030 Part_of_speech (+Prefix & Suffix, Determiner[article, number])

Noun & Determiner – link

NOUN:

A noun is the name of a person, place, thing , quality , condition, position or attitude.

• Whatever is Visible is a noun* (Close your eyes, Open them.)
• Only ‘Abstract Noun’ can not be seen, touched, heard, smell or tasted.

1. PROPER NOUN: A proper noun is the name of some particular person, place or thing.
e.g. Ram, delhi, Mohan, Sudha, Calcutta.
2. COMMON NOUN: A commoun noun is the same given to evey common person, place or thing of the same class.
eg: Boy, girl, chain, city , river, table, chair etc.
-3. ABSTRACT NOUN : An abstract noun is the name of a quality , state de action.
erg: Kindness, childhood, honesty, kisdom, happiness etc.
4. COLLECTIVE NOUN: A collective noun is the name of a numbes of things or persons that are taken togethers as a whote.
eg: class, crowd, society , army , team, bouquet etc.
“5. MATERIAL NOUN : A material noun is the name of matter or substance of which things we made.

#

Noun, Adjective, Verb & Adverb চেনার উপায়।

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দ(word)কে Part of Speech বলে।
* বাক্যে ব্যবহার ছাড়া সঠিকভাবে বলা যায় না যে এটি কোন part of speech. কারণ একটা শব্দ(word) কখনো noun, আবার কখনো verb ইত্যাদি হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন-
gerund[verb+ing] (যেমন- go) শব্দটি কখনো verb(going), আবার noun(going) হিসেবে ব্যবহৃত হয়।

NOUN:::

Noun চেনার টেকনিক[গল্পের মাধ্যমে]:-
Ship এ উঠে তার বন্ধুকে বলেছে sion/tion(শোন) Dom দের ment,or(মেন্টর) er (এর) sing-–ing (সিংগিং) এর ty, al° (টা–য়াল) চলছে।
Child-–hood ness age থেকে যা হয় নি, এখন তা কিভাবে সম্ভব?
na-–nce(ন্যান্সি) th(তো) ure(উরে)y গেল।

শব্দের শেষে নিম্নোক্ত suffix যুক্ত হয়ে noun গঠন করে:-
ship: ownership, friendship, citizenship, membership, partnership, Leadership ইত্যাদি।
tion/sion: attention, motion, position, fraction ইত্যাদি।
dom: Freedom, kingdom, wisdom ইত্যাদি।
ment: management, movement, government, Agreement, moment ইত্যাদি।
or: actor
er: builder, voter, foreigner ইত্যাদি।
ing: playing, Filling ইত্যাদি।
ty: cruelty
al: disposal
hood: childhood, brotherhood ইত্যাদি।
ness: happiness, kindness, quickness ইত্যাদি।
age: drainage, Orphanage, marriage ইত্যাদি।
আবার,
nce : attendance
th : grouth
ure : pleasure
y(gy, phy, my, cy, ry)
বি:দ্র: এছাড়াও ous/ose, an, ian, ant, ary, cide, ist, ity, ice, let, line, ock, tude ইত্যাদি শব্দের শেষে যুক্ত হয়ে noun গঠিত হয়।
• Gerund একই সাথে noun বা verb এর কাজ করে। যেমন:- Please stop writing. (writing টা এখানে noun)
• Determiners এর পরে সাধারণত noun বসে। যেমন- Some boys are coming here. (boys টা এখানে noun)
• Adjective এর আগে (noun স্থলে) the বসলে তা noun হিসেবে গন্য হবে। যেমন- The rich are not always happy. (The rich টা এখানে noun)

ADJECTIVE:::
Adjective চেনার টেকনিক[গল্পের মাধ্যমে]:-
Breakable childish মানুষ দিয়ে Musical কাজ হয় না। যারা Elizabethan পিরিয়ডের, তারা ছিল legendary, golden, intelligent, tanented, Beautiful. এরকম কিছু active মানুষ পেলে কিছু historic awesome কাজ করা যেতো, যা দিয়ে অন্যরা jealous হতো তাদের fearless দেখে।

এখানে, শব্দের শেষে নিম্নোক্ত suffix যুক্ত হয়ে Adjective গঠন করে:-
able,ible : [Breakable], admirable, visible, horrible ইত্যাদি।
ish: childish, turkish ইত্যাদি।
al : [Musical], intellectual, Magical, historical, legal, national ইত্যাদি।
an : [Elizabethan], American ইত্যাদি।
ary : [legendary], necessary, documentary ইত্যাদি।
en : [golden], wooden ইত্যাদি।
ent : [intelligent], confident, different ইত্যাদি।
ed : tanented, learned ইত্যাদি।
ful : [Beautiful], hopeful ইত্যাদি।
ive : [active], Attractive, Competitive, attentive ইত্যাদি।
ic : historic, realistic ইত্যাদি।
some : [awesome] ইত্যাদি।
ous, ose : jealous ইত্যাদি।
less: fearless, helpless ইত্যাদি।
আর,
• noun + ly = adjective; যেমন- friendly, manly, heavenly, fatherly ইত্যাদি।
• be verb এর পর সরাসরি adjective আসে।

ate:
fortunate → Adjective
@ → verb

al:
Magical→Adjective (Noun + al)
disposal→ Noun (verb + al)

এছাড়াও,
ar, id, ile, line, sque ইত্যাদি।

Verb:::
শব্দের শেষে নিম্নোক্ত suffix যুক্ত হয়ে verb গঠন করে:-
ify→
ate →
ise [British Eng]→Symbolise, Economise ইত্যাদি।
ize [American Eng]→globalize, industrialize ইত্যাদি।
ish→
esce→
en→shorten, harden, soften ইত্যাদি।
er→glitter ইত্যাদি।

একই suffix দুটো থাকলে তাকে dangling Suffix বলে। তখন তা অর্থ অনুসারে find out করতে হয়। যেমন-
er:
glitter → verb
writter → Noun

en :
shorten→ verb
golden→ adjective

ate:
fortunate→adjective
→verb

ADVERB:::
Adverb চেনার উপায় উপায়:
verb কে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা-ই adverb. অথবা,
verb কে modifiy করে Adverb.

Adverb করার নিয়ম:
noun + ly = adjective
আর, adjective + ly = Adverb
যেমন- Nicely, Beautifully ইত্যাদি।
শব্দের শেষে নিম্নোক্ত suffix যুক্ত হয়ে verb গঠন করে:-
ly, wise, ways, ward

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তাইতো, বিভিন্ন জায়গা থেকে অনেকদিনের শেখনফল এই বই।
সহজে এত্তগুলো টেকনিক পেয়েও বইটি অবহেলা করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা।

 

link – here

শব্দে Noun, Adjective, Verb & Adverb চিনতে সমস্যা হয় যাদের তাদের জন্য কিছু টিপস দেয়া হল। আশা করি কাজে লাগবে।
Noun : শব্দের শেষে নিম্নলিখিত Suffix
গুলো থেকে Noun চেনা যায় :→
(-tion, -sion,ment, –ness, –hood, –dom, –ship, –th, -ity, -gy, -phy, -my, -cy,, -ure, -tude, -mony, -nce, –
age, –er, –or,, -ist, -ee, -ism).
.
Adjective : শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Adjective চেনা যায় :→
(-ble, –ish, –less, –ary, –ry, –ive, –ful, -ar, –al, –ate, –ic, -sque, -id, -ile, -line, -ous/ose, –lent, –an).
Verb : শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Verb চেনা যায়:→ (-ate, -en, -fy, -esce, -ise, -ize, -ish).
Adverb : শব্দের শেষে নিম্নলিখিত Suffix গুলো থেকে Adverb চেনা যায়:→
(-wise, -ways, -ly, -ward)
আজব ব্যাপার-
Noun + ly হলে adjective গঠিত হয়। যেমন: Heavenly, fatherly etc.

Adjective + ly হলে adverb গঠিত হয়। যেমন: Nicely, beautifully etc.

#

Uncountable Noun মনে রাখার কৌশলঃ

রন্টি একটা দুষ্ট ছেলে। লেখাপড়ায় সে একেবারে অমনোযোগী। তার টিচার তাকে homework হিসেবে alphabet, vocabulary, mathematics নিয়ে research করতে দিয়েছিল, এতে তার knowledge বাড়বে।
সে টিচারের কথা না শুনে poetry হাতে নিয়ে তার গার্লফ্রেন্ড চুমকিকে ভেবে scenery কল্পনা করে fun উপভোগ করছিল এবং এভাবে leisure কাটাচ্ছিল।
তার বাবা anger হয়ে হয়ে ঘরের equipment, machinery, furniture, luggage, baggage, damage করে garbage এ ফেলে দিলেন। এমনকি তিনি তাকে rice খেতে নিষেধ করলেন।
রন্টির হাতে কোন money ছিল না। কারণ তার হাতে ছিলনা কোন work বা business; সে কোন income বা salary পেত না। তার ক্ষুধা পেলে milk এর সাথে sugar মিশিয়ে bread খেল। এরপর music শুনতে শুনতে soap দিয়ে গোসল করলো।
তারপর তার মায়ের অালমারী থেকে jewellery চুরি করে চুমকিকে mail এর মাধ্যমে news বা information পাঠালো দুজনে পালিয়ে যাবে। এ ব্যাপারে সে কোন permission বা advice নেয়নি।
রন্টি নিজের progress, religion বা wages (পরিণতি)- এর কথা না ভেবে যথাসময়ে পালানোর জন্য বের হলো। কিন্তু বাহিরের wind, weather ভালো না হওয়ায় thunders and lightening হতে লাগলো। এই ভয়ে চুমকি অাসতে পারেনি।
চুমকি না অাসায় রন্টি হতাশ হয়ে space (মহাশূন্য) এর দিকে তাকিয়ে নিজের hair টানতে থাকলো।
উপরের গল্পটির মাঝে ইংরেজি শব্দগুলো সব Uncountable Noun.
(এটি Sentence Correction বইয়ের একটি নিয়ম। বইটি পেতে WhatsApp 01921- 18 11 18 এ যোগাযোগ করুন)

Prefix & Suffix

Prefix (উপসর্গ): যে Letter বা Letter সমষ্টি কোন Word এর পূর্বে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে, তাকে Prefix বলে।
কোন ওয়ার্ড-এর সাথে যুক্ত না হলে, শুধু Prefix এর কোন পূর্ন অর্থ নেই। যেমন: Un, dis, mis, in ইত্যাদি।
Prefix + Word = New Word/Changed Word .
un + necessary = Unnecessary
dis + favour = Disfavour
mis + take = Mistake
in +correct = Incorrect.
Suffix (প্রত্যয়): যে Letter বা Letter সমষ্টি কোন Word এর শেষে বা অন্তে যুক্ত হয়ে উহার কতকটা পরিবর্তন সাধন করে, তাকে Suffix বলে।
Prefix-এর মত Suffix-এর ও নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু, এরা উভয়েই Word-কে ভিন্ন মাএা প্রদান করে।
Word + Suffix = New Word/Changed Word
rapid + ly = rapidly
kind + ness = kindness
examine + tion = examination
care + ful = careful
Prefix বা Suffix কোনটিরই নিজস্ব কোন শাব্দিক অর্থ নেই। উহারা কেবল অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ঐ শব্দে পরিবর্তন ঘটায়।
Prefix মূল শব্দে পূর্বে এবং Suffix মুল শব্দের পরে যুক্ত হয়। Prefix বা Suffix যুক্ত করে একই শব্দকে বিভিন্নভাবে পরিবর্তন করে বিভিন্ন বাক্যে বিভিন্ন Part of Speech রূপে ব্যবহার করা যায়।
Prefix + Root Word + Suffix
She is beauty 👎 , She is a beautiful
(adj) girl, This tree beautifies(v) the house. ইত্যাদি।
ইংরেজি ভাষায় যে সমস্ত suffix এবং prefix বেশী ব্যবহৃত হয়, তার মধ্যে al, ance, be, dis, ee, er, ful, ic, il/in/im/ir, ing, ish, less, ly, ment, ness, ous, pre, s/es, ship, sion/tion,ion, y/ey ইত্যাদি উল্লেখযোগ্য।
1. Noun-এর সাথে suffix ‘able/ible’ যোগ করে adjective গঠন করা যায়:
Noun + able/ible = Adjective
answer + able = answerable
comfort + able = comfortable
sense +ible = sensible
2. Verb-এর সাথে suffix ‘able/ible’ যোগ করে adjective গঠন করা যায়ঃ
Verb + able/ible = Adjective
bear + able = bearable
drink + able = drinkable
prefer + able = preferable
response + ible = responsible
3. Noun-এর সাথে suffix ‘al’ যোগ করে adjective গঠন করা যায়:
Noun + al = Adjective
accident + al = accidental
digit + al = digital
verb + al = verbal
4. Verb-এর সাথে suffix ‘al’ যোগ করে adjective গঠন করা হয়:
Verb + al =Noun
approve + al = approval
propose + al = proposal
dismiss + al = dismissal
try + al = trial
5. Noun বা Adjective-এর সাথে prefix ‘be’ যোগ করে adjective গঠন করা যায়:
be + Noun/ Adjective = Verb
be + cloud = becloud
be + fall = befall
be + friend = befriend
be + fit = befit
6. Verb-এর সাথে prefix ‘dis’ যোগ করে বিপরীত শব্দ গঠন করা যায়:
dis + Verb = Opposite Word
dis + agree = disagree
dis + allow = disallow
dis + obey = disobey
dis + like = dislike
7. Verb-এর সাথে suffix ‘ee’ যোগ করে Noun গঠন করা যায়:
Verb + ee = Noun
address + ee = addressee
allot + ee = allotee
employ + ee = employee
pay + ee = payee
8. Noun বা Adjective-এর সাথে prefix ‘en’ যোগ করে Verb গঠন করা যায়:
en + Noun/Adjective = Verb
en + able = enable
en + danger = endanger
en + joy = enjoy
en + title = entitle
9. Verb-এর সাথে suffix ‘r/er’ যোগ করে Noun গঠন করা যায়:
Verb + er/r = Noun
drive + r = driver
fight + er = fighter
make + er = maker
write + r = writer
10. Adjective বা Adverb-এর সাথে suffix ‘er’ এবং ‘est’ যোগ করে যথাক্রমে Comparative ও Superlative degree গঠন করা যায়:
Adjective/Adverb + er = Comparative এবং + est = Superlative
big + er = bigger
+ est = biggest
tall + er = taller
+ est = tallest
fast + er = faster
+ est = fastest
11. Noun-এর সাথে suffix ‘ful’ যোগ করে adjective গঠন করা হয়:
Noun + ful = Adjective
beauty + ful = beautiful
duty + ful = dutiful
use + ful = useful
fruit + ful = fruitful
12. Noun-এর সাথে suffix ‘ian’ যোগ করে adjective গঠন করা হয়:
Noun + ian = Adjective
Canada + ian = Canadian
Egypt + ian = Egyptian
India +ian = Indian
13. Noun-এর সাথে suffix ‘ic’ যোগ করে adjective গঠন করা হয়:
Noun + ic = Adjective
Arab + ic = Arabic
Islam + ic = Islamic
Prose + ic = Prosaic
14. Adjective-এর সাথে prefix ‘il/im/in/ir’ যোগ করে opposite Adjective গঠন করা যায়:
il/im/in/ir + Adjective = Opposite Adjective
il + legal = illegal
im + moral = immoral
in + attentive = inattentive
ir + regular = irregular
15. Verb-এর সাথে suffix ‘ing’ যোগ করে Gerund (=Noun) অথবা Present Participle গঠন করা হয়:
Verb + ing = Gerund (=Noun)/
Present Participle
write + ing = writing
read + ing = reading
dance + ing = dancing
16. Noun-এর সাথে suffix ‘less’ যোগ করে Adjective গঠন করা হয়:
Noun + less = Adjective
aim + less = aimless
hope + less = hopeless
help + less = helpless
life + less = lifeless
17. Adjective-এর সাথে suffix ‘ly’ যোগ করে Adverbগঠন করা হয়:
Adjective + ly = Adverb
active + ly = actively
slow + ly = slowly
hopeful + ly = hopefully
18. Verb-এর সাথে suffix ‘ment’ যোগ করে Noun গঠন করা হয়:
Verb + ment = Noun
advance + ment = advancement
agree + ment = agreement
announce + ment = announcement
19. Adjective-এর সাথে suffix ‘ness’ যোগ করে Nounগঠন করা হয়:
Adjective + ness = Noun
aware + ness = awareness
fresh + ness = freshness
dark + ness = darkness
20. Noun-এর সাথে suffix ‘ous’ যোগ করে adjective গঠন করা হয়:
Noun + ous = Adjective
courage + ous = courageous
danger + ous = dangerous
glory + ous = glorious
21. Singular countable Noun-এর সাথে suffix ‘s/es’ যোগ করে plural form গঠন করা হয়:
Singular Noun +s/es = Plural Noun
apple + s = apples
boy + s = boys
mango + es = mangoes
22. Verb-এর Present form-এর সাথে suffix ‘s/es’ যোগ করে singular verb গঠন করা হয়ঃ
Present form + s/es = Singular Verb
come + s = comes
go + es = goes
read + s = reads
23. Noun-এর সাথে suffix ‘ship’ যোগ করে Abstract Noun গঠন করা হয়:
Noun + ship = Abstract Noun
fellow + ship = fellowship
owner + ship = ownership
lord + ship = losrdship
24. Verb-এর সাথে suffix ‘ion/sion/tion’ যোগ করে Abstract Noun গঠন করা হয়ঃ
Verb + ion/sion/tion =
Abstract Noun
absorb + tion = absorption
accommodate + ion
= accommodation
compel + sion = compulsion
civilize + tion = civilization
25. Noun-এর সাথে prefix ‘un’ যোগ করে Antonym ( বিপরীত শব্দ ) গঠন করা যায়:
un + Adjective = Antonyms
un + able = unable
un + common = uncommon
un + kind = unkind
26. Noun-এর সাথে suffix ‘y/ey’ যোগ করে adjective গঠন করা হয়:
Noun + y/ey = Adjective
air + y = airy
clay + ey = clayey
sun + y = sunny
storm + y = stormy
wealth + y = ওএয়ালথ্য
ধন্যবাদ পড়ার জন্য।

Article

মাত্র 6 টি Rules পড়ুন, প্রায় 90% Article সঠিক বসাতে পারবেন,ইনশা আল্লাহ৷৷ আশা করি উপকৃত হবেন৷
Article এর ক্ষেত্রে আমাদের চারটি শব্দকে( A,An,The & ×) Follow করতে হয়, এখন কোনটা কখন বসবে শুনেন,তবে Article এর আরো অনেক Rule আছে যেগুলো ততটা ব্যবহার হয়না,চলুন তাহলে আসল কথায়…….
1) Noun/Pronounটি Singular হলে a/an বসে৷ খালিঘরের পরের শব্দটি প্রথম অক্ষরটি Vowel ( a,e,i,o,u) হলে an এবং Consonant হলে a বসে৷
Example-
I have bought ……….. car for my parents. #Ans: A, কারন Car এখানে singular এবং প্রথম অক্ষরটি Consonant তাই A বসেছে৷
2) Noun / pronounটি plural হলে Article হিসেবে The বসে৷ Example-
……………..students want to go to a tour. #Ans The, কারণ Students হলো plural.
3)………. noun+ of থাকলে The বসবে৷
Example
…………. scenery of Cox’s Bazar is very charming. #Ans The
4) Adjective এবং noun এর মাঝখানে কখনো Article বসেনা,তবে এগুলোর আগে A/an বসতে পারে৷
Example
Abid is…….. beautiful………boy. #Ans a & × কারণ, beautiful হলো Adjective এবং boy হলো noun তাই এগুলোর মাঝখানে × বসেছে এবং তার আগের খালিঘরে A বসছে৷
5) Possessive pronoun ( my,our,your,his,her,their,its) এগুলোর পরে এবং আগে কখনো Article বসেনা৷
Example
This is ………. their house. #Ans ×
6) Preposition এর পরে অধিকাংশ ক্ষেত্রেই The বসে,তবে a/an & × ও বসতে পারে এজন্য ব্যাপক পড়তে হবে৷

#

পড়াশোনাটা সত্যিই মজার। আমি English grammar সম্পর্কিত রোমান্টিক পোস্ট করলাম….., আজ article নিয়ে পোস্ট করলাম।
.
ধরুন, আপনার শিক্ষক আপনাকে পড়াচ্ছেন,
I love a girl. (আমি একটি মেয়েকে ভালোবাসি)
The girl is beautiful. (মেয়েটি সুন্দরী)
She is an M.A. (সে একজন এম এ পাশ)
The name of the girl is Taskiya. (মেয়েটির নাম তাসকিয়া)
.
1. ১ম বাক্যে I love a girl. এখানে a কেনো বসলো?
কারণ- প্রথম বাক্যে কোন বালিকাকে আমি ভালোবাসি তা নির্দিষ্ট করা নেই। সে তাসকিয়াও হতে পারে, আলিয়াও হতে পারে। এই কারণে ভালোবাসার মানুষটি অনির্দিষ্ট থাকায় girl এর পূর্বে article বসেছে a.
2. The girl is beautiful (মেয়েটি সুন্দরী)
পূর্বের বাক্যে girl এর আগে a বসে এই বাক্যে the কেনো?
কারণ প্রথম বাক্যে মেয়েটি বক্তার কাছে নির্দিষ্ট ছিলনা, এই বাক্যে সবাই বুঝতে পেরেছে, নির্দিষ্ট ছিল, আমি সে মেয়েটির কথাই বলছি যাকে আমি ভালোবাসি। এই কারণে এইখানে article বসেছে the.
3. She is an M.A. গার্ল্ফ্রেন্ড এম এ পাশ করতেই পারে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, আমরা জেনে আসছি, vowel (a,e,i,o,u) এর আগে article an বসে, এখানে consonant এর আগে an কেনো বসল?
কারণ সংক্ষিপ্ত শব্দ (abbreviation) এর M (এম) উচ্চারণ করতে এখানে vowel (a) এবং তারপর (m) এর উচ্চারণ এসেছে
vowel এর উচ্চারণ আগে আসায় পূর্বে an বসেছে
4. The name of the girl is Taskiya.
এক বাক্যে মেয়েটি এবং তার নামটি দুটোই নির্দিষ্ট।
প্রথমত, মেয়েটির কথা প্রথম বাক্যেই বলা আছে সুতরাং মেয়েটি (girl) নির্দিষ্ট। তার পূর্বে the বসেছে।
তেমনই ভাবে, যে কোনো মানুষের নামও নির্দিষ্ট। গার্ল্ফ্রেন্ড কোনো এলিয়ান নয়। এই কারণে নাম (name) এর পূর্বেও definite article (the) বসেছে।
.
এবার ধরুন, সাহেব বাজার ওভার ব্রীজের নিচে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের প্রেমে পড়েছেন। ইংরেজীতে বললে হয়-
I saw (a) _____ girl yesterday in front of (b) ________ over bridge. (c) _______ girl was beautiful and I gave her (d) _________ rose. She took (e) _________ rose.
.
এই বাক্যে ৫টি article ব্যবহার করতে হবে। প্রথমটি হলো I saw _____ girl.
(a) যেহেতু, এই বাক্যে আমি আমার গার্ল্ফ্রেন্ড নাকি অন্য কারো গার্ল্ফ্রেন্ড কে দেখেছি তা বলা নাই, সুতরাং girl টি অনির্দিষ্ট। এই কারণে এখানে indefinite article (a) বসবে।
(b) ওভার ব্রীজের সামনে একটি মেয়েকে দেখেছি। এখানে, ওভার ব্রীজটি নির্দিষ্ট। কেননা, কোনো মেয়ের ওপর ক্রাশ খেতে হলে তার একটি নির্দিষ্ট স্থান থাকে। এখানে, আমি নির্দিষ্ট করেই বলেছি, ওভার ব্রীজের সামনেই মেয়েটিকে দেখেছিলাম। এই কারণে over bridge এর পূর্বে the বসবে।
(c) _______ girl was beautiful.
যেহেতু, একটি মেয়েকে ওভার ব্রীজের নীচে দেখেছিলাম, সে কথা আগেই বলেছি, প্রথম লাইনে মেয়েটি আমার কাছে নির্দিষ্ট না থাকলেও তৃতীয় লাইনে মেয়েটি নির্দিষ্ট (তার পরিচয় প্রথম লাইনে দেওয়া আছে)
এই কারণে article হবে the girl was beautiful.
(d) I gave her _____ red rose. যেহেতু, প্রথমবার গোলাপের কথা বলছি, সুতরাং গোলাপ (rose) singular common noun হবার কারণে তার পূর্বে indefinite article (a) বসবে
(e) She took _______ rose. সে গোলাপটি নিল। এই গোলাপটি সেই পূর্বের লাইনের গোলাপ। আগের লাইনে গোলাপটি আমার কাছে অনির্দিষ্ট ছিল, কিন্তু এই বাক্যে সে গোলাপটি আমার কাছে নির্দিষ্ট। এই কারণে এখানে article বসবে the.
.
English grammar শিখুন আনন্দের সঙ্গে।
ধন্যবাদ

#Remove_confusion

a/an নাকি the বসবে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে আপনি তাকে প্রশংসা করছেন নাকি অপমান করছেন তার উপর। উদাহরণ-
You are a Nazrul, I see. লক্ষ্য করুন এখানে ব্যাখ্যা দিয়েছে তুলনা করার ক্ষেত্রে proper noun কে common noun হিসাবে ব্যবহার করলে, তখন তার পূর্বে a/an বসে।
তাহলে, Nazrul was the Byron of Bangladesh. এখানে the হয় কেন? সঠিক ব্যাখ্যা হবে যাদের তুলনা করা হচ্ছে তারা যদি সম মানের হয়, তাহলে the বসবে।
Nazrul আর Byron দুইজনই কবি, তাদের তুলনায় the বসবে। সম মানের না হলেও The বসানো যাবে। এই ক্ষেত্রে প্রশংসা করা হবে।
You are the Shakespeare of Bangladesh (তুমি বাংলাদেশের শেক্সপিয়র) একজন ব্যক্তির ভিতর শেক্সপিয়ারের মত গুনাবলি দেখে তাকে প্রশংসা করতে আপনি এই কথা বলতে পারেন।
অন্যদিকে, সম মানের না হলে a/an বসবে। You are a Nazrul, I see.(তুমি নজরুল হয়ে গেছ দেখছি।) এই বাক্যটির মাধ্যমে আসলে অপমান করা হচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *