Screenshot 02 15 2024 12.10.11

030.1 Verb: finite verb + non-finite verb(Gerund, Participle & infinitive) এবং verbal

Screenshot 02 12 2024 17.03.51

Verb

verbb
verb

Verb এর প্রকারভেদ সহ বিস্তারিত নিকে দেয়া হলো-

 Verb: Parts of speech এর  যে  word  বা শব্দ দ্বারা কোন কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে verb বা ক্রিয়া পদ বলে|

Verb প্রধানত: দুই প্রকার। যথা:

1. Finite verb(সমাপিকা ক্রিয়াপদ)।

2. Non-Finite verb( অসমাপিকা ক্রিয়াপদ)।

# Finite verb:

সাধারণত, যে verb দ্বারা বাক্যের tense নির্ণয় করা/চেনা যায় অথবা যে verb এর আগে subject থাকে, তাকে Finite verb বলে. (number, person, tense এই তিনটাই থাকে)
// যে verb দ্বারা sentence  এর বক্তব্য শেষ হয়; আবার Nominative  এর Person  ও Number  অনুসারে উহার রুপ নির্ণীত হয়,  তাকে Finite Verb  বা সমাপিকা ক্রিয়াপদ বলে|
* finite verb ছাড়া sentence হয় না।

  • Fancy reads a book.
  • Hamida goes to school.
  • They play football.

Finite verb দুই প্রকার:

১) Auxiliary verb [৩ প্রকার]  (Primary, Semi Model, Model)(মূল ক্রিয়াপদ)
২) Principal verb [৩ প্রকার] (transitive, intransitive, Linking Verb)(সাহায্যকারী ক্রিয়াপদ)

# finite verb চেনার উপায়:-
• v1
• v2
• v + s/es
• auxiliary/principal

যেমন-

He plays football.

 

((((((((((((

# non-finite verb: যে verb দ্বারা বাক্যের tense নির্ণয় করা/চেনা যায় না অথবা যে verb এর আগে subject থাকে না, তাকে non-finite verb বলে. (number, person, tense এই তিনটাই থাকে না)
// যে verb দ্বারা sentence  এর বক্তব্য শেষ হয় না;  আবারNominative  এর Person ও Number  অনুসারে উহার রুপ নির্ণীত হয় না, তাকে Non-Finite Verb  বা অসমাপিকা ক্রিয়াপদ বলে|
* non-finite verb ছাড়াও sentence হতে পারে। সাধারণত বাক্য বড় করার জন্য non-finite verb ব্যবহার করা হয়।

# non-finite verb তিন প্রকার। যথা-

  1. Gerund,
  2. Participle (Present,Past, Perfect)
  3. infinitive

শর্টকাটঃ

  • sub নিজে কাজ করলে Present Participle হয়। যেমন- He is a job candidate searching a job.
  • আর, sub নিজে কাজ না করলে Past Participle হয়। যেমন- He takes medicine suggested by the doctor.

non-finite verb চেনার উপায়:-
• v+ing বা Present Participle (যেমন- playing)
• v3 বা Past Participle (যেমন- played)
• having+v3 বা Perfect Participle
• to+v বা infinitive (যেমন- to play)
এরা ছাড়া বাকি সব finite verb.

যেমন-
I saw her going there to do it.
She has made it.
I am going.
Made in Japan, the car runs fast.
Having done the work, I took rest.

• তবে, এই ৩ ধরণের verb এর সামনে যদি auxiliary verb আসে তাহলে এক্ষেত্রে এই ৩ ধরণের verb ও finite verb হয়ে যায়।যেমনঃ
I am playing.
I have to play.
I have played.
এখানে Non- finite verbগুলো finite verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
বিভ্রান্তির সমাধান-
*** I heard her singing. = আমি তাকে গাইতে শুনেছিলাম. (এটা simple sentence, এখানে একটা finite verb আছে)
*** আবার, I want to eat. I like to do. (এ বাক্যগুলোর verb finite নয়, এগুলো non-finite)
*** He is going to college.(এ বাক্যে going হচ্ছে present continues, gerund/present participle নয়), কিন্তু Going to college I will talk to Liza. (এখানে Going হচ্ছে gerund)
*** non-finite verb বিস্তারিত পরে আলোচনা করা হয়েছে।
)))))))))))

 

# Principal verb:

বাক্যে যে verb এর নিজস্ব অর্থ থাকে, এবং স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে, সেটা principle verb.
যেমন- Machbeth was written by William Shakespeare.
// যে Verb  বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে কিন্তু কারো উপর নির্ভর করতে হয় না তাকে Principal Verb বা মূল ক্রিয়াপদ বলে| -Karim plays football.-করিম ফুটবল খেলে|….. এখানে“plays”-  কে Principal Verb বলা হয়,  কারণ “plays” এখানে  স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে|)

# Principal verb তিন প্রকার(দুই প্রকার+১প্রকার)। যথা:-

(transitive, intransitive, Linking Verb)(সাহায্যকারী ক্রিয়াপদ)

১) transitive verb(সকর্মক ক্রিয়া পদ):

যে verb এর মাধ্যমে sub ও obj এর মাঝে সেতুবন্ধন তৈরি হয়ে পূর্ণতা লাভ করে, অথবা একটি action/কাজ ঘটে তা sub থেকে obj পর্যন্ত পৌছায় (s+v+o সবকটি উপাদান থাকে) // যে principal verb সাধারণত object গ্রহণ করে তাকে transitive verb বলে।
// যে verb  এর object থাকে তাকে Transitive Verb  বা  সকর্মক ক্রিয়াপদ বলে। For example:

  • He eats rice.-(সে ভাত খায়)-  এখানে e একটি Transitive Verb কারণ ইহার object হলো rice.
  • He plays football.-( সে ফুটবল খেলে)-  এখানে plays  একটি Transitive Verb কারণ ইহার object হলো football.

২) intransitive verb(অকর্মক ক্রিয়া পদ):

(s+v থাকলেও obj থাকে না।)
যে verb এর object থাকে না তাকে Intransitive Verb  বা অকর্মক ক্রিয়াপদ বলে। // যে principal verb সাধারণত object গ্রহণ করে না, অর্থাৎ কি/কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, তাকে intransitive verb বলে। Example:

  • The boy runs.-( বালকটি দৌড়ায়)-  এখানে runs একটি Intransitive Verb কারণ ইহার কোন object  নাই |
  • The boy sleeps.-(  বালকটি ঘুমায়)-  এখানে sleeps  একটি Intransitive Verb কারণ ইহার কোন object  নাই |

# transitive ও intransitive verb চেনার উপায়:

• সাধারণত কোনো verb এর পর it বসালে যদি অর্থ হয় সেটা transitive verb, আর it বসালে যদি অর্থ না হয় সেটা intransitive verb। যেমন- Do it(transitive), love it(transitive), Go it(intransitive), Ask it(transitive)।
• transitive verb দ্বারা গঠিত বাকে দুটি অর্থাৎ কর্তা sub ও obj থাকে(প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য)।
অর্থাৎ transitive verb এর পর একটা obj থাকে যা বেশিরভাগ ক্ষেত্রে noun হয়।
সরাসরি obj এর পাশাপাশি indirect objও বসতে পারে। যেমন- objective pronoun.
একে passive voice এ রুপান্তর যায়(তখন প্রথাগত verbটি transitive)
• intransitive verb এর পর কিছুই থাকে না, কিংবা adverb(lyযুক্ত) থাকতে পারে। একে passive voice এ রুপান্তর যায় না।

৩) linking verb(অকর্মক ক্রিয়া পদ)

যে সকল verbs  সমূহ Subject ও Complement- এর মধ্যে  যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking Verbs  বলে। // যে verb গুলো সাধারণত পঞ্চইন্দ্রীয় দ্বারা অনুভব করা যায়, তাকে Linking verb বলে।
শর্টকাট: RFL এর BATS অথবা, AB FLIRST

R = Remain
F = Feel
L = Look
B = Be, Become
A = Appear
T = Taste
S = Sound, Smell, Seen, Stay

অথবা,

A = Appear
B = Be, Become
F = Feel
L = Look
R = Remain
S = Sound, Smell, Seen, Stay
T = Taste

At a glance Linking V:

Linking Verbs Be verbs as Linking Verbs
Seem-মনে করা am- হই
Sound- শব্দ হওয়া is- হয়
Remain -থাকা are- হও, হয়
Taste- স্বাদ নেওয়া was- ছিল
Become- হওয়া were- ছিল
Feel- অনুভব করা
Smell- ঘ্রাণ / সুগন্ধ নেওয়া
Stay- থেকে যাওয়া
Appear- উপস্থিত হওয়া
Run- পরিণত হওয়া
Go- হওয়া
Turn- পরিণত হওয়া
Keep- রাখা
Stand- অবস্থান করা

Example:

  • He speaks loud (loudly হবে না)
  • He remains silent. (silently হবে না)
  • She feels happy-(সে সুখ অনুভব করে).
  • He became a YouTuber-( সে ইউটিউবার হয়েছে).
  • Honey tastes sweet-( মধু খাইতে মিষ্টি).
  • He went mad-( সে পাগল হয়ে গিয়েছিল).
  • He is tired- (সে  ক্লান্ত).
  • He is a doctor-( সে একজন ডাক্তার).

# চেনার উপায়:
শর্টকাট:• Linking Verb সাধারণত Become দ্বারা Replace করলে অর্থ পাওয়া যায়।
যেমন-
She is a doctor. (→She become a doctor.)
She looks very handsome. (→She become very handsome.)
I remain sad.(→I become sad.)
I smell the rose.(→I become the rose. এখানে অর্থ মিলে না, তাই এটা linking verb নয়। এটা transitive verb)
• সাধারণত verb এর পরে adverb বসে, যেমন- He talks much. , কিন্তু linking verb এর পরে adjective বসে, যেমন- It’s sound much.।

linking verb এর পরে adjective/adverb হবে এর structure:
~ linking verb + adjective
~ adjective + adverb + adjective
~ linking verb + preposition + adverb
যেমন-

Linking Verbs এর গুরুত্বপূর্ণ structure:

  • Subject + Linking V + Complement (Adjective).
  • Subject + Linking V + Article + Complement (Noun).

*** verb এর পরে সাধারণত adverb বসে, কিন্তু linking verb এর পরে(র wordটি) adjective বসে। যেমন-
He remains silent. (silently হবে না) she looks beautiful.

Keep in mind:
Linking V  এর অপর নাম copulative/copula Verbs .
Linking V  এর জায়গায় be Verbs ব্যবহার করা হলে বাক্যের অর্থের কোন পরিবর্তন হয় না|  এই জন্য be Verbs  কেও Linking V  বলা হয় l যেমন:

  • She feels happy-(সে সুখ অনুভব করে) = She is happy-( সে সুখী|).
  • He became a youtuber-( সেই ইউটিউবার হয়েছিল)=He was a youtuber-( সেই ইউটিউবার ছিল).
Kinds of conjugation of Verb

(মনে রেখো:) (প্রিয়ার  রূপগত পরিবর্তন এর প্রকার):  ক্রিয়ার রূপগত পরিবর্তন বা conjugation of Verb  প্রধানত:  দুই ধরনের হয়। / Transitive V এবং Intransitive V উভয় verb এর দুই ধরনের verb আছে। যেমন :

  • Weak V /Regular V-(দুরবল /নিয়মিত ক্রিয়া পদ)
  • Strong V/Irregular V-((সবল /অনিয়মিত ক্রিয়া পদ).

Auxiliary Verb:

যে Verb  বাক্যে ব্যবহৃত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অন্য Verb- এর উপর নির্ভর করে অর্থাৎ Tense, Voice ও Mood এর বিভিন্ন রূপ গঠনের জন্য  Principal Verb কে সাহায্য করে থাকে তাকে  Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়াপদ বলে।

# Auxiliary verb/helping verb:
এটি ৩ প্রকার। যথা:
১) Primary auxiliary verb
২) Semi Model Auxiliary verb
৩) Model Auxiliary verb

Primary auxiliary verb:

এটি তিন প্রকার। যথা:
১) To be verb যেমন: am, is, are, was, were, be, being ইত্যাদি ।)
২) To have verb: যেমন: have, has, had, having, having had ইত্যাদি ।
৩) To Do verb: যেমন: do, does, did, doing, done, having done ইত্যাদি ।

At a glance auxiliary verbs:
Primary V (Total=9 Nos.)

Nature of Auxiliary Verbs Present form Past form Past participle form
Be verbs/To be verbs am, is, are was, were been
Have verbs Have, has had had

# Semi Model Auxiliary verb:

এছাড়াও, be about to, be able to, be going to, be likely to, be supposed to, would rather

তাছাড়াও, Some are followed by an infinitive; others by a zero infinitive.

# Model Auxiliary verb:

Modal V (Total=18 Nos.)

Shall/Should Have to Must Had better
Will/Would Used to Need Would rather
Can / Could Ought to Dare
May / Might Be to Be going to
আরও কিছু  verb

এছাড়াও আরো 4 প্রকার verb আছে। যথা:-
১) Causetive verb
২) Emphatic verb
৩) pro verb
৪) impersonal verb

মনে রেখো: উপরোক্ত  verb ছাড়াও আরও কিছু  verb আছে, যেমন:

  • Factitive v
  • Cognate v
  • Quasi-Passive v
  • Reflexive v
  • Impersonal v
  • Causetive verb
  • Verbs of perception
  • Inchoative v
  • Non-conclusive v
  • Reciprocal v
  • Group verbs/Prepositional verbs/Phrasal verbs

এসব verb গুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। সবগুলো  verb এর বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হয়েছে।

Factitive verb কাকে বলে


যখন কোন Transitive verb এর object থাকা সত্বেও object টি তার পরবর্তী Noun /phrasal noun/adjective/complement এর সাহায্য ছাড়া বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তখন তাকে Factitive verb বলে। যেমনঃ

Factitive verbs Factitive verbs Factitive verbs
Elect- Select- Make-
Appoint- Call- Name-
Crown- Label- Nominate-
Think- Choose- Find-
Prove- Keep- Imagine
Judge- Designate-

# Structure of Factitive verb usage:
Subject + verb + object + noun/noun phrase/noun complement.

# For example ( উদাহরণ ) :

  • Elect = They elected him captain.- তারা আমাকে দলনেতা নির্বাচিত করিল।
  • Select = They selected me chairman.-তারা আমাকে চেয়ারম্যান নির্বাচিত করিল।
  • Make = The students of my class made me class captain.-আমার ক্লাসের ছাত্র-ছাত্রীগণ আমাকে ক্লাসের দলনেতা বানালো
  • Call = We call him a fool.-আমরা তাকে বোকা বলি।
  • Think = I think Shakespare is a great poet.-আমি মনে করি সেক্সপেয়ার একজন মহান কবি।
  • consider him faithful.-আমি তাকে বিশ্বস্ত বলে মনে করি।
    Note:  উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Factitive verb ।

# Keep in mind-( মনে রেখো ) :

  • Structure of Factitive verb usage:
    Subject + verb + object + noun/noun phrase/noun complement.
  • Factitive object –কে Factitive complement-ও   বলা হয়ে থাকে।
  • List of Factitive verbs মুখুস্থ করলে আর সমস্যা হবে না বলে মনে করি।

Cognate verb কাকে বলে

যখন কোন বাক্যে Intransitive verb এর মত বা সমজাতীয় অর্থবিশিষ্ট কোন object বাক্যে ব্যহৃত হয়ে বাক্যের র্পূণ অৃর্থ প্রকাশ করে তখন সেই Intransitive verb – কে Cognate verb বলে।

For example :

  • He dreamt a good dream.-সে একটি ভাল স্বপ্ন দেখেছিল।
  • He lived a plain life.-সে সাধারণ জীবনযাপন করেছিল।
  • He ran a race.-সে দৌড় প্রতিযোগিতায় দৌড় দিয়েছিল
  • He slept the sleep of death.-সে মরণের ঘুম ঘুমিয়েছিল।

# Keep in mind-( মনে রেখো ) :

  • Cognate verb এর object –কে Cognate object বলে।
  • যেহেতু Cognate verb একটি Intransitive verb সেহেতু Cognate verb-কে transitive verb–এ পরিণত করতে হলে Cognate verb সমজাতীয় object ব্যবহার করতে হবে।

Quasi-passive verb কাকে বলে

যে sentence গঠনগত দিক থেকে active voice বলে মনে হয়, কিন্তু বাংলা অর্থ করলে passive voice-এর মত মনে হয তাকে Quasi-passive verb বল।

For example-(উদাহরণ) :

  • Honey tastes sweet.-
  • The book reads well.-
  • Rice sells cheap.-

এখানে লক্ষণীয় বিষয় হলো

  • প্রথম বাক্যে দেখা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না মধু খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মিষ্টি বুঝা যাচ্ছে না। অতএব কারও দ্বারা মধু  খাওয়নো হচ্ছে মিষ্টি বুঝার জন্য যাহা passive voice এর ন্যায় কাজ করছে।
  • দ্বিতীয় বাক্যে দেখা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না বই পড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বইটি কেমন বুঝা যাচ্ছে না। অতএব  কারও দ্বারা বই পড়ানো  হচ্ছে বইটি কেমন তা বুঝার জন্য যাহা passive voice এর ন্যায় কাজ করছে।
  • তৃতীয়  বাক্যে দেখা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না চাউল বিক্রি হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাউলের দাম কেমন বুঝা যাচ্ছে না। অতএব  কারও দ্বারা চাউল বিক্রি করা  হচ্ছে চাউলের দাম কেমন তা বুঝার জন্য যাহা passive voice এর ন্যায় কাজ করছে।

# Keep in mind-( মনে রেখো ) :

  • Quasi-passive verb এর পর complement হিসেবে ‍ adverb / adjective বসে।
  • মাঝে মাঝে  adverb-কে adjective হিসেবে গণ্য করা হয়।

Reflexive verb কাকে বলে

যে Transitive verb –এর  subject এবং object একই ব্যক্তি হয় তাকে Reflexive verbবলে।

For example-(উদাহরণ) :

  • She killed herself.-সে নিজেকে হত্যা করলো।
  • They killed themslves.-তারা নিজেকে হত্যা করলো।
  • He funs himself.-সে নিজের সাথে মজা করে।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Reflexive verb

# Keep in mind-( মনে রেখো ) :

  • Reflexive object বা self/selves  যুক্ত object  যে sentence –এ থাকে সেই sentence-এর verb-কে Reflexive V বলে।
  • Reflexive V একধরনের Transitive V.

Impersonal verb কাকে বলে

Sentence-এ pronoun “it” –এর পরে যে singular verb বসে তাকে Impersonal verb– ( ব্যক্তিসত্ত্বাহীন ক্রিয়া বাচক পদ ) বলে।

For example-(উদাহরণ) :

  • It rains.-বৃষ্টি হচ্ছে।
  • It is possible.-ইহা অসম্ভব।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Impersonal verb।

# Keep in mind-( মনে রেখো):

  • Impersonal verb-এর পরে সাধারণত: কোন object  বসে না। তবে object complement  বসতে পারে। যেমন:  It is possible.   এখানে “possible” হলো object complement  ।

Causetive verb:

যে verb দ্বারা অন্য কারও কোন কাজ করার কারণ বুঝায়, তাকে Causative verb বলে। // Causetive verb হচ্ছে সেই সব verb যা দ্বারা sub নিজে না করে অন্যকে দিয়ে কিছু করানা/না করানো বুঝায়।
“করানো” ও “কারণ ঘটানো” বুঝাতে সেসব verb ব্যবহৃত হয়, তাকে Causetive verb বলে।
যেমন- (Principle verb)করি→করাই(Causetive verb)
(Principle verb)fly[ওড়া]→fly[ওড়ানো](Causetive verb)
sit→set
fall→fell
rise→raise
dive→dip
eat→feed

For example-(উদাহরণ) :

  • She feeds the baby.-সে শিশুটিকে খাওয়ায় ।
  • The boy flies a kite.-বালকটি একটি ঘুড়ি উড়ায়।
  • She boils water.-সে পানি ফুটায।
  • Mother walks the baby.-মা শিশুটিকে হাটায় ।
  • We grow rice.-আমরা ধান ফলায় ।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Causative verb।

# List of causative verbs-( causative verbs –এর তালিকা ) : যেমন:

Causative verb Causative verb Causative verb
Feed-খাওয়ানো Inform-জানানো Teach-শিখানো
Dip-ডুবানো Fell-ফেলে দেওয়া Show-দেখানো
Raise-উঠানো Suckle-স্তন্যপান করানো Remind-স্মরণ করায়ে দেওয়া
Lay-শুয়ায়ে রাখা

# Keep in mind-( মনে রেখো ) :

  • Make, Have, Get  প্রভৃত্তি  verb  দ্বারা অনেক verb-কে Causative verb –এ রূপান্তরিত করা যায়। যেমন:

i).     I make him do.-আমি তাকে দিয়ে করায়ে নেই।
ii)     I have my sister water the garden.-আমি আমার বোনকে দিযে বাগানে পপানি দেওয়ায়ে নেই।
iii).   I get him to do the work.-আমি তাকে দিয়ে কাজটি করায়ে নেই।

  • Make , Have ইত্যাদির পরে “to” বসে না। শুধু মাত্র Get –এর পরে “to” বসে।
  • Verbs of perception-( অনুভূতিসূচক ক্রিয়া পদ ) : যে সকল  verbs দ্বারা পঞ্চ ইন্দ্রিয় যেমন: চোখ, কান, জিব্হা, নাক, ত্বক  ইত্যাদির কোন কিছু অনুভূতি ব্যক্ত করে বা প্রকাশ করে , তাদেরকে Verbs of perception বলে।

For example-(উদাহরণ) :

  • see a bird.-আমি একটি পাখী দেখছি।
  • hear her call.-আমি তাঁর ডাক শুনছি।
  • Can you smell an odor?-তুমি কি দুর্গন্ধ পাচ্ছো?
  • Iron feels hard.-লোহা শক্ত।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Verbs of perception ।

#  List of verbs of perception –( verbs of perception এর তালিকা ) :

verbs of perception verbs of perception verbs of perception
See-দেখা Hear-শোনা Smell-গন্ধ নেওয়া
Feel-অনুভব করা Taste-আস্বাদন নওেয়া বা স্বাদ নওেয়া Notice-লক্ষ্য করা
Observe-লক্ষ্য করা Recognise-চিনতে পারা

# Keep in mind-( মনে রেখো ) :

  • Incorrect: I am seeing a bird.-আমি একটি পাখী দেখছি।
    Correct : I see a bird.- .-আমি একটি পাখী দেখছি।
  • Incorrect : I am feeling unwell.-আমি অসুস্থ অনুভব করছি।
    Correct : I feel unwell.- আমি অসুস্থ অনুভব করছি।

স্বাভাবিক অর্থে verbs of perception ব্যবহৃত হলে continuous tense (present, past, future) হয় না।

Inchoative verbs কাকে বলে


যে সকল  verbs দ্বারা কোন কিছুর অবস্থার আরম্ভ, পরিণতি বা বিকাশ ইত্যাদি ব্যক্ত করে, তাদেরকে Inchoative verbs বলে। যেমন:

For example-(উদাহরণ) :

  • I am growing older and older.-আমি বুড়ো হচ্ছি।
  • She got tired. -সে ক্লান্ত হয়ে পড়েছিল।
  • His dream will come true .-তাঁর স্বপ্ন সত্য প্রমাণিত হবে।
  • At the sight of the tiger, she turned pale.-বাঘ দেখে সে বিবর্ণ /ফ্যাকাশে হয়ে গেল।
  • Now I am a student but in future I will become a doctor.-এখন আমি ছাত্র কিন্তু ভবিষৎতে আমি একজন ডাক্তার হবো।
  • The beggar fell to eating .-ভিক্ষুকটি খেতে আরম্ব করলো।

উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Inchoative verbs ।

# List of inchoative verbs.-( inchoative verbs এর তালিকা ) :

inchoative verbs inchoative verbs inchoative verbs
Grow-বুড়ো হওয়া /বড় হওয়া Come-পরিণত হওয়া /আসা Turn-কোন কিছু হওয়া / পরির্বতন হওয়া
Get-কোন কিছু হওয়া Fall- পতিত হওয়া বা কোন কিছু আরম্ভ করা

# Keep in mind-( মনে রেখো ) :

  • He has become old.-(সে বড় হয়েছে।) =He has grown up old. -(সে বড় হয়েছে।)
  • Then it was dark.-( তখন অন্ধকার ছিল। )=Then it became dark. -( তখন অন্ধকার ছিল।)
  • Then it grew dark.-( তখন অন্ধকার ছিল।) = Then it got dark. –(তখন অন্ধকার ছিল।)

Note: অর্থাৎ উপরের বাক্য গুলো একে অপরের পরিবর্তে ব্যবহার হতে পারে।

Non-conclusive verbs কাকে বলে


যে সকল  verbs দ্বারা  পছন্দ, অপছন্দ,, উপলব্ধি, জ্ঞান িইত্যাদি মানসিক প্রক্রিয়া প্রকাশ করে, তাদেরকে  Non-conclusive verbs বলে।

For example-(উদাহরণ) :

  • I know the man. -আমি লোকটিকে চিন্
  • She likes mangoes. সে আম পছন্দ করে।
  • He dislikes her .-সে তাকে অপছন্দ করে।
  • I love her. -আমি তাকে ভাল বাসি।
  • It seems faithful. -ইহা বিশস্থ মনে হয়।

#  Kinds of non-conclusive verbs-( অপ্রত্যয়জনক ক্রিয়া পদের প্রকার ) : ইহা  মূলত: তিন রকমের। যেমন:

  • মানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbs : নিম্নে মানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbs সমূহ একটি ছকে দেখান হলো :
মানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbs মানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbs মানুষিক অবস্থা বা প্রক্রিয়া প্র্রকাশক verbs
Know- জানা Believe-বিশ্বাস করা Recall- স্মরণ করা
suppose-ধরে নেওয়া/অনুমান করা Agree-স্বীকার করা Remember-স্মরণ করা
Doubt-সন্দেহ করা Imagine-কল্পনা করা Mean-বুঝান
Surmise-অনুমান করা Think-ভাবা / চিন্তা করা Trust- বিশ্বাস করা
Understaand- বুঝা Recognize- চিনতে পারা Recollect- মনে করতে পারা
Differ- মতের পার্থক্য হওয়া /মত ভেদ হওয়া Find- খুজে পাওয়া Forget- ভূলে যাওয়া
Differ- মতের পার্থক্য হওয়া /মত ভেদ হওয়া
  • আবেগ বা অনুভূতি জ্ঞাপক  verbs । নিম্নে আবেগ বা অনুভূতি জ্ঞাপক  verbs সমূহ একটি ছকে দেখান হলো;
আবেগ বা অনুভূতি জ্ঞাপক verbs আবেগ বা অনুভূতি জ্ঞাপক verbs আবেগ বা অনুভূতি জ্ঞাপক verbs
Love-ভালবাসা Want-চাওয়া Wish-আশা করা
Forgive-ক্ষমা করা Like-পছন্দ করা Dislike-অপছন্দ করা
Mind-কিছু মনে করা Detest-ঘৃণা করা Feel-অনুভব করা
Hate-ঘৃণা করা Adore-শ্রদ্ধা করা Worship-পূজা করা
Pray-র্প্রাথনা করা Please-খুশী করা / সন্তুষ্ট করা Prefer-অধিকর পছন্দ করা
Desire-কামনা করা Displease-অসন্তুষ্ট করা

List of miscellaneous verbs-( বিবিধ ক্রিয়া পদ ) :

Miscellaneous verbs Miscellaneous verbs Miscellaneous verbs
Appear-মনে হওয়া Seem-মনে হওয়া Contain-ধারণ করা
Consist (of) –গঠিত হওয়া Comprise-গঠিত হওয়া Depend-র্নিভর করা
Suffice-যথেষ্ট হওয়া Possess-মালিক হওয়া Belong to-আযত্তে থাকা
Equal-সমান হওয়া Deserve-যোগ্য হওয়া

# Keep in mind-( মনে রেখো ) :

  • উপরোক্ত তিন ধরনের  verbs এর কখনও  continuous tense ( present, past and future tense) হয় না।

 

Reciprocal verbs কাকে বলে

যে সকল verbs কতকগুলো pronoun বা noun এর মধ্যে পারস্পরিক ক্রিয়া ব্যক্ত করে, তাদেরকে Reciprocal V-( পারস্পরিক ক্রিয়াপদ ) বলে । For example-(উদাহরণ) :

  • They help one another.- (তারা পারস্পরিক সাহায্য করে ।)
  • Rahim and Karim love each other.- (রহিম এবং করিম পারস্পরিক ভালবাসে ।)

# উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Reciprocal verbs ।

#  নিম্নের ছকে কিছু Reciprocal verbs এর ব্যবহার ধেখান হলো । যেমন:

Subject –Noun / pronoun Reciprocal verbs Object –Reciprocal pronoun / noun
Rima and Dina helped each other
The three boys hate one another
Good students teach one another.

# Keep in mind-( মনে রেখো ) :

  • Subject plural হলে এবং সংখ্যায় দুইয়ের বেশী হলে one another ব্যবহার করতে হয় ।
  • Subject plural হলে এবং সংখ্যায় দুইয়ের মধ্যে হলে each other ব্যবহার করতে হয় ।
  • Subject অবশ্যই প্রাণীবাচক হতে হবে ।

Group verbs / Phrasal verbs / Prepositional verbs কাকে বলে 

যে সকল verbs একেকটি preposition  গ্রহণ করে একেকটি নূতন নূতন অর্থ সহ একেকটি নূতন নূতন V এর ন্যায় কাজ করে, তাদেরকে Group V / Phrasal V / Prepositional V- ( দলভিত্তিক / যৌগিক ক্রিয়াপদ ) বলে ।

For example-(উদাহরণ) :

  • The soldiers blew up the bridge.- সৈনিকগণ বিস্ফোরণের সাহায্যে সেতুটি উড়ায়ে দিল ।
  • Blow out the lamp.-বাতিটি নিভিয়ে দাও ।

# উপরোক্ত বাক্যসমূহে Bold mark শব্দসমূহ হলো Group V / Phrasal V / Prepositional V

# Graammar explanation-( গ্রামার ব্যাখ্যা ) :

Blew up = Blew ( past form of blow (V1) + up (preposition).  Blow = বাতাসে উড়া
Blow out = Blow (V1) + out (preposition ).

# List of some Group v / Phrasal v / Prepositional v-

Prepositional verbs Prepositional verbs Prepositional verbs
Act on-ক্ষতি করা Act under-আদেশ অনুসারে কাজ করা Act up-অনুসারে কাজ করা
Call at-কোন জায়গায় যাওয়া Call for-চাওয়া Call on-ডাকিয়া পাঠানো
Fall on-আক্রমণ করা Fall out-কলহ করা Fall through-র্ব্যথ হওয়া

Keep in mind-( মনে রেখো ) :  নিচের ছকে মৌলিক verb এবং যৌগিক verb এর ব্যবহার বাক্যের মাধ্যমে দেখানো হলো । যেমন:

Simple verb এর বাক্য Phrasal verb এর বাক্য
Act = I will act according to your advice.-( আমি তোমার আদেশ মোতাবেক কাজ করবো ) Act on= Don’t try to act on me.-( আমার ক্ষতি করার চেষ্টা করো না )
Carry= It is too load to carry.-( ইহা এত ভারী যে বহন করা যায় না । ) Carry out = You should carry out your parents’ advice.- তোমাদেরকে তোমাদের মা-বাবার উপদেশ পালন করা উচিত )

# The uses of Modal verbs can–( Modals verbs-এর ব্যবহার ):


  • The use of Modal verb “can”– (Modal verb “can”-এর ব্যবহার ) :
    সামর্থ্য (ability) বুঝাতে “can” ব্যবহার করতে হয় । যেমন:

    • I can swim.= আমি সাঁতার কাটতে পারি ।
    • She can do it. = সে ইহা করতে পারে ।
  • অনুমতি (permission) বুঝাতে “can” ব্যবহার করা হয় । যেমন:
    • Can I do it? = আমি কি ইহা করতে পারি?
    • Can I sit here? =আমি কি এখানে বসতে পারি?
    • You can go now. = তুমি এখন যেতে পারো ।
    • Yes, you can do. = হ্যাঁ, তুমি যেতে পারো ।
  • প্রস্তাব (suggestion) বুঝাতে “can” ব্যবহার করা হয় । যেমন:
    • I can rent a car if you want. = যদি তুমি চাও তাহরে আমি একটি গাড়ী ভাড়া করতে পারি ।
    • We can help you if you need. = যদি তোমার প্রয়োজন হয় তাহলে আমরা তোমাকে সাহায্য করতে পারি ।
  • ভদ্র অনুরোধ (polite request) বুঝাতে “can” ব্যবহার হয় । যেমন:
    • Can you lend me your pen? = তুমি কি তোমার কলম আমাকে ধার দিতে পারো?
    • Can I use your table? = আমি কি তোমার টেবিল ব্যবহার করতে পারি?

The use of Modal verb “could” –( Modal verb “could” –এর ব্যবহার ):


  • বিনয়ের সাথে অনুমতি (permission) বুঝাতে “could: ব্যবহার করা হয় । যেমন:
    • Could I use your pen? = আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি?
    • Could I go out now, Sir? = মহাশয়, আমি কি এখন বাইরে যেতে পারি?
  • ভদ্রভাবে অনুরোধ (polite request) বুঝাতে “could” ব্যবহার করা হয় । যেমন:
    • Could you help me with some money? = তুমি কি আমাকে কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারো?
    • Could you lend me your pen? = তুমি কি তোমার কলম আমাকে ধার দিতে পারো?
  • অতীতে সামর্থ্য (ability) ছিল এরূপ বুঝাতে “could” ব্যবহার করা হয় । যেমন:
    • I could carry heavy load when I was young. = আমি যখন যুবক ছিলাম তখন ভারী ওজন বহন করতে পারতাম ।
    • I could play football when I was a boy. = আমি যখন বালক ছিলাম তখন ফুটবল খেলতে পারতাম ।
  • অতীতে কোন কিছু করার ক্ষমতা ছিল কিন্তু ক্ষমতা ব্যবহার করা হয়নি এইরূপ বুঝাতে “could” ব্যবহার করা হয় । যেমন:
    • I could have passed the examination. = আমি পরীক্ষায় পাশ করতে পারতাম ।
    • I could have gotten a good job. = আমি ভালো চাকুরী করতে পারতাম ।
    • I could have visited the U.S.A. = আমি আমেরিকায় বেড়াতে যেতে পারতাম ।
  • বিস্ময় (wonder) ভাব বা অবাস্তব কল্পনা প্রকাশ করতে “could” ব্যবহার করা হয় । যেমন:
    • If I could be a child again! = আমি যদি আবার শিশু হতে পারতাম !
    • How could you do the work so easily! =এতো সহজে কিভাবে তুমি কাজটি করতে পারতে !
  • “Can”-এর past tense হিসেবে “could” ব্যবহার করা হয় । যেমন:
    • I could go for a walk. = আমি বেড়াতে যেতে পারতাম ।
    • You could help the poor. = তুমি দরিদ্রটিকে সাহায্য করতে পারতে ।

The use of Modal verb “May”- ( Modal verb “May”-ব্যবহার ) :


  • অনুমতি (permission ) বুঝাতে “May” ব্যবহৃত হয় । যেমন:
    • May I come in Sir? –স্যার, আমি কি ভিতরে আসতে পারি?
    • He may join the picnic. – সে বনভোজনে যোগদান করতে পারে ।
    • You may use my pen. –তুমি আমার কলম ব্যবহার করতে পারো ।
  • সম্ভবনা ( Possibility ) বুঝাতে “May” ব্যবহৃত হয় । যেমন:
    • It may rain today. –আজ বৃষ্টি হতে পারে ।
    • You may overcome the problem. –তুমি সমাস্যাটি সমাধান করতে পারো ।
    • He may pass the exam. –সে পরীক্ষায় পাশ করতে পারে ।
  • আশীর্বাদ ( Blessing) প্রকাশ করতে “May” ব্যবহৃত হয় । যেমন:
    • May Allah save you.-আল্লাহ তোমাকে রক্ষা করুক ।
    • May you shine in life. –তুমি জীবনে উন্নতি করো ।
    • May Allah bless you. – আল্লাহ তোমার মঙ্গল করুন ।
  • ইচ্ছা বা আকাঙ্খা (Wish / Hope) প্রকাশ করতে “May” ব্যবহৃত হয় যেমন:
    • May Bangladesh prosper day by day. – দিনে দিনে বাংলাদেশ উন্নতি লাভ করুক ।
    • May our team win the game.-আমাদের দল খেলায় জয়লাভ করুক ।
    • May my daughter be an ideal teacher.- আমার কন্যা একজন আদর্শ শিক্ষক হউক।

The use of Modal verb “Might”-( Modal verb “Might”-এর ব্যবহার ):


  • সম্ভাবনা (possibility) বা অনিশ্চয়তা (uncertainty) বুঝাতে “Might” ব্যবহার করা হয় । যেমন:
    • It might rain today. –আজ বৃষ্টি হতে পারতো ।
    • Our team might win the world cup.-আমাদের দল বিশ্ব কাপে জয়লাভ করতে পারতো ।
    • He might do the work. –সে কাজটি করতে পারতো ।

Note: “May”-এর চেয়ে “Might” অধিকতর অনিশ্চয়তা বুঝায় ।

  • সন্দেহ (doubt) বুঝাতে “Might” ব্যবহার করা হয় । যেমন:
    • Our Headmaster might leave our school.-আমাদের প্রধান শিক্ষক স্কুল ছুটি দিতে পারতো ।
    • Uncle might go to Dhaka tonight.- আঙ্কেল আজ রাতে ঢাকায় যেতে পারতো ।
    • It might rain this week or next week.-এ সপ্তাহে বা পরের সপ্তাহে বৃষ্টি হতে পারে ।
  • কামনা, বাসনা, ইচ্ছা বুঝাতে “Might” ব্যবহার করা হয় । যেমন:
    • I might help you.-আমি তোমাকে সাহায্য করতে পারতাম ।
    • Father might come home tonight. –বাবা আজ রাতে বাসায় আসতে পারতো ।
    • I might go abroad. –আমি বিদেশে যেতে পারতাম ।

Note: “May” এবং “Might” উভয়ই কামনা, বাসনা, ইচ্ছা বুঝায়,আশীর্বাদ বুঝায়, কিন্তু “May”-এর চেয়ে “Might” কম কামনা, বাসনা, ইচ্ছা,আশীর্বাদ প্রকাশ করে।

  • “May”-এর past form হিসেবে “Might” ব্যবহার করা হয় । যেমন:
    • He worked hard so that he might shine in life. –সে কঠোর পরিশ্রম করেছিল যেন সে জীবনে উন্নতি করতে পারে ।
    • She studied hard so that she might pass the exam. –সে কঠোর পরিশ্রম করেছিল যেন সে পরীক্ষায় পাশ করতে পারে ।

The use of Modal verb “Shall”-( Modal verb “Shall”-এর ব্যবহার ):


  • ভবিষৎতের কোন কাজ বা ঘটনা বুঝাতে –সাধারণত: First person-এর পরে “Shall” বসে । যেমন:
    • I shall go to school.- আমি স্কুলে যাবো ।
    • We shall do the work. –আমরা কাজটি করিব ।

Note: I / We এগুলো হলো First person.

  • Request for order/advice, offers and suggestion বুঝাতে –সাধারণত: I/We –এর পরে “Shall” ব্যবহৃত হয় । যেমন:
    • Where shall we keep the books?-( request for order) – বইগুলো কোথায় রাখিব ?
    • Which one shall I take?- ( advice ) – কোনটি আমি নিবো ।
  • Command-( আদেশ ), threat বুঝাতে – 2nd ও 3rd person-এ “Shall” ব্যবহৃত হয় । যেমন:
    • You shall carry out my order. (Command)– তোমাকে আমার আদেশ পালন করতে হবে ।
    • You shall be punished. (Threat).= তোমাকে শাস্তি দেওয়া হবে ।
  • বক্তার “ intention” বুঝাতে 2nd and 3rd person-এ “Shall” ব্যবহৃত হয় । যেমন:
    • You shall have a nice pen. – তুমি একটি সুন্দর কলম পাবে ।
    • He shall not enter my room. – সে আমার কক্ষে প্রবেশ করবে না ।
  • বক্তার “determination” বুঝাতে – 2nd and 3rd person-এ “Shall” ব্যবহৃত হয় । যেমন:
    • The wealth shall be given equal rights. – সম্পত্তি সমান অধিকারে দেওয়া হবে ।

The use of Modal verb “Should”-( Modal verb “Should”-এর ব্যবহার ):


  • বাধ্য বাধকতা বা করতব্য (Obligation or duty ) বুঝাতে “Should”-ব্যবহৃত হয় । যেমন:
    • You should obey your parents. – তুমি তোমার বাবা মাকে সম্মান করা উচিৎ ।
    • We should preserve our freedom. – আমাদের স্বাধীনতা রক্ষা করা উচিৎ ।
      উপদেশ বা পরামরশ –(advice / suggestion ) বুঝাতে “Should” ব্যবহৃত হয় । যেমন:
    • You should take exercise daily. –তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিৎ ।
    • We should eat the balanced diet. –আমাদের সুসম খাবার খাওয়া উচিৎ ।
    • We should not drink polluted water. –আমাদের দুষিত পানি পান করা উচি নয় ।
    • We should follow the rules of health. –আমাদের স্বাস্থের নিয়মকানুন মেনে চলা উচিৎ ।
  • অতীতের বাধ্য বাধকতা প্রকাশ করতে “Should” ব্যবহৃত হয় । যেমন:
    • You should have got proper education. – তোমার সঠিক লেখাপড়া করা উচিৎ ছিল।
    • We should have taken exercise regularly. – আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিৎ ছিল ।
  • কামনা / আশা / ইচ্ছা ( wish/hope ) বুঝাতে “Should” ব্যবহৃত হয় । যেমন:
    • Father wants that I should be an ideal citizen. –বাবা চায়, আমি যেন একজন আদরশ নাগরিক হই ।
    • Teachers wish that I should be an ideal doctor. –শিক্ষকগণ চায়, আমি যেন একজন আদরশ ডাক্তার হই ।
  • আশংকা বুঝাতে যদি “Lest” ব্যবহার করা হয় তাহলে “Lest” –এর পরে Should” ব্যবহৃত হয় । যেমন:
    • Walk fast lest you should miss the train. –তাড়াতাড়ি হাটো নতুবা ট্রেন ধরতে পারবে না ।
    • Study regularly lest you should cut a sorry figure in the examination.-নিয়মিত পড়াশোনা করো নতুবা পরীক্ষায় খারাপ ফলাফল করবে ।
    • Eat the balanced diet lest you should fall ill. –সুসম খাদ্য খাও নতুবা অসুস্থ হয়ে পড়বে ।

The use of Modal verb “Will”-( Modal verb “Will”-এর ব্যবহার ):


  • To indicate future action –(ভবিষৎতের কোন ঘটনা বুঝাতে সকল person-এ “Will” বসে । যেমন:
    • I will do the work.-আমি কাজটি করিবো ।
    • We will do the work. –আমরা কাজটি করিবো ।
    • You will do the work. –তুমি কাজটি করিবে ।
    • He will do the work. –সে কাজটি করিবে ।
    • They will do the work. –তাহারা কাজটি করিবে ।
  • Future prediction বুঝাতে “Will” বসে । যেমন:
    • I will start a school very soon. –শীঘ্রই আমি একটি স্কুল আরম্ব করিবো ।
    • We will start the work quickly. –খুব তাড়াতাড়ি আমরা কাজটি আরম্ভ করিবো ।
    • He will come very soon. –সে খুব তাড়াতাড়ি আসিবে ।
  • Order (আদেশ ) বুঝাতে 2nd ও 3rd person-এ “Will” ব্যবহৃত হয় । যেমন :
    • You will carry out my instruction.-তোমরা আমার নিরদেশ পালন করিবে ।
    • He will carry out my instruction. –সে আমার নিরদেশ পালন করবে ।
  • Determination (দৃঢ় প্রতিজ্ঞা ) বুঝাতে 1st person-এ “Will” বসে। যেমন:
    • I will do the work at any cost. –যেভাবেই হোক আমি কাজটি করিবো ।
    • I will help you by any means. –যেকোন প্রকারে আমি তোমাকে সাহায্য করিবো ।
  • Polite request বুঝাতে 2nd person-এ will ব্যবহৃত হয় । যেমন:
    • Will you post the letter for me, please? –দয়াকরে তুমি কি আমার জন্য চিঠি পাঠাবে ?
    • Will you follow my instruction? – তুমি কি আমার নিরদেশ পালন করবে?
  • Assumption বুঝাতে – ‍assume, be afraid, be/feel, sure, believe, dare, say, doubt, expect, hope, known, suppose, think, wonder ইত্যাদি verb-এর পূর্বে বা perhaps, possibly, probably, surely ইত্যাদি adverb –এর সাথে “will” ব্যবহৃত হয় । যেমন:
    • I am sure he will come back. –আমি নিশ্চিত সে ফিরে আসিবে ।
    • He believes, he will pass the exam. –সে বিশ্বাস করে যে সে পরীক্ষায় পাশ কতরবে।
  • ভবিষৎতে কোন কিছু সংঘটিত হবে বা ভবিষৎতে অভ্যাসগত কোন কিছু বুঝাতে “Will” ব্যবহৃত হয় । যেমন:
    • Spring will come again. –
  • Intention (ইচ্ছা ) বুঝাতে “Will” ব্যবহৃত হয় । যেমন :
    • I will wait for you until you buy the book. –তুমি বই ক্রয় না করা পযর্ন্ত আমি অপেক্ষা করিবো ।
  • Clauses of condition, time এবং অনেক সময় purpose বুঝাতে –Simple future-এ “Will” ব্যবহৃত হয় । যেমন:
    • If you want, I will help you. –(1st condition) .-যদি তুমি চাও, আমি তোমাকে সাহায্য করিবো ।
    • When water boils, it will begin to vapour.-(Zero condition). –পানি যখন উতপ্ত হয় তখন ইহা বাষ্পে পরিণত হবে ।
    • If I keep the key in an agreed hiding place, he will get it easily. –আমি যদি চাবিটি সম্মতিক্রমে গোপন জায়গায় রাখি তাহলে সে সহজেই ইহা পাবে ।

The use of Modal verb “Would”-( Modal verb “Would”-এর ব্যবহার ):


  • Will-এর past form-এ “Would” ব্যবহৃত হয় । যেমন:
    • He said that he would go home. –সে বলিল যে সে বাড়ী যাবে ।
    • She said that she would help me. –সে বলিল যে সে আমাকে সাহায্য করিবে।
  • অতীতে অনিয়মিত অভ্যাস ( Irregular habit in the past) বুঝাতে “Would” ব্যবহৃত হয়। যেমন:
    • Father would walk in the morning. –বাবা সকাল বেলায় হাটতো ।
    • I would play football in my boyhood life. – আমার শৈশব জীবনে আমি ফুটবল খেলতাম ।
    • My grandmother would recite the Holy Quran. –আমার দাদী পবিত্র কোরান শরীফ পাঠ করতেন ।
  • বিনীত অনুরোধ (polite request) বুঝাতে “Would” ব্যবহৃত হয়। যেমন:
    • Would you please help me? – অনুগ্রহপূরবক আপন কি আমাকে সাহায্য করিবেন?
    • Would you take a cup of milk? –আপনি কি এক কাপ দুধ খাবেন?
    • Would you please lend me your pen? – অনুগ্রহপূরবক আপনি কি আপনার কলমটি আমাকে ধার দিবেন?
  • অধিকতর পছন্দ (preference ) বা জোর বুঝাতে would rather /would sooner ব্যবহার হয়। যেমন:
    • I would rather die than beg. –ভিক্ষা করার চেয়ে আমি বরং মরে যাবো ।
    • I would sooner beg than take bribe. –ঘুষ খাওয়ার চেয়ে আমি বরং ভিক্ষা করবো ।
    • I would rather go home than go to fair.-মেলায় যাওয়ার চেয়ে আমি বরং বাড়ী যাবো।
  • পছন্দ বা ভাল লাগা বুঝাতে “Would” ব্যবহৃত হয় । যেমন:
    • I would like to take a cup of coffee. –আমি এক কাপ কফি খেতে পছন্দ করি ।
    • I would like to visit the National Zoo. –জাতীয় চিড়িয়া খানায় ঘুরতে আমি পছন্দ করি ।
    • I would like to walk in the open field. _ খোলা মাঠে হাটতে আমি পছন্দ করি ।

The use of Modal verb “Must”-( Modal verb “Must”-এর ব্যবহার ):


সংকল্প বা নিশ্চয়তা বুঝাতে Must ব্যবহৃত হয় । যেমন:

    • I must help you. –আমি অবশ্যই আপনাকে সাহায্য করবো ।
    • I must meet you. –আমি অবশ্যই আপনার সাথে দেখা করবো ।
    • We must go there. –আমি অবশ্যই খোনে যাবো ।
  • দৃঢ় নিশ্চয়তা বুঝাতে Must ব্যবহৃত হয় । যেমন:
    • All men must die. – অবশ্যই সব মানুষ মারা যাবে ।
    • I must obey my parents. –অবশ্যই আমি আমার পিতামাতাকে সম্মান করবো ।
    • We must protect our country. –আমরা অবশ্যই আমাদের দেশকে রক্ষা করবো।
  • প্রতিজ্ঞা প্রকাশ করতে Must ব্যবহৃত হয় । যেমন:
    • We must punish the terrorists. –আমরা দুষ্কৃতিকারীদের অবশ্যই শাস্তি দিবো ।
    • I must give up smoking. –আমি অবশ্যই ধুমপান ছেড়ে দিবো ।
    • I must not neglect my studies. – অবশ্যই আমি আমার লেখাপড়াকে অবজ্ঞা করবো না ।
  • বাধ্যবাধকতা (Obligation) বুঝাতে Must ব্যবহৃত হয় । যেমন:
    • You must obey your teachers. –অবশ্যই তোমরা তোমাদের শিক্ষকদেরকে মান্য করতে হবে ।
    • We must root out illiteracy from the society. –অবশ্যই আমরা সমাজ থেকে মুরখতার মূল উৎপাটন করবো ।
    • We must stop deforestation. –অবশ্যই আমরা বনউজার বন্ধ করবো ।

The use of Modal verb “Need”-( Modal verb “Need”-এর ব্যবহার ):


  • “Need” সাধারণত: Principal এবং Auxiliary উভয়ই “Verb” হিসেবে ব্যবহৃত হয় । যেমন:
    • We need not go there. –(Auxiliary verb ) .-আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই ।
    • We do not need go there. (Principal verb ).- .-আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই ।
  • Negative-এ Need –এর পরে “To” বা “S” বসে না । কিন্তু Affirmative –এ “To” বা “S” বসে । যেমন:
    • He need not go there. -.-তার সেখানে যাওয়ার প্রয়োজন নেই ।
    • He needs go there. –.-তার সেখানে যাওয়ার প্রয়োজন আছে ।
    • She need not come here. – তার এখানে আসার প্রয়োজন নেই ।
    • She needs to come here. – তার এখানে আসার প্রয়োজন আছে ।

The use of Modal verb “Dare”-( Modal verb “Dare”-এর ব্যবহার ):


Dare মূলত: Principal verb এবং Auxiliary verb উভয় verb হিসেবে ব্যবহৃত হয়ে থাকে । যেমন:

  • Modal /Auxiliary verb হিসেবে “Dare”-এর ব্যবহার : যেমন:
    • He dare not do it. –সে ইহা করার সাহস রাখে না ।
    • Dare he do it? – সে কি ইহা করার সাহস রাখে ?
    • How dare he say so? – সে কি করে সাহস করে এরকম বলার?

Note: সাহস করা বুঝাতে ইহা ( Modal verb “Dare”) শুধু interrogative বা Negative sentence –এ ব্যবহৃত হয় । Present indefinite tense-এর বেলায় 3rd person singular number –এর সাথে s/es যোগ হয় না । Modal verb “Dare” –এর সাধারণত: infinitive “To” উহ্য থাকে । অন্যের কাজের প্রতি ক্ষোভ বা রাগ ( indignation) প্রকাশ করতে “How dare” ব্যবহার করা হয় ।

  • Principal verb হিসেবে Dare-এর ব্যবহার : যেমন:
    • I dared to complete the impossible task.-আমি অসম্ভব কাজটি শেষ করার সাহস করেছিলাম ।
    • They dare to cross the limit.-তারা প্রতিবন্ধকতা অতিক্রম করার সাহস করে ।
    • How does she dare to do it? – সে কি করে সাহস করে ইহা করার ?
    • Do you dare to call me again?- তুমি কি আমাকে আবার ডাকার সাহস করো ?

Note: Dare যখন main verb হিসেবে কাজ করে তখন main verb-এর পরেই infinitive বা to+v1 ব্যবহার করা হয়ে থাকে ।

The use of Modal verb “used to”-( Modal verb “used to”-এর ব্যবহার ):


  • অতীতে কোন কাজের অভ্যাস বুঝাতে Modal verb “used to” ব্যবহার করা হয় । যেমন:
    • I used to play football in our village. –আমি আমাদের গ্রামে ফুটবল খেলতাম ।
    • I used to take exercise regularly. –আমি নিয়মিত ব্যায়াম করতাম ।
  • “used to” –এর পূরবে “Be verb / get এই রূপ verb বসতে পারে । এক্ষেত্রে নীচের sentence structure-টি ব্যবহার করতে হয় । যেমন:
    Structure: subject + be verb / get +( verb +ing ) + extension.

For example –(উদাহরণ ):

  • I am used to reading 8 hours in a day. –আমি দিনে ৮ ঘন্টা পড়তে অভ্যস্থ ।
  • I get used to reading 8 hours in a day. –আমি দিনে ৮ ঘন্টা পড়তে অভ্যস্থ ।
  • The baby was used to sleeping 8 hours in a day. –শিশুটি দিনে ৮ ঘন্টা ঘুমাতে অভ্যস্থ ছিল ।
  • The baby got used to sleeping 8 hours in a day . –শিশুটি দিনে ৮ ঘন্টা ঘুমাতে অভ্যস্থ ছিল ।

“Used to” and “ Have to” এমন দুইটি Modal verb কোন বাক্যে ব্যবহার করা হয়ে থাকলে , তা যদি Negative or Interrogative করা হয় , তাহলে আলাদাভাবে Auxiliary verb –এর সাহায্য নিতে হয় । যেমন:
For example-(উদাহরণ) : ছকে দেখানো হলো :

Assertive sentence Negative / Interrogative sentence
He used to take bath in the river
=সে নদীতে সাঁতার কাটতো ।
Did he use to take bath in the river?
=সে কি নদীতে সাঁতার কাটতো ?
He used to take bath in the river.
=সে নদীতে সাঁতার কাটতো ।
He did not used to take bath in the river.
=সে নদীতে সাঁতার কাটতো না ।
They have to attend the meeting.
=তাদেরকে মিটিং-এ উপস্থিত থাকতে হয় ।
Do they have to attend the meeting?
=তাদেরকে কি মিটিং-এ উপস্থিত থাকতে হয় ?

Note: Be verb / become –এর পরে “used to” ব্যবহার করা হলে ,তা adjective হিসেবে ব্যবহৃত হয় । এর বাংলা অরথ হলো “অভ্যস্থ” ।

 

The use of “Should” / ” Ought to” Modal verbs –( “Should” / ”Ought to” Modal verb-এর ব্যবহার ):

  • “Should” এবং “Ought to” এই দুইটি Modal verb –এর অর্থ হলো “ উচিত” । এই উচিত (Obligation) অর্থ-এ “Should” এবং “Ought to” এর ব্যবহার । যেমন:
    • You should read the lesson attentively. –মনোযোগ সহকারে তোমার পাঠটি পড়া উচিত ।
    • You ought to read the lesson attentively. –মনোযোগ সহকারে তোমার পাঠটি পড়া উচিত ।
    • Everybody should obey his parents. –প্রত্যেকেই তার বাবা-মা –কে সম্মান করা উচিত ।
    • Everybody ought to obey his parents. –প্রত্যেকেই তার বাবা-মা –কে সম্মান করা উচিত ।
  • চলমান উচিত ( Obligation in continuous mood ) অর্থে “Should” এবং “Ought to” এর ব্যবহার । যেমন:
    • He should be reading this book A to Z now. –তার এই বইটি এখন সম্পূর্ভাবে পড়া উচিত ।
    • He ought to be reading this book A to Z now. –তার এই বইটি এখন সম্পূর্ভাবে পড়া উচিত ।
    • You should be enhancing your willing power now.-এখন তোমার ইচ্ছাশক্তি বাড়ানো উচিত ।
    • You ought to be enhancing your willing power now..-এখন তোমার ইচ্ছাশক্তি বাড়ানো উচিত ।

Note: “Now” এর পরিবর্তে “ at this moment” ব্যবহার করতে পারি ।

  • ”যাতে না” অর্থে ( Otherwise fact ) “Should” এবং “Ought to” এর ব্যবহার । যেমন:
    • Avoid pen mistake lest you should get less marks. –লেখায় ভূল বরজন কর যাতে না তুমি কম নাম্বার পাও ।
    • Avoid pen mistake lest you ought to get less marks. – –লেখায় ভূল বরজন কর যাতে না তুমি কম নাম্বার পাও ।
    • Run fast lest you should miss the train. –দ্রুত দৌড়াও যাতে না ট্রেনটি ছেড়ে যায় ।
    • Run fast lest you ought to miss the train. –দ্রুত দৌড়াও যাতে না ট্রেনটি ছেড়ে যায়।

Note: “ Lest + subject”-এর পরে “should” / “Ought to”/”Might” এই সব Modal verbs –এর যে কোনটি ব্যবহার করা যায় ।

# Keep in mind –(মনে রেখো ) :

  • “Should”-এর তুলনায় “Ought to” –এর ব্যবহার sentence –এর অর্থকে বেশী জোরালো করে ।
  • Should –এর Negative form = Should not / shouldn’t
  • “Ought to” –এর Negative form = Ought not / Oughtn’t

Note: “Ought to” –কে Negative করার সময় “Ought” – এর পরে “To” বসে না ।

The use of Modal verb “ Have to” –( Modal verb “ Have to”- এর ব্যবহার ):


  • বাধ্যবাধকতা বুঝাতে “ Have to”-এর ব্যবহার । যেমন:
    • I have to read 8 hours in a day. –আমাকে দিনে ৮ ঘন্টা পড়তে হয় ।
    • We must take care of our parents. –অবশ্যই আমাদিগকে আমাদের বাবা-মার যত্ন নিতে হবে ।

Note: “have to” –এর পরিবর্তে “must” ব্যবহার করা যায় । “have to” সাধারণত: বাহ্যিক কোন বাধ্যতামূলক বাক্যে ব্যবহার হয় । অন্যদিকে “must” আভ্যান্তরীণ কোন বাধ্যতামূলক বাক্যে ব্যবহার করা হয় ।

  • উপদেশ বুঝাতে ( Indicating advice ) –“have to” ব্যবহার করা হয় । যেমন :
    • You have to complete the lesson before test exam. –তোমাকে টেষ্ট পরীক্ষার আগেই পাঠটি শেষ করতে হবে।
    • He has to reach there on time. –তাকে সেখানে সময়মত পৌঁছিতে হবে ।
  • ”না করে উপায় নাই” ( No way to skip anything ) বুঝাতে “have to” ব্যবহার করা হয় । যেমন :
    • You have to brush your teeth.-তোমাকে তোমার দাঁত মাঝতে হবে ।
    • He has to learn English grammar to learn English properly. –ভালোভাবে ইংরেজি শিখতে হলে তাকে ইংরেজি গ্রামার শিখতে হবে।

# Keep in mind-(মনে রেখো ):

  • “have to” /”has to” present tense-এ ব্যবহৃত হয় । আর “had to” ব্যবহার করা হয় past tense-এ .
  • American English-এ “have to” –এর ব্যবহার বেশী । অপরদিকে British English –এ “has to” /”have to” অর্থভেদে দুই-ই ব্যবহার করা হয়ে থাকে ।

The use of Modal verb “ Be to” –( Modal verb “ Be to”- এর ব্যবহার ):


  • “Be to” Modal verb গুলো হচ্ছে যথাক্রমে am to, is to. are to, was to, were to ইত্যাদি ।
  • Present tense-এর বেলায় যথাক্রমে am to, is to, are to ইত্যাদি ব্যবহার হয়ে থাকে । অন্যদিকে
  • past tense-এর বেলায় যথাক্রমে was to, were to ইত্যাদি ব্যবহার হয়ে থাকে ।
  • am to, is to, are to ইত্যাদি Modal verb গুলো present tense মনে হলেও বাংলা অর্থ-এ তা Future tense হয় ।
  • ”করতে হয় “ এমন অর্থে “Be to” Modal verb গুলো ব্যবহার হয়ে থাকে । যেমন:
    • I am to help the poor. –আমাকে গরীবদের সাহায্য করতে হয় ।
    • He is to read more. – তাকে অধিক পড়তে হয় ।
  • “কথা আছে “ ভবিষৎতে ঘটবে এমন অর্থে “Be to” ব্যবহার হয়ে থাকে । যেমন:
    • He is to arrive by the evening flight. –সন্ধ্যার ফ্লাইটে তার পৌঁছনোর কথা আছে ।
    • They are to visit the flood affected area tomorrow. –আগামীকাল তাদের বন্যাক্রান্ত এলাকা পরিদরশনের কথা আছে ।

Note: are to, is to, are to ইত্যাদির জায়গায় will / shall ব্যবহার করে একই অর্থের বাক্য গঠন করা যায় । যেমন:

    • They are to visit the flood affected area tomorrow. ––আগামীকাল তাদের বন্যাক্রান্ত এলাকা পরিদরশনের কথা আছে ।
    • They will visit the flood affected area tomorrow. –তারা আগামীকাল বন্যাক্রান্ত এলাকা পরিদরশন করিবে ।
  • “কথা ছিল” এমন অর্থে “Be to” Modal verb = was to, were to ইত্যাদি ব্যবহার হয়ে থাকে । যেমন:
    • She was to attend the final round in last episode. –গত দিনের চূড়ান্ত পর্বে তার উপস্থিত হওয়ার কথা ছিল ।
    • I was to go to theater with you.- তোমার সাথে আমার নাট্যশালায় যাওয়ার কথা ছিল।
  • অবশ্যই / নিশ্চিত ঘটবে এমন অর্থে “Be to” Modal verb” ব্যবহার হয়ে থাকে । যেমন:
    • A man is to die. – একজন মানুষকে মরতেই হবে ।
    • The patient is to take a pain killer injection. –রুগীটিকে অবশ্যই / নিশ্চিত একটি ব্যাথা নিরাময় ইনজেকশন নিতে হবে ।

Note: “ Be to” Modal verb এর মধ্যে was to, were to-এর ব্যবহার ইংরেজি বাক্যে খুবই কম ।

The use of Modal verb “ Be going to” –( Modal verb “ Be going to”- এর ব্যবহার ):


  • “Be going to” এই Modal verb-টি দেখলে present continuous tense মনে হয়, বাস্তবে কিন্তু ইহা present continuous tense না । “Be going to” হলো Modal verb । এই Modal verb গুলো হচ্ছে যথাক্রমে am going to, is going to, are going to, was going to, were going to ইত্যাদি ।
  • ”এখনও হয়নি” কিন্তু ভবিষৎতে হতে চলেছে এমন অর্থে “Be going to” ব্যবহার করা হয় । যেমন:
    • I am going to establish a school for the orphan children. –আমি এতিম শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছি ।
    • The writer is going to launch a new publication. – লেখকটি একটি প্রকাশনা শুরু করতে যাচ্ছে ।
  • অবশ্যই ঘটবে / অবশ্যই সম্ভব এমন অর্থে “Be going to” ব্যবহার করা হয় । যেমন:
    • The team is going to win in the final round. –দলটি চূড়ান্ত পর্বে অবশ্যই জিততে যাচ্ছে ।
    • I am going to leave the country. –আমি দেশটি ছাড়তে যাচ্ছি ।

Note: “is going to win / am going to leave এইগুলো হচ্ছে “ Be going to” Modal verb ।

The use of Modal verb “ had better” –( Modal verb “ had better”- এর ব্যবহার ):


  • “had better”- এর অর্থ অনেকটা “should” –এর মতো । তবে “should” –এর চেয়ে জোরালো অর্থে “had better”- ব্যবহার করা হয়ে থাকে । “had better”- এর বাংলা অর্থ হলো “ভাল”, ”উত্তম” বা শ্রেয় ।
    For example-(উদাহরণ) :

    • He had better take a good preparation for final exam. –তার বারষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটাই উত্তম ।
    • It is raining, so you had better protect your phone. –বৃষ্টি হচ্ছে, তাই তোমার ফোনটির সুরক্ষা করাই শ্রেয় ।

# Keep in mind-(মনে রেখো ): “ had better”-কে Negative করতে হলে “ had better “-এর সাথে “not” যোগ কনতে হয় । যেমন: “had better + not “ ।
For example:

  • I had better not contact you. – তোমার সাথে আমার যোগাযোগ না করাই উত্তম ।
  • “ had better”-কে Negative –Interrogative করতে হলে এই Structure-টি ব্যবহার করতে হয় । যেমন :
    Structure = Hadn’t + subject + better +…………?

For example:

    • Hadn’t he better leave the place now? – এখন কি তার স্থানটি ত্যাগ করাটা শ্রেয় হবে না ?
  • “had better” হলো একটি Modal verb । ইহা কখনও present form-এর “have better” / “has better” হবে না ।
  • Spoken English-এ অনেকেই “had better”-এর পরিবর্তে “had best” ব্যবহার করে থাকে । কিন্তু written English-এ ইহা informal।

 

# non-finite verb:

যে verb দ্বারা sentence  এর বক্তব্য শেষ হয় না Nominative এর Person ও Number  অনুসারে উহার গ্রুপ  নির্ণীত হয় না, তাকে Non-Finite Verb বা অসমাপিকা ক্রিয়াপদ বলে|

# non-finite verb তিন প্রকার। যথা-

  1. Gerund,
  2. Participle &
  3. infinitive

gerund & Participle all exam mcq.pdf – link

Gerund & Participle:

  • Verb+ing যুক্ত হয়ে যে যে জায়গায় noun(এর মতো আচরণ) এর কাজ করলে/হয়, তাকে Gerund বলা হয়।
    [স্থির অবস্থা প্রকাশ করবে]

    Gerund বসে- verb এর subject হিসেবে, verb এর object হিসেবে, preposition এরপরে, Determiner এরপরে ।
  • Verb+ing যুক্ত হয়ে adjective(এর মতো আচরণ) or adverb or preposition, conjunction এর কাজ করলে/হয়,তাকে participle বলা হয়।
    [চলমান অবস্থা প্রকাশ করবে]

    participle বসে- Present Participle, Past Participle, Perfect Participle হিসেবে বসে।
Present Participle এবং Gerund এর মধ্যে মিল-অমিল:
* মিলঃ Gerund & Participle মূলত non-finite verb. উভয়ই verb এর কাজ করে(উভয়কেই Double parts of speech বলে),
* অমিলঃ কিন্তু Gerund শুধুমাত্র Noun এর কাজ করে, অন্যদিকে present participle শুধু Adjective এর কাজ করে।
— যেহেতু Gerund, verb থেকে উৎপন্ন হয়ে Noun এর কাজ করে তাই একে Verbal noun বলে। (সকল gerundই Verbel Noun, কিন্তু সকল Verbel Noun_ gerund নয়।) যেমন: the reading of, the making of….. etc
— যেহেতু Participle, verb থেকে উৎপন্ন হয়ে adjective এর কাজ করে তাই একে Verbal adjective বলে।
Gerund এবং Participle চেনার সহজ উপায়: (Teqniques)
নিয়ম ০১:
* [দুটি noun/ pronoun এর মাঝে Is বসিয়ে বাক্যটি যদি অর্থপূর্ণ হয় তবে participle.]

যেমন: I saw a (swimming) girl. (এখানে girl এবং swimming এর মাঝে is বসালে বাক্যটি হয়- girl is swimming. বাক্যটি অর্থ পূর্ণ হয়েছে। তাই এটি participle.)

* [দুটি noun/ pronoun এর মাঝে Is বসিয়ে বাক্যটি যদি অর্থপূর্ণ না হয় তবে Gerund.]
যেমন:
Gerund: A swimming pool. (এক্ষেত্রে, A pool for swimming এভাবে হবে, তাই Gerund)
Participle: A swimming girl. (এক্ষেত্রে, A girl is swimming এভাবে হবে, তাই Participle)
** অন্যভাবে বললে, Article এবং noun এর মাঝে gerund এবং participle চেনার উপায়- Gerund হলে A (noun) for (verb+ing) হবে, আর Participle হলে A (noun) is (verb+ing) হবে।
Gerund: A sleeping pill. (এক্ষেত্রে, A pill for sleeping এভাবে হবে, তাই Gerund)
Participle: A sleeping child/baby. (A baby/child is sleeping এভাবে হবে, তাই Participle)
* verb+ing যদি noun এর আগে বসে ও সেটাকে for দ্বারা প্রতিস্থাপন করা গেলে Gerund.
Swimming pool. (Gerund, এখানে মাঝখানে for বসালে হয়- pool for swimming এটাই ঠিক, তাই Gerund হবে। আর, is বসালে pool is Swimming, এটা হবে না)
I love( going) home. (Gerund, এখানে মাঝখানে Is বসালে হয়- Home is going যা অযৌক্তিক। তাই এটির উত্তর হবে Gerund.)
* verb+ing যদি noun এর আগে বসে ও সেটাকে is দ্বারা প্রতিস্থাপন করা গেলে present participle হবে। 
Flying Bird. এখানে মাঝখানে- is বসালে Bird is Flying, এটা ঠিক আছে, তাই Participle হবে।

নিয়ম ১০: (be verb এরপরে Gerund/Participle এর বিভ্রান্তির সমাধান)

* যদি what দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ও very ব্যবহার করা যায় না, তাহলে সেটা Gerund হয়।
যেমন- My hobby is teaching. (এখানে, What is my hobby? অর্থাৎ what দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আবার, My hobby is very teaching অর্থাৎ very ব্যবহার করা যায় না।)

* যদি how দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ও very ব্যবহার করা যায়, তাহলে সেটা Participle হয়।
যেমন- the movie is thrilling.

নিয়ম ১১: Noun এর পূর্বে (v+ing) থাকলে Gerund/Participle তা নিয়ে বিভ্রান্তি সমাধান-

যদি noun এর পুর্বে ing যুক্ত word থাকে তখন noun কে subject ধরে অর্থপূর্ণ continuoes tense করা গেলে present Participle, করো না গেলে Gerund হয়.
যেমন- I saw a running boy.(present Participle, এখানে A boy is running এ continuoes করা গিয়েছে)
I need a reading room. (Gerund, এখানে A room is reading এ continuoes করা যায়নি)
নিয়ম ১২:
* সহজ কথায়, meaningful continuous tense করা গেলে present participle, আর না করা গেলে gerund। কিন্তু এক্ষেত্রে প্রশ্নে part of speech (function) চাইলে gerund এবং participle দুটোই adjective হবে।
The calling bell is out of order. এখানে calling শব্দটি gerund হওয়া সত্ত্বেও adjective.
* মনে রাখবে, সকল Continuous and perfect continuous tense এর ing যুক্ত অংশগুলো present perticiple হয়।
নিয়ম ০২:
* verb+ing টি transitive verb এর object হলে বা “কি” এর উত্তর দিলে তা gerund হবে।
He started/stopped writing/weeping. (প্রশ্ন: সে কি শুরু/বন্ধ করল? উত্তর: লেখা/কান্না করা। তাই writing/weeping হচ্ছে gerund)
* কিন্তু transitive verb টি intransitively কাজ করলে তার পরের verb+ing টি present participle হবে।
He said weeping.=সে কাঁদতে কাঁদতে বলল। (কি বলল নয়, কিভাবে বলল? এমন প্রশ্ন হবে, আর এর উত্তর হবে কাঁদতে কাঁদতে? তাই weeping হচ্ছে present participle)
* আবার, intransitive verb এর present participle বসে।
Come dancing.=নাচতে নাচতে আসো।
He came running to meet me. (come হচ্ছে intransitive verb তাই এর পরের dancing, running হচ্ছে present participle.)
অনুরূপ, I am going shopping this afternoon. (এখানে shopping হচ্ছে present participle)
নিয়ম ০৩:

* transitive verb এরপরে gerund হয়। // Subject এর Ing যুক্ত জায়গায় It বসালে বাক্য মিলে গেলে=Gerund।
যেমন– (Reading) is an excellent habit(38th bcs).= It is an excellent habit। তাহলে উত্তর: Gerund.

*  intransitive verb এরপরে present participle হয়। // Ing যুক্ত Word টি বাদ দিলে বাক্য মিলে গেলে=Participle।
যেমন– A (barking) dog seldom bites. =  A dog seldom bites.
যেমন– He went dancing.(He went it, অর্থাৎ it দ্বারা replace করা যাচ্ছে না)
The girl went out crying. (it দ্বারা replace করা যাচ্ছে না। এখানে, went হচ্ছে intransitive verb, out হচ্ছে preposition, crying হচ্ছে present participle)
The boy came running. (it দ্বারা replace করা যাচ্ছে না। এখানে, came হচ্ছে intransitive verb ও running হচ্ছে present participle.)

** (( transitive/intransitive হওয়া বা না হওয়া নির্ভর করে object থাকা বা না থাকার উপরে। verb কে (কি বা কাকে) দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে সেটা object.
— transitive verb এর object থাকে —> Gerund
— intransitive verb এর object থাকে না —> present participle
অথবা,
ing যুক্ত অংশটি object হলে Gerund, আর object না হলে present participle.

এক্ষেত্রে,
যে verb এরপর it বসানো যায় তাকে transitive verb বলে। he began it. তাই এটা gerund।
যে verb এরপর here/there বসানো যায় তাকে intransitive verb বলে ।তাই এটা present participle।))

নিয়ম ০৪: (preposition এর পরে কিছু বিভ্রান্তি!)
* সকল preposition এরপরে (v+ing) যুক্ত word থাকলে সেটা gerund হয়।
There is no credit in earning money illegally. = অবৈধভাবে টাকা উপার্জনে কৃতিত্ব নেই।
এখানে earning হচ্ছে gerund কারণ, “কিভাবে” নয়, কিসে কৃতিত্ব নেই? In what? এর উত্তর লাগবে? সেটা earning
*  তবে, intransitive verb + preposition এরপরে (v+ing) যুক্ত word থাকলে সেটা present participle হয়। // Verb+ing এর পূর্বে antecedent থাকে তবে ing যুক্ত অংশ present participle হয়।
যেমন- He came in running. = সে দৌড়াতে দৌড়াতে ভিতরে আসল. (এখানে, came হচ্ছে intransitive verb, in হচ্ছে preposition, running হচ্ছে present participle)
He went/walked out smiling. = সে মুচকি হাসতে হাসতে বাইরে/হেঁটে বাইরে গেল।
এখানে running, smiling শব্দ দুটি preposition এর পরে বসা সত্ত্বেও এরা gerund নয়, present participle. কারণ এরা preposition এর object হিসেবে বসেনি। এরা “কিভাবে” প্রশ্নটির উত্তর দেয়। তাই adverb এর মতো কাজ করে। preposition এর object হলে “কি/কিসে” এমন প্রশ্নের উত্তর লাগে।
আবার, I love the noise of falling rain (পড়ন্ত বৃষ্টি)
এখানে falling শব্দটা of কে object নয়, rain এর modifier তাই এটি present participle.
* preposition + posesive + (v+ing) যুক্ত word থাকলে সেটা gerund হয়।
যেমন- He insisted on my going there. (এখানে on হচ্ছে preposition, my হচ্ছে posesive, going হচ্ছে gerund)
* preposition + pronoun(posesive না থাকলে) + (v+ing) যুক্ত word  থাকলে সেটা present participle হয়।
যেমন- I have doubts about this happening at all. (এখানে about হচ্ছে preposition, this হচ্ছে demonstrative pronoun, happening হচ্ছে present participle)
নিয়ম ০৫:
* বাক্যের শুরুতে (verb+ing)+noun As object(subject হিসেবে) থাকলে যদি পরবর্তী verb টি singular হয় তাহলে প্রারম্ভিক verb+ing টি gerund হবে।
Peeling onions makes me cry. (পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদায়)
Planting trees helps prevent soil erosion. (গাছপালা রোপণ করা মাটিক্ষয় রোধ প্রতিরোধ করতে সাহায্য করে)
Amassing wealth often ruins health. (সম্পদ পুঞ্জীভূত করা প্রায়ই সুস্থতা/স্বাস্থ্য ধ্বংস করে)
এখানে Peeling, Planting, Amassing হচ্ছে gerund কারণ, makes, helps, ruins এরা singular verb.
* আর, finite verb টি plural হলে প্রারম্ভিক verb+ing টি present participle হবে। (এক্ষেত্রে উক্ত verb+ing টি কাজ করা বুঝায়)
Falling objects obey the law of gravity. (পড়ন্ত বস্তু মাধ্যাকর্ষণের সূত্র মেনে চলে)
Hibernating animals survive the winter in suspended animation.
Exciting possibilities were/are opening up for me in the new job.
এখানে obey, survive, are/were হচ্ছে plural verb তাই falling, hibernating, exciting হচ্ছে present participle

নিয়ম ০৬:

* Complement দ্বারা কাজ করা বোঝালে Gerund হয়।
* Complement দ্বারা কাজ না করা বোঝালে present participle হয়।
// অথবা, complement verb+ing এর আগে very বসানো গেলে তা participle, না গেলে তা gerund হয়.
যেমন-
What annoys me most is smoking. (complement)
My favourite activity is reading. (complement)
এখানে, smoking, reading এদের আগে very বসবে না। এরা সাধারণত কাজের নাম তাই gerund.
Education is enlightening.
Education is very enlightening.
The story is interesting.
It is very interesting.
Examinations are frightening.
Examinations are very frightening.
এখানে, enlightening, interesting, frightening এরা হচ্ছে present participle.
* আবার অন্যভাবে, এক্ষেত্রে What দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে প্রাপ্ত verb+ing হচ্ছে gerund, আর How দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে verb+ing পাওয়া গেলে তা present participle
His profession is teaching.
Q: What is his profession? Ans: teaching
Education is enlightening.
Q: How is education? Ans: enlightening
enlightening = জ্ঞানগর্ভ, তথ্যদায়ক
* আবার, verb+ing টি verb এর থেকে ভিন্ন অর্থে বিশেষায়িত করলে তা present participle (adjective)
A walking holiday, a walking dictionary, a rolling programme, a rolling extension
* Gerund এর ক্ষেত্রে complement হলে সেটাকে উল্টিয়ে Subject করা যায়, কিন্তু participle হচ্ছে adjective তাই একে subject করা যায় না।
What I enjoy is watching movies.
= Watching movies is what I enjoy.
What I detest most is smoking.
= Smoking is what I detest most.

 

নিয়ম ০৭:

* কাজটা যদি তখনই ঘটে, তাহলে Participle(Gerund Noun এর কাজ করে)।
যেমন- I heard him Shouting at me (তখন সে চিৎকার করছিল, তাই এটা Present participle)
* আর, কাজটা তখনই না ঘটলে তাহলে Gerund(Present participle Adjective এর কাজ করে).
যেমন- I don’t like his Shouting at me (তখন কেউ চিৎকার করছে না, তাই এটা Gerund)

নিয়ম ০৮:

* সবগুলোর কাছাকাছি অর্থ প্রকাশ করে এমন এই ৯ টা শব্দ Verb+ing এর আগে থাকলে participle, না থাকলে Gerund.

  • See, Notice, Watch, Observe- (দেখা)
  • Hear, listen-(শোনা)
  • Catch, keep, find

যেমন-
Rahim heard him Calling me (heard আছে, তাই participle)
I dislike your laughing loud.(৯ টির একটিও নেই তাই Gerund)
He observed them Coming out of this home. (Observed আছে, তাই Participle)
She objects to my going there. (৯ টির মধ্যে একটিও নেই তাই Gerund)

নিয়ম ০৯:

* যখন verb এর পূর্বে নতুন কোনো sub থাকে না, তখন sentence এর শুরুতেই ing যুক্ত word টিকে sub হিসেবে ধরে নিতে হয়। এক্ষেত্রে এটি gerund হয়।
যেমন- Telling lies is a great sin.

*যখন verb এর কোনো sub পেয়ে যাবে তখন sentence এর বসা verbটি present participle.
যেমন- Telling lies we cannot win.

 

Gerund –

Gerund: verb এর সাথে ing যোগ হয়ে noun বা verb এর কাজ করলে তাকে Gerund বলে। (Gerund এর বাংলা অর্থ ক্রিয়া বাচক বিশেষ্যপদ)।
Gerund সাধারণত: Noun এর ন্যায় কাজ করে। তাই Gerund-কে verbal noun –ও বলা হয়। ইহা verb থেকে উৎপত্তি হয় বিধায় ইহাকে verbal noun বলা হয়।
যেমন:- I like swim. (এই উদাহরণে, swim একটি verb)
Swimming is a good exercise. (কিন্তু এই উদাহরণে swimming একটি noun. অর্থাৎ swim+ing =verb +ing মিলে noun এর কাজ করেছে)
I like playing badminton. (এখানে, Gerundটা verb এর কাজ করেছে)
Stop shouting. (এখানে, Gerundটা verb এর কাজ করেছে)
* Gerund গঠন করতেও কোন প্রকার auxiliary অথবা to be verb এর সাহায্য লাগেনা।
Rules: বাক্যের যে সব স্থানে Noun বসে, ঠিক সেই সব স্থানেই Gerund বসে। যেহেতু Gerund একটি Noun।
  • As a Subject of verb – (verb এর subject হিসেবে): Reading is an excellent habit. , Swimming is a good exercise.
  • As an Object of transitive verb – (verb এর object হিসেবে): My mother hates cheating. I like sleeping. He avoided making.
  • As a Complement (Verb এর complement রুপে): My hobby is traveling. // verb কি দ্বারা প্রশ্ন করলে যদি ing যুক্ত শব্দটি উত্তর হয়। তবে সেটি Gerund. যেমন:My hobby is ( gardening) এখানে প্রশ্ন করি, আমার শখ কি? উত্তর আসে gardening. তাহলে gardening কি হবে? উত্তর: Gerund.
  • As an Object of Preposition – (preposition এরপরে): The old man is tired of waiting. , He is fond of eating.
  • After determiner/possessive Adjective – (determiner এরপরে): Forgive me for my coming late. {my একটি possessive. possessive হলো determiner.  possessive গুলো হল: my, our, his, her, its, their, your, one’s, Rahim’s, Karim’s.}
  • After Adjective – (Adjective এর পরে verb এর সাথে ing যোগ করা হলে): it is very beautiful painting. They provided a nice training.
  • As an compound noun – (compound noun- এর অংশ হিসেবে): This is the walking place of the garden.
  • (short prohibition বুঝাতে): No Smoking, No waiting, No fishing.
  • (Group of words/phrase এর পরে): would you mind, cannot help, cannot stand(সহ্য করতে না পারা), It is no good, It is no use ইত্যাদি. যেমন- would you mind taking a cup of tea?
    যেমন- the boy cannot help laughing, the girl is used to reading noble.
  • (Special Rules1: এই ওয়ার্ডগুলোর পরে V+ing হয়): mind,feel,enjoy,Finish,avoid,dread, consider,Admit,complete,appreciate, stop,bust out, postponed,Deny,dislike,like, forgive,suggest,involve,practice,discuss)
    যেমন:- I feel like watching a horror movie. Try to avoid speaking in Japanese. My sister finished reading the novel by James Joyce ইত্যাদি.
  • (Special Rules2: সাধারণত to এর পরে verb এর base form বসে। তবে এই ওয়ার্ডগুলোর পরে ing হয়): Impediment to, adhere to, contribute to, take to, with a view to, look forward to, with an eye to, be/get used to, be/get accustomed to, addicted to, close to, committed to, confess to , subject/object to, be similar to
    যেমন- We are committed to with drawing our troops.
gerundddd
gerundddd

কিছু উদাহরণ-

Driving licence must needed. (মাঝখানে for বসালে হয়- licence for driving = ড্রাইভিং এর জন্য লাইসেন্স, এটাই ঠিক তাই Gerund হবে। আর, মাঝখানে is বসালে হয়- licence is driving= লাইসেন্স হয় ড্রাইভিং, এটা অসম্ভব তাই হবে না)

Swimming pool. (মাঝখানে for বসালে হয়- pool for swimming = সাতার কাটার জন্য পুল, তাই Gerund হবে। pool is swimming= পুল সাতার কাটে, এটা অসম্ভব তাই হবে না)

frying pan. (মাঝখানে for বসালে হয়- pan for frying. তাই Gerund হবে)

Walking stick. (মাঝখানে for বসালে হয়- stick for Walking. তাই Gerund হবে)

Reading Book. (মাঝখানে for বসালে হয়- Book for Reading. তাই Gerund হবে)

Waiting room. (room for waiting= অপেক্ষা করার জন্য রুম।)

walking stick. (stick for walking= হাটার জন্য লাঠি।)

dining table. (table for dining = ডায়নিংয়ের জন্য টেবিল।)

drinking water. (Water for drinking = পান করার জন্য পানি।)

he has stopped taking drugs. (drugs for taking)

have a reading table. (table for reading)

Participle –

Participle: Verb+ing যুক্ত হয়ে adjective বা adverb বা preposition বা conjunction এর কাজ করলে,তাকে participle বলা হয়।

ইহা মূলত: এক সাথে adjective এবং verb এর ন্যায় কাজ করে। সেই কারণে participle-কে verbal adjective ও বলা হয়।
যেমন:- The boy came to me smiling. (খেয়াল করুন smiling কোন প্রকার auxiliary অথবা to be verb ছাড়াই নিজেকে বদলে নিয়েছে।)

* Participle গঠন করতেও কোন প্রকার auxiliary অথবা to be verb এর সাহায্য লাগেনা।
Note: একটি বাক্যে Participle সাধারণত verb ও adjective এর কাজ করে।

participle তিন প্রকার। যথা-

  1. Present Participle = verb+ing,
  2. Past Participle = v3,
  3. Perfect Participle = having+v3.

শর্টকাটঃ

  • sub নিজে কাজ করলে Present Participle হয়। যেমন- He is a job candidate searching a job.
  • আর, sub নিজে কাজ না করলে Past Participle হয়। যেমন- He takes medicine suggested by the doctor.

Rules:

Present Participle-

— Present Participle = verb+ing, : সকল প্রকার continues tense এর সাথে ing যুক্ত verbটি present participle.
যেমন- He is reading a book.

— simple sentence এ বাক্যের শুরুতে ing যুক্ত wordটি present participle. He went home and saw a snake(compound sentence).
যেমন- Going home, he saw a snake.(simple sentence)

— ly যুক্ত adverb এরপরে ing যুক্ত verbটি present participle.
যেমন- Sundy singing I was surprised. Suddenly finding him, i feel cool.

— verb+ing এর degree হলে, Present Participle হয়। যেমন- The movie was as exciting as sweet. Education is the preasing need of us.

— নিয়ম ০৩ দেখ।

— নিয়ম ০৪ দেখ।

  • একজন কর্তা একাধিক কাজ সম্পাদন করলে অধিকতল পূর্বের কাজটি Present Participle হয়। যেমন- Sitting on a chair, my mother took her medicine. Singing a song, he came to meet me.
  • verb+ing যুক্ত অংশটি object হলে তা gerund হয়, কিন্তু object না হলে Present Participle হয়। যেমন- He came dancing. Rajon ran singing. [কিন্তু He began dancing এটা gerund.]
    {Shortcut: verb কে কেমন দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর ing যুক্ত শব্দটি হয়, তবে সেটি participle.
    যেমন: My hobby is interesting. আমার শখ কেমন? উত্তর আসে আনন্দদায়ক। তাহলে interesting কি? উ: participle.}
  • Be verb এরপরে ing যুক্ত হলে এবং তা দ্বারা কাজ করা বুঝালে gerund হয়, কিন্তু কাজ করা না বুঝালে Present Participle হয়।(এ নিয়মটি continuous এর জন্য প্রযোজ্য নয়) যেমন- The matter is interesting. [কিন্তু He’s hobby is reading এটা gerund.]
  • কিন্তু continuous tense এর ing যুক্ত অংশটি সর্বদাই Present Participle হয়। (সকল continuous tense এর ক্ষেত্রে প্রযোজ্য) যেমন- He is teaching us. The movie is exciting.
  • verb+ing যুক্ত অংশটি পুর্ববর্তী noun/ pronoun কে নির্দেশ করলে তা Present Participle হয়। যেমন- The man coming towards me, he is very polite.
— Objective form এর পরে Participle বসে। objective form হলো: me, us, him, her, it, them, you.
যেমন: I saw him (playing) cricket. এখানে Him কি? উত্তর: objective form. তাহলে তারপরের ব্রাকেটের অংশটুকু কি হবে? উত্তর: Participle.
প্রশ্ন আসতে পারে, her possessive ও objective ২টায় হয়। তাহলে বুঝব কিভাবে? আসুন দেখি।
I am afraid of her ( coming). (gerund, এখানে her এর আগে preposition, Of আছে। her এর আগে preposition দেখলে সেটা possessive হবে। সুতরাং ১ম বাক্যের coming participle নয়।)
2. I saw her ( going) there. (এখানে her এর আগে কোন preposition নেই কাজেই এটি objective. সুতরাং ২য় বাক্যের going কি? উ: participle.
— দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত আগে যে কাজটি ঘটে সেটি participle.
যেমন- (Hearing) the noise, the boy woke up.
এখানে, বাক্যটিতে আগে শব্দ শুনে তারপরে কিন্তু বালক টা জেগে উঠেছে। তাহলে আগে কোন কাজটি হয়েছে? উত্তর: শব্দ শুনা।
তাহলে Hearing কি হবে? উত্তর: participle
— ing যুক্ত word ছাড়া বাক্যটি মিলে গেলে Participle.
যেমন: 1. A (barking) dog seldom bite. (এখানে barking বাদ দিলেও বাক্যটি মিলে তাই এটি participle.)

 

কিছু উদাহরণ-

Barking dog seldom bites. (verb+ing টা noun এর আগে)

Swimming fish. (fish is swimming= মাছ সাতার কাটে। fish for swimming= সাতার কাটার জন্য মাছ, এটা ভুল)

Running train. (a train is running= ট্রেন চলে।)

Flying bird.

Rolling stone.

stopped talking.

the dog looks charming/ interesting.

sat looking at the road.

The nature looks interesting.

 

Present participle vs Past participle

#

* যদি subject ব্যক্তি হয়, তাহলে Past participle.
যেমন- I am interested.

* যদি subject বস্তু হয়, তাহলে Present participle.
যেমন- The movie is interesting.
It is a boring class.

#

* Active voice হলে Present participle হয়।

যেমন- A runnung boy.
The girl who lives in village is my sister . = the girl living in village is my sister.

* Passive voice হলে Past participle হয়।
যেমন- A broken chair.
The book which was published in 1971 is very informative.= the book published in 1971 is very informative.

Verbel Noun

শর্টকাট চেনার উপায়# Verbel Noun = The + (v+ing) + of
verb থেকে উৎপন্ন noun কে Verbel Noun বলে।
Structure1: the + verb + ing + obj
যেমন- The reading of books is disgusting.
Structure2: verb + suffix = noun
যেমন- Remove + al = Removal
Remove(verb) — Removal (Verbel Noun)
# সকল gerundই Verbel Noun, কিন্তু সকল Verbel Noun_ gerund নয়।

যেহেতু Gerund টা verb থেকে উৎপন্ন হয়ে noun এর কাজ করে, তাই Gerund কে verbal noun বলে।

অপশনে verbal noun এবং Gerund দুটোই থাকলে verbal noun কেই উত্তর হিসেবে নিব।
প্রশ্নঃ- Teaching is a noble professing এটা কি? (A) Verbel Noun, (B) Participle, (C) Adjective, (D) Gerund.
উত্তরঃ- (A) Verbel Noun.

#
আর, যেহেতু participle টা verb থেকে উৎপন্ন হয়ে adjective এর কাজ করে, তাই Gerund কে verbal adjective বলে।

infinitive

to + v1 যখন noun (ও verb) এর কাজ করে, তখন তাকে infinitive বলা হয়। এটা মুলত noun এর কাজ করে।

সাধারণত, To এর পরে verb এর base form বসে।

কিন্তু কতগুলো to যুক্ত শব্দ আছে যাদের পর v+ing হয়। সেগুলো হল-
A= addictade to, Admit to, Accustomed to
B= be use to
C= confess to
O= object to
W= with a view to
G= get used to
L= look forward to
P= prefer to

মনে রাখবে, with a view to + (v+ing) হয়, কিন্তু with the view of + v হয়।
যেমন-
I went at the airport with the view of seen you.
I went at the airport with a view to seeing✓(see✗) you.
I am addicted to chating(chat✗).
I prefer to drinking(drink✗).
He is used to walking(walk✗) in the morning.

use of infinitive::

# বাক্যের subject হিসেবে। যেমন-
To tell lies is a great sin.

# বাক্যের object হিসেবে। যেমন-
I want to play football.

# Adjective এর পর বসতে পারে। যেমন-
It impossible to get the Highest marks always.

# to……to+v1(infinitive) বসে।[no/not থাকলেও না বোধক অর্থ দেয়] যেমন-
He is to Dishonest to tell the truth.

infinitive এর ধরণ/প্রকারভেদ-
  1. Simple/full infinitive(to + v1),
  2. Bare infinitive(শুধু v1 বসে, to বসে না), let, see, watch, fell, hear এসব ওয়ার্ড থাকলে। যেমন- I let you go(✗to go). You make me go(✗to go) the forbiden place.
  3. Passive infinitive(to+be+verb), যেমন- The work need to be done.
  4. Spilit infinitive(to+adverb+v1), যেমন- I respect you to kindly accept my proposal.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *