004.1 Pronounciation(উচ্চারণ) – English Vocabulary Spelling

সঠিক Pronounciation(উচ্চারণ) শিখতে সিকোন্সলি তিনটা কাজ করতে হবে-

—– ——— ———– ———– ———– ———— ———— ——— —–

ইংরেজি বর্ণমালা/Alphabet এর সঠিক উচ্চারণ

ইংরেজি বর্ণমালা(Alphabet) 26 টি,
এর মধ্যে Vowel(স্বরবর্ণ) পাঁচটি- A, E, I, O, U,
আর বাকি ২১টি Consonant(ব্যঞ্জনবর্ণ)।

# ইংরেজি বর্ণমালা(Alphabet) এর সঠিক উচ্চারণ –

—– ——— ———– ———– ———– ———— ———— ——— —–

কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ

# আমরা কখন ইংরেজিতে ‘THE’ এর উচ্চারণ ‘দ্যা’ করবো এবং ‘দি’ করবো?
— যখন কোনো word বা শব্দের প্রথম letter বা বর্ণটি consonant হবে তখন ‘THE’ এর উচ্চারণ ‘দ্যা’ হবে। যেমন- The(দ্যা) definition, school, dog, cat, pen etc.
— যখন কোনো word বা শব্দের প্রথম letter টি vowel (A, E, I, O, U) হবে তখন ‘THE’ এর উচ্চারণ ‘দি’ হবে। যেমন- The(দি) union, end, institution, author, exhibition etc.
টেকনিকঃ মুখস্ত রাখার টেকনিক- ”দাদির CV = দা+দি”
অর্থাৎ, শব্দের প্রথম অক্ষর consonant হলে ‘ দ্যা’। আর, শব্দের প্রথম অক্ষর vowel হলে ‘ দি ‘।
Conclusion – কনক্লুসন নাকি কনক্লুজন?
কোনটি সঠিক উচ্চারণ?
📷যে ওয়ার্ড গুলোর শেষে -sion যুক্ত থাকে, এগুলির উচ্চারণ আমাদের অনেক বিব্রত করে। -sion এর উচ্চারণ কখনো -জন হয় আবার কখনো -সন হয়। স্মার্ট একটি সূত্র মনে রাখলে উচ্চারণে আর ভুল হবে না। # কোন একটা শব্দের শেষাংশে -sion এর আগের বর্ণ বা লেটার যদি ভাউয়েল (a, e, i, o, u) হয় তাহলে ঐ শব্দটার শেষাংশের উচ্চারণ -জন হবে। যেমন, Conclusion এর শেষাংশ -sion এর আগের লেটার u। তাই শব্দটির উচ্চারণ হবে কনক্লুজন।
📷এই রকম আরো কিছু উদাহরণ দেখুন: • Adhesion (এ্যাডহিজন) – সংযুক্ত থাকা। • Collision (কলিজন) – সংঘর্ষ। • Confusion (কনফিউজন) – বিভ্রান্তি। • Corrosion (করোজন) – ক্ষয়। • Decision (ডিসিজন) – সিদ্ধান্ত। • Division (ডিভিজন) – ভাগ বা বিভাগ। • Evasion (ইভ্যাইজন) – এড়িয়ে যাওয়া। • Explosion (একস্প্লোজন) – বিস্ফোরণ। • illusion (ইলিউজন) – মায়া, মোহ, ভ্রম। • Invasion (ইনভ্যাইজন) – যুদ্ধ করে দখল করা। • Intrusion (ইনট্রুজন) – অনধিকার প্রবেশ। • Occasion (ওক্যাইজন) – বিশেষ উপলক্ষ। • Persuasion (পারস্যুএ্যাইজন) – বিশ্বাস বা প্রত্যয়। • Provision (প্রভিজন) – ব্যবস্থা বা বিধান বা শর্ত। • Revision (রিভিজন) – পুনরায় পাঠ। • Seclusion (সিক্লুজন) – একলা বা আলাদা করে রাখা। • Television (টেলিভিজন) – দূরদর্শন যন্ত্র।
📷কোন একটা শব্দের শেষাংশে -sion এর আগের বর্ণ বা লেটারটি যদি কনসোন্যান্ট হয় তাহলে ঐ শব্দটার শেষাংশের উচ্চারণ -সন হবে। যেমন, Admission এর শেষাংশ -sion এর আগের লেটার s।
তাই শব্দটির উচ্চারণ হবে এ্যাডমিসন। # এই রকম আরো কিছু উদাহরণ দেখুন: • Aggression (এ্যাগ্রেসন) – আক্রমণ। • Apprehension (এ্যাপ্রিহেনসন) – উৎকন্ঠা। • Aversion (এ্যাভারসন) – বিরাগ। • Comprehension (কমপ্রিহেনসন) – কোন কিছু বুঝার ক্ষমতা। • Compulsion (কমপালসন) – বল প্রয়োগে বাধ্য করা। • Commission (কমিসন) – নির্দিষ্ট কর্ম সম্পাদনে নিযুক্ত ব্যক্তিবর্গ। • Conversion (কনভারসন) – রুপান্তর। • Diversion (ডাইভারসন) – যানবাহনকে বিকল্প পথে চালিত করা। • Emission (ইমিসন) – নির্গমন। • Emulsion (ইমালসন) – ক্রিমের মত পদার্থ। • Extension (একস্টেনসন) – প্রসারণ বা বৃদ্ধি। • Expulsion (একস্পালসন) – বহিস্কার। • Expression (একস্প্রেসন) – অভিব্যক্তি। • Immersion (ইমারসন) – নিমজ্জন। • Impression (ইমপ্রেসন)

ইংরেজি wordএ- Silent lettersগুলো/উচ্চারিত হয় না এমন/অনুচ্চারিত Lettersগুলো : উচ্চারণের ৫০টি রুলস

ইংরেজি উচ্চারণ শেখার ৫০টি গুরুত্বপূর্ণ রুল-

➤ A

⇨ কিছুক্ষেত্রে A এর উচ্চারণটা silent থাকে(/পুরোপুরি উচ্চারিত হয় না)।
যেমন: musically{মিউজিক’লি}, logically{লজিক’লি}, romantically{রোমান্টিক’লি}
⇨ শব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ হয় “ঔ”।
উদাহরণ: ☞Road (রৌড) – রাস্তা।
☞Loan (লৌন) – ঋণ।
☞Toad (টৌড) – ব্যাঙ।

➤ B

⇨ ‘M’ এর পরে ‘B’ আসলে/,থাকলে ও B এর পর কোন Vowel না থাকলে,  ‘B’ এর উচ্চারণটা silent হয়।
যেমন- Climb{ক্লাইম}, Crumb{ক্রাম}, Dumb{ডাম}, Plumber{প্লামার}

☞Bomb (বম) – বোমা।
☞Comb (কৌম) – চিরুনি।
☞Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল।
☞Thumbnail (থামনেল) – ছোট।

⇨ Consonant এরপর T ধ্বনি এর পরে B আসলে(যেমন-BT)), “B” এর উচ্চারণটা silent হয় (তখন উচ্চারণ “ট” হয়)।
যেমন: subtle(সাটল), debt(ডেট), Doubtful (ডাউটফুল)–সন্দিহান।

➤ C

⇨ S এর পরে ‘C’ আসলে, ‘C’ এর উচ্চারণটা silent হয়।

Fascinate{ফ্যাসি’নেট}, Muscle{মাসল}, Scissors{সিজর্স}, Scene{সি’ন}, Scenario{সি’নারিও}

➤ D

⇨ কিছুক্ষেত্রে D এর উচ্চারণটা silent থাকে(/পুরোপুরি উচ্চারিত হয় না)।

Sandwich{স্যান’ওয়িজ}, Handsome{হ্যান’সাম}, Wednesday{ওয়েনস’ডে}

➤ E

⇨ শব্দের শেষে ‘E’ বসলে, ‘E’ এর উচ্চারণটা silent হয়(/উচ্চারণ হয়না)।
যেমন- Cake, Bake, Clue, haste etc

☞Name (নেইম) – নাম।
☞Come (কাম) – আসা।
☞Take (ঠেইক) – নেওয়া।
☞Fake (ফেইক) – ভূয়া।

⇨ শব্দের শেষে E বসলে অন্য Vowel এর উচ্চারণটা পরিবর্তন করে দেয় ও অনুচ্চারিত থাকে।

যেমন- HID+E=HIDE{হাইড}, HOP+E=HOPE{হৌপ}, SIT{সিট}, SITE{সাইট}
তবে, শব্দের শেষের E যদি ঐ শব্দের একমাত্র Vowel হয়, তাহলে E এর উচ্চারণ E এর মতো-ই হবে।
যেমন- He, She, We
⇨ E + consonant(R ছাড়া) + E, এভাবে ব্যবহৃত হলে ও তার পর আর কিছু না থাকলে, প্রথম E এর উচ্চারণ হয় “ঈ” এবং দ্বিতীয় E অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Complete (কমপ্লীট) – সম্পূর্ণ।
☞Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।
⇨ Regular verb এর past form এ ব্যবহৃত E কখনো কখনো উচ্চারিত হয়, কখনো হয় না।
হয় — Wanted
হয় না — Looked, Played, Hooked, Asked, Wrapped, Baked etc

F

নেই

➤ G

⇨ কিছুক্ষেত্রে ‘G’ এর উচ্চারণটা silent থাকে(/পুরোপুরি উচ্চারিত হয় না)। Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে।
যেমন- Sign{সাইন}, Design{ডিসাইন}, Foreign{ফরেইন}

☞Design (ডিজাইন) – আকা।
☞Resign (রিজাইন) – পদত্যাগ করা।
☞Reign (রেইন) – রাজত্ব।

☞Feign (ফেইন) – উদ্ভাবন করা।

⇨ যদি G এবং H একসাথে vowel এর পরে বসে, তাহলে ‘G’ এর উচ্চারণ Silent হয়।
যেমন- Through, High, Light, Daughter, Right, Although,

➤Rule-12
⇨I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Sight (সাইট) – দৃশ্য।
☞Might (মাইট) – হতে পারে।

➤ H

⇨ ‘W’ এর পরে ‘H’ বসলে, ‘H’ এর উচ্চারণটা silent থাকে(/পুরোপুরি উচ্চারিত হয় না)।
যেমন- When{ওএন, US হোএন}, Where{ওএআ(র), US হোএআ(র)}, Whistle{উইসল US হুউইসল}, Why, What(ওএট, US হোআট )
⇨ শব্দের শুরুতে ‘H’ বসলে, অনেকসময় ‘H’ এর উচ্চারণটা silent থাকে(/পুরোপুরি উচ্চারিত হয় না)।
Hour{আউ(আ)র}, Honest{অনেস্ট}, honorable{অনারেবল}
⇨ যদি C, G, R এর পরে H বসে, তাহলে H এর উচ্চারণটা silent থাকে(/পুরোপুরি উচ্চারিত হয় না)।
Chair{চেয়ার}, ghost{গোস্ট}, rhyme{}

➤ I

শুধুমাত্র একটা জায়গায় আমরা ‘i’ কে উচ্চারণ করি না-
Business
➤Rule-9
⇨I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।
উদাহরণ:
☞First (ফার্স্ট) – প্রথম।
☞Birth (র্বাথ) – জন্ম।
☞Bird (বার্ড) – পাখি।
☞Circle (সার্কেল) – বৃত্ত।
➤Rule-10
⇨৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়।
উদাহরণ:
☞Mice (মাইস) – ইদুর।
☞Rice (রাইস) – চাউল।
☞Wise (ওয়াইস) – বিজ্ঞ
☞Size (সাইজ) – আয়তন।

J

নেই

➤ K

⇨ K টা N এর আগে আসলে(/শব্দের শুরুতে KN থাকলে), তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত/silent থাকে/উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Knowledge (নলেজ) – জ্ঞান
☞Knight (নাইট) – অশ্ব।
☞Knee (নী) – হাটু।
know

➤ L

⇨ L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Calm (কাম) – শান্ত।
☞Alms (আমজ) – ভিক্ষা।
☞Palm (পাম) – তালগাছ।
☞Salmon
⇨ এছাড়াও আরো কিছু ক্ষেত্রে L উচ্চারিত হয় না-
Could, Should, Would, Talk
➤Rule-41 ⇨LK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ হবে “ক” এবং “L” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Talk (টক) – আলাপ।
☞Walk (ওয়াক) – হাটা।
☞Chalk (চক) – খড়ি।

M,

 

➤ N

Rule-36 ⇨শব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Solemn (সলেম) – গুরুগম্ভীর।
☞Condemn (কনডেম) – দোষারোপ করা।
☞Damn (ড্যাম) – অভিশাপ দেয়া ।

O

➤ P

Rule-22
⇨P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Psyche (সাইকি) – আত্মা
☞Psycho (সাইকো) – মন।
☞Psora (সৌরা) – খোসপাচঁড়া।

S

➤ T

➤Rule- 7
⇨শব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।
উদাহরণ:
☞Lecture (লেকচার) – বক্তৃতা।
☞Century (সেঞ্চুরী) – শতক।
☞Furniture (ফার্নিচার) – আসবাবপত্র।
☞Structure (স্ট্রাকচার) – গঠন।
➤Rule-23
⇨শব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে T অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা।
☞Rustle (রাসল) – খসখস শব্দ।
☞Nestle (নেসলে) – বাসা বাঁধা

➤ U

➤Rule-11
⇨Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়।
উদাহরণ:
☞Null (নাল) – বাতিল
☞But (বাট) – কিন্তু।
☞Nut (নাট) – বাদাম
☞Cut (কাট) – কাটা।

V

➤ W

⇨W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।
উদাহরণ:
☞Write (রাইট) – লেখা।
☞Wrong (রং) – ভুল।
☞Who (হু) – কে।

☞Wrestling (রেস্টলিং) – কুস্তি।

Wrap (র্যা প) – মোড়ানো।
Whale (হোয়েল) – নীল তিমি।

X, Y, Z

[আরও কিছু] উচ্চারণের Rules : যুক্ত ওয়ার্ডের বেলায়

➤Rule-8 ⇨ Consonant + I A + Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।
উদাহরণ:
☞Dialogue (ডায়ালগ) – কথোপকথন।
☞Diamond (ডায়ামন্ড) – হীরক।
☞Liar (লায়ার) – মিথ্যাবাদী।
☞Liability (লাইয়াবিলিটি) – দায়।
➤Rule-13 ⇨“I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়।
উদাহরণ:
☞Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ।
☞Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা।
☞Biography (বাইয়োগ্রাফি) – জীবনী।
☞Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।
➤Rule-14 ⇨Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় “এই” বা “এয়্যা” হয়।
উদাহরণ:
☞Rail (রেইল) – রেলের লাইন।
☞Nail (নেইল) – পেরেক
☞Straight (স্ট্রেইট) – সোজা।
➤Rule-15 ⇨ O + consonant + U + consonant + A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Document (ডকিউমেন্ট) – দলিল।
☞Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা
দ্বারা পাওয়া।
➤Rule-16 ⇨I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ “আয়্যা” হয়।
উদাহরণ:
☞Dire (ডায়্যার) – ভয়ংকর।
☞Mire (মায়্যার) – কাদা।
☞Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।
➤Rule-17 ⇨U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ “ই” এর মত হয়।
উদাহরণ:
☞Guilty (গিল্টি) – দোষী।
☞Guilt (গিল্ট) – দোষ।
☞Build (বিল্ড) – নির্মাণ করা।
➤Rule-18 ⇨E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হবে।
☞Dear (ডিয়্যার) – প্রিয়।
☞Fear (ফিয়্যার) – ভয়।
☞Bear (বিয়্যার) – বহন করা।
➤Rule-19 ⇨EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে।
উদাহরণ:
☞Heart (হার্ট) – হৃদয়।
☞Earth (আর্থ) – পৃথিবী।
☞Earn (আর্ন) – আয় করা।
➤Rule-20 ⇨Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।
☞Feather (ফেদার) – পালক।
☞Tread (ট্রেড) – পদদলিত করা।
☞Leader (লিডার) – সর্দার।
➤Rule-21 ⇨শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ “ইঅ্যা” হবে।
উদাহরণ:
☞Peer (পিয়্যার) – সমকক্ষ।
☞Steer (স্টিয়্যার) – হাল ধরা।
☞Deer (ডিয়্যার) – হরিণ।
➤Rule-24 ⇨ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় “চ”।
উদাহরণ:
☞Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল।
☞Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা।
☞Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।
➤Rule-25 ⇨শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে “অ্য”।
উদাহরণ:
☞Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ।
☞Boar (বোর) – শূকর।
☞Boat (বোট) – নৌকা।
☞Road (রোড) – রাস্তা।
➤Rule-27 ⇨শব্দস্থিত OE এর উচ্চারণ হয় “ঈ”।
উদাহরণ
☞Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি বিশেষ।
☞Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী প্রাণী।
➤Rule-28 ⇨Consonant এরপর OI এর উচ্চারণ হয় “অই”।
উদাহরণ:
☞Coin (কইন) – মুদ্রা।
☞Foil (ফইল) – পাত।
☞Join (জইন) – যোগদান করা।
➤Rule-30 ⇨UI+ consonant+ A/E/O এভাবে word গঠিত হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজি “আই” এর মত।
উদাহরণ:
☞Guide (গাইড) – পথ প্রদর্শক।
☞Guile (গাইল) – ছলনা, ফাঁকি।
☞Misguidance (মিসগাইড্যান্স) – বিপথগামীতা।
➤Rule-31 ⇨শব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant এভাবে ব্যবহৃত হলে E এর উচ্চারণ সাধারণত “এ” বা “ই” হয়।
উদাহরণ:
☞Rent (রেন্ট) – ভাড়া।
☞Comet (কমিট) – ধূমকেতু।
☞Comment (কমেন্ট) – মন্তব্য।
➤Rule-32 ⇨EE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়।
উদাহরণ:
☞Need (নীড) – প্রয়োজন।
☞Feel (ফীল) – অনুভব করা।
☞Steel (স্টীল) – ইস্পাত।
☞Meek (মীক) – বিনম্র
➤Rule-33 ⇨R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ হবে “চ”।
উদাহরণ:
☞Approach (অ্যাপ্রোচ) – অভিগমন।
☞Branch (ব্রাঞ্চ) – শাখা।
☞Crunch (ক্র্যাঞ্চ) – গুড়ানো।
➤Rule- 34 ⇨C এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ “স” হবে।
উদাহরণ:
☞Center (সেন্টার) – কেন্দ্র।
☞Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড় ।
☞Cell (সেল) – কোষ।
☞Circle (সার্কেল) – বৃত্ত।
➤Rule- 35 ⇨Y সাধারণত One-syllable এর শব্দে Y, (আই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Fly (ফ্লাই) – উড়া।
☞Shy (শাই) – লজ্জা।
☞Buy (বাই) – ক্রয় করা।
☞Toy (টই) – খেলনা।
☞Joy (জয়) – আনন্দ।
➤⇨Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত হয়। উদাহরণ
☞City (সিটি) – শহর।
☞Funny (ফানি) – আনন্দ করা।
☞Happy (হ্যাপি) – খুশি।
☞Policy (পলিসি) – নীতিমালা।
➤Rule-37 ⇨ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় “ফ” অথবা কখনো তা অনুচ্চারিত থাকে । কিন্তু এরপর T, N বা M থাকলে gh উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Tough (টাফ) – কঠিন।
☞Enough (ইনাফ) – যথেষ্ট।
☞Mighty (মাইটি) – বলশালী।
☞High (হাই) – উচ্চ।
➤Rule-38
⇨IGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা “আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Dight (ডাইট) – সাজানো।
☞Fight (ফাইট) – লড়াই।
☞Tight (টাইট) – টানটান।
➤Rule-40 ⇨শব্দের শেষে que এর উচ্চারণ “ক”।
উদাহরণ:
☞Cheque (চেক) – কিস্তি, হুন্ডি।
☞Baroque (ব্যারক) – বলিষ্ঠ।
☞Clique (ক্লীক) – ক্ষুদ্রদল।
➤Rule-42 ⇨KN বা GN এর আগে vowel থাকলে K ও G উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয়
☞Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা
☞Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি।
➤Rule- 43 ⇨কোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ হবে “ক”।
উদাহরণ:
☞Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা।
☞According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।
☞Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।
➤Rule- 44 ⇨কোন শব্দে U এরপর consonant+ vowel+….. থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” হয়।
উদাহরণ:
☞Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক।
☞Tube (টিউব) – নল।
☞Duteous (ডিউটিয়াস) – অনুগত , বাধ্য।
➤Rule- 45 ⇨কোন শব্দে U এর পূর্বে consonant+ R/L+…… থাকলে U এর উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Blue (ব্লু) – নীল।
☞Glue (গ্লু) – শিরিসের আঠা।
☞True (ট্রু) – সত্য।
➤Rule- 46 ⇨কোন শব্দে U+E এর পূর্বে consonant + R বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।
☞Hue (হিউ) – রং।
☞Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।
➤Rule-47 ⇨কোন শব্দে U এর পূর্বে R বা L একক ভাবে থাকলে তার পরে E বা consonant+ E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Nude (নুড) – নগ্ন, ন্যাংটা।
☞Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ।
☞Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।
➤Rule- 48 ⇨U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মত হয়।
উদাহরণ:
☞Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক।
☞Number (নাম্বার) – সংখ্যা।
☞Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।
☞Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।
➤Rule- 49 ⇨LM এর আগে কোন vowel অর্থাৎ “ই”, “ঈ” বা “এ” ধ্বনি থাকলে L উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Film (ফিল্ম) – চলচ্চিত্র।
☞Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ।
☞Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।
➤Rule- 50 ⇨UI+ consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ “ইউই” বা “উই” হয়।
উদাহরণ:
☞Perpetuity (প্যারপিচিউইটি) –
চিরস্থায়ীত্ব।
☞Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।
☞Liquidity (লিকুইডিটি)

Homonyms~ Commonly confused words in English ~

ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ ও কিছু গুরুত্বপূর্ণ রুলস-

01
01

ইংরেজি Vowel(পাঁচটি) এর বাংলা উচ্চারণ- A, E, I, O, U

02
02
03
03
04
04
05
05
06
06
07a
07a
08
08
09
09
10
10
11
11
12
12
13
13
14
14
15
15
16
16
17
17
18
18
19
19
20
20
21
21
22
22
23
23
24
24
25
25
26
26
27
27
28
28
29
29
30
30
31
31
32
32
33
33
34
34

ইংরেজি শব্দের কিছু উচ্চারণ বিধি-

.
⭕ কোন শব্দের মধ্যে “T” এর পর U হলে “T” এর উচ্চারণ “চ” হবে। যেমন:- Future (ফিউচার), Century (সেনচুরী), Mixture, Fixture.
⭕ কোন শব্দে “D” এর পর G হলে “D” এর উচ্চারণ হয় না। যেমন:- Knowledge (নলেজ), Judge(জাজ), Bridge, Coleridge.
⭕ K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge (নলেজ)।
⭕ G এর পর Vowel থাকলে G এর উচ্চারণ “গ” হয়। যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide (গাইড), Give, Get, Gift।
⭕ S এর পর H হলে S এর সর্বদা “শ” হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.(সাধারণত word এর শেষে)
⭕ W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না। যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh-question এর সব।
⭕ T এর পর io হলে “T” এর উচ্চারণ “শ” হয়। যেমন National (ন্যাশনাল)।
⭕ i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় “ফ” এর মত হবে। যেমন:- Eight (এইট), Right (রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।
⭕ ng একত্রে হলে ং”এর উচ্চারণ হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ)।
⭕ শব্দের শেষে e থাকলে “e” এর উচ্চারণ হয় না। যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।
কখন ‘দি’ আর কখন ‘দ্যা’ উচ্চারণ হবে?
সূত্র: দাদির CV
শব্দটি consonant দ্বারা শুরু হলে হলে উচ্চারণ ‘দ্যা’ হয়।
শব্দটি vowel দ্বারা শুরু হলে উচ্চারণ ‘দি’ হয়।
.
⭕ যখন কোন শব্দে gm বা gn থাকলে G এর উচ্চারণ Silent হয়। অর্থাৎ, G এর পরেই যদি “n”/ ‘m’ থাকে তবে G silent থাকে। Example:
1.Sign (সাইন) – চিহ্ন।
2.Campaign (ক্যামপেন) – প্রচার।
3.Reign (রেইন) – শাসন।
4.Design (ডিজাইন) – নকশা।
5.Resign (রিজাইন) – পদত্যাগ।
⭕ C-এর উচ্চারণ কখন ‘ক’ আর কখন ‘স’ হবে ?
.
Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে তার উচ্চারণ ‘ক’ হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:-
Can (v, ক্যান্) – পারা।
Class (n, ক্লাস্) – শ্রেণি।
Colour (n, কালার্) – রং।
Cup (n, কাপ্) – পেয়ালা।
Crime (n, ক্রাইম্) – দুর্নীতি।
(i & e ব্যাতিত যেকোন vowel যদি C পরে বসে তবে উচ্চারণ ‘ক’ হবে।)
.
Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ ‘স’ হবে। দেখে নিই কিছু সহজ উদাহরণ:-
Center (n, সেন্টার্) – কেন্দ্র।
Ceiling (n, সিলিং) – ভেতরের দিকের ছাদ।
Cinema (n, সিনেমা) – প্রেক্ষাগৃহ।
Cyclist (n, সাইক্লিস্ট্) – সাইকেল চালক
.
Rule (3): C এর পরে যদি ‘h’ থাকে তবে উচ্চারণ ‘চ’ এর মতো হবে। যেমন- Cheese -চিজ।
.
★ ধন্যবাদ জানাতে T=(Thanks) লিখে কমেন্ট করুন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে উৎসাহ পাই।আর পরবর্তীতে পড়ার জন্য শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।।

 

#English_11_Informal_Abbreviations:

1.Wanna=want to
2.Gonna=going to
3.Gimme=give me
4.Gotta=got to
5.Hasta=has to
6.Hafta=have to
7.Outta=out of
8.Lemme=let me
9.Doncha=don’t you
10.Dunno=don’t know
11.Kinda=kind of

বৃটিশ ও আমেরিকানদের ইংরেজির কিছু পার্থক্য

ইংরেজী নিয়ে ৪২ টি মজার এবং বিস্ময়কর তথ্যঃ

.
1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification
.
2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
.
3. ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
.
4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
.
5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
.
6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
.
7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
.
8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
.
9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
.
10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
.
11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
.
12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
.
13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
.
14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
.
15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
.
16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
.
17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
.
18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
.
19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
.
20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
.
21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
.
22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
.
23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
.
24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
.
25. It is raining.
.
26. Bristi is reading.
.
27. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।
.
28. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়।
.
29. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে ।
.
30. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed
.
31. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে ।
.
32. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous
.
33. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়।
34. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
.
35. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে।
.
36. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে।
.
37. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein
.
38. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়।
39. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে।
.
40. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে।
.
41. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে।
.
42. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলেও একই উচ্চারণ হয়।
Collected

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *