gerund এবং Participle এর তুলনামূলক বিশ্লেষণ :

  • v1+ing = gerund and participle
  • Gerund একটি noun কিন্তু Participle একটি adjective
  • Gerund দ্বারা “স্তির” অবস্থাকে প্রকাশ করে কিন্তু Participle দ্বারা “চলমান” অবস্থাকে প্রকাশ করে।
  • Sentence এ Gerund এর অবস্থান ৫ জায়গায়।আর Participle এর অবস্থান ৪ জায়গায়।
  • Gerund কে verbal noun বলে আর Participle কে verbal adjective বলে।

আশা করি, এই উত্তর টি পড়ার মাধ্যমে আপনি আর কোনোদিন Gerund এবং Participle এর কাউকে গুলিয়ে ফেলবেন না।এবং এগুলোর তুলনা মূলক পার্থক্য করতে পারবেন।

যাইহোক, (Quora) করাতে এইটা আমার জীবনের প্রথম উত্তর।জানিনা কার কেমন লাগবে।তবে ভালো লাগল অবশ্যই একটা অ্যাপভোট এর প্রত্যাশী।আর হ্যা, যেহুতু প্রথম উত্তর তাই কোনো ভুল হলে কমেন্ট করে জানাবেন, আমি ঠিক করার চেষ্টা করবো।ভালো থাকবেন, ধন্যবাদ।

Gerund & Participle চেনার বিভ্রান্তির সমাধান
(৫ টি নিয়মের বিস্তারিত)
নিয়ম ০১
বাক্যের শুরুতে verb+ing + noun as object (subject হিসেবে) থাকলে যদি পরবর্তী verb টি singular হয় তাহলে প্রারম্ভিক verb+ing টি gerund হবে।
Peeling onions makes me cry.
(পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদায়)
Planting trees helps prevent soil erosion.
(গাছপালা রোপণ করা মাটিক্ষয় রোধ প্রতিরোধ করতে সাহায্য করে)
Amassing wealth often ruins health.
(সম্পদ পুঞ্জীভূত করা প্রায়ই সুস্থতা/স্বাস্থ্য ধ্বংস করে)
এখানে Peeling, Planting, Amassing হচ্ছে gerund কারণ, makes, helps, ruins এরা singular verb
আর finite verb টি plural হলে প্রারম্ভিক verb+ing টি
present participle হবে। এক্ষেত্রে উক্ত verb+ing টি কাজ করা বুঝায়।
Falling objects obey the law of gravity.
(পড়ন্ত বস্তু মাধ্যাকর্ষণের সূত্র মেনে চলে)
Hibernating animals survive the winter in suspended animation.
Exciting possibilities were/are opening up for me in the new job.
এখানে obey, survive, are/were হচ্ছে plural verb তাই falling, hibernating, exciting হচ্ছে present participle
কিন্তু এখানে পরে plural verb দেখে gerund + plural noun = plural compound কে যাতে গুলিয়ে না ফেলেন তাই সতর্কতা দরকার।
এক্ষেত্রে সামনের verb+ing হচ্ছে gerund
Washing machines are timesaving devices.
Washing machines have standard measurements to fit under kitchen units.
(বাক্য দুটোতে washing হচ্ছে gerund)
নিয়ম ০২
Article এবং noun এর মাঝে gerund এবং participle চেনার উপায়
Gerund হলে A (noun) for (verb+ing) হবে।
আর Participle হলে A (noun) is (verb+ing) হবে।
Gerund: A swimming pool
A pool for swimming
Participle: A swimming girl
A girl is swimming
Gerund: A sleeping room
A room for sleeping
A sleeping pill
A pill for sleeping
Participle: A sleeping child/baby
A baby/child is sleeping
সহজ কথায়, meaningful continuous tense করা গেলে present participle আর না করা গেলে gerund
কিন্তু এক্ষেত্রে প্রশ্নে part of speech (function) চাইলে gerund এবং participle দুটোই adjective হবে।
The calling bell is out of order. এখানে calling শব্দটি gerund হওয়া সত্ত্বেও adjective.
নিয়ম ০৩:
verb+ing টি transitive verb এর object হলে বা “কি” এর উত্তর দিলে তা gerund হবে।
He started/stopped writing/weeping.
প্রশ্ন: সে কি শুরু/বন্ধ করল? উত্তর : লেখা/কান্না করা।
তাই writing/weeping হচ্ছে gerund
কিন্তু transitive verb টি intransitively কাজ করলে তার পরের verb+ing টি present participle হবে।
He said weeping. (সে কাঁদতে কাঁদতে বলল)
কি বলল নয়, কিভাবে বলল? এমন প্রশ্ন হবে
আর এর উত্তর হবে কাঁদতে কাঁদতে?
তাই weeping হচ্ছে present participle
আবার, intransitive verb এর present participle বসে।
Come dancing. (নাচতে নাচতে আসো)
He came running to meet me.
come হচ্ছে intransitive verb তাই এর পরের dancing, running হচ্ছে present participle
অনুরূপ, I am going shopping this afternoon.
এখানে shopping হচ্ছে present participle
নিয়ম ০৪:
১. complement verb+ing এর আগে very বসানো গেলে তা participle, না গেলে তা gerund (জেরান্ড)
What annoys me most is smoking. (complement)
My favourite activity is reading. (complement)
smoking, reading এদের আগে very বসবে না। এরা সাধারণত কাজের নাম তাই gerund (জেরান্ড)
Education is enlightening.
Education is very enlightening.
The story is interesting.
It is very interesting.
Examinations are frightening.
Examinations are very frightening.
enlightening, interesting, frightening এরা present participle
আবার, এক্ষেত্রে What দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে প্রাপ্ত verb+ing হচ্ছে gerund আর How দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে verb+ing পাওয়া গেলে তা present participle
His profession is teaching.
Q: What is his profession? Ans: teaching
Education is enlightening.
Q: How is education? Ans: enlightening
enlightening = জ্ঞানগর্ভ, তথ্যদায়ক
আবার, verb+ing টি verb এর থেকে ভিন্ন অর্থে বিশেষায়িত করলে তা present participle (adjective)
A walking holiday, a walking dictionary, a rolling programme, a rolling extension
২. Gerund complement হলে সেটাকে উল্টিয়ে Subject করা যায় কিন্তু participle হচ্ছে adjective তাই একে subject করা যায় না।
What I enjoy is watching movies.
= Watching movies is what I enjoy.
What I detest most is smoking.
= Smoking is what I detest most.
নিয়ম ০৫:
preposition এর পরে কিছু বিভ্রান্তি!
He came in running.
(সে দৌড়াতে দৌড়াতে ভিতরে আসল)
He went/walked out smiling.
(সে মুচকি হাসতে হাসতে বাইরে/হেঁটে বাইরে গেল)
এখানে running, smiling শব্দ দুটি preposition এর পরে বসা সত্ত্বেও এরা gerund নয়, present participle কারণ এরা preposition এর object হিসেবে বসেনি। এরা “কিভাবে” প্রশ্নটির উত্তর দেয়। তাই adverb এর মতো কাজ করে। preposition এর object হলে “কি/কিসে” এমন প্রশ্নের উত্তর লাগে।
There is no credit in earning money illegally.
(অবৈধভাবে টাকা উপার্জনে কৃতিত্ব নেই)
এখানে earning হচ্ছে gerund কারণ, “কিভাবে” নয়, কিসে কৃতিত্ব নেই? In what? এর উত্তর লাগবে? সেটা earning
আবার, I love the noise of falling rain (পড়ন্ত বৃষ্টি)
এখানে falling শব্দটা of কে object নয়, rain এর modifier তাই এটি present participle
Credit- Jahangir Alom
>>>>>>>>>>>>>>>>
খুব সহজে gerund এবং participle নির্ণয় করি :
1. Subject এর স্থলে It বসিয়ে যদি বাক্যটি মিলে তবে সেটা gerund.
যেমন: (Reading) is an excellent habit (38 th bcs)
এখানে Reading এর স্থলে It বসালে বাক্যটি হয় It is an excellent habit.
তাহলে এটি কি? উত্তর: Gerund.
2. Preposition এর পরে যে ing থাকবে সেটা Gerund.
যেমন: There is no credit in ( earning) money illegally.
এখানে preposition In এর পরে ব্রাকেটের অংশের সাথে ing যুক্ত আছে তাই এটি কি? উত্তর: Gerund.
3. দুটি noun/ pronoun এর মাঝে Is বসিয়ে যদি বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তবে সেটা participle.
যেমন: I saw a (swimming) girl.
এখানে girl এবং swimming এর মাঝে is বসালে বাক্যটি হয়- girl is swimming. বাক্যটি অর্থ পূর্ণ হয়েছে। তাই এটি কি? উত্তর: participle.
আর যদি is বসিয়ে অর্থ না মিলে তবে সেটা gerund.
যেমন: I love( going) home.
Is বসালে হয় – Home is going যা অযৌক্তিক। তাই এটি কি হবে? উত্তর: Gerund.
4. Possessive adjective এর পরে Gerund বসে।
possessive গুলো হল: my, our, his, her, its, their, your, one’s, Rahim’s, Karim’s.
যেমন: This is my ( reading) room.
এখানে my হলো possessive. আর এরপরে ব্রাকেটের অংশটুকু তাহলে কি হবে?
উত্তর: Gerund.
5. Objective form এর পরে Participle বসে।
objective form হলো: me, us, him, her, it, them, you.
যেমন: I saw him ( playing) cricket.
এখানে Him কি? উত্তর: objective form. তাহলে তারপরের ব্রাকেটের অংশটুকু কি হবে? উত্তর: Participle.
এখন অনেকেই বলবে, Her possessive এও আছে, আবার obejective এও। সেক্ষেত্রে কি হবে?
আসুন ২ টা উদাহরন দেওয়া যাক
1. I am afraid of her ( coming).
2. I saw her ( going) there.
প্রথম বাক্যটিতে her এর আগে preposition, Of আছে। her এর আগে preposition দেখলে সেটা possessive হবে। তাহলে প্রথম বাক্যের coming কি হবে? উত্তর: Gerund. কারন আমরা জেনেছি possessive এর পরে কি বসে? উত্তর: Gerund.
২ য় বাক্যটিতে, Her objective. তাহলে Going কি হবে? উত্তর: participle.
6. verb কে দুটি প্রশ্ন করবো,
একটা কি দ্বারা, অন্যটি কেমন দ্বারা।
কি দ্বারা প্রশ্ন করলে যদি মিলে তবে সেটি Gerund.
আর কেমন দ্বারা প্রশ্ন করলে যদি মিলে তবে সেটি participle.
উদাহরনে দেখি তাহলে
1. My hobby is ( gardening)
এখানে প্রশ্ন করি, আমার শখ কি? উত্তর আসে gardening. তাহলে gardening কি হবে? উত্তর: Gerund.
2. My hobby is interesting.
আমার শখ কেমন?
উত্তর আসে আনন্দদায়ক।
তাহলে interesting কি হবে? উত্তর: participle.
6. Ing যুক্ত word ছাড়া বাক্যটি মিলে গেলে সেটি Participle.
যেমন: 1. A (barking) dog seldom bite. এখানে barking বাদ দিলেও বাক্যটি মিলে তাই এটি participle.
আরো কিছু উদাহরন দেখা যাক,
2. A ( lost) opportunity never returns. (40 th bcs)
এখানে Lost বাদ দিলেও বাক্যটি অর্থ পুর্ণ হচ্ছে তাই এটি কি হবে? উত্তর: participle.
3. A ( retired) officer lives next door. (38 th bcs)
এখানে retired বাদ দিলে বাক্যটি অর্থ পুর্ন হয়। তাহলে retired কি হবে? উত্তর: participle.
7. দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে যে কাজটি ঘটে সেটি participle.
আসুন উদাহরনে দেখি -,
(Hearing) the noise, the boy woke up.
এখানে, বাক্যটিতে আগে শব্দ শুনে তারপরে কিন্তু বালক টা জেগে উঠেছে। তাহলে আগে কোন কাজটি হয়েছে? উত্তর: শব্দ শুনা।
তাহলে Hearing কি হবে? উত্তর: participle.
এর বাইরে আশা করি gerund participle আসবে না । ধন্যবাদ সবাইকে।
ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর গ্রুপে বন্ধুদের add করুন।
prepared by – Masud Rana ( ৪১ তম বিসিএস পরীক্ষার্থী)
>>>>>>>>>>
Gerund এবং Participles এর ব্যবহার-
ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে কিংবা কম শব্দের মাধ্যমে মনের বিস্তৃত ভাব প্রকাশে Ground এবং Participle এর বিকল্প নেই। আপনারা লক্ষ্য করেছেন, অনেক ইংরেজি বাক্য মূল Verb ছাড়াও অতিরিক্ত কিছু ing যুক্ত Verb এবং Past Participle অর্থাৎ d, ed, en যুক্ত Verb দ্বারা অহরহ ব্যবহৃত হচ্ছে। আপনি অনেক সময় নিশ্চয়ই অবাক হয়ে যান এ অতিরিক্ত শব্দগুলোর নাম কি বা এদের কাজেই বা কি? ক্রিয়া থেকে আগত এই অতিরিক্ত শব্দগুলো কখনও Noun বা Pronoun এর পরে, আবার কখনও পূর্বে বসে। মনে প্রশ্ন জাগা স্বাভাবিক ing – এই ব্যাপারটি কি? এগুলো কোথায় কি অবস্থায় ব্যবহার করা যায় সেটাও ভাববার বিষয়।
ing যুক্ত এবং Verb – এর শেষে d, ed, en যুক্ত Verb – এর ব্যবহার নিয়েই আমরা আজ কিছু কথা বলব। ing যুক্ত Verb – এর নাম Present Participle.
Present Participles ও Gerund দেখতে একই রকম এবং তাদের উৎপত্তিও একই জায়গা থেকে অর্থাৎ ক্রিয়া থেকে। তবে তাদের কাজ অনুযায়ী Verb – এর শেষে ing যোগ করার পর নতুন ফর্মটি যখন Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে এবং যখন Adjective এর মতো কাজ করে তখন তাকে Present Participle বলে। অতএব আমরা বলতে পারি Gerund বাক্য Noun এর মতো বসে এবং Persent Participle বাক্যে Adjective এর মতো বসে।
এতএব, আমরা দেখছি দুই ধরনের Participles আছে। Present Participle এবং Past Participle আছে যাকে বলা হয় Perfect Participle.
কীভাবে চিনবেন কোনটি Gerund এর কোনটি Present participle?
নিম্নে Gerund এর ব্যবহারগুলো লক্ষ্য করুন।
Gerund বাক্যে কর্তা হিসেবে বসে। যেমন-
✔ Travelling] might satisfy your desire for new experience.
✔ Reading] English newspaper is a good habit.
Gerund বাক্যে object হিসেবেও বসে। যেমন-
Stop ✔talking.]
We postponed ✔making ]any decision.
Preposition এর পরে অনেক সময় Gerund বসে। Gerund এখানে Preposition এর Object হিসেবে বসেছে। যেমন-
I will call you ✔ after arriving ]at the office.
Please have a drink ✔before leaving.]
I will call you ✔after arriving] at the office.
Please have a drink ✔before leaving.]
I am looking forward ✔to meeting]
Subject complement হিসেবেও Gerund বসে। যেমন-
My cat’s favourite acivity is sleeping.
আবার অনেক সময় শব্দগুচ্ছের সাথে Gerund বসে Gerund Phrase গঠন করে। যেমন-
✔Finding a needle in a haystack] would be easier then what we are trying to do. দুটো শব্দ মিলে যখন একটি অর্থ প্রকাশ করে তখন সেই শব্দ দুটোকে আমরা Compound Noun বলি। Compound Noun গঠন করতেও Gerund ব্যবহার করা হয়। অর্থাৎ Compound Noun এর অংশ হিসেবে বাক্য Gerund বসে। যেমন-
This is my ✔reading room.]
I have lost my ✔sleeping dress.]
The old man uses ✔walking stick.]
Passive sense- এ বাক্য Gerund বসে। যেমন-
I have ten shirts that need ✔washing.](need to be washed).
This letter requires ✔signing. ](needs to be singned)
The house wants ✔repairing.] (needs to be repaired).
এবার চলুন Participles এর ব্যবহার জেনে নেয়া যাক
Participle যেহেতু Adjective মত কাজ করে অতএব, Noun বা Pronoun Participle কে Modify করে। যেমন-
The ✔crying] ]baby had a wet diaper.
The ✔buring] log fell off the fire.
✔Smiling, ]she hugged the painting dog.
Participle যে Noun বা pronoun কে Modify/Qualify করে তার ঠিক আগে বা পরে কিংবা দূরে বসতে পারে। যেমন-
I saw her ✔drawing] a picture. (her কে করেছে তার পর বসে, অর্থাৎ যাবৎ এর অবস্থা বর্ণনা করছে)
I know the boy ✔Standing ]outside the door. (একইভাবে the boy কে modify করে তারপর বসেছে)
Don’t try to get into a ✔running ]bus. (bus-কে করছে তার পূর্বে বসে)
Past Particple- এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য
Don’t sit on a ✔broken] chair. (‘broken’ Past Participle chair কে modify করছে তার পূর্বে বসে)
Perfect Participle বরে ক্ষেত্রে
Present Participle এর স্থলে Perfect Participle ব্যবহার করা যায় যখন একই বাক্যে একই কর্তা একটি কাজ শেষ হওয়ার সাথে সাথে আর একটি কাজ করে। যেমন-
✔Having finished] the work he went to the field.
✔Having failed] towice, he didn’t want to try again.
✔Having gone] trough the instructions, he snatched up the fire extinguisher.
Perfect participle গঠন করা হয় Having এর পর পরই Verb এর past participle form বসিবে।
লিখেছেন – রাইসুল ভাই
>>>>>>>
Gerund VS Participle –
প্রশ্ন: verb+ing কখন gerund এবং কখন participle হয় তা কীভাবে বুঝবো?
আগেও এ বিষয়ে দু’টি পোস্ট লিখেছি। তারপরেও একই বিষয় আরেকবার ব্যাখ্যা করছি। নিচের বাক্য দু’টি খেয়াল করি:
That is a running horse.
It is a reading room.
উপরের বাক্য দুটিতে verb+ing একই রকম মনে হলেও আসলে এক না।
প্রথম বাক্যে Running horse দ্বারা ঘোড়ার নিজস্ব অবস্থা বোঝানো হচ্ছে। অর্থাৎ, ঘোড়াটি দৌঁড়ানো অবস্থায় আছে বা দৌঁড়াচ্ছে। ঘোড়াটির কাজ প্রকাশ পেয়েছে running দ্বারা। তাই এটাকে participle বলা হয়। সহজ কথায়, verb+ing দ্বারা যদি চলমান কিছু বোঝানো হয়, তাহলে তা participle হবে।
দ্বিতীয় বাক্যে Reading room দ্বারা রুমের নিজস্ব অবস্থা বোঝাচ্ছে না। অর্থাৎ, রুমটি পড়া অবস্থায় নেই বা নিজে পড়ছে না। রুমের কাজ প্রকাশ পায়নি reading দ্বারা। বরং, আমাদের কাজ প্রকাশ পেয়েছে। আমরা রুমটি পড়ার কাজে ব্যবহার করি। সহজ কথায়, verb+ing দ্বারা যদি চলমান কিছু না বুঝিয়ে স্থির কিছু বোঝানো হয়, তাহলে তা gerund হবে। যেমন, রিডিং রুমটি পড়াশোনা না-করে স্থির আছে।
উপরের আলোচনা কতটুকু বুঝলেন তার একটা ছোট্ট পরীক্ষা নিই এবার –>
A rolling stone gathers no moss. এখানে, rolling হলো –>
a. gerund
b. participle
উপরের দু’টি অপশনের মধ্যে একটি বাছাই করতে হবে; যেহেতু আমাদের আলোচনা gerund এবং participle নিয়ে, parts of speech নিয়ে নয়।
©Muntasir Mamun
>>>>>>>>>>>>>>
Gerund VS Participle (Advanced Lesson)
এই লেসনে আমরা দেখবো, parts of speech ভিন্ন হয়ে যাওয়ার ফলে verb-ing কীভাবে নিজের রূপ বদল করে একবার gerund এবং আরেকবার participle হয়ে যায়।
প্রথমে দেখি, reading শব্দটি কীভাবে gerund হয়।
Reading books is a good habit –> বই পড়া একটি ভালো অভ্যাস। –> reading = ‘পড়া’ বোঝালে ‘gerund’ হয়। কারণ, ‘reading’ এখানে noun হিসেবে কাজ করছে। অন্য কথায়, বই নিজে এখানে কোনো কাজ করছে না। বই নিজেকে নিজে পড়তে পারে না।
এবার দেখি, reading তার রূপ বদল করে কীভাবে participle হয়ে যায়।
Reading books, I go outside and play. –> বই পড়ে আমি বাহিরে যাই এবং খেলি। –> Reading = ‘পড়ে’ বোঝালে ‘participle’ হয়। কারণ, ‘reading’ এখানে verb হিসেবে কাজ করছে। এখানে ‘আমি বই পড়ে বাহিরে যাই’ বোঝাচ্ছে। যেহেতু আমি পড়ার কাজটি করছি, তাই reading এখানে participle.
এবার দেখি, playing শব্দটি কীভাবে gerund হয়।
Playing cricket is lots of fun –> ক্রিকেট খেলা ভারি মজা। –> playing =’খেলা’ বোঝালে gerund হয়। কারণ, ‘playing’ এখানে noun হিসেবে কাজ করছে। অন্য কথায়, ক্রিকেট নিজে নিজেকে খেলতে পারে না বিধায় এখানে কোনো খেলার কাজ সংঘটিত হয়নি। তাই এটা gerund.
এখন দেখি, ‘playing’ তার রূপ বদল করে কীভাবে participle হয়ে যায়।
Playing cricket, we took a bath. –> ক্রিকেট খেলে আমরা গোসল করেছিলাম। –> playing = ‘খেলে’ বোঝালে ‘participle’ হয়। কারণ, ‘playing’ এখানে verb হিসেবে কাজ করছে। অন্য কথায়, এখানে ‘আমরা ক্রিকেট খেলেছিলাম’ বোঝাচ্ছে। যেহেতু আমরা খেলার কাজটি করেছি বা খেলার কাজটি সংঘটিত হয়েছে, তাই playing এখানে participle.
এবার নিজে করুন:
Eating fruit is good for health. = ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
Eating rice, I go to school. = ভাত খেয়ে আমি স্কুলে যাই।
[সুত্র: ফল নিজেকে নিজে খেতে পারে না বিধায় প্রথম বাক্যে খাওয়ার কাজ সংঘটিত হয়নি, কিন্তু দ্বিতীয় বাক্যে খাওয়ার কাজ হয়েছে।]
note:
1. করে, খেয়ে, ঘুমিয়ে, গড়িয়ে, পড়ে, দৌড়ে, হেঁটে, খেলে, কেঁদে, হেসে –>(participle); কারণ, এগুলি দ্বারা ক্রিয়া সম্পাদন করা (verb) বোঝাচ্ছে।
2. করা, খাওয়া, ঘুমানো, গড়ানো, পড়া, দৌঁড়ানো, হাঁটা, খেলা, কাঁদা, হাসা –> (gerund); কারণ, এগুলি দ্বারা ক্রিয়ার নাম (noun) বোঝাচ্ছে।
লিখেছেন – Muntasir Mamun
>>>>>>>>>>>>>>>>>>
Gerund এবং Participle অনেকের কাছেই খুব জটিল একটা বিষয়।
আমরা যে টুকু জানি তা হলো Verb+Noun = Gerund. এবং Verb+Adjective = Participle. অর্থ্যাৎ যে verb+ing বাক্যে Noun এর স্থানে বসে Noun হিসাবে কাজ করে তা Gerund.
এবং যে verb+ing বাক্যে Adjective এর স্থানে বসে Adjective হিসাবে কাজ করে তা Participle.
Noun ও Adjective এর ব্যাবহার ও অবস্থান যারা বোঝেন তারা এ পর্যন্ত মোটামুটি সবাই জানি। কিন্তু যেটা বুঝতে সমস্যা হয় সেটা হলো যখন verb+ing কোন বাক্যে Noun এর আগে বসে। কারন Noun এর আগে তো নিয়মানুযায়ী Adjective ই বসার কথা।
এখন বাক্য দুটি লক্ষ করুন।
1. Throwing stone has become his habit.
2. Rolling stone gathers no moss.
বাক্য দুটিতে Throwing ও Rolling দুটি শব্দই Noun stone এর আগে বসেছে। কিন্তু Throwing টা এখানে Gerund এবং Rolling টা এখানে Participle. খুব সহজ একটা টেকনিকে বিষয় টা আপনি ধরতে পারবেন।
throwing stone এর বাংলা করলে আসে পাথর ছোড়া। লক্ষ করুন verb+ing ফর্ম throwing এর বাংলা “ছোড়া” এটি আসছে পাথর শব্দ টির পরে। অনুরূপভাবে Reading newspaper সংবাদপত্র “পড়া”, Eating rice ভাত “খাওয়া”, Writing letter চিঠি “লেখা” ইত্যাদি তে খেয়াল করুন বাংলা করলে verb+ing ফর্ম টির অর্থ আসছে noun এর অর্থের পরে। এরকম হলে verb+ing ফর্ম টি নিসন্দেহে Gerund.
2. Rolling stone gathers no moss.
এবার ২য় বাক্যে Rolling stone এর বাংলা করলে দাড়ায় ঘূর্ণায়মান পাথর। এখানে লক্ষ করুন verb+ing ফর্ম Rolling এর বাংলা অর্থ “ঘূর্ণায়মান” আসছে Noun পাথর এর আগে। তাই এটি Participle. অনুরূপভাবে Barking dogs “ঘেউ ঘেউ করা” কুকুর, Sleeping baby “ঘুমন্ত” শিশু, Talking Tom “কথা বলা” টম ইত্যাদি তে barking, sleeping , talking এর বাংলা অর্থ আসছে Noun এর আগে তাই নিসন্দেহে এগুলো Participle.
সহজ হিসাব—-
বাংলা মানে করলে যদি,
verb+ing এর অর্থ Noun এর পরে আসে তাহলে Gerund
verb+ing এর অর্থ Noun এর আগে আসে তাহলে Participle.
লিখেছেন – আমিনুল ইসলাম
>>>>>>>>>>>>>>>>
Gerund, participle এবং verbal noun নিয়ে প্রায় confused এ থাকি। আশা করি আজকের পর থেকে আর থাকবে না।
Gerund : Verb+ing যখন verb ও noun এর কাজ করে এবং এটি চলমান অবস্থা প্রকাশ করে না।
Ex:- Walking is good for health. অর্থাৎ হাঠা স্বাস্থ্যের জন্য ভাল। দেখেন এখানে বলার সময় কেউ হাঠতেছে এমন কোন চলমান অবস্থা প্রকাশ পাচ্ছে না। তাই walking এখানে Gerund.
Gerund কোথায় কোথায় বসে?
# Subject হিসেবে: (Walking) is a good exercise.
# Object হিসেবে: I started( reading )
# Preposition এর object হিসেবে: He is fond of( playing)
# Subject এর complement হিসেবে: His work is( reading)
# Nominative Absolute হিসেবে: The weather( being) fine, we went out for a walk.
# Compound noun হিসেবে: This is my (working) place.
Participle : Verb+ing যখন verb ও adjective এর কাজ করে এবং এটি চলমান অবস্থা প্রকাশ করে।
Ex:- I saw a running boy অর্থাৎ আমি একজন দৌড়ারত ছেলেকে দেখেছিলাম। দেখেন এখানে বলার সময় ছেলেটি দৌড়াচ্ছিল। তাই running এখানে Participle.
Participle কোথায় কোথায় বসে?
# Noun এর পূর্বে: Don’t get down from a( running) train.
# Predicative adjective হিসেবে noun এর পরে বসে adjective এর কাজ করে। This book is( interesting)
The scenery is (charming)
Verbal noun: Verb+ing যখন শুধুমাত্র noun এর কাজ করে এবং এটি the ও of এর মাঝখানে বসে।
Ex:- The( eating) of vegetables is good for health.
The (smoking)) of cigarette is a bad habit.
The (smoking)) of cigarettes is a bad habit.্থক্য নেই শুধু ব্যবহারগত পার্থক্য রয়েছে।
>>>>>>>>>>>>>>>>
Gerund এবং Present Participle ক্লিয়ার করিঃ
>Gerund- verb+ing হয়ে Noun এর মতো কাজ করে।
>Present Participle: verb+ing হয়ে verb এবং adjective এর মতো কাজ করে।
1.It’s a sleeping bed.
2.It’s a sleeping dog.
1 নং বাক্যে sleeping একটি Gerund এর কারণ হলো Sleeping একটি bed এর পূর্বে বসেছে, যে noun ( bed ) টি sleeping এর কাজ করতে পারে না। সুতরাং এটি Gerund
2. নং বাক্যটি দেখুন, sleeping বসেছে dog এর পূর্বে। এখন প্রশ্ন হলো dog, sleeping করতে পারে কিনা। উত্তর পারে। সুতরাং এই বাক্য sleeping একটি present participle.
অর্থাৎ, verb+ ing যুক্ত শব্দটি যে word noun এর পূর্বে বসে, ঐ noun যদি (verb+ing যুক্ত) কাজটি করতে পারে তবে সেটি present participle. আর ঐ noun যদি কাজটি করতে না পারে তবে Gerund.
লিখেছেন – M.M Nurunabi Reza.
>>>>>>>>>>>>>>>>>>>>>
Noun এর পূর্বে যখন ing-form থাকবে, তখন gerund নাকি participle হবে তার ব্যাখ্যা। এটা confusing case তাই একটু গভীরে আলোচনা করা হলো। অন্যান্য ক্ষেত্রে gerund এবং participle এর পার্থক্য ধরা সহজ। শুধুমাত্র এই ক্ষেত্রে শিক্ষার্থীরা confused হয়।
Riding school.
Riding Horse.
Swimming pool.
এখানে riding এবং swimming হলো gerund.
এখন প্রশ্ন আসে কেন gerund হবে?
সহজ উপায় হলো আপনাদের দেখতে হবে School কি নিজে ride করে?
বা pool কি নিজে swim করে?
এখানে সুস্পষ্ট বুঝা যায় যে pool নিজে swim করে না, বরং অন্যকেউ pool এর ভিতর swim করে। তাই এটাকে gerund বলা হয়।
একইভাবে horse নিজে ride করে না, বরং অন্যকেউ horse এর মাধ্যমে ride করে। তাই এটাকেও gerund বলা হয়।
School/horse কি নিজে ride করে কিনা বুঝার জন্য আমরা দুটো উপায়ে টেস্ট করে থাকি।
১) Auxiliary verb বসিয়ে।
প্রথমে be verb বসিয়ে test করুন কোনো sense দেয় কিনা। যদি sense দেয়, তাহলে participle.
The Sleeping baby.
The baby is sleeping. (sense দিচ্ছে। এটা participle)
অন্যদিকে, The swimming pool.
The Pool is swimming. এটা sense দেয় না। এটাকে gerund বলা হয়।
2) preposition for বসিয়ে test করুন।
A Riding horse — > A horse for riding.
খেয়াল করুন gerund কে preposition এর পর এইভাবে ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে participle হলে preposition for ব্যবহার করতে পারবেন না।
A sleeping baby –> A boy for sleeping হয় না।
Noun এর পূর্বে gerund বা participle দুটোই থাকতে পারে। তাদের পার্থক্য নির্ণয় করার জন্য এই টেস্টগুলো অবলম্বন করুন।
Noun এর পূর্বে gerund থাকলে সব সময় এই ব্যাখ্যা গ্রহণযোগ্য নাও হতে পারে।
যেমন, I enjoy reading books.
এখানে books reading-এর object. উপরের ব্যাখ্যা এটাতে কাজ হবে না।
Swimming pool, Riding horse, riding school এইগুলোকে gerund বলার মূল কারণ হলো Swimming এবং pool মিলে একটি compound noun গঠন করে। আপনি ইচ্ছা করলে hypen দিয়ে একটি শব্দে লিখতে পারবেন।
Swimming-pool, riding-horse, riding-school. এখানে বলা হয় যে swimming এবং pool মিলে একটি noun গঠন করেছে। আর compound Noun এর অংশ হিসাবে swimming, riding এইগুলোকে gerund বলা হয়। একসাথে swimming এবং pool একটি noun এর কাজ করছে। তবে আলাদাভাবে ব্যাখ্যা করলে এখানে বলা হয় যে gerund adjective-এর কাজ করছে।
উপরের Test এর মাধ্যমে noun এর পূর্বে বসা সব participle বা gerund এর sense নাও পাওয়া যেতে।
যেমন,
The winning team –> The team is winning এরকম হবে না।
বা The team for winning এরকমও হয় না।
সঠিক হবে The winning team –> The team that won. এখানে Team নিজে নিজে win করে। উত্তর হবে participle.
ঠিক একইভাবে, Printing mistake.
এটাকে উপরের দেওয়া দুটো Test এর মাধ্যমে যাচাই করা যাচ্ছেনা। তবে Printing এখানে gerund হবে এটা সুস্পষ্ট কারণ mistake নিজে নিজে printing করে না।
A riding school.
এটাকেও উপরের দুটো ব্যাখ্যার মাধ্যমে যাচাই করা যায়। তবে এটা gerund কারণ school নিজে নিজে ride করে না।
আমাদের মূলত দেখতে হবে নিজে নিজে করে কিনা। যদি নিজে নিজে করে participle. নিজে না-করলে gerund.
>>>>>>>>>
GERUND & ✅PERTICIPLE : ing যুক্ত কোন word যদি
I ) verb + noun এর কাজ করে তাহলে gerund হবে । এবং
ii ) verb + adjective এর কাজ করে তাহলে participle হবে ।
✅GERUND:
# বাক্য যদি চলমান না বুঝায় তাহলে হবে gerund .
# Example : walking is good for health .
( verb + noun ) Explain : is হল verb । আর verb এর আগে সাধারণত noun / pronoun বসে । অর্থঃ হাটা স্বাস্থের জন্য ভাল । ব্যাখ্যাঃ এই বুঝাচ্ছে না যে এখন কেউ হাটছে । তাই gerund হবে ।
# Example : I like swimming অর্থঃ আমি সাতার পছন্দ করি । চলমান না তাই gerund
# Example : This is my reading room . অর্থঃ এই হল আমার পড়ার কক্ষ । ব্যাখ্যাঃ চলমান বুঝাচ্ছে না , তাই gerund
# Example : A walking street . অর্থঃ একটি হাটার রাস্তা । ব্যাখ্যাঃ চলমান নয় তাই gerund.
✅PARTICIPLE
# ing যুক্ত word এর বাক্যের অর্থ দ্বারা যদি চলমান কিছু বুঝায় তাহলে হবে participle
Example : I saw a walking boy . ( verb + adj )
explain : boy noun . আর noun কে adjective modified করে । অর্থঃ আমি একটি বালক হাটতে দেখেছি । ব্যাখ্যাঃ অর্থ চলমান বুঝাচ্ছে তাই participle হবে ।
# Example : It is breaking news . ব্যাখ্যা : চলমান বুঝাচ্ছে তাই participle.
# Example : A rolling stone gathers no moss . অর্থঃ ঘূর্ণায়মান পাথরে শেওলা জন্মে না । ব্যাখ্যা পাথরটি ঘুরছে । মানে চলমান তাই participle.
>>>>>>>>>>>>>>>>>>>>
Gerund & Participle চেনার শটকার্ট■■
■■■■■■■■■■শটকার্ট ০১ :■■■■■■■■■■
Article এবং noun এর মাঝে gerund এবং participle চেনার উপায়
Gerund হলে A (noun) for (verb+ing) হবে।
আর Participle হলে A (noun) is (verb+ing) হবে।
■■■Gerund: A swimming pool
■■■■■A pool for swimming
■■■■■■■Participle: A swimming girl
■■■■■■■■■■A girl is swimming
■■■■■■■Gerund: A sleeping room
■■■■■■■■A room for sleeping
■■■■■■■■■A sleeping pill
■■■■■■■■■■■A pill for sleeping
■■■■■■■Participle: A sleeping child/baby
A baby/child is sleeping
সহজ কথায়, meaningful continuous tense করা গেলে present participle আর না করা গেলে gerund
কিন্তু এক্ষেত্রে প্রশ্নে part of speech (function) চাইলে gerund এবং participle দুটোই adjective হবে।
The calling bell is out of order. এখানে calling শব্দটি gerund হওয়া সত্ত্বেও adjective.
■■■■■■■■■■■■শটকার্ট ০২ :■■■■■■■
১. complement verb+ing এর আগে very বসানো গেলে তা participle, না গেলে তা gerund (জেরান্ড)
What annoys me most is smoking.
My favorite activity is reading.
smoking, reading এদের আগে very বসবে না। এরা সাধারণত কাজের নাম তাই gerund (জেরান্ড)
Education is enlightening.
Education is very enlightening.
The story is interesting.
It is very interesting.
Examinations are frightening.
Examinations are very frightening.
■■■■■■ ২. Gerund complement হলে সেটকে উল্টিয়ে Subject করা যায় কিন্তু participle হচ্ছে adjective তাই একে subject করা যায় না।
What I enjoy is watching movies.
= Watching movies is what I enjoy.
What I detest most is smoking.
= Smoking is what I detest most.
enlightening, interesting, frightening এরা participle
>>>>>>>>>>>>>>>
gerund এবং participle নির্ণয় করি :
1. Subject এর স্থলে It বসিয়ে যদি বাক্যটি মিলে তবে সেটা gerund.
যেমন: (Reading) is an excellent habit (38 th bcs)
এখানে Reading এর স্থলে It বসালে বাক্যটি হয় It is an excellent habit.
তাহলে এটি কি? উত্তর: Gerund.
2. Preposition এর পরে যে ing থাকবে সেটা Gerund.
যেমন: There is no credit in ( earning) money illegally.
এখানে preposition In এর পরে ব্রাকেটের অংশের সাথে ing যুক্ত আছে তাই এটি কি? উত্তর: Gerund.
3. দুটি noun/ pronoun এর মাঝে Is বসিয়ে যদি বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তবে সেটা participle.
যেমন: I saw a (swimming) girl.
এখানে girl এবং swimming এর মাঝে is বসালে বাক্যটি হয়- girl is swimming. বাক্যটি অর্থ পূর্ণ হয়েছে। তাই এটি কি? উত্তর: participle.
আর যদি is বসিয়ে অর্থ না মিলে তবে সেটা gerund.
যেমন: I love( going) home.
Is বসালে হয় – Home is going যা অযৌক্তিক। তাই এটি কি হবে? উত্তর: Gerund.
4. Possessive adjective এর পরে Gerund বসে।
possessive গুলো হল: my, our, his, her, its, their, your, one’s, Rahim’s, Karim’s.
যেমন: This is my ( reading) room.
এখানে my হলো possessive. আর এরপরে ব্রাকেটের অংশটুকু তাহলে কি হবে?
উত্তর: Gerund.
5. Objective form এর পরে Participle বসে।
objective form হলো: me, us, him, her, it, them, you.
যেমন: I saw him ( playing) cricket.
এখানে Him কি? উত্তর: objective form. তাহলে তারপরের ব্রাকেটের অংশটুকু কি হবে? উত্তর: Participle.
এখন অনেকেই বলবে, Her possessive এও আছে, আবার obejective এও। সেক্ষেত্রে কি হবে?
আসুন ২ টা উদাহরন দেওয়া যাক
1. I am afraid of her ( coming).
2. I saw her ( going) there.
প্রথম বাক্যটিতে her এর আগে preposition, Of আছে। her এর আগে preposition দেখলে সেটা possessive হবে। তাহলে প্রথম বাক্যের coming কি হবে? উত্তর: Gerund. কারন আমরা জেনেছি possessive এর পরে কি বসে? উত্তর: Gerund.
২ য় বাক্যটিতে, Her objective. তাহলে Going কি হবে? উত্তর: participle.
6. verb কে দুটি প্রশ্ন করবো,
একটা কি দ্বারা, অন্যটি কেমন দ্বারা।
কি দ্বারা প্রশ্ন করলে যদি মিলে তবে সেটি Gerund.
আর কেমন দ্বারা প্রশ্ন করলে যদি মিলে তবে সেটি participle.
উদাহরনে দেখি তাহলে
1. My hobby is ( gardening)
এখানে প্রশ্ন করি, আমার শখ কি? উত্তর আসে gardening. তাহলে gardening কি হবে? উত্তর: Gerund.
2. My hobby is interesting.
আমার শখ কেমন?
উত্তর আসে আনন্দদায়ক।
তাহলে interesting কি হবে? উত্তর: participle.
6. Ing যুক্ত word ছাড়া বাক্যটি মিলে গেলে সেটি Participle.
যেমন: 1. A (barking) dog seldom bite. এখানে barking বাদ দিলেও বাক্যটি মিলে তাই এটি participle.
আরো কিছু উদাহরন দেখা যাক,
2. A ( lost) opportunity never returns. (40 th bcs)
এখানে Lost বাদ দিলেও বাক্যটি অর্থ পুর্ণ হচ্ছে তাই এটি কি হবে? উত্তর: participle.
3. A ( retired) officer lives next door. (38 th bcs)
এখানে retired বাদ দিলে বাক্যটি অর্থ পুর্ন হয়। তাহলে retired কি হবে? উত্তর: participle.
7. দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে যে কাজটি ঘটে সেটি participle.
আসুন উদাহরনে দেখি –
(Hearing) the noise, the boy woke up.
এখানে, বাক্যটিতে আগে শব্দ শুনে তারপরে কিন্তু বালক টা জেগে উঠেছে। তাহলে আগে কোন কাজটি হয়েছে? উত্তর: শব্দ শুনা।
তাহলে Hearing কি হবে? উত্তর: participle.
আশা করি, এর বাইরে gerund participle আসবে না।
>>>>
সহজ কৌশলে Gerund এবং Participle শিখুন।
=================================
Verb + ing =Gerund (স্থির অবস্থা প্রকাশ) ❓
Verb + ing = Participle(চলমান অবস্থা প্রকাশক)❓
উদাহরনের মাধ্যমে বিষয় টা ক্লিয়ার করছি। 🙋
——————————————————
👉Gerund এর ক্ষেত্রে,,,,,,,
✔Swimming is a good exercise. (সাঁতার একটি ভালো ব্যয়াম।)
ভালোভাবে লক্ষ করে দেখুন এই বাক্যটি দ্বারা স্থীর অবস্থা প্রকাশ পেয়েছে। কেননা কেউ এখানে সাঁতার কাটে না। তাই Swimming শব্দটি Gerund এবং এর আচরন Noun এর মতো।
👉Participle এর ক্ষেত্রে,,,,,,,
✔I saw a walking boy (আমি একজন বালককে হাঁটতে দেখেছিলাম।)
এই বাক্যটি দ্বারা চলমান অবস্থা প্রকাশ পেয়েছে কারন এখানে কেউ হাঁটে। তাই Walking শব্দটি Particilpe এবং আচরন adjective এর মতো।
>>>>>>>>>>>>
Gerund vs participle :
প্রায়স লক্ষ করা যায় gerund এবং participle চিনতে আমাদের problem face করতে হয়।আশা করি যাদের এই সমস্যা হয় তারা পরবর্তী তে আর gerund ও participle চিনতে ভুল করবেন না।আসুন জেনে রাখি;
▪️Geraund acting as a noun- Gerund সব সময় Noun এর মত কাজ করে।
Example1 – Walking is a good habit.
এই বাক্যে walking নিজে কাজ করে না। বরং এটি noun হিসাবে কাজ করছে। সুতরাং এটি non-doer. তাই এখানে walking হলো Gerund.
Example2 – sleeping room has no light.
এই বাক্যে sleeping ও room উভয়েই Noun হিসাবে কাজ করছে। room নিজে ঘুমাচ্ছে না।সুতরাং এটি non-doer. সুতরাং এটি Gerund.
▪️Participle acting as an Adjective- Participle সব সময় adjective এর মত কাজ করে।
Example1 – Nightingale is a singing bird.
এই বাক্যে singing bird Noun (অর্থাৎ নাইটিংগেল পাখিটির) দোষগুণ প্রকাশ করছে। সুতরাং singing bird এখানে participle যা adjective এর ন্যায় কাজ করছে।সতরাং এটি doer অর্থাৎ নিজে কাজটি করছে।
Example2- Rolling stone has no moss.
এই বাক্যে rolling হলো adjective এবং stone হলো Noun। যেহেতু, গড়ানো stone দ্বারা Noun এর অবস্হা বুঝানো হয়েছে।সুতরাং, rolling এখানে adjective হিসাবে বসেছে।stone নিজে নিজে গড়াচ্ছে অর্থাৎ কাজটি নিজে করছে বলে এটি হলো doer.তাই rolling stone এখানে participle। এটি দেখতে gerund এর মতো মনে হলেও participle যা adjective এর কাজ করছে।
NB- তাই মনে রাখতে হবে কাজটি যখন নিজে করে অর্থাৎ doer তখন সেটি participle হবে।কাজটি যখন নিজে করে না। অন্য কেউ করছে বুঝাবে তখন Gerund হবে।
Example: Sleeping baby- doer (participle) – sleeping এখানে adjective হিসাবে কাজ করছে কারন ঘুমন্ত শিশুকে বুঝাচ্ছে।
Example: Sleeping room- non-doer (Gerund) – sleeping এখানে Noun হিসাবে কাজ করছে। কারন ঘর নিজে ঘুমাচ্ছে না।তাই এটি Gerund.
⁉️একন প্রশ্ন থাকতে পারে sleeping room তো room এর ঘুমন্ত অবস্হা প্রকাশ করছে।তাহলে এটি adjective এর মত কাজ করলো না কেন? হ্যা।এর কারন হলো ঘর নিজে ঘমাতে সক্ষম না কিন্ত বেবি নিজে ঘুমাতে সক্ষম। তাই নিজে কাজটি না করলে তখন সেটি Noun হিসাবে বসে এবং তাকে Gerund বলে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। বুঝে থাকলে done লিখবেন। জাজাকাল্লাহ খাইরান।
রাসনা শারমিন রিমি
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Gerund এবং Present Participle এর মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন। আমি দুইটার মধ্যে সংক্ষেপে ও সহজে পার্থক্য নির্ণয়ের চেষ্টা করছি! 😍😍
প্রথমেই এদের উৎপত্তি ও আচরণ জেনে নেই।
V1+ing=Gerund ( এটি আচরণ করে Noun এর মত/ Verbal
Noun)
For instance : Swimming is one of the best exercises.
এখানে Swimming শব্দটি Noun হিসেবে ব্যবহৃত
হয়েছে।
V1+ing= Present Participle (এটি আচরণ করে Adjective এর
মত/ Verbal Adjective)
For example : I saw a flying bird.
এখানে flying শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
Gerund ও Present Participle চিনার উপায়:
Gerund মূলত স্থির অবস্থা নির্দেশ করে।
যেমন: Swimming is one of the best exercises বাক্যটিতে
Swimming(সাতার কাটা, Verbal Noun) কথাটা
ব্যায়ামের অন্যতম প্রকার / ধরন বুঝাচ্ছে। এটা দ্বারা
সাতার কাটছি এমন বুঝাচ্ছে না বরং এটা শুধুমাত্র
সার্বজনীন কথা যে Swimming একটি অন্যতম
সর্বোত্তম ব্যায়াম।
অন্যদিকে Present Participle চলমান/ গতিশীল অবস্থা
নির্দেশ করে।
যেমন: I found Salam arguing with Sahel.
এখানে arguing (তর্করত, Verbal Adjective) শব্দটি
স্পষ্টতই চলমান অবস্থা নির্দেশ করছে।
Post Courtesy: Rubel Hossain
>>>>>>>>>>
Gerund VS Participle (Advanced Lesson)
এই লেসনে আমরা দেখবো, parts of speech ভিন্ন হয়ে যাওয়ার ফলে verb-ing কীভাবে নিজের রূপ বদল করে একবার gerund এবং আরেকবার participle হয়ে যায়।
প্রথমে দেখি, reading শব্দটি কীভাবে gerund হয়।
Reading books is a good habit –> বই পড়া একটি ভালো অভ্যাস। –> reading = ‘পড়া’ বোঝালে ‘gerund’ হয়। কারণ, ‘reading’ এখানে noun হিসেবে কাজ করছে।
এবার দেখি, reading তার রূপ বদল করে কীভাবে participle হয়ে যায়।
Reading books, I go outside and play. –> বই পড়ে আমি বাহিরে যাই এবং খেলি। –> Reading = ‘পড়ে’ বোঝালে ‘participle’ হয়। কারণ, ‘reading’ এখানে verb হিসেবে কাজ করছে।
এবার দেখি, playing শব্দটি কীভাবে gerund হয়।
Playing cricket is lots of fun –> ক্রিকেট খেলা ভারি মজা। –> playing =’খেলা’ বোঝালে gerund হয়। কারণ, ‘playing’ এখানে noun হিসেবে কাজ করছে।
এখন দেখি, ‘playing’ তার রূপ বদল করে কীভাবে participle হয়ে যায়।
Playing cricket, we took a bath. –> ক্রিকেট খেলে আমরা গোসল করেছিলাম। –> playing = ‘খেলে’ বোঝালে ‘participle’ হয়। কারণ, ‘playing’ এখানে verb হিসেবে কাজ করছে।
এবার নিজে করুন:
Eating fruit is good for health. = ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
Eating rice, I go to school. = ভাত খেয়ে আমি স্কুলে যাই।
Rolling stones gather no moss. = গড়ানো পাথরে শ্যাঁওলা জমে না।
Rolling stones, I started watching them. = পাথর গড়িয়ে দিয়ে আমি সেগুলি পর্যবেক্ষন করা শুরু করলাম।
note:
1. করে, খেয়ে, ঘুমিয়ে, গড়িয়ে, পড়ে, দৌড়ে, হেঁটে, খেলে, কেঁদে, হেসে –>(participle); কারণ, এগুলি দ্বারা ক্রিয়া সম্পাদন করা (verb) বোঝাচ্ছে।
2. করা, খাওয়া, ঘুমানো, গড়ানো, পড়া, দৌঁড়ানো, হাঁটা, খেলা, কাঁদা, হাসা –> (gerund); কারণ, এগুলি দ্বারা ক্রিয়ার নাম (noun) বোঝাচ্ছে।
>>>>>>>>>>>
কিছু কিছু verb অাছে যেগুলো সাধারণত Continuous Tense এ ব্যবহৃত হয় না। এদেরকে বলা হয় Stative Verb.
গুরুত্বপূর্ণ Stative Verb গুলো মনে রাখুন এভাবেঃ
পছন্দ, বিশ্বাস, ইচ্ছা অার হলো অাশা
দেখে ,শুনে, জেনে, বুঝে হবে ভালোবাসা।
এখানে,
পছন্দ = Like
বিশ্বাস = Believe
ইচ্ছা = Wish
অাশা = Hope
দেখে = See
শুনে = Hear
জেনে = Know
বুঝে = Understand
হবে = Be
ভালোবাসা = Love
Example:
Incorrect: I am believing you.
correct: I believe you.
Incorrect: I was understanding the matter.
Correct: I understood the matter.
Note: উপরের verb গুলো continuous tense এ বসেনা; কিন্তু -ing যুক্ত হয়ে Gerund বা Participle গঠন করতে পারে।
Seeing is believing. (এখানে, seeing = gerund, believing = gerund)
Hearing the news, I was happy. (এখানে, hearing = participle)
জনস্বার্থেঃ Mahbub Shakil
>>>>>>>>>>>>>>>>>>>>>>
#gerund এবং #participle নির্ণয় করি :
1. Subject এর স্থলে It বসিয়ে যদি বাক্যটি মিলে তবে সেটা gerund.
যেমন: (Reading) is an excellent habit.
এখানে Reading এর স্থলে It বসালে বাক্যটি হয় It is an excellent habit.
তাহলে এটি কি? উত্তর: Gerund.
2. Preposition এর পরে যে ing থাকবে সেটা Gerund.
যেমন: There is no credit in ( earning) money illegally.
এখানে preposition In এর পরে ব্রাকেটের অংশের সাথে ing যুক্ত আছে তাই এটি কি? উত্তর: Gerund.
3. দুটি noun/ pronoun এর মাঝে Is বসিয়ে যদি বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তবে সেটা participle.
যেমন: I saw a (swimming) girl.
এখানে girl এবং swimming এর মাঝে is বসালে বাক্যটি হয়- girl is swimming. বাক্যটি অর্থ পূর্ণ হয়েছে। তাই এটি কি? উত্তর: participle.
আর যদি is বসিয়ে অর্থ না মিলে তবে সেটা gerund.
যেমন: I love( going) home.
Is বসালে হয় – Home is going যা অযৌক্তিক। তাই এটি কি হবে? উত্তর: Gerund.
4. Possessive adjective এর পরে Gerund বসে।
possessive গুলো হল: my, our, his, her, its, their, your, one’s, Rahim’s, Karim’s.
যেমন: This is my ( reading) room.
এখানে my হলো possessive. আর এরপরে ব্রাকেটের অংশটুকু তাহলে কি হবে?
উত্তর: Gerund.
5. Objective form এর পরে Participle বসে।
objective form হলো: me, us, him, her, it, them, you.
যেমন: I saw him ( playing) cricket.
এখানে Him কি? উত্তর: objective form. তাহলে তারপরের ব্রাকেটের অংশটুকু কি হবে? উত্তর: Participle.
এখন অনেকেই বলবে, Her possessive এও আছে, আবার obejective এও। সেক্ষেত্রে কি হবে?
আসুন ২ টা উদাহরন দেওয়া যাক
1. I am afraid of her ( coming).
2. I saw her ( going) there.
প্রথম বাক্যটিতে her এর আগে preposition, Of আছে। her এর আগে preposition দেখলে সেটা possessive হবে। তাহলে প্রথম বাক্যের coming কি হবে? উত্তর: Gerund. কারন আমরা জেনেছি possessive এর পরে কি বসে? উত্তর: Gerund.
২ য় বাক্যটিতে, Her objective. তাহলে Going কি হবে? উত্তর: participle.
6. verb কে দুটি প্রশ্ন করবো,
একটা কি দ্বারা, অন্যটি কেমন দ্বারা।
কি দ্বারা প্রশ্ন করলে যদি মিলে তবে সেটি Gerund.
আর কেমন দ্বারা প্রশ্ন করলে যদি মিলে তবে সেটি participle.
উদাহরনে দেখি তাহলে
1. My hobby is ( gardening)
এখানে প্রশ্ন করি, আমার শখ কি? উত্তর আসে gardening. তাহলে gardening কি হবে? উত্তর: Gerund.
2. My hobby is interesting.
আমার শখ কেমন?
উত্তর আসে আনন্দদায়ক।
তাহলে interesting কি হবে? উত্তর: participle.
6. Ing যুক্ত word ছাড়া বাক্যটি মিলে গেলে সেটি Participle.
যেমন: 1. A (barking) dog seldom bite. এখানে barking বাদ দিলেও বাক্যটি মিলে তাই এটি participle.
আরো কিছু উদাহরন দেখা যাক,
2. A ( lost) opportunity never returns.
এখানে Lost বাদ দিলেও বাক্যটি অর্থ পুর্ণ হচ্ছে তাই এটি কি হবে? উত্তর: participle.
3. A ( retired) officer lives next door.
এখানে retired বাদ দিলে বাক্যটি অর্থ পুর্ন হয়। তাহলে retired কি হবে? উত্তর: participle.
7. দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে যে কাজটি ঘটে সেটি participle.
আসুন উদাহরনে দেখি –
(Hearing) the noise, the boy woke up.
এখানে, বাক্যটিতে আগে শব্দ শুনে তারপরে কিন্তু বালক টা জেগে উঠেছে। তাহলে আগে কোন কাজটি হয়েছে? উত্তর: শব্দ শুনা।
তাহলে Hearing কি হবে? উত্তর: participle.
আশা করি, এর বাইরে gerund participle আসবে না।
>>>>>>>>>>>>>>>>>>
২টি প্রশ্নের বিতর্কের সমাধান-
১. Nasim will discuss the issue with Rafiqe —– phone. (by হবে নাকি over হবে?)
২. A rolling Stone gathers no moss. Here ‘rolling’ is- (Participle হবে নাকি adjective হবে?)
62. Nasim will discuss the issue with Rafiqe —– phone.
A) in
B/ over
C) by
D) on
ব্যাখ্যাঃ
62 no নিয়ে কথা বলা যাক। Oxford Dictionary (9th edition) এর 1151 পৃষ্ঠায় শুধু phone এর ক্ষেত্রে by phone এবং the phone এর ক্ষেত্রে over the phone ব্যবহার করা হয়েছে। যেমন- they like to do business by phone (or) They like to do business over the phone. এখন আপনি যদি বিতর্ক করতে চান, কিছুই করার নেই।
Cambridge Advanced Learner’s Dictionary (Fourth Edition) এর 1149 পৃষ্ঠায় word partners for phone noun এর শিরোনামে over the phone এবং by phone বলা হয়েছে। ভাই যারা ইংরেজির অভিভাবক তারা যদি এমন কথা বলে তাহলে আমার কি করার আছে?
=============প্রশ্ন নং ৬৭=================
67. A rolling Stone gathers no moss. Here ‘rolling’ is-
A) a verb
C/ an adjective
C) a participle
D) a gerund
67 no প্রশ্ন নিয়ে কথা বলা যাক। A rolling stone এর ক্ষেত্রে rolling মূলত participle (Present Participle). Participle কিসের কাজ করে? verb ও adjective এর। আমরা যখন ছাত্র-ছাত্রীদের পড়াই তখন gerund ও Present Participle এর মাঝে একটা প্যাচ লেগে যায়। কারণ দুটোর চেহারা একই রকম (verb +ing)। একারণে আমরা ছাত্র-ছাত্রীেদের বুঝানোর জন্য Present Participle ও Gerund এর একটি সাধারণ পার্থক্য তুলে ধরি- সেটি হচ্ছে gerund একইসাথে verb ও noun এর কাজ করে এবং Present Participle একইসাথে verb ও adjective এর কাজ করে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের জ্ঞান এ পর্যন্ত থাকার কারণে আমরা এটা জানি না যে- Participle মূলত এক প্রকার adjective. এই adjective এর একটি নামও আছে। adjective টির নাম কি ? hm বলছি- এ ধরণের adjective কে বলা হয়- Participial Adjective.
বিঃ দ্রঃ Present Participle ও Past participle উভয়ই Participial Adjective এর অন্তর্ভূক্ত। ]
এখন মূল কথায় আসি- যখন একটি Sentence এর কোন পার্টকে চিহ্নিত করতে বলা হবে, তখন অপশনগুলোর মাঝে যদি Parts of speech এর মূল পার্টের নাম থাকে, তখন মার কাছে নানী বাড়ির গল্প করলে সেটি নিশ্চয় হাস্যকর মনে হবে। যেহেতু rolling বলতে participle ও adjective উভয় নামেই নামকরণ করা যায় এবং বাক্যে যেহেতু Parts of speech এর নামে সরাসরি adjective অপশন রয়েছে. তাছাড়া Parts of speech এর প্রাধান্য বাক্যে সবসময় বেশি থাকে, তাই adjective উত্তর হবে।
অনেকে বলেন- ভাই এখানে তো Parts of speech জানতে চাওয়া হয় নি! তাহলে adjective দিব কেন? এরকম যারা বলেন তাদের বলব- দয়া করে same word used as different parts of speech রিলেটেড বিগতসালের প্রশ্নগুলো পড়ে দেখুন, দেখবেন সেখানে অনেক প্রশ্নই আছে, যেখানে Parts of speech জানতে চাওয়া হয় না, কিন্তু ঠিকই noun/adjective/adverb দাগাতে হয়।
আাবার কেউ কেউ বলতে পারেন- ভাই এখানেতো Participial adjective বলে নি, শুধু adjective বলেছে, তাহলে adjective উত্তর করব কেন? তাহলে আমিও পাল্টা যুক্তি দিয়ে বলতে পারি এখানেতো সরাসরি Present Participle বলেনি, তাহলে আপনি কেন শুধু Participle মেনে নিবেন?
======চূড়ান্ত কথা===========
আসলে এখানে যুক্তির চেয়ে গ্রামাটিকেল নিয়মই বড় কথা। সেটি হচ্ছে Present Participle এবং Past participle হচ্ছে Participial Adjective, তাই প্রদত্ত বাক্যের অপশনে adjective Option থাকলে adjective উত্তর হবে। আর যদি adjective অপশনে না থাকে তাহলে participle হবে।
আরো একটি যুক্তিঃ A rolling stone gathers no moss. এই বাক্যটি কোন লেখক Present Participle অংশ বুঝাতে গিয়ে লিখেছেন আবার কোন লেখক Participial Adjective এর আলোচনা করতে গিয়ে লিখেছেন। আমাদের মনে রাখতে হবে- তারা কিন্তু কেউ অপশন নিয়ে কথা বলেন নি। তাই স্বাভাবিক গ্রামাটিকেল নিয়মেই উত্তর করতে হবে।
=======পরিশেষে=======
আমার আলোচনার সাথে আপনার দ্বিমত থাকতেই পারে, এটিই স্বাভাবিক। এই ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি- যুক্তি হোক সুন্দর ও জ্ঞান নির্ভর। অহেতুক কাঁদা ছুড়াছুড়ি করার নাম যুক্তি নয়। আমাদের সবাইকে যে এই প্রশ্নে একমত হতে হবে, এমন কোন কথা নেই। এই পৃথিবী এতটা সুন্দর, তার অন্যতম একটি কারণ আমাদের ভিন্নতা। সকলকে ধন্যবাদ।
“A retired officer lives next door”
Here, retired is___ (৩৮ তম প্রিলি)
a. Gerund b. noun c. Preposition d. Participle
উত্তর কি এবং কেন?
Article/determiner + Adjective + Noun
যেহেতু participle বাক্যে adjective এর কাজ করে, সেহেতু উত্তর হবে D
কোন ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
Ctd
>>>>>>>>>>>
Gerund & Participle চেনার বিভ্রান্তির সমাধান
(৪ টি নিয়মের বিস্তারিত)
নিয়ম ০১
বাক্যের শুরুতে verb+ing + noun as object (subject হিসেবে) থাকলে যদি পরবর্তী verb টি singular হয় তাহলে প্রারম্ভিক verb+ing টি gerund হবে।
Peeling onions makes me cry.
(পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদায়)
Planting trees helps prevent soil erosion.
(গাছপালা রোপণ করা মাটিক্ষয় রোধ প্রতিরোধ করতে সাহায্য করে)
Amassing wealth often ruins health.
(সম্পদ পুঞ্জীভূত করা প্রায়ই সুস্থতা/স্বাস্থ্য ধ্বংস করে)
এখানে Peeling, Planting, Amassing হচ্ছে gerund কারণ, makes, helps, ruins এরা singular verb
আর finite verb টি plural হলে প্রারম্ভিক verb+ing টি
present participle হবে। এক্ষেত্রে উক্ত verb+ing টি কাজ করা বুঝায়।
Falling objects obey the law of gravity.
(পড়ন্ত বস্তু মাধ্যাকর্ষণের সূত্র মেনে চলে)
Hibernating animals survive the winter in suspended animation.
Exciting possibilities were/are opening up for me in the new job.
এখানে obey, survive, are/were হচ্ছে plural verb তাই falling, hibernating, exciting হচ্ছে present participle
নিয়ম ০২
Article এবং noun এর মাঝে gerund এবং participle চেনার উপায়
Gerund হলে A (noun) for (verb+ing) হবে।
আর Participle হলে A (noun) is (verb+ing) হবে।
Gerund: A swimming pool
A pool for swimming
Participle: A swimming girl
A girl is swimming
Gerund: A sleeping room
A room for sleeping
A sleeping pill
A pill for sleeping
Participle: A sleeping child/baby
A baby/child is sleeping
সহজ কথায়, meaningful continuous tense করা গেলে present participle আর না করা গেলে gerund
কিন্তু এক্ষেত্রে প্রশ্নে part of speech (function) চাইলে gerund এবং participle দুটোই adjective হবে।
The calling bell is out of order. এখানে calling শব্দটি gerund হওয়া সত্ত্বেও adjective.
নিয়ম ০৩:
১. complement verb+ing এর আগে very বসানো গেলে তা participle, না গেলে তা gerund (জেরান্ড)
What annoys me most is smoking. (complement)
My favourite activity is reading. (complement)
smoking, reading এদের আগে very বসবে না। এরা সাধারণত কাজের নাম তাই gerund (জেরান্ড)
Education is enlightening.
Education is very enlightening.
The story is interesting.
It is very interesting.
Examinations are frightening.
Examinations are very frightening.
enlightening, interesting, frightening এরা present participle
আবার, এক্ষেত্রে What দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে প্রাপ্ত verb+ing হচ্ছে gerund আর How দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে verb+ing পাওয়া গেলে তা present participle
His profession is teaching.
Q: What is his profession? Ans: teaching
Education is enlightening.
Q: How is education? Ans: enlightening
enlightening = জ্ঞানগর্ভ, তথ্যদায়ক
আবার, verb+ing টি verb এর থেকে ভিন্ন অর্থে বিশেষায়িত করলে তা present participle (adjective)
A walking holiday, a walking dictionary, a rolling programme, a rolling extension
২. Gerund complement হলে সেটাকে উল্টিয়ে Subject করা যায় কিন্তু participle হচ্ছে adjective তাই একে subject করা যায় না।
What I enjoy is watching movies.
= Watching movies is what I enjoy.
What I detest most is smoking.
= Smoking is what I detest most.
নিয়ম ০৪
preposition এর পরে কিছু বিভ্রান্তি!
He came in running.
(সে দৌড়াতে দৌড়াতে ভিতরে আসল)
He went/walked out smiling.
(সে মুচকি হাসতে হাসতে বাইরে/হেঁটে বাইরে গেল)
এখানে running, smiling শব্দ দুটি preposition এর পরে বসা সত্ত্বেও এরা gerund নয়, present participle কারণ এরা preposition এর object হিসেবে বসেনি। এরা “কিভাবে” প্রশ্নটির উত্তর দেয়। তাই adverb এর মতো কাজ করে। preposition এর object হলে “কি/কিসে” এমন প্রশ্নের উত্তর লাগে।
There is no credit in earning money illegally.
(অবৈধভাবে টাকা উপার্জনে কৃতিত্ব নেই)
এখানে earning হচ্ছে gerund কারণ, “কিভাবে” নয়, কিসে কৃতিত্ব নেই? In what? এর উত্তর লাগবে? সেটা earning
আবার, I love the noise of falling rain (পড়ন্ত বৃষ্টি)
এখানে falling শব্দটা of কে object নয়, rain এর modifier তাই এটি present participle
>>>>>>>>>>>>>>>>>>>
Identifying Gerund or Participle
1. I joined a riding school. (riding)
2. I saw a floating flower. (floating)
3. There is a reading room. (reading)
There is a trick to identify more easily without considering grammar rule.
1. Riding school – a place where you can learn to ride horses. স্কুল কি রাইড করতে পারে? না পারলে Gerund)
2. Floating flower – পানিতে ভাসমান একটি ফুলকে একসাথে Floating Flower বলা হয়। flower অবশ্যই পানিতে float করে – তাই participle)
3. Reading room – ?
(এই টাইপে অনেকের সমস্যা হয় তাই সহজে মনে রাখা যায় এভাবে; তবে বেসিক জেনে পড়তে হবে এটা ভুল না করার একটি উপায়মাত্র)
///
বিসিএসে কমন প্রশ্ন ভুল হলেই কাট মার্কে হিট করার সম্ভাব্যতা কমে যায়।
—-
Which of the following words is in singular form?
a. Formulae
b. Agenda
c. Oases
d. Syllabus
এখানে আপনি যদি Agenda / Syllabus নিয়ে ১% কনফিউজড থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
– Singular / Plural Identification = 1 mark
যেমনঃ Agenda, শব্দটির সাথে সবাই পরিচিত। সবাই জানি আরেকটি শব্দ আছে Agendum.
প্রথমবার এক্সামে বসলে কিংবা প্রস্তুতি একটু দুর্বল হলে পরীক্ষার হলে Singular / Plural নিয়ে কনফিউশন হবে এবং ভুল হবে। এমন ভুলের কারণেই অল্পের জন্য কাট মার্কের নিচে নেমে যায় নিজের নম্বর।
us, na, um, is, on (আসনা আম ইজন) — শুধু এইটুক মনে রাখেন আর ১ নম্বর নিশ্চিত করেন। শব্দের শেষে এগুলা থাকলে Singular.
Example: Alumnus – Alumni, Locus – Loci, Stimulus – Stimuli, Curriculum – Curricula, Axis – Axes, Crisis – Crises, Criterion – Criteria, Phenomenon – Phenomena
Which of the following words is in singular form?
a. Formulae
b. Agenda
c. Oases
d. Radius ** (us)
।।।
সোহান রহমান , বুয়েট
@Zakir’s BCS থেকে নেয়া

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *