বিসিএস ক্যাডার হলে আপনি দেশের জন্য সবার আগে কি করবেন? সবাই এক/দুই লাইন বলে যান। এই টাইপের প্রশ্ন ভাইভাতে হয়ে থাকে…
বিসিএস ক্যাডার হলে আপনি দেশের জন্য সবার আগে কি করবেন? সবাই এক/দুই লাইন বলে যান।
এই টাইপের প্রশ্ন ভাইভাতে হয়ে থাকে…
একজন ক্যডার কোন স্বাধীন সত্ত্বা না যে, সে তার মনমতো কিছু করতে পারবে। আমি একজন জনগণের সেবক মাত্র! সরকারের সকল নীতিগত সিদ্ধান্তগুলো অর্থাৎ আমার উপর অর্পিত দায়িত্বগুলো বাস্তবায়নের চেষ্টা করবো এবং জনগণের কোন চাহিদা থাকলে তা আমি আমার সিনিয়র কর্মকর্তার মাধ্যমে সরকার পর্যন্ত পৌছানোর ব্যাপারে সচেষ্ট থাকবো।
আমি তিনটি কাজ করব।
১) প্রথমে নিজেকে সৎ রাখব। মানে public interest কে প্রাধান্য দিব
২) আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করব
৩) দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াব।
যে সেক্টরে যাব সে সেক্টরের এমন ভালো কিছু করব যেন সবাই মনে রাখে। মৃত্যুর পরেও যেন অমর হতে পারি সে চিন্তা রেখে দায়িত্ব পালন করব।