002 IELTS Reading সকল তথ্য বিস্তারিত [পরিক্ষা ধাপ ০২]
২. রিডিং বা ভোকাবুলারি টেষ্ট
Basic info:
প্রশ্ন: ৪০ টি
নম্বর: ৪০
সময়: ৬০ মিনিট
ট্র্যান্সফার টাইম: নাই
বিঃদ্রঃ মনে রাখবেন, আনসার শিটে উত্তর তোলার জন্য আলাদাভাবে কোন সময় দেয়া হবে না। পরীক্ষার এক ঘন্টা সময়ের মধ্যেই আনসার গুলো সরাসরি আনসার শিটে তুলে নিতে হবে।
প্যারাগ্রাফ: ৩ টি প্যারাগ্রাফ পড়ে ৪০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
এক্ষেত্রে সাধারণত, প্রথম প্যাসেজ থেকে ১৩ টি, দ্বিতীয় প্যাসেজ থেকে ১৩ টি, তৃতীয় প্যাসেজ থেকে ১৪ টি প্রশ্ন করা হয়।
1st Passage: Easy
2nd Passage: Mid level
3rd Passage: Hard
Computer Based Answer Sheet: Question pattern, Mark, Time একই থাকবে। কম্পিউটারের স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাবেন এবং স্ক্রিনে দেওয়া instructions গুলো ভালোভাবে ফলো করবেন।
প্রশ্ন টাইপ/ধরণ:
অর্ডার ফলো করে-
১. Gap-fill / Gapped Summary √
২. True/False/Not given
৩. Yes/No/Not given √
৪. Multiple choice questions (MCQ)
৫. Short Answer Question
৬. Matching Sentence Ending
অর্ডার ফলো করেনা-
IELTS Reading পরীক্ষার প্রশ্নের ধরনঃ
Multiple choiceMatching Paragraph informationMatching Paragraph headingsMatching featuresMatching sentence endingsShort-answer questions- Identifying information
- Identifying the writer’s views/claims
- Sentence completion
- Summary, note, table, flow-chart completion
- Diagram label completion
IELTS Reading এ ভালো করার কৌশলঃ
- টেক্সট পড়ার আগে প্রশ্ন পড়া উত্তম
- প্রশ্ন অনুযায়ী সম্ভাব্য উত্তর মাথায় রেখে উত্তর খোঁজা
- অনুচ্ছেদে Key-word আকারে উত্তর খোঁজা
- Synonyms আকারেও অনেক সময় অনুচ্ছেদে উত্তর থাকে, সে ব্যপারে নজর রাখা
- প্যারাফ্রেজিং বা নিজ থেকে synonyms- উত্তর হিসেবে লেখা থেকে বিরত থাকা
- প্রশ্নের tense অনুযায়ী উত্তর দেয়া
- একটি প্রশ্নের জন্য অতিরিক্ত সময় ব্যয় না করে, পরবর্তী প্রশ্নের উত্তর খোঁজা
- সময় ব্যবস্থাপনায় সচেতন হওয়া
- Matching Headlines এর ক্ষেত্রে প্যারাগ্রাফের প্রথম এবং শেষ লাইনের দিকে বিশেষ নজর দেয়া
- অধিকাংশক্ষেত্রে অনুচ্ছেদে ক্রমান্বয়ে উত্তর থাকে বলে, সে অনুযায়ী স্কিমিং/স্ক্যানিং করা
- পুরো অনুচ্ছেদের অর্থ বোঝার চেষ্টা করা বোকামী, শুধুমাত্র সঠিক উত্তর খুঁজে বের করাকেই একমাত্র লক্ষ্য হিসেবে নির্ধারন করা শ্রেয়
- ইংরেজি টেক্সট/অনুচ্ছেদ, বই, জার্নাল, সংবাদ পড়ার অভ্যাস গঠন করা।
১. প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট পড়তে হবে
২. শুরুতে রিডিং কঠিন মনে হতে পারে। আপনার প্রিয় জিনিসের উপর ইংরেজি আর্টিকেল পড়ুন। পড়ার অভ্যাস তৈরী করুন।
৩. হেলথ, এডুকেশন, এনভায়রমেন্ট, সায়েন্স ইত্যাদির উপর আর্টিকেল পড়ুন।
৪. আর্টিকেলের যে ওয়ার্ডগুলো অজানা সেগুলো জেনে নিন।
৫. একটি আর্টিকেল ৩/৪ বার পড়ুন
৬. টেষ্ট দিবেন পরীক্ষার ফরমেট বুঝার জন্য। এবং টেষ্টের যে অংশ বা যে প্রশ্ন কঠিন মনে হয় সেটি কেন কঠিন লাগলো তা অনুসন্ধান করে সলভ করুন।
৭. টেষ্টে যে প্রশ্নে উত্তর দিতে বেশি সময় লেগেছিল সেটি মার্ক করে রাখুন। কেন বেশি সময় লাগলো সেটা খুজে বের করুন।
৭. শুরুতে সময় ধরে টেষ্ট দেওয়ার কোন মানে হয় না। যত সময় লাগুক তত সময় নিন।
পরীক্ষায়:
১. টাইম ম্যানেজমেন্ট মাষ্ট।
২. প্রথম প্যারাগ্রাফে ১৫ মিনিট। পরের প্যারাগ্রাফের জন্য ২০ মিনিট আর শেষের প্যারাগ্রাফের জন্য ২০ মিনিট সময় বরাদ্দ করতে হবে। কেননা প্রথমটা সহজ থাকে। আস্তে আস্তে কঠিনের দিকে যায়।
৪. প্রশ্ন পেয়েই সাথে সাথে প্রথম ২/৩টা কুয়েকশন পড়ে নিবো।
৫. তারপর প্যারাগ্রারাফ পড়বো নরমাল স্পিডের চেয়ে একটু বেশি স্পিডে পড়বো।
৭. প্রতিটা প্যারাগ্রাফ পড়া শেষ হলে তার সামারি কি তা পাশে লিখে রাখবো। এতে করে যেকোন প্রশ্নের উত্তর সহজে পাওয়া যাবে।
৮. যে যে প্রশ্নগুলোর উত্তর অর্ডারে থাকবে। তাই অর্ডার মেইনটেন করে উত্তর খুজবো।
৯. যদি কোন প্রশ্নের উত্তর না পাওয়া যায় তবে সেটার জন্য সময় নষ্ট করবোনা।
১৩. কোন কিছু ধারনা করে উত্তর দিতে যাবনা।
উত্তর: এক নজর দেখে কোন আর্টিকেলের থীমটা কি তা বুঝা অর্থা কোন বিষয়ের উপর এই আর্টিকেল সেটা আইডেন্টিফাই করা। আরো আইডেন্টিফাই করতে হবে
- Titles
- Sub titles
- Keyword
- Topic Sentences
Scanning কি?
উত্তর: কোন স্পেশিফিক ইনফোরমেশন খুজে বের করা হল Scanning. যেমন-
- Name
- Number
- Date
- ছবিতে দেয়া Vocabulary (English to English)
- Saifur’s Vocabulary (English to Bangla)
নিচে ৮ টি ওয়েবসাইটের নাম দেয়া হল, যেখানে IELTS অনুশীলনের ক্ষেত্রে সহায়ক,
- IELTS LIZ
- IELTS SIMON
- IELTS EXAM
- IELTS FOR FREE
- IELTS MENTOR
- IELTS FIGHTER
- IELTS PODCAST
- IELTS BUDDY
(রিডিং এর) নিয়ে বিস্তারিত :-
True, False & Not Given



Yes/ No/ Not Given
প্রশ্ন বুঝাঃ
Yes – প্রশ্নের তথ্য যদি প্যাসেজের তথ্যের সাথে মিলে যায় –> answer হবে Yes.
No – প্রশ্নের তথ্য যদি প্যাসেজের তথ্যের বিপরীত হয় –> answer হবে No.
Not given – প্রশ্নের তথ্য যদি প্যাসেজের মধ্যে পাওয়া গেসে কিন্তু মিলেও না, আবার বিপরীতও হয় না // প্রশ্নের তথ্য যদি প্যাসেজে না পাওয়া যায় –> answer হবে Not given.
টিপস্ ট্রিকস & টেকনিক জানাঃ-
• মনে রাখবে, প্যাসেজের মধ্যে answerগুলা সিরিয়ালি আসবে। ১০০%।
• একসাথে ২টা প্রশ্ন ভালভাবে পড়ে নিয়ে তা প্যাসেজে খোজা – এটাই বুদ্ধিমানের কাজ। তাহলে প্যাসেজে একটার ans না পেলে অন্তত আরেকটার ans পাওয়ার সম্ভাবনাটুকু থাকে।
• প্রশ্ন থেকে keyword সিলেক্ট/মার্ক করব আইডিয়া উপর ভিত্তি করে যা প্যাসেজে পাওয়ার সম্ভাবনা আছে, এরপর ঐ সিলেক্ট/মার্ক করা keyword প্যাসেজে খুঁজব।
• প্রশ্নের word এর সাথে প্যাসেজের word মিলাতে যাবেন না। প্রশ্নের information এর সাথে প্যাসেজের information মিলাবেন, যা paraphase আকারে থাকতে পারে।
• প্রশ্নে plural হলে, প্যাসেজও plural হবে।
• প্রশ্নই যদি সংখ্যা থাকে, প্যাসেজে সংখ্যাটাকেই খুজবো।
• কমনসেন্স বা প্রাকটিক্যাল নলেজ দিয়ে আনসার করা যাবে না। অর্থাৎ মগজে থাকলে হবেনা, প্যাসেজে থাকতে হবে। যেমন- ঢাকা বাংলাদেশের রাজধানী— এটা আমরা জানি। কিন্তু এটা প্যাসেজে দেয়া না থাকলে সঠিক বলা যাবে না। প্যাসেজে যদি বলে- ফেনী বাংলাদেশের রাজধানী, তাহলে ফেনীকেই রাজধানী হিসেবে Yes/True হিসেবে ধরে নিতে হবে, আর তখন ঢাকাকে রাজধানী হিসেবে No/False হিসেবে ধরে নিতে হবে।
• মনে রাখবেন, অন্তত একটি Not given হবেই।
• সরাসরি কথা না থাকলে Not given দিব।
• positive + positive = yes
positive + negetive = no
negetive + negetive = yes
links-
Gap fill
Reading Gap Filling Hacks (টিপস & ট্রিকস):
০. মনে রাখবে, answerগুলা সিরিয়ালি আসবে। তবুও summury/fill in blanks এ সিরিয়াল mistake হতে পারে। এজন্য সবসময় ২টা Gap একই সময়ে পড়ে নিতে হবে, এভাবে করে Question 100% বুঝতে হবে।
১. Predict করতে হবে Gap-এ কোন ধরণের keyword দরকার/বসতে পারে(90% ক্ষেত্রে Noun/ Adj/verb/ খুব অল্পক্ষেত্রে adverb)।
• noun হতে পারে –> Any Name
• Adj হতে পারে –> noun+ing (Participle)
• Gerund হতে পারে –> verb+ing
২. Gap-এর আগে/পরে কি হবে Focus দিতে হবে, নিচের এগুলো থাকলে Qs and Passage 99% মিলবে –
• Article – a/an/the আছে কিনা। মনে রাখবে, Article-এর পরে Noun হয়/ বসে। এগুলো দ্বারা নির্দিষ্ট করা থাকলে মিলিয়ে নেব।
• Connective – and/but/or/ অন্যান্য Connective words আছে কিনা।
• Prepositions – in/into/onto etc আছে কিনা।
৩. ফাইন্ডিং কিওয়ার্ড মেথড এপ্লাই করা। gap এর আশেপাশে পড়ে দেখতে হবে। মনে রাখবে, ড্যাশের আগে-পরে শব্দগুলো synonym আকারে থাকে, এক্ষত্রে, মুল keywords গুলোর Paraphrase খেয়াল/মার্ক করে রাখব। যেমন- Enabling এর জায়গায় Allow থাকতে পারে। change the direction এর জায়গায় re-routing থাকতে পারে। এরকমভাবে, form–growth, fix strong–reinforced, reduce light reaching earth–global diming ইত্যাদি।
• ড্যাশের আগে verb থাকলে passage এ গিয়ে ওই verb এর synonym খুজব, কারণ এর পরের word ই answer.
৪. auxiliary verb যেমন- am/is/are/was/were এর পর ড্যাশ থাকলে passage এ গিয়েও auxiliary verb এর পরের wordটি answer হিসেবে বসবে।
৫. দুইটা ওয়ার্ড থাকলে/Only one word দিতে বললে,- দুইটা word এর প্রথমটা বাদ দিবেন।
৬. Answer-টি singular নাকি Plural সেদিকে লক্ষ্য রাখতে হবে।
যেকোন ধরনের Matching রিলেটেড প্রশ্নে কিওয়ার্ড টেকনিক কাজে লাগবেনা।
links:
List of Heading –Matching (All possible ways)
ধাপ:
1. প্রথমে প্যারাগ্রাফটি একবার পড়বেন।
2. অপশন এ দেওয়া Heading গুলি পড়বেন।
3. কোন Heading-টি প্যারাগ্রাফ এর সাথে মিলে, সেটা বোঝার চেষ্টা করবেন।
4. এই ধাপগুলি সকল Question এর ক্ষেত্রে Repeat করবেন।
Tips: একবার প্যারাগ্রাফ পড়ার পর Heading পড়ে আবার প্যারাগ্রাফ পড়তে যাবেন না। শুধু একবার করে
পড়াবন প্রত্যেকটি প্যারাগ্রাফ এবং তারপর সবগুলি Heading পড়াবন।
Heading Selection:
1. প্যারাগ্রাফ পড়া শেষে প্রত্যেকটি Heading পাড় সম্ভাব্য Heading গুলি মার্ক করে রাখবেন।
2. একটি Heading মানানসই মনে হলে থেমে যাবেন না। প্রত্যেকটি heading পড়তে হবে।
3. সবগুলি Heading পড়ার পর সম্ভাব্য Heading গুলির মাধ্য তুলনা করবেন।
4. সম্ভাব্য Heading গুলির মধ্যে সেটিকে বেছে নিন যেটি প্যারাগ্রাফটিকে সবথেকে ভালোভাবে
describe করছে বা যেটির মধ্যে সবথেকে বেশি matching keywords আছে।
Sample Question:
People have always dreamed of leaving planet Earth and exploring outer space. Sputnik, the first artificial satellite, was launched in 1957. A human being went into space in 1961. Nowadays, aided by huge technological advancements, astronauts spend up to a year on orbiting space stations and robotic explorers have visited nearly all the planets in our solar system.Choose the correct heading:
A. Space Shuttles
B. Earth Watching
C. From Sputnik to Now
D. Man on the Moon
E. Development and Production Challenges
এই প্যারাগ্রাফ এ আমরা যেই Key Words গুলি পাইঃ
People have always dreamed of leaving planet Earth and exploring outer space. Sputnik, the first artificial satellite was launched in 1957. A human being went into space in 1961. Nowadays, aided by huge technological advancements, astronauts spend up to a year on orbiting space stations and robotic explorers have visited nearly all the planets in our solar system.
Key words গুলি পাড় আমরা বুঝতে পারি সঠিক অপশন হচ্ছে C) From Sputnik to Now
কেন দ্বিতীয় অপশান উত্তর পেয়ে গিয়েও বাকি Heading গুলি ও পড়তে হবে?
1. প্রথম এ একটি অপশন সঠিক মনে হলেও পরের কোন অপশন এর থেকে বেশি উপযোগী হতেই পারে। এটা নিশ্চিত হতে সাহায্য করছে যে আর কোনো উত্তর এটার থেকে বেশি উপযোগী না!
2. এরপরে বাকি প্যারাগ্রাফ এমনিও পড়তে হবে। তাই বাকি অপশনগুলো পড়লে সেগুলো মাথায় আগে থেকেই থাকবে।
Sentence Completion / Ending
gaps in them which you need to fill with a word, words and possibly numbers.(শর্ত হিসেবে দেয়া থাকবে- No More than Three Words and/or a Number.)
require excellent paraphrasing skills and the ability to locate information quickly save time in your test.
Sentence Completion & Gap fill: (বিস্তারিত)
Paragraph Heading ও Matching Paragraph information অনেকটা একই ধরনের হয়ে থাকে।
Paragraph Heading এ একটি প্যারাগ্রাফের মুলভাব নিয়ে কাজ করতে হয়,
আর Matching Paragraph information এ একটি প্যারাগ্রাফের মধ্যে স্পেসিফিক কোনো sentence identity করে সেটি নিয়ে কাজ করতে হয়।
Strategies:
1) প্রথমে general understanding এর জন্য টেক্সট দ্রুত পড়ে ফেলুন।
2) প্রশ্নগুলো(স্টেটমেন্টগুলো) মনোযোগ সহকারে পড়ুন।
প্রশ্নের keywords/phrases গুলো identity করুন এবং সেগুলোর কী কী synonym ও paraphrase রিডিং টেক্সট এ ব্যবহৃত হতে পারে চিন্তা করুন।
3) প্রশ্নের স্টেটমেন্টটি কোন টেক্সট প্যারাগ্রাফে আছে locate করুন। বেশিরভাগ সময়ই প্রশ্নের স্টেটমেন্টটি হুবহু টেক্সট এর মত হবে না, Required statement বা তার কাছাকাছি অর্থের কোনো sentence টেক্সটে locate করতে পারলে সেটি underlie করে রাখুন।
4) Underlined Sentence টি প্রশ্নের স্টেটমেন্টের সাথে মিলে কিনা সেটি যাচাই করে আপনার উত্তর finalize করুন।
• প্রত্যেক প্রশ্নের জন্য step 2-4 repeat করুন।
Quick Tips:
• এই itemটা পারলে শেষে উত্তর করুন। এভাবে আপনার আগে থেকেই রিডিং টেক্সট সম্পর্কে একটি ভালো ধারণা থাকবে এবং আপনি সহজে উত্তরটি খুজে পাবেন।
• প্রশ্নে/পেসেজে names, place names, numbers ইত্যাদি থাকলে সেটি identity করুন কারণ এগুলো টেক্সটে খুজে পাওয়া সহজ।
• synonym বা paraphrase সম্পর্কে খুবই সচেতন থাকতে হবে। যেমন- অপ্রশ্নে 34% থাকলে অডিও/টেক্সটে সেটি just over a third অথবা about a third হিসেবেও বলা থাকতে পারে কারণ দুটো phrase একই অর্থ বহণ করে।
Strategy & Tips:
1) Read the instructions: Write NO MORE THAN TWO WORDS AND/OR A NUMBER for each answer.
Summary Completion
Summary With/Without Clue
MCQ
Fiz – IELTS










✿𝐂𝐥𝐚𝐬𝐬-05✿












102 IELTS Reading Passage and others | বড় বড় বাক্য পড়ে অর্থ বুঝার কৌশল (For Writing & Reading)
Cam 15, Test 1, Pass 3
Explorer and travel writer Peter Fleming talks of the moment when the explorer returns to the existence he has left behind with his loved ones.
=
Explorer and travel writer Peter Fleming talks of the moment when the explorer returns to the existence (that) he has left behind with his loved ones.
Cam 11, Test 1, Pass 1
An estimated 109 hectares of new land (about 20% larger than Brazil) will be needed to grow enough food to feed them, if traditional farming methods continue as they are practised today.
=
An estimated 109 hectares of new land (about 20% larger than Brazil) will be needed to grow enough food to feed them, if traditional farming methods continue in the way that they are practised today.
As এর ৩টা meaning রয়েছে-
1. As (because)
2. As (while/when)
3. As (in the way that)
Cam 11, Test 1, Pass 1
At present, throughout the world, over 80% of the land that is suitable for raising crops is in use.
=
At present, throughout the world, over 80% of the land that is suitable for raising crops is currently being used.
Cam 11, Test 1, Pass 1
If successfully implemented, proponents claim, vertical farms offer the promise of urban renewal, sustainable production of a safe and varied food supply (through year-round production of all crops), and the eventual repair of ecosystems that have been sacrificed for horizontal farming.
=
- Vertical farms offer the promise of urban renewal,
- Vertical farms offer the promise of sustainable production of a safe
and varied food supply (through year-round production of all
crops), - Vertical farms offer the promise of the eventual repair of
of ecosystems that have been sacrificed for horizontal farming.
1. It is needless to say that for most of the developing states, particularly for Bangladesh making transition to blue economy world, entail fundamental and systemic changes in their policy, management and governance frameworks.
=
Entail = require, need
Making transition to a blue economy world entails fundamental and systemic changes in their policy, management and governance frameworks for most of the developing states, particularly for Bangladesh.
প্রশ্নে কোন Word ব্যবহার হয়েছে এবং তার বিপরীতে প্যাসেজে কোন Word বসেছে তা








যারা বেসিক লেভেলে আছেন রিডিং এ তারা এটি দেখুন – (50 ta)
Cambridge:15, 16, 17, 18 এর জাদুকরী সমাধান
IELTS এর Reading Part এর জাদুকরী সমাধান!







































































Cambridge-11, 12
Cambridge-13, Test-2 এর সকল প্রশ্নের বাংলা সমাধান।


























IELTS এর Reading Part এর জাদুকরী সমাধান!









Cambridge 14,15 – Fill in the blanks সমাধান
যাদের রিডিং এ স্কোর ৬ এর উপর আসতেছে না তারা দেখুন












Cambridge -16 Fill in Blanks
Cambridge -17 Fill in Blanks এ যত ধরনের Tips, Trick













Cambridge -18 Fill in Blanks এ যত ধরনের Tips, Trick
Cambridge -18 বইয়ে Fill in Blanks এ যত ধরনের Tips, Tricks আছে সব একসাথে করা হয়েছে। যারা রিডিং এ ৬.৫ এর মধ্যেই আটকে যাচ্ছেন তারা এইগুলো Follow করেন।













IELTS এ ২৫-৩০% হলো Tips & Tricks. বাকি টা আপনার Skill এর উপর নির্ভর করবে। Cambridge -18 বইয়ের কোন কোন প্রশ্নে এই টেকনিক গুলো ব্যবহার করে ভালো করতে পারবেন সেটার সিট eta