102 Focus Writing & Arguement Writing & Precise writing/summury writing

#

Argument writing

• Arguement writing – এর অন্য আরেকটি নাম হল Critical Writing.
• Arguement অর্থ “তর্ক” সুতরাং তর্ক করার জন্য অন্তত দু’টো পক্ষ লাগবে৷ অর্থাৎ দুই পক্ষে লেখতে হবে।
সাধারণত সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, IBA MBA DU, IELTS এর Argument আসতে দেখা যায়।
• Arguement দুই ধরনের। যথা-
  • প্রথমঃ যেখানে একটা বাক্য থাকবে, বলা হবে আপনি Agree or Disagree.
    যেমন- “Increasing the price of petrol is the best way to control growing traffic and pollution problem”
    Do you agree or not. [Bangladesh Bank (Officer 2015)]
  • দ্বিতীয়ঃ যেখানে “কিছু ব্যক্তির মতামত দেওয়া থাকবে ; আবার এর বিরুদ্ধে যারা আছে তাদের মতামতও দেওয়া থাকবে।
    যেমন- ” Some people believe that teaching children at home is the best for a child’s development ; while other think that it is important for children to go to school. Discuss the advantages of both methods and give your opinion. [Trust Bank Ltd. (MTO – 2015)]
আশা করি বুজতে পারেছেন।

Arguement লেখার একটা নিয়ম রয়েছে। অন্তত ৪টা ধাপ লেখার মধ্যে থাকতে হবে।

  • 1. Introduction
  • 2. in favor of
  • 3. Against
  • 4. Conclusion
অনেকে একপক্ষে লেখতে চাই। আসলে ওনারা Arguement শব্দের মানে বুজে না। তর্ক করার জন্য সর্বনিম্ন দু’টো পক্ষ থাকতে হবে। তাই প্রশ্নের agree or disagree দুইটাই নিয়ে লিখতে হবে। এমনটা বাংলাদেশ ও বিদেশী রাইটাররাই লিখেছেন।
👉 যারা নিজ থেকে লিখতে পারেন না তারা এই নিয়মটা অনুসরণ করতে পারেন:- 
Arguement writing 1:
  • 1. (Introduction:)শুরুতে (যা)এটা লিখবেন:-
    There discussion about whether “বিষয়” is a very controversial topic. There are so many people on both sides of the argument _ who have really strong points to place. In this regard, I am on the behalf of (/against) “বিষয়(যেটার পক্ষে আপনি যুক্তি প্রথমে দিবেন)”.
  • 2. Why you agree – কমপক্ষে 3/4 টা যুক্তি দিবেন, যেটার পক্ষে আপনি আছেন, অপরপক্ষে Why you disagree ২-৩ টা যুক্তি অবশ্যই দিবেন এবং অবশ্যই conjunction ব্যবহার করবেন। (স্থান, কাল ও পাত্র অনুসারে) যেমনঃ
    Sooth To Say / in point of fact (প্রকৃতপক্ষে),
    To speak the truth / To speak honestly truthfulness,
    It is certainly true that / without question,
    It is tractable(দুর্দান্ত) / momentous (গুরুত্বপূর্ণ),
    furthermore(তাছাড়া), reliable, notwithstanding(তা সত্ত্বেও)
    At the very outset(শুরুতেই) / First of all(প্রথমত/সবার আগে),
    On the other hand, on the contrary,
    In a nutshell(সংক্ষেপে),
    ইত্যাদি।
  • 3. লেখার মধ্যে Professional style আনতে হবে। Clause & phrase, participle, Gerund, infinitive, complex sentence, inversion, causative verb ইত্যাদির মারপ্যাঁচ করতে হবে।
  • 4. অবশ্যই সুন্দর একটা Ending দিবেন। নিচের লেখাটির Ending টা ভালভাবে খেয়াল করুন:-
    In conclusion, after analyzing all the points in favour and against the said topic, I would like to restate my opinion that I am in favour/against the statement. I think what I have stated in this essay emphasizes this point and requires no more discussion.
    বা,
    At the end of my conclusion is a mixed one. On the other hand, it is suavely true that__(বিপক্ষে)__; but in some areas __(পক্ষে)__I fervently and strongly Believe that what have been discussed so far is accurately, stupendous enough to prove the cause.
যারা ব্যাংক বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তারা আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিন। আমার টাইমলাইনে অনুবাদ ও রাইটিং এর পোস্ট গুলো পড়ুন।
মু সাব্বির হাসান ইস্পাহানী, Hon’s (Nu) ; ICMAB (L-3).
IELTS (Band Score 7.00). MBA (Accounting – Running)
Arguement writing 2:

১. শুরুতে যা লিখবেন- There discussion in regard to whether or not __(বিষয়)__ is add debatable one. It is very usual that people hold different views over a controversial topic and are inclined to put forward strong reasons and feelings in favor of their statement. For some specific reasons I partially agree with the statement.

২. There are a good number of reasons that can compel one to go on behalf of the arguement.
First and foremost,……, for example/ as an illustration, And thus……… Apart from this….. As a result………

৩. There are, however, some arguements/disputation which I am going to discuss now. Initially……By…….
In addition…. Last but not least.

৪. At the end of my conclusion is a mixed one. After analyzing all the points in favor and against the said topic, I would like to restate my opinion that + সঠিক দিক নিয়ে লিখতে হবে. On the others hand, it is suavely true that….(বিপক্ষে)….; but in some ares, ….(পক্ষে)….. In fb fervently and strongly believe that what have been discussed so far is accurately stupendous enough to prove the cause.

Arguement writing 3:

(দুটি পক্ষ থাকলে)

১. শুরুতে যা লিখবেন- There are differences of opinions among scholars regarding (T.N). Some people hold the View that first parat of the topic; in sharply contrast to, others oppose the idea and think that second part. In this eassay, I will go deep into the matter before drawing my opinion.

২. There are a good number of reasons why some scholars opine that first part.
First and foremost,  Besides,   To cite an example, Last but not the least, preposition+ v+ing……

৩. In the othere hand, some people think that 2nd part.
Initially /
To illustrate/As an illustration /
In addition to

৪. At the end of my conclusion, is a mixed one. After analyzing all the points, in favor of both the View, I would like to opine that + পক্ষে. At the same time, it is suavely trave that বিপক্ষে. I fervently believe that what have been discussed so far is accurately stupendous enough to provide the cause.

GRE: Issue Task (Example Topic- 10)

Young people should be encouraged to pursue long-term, realistic goals rather than seek immediate fame and recognition.

Write a response in which you discuss the extent to which you agree or disagree with the recommendation and explain your reasoning for the position you take. In developing and supporting your position, describe specific circumstances in which adopting the recommendation would or would not be advantageous and explain how these examples shape your position.

Strategies:

 Restate the issue perhaps by reversing the order of the sentence components. (Restate=নতুন করে বিবৃত করা; আবার অন্যভাবে বলা)

<> In other words (Restate the issue): Rather than seek immediate fame and recognition, young people should be encouraged to pursue long-term realistic goals.

<> Determine what question is being answered by the statement. This will help you begin to think how you would answer it and whether or not you agree with the original statement. (Determine = নির্ধারণ করা; is being=করা হচ্ছে)

<> Should young people pursue long-term goals or seek immediate fame and recognition?

 

Parts of the original statement that provide evidence that you can affirm or refute. (refute=খণ্ডন করা; affirm=ইতিবাচক উত্তর/অনুমোদন কর)

a) young people – They are less likely to have the necessary maturity or skills to create goals. (likely to=সম্ভাবনা আছে’ বুঝাতে ব্যবহৃত হয়)

b) encouraged – Provide reasons and information to help them rather than set the goals for them

c) long-term – Goals that will not be achieved quickly
d) realistic – Goals should be based on one’s ability to achieve them

e) immediate – Right now or in the near future; in the context of the statement, it has a negative connotation

f) fame – Fame is a result of a variety of accomplishments, and, in this context, seems undesirable

g) recognition – Recognition implies acknowledgement of good deeds or accomplishments

 

Next, create a statement that expresses the opposing viewpoint, using language similar to that of the original statement.

Opposing viewpoint (বিকল্প দৃষ্টিভঙ্গি):

Young people should be encouraged to seek immediate fame and recognition rather than pursue long-term, realistic goals.

The evidence in this viewpoint is essentially the same as in the original. Is there any other way to look at this issue? Can you qualify the original statement in some way? Is it possible to partially agree with the statement?

Alternative viewpoint (বিকল্প দৃষ্টিভঙ্গি):

Young people should be encouraged to pursue long-term, realistic goals as well as immediate fame and recognition.

a) as well as – Both options should be available

List some circumstances under which each might be true.

Circumstances (পরিস্থিতি):

a) Advances in medicine occur as a result of long-range planning and study.

b) Business success derives from long-range planning.

c) A secure retirement requires planning and saving over many years.

d) Immediate fame is a suitable goal for professional athletes, whose careers are generally short-lived.

Sample Essay:

For most young people, setting long-term, realistic goals is the route to lifetime success. Those who choose this route are less likely to experience failure and become discouraged. However, setting long-term, realistic goals is not the best choice for some, and notable exceptions exist today and throughout history that demonstrate the wisdom of their choices. Those

with special talents may be better served by seeking immediate fame and recognition.

The world of professional sports is populated by stellar athletes who made the decision to seek immediate fame and recognition. It used to be that those seeking careers as professional athletes would first complete a college degree and, then, enter the draft. In recent years, it has become more common for those with high-level skills to leave college early or never attend at all and be drafted right out of high school. Kobe Bryant and LeBron James went directly from high school to the NBA. At the ripe old age of eighteen, each was making millions of dollars per year. Would four years of college hoops have made them better players? Perhaps not. They may have run the risk of career-ending injuries, ultimately ending any chance of signing multi-year, multi-million dollar contracts. Seeking immediate fame and recognition was the right decision for these two superstars, both of whom have won multiple NBA championships with their teams.

Examples abound in the world of the arts of those whose talents may not have been recognized or rewarded had they been advised to set realistic goals. Every year, hundreds of thousands of hopefuls audition for American Idol. Rather than testing their talents in small clubs or enduring rounds of auditions, these young singers take a single shot at the big time. Only one of them can win the prize, relegating the remainder to the ranks of also-rans. In the case of the winner and a select few of the top ten, great success ensues. In 2012, Phil Phillips won, and the song written for him to sing in the finale became the theme of the American gymnastics team at the London Olympics. Still a teenager, Phillips gained immediate fame and recognition. Had he not taken a chance on American Idol, he may have continued to sing in church and the school choir, and singing might have become a pleasant pastime in his adult life.

Situations do exist where long-term, realistic goals are more likely to ensure success. Medical research comes to mind. As scientists search for cures or treatments for serious, even deadly, diseases or genetic conditions, they must meticulously test and retest, create scientific trials, and seek FDA approval before releasing new drugs on the market. This process can take

many years, and virtually none of those individual scientists gains fame or recognition.

A young woman from my home town set a long-term goal for her life when she was a small child. She wanted to be an astronaut when she grew up. Toward that end, Jessica Meir worked hard in school and graduated as valedictorian of her class. She went on to Brown University and obtained her first degree. She completed research at the Scripps Oceanographic institute, becoming an aquanaut. Eventually, she attended the International Space University in Strasbourg, France. At the time of her selection as one of eight in the newest class of NASA astronauts she was an assistant professor of anesthesiology at Harvard. Now in her mid-thirties, Jessica has reached her lifelong goal by systematically setting a course that would lead her there. It is important to note that Jessica was not selected the first time she applied to become an astronaut, but she stayed the course and, eventually, reached her destination.

In reality, the vast majority of us benefit from setting long-term goals. The finish line is far in the future, and we will get there one step at a time. Making long-term, realistic goals will keep us from becoming discouraged or quitting altogether. Even very talented individuals sometimes spurn the chance for early fame and recognition in order to avoid the stress and public scrutiny that attend them. Young people should be encouraged to take the path that best suits their talents and circumstances.

*****

ফোকাস রাইটিং

Written Data: যেকোনো পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। – link
এখানে ২২টি টপিকের ফোকাস রাইটিং ও আর্গুমেন্ট রাইটিং এর সম্পূর্ণ ব্যবহার দেওয়া আছে।
1. Russia Ukraine war
2. The Padma bridge & its importance
3. China Taiwan Crisis
4. Dwindling Foreign Reserves and WAY OUT [Bangladesh Perspective]
5. Inflation and the Way it Plays
6. Achieving SDGs by 2030
7. Financial inclusion
8. Dollar Crisis
9. Bottomless Basket to Emerging Power
10. Cashless Bangladesh & Smart Bangladesh
11. The fourth industrial revolution
12. Sri Lanka: Its Road to Economic Recovery
13. FIFA World Cup 2022
14. Achieving Three Zoro
15. Blue Economy and Bangladesh
16. Digital Banking
17. Green Banking
18. NPL and its impact on the banking sector of Bangladesh
19. COP-27 and Partnership of Bangladesh /
Importance of COP-27 For Bangladesh
20. Vision 2041
21. Good governance in banking Sector
22. Impacts on Rise in Electricity Price
2 – https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0zfKPPjWw29BZV47H5gut3zPztayxycPEHduzE6MmFtzE1PDC4fxoRuudfW5b2vtxl&id=100073408934223
Argument writing – post here

more pic note of ফোকাস রাইটিং এর সুপার কৌশল:~ link

ফোকাস রাইটিং এর সুপার কৌশল:~ ব্যাংক জবে ফোকাস রাইটিং এ ৭০ নম্বর থাকে। কিছু কলাকৌশল অনুসরণ করতে পারলেই খুব ভালো নম্বর প্রত্যাশা করা যায়। চলুন জেনে নেওয়া যাক:-
• ফোকাস রাইটিং কী জানতে হবে?
=> ফোকাস রাইটিং হল একটি Short composition যা কোন নিদিষ্ট বিষয়বস্তুর উপর ফোকাস করে, হাইলাইট করে, to the point আকারে লিখতে হয়। এই লেখার জন্য সময় পাওয়া যাবে ১৮-২০ মিনিটের মত।
• ফোকাস রাইটিং এ ভালো করার জন্য দু’টো ব্যাপারে পরিপূর্ণ ধারণা রাখতে হবে- 
° Grammatical Correction
° Accurate Concept
উপরের দুইটি টপিকে যদি weakness থাকে, তাহলে আপনি ভালো নম্বর আশা করতে পারবেন না।
=> Grammatical Correction: আপনি যে টপিকে লিখছেন অবশ্যই লেখাতে কোনো প্রকার grammatical mistake থাকা যাবেই না। অন্ততঃপক্ষে ৮৫%-৯০% বাক্য শুদ্ধ হতে হবে। লেখার মধ্যে Clause, phrase, reduction system, conjunction, punctuation ইত্যাদির ম্যারপ্যাচ থাকতে হবে। যদি কোনো simple sentence ব্যবহার করেন, তবে অবশ্যই Non-finite verb ব্যবহার করবেন তথা Gerund, Infinitive & Participle.
=> Accurate Concept: যে টপিকে লিখবেন সে টপিকের উপর অবশ্যই ধারণা থাকা লাগবেই। অন্যথায় Drastically নম্বর কমে যাবে। এতে আপনার গ্রামার যত স্ট্রং হোক না, কেন৷ যেমনঃ মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক বিষয়াবলী, ব্যাংকিং বিষয়াবলী, সামাজিক ও আন্তর্জাতিক বিষয়াবলী ইত্যাদি বিষয়বস্তুর উপর সাধারণ জ্ঞান রাখতে হবে যা দিয়ে আপনি লিখে আসতে পারবেন। (রাইটিং স্কিল ভালো করার জন্য ইউটিউবে ভিডিও দেখুন – চ্যানেলের নাম – Job Therapy)
• একটি Writing-up এ তিনটি বিষয় ফুটিয়ে তুলতে হয়।
• Introduction/ Starting
• Main Body
• Conclusion / Ending
লেখার শুরুতে আপনি “কোটেশন” দিতে পারলে বেস্ট starting হবে। এরপর ৪/৫ লাইন introduction দিতে হবে। এমনভাবে লিখবেন যাতে পরিক্ষক পরবর্তী লেখা পড়তে চাই।
Main Body’তে তাই লিখবেন সরাসরি যা আপনাকে লিখতে বলা হয়েছে৷ অর্থাৎ টপিকে যা যা চেয়ে তা তা লিখবেন। এতে কোনো প্রকার অপ্রাসঙ্গিক, উদাহারণ, অযথা ইতিহাস, ব্যাকগ্রাউন্ড এইসব আনার প্রয়োজন নেই। এতে লেখার আকর্ষণ, প্রাণ চলে যায়। আপনার লেখাটা যাতে Informative, Knowledgeable, Educative, to the point হয়। লেখার মধ্যে “Quotation, data, chart, reference” থাকে। এতে আপনার লেখার Performance বুজতে পারবে পরিক্ষক।
Conclusion লেখার সময় খেয়াল রাখবেন যাতে introduction এর মত না হয়। ৪/৫ লাইনের একটা ending করবেন৷
ভালো মানের ফোকাস রাইটিং লেখার জন্য চর্চার বিকল্প নেই। চর্চা করতে থাকুন উন্নতি হবে সাফল্য আসবেইইই। যারা ব্যাংক বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন তারা আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দিন ও আমার টাইমলাইনের পোস্টগুলো পড়ুন। ধন্যবাদ।।
link – click here

Focus Writing লেখার টেকনিক:- পর্ব :-০১

ধাপ ১
ছোট ছোট paragraph-লেখা নিয়ে কথা বলবো এখন। রচনা লেখা নিয়ে আলোচনা পড়ে হবে।
paragraph-লেখার জন্য বেশ কয়েকটা থিওরী আছে। প্রথম থিওরীটা হচ্ছে-
-5W and H-থিওরী
সাংবাদিকদের জন্য Reporting-লেখার ক্ষেত্রে এ থিওরীটা খুব গুরুত্বপূর্ণ। মনে করুন-আপনাকে লিখতে বলা হলো-Corona virus disease নিয়ে ছোট্ট একটা অনুচ্ছেদ লিখতে।
আপনি যদি কবিতা লিখা শুরু করেন-
“মানবজীবনের জন্য করোনা ভাইরাস এক মহা অভিশাপ। করোনা ভাইরাসের জন্য সমাজ জীবন অচল হয়ে পড়েছে। এই করোনা ভাইরাসের কারণে আজ সন্তান তার বাপকে চিনে না,মানুষ মানুষকে চিনে না…হেন তেন….”
পরীক্ষক কি জানে না করোনা ভাইরাসের কারণে কি হচ্ছে না হচ্ছে? এসব গালগপ্পো দিয়ে খাতা ভরার দরকার কি? তিনি তো বরং বিরক্ত হচ্ছেন-
চলুন-দেখা যাক-
5W and H থিওরী কিভাবে কাজ করে
5W means-
What-
where-
when-
who-
why-
আর-
H means-How
প্রথমে বর্ণনা করুন-what is corona virus disease?
করোনা ভাইরাস কি?
corona virus disease is an infectious disease.It is caused by newly discovered virus.This disease is also known as COVID-19 disease.
লক্ষ্য করুন-কোনো কবিতা নাই,বিদ্রোহ-বিপ্লব-আবেগ নাই। সুন্দর একটা সাধারণ বর্ণনা। স্যার খাতা দেখলে অন্তত বিরক্ত হবে না-এটা নিশ্চিত।
এর পর-Where-/when-এর উত্তর দিন-
This disease is first discovered in Wuhan,China.The Chinese authority identified the first patient on 31 December, 2019.
এভাবে শুরু করার পর দেখবেন আপনার মনেই অজান্তে অনেকগুলো লাইন চলে আসছে-
After the discovery of corona virus in Wuhan,the whole world is now suffering form this evil disease.Until now,More than 3,75,000 people have died of this virus.It has become the fatal disease in Europe and America.In our subcontinent,It is not so cruel until now.But the economic aspect is the same both for the poor and rich countries………..
কি বুঝলেন?
সঠিক ভাবে শুরু করাটা খুব জরুরী। তারপর আপনার মাথায় তথ্য থাকলে শুধু লাইন আসতেই থাকবে।
মনে রাখবেন-
ইংরেজিতে- Focus writing-লেখার ক্ষেত্রে দুইটি মৌলিক জিনিস জড়িত-
১.ইংরেজি ব্যাকরণের উপর যথেষ্ঠ দখলা থাকা।
২.যে জিনিস নিয়ে লিখবেন,সে ব্যাপারে তথ্য থাকা।
Courtesy: আমিনুল ভাই

👉 যারা ব্যাংক প্রিলি পাস করলেও রিটেন ভাল করতে পারেন না তারা নিচের ০৫ টি কাজ রেগুলার করবেন –

• প্রথমে গুরুত্ব দিন- অনুবাদে৷ মাত্র ১০টি বাক্য অনুবাদ করার জন্য ৪০ নম্বর। যেমন করে হক এখানে ৩০+ রাখার চেষ্টা করুন। সেজন্য অনুবাদের কৌশল শিখে প্রতিদিন ১০টি বাক্য অনুবাদ করার চর্চা চালিয়ে যান।
• ফোকাস রাইটিং এ ৬৫ নম্বর। আমার মতে, মাত্র ৮টি টপিক থেকে ঘুরেফিরে আসে। তাই ৮টি টপিকের জন্য কমন intro, conclusion, quotation, & graph মুখস্থ করে ও টপিকের উপর আরও ৩০% লেখা লিখতে পারলেই খুব ভালো নম্বর তোলা সম্ভব। প্রতি ২ পৃষ্টা করে ২টি টপিকে লেখা চর্চা চালিয়ে যান (গ্রাফ, কোটেশনসহ)
• Passage & Precise writing মিলে ৪০ নম্বর। প্যাসেজ দ্রুত সলভ করা কৌশল শিখে সপ্তাহে ৩/৪টি করে চর্চা করুন।
• Precise writing এর জন্য অন্তর্নিহিত অর্থ কিভাবে উদ্ধার করে গ্রামারের Reduction system সাহায্যে খুব সুন্দর করে লিখে ভালো নম্বর পাওয়া যায় – তাই এটিও সপ্তাহে ৩/৪টি করে চর্চা করুন।
• আর ম্যাথ ও জিকে প্রিলি’তে যেমন পড়ছেন; তেমন রিটেনেও কাজে লাগবে সেইভাবে পড়ুন।
আপনার জন্য শুভকামনা।।
মনে রাখবেন——
যথাযথ প্রিপারেশন ও স্মার্ট প্লানিং এর উপরই সফলতা নির্ভর করে ।
©️ মু সাব্বির হাসান ইস্পাহানী
(আমার নতুন ❝Bank Written with Translation❞ বেস্ট কোর্সটি করুন – শুধু কৌশল আর কৌশল – বিস্তারিত কমেন্টে – কোর্সটিতে শুধু কৌশল আর কৌশল)

Precise writing/summury writing

বিজেএস ও ব্যাংক রিটেনের গুরুত্বপূর্ণ অংশ হল- Precise writing. তবে বাজারের প্রচলিত বইগুলোতে এই টপিকটি এড করেনি বললেই চলে। এই টপিক’কে আপনি চাইলে ৮০%+ নম্বর তুলতে পারবেন; যদি কিছু কলাকৌশল মেনে চলেন।
১. প্রদত্ত প্যাসেজটি দ্রুত পড়ে; অন্তর্নিহিত অর্থ উদ্ধার করে নিতে হবে৷ (প্রথম কাজ)
২. প্রশ্নের উপর রাফ করে নিতে হবে Precise writing এ কি কি তথ্য এড করবেন৷
৩. একটা টাইটেল দিতে হবে (সংবাদপত্রে যেভাবে দেয়; ঠিক ওইভাবে মানে Finite verb থাকবেন না)
৪. অবশ্যই অবশ্যই Phrase (Noun phrase, Adj ph, adv phrase) ও Clause (Noun Clause, adj cla, adv clause)’এর ব্যবহার করতে হবে।
৫. কিভাবে phrase & Clause দিয়ে বাক্য জোড়া দিতে হয়; তা ভালোভাবে আয়ত্ত করতে হবে।
৬. অবশ্যই Reduction system আয়ত্ত করে নিতে হবে।
৭. Vocabulary, Conjunction & Punctuations এর সঠিক ব্যবহার করতে হবে।
৮. সর্বোপরি, সংক্ষিপ্ত, সহজ ও ১ পৃষ্টার ৫০%-৭৫% পর্যন্ত লিখে শেষ করতে হবে। কোনভাবেই ১ পৃষ্টার বেশি লেখা যাবে না; যদি লিখেন, তাহলে সেটাকে Precise writing বলা যাবে না৷
👉 চলুন, দেখে নেয়, ৭টি বাক্যকে কিভাবে ১টি বাক্যে রুপান্তর করবেন,
1. Sheikh Mujibur Rahman was a great leader.
2. He was a talented person.
3. His speeches were highly astonished.
4. He encouraged people.
5. So, they fought against Pakistan.
6. After 9 months, they won.
7. As a result, Bangladesh got independent.
দেখুন, কিভাবে ১ লাইনে precise করি,
👉 Sheikh Mujibur Rahman who was a great and talented leader encouraged people who were astonished by his speeches and (who) fought against Pakistan; as a result, Bangladesh got independent after 9 months.
এবার আসুন Reduction system ব্যবহার করে আরও সংক্ষিপ্ত করি,
Sheikh Mujibur Rahman, a great and talented leader, encouraged people astonished by his speeches and fighting against Pakistan; as a result, Bangladesh got independent after 9 months.
Precise writing (বেস্ট শিট)
কথা দিয়েছিলাম, Precise writing এর শিট দিবো, তাই দিলাম। সম্বনিত অফিসার পদের জন্য এই টপিক বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কিছু কলাকৌশল জানলেই ৮০%+ নম্বর তোলা সম্ভব।

Topic Based VOCABULARY

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *