(পর্ব- ০১) জিরো টু প্রো : এ কমপ্লিট জার্নি অফ ব্লগিং ই-ক্যারিয়ার

হ্যালো কি অবস্থা?
আমাদের আজকের এই Bloging Career: Be a Blogger & Affiliate Marketer কোর্সে সবাইকে স্বাগতম।
এই কোর্সে আমি দেখাবো কিভাবে আস্তে আস্তে নতুন নতুন জিনিস শেখার মাধ্যমে অনলাইন ক্যারিয়ার শুরু করবে, শূন্য থেকে নিজেকে প্রফেশনাল হিসেবে তৈরি করবে ও অনলাইন হতে আয় করা যাবে.
প্রথমে কিছু বিষয় নিয়ে স্পষ্ট ধারণা দিয়ে দিই। অনলাইন হতে তো হাজারো ভাবে আয় করা যায় এটা আমরা সকলেই জানি।

কিন্তু প্রশ্ন হচ্ছেঃ এতসব আয় করার উপায় থাকা সত্ত্বেও আমরা কেন Bloging Career কে বেছে নিলাম?

উত্তরঃ সহজ ভাষায় বলতে গেলে ব্লগিং জিনিসটা হচ্ছে ব্লগ অর্থাৎ ওয়েবসাইট তৈরি করে সেখানে কনটেন্ট/লেখালেখি করে আয় করার একটা উপায়। ব্লগিং করার মাধ্যমে কোন প্যারা ছাড়া নিজের খেয়াল-খুশি মতো সময় কাজ করে আয় করা যায়, যেখানে ফ্রিল্যান্সিং করে রাত জেগে ইনকাম করতে হয় যা অনেক কষ্টসাধ্য ও অনেকের দ্বারা সম্ভব হয়ে উঠে না. এই জন্যই ব্লগিংকে মূলত অনলাইনে ইনকামের উপায় হিসেবে বেছে নেওয়া।
যিনি ব্লগে/ওয়েবসাইটে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট(/লেখা) যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেগুলো পড়ে থাকেন ও মন্তব্য করতে পারেন।
একজন ব্লগারের এক বা একাধিক ওয়েবসাইট থাকতে পারে।

ব্লগিং থেকে কীভাবে টাকা উপার্জন হয়?

  1. ব্লগে বিজ্ঞাপন দিয়েঃ বিভিন্ন প্লাটফর্মের বিজ্ঞাপন থেকে যেমন google adsesne থেকে
  2. amazon অ্যাফিলিয়েট মার্কেটিং করে। 
  3. ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি প্রোডাক্ট sell করে।
  4. সাবস্ক্রিপশনঃ আপনার ব্লগে অ্যাক্টিভ কমিউনিটি থাকে, পাঠকরা যদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হয় সেইক্ষেত্রে দীর্ঘমেয়াদে উপার্জনের জন্য পেইড মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন মডেল হল আপনার মূল্যবান কন্টেন্ট ব্যবহারের অন্যতম উপায়।
  5. অনলাইন কোর্স করিয়ে টাকা উপার্জন করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: আমাদের টার্গেট থাকবে ব্লগে বিজ্ঞাপন দিয়ে ও অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা. এখানে মূলত ওই অনুযায়ী গাইডলাইনগুলো দেয়া হয়েছে.

এই কোর্স করে আপনাকে সফল হতে হলে যে গুণাবলী থাকা লাগবে-

  • একটানা অন্তত তিন চার মাস কাজ করে যেতে হবে
  • একটা প্রজেক্ট সাকসেসফুল না হলে পরবর্তী প্রজেক্ট নিয়ে আবার নতুন করে আগানো ও সফল হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে
  • নতুন নতুন টুকিটাকি আপডেট কাজ শেখার আগ্রহ থাকতে হবে

যেভাবে কাজ করবে- 

  • প্রতিদিন নতুন আর্টিকেল পাবলিশ/ নিয়মিত কনটেন্ট দেওয়া (অনপেজ এসইও মেইনটেইন করে) :- টপিকেল ক্লাস্টারিং করা, ইনফো আর্টিকেল ও money আর্টিকেল ratio ঠিক রাখা
  • পুরাতন আর্টিকেল পিরিওডিকেলি আপডেট/এডিট
  • বেসিক অফ পেজ এসইও কন্টিনিউ করা
  • ওয়েবসাইট warm-up এর মাধ্যমে আপডেট রাখা
  • গুগল আপডেট গুলোতে টিকে থাকার জন্য মাঝেমধ্যে টুকিটাকি ব্যাকলিংক বেজ অফ পেজ এসইও করা (গুগল আপডেট safe থাকার জন্য হাই অথরিটি সাইট থেকে ব্যাকলিংক)
  • পূর্ব পরিকল্পনা অনুসারে ধৈর্য সহকারে লেগে থাকা (সপ্তাহে 8 থেকে 10 ঘন্টা)

এখন আলোচনা করব (পর্ব- ০১) জিরো টু প্রো : এ কমপ্লিট জার্নি অফ ই-ক্যারিয়ার এর-

টপিক: ফান্ডামেন্টাল অফ এ ওয়েবমাস্টার/ডিজিটাল মার্কেটার (course outlines)

বিগেনারদের সুবিধার্থে ব্যাসিক এ টপিকের শুরুতে আরও কিছু ব্যাসিক কথাবার্তা দিয়ে শুরু করি। (তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো, তবে বলব এই পার্টটা স্কিপ করতে পার)
সময়ের পালাক্রমে সভ্যতার পালাবদলে কেনাকাটা, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম অনেকটাই অনলাইন নির্ভর হয়ে গিয়েছে। এজন্য অনলাইনে ক্যারিয়ার দাড় করানোটা একদিকে যেমন সহজ হয়েছে, আরেকদিকে চ্যালেঞ্জিও বটে। তাই অনলাইনে যোগ্য প্রমাণ করার মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠ করতে সঠিক গাইডলাইন এর কোনো বিকল্প নেই। অনেকভাবে অনলাইনে ক্যারিয়ার দাড় করে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। এক্ষেত্রে একজন ওয়েবমাস্টার এর চাহিদা বর্তমানে অনেক বেশিই প্রাধান্য পাচ্ছে। কারণ সে জানে কিভাবে একটা সাইট তৈরি করতে হয়, রেংক করতে ও তা থেকে ইনকাম জেনারেট করতে হয়। এটি করা অনেকভাবেই সম্ভব, সে তাও জানে। আর এসব সম্ভাবনা জানতে ও নিজেকে এগিয়ে নিতে এ সিরিজটি পড়ুন। হয়ত শুনে থাকবেন অমুক ভাই তার ওয়েবসাইট হতে এত ডলার ইনকাম করছে, তমুক ভাই এর এত্ত এত্ত ওয়েবসাইট আছে। আরে তাদের মত আপনিও পারবেন, এজন্য দরকার শুধু লেগে থাকা ও সঠিক গাইডলাইন, ইনশাআল্লাহ ভাল কিছু হবে।

Steps

ডিজিটাল মার্কেটিং এর এ ব্লগিং সেক্টরে একজন ওয়েবমাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কিছু সিস্টেম মেইনট্যান্স করে আগাতে হয়। যা নিম্নরূপ↓

ধাপ ০১: website making

১) ডোমেইন ও হোস্টিং ক্রয় করা ও সেটআপ করা (Domain-Hosting buy & Setup)
২) Website making-design ও others যাবতীয় বিষয় জেনে নেওয়া

ধাপ ০২: Keyword Research with goal/Target set

৩) নিস আইডিয়া/Planing সেট করা + (টার্গেট সেট: এডসেন্স বেজ ওয়েবসাইট বানাবেন নাকি এফিলিয়েট বেজ ওয়েবসাইট বানাবেন তা ঠিক করা)
৪) Keyword Research করা with কম্পিটিটর এনালাইসিস

ধাপ ০৩: Content Create

নিস সাইট আর্টিকেল স্ট্রাকচার তৈরি করা.

০৪) Article Writting & Publishing (কন্টেন্ট আপলোড করা)

ধাপ ০৪: এসইও করা।
০৫) Technical SEO
০৬) On Page SEO
০৭) Off Page SEO

ধাপ ০৫: ফাইনালি ইনকাম জেনারেট ও ওয়েবসাইট সঠিকভাবে পরিচালনা করা।

০৮) Successfully Site growing Performance Managing : ওয়েবসাইট এর পারফরম্যান্স + ভ্যালু তৈরি করা 
০৯) বিভিন্ন মাধ্যমে ইনকাম জেনারেট করা। (adsense-ezoic, affiliate etc)
১০) ব্র্যান্ডিং তৈরি করা

Steps Details – ধাপগুলো বিস্তারিত আলোচনা:

(১) ডোমেইন ও হোস্টিং ক্রয় করাঃ

সাধারণত, একজন ওয়েবমাস্টারের ন্যূনতম একটা ওয়েবসাইট থাকে। একটা ওয়েবসাইট লাইভে আনতে ডোমেইনকে হোস্টিং এর সাথে কানেক্ট করা লাগে।
ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইট এর নাম(যেমন: www . upadateguides . com)।
আর, হোস্টিং হচ্ছে ওয়েবসাইট এর কন্টেন্ট রাখার স্থান অর্থাৎ pic, video, text ইত্যাদি যেখানে সংরক্ষিত হয়, যে জায়গা লাগে সেটা।
যারা সদ্য নতুন অনলাইনে কাজ শুরু করার জন্য নেমেছে, তাদের অনেকের ইনভেস্টমেন্ট এর জন্য তেমন বাজেট থাকে না। এজন্য তারা

যেখান থেকে ডোমেইন ও হোস্টিং কিনবেন:

ডোমেইন: exonhost(সম্ভবত 900) বিকাশে পেমেন্ট করা যায় ।এছাড়াও, itnuthosting, hostever, ebnhost, gotmyhost etc অন্যান্য জায়গা থেকেও কিনতে পারেন।
হোস্টিং: gotmyhost(একদম বিগেনারদের জন্য এদের 252tk ৬ মাসের এর প্যাক আছে), ebnhost(কম দামে খারাফ না), exonhost ও itnut হচ্ছে ভাল দামে বেস্ট সার্ভিস। এসবই ইউজ করেছি তাই বল্লাম।
আর, যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই তারা বাংলাদেশি কোম্পানি ছাড়াও namecheap, godday, epik থেকে ডোমেইন এবং হোস্টিং wpx, siteground, bluehost, hostgator ইত্যাদি থেকে কিনতে পারেন।
ডোমেইন হোস্টিং নিয়ে বিস্তারিত গাইড পেতে হাসিবুল হাসান ভাইয়ের পোস্টটি দেখতে পারেন: https://www.facebook.com/groups/serpkey/permalink/508167210588810/

(২) ওয়েবসাইট ডিজাইন করা ও যাবতীয় বিষয়।

এ পার্টে আমরা আলোচনা করব আপনার wp ওয়েবসাইটে কোন থিমগুলো ব্যবহার করবেন, কি কি প্লাগিন ব্যবহার করবেন এসব খুঁটিনাটি বিষয়গুলো।
wp themes:
একটা নতুন বানানো ওয়েবসাইটে যেসব লাইটওয়েট থিম ইউজ করতে পারেন:
  • Generatepress,
  • Astra,
  • kadense,
  • neve,
  • simple days,
  • Genesis,
  • jannah,
  • jnews ইত্যাদি।
wp plugins:
আর, সেসব প্লাগিন ইউজ করতে পারেন তা এই পোস্ট হতে জানতে পারবেন: (ক্রেডিট: আব্দুল আওয়াল ভাই, serpkey) (source link: https://m.facebook.com/groups/serpkey/permalink/526988182040046/)
আমার সাইট গুলাতে মোটামুটি যেই প্লাগিন গুলা ইউজ করেছি সেগুলার তালিকা দিয়ে দিলাম
১. Advanced Ads – মুলত এড প্লেসমেন্টের জন্য ইউজ করি । সার্চ ভিজিটর ছাড়া অন্য ভিজিটরদের এড শো করানো চাইলে ব্লক করা যায় । এডসেন্স কানেক্ট করে ডিরেক্ট এখান থেকেই এড ইউনিট সিলেক্ট করা যায় ।
২. AdSense In-feed Placement for WordPress – এইটা মুলত এডভান্স এডসের একটা এক্সটেনশন । ফিডে এড দেখানোর জন্য
৩. Advanced Ads – Genesis – জেনেসিসের জন্য এক্সটেনশন । জেনেসিসের যে কোন পজিশনে এড বসানো যায় এই প্লাগিন দিয়ে
৪. Akismet Anti-Spam – এই প্লাগিন নিইয়ে বলার কিছু নাই
৫. Auto Image Attributes From Filename With Bulk Updater – যেহেতু এডসেন্স বেসড আর হিউজ পোষ্ট নিইয়ে কাজ করি তাই ইমেজের টাইটেল , অল্টার ট্যাগ এইগুলা বসাইতে ঝামেলা । এই প্লাগিনটা সেই কাজটাই করে । রেংক ম্যাথে আছে ফাংশনটা কিন্তু কখনো ইউজ করি নি । দেখেছি শুধু পোষ্ট টাইটেল দিয়ে করা যায় । কিন্তু এখানে ফাইলের নাম অনুসারে হয়।
৬. Complete Open Graph – জেনেসিসের অনেক থিমে ওপেন গ্রাফের কোন অপশন নাই । এই প্লাগিনের কাজ হচ্ছে ওপেন গ্রাফ সেটাপ করা
৭. Genesis Simple Hooks – থিমের কাস্টমাইজেশনে বেশ কিছু কোড ইউজ করি । সেটার জন্য এই প্লাগিন ইউজ করা হয়
৮. Genesis Simple Menus – আমার সব পেজে একই ধরনের মেনু থাকে না । যেমন ধরুন বাইক নিইয়ে কাজ করলে ক্যাটাগরি থাকল দুইটা মাউনটেইন বাইক , রোড বাইক। রোড বাইকের পোষ্ট এ মেনু গুলা রোড বাইক রিলেটেড । আর মাউন্টেইন বাইক পোষ্টে মেনু গুলা মাউন্টেইন বাইক রিলেটেড
৯. Genesis Simple Share = নাম শুনেই বুঝতে পারতেছেন কাজ কি । তবে ইদানিং ইউজ করি না
১০. Genesis Simple Sidebars – মেনুর মত আমার প্রতি পেজেও সাইডবার চেঞ্জ হয় । আর এই কাজটা করি সাইডবারের মাধ্যমে ।
১১. Google XML Sitemaps – মুলত সাইটম্যাপ সাবমিশন প্লাগিন
১২. Inline Related Posts – বাল্ক পোষ্টে পোষ্টের মাঝখানে রিলেটেড পোষ্ট দেখানোর জন্য ইউজ করি
১৩. Markup (JSON-LD) structured in schema.org / sSchema & Structured Data for WP & AMP — যে কোন একটা ইউজ করি স্ট্রাকচার্ড ডাটার জন্য । মাল্টি টাইপস এর পোষ্টের সাইটে সেকেন্ডটা ভাল কাজ দেয়
১৪. OneSignal Push Notifications – নামেই তার কাজ বুঝা যাচ্ছে
১৫. Really Simple SSL – মুলত এখন এইচটি এক্সেস দিয়েই করি । যারা এইচ টি এক্সেস নিইয়ে টানা হেচড়া করতে ভয় পান উনারা ইউজ করতে পারেন
১৬. Remove Category URL – যারা ইয়োষ্ট ইউজ করেন উনাদের লাগবে না এইটা । ইয়োষ্টে আছেই এইটা
১৭. Was This Article Helpful? – এইটা মুলত নিচে ইউজার এর ফিডব্যাক দেখায় । এবং ভালই কাজ দেয় আপনি আসলেই বুঝতে পারবেন যে সাইটে কোন আর্তিকেল ইউজার খাচ্ছে না
১৮. WP-Optimize – Clean, Compress, Cache – ডাটাবেস ক্লিনের জন্য ইউজ করি
১৯. Rocket, Fastest Cache, jetpack Booster – যখন যেটা ভাল কাজ দেয়
২০. Redirection/ 301 -redirect
———————
অটোমেশন হেল্প এর জন্য
১. Application Passwords – মুলত ওয়ার্ডপ্রেস রেস্ট এপি আই ইউজ করা জন্য ব্যবহার করি । রেস্ট এপি আই ইউজ না করলে আপনার এইটা লাগবেই না
২. Auto Upload Images – ইউ আর টু ইমেজ এর জন্য ইউজ করি । কোন প্রোডাক্ট বা কিছুর ইমেজ ইউজ করতে গেলে ডিরেক্ট ইউ আর এল দিলে সে নিজেই ডাউনলোড করে নেয়
৩.Bulk Post Update Date – সব পোষ্টের ডেট চেঞ্জ করার জন্য ইউজ করি
৪. Easy Table of Contents – টেবিল অফ কন্টেন্ট প্লাস এর চেয়ে এইটা কেন জানি ভাল লাগে
৫ Force Regenerate Thumbnails – অনেক পোষ্ট সি প্যানেলের জায়গা খায় । এইজন্য ইউজ করি এইটা
৬. Quick Featured Images Pro – মুলত পোষ্টের ফিচার্ড ইমেজ সেট করা ।অল্প স্বল্প পোষ্ট এ লাগে না কিন্তু বাল্ক এমাউন্টের পোষ্টের লাগে
৭. Yoast SEO: News – যখন বাল্ক এমাউন্ট পোষ্ট দেই তখন নিউজ ভাল কাজ দেয় এতে ইন্ডেক্সিং ইন্সটান্ট হয় অনেকটা
আমার একক সাইডে ৩২ টা প্লাগিনও আছে । আবার কোন সাইডে ১০ এর নিচে । দয়া করে সব একসাথে ইন্সটল করতে যাইয়েন না । তাহলে সাইড ভাল স্পীডি হবে । আর ভাল কথা আজকে রাত ১২ থেকে কিন্তু হৈচৈ শুরু ? আম খাইতে না চাইলে আমাকে বিকাশে পাঠাইয়া দিয়েন.
+ এটিও দেখতে পারেন: (https://m.facebook.com/groups/serpkey/permalink/520407879364743/)
Classic editor, rank math, wp rocket, i2 pros and cons, contact form 7, ai to
৪ টা প্লাগিন, GP Premium, WP Show Posts, Weblizar Pin It Button, JM Twitter Cards এইতো।
autoptimize,
প্রথমত একটা সাইট ডিজাইন এর পর আমি যে বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেব তা হল সাইটের ব্যাকাপ ও সিকিউরিটি।
ওয়েবসাইট অটো ব্যাকাপের জন্য updraft প্লাগিন ব্যবহার করুন।
ওয়েবসাইট এর নিরাপত্তা বাড়াতে wordfence প্লাগিন ব্যবহার করুন।
এছাড়াও, জাপানিজ কিওয়ার্ড হ্যাক বিড়ম্বনা ও এ থেকে বাচতে নিচের পোস্টটি দেখুন:
হ্যা, প্রথমত আপনার ওয়েবসাইট ডিজাইন এর ক্ষেত্রে about, Disclaimer, privacy policy, contact পেজগুলো রাখবেন। এক্ষত্রে about পেজটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা ইউনিক রাখবেন। আর, author bio নিয়ে ইনসট্রাকশন পেতে এটি দেখুন: https://www.youtube.com/watch?v=kzxL71lOIdU&t=1942s (Check from 28.30sec to get your Answer! Credit: Abdul Aouwal Vai)
কিছু দরকারি প্লাগিন ও এর ব্যবহার আলোচনা:
অটো ইমেজ এট্রিবিউট: https://www.facebook.com/groups/serpkey/permalink/506801887392009/
ইমেজ লাইসেন্স ক্রিয়েট: https://www.facebook.com/groups/serpkey/permalink/521580609247470/
প্লাগিন ছাড়া টেবিল ক্রিয়েট: https://www.facebook.com/groups/serpkey/permalink/520905252648339/
প্লাগিন ছাড়া pros cons বানান: https://m.facebook.com/groups/serpkey/permalink/525441778861353/
প্লাগিন ছাড়া কোডিং করে সোশাল শেয়ার বাটন বানান: https: // sharingbuttons io
সাইট স্পিড বুস্ট করার প্লাগিন:

৩) টার্গেট সেট + Keyword Research করা

১মত নিশ্চিত হন আপনি কি এডসেন্স বেজ ওয়েবসাইট বানাবেন নাকি এফিলিয়েট বেজ ওয়েবসাইট বানাবেন। এছাড়াও অনেকে ইভেন্ট, ই-কমার্স, নিউজ, কোর্স বেজ সাইটও বানায়।
এডসেন্স বেজ ও এমাজন বেজ সাইটের পার্থক্য কোথায় তা জানতে এ পোস্টটি দেখুন: https://www.facebook.com/groups/serpkey/permalink/502850877787110/
টার্গেট সেট এর এই পার্টের মুল বিষয় হচ্ছে আপনি কি নিশ বা টপিক নিয়ে সাইট বানাতে চান তা সিউর হয়ে কিওয়ার্ড রিসার্চে নেমে পড়া।
গ্রুপের ভাইয়ারা কে কিভাবে নিশ সিলেক্ট করে তা জানতে এই পোস্ট দেখুন: https://www.facebook.com/groups/serpkey/permalink/524230638982467/
এক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ এর জন্য যেসব টুলস ব্যবহার করতে পারেন:
পেইড গুলোর মধ্যে Ahref, semrush etc (আমি bdseo এর ৩৫০টা ইউজ করি)
আর ফ্রিতে keyword surfur/WMS everywhere/ubersuggest chrome extention গুলো বেশ কাজ দেয়। এ নিয়ে নেক্সটটাইম আশাকরি বিস্তারিত লিখা পাবেন।
জিরো সার্চ ভলিয়ম কিওয়ার্ড পিক করে সফলতা লাভের জন্য তাপস দাদার পোস্টটি দেখতে পারেন:
দাদার এই জিরো কিওয়ার্ড পিকের ভ্যালু বুঝতে এর সফল উদাহরণ দিয়েছেন মেহের নিগার আপু। উনার পোস্টটি দেখতে পারেন:
এছাড়াও, আমাজন কিওয়ার্ড রিসার্চ নিয়ে উনার বাকি ৩টা পোস্ট দেখে আসতে পারেন।
important links:

৪) কন্টেন্ট আপলোড করা।

আর, কন্টেন্ট আপলোড বলতে আর্টিকেল রাইটিংকে বুঝাইছি। ইংরেজিতে ভাল পারদর্শিতা থাকলে আপনি নিজেই আর্টিকেল লিখতে পারেন।
আর বাজেট থাকলে রাইটার হায়ার করতে পারেন।
রাইটার হায়ার করলে তাকে কিভাবে গাইড দেবেন তা জানতে হাসিবুল হাসান ভাইয়ের পোস্টটর লাস্টের গাইডগুলো ফলো করেন: https://www.facebook.com/groups/serpkey/permalink/518133632925501/
আর যদি নিজে মোটামুটি মানের ইংরেজি জানের ও এডিট করার ধৈর্য থাকে তবে কিছু টুলসের সাহায্য নিতে পারেন-
Ai tools (conversation ai, nichess etc)
surfer seo type tools
Article Re-write tools (article forge etc)
আর যারা ইংরেজি কাচা তাদের হতাশ করব। তাদের বলব, উপরের টুলসগুলো ও google translate+gramarly দিয়ে কিছু নিশ এর অন্তত কিছু টপিক হলেও লিখতে সহায়তা পাবেন। এক্ষেত্রে ম্যানুয়ালি সব আপনাকেই করতে হবে। আর হ্যা, চেষ্টা করলে আপনিও একদিন ইনশাআল্লাহ ভাল কিছু করলে পারবেন। so, চর্চার মাধ্যমে শিখতে থাকুন, হাল ছাড়বেন না। এক্ষেত্রে এ পোস্টটি আপনাকে সাহায্য করবে: https://www.facebook.com/groups/serpkey/permalink/527720765300121/

৪) (এসইও) ওয়েবসাইট এর ভ্যালু বাড়ানো/ক্রিয়েট করা।

গুগলের চোখে ওয়েবসাইটের ভ্যালু বাড়াতে, ভিজিটর পেতে এসইও করতে হবে। ওয়েবসাইট এর ভ্যালু ক্রিয়েট করার জন্য প্রথমত আপনার ওয়েবসাইট এর E.A.T অর্জন করে নিতে হবে। E.A.T নিয়ে জানার পাশাপাশি TRAP নিয়েও জানা জরুরি। trap নিয়ে জানুন: https://www.facebook.com/groups/serpkey/permalink/522983552440509/
মোটকথা ওয়েবসাইট এর ভ্যালু ক্রিয়েট করার জন্য অথোরিটি বাড়াতে হবে। আর হ্যা,
এ পার্টটা মেইনলি এসইও এর কারসাজি এবং একজন ওয়েবমাস্টার হিসেবে এর মাধ্যমেই আপনার এক্সপার্টাইজ প্রকাশ পাবে।
একটা নতুন সাইটের ভ্যালু ক্রিয়েট করতে যা করতে পারেন তার আইডিয়া পেতে এ পোস্টটি দেখুন: https://www.facebook.com/groups/serpkey/permalink/504176987654499/
এসইও ৩ ধরনের:
  • টেকনিকাল এসইও
  • অন পেজ এসইও
  • অফ পেজ এসইও

টেকনিকাল এসইও

  • 404 error,
  • Webmaster issue,
  • Coverage Issue,
  • Structure data issue,
  • Mobile friendly issue,
  • UI UX issues,
  • Loading speed issue,
  • Index issue
# টেকনিকাল এসইও এর জন্য আব্দুল আওয়াল ভাইয়ের নিচের পোস্টগুলো ফলো করতে পারেন।
টেকনিক্যাল এসইও এর ভুমিকা পার্ট ০.১: https://www.facebook.com/groups/serpkey/permalink/503976647674533/
টেকনিকাল এসইও পার্ট ০.৩: https://www.facebook.com/groups/serpkey/permalink/505061627566035/
টেকনিকাল এসইও পার্ট ১: https://www.facebook.com/groups/serpkey/permalink/507673517304846/
টেকনিকাল এসইও পার্ট ২:
টেকনিকাল এসইও পার্ট ৩:
ইন্টারনাল লিংক কিভাবে করতে হয় এ নিয়ে হাসিবুল হাসান ভাইয়ের পোস্টটি দেখতে পারেন:- https://www.facebook.com/groups/serpkey/permalink/525713832167481/
ইন্টারনাল লিংক নিয়ে আরও একটা ছোট্ট টিপস:
যারা নিজেদের ওয়েবসাইট এর স্পিড নিয়ে শংকিত তারা নিচের পোস্টগুলো ফলো করেন:
স্পিড নিয়ে চিন্তাভাবনা: https://www.facebook.com/groups/serpkey/permalink/502207627851435/
যেভাবে স্পিড ঠিক রাখবেন: https://www.facebook.com/groups/serpkey/permalink/499603124778552/
যেভাবে core vital web ঠিক করবেন নমুনা:
স্পিড বাড়াতে গিয়ে যখন সাইটের থিম চেঞ্জ করতেছেন তখন কি কি প্রভাব পড়তে পারে তা জানুন: https://www.facebook.com/groups/serpkey/permalink/503312474407617/
ফাস্ট স্পিড ওয়েবসাইট বানাতে আপনাকে fcp মেইনট্যান্স করতে হবে। fcp কি তা নিয়ে আরও বিস্তারিত জানতে মেহের নিগার আপুর নিচের পোস্ট দেখুন:

অন পেজ এসইও

# অন পেজ এসইও নিয়ে জানতে হাসিবুল হাসান ভাইয়ের পোস্টটি দেখতে পারেন:

অফ পেজ এসইও

# অফ পেজ এসইও নিয়ে আগামীতে পোস্ট পেলে এখানে যুক্ত করা হবে।
আরও কিছু গুরুত্বপূর্ণ মিনি টিপস দেখুন:
vpn ইউজ না করে usa base google সার্চ করার নিয়ম: https://m.facebook.com/groups/serpkey/permalink/507697947302403/
ব্যাসিক ব্যাকলিঙ্ক:
  • High DA Profile Backlinks
  • Forum Profile Backlink
  • High-Quality Bookmark Backlink
  • Image Share Backlinks
  • Infographic Backlinks
  • High-Quality Doc Share
  • Article Submission Backlink
  • Audio Submission Backlink
  • Video Submission Backlink
  • Web 2.0 Backlink
  • Expired Web 2.0 Backlinks
  • Citation Backlinks
  • Business Listing Backlinks
  • Directory Listing Backlinks

ব্যাকলিঙ্কের রিসোর্স: link

strong ব্যাকলিঙ্ক:
ধাপ ০৫:

৫) ফাইনালি ইনকাম জেনারেট ও ওয়েবসাইট সঠিকভাবে পরিচালনা করা।

এ পার্টে ১মত আমরা আলোচনা করব কিভাবে একটা ওয়েবসাইট হতে ইনকাম জেনারেট করতে হয়। অনেকভাবেই একটা ওয়েবসাইট হতে ইনকাম জেনারেট সম্ভব। যেমন: adsense base সাইট হলে বিজ্ঞাপন হতে। আর এফিলিয়েট বেজ ওয়েবসাইট হলে প্রোডাক্ট সেল এর কমিশন হতে। এ নিয়ে বিস্তারিত কিছুদিনের মধ্যে জানতে পারবেন।
এডসেন্স নিয়ে আমার স্টুডেন্ট Ahmed Didar ১টি পোস্ট দিয়েছে তা দেখতে পারেন:
এছাড়াও, এডসেন্সকে সঠিকভাবে পরিচালনায় এডসেন্স ব্লক ঠেকাতে হবে. এজন্য এডসেন্স এ ব্যাড বট বা স্পাম ট্রাফিক ঠেকাতে যা করবেন:

কেস স্ট্যাডি: সফলতা গল্প ও ব্যর্থতার গল্প

সবশেষে, কিছু কেস স্ট্যাডির লিংক দিচ্ছি। এসব কেস স্ট্যাডি দ্বারা একজন ওয়েবমাস্টারের সফলতার গল্প ও ব্যর্থতার গল্পগুলো জানতে পারবেন:
[বি:দ্র: আমি এক্সপার্ট না, ১ম পোস্ট হিসেবে ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গ্রুপে সিনিয়ররা অনেক অবদান রেখেছেন, সে লিংকগুলোর সিকুয়েন্স দেয়ার চেষ্টার ফসল এ পোস্ট। পোস্টটি আপডেট করা হবে। পোস্ট পিক: collected form google. Post last updated: 26 April, 2021 ]

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *