006.1 Mnemonic Vocabulary (দ্রুত এবং সহজে শেখা)
★Vocabulary দ্রুত এবং সহজে শেখার ৯টি উপায়!
Vocabulary শিখতে গেলে আমরা সাধারণত কি করি? একটা খাতায় অনেকগুলো শব্দ আর অর্থ লিখে রাখি। চিন্তা থাকে “প্রতিদিন ১০টা শব্দ শিখলে মাসে ৩০০টা, বছরে ৩৬৫০টা..!” অথচ বাস্তবে কখনোই সেটা হয় না। কেন? কারণটা হচ্ছে, শুধু খাতায় লিখে শেখা তেমন কাজের না। মানুষ যেকোন কিছু শেখে মূলত চারটি উপায়ে।
1. Visual Learning
তোমার যদি বই পড়ে বা ছবি দেখে একটি জিনিস ভালভাবে মনে থাকে তাহলে তুমি Visual learner। পড়ে বা দেখে একটি জিনিস আয়ত্তে আনার এই প্রক্রিয়াটি হচ্ছে Visual learning.
2. Auditory Learner
কখনো দেখা যায় একটি জিনিস অনেকবার পড়েও তোমার মনে থাকছে না, এমন সময় তোমার বন্ধু এসে পুরো বিষয়টি বুঝিয়ে বললো সাথে সাথে তোমার মাথায় গেঁথে গেল বিষয়টি।
Auditory learning এর এটাই বৈশিষ্ট্য, পড়ে বা লিখে যদি মনে না থাকে, সেটা কোথাও থেকে শুনলে তখন গেঁথে যায় মাথায়।
3. Verbal Learner
একটি জিনিস তুমি যতবারই পড়ো না কেন, সেটি সত্যিকার অর্থে মনে থাকবে তখনই, যখন তুমি সেটি অন্য কাউকে বুঝাতে যাবে। জোরে জোরে বলা বা কাউকে শোনানোর মাধ্যমে একটি বিষয় অনেক সহজে মনে গেঁথে নেওয়া যায়, এটিই হচ্ছে Verbal বা Communicative learning.
4. Kin-aesthetic Learner
ছোট বাচ্চারা কেমন হয়? অনেক ছটফটে আর দুরন্ত না? ওরা কিন্তু এই হইচই আর দৌঁড়ঝাঁপের মধ্য দিয়েই প্রতিদিন শিখছে নিত্যনতুন জিনিস, ধরেবেঁঁধে বসিয়ে কিন্তু শেখানো যেত না ওদের। Kinaesthetic learning এর বৈশিষ্ট্য এটাই, চেয়ার টেবিলে বসে শেখার চেয়ে হাঁটাহাঁটি বা বিভিন্ন কাজের মাধ্যমে শিখলে সেটা দীর্ঘস্থায়ী হয়। যানবাহনে যেতে যেতে বা পায়চারি করতে করতে শিখতে পারো নতুন শব্দ। সবসময় একটি নির্দিষ্ট স্থানে পড়তে না বসে একেকদিন একেক জায়গায় পড়ো, দেখবে অনেক কাজে দিচ্ছে সেটি।
5. Mnemonics
শব্দ মনে রাখার জন্য মানুষ যে নানারকম উপায় বের করেছে সেগুলোকে Mnemonics বলে। এটি অনেক মজার একটি প্রক্রিয়া, এত ইন্টারেস্টিং হতে পারে mnemonics বিশ্বাস করতে পারবে না! যেমন ধরো,
Extirpate (নিঃশেষ করে ফেলা, দূর করা)
এটাকে যদি এভাবে পড়ো “Extra-পেট” আর কল্পনা করো একটা লোকের বিশাল বড় ভুঁড়ি, সে পার্কে জগিং করছে আর ভাবছে কিভাবে এই এক্সট্রা ভুঁড়ি বা পেটটা কমানো যায়!
আবার ধরো Torpor (নির্জীব, অচল, ঘুমে কাতর এমন)
এটাকে কিন্তু পড়তে পারো “তারপর” হিসেবে। কল্পনা করো তোমার অনেক ঘুম পেয়েছে, কিন্তু কানের কাছে এসে কেউ ঘ্যানঘ্যান করে যাচ্ছে কিছু বলতেও পারছো না। তাই তার কথা শোনার ভান করে মাথা নেড়ে যাচ্ছো আর ঘুমের ঘোরে বলছো, “হুম, তারপর? তারপর?”
আবার ধরো Critic (সমালোচক) আর Critique (সমালোচনা)। এ দুটো শব্দে অনেকের গড়বড় হয়ে যায়। এভাবে যদি ভাবো, সমালোচকেরা কিন্তু সাধারণত ছোটখাটো বুড়োমত মানুষ হন, ভারী ফ্রেমের চশমা পরেন। হালকা গড়নের মানুষগুলোর নামটাও হালকা- Critic।
কিন্তু তারা যেই সমালোচনাগুলো করেন সেগুলো একেকটা হয় অনেক ভারী! শব্দটাও তাই কঠিন- Critique!
এভাবে নিজেই অনেকরকম মজার মজার mnemonics বের করে ফেলতে পারো, শব্দ মনে রাখতে সেগুলো কাজে আসবে অনেক!
6. Word Root
যেকোন শব্দের একটি মূল অংশ থাকে, সেটিকে Word root বলে। এর আগে-পিছে prefix-suffix ইত্যাদি যুক্ত হয়ে একটি শব্দ গঠিত হয়। সুতরাং তুমি যখন একটি Word root শিখে ফেলবে তখন সেটি থেকে যেই শব্দগুলো উৎপন্ন হয়েছে সেগুলোর সবগুলোর অর্থ না জানা থাকলেও root টা থেকে তুমি অনুমান করে ফেলতে পারবে অর্থটি!
যেমন ধরোঃ
-bene- এই root টির অর্থ হচ্ছে good (ভাল)। এটা দিয়ে উদাহরণ হতে পারে, Benefit (লাভ), Benign (Gentle, not harmful), Beneficial (উপকারী)
আবার -mal- এই root টির অর্থ হচ্ছে bad (খারাপ)। শব্দগুলোও তেমনই নেতিবাচক। যেমন ধরো Malaria! Maleficent (ক্ষতিকর), Maladroit (অদক্ষ, আকামা)
সুতরাং দেখতেই পাচ্ছো, একটি word root জানা থাকলে সেটি দিয়ে গঠিত যতগুলো শব্দ আছে সেগুলোর অর্থ যদি নাও জানো শুধু root দেখেই অর্থ অনুমান করে ফেলতে পারবে!
7. Prefix and Suffix
Word root এর মতোই prefix and suffix শব্দের একটি অসম্ভব গুরুত্বপূর্ণ অংশ। এগুলো জানা থাকলেও একটি ভাল আইডিয়া পাওয়া যায় অর্থ সম্পর্কে। চলো দেখা যাক,
ante- অর্থ before, earlier উদাহরণ anterior (সামনে অবস্থিত), antecedent (অতীতে হয়েছে এমনকিছু)
uni- অর্থ single, one উদাহরণ Unilateral (একপার্শ্বীয়), Unicycle (এক চাকার সাইকেল)
সুতরাং Prefix & Suffix শিখে ফেললে শব্দের অর্থ মনে রাখাও হয়ে যাবে অনেক সহজ।
8. Immersion Process
আমাদের দেশে যেই মানুষটা স্কুল-কলেজে ১২ বছর ইংরেজি পড়েও দুটো লাইন শুদ্ধ করে মুখ ফুটে বলতে পারে না, সেই মানুষটাই বিদেশে কয়েক মাস থেকে ফ্লুয়েন্টলি গড়গড় করে বলা শুরু করে ইংরেজি! রহস্যটা কি?
বিদেশে মানুষটার ইংরেজি চর্চা ছাড়া কোন উপায় নেই, ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে রাস্তাঘাট দোকানপাট সবকিছুতেই ইংরেজি, সেটি না শিখে সে চলতেই পারবে না। এরকম মরিয়া অবস্থায় পড়লে মানুষ অসম্ভব দ্রুত শিখে নেয় সবকিছু। এটিই হচ্ছে Immersion Process, তোমাকে ইংরেজি শিখতে চাইলে এর ভেতর একদম ডুবে থাকতে হবে।
নিয়মিত CNN, BBC দেখার অভ্যাস করো। মুভি দেখলে সাবটাইটেলে যেই শব্দগুলোর অর্থ জানো না অবশ্যই মুভি Pause করে সেই শব্দগুলো স্মার্টফোনে ডিকশনারিতে বুকমার্ক করে রাখবে। জানি এটা কষ্টকর, কিন্তু এই পরিশ্রম এককালীন। একবার শেখা হয়ে গেলে এই কষ্ট কিন্তু আর করতে হবে না। প্রথম প্রথম আমাকে কোন মুভি দেখতে বসলে প্রতি মিনিটে pause করে শব্দ টুকে রাখতে হতো, এখন হয়তো পুরো মুভিতে ৩-৪টা শব্দ থাকে যেগুলোর অর্থ জানি না।
সুতরাং কষ্ট করলে ফল আসবেই। এর পাশাপাশি অনেক বেশি বেশি ইংরেজি পড়ার অভ্যাস করতে হবে। বই, পত্রিকা, ম্যাগাজিন, ফেসবুকে হাজার হাজার পেইজ সেগুলো থেকে ইংরেজি পড়বে। আর প্রতিদিন অল্প হলেও লেখালেখি করবে, সারাদিনে যেই শব্দগুলো শিখলে সেগুলো ব্যবহার করে।
9. Smartphone Apps for learn vocabulary
খাতায় লিখে শব্দ শেখা বেশ কষ্টকর আর বিরক্তিকর একটি প্রক্রিয়া। অথচ তোমার স্মার্টফোনটি ব্যবহার করেই কিন্তু চমৎকার সব ডিকশনারি পেয়ে যাচ্ছো!
Playstore এ “English Dictionary” লিখে সার্চ করলেই অনেকগুলো ডিকশনারি পেয়ে যাবে তুমি। রঙিন ছবি, ধাঁধা, খেলা সহ অনেক মজার ডিকশনারি যেমন রয়েছে, একদম অক্সফোর্ডের ডিকশনারি পর্যন্ত রয়েছে। এগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শব্দের অর্থ জানার পাশাপাশি উচ্চারণ, সমার্থক আর বিপরীত শব্দ সব জানার সুযোগ পাচ্ছো। সাথে শব্দ বুকমার্ক করে রাখার সুযোগ তো আছেই।
অনেক বেশি বেশি ইংরেজি পড়ার অভ্যাস করতে হবে
পথে-ঘাটে চলার পথে যখনই কোন শব্দ দেখি যেটার অর্থ জানি না সাথে সাথে স্মার্টফোনের ডিকশনারিতে সেটি বুকমার্ক করে রেখে দিই। পরে অবসরে বুকমার্কের সবগুলো শব্দ একটা একটা করে শিখে ফেলি। তাই স্মার্টফোনে ডিকশনারি ব্যবহার শুরু করে দাও আজ থেকেই! প্রতিদিন নতুন নতুন শব্দ তো শিখবেই, অবসরে সারাদিনে শেখা শব্দগুলো রিভিশনও দিবে।
★ ভোকাবুলারি নিয়ে যাদের সমস্যা আছে তারা মনোযোগ দিয়ে পড়তে পারেন
Magoosh, Kaplan GRE (Bangla_Meaning)
এখানে যা যা পাবেন-
- Magoosh 1000 words,
- Kaplan GRE 400 Words
- 3000 Advacecd GRE banglay
- Topic based vocabulary (for Speaking, Writting)
- ielts Reading Vocabulary (Cambridge)
- ielts Listening Vocabulary (Cambridge)
- ielts Speaking Vocabulary (Cambridge)
- ielts Writting Vocabulary (Cambridge)
Magoosh 1000 words (Bangla_Meaning)
Aberrant – অস্বাভাবিক, বিপথগামী, নীতিভ্রষ্ট
Imaginations
# Enigmatic – রহস্যময়
(Adjective)
– difficult to interpret or understand; mysterious.
something that is mysterious and seems impossible to understand completely.
riddle(ধাঁধা), mystery(গুপ্তরহস্য)
# Unconventional
3000 Advacecd GRE banglay
Kaplan GRE 400 Words With Bangla Meaning Flashcards _ Quizlet.pdf
gree 333 bangla vocavulary
Abate অর্থ কমানো/হ্রাস পাওয়া, প্রশমিত করা, বাদ দেয়া, to become less strong.
Example with Bengali translation:
Abba has abated his anger – আব্বা তাঁর রাগকে প্রশমিত করেছে।
Mnemonics Way in bangla:
(Ab + ate) – মনে করুন অ্যাব তার রাগকে খেয়ে Abate বা প্রশমিত করেছে।
Abate এর সাথে পড়ুন Abattoir শব্দটি। Abattoir অর্থ কসাইখানা।
Bate : কমানো ; দুর্বল হওয়া । Rebate অর্থ ছাড় বা বাঁটা। (Rebate up to ৮০ টাকা।)
Synonyms: Subside, Subdue, Mitigate, Diminish
antonyms: intensify
——–(End)——-
Class 9 english book vocabulary with mnemonic
#
ভোকাবুলারি
[[Sympathy – সমবেদনা, সহানুভূতি (অন্যের দু:খে দু:খ পাওয়া)]]
apathy(noun) – আবেহহীনতা (Sympathy এর বিপরীত শব্দ)
antipathy – (প্রচন্ড) ঘৃণা পোষণ করা
apathetic(adj) – আগ্রহহীন/অনীহা প্রকাশ
anthithetical(adj) – আকৃতি বা আচরণের দিক থেকে সম্পূর্ণ বিপরীত
Amenable(adj) – সহজে মেনে নেয় এমন, মেনে নেওয়ার মত
[[Amen – এটাই হোক(শ্রষ্টার কাছে)]]
Amorphous(adj) – আকৃতিহীন
[গ্রীক শব্দ morph মানে হচ্ছে শারিরিক আকৃতি]
anthropology – মানুষের আকৃতি
[anthropo মানে মানুষ, morphic মানে আকৃতি]
zoomorphic – প্রাণীর আকৃতি
Anomaly(noun) – ব্যতিক্রম/সাধারণ নয়(not normal)
anomalous (adj) – অস্বাভাবিক/ স্বাভাবিক নয় এমন
abererrant (adj) – বিপদগামী/ মুল ধারা থেকে বিচ্যুত
aberration(noun) – বিপদগামী/ অস্বাভাবিক
[abortion মানে বাচ্চা নষ্ট করে ফেলে দেওয়া]
abstain(verb) – আনন্দদায়ক কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখা
[stay in – পড়ার জন্য বাসায়-ই থাকা, বাইরে যাওয়া থেকে বিরত থেকে]
abstruse(adj) – দুর্বোধ
[confuse হচ্ছে বুঝতে দুর্বোধ]
Accolade – পুরষ্কার/prize
[চকলেট দিয়ে বাচ্চাদের accolade করা]
acerbic – কটু মন্তব্য/ কটু কথা
[acid তিতা হয় // acer ল্যাপটপ bric দিয়ে ভেঙে পেলায় বাবা কটু মন্তব্য করে]
Acrimony(noun) – তিত্ততা/বাজে অনুভব
[matrimony ওয়েবসাইট হতে বিয়ে করলে acrimony/বাজে অনুভব হতে পারে]
adament (adj) – গোয়ার/ মত পরিবর্তন করতে চায় না
[ a diamond/হীরা কে কোনো কিছু দিয়ে বাকানো/পরিবর্তন করা যায় না, তেমনি adament মত পরিবর্তন করতে চায় না]
admonish(verb) – সাবধান করে দেওয়া/ অল্প বকা দেয়া/ তিরষ্কার করা
[মেয়েটা monish কে add/ফ্রেন্ড করায় ওর বয়ফ্রেন্ড ওরে বকা দিয়ে সাবধান করে দিছে]
admonitory (adj) – সাবধানতা মুলক
Pathetic – করুণ/ হৃদয় স্পর্শী।
aesthetic(adj) – নান্দনিক / শৈল্পিক সৌন্দর্য সম্পর্কিত
[ঐশ্যরিয়া রায় এর নাম ash ডাকা হয়]
aesthete(noun) – শিল্পের সৌন্দর্য এবং ধরণ নিয়ে যিনি অনেক সচেতন
aesthetic(noun)- একজন শিল্পী বা কোন শিল্প যেসব নীতি মেনে চলে
Amalgam (noun) – যুক্ত করা/ মিশ্র করা
[gam বা আঠা দিয়ে আমরা কোনো কিছু যুক্ত করি]
ambivalent / ambiguous -(একই সাথে) দুই ধরনের মনোভাব পোষণ করা
[ambi(latin word) মানে দুই টাইপের অর্থ আছে]
ameliorate (verb) – কোনো অবস্থার উন্নতি ঘটানো
deteriorate – কোনো অবস্থার খারাফ ঘটানো
[rating কম-বেশি দিয়ে ভাল/খারাফ বুঝাই]
1. Alacrity= উৎসাহ। Ala(Alia)+Crity(kriti)—বিলউড নািয়কা আিলয়া ভ া ট এ ব ং ক ৃি ত শ া ন ন এ র খ ুব আ হ ব া উ ৎ স া হ স া ল ম া ন খ া ন র স া থ িসনমা করার।
2. Allege= অিভযাগ করা। শিটর উারণ এলাজ হয়—ইলাজ অথ িচিকৎসা করা বা উপশম,,হািমও ডা: দর িচিকৎসা িনয় অনক অিভযাগ কর।
3. Alleviate= উপশম করা।All +evi(evil)+ate—শরীরর বাথা দরূকরার জন আমরা পইন িকলার খয় থািক। এত আমাদর সব অভ বাথা দরূ হয়।
4.Allocate=বরা।
5.Alloy=সর ধাত। Loy=লয়—গানর সিৃ হয় সরু-তাল-লয় এর িমণ।
6 . A l l u s i o n = ই শ া র া । A l l u + s i o n ( s o n ) – – – ত া ি ম ল ন া য় ক আ অ জ নু ত া র ছল হব, এ বাপার স িমিডয়ার সামন ইিত দয়।
7 . A l o o f = প ৃথ ক । A l o o – – – ড া য় া ব ি ট ক ল া ক দ র ক া ছ আ ল ুখ া র া প খ া ব া র , ক া র ণ এ ি ট শ ক র া ল ভ ল ব া ি ড় য় দ য় । এ জ ন আ ল ুপ ৃথ ক র া খ া দ র ক া র তাদর কাছ থক।
8.Altruism= পরাথপরতা। True—যারা সতবাদী লাক, তারা মানুষর কলাণ সবসময় কাজ কর।
9.Ambience= পিরবশ। Ambi(উভয়)—আমাদর চারপাশ বা উভয়িদক যা থাক তাকই িক আমরা পিরবশ বিল।
10.Ambiguous= অপিরার। Ambi(উভয়)+guous(guess)—আয়নায় িতফলনর যসব শ থাক, সসব শ বাঝার িক আগ সাজা ভাব দখত হয় তারপর আবার উা কর।
11.Ambivalence= বপরীত। Ambi(উভয়)+valence(value=মলূ)— বাজার গল িক দখবন আপিন এক দাম বলবন আর দাকানী অন
দাম বলব, এটাই হ বসাদশৃ।
12.Ameliorate= উিত করা।Ameli+rate—এিমিল গিণত খুব কাঁচা িক
ধীর ধীর স উিত করছ।
13. Amenable= নমনীয় বা সহজ অিভভত।Amena —আিমনা নামর
ময়রা অনক নরম হয় থাক, এরা সহজ সবার কথা ন কাজ কর।
14. Amenity= সুযাগ।Lation word Amee(Love)—যাদরক আমরা পছ কির বা ভালাবািস, তাদরক আমরা অনক সুযাগ বা সিুবধা িদয় থািক।
1 5 . A m i a b l e = ব ুস লু ভ । A m i a = A m e e ( L o v e ) – – – ও য় া ি ম য় া ক স ব া ই প ছ কর কারণ স অনক বুসলুভ একিট ময়।
16.Amensty= মা।
17.Amoral= অনিতক।A(without)+moral— নিতকতা ছাড়া অথই হ
অনিতক।
18.Amorous= যৗন কামনা।Old french word amoros( sexual loving)-
—-
19.Amorphous= আকারহীন।Latin root Morph(shape=আকার)— দতদর কনা কন, যারা আকারহীন হয় থািক, যিদও বা কউ দিখিন তাদরক িক কনা কির।
20.Anachronism= অসময়ািচত ব। Ana(against)+Latin root chron(সময়)—সময়র পর কান ব পাইল সিটক অসময়ািচত ব বলা হয়।
#
Vocabulary শেখা আমাদের প্রায় সবার কাছেই এক আতঙ্কের নাম! বারবার পড়েও মনে থাকতে চায়না শব্দগুলো। কিন্তু একটু কৌশল প্রয়োগ করলেই বিরক্তিকর এবং কষ্টসাধ্য এই কাজটি হয়ে উঠতে পারে অনেক অনেক আনন্দের! mnemonics বা মনে রাখার বিভিন্ন মজার কৌশল অবলম্বন করে কঠিন কঠিন শব্দগুলোও দারুণ ইন্টারেস্টিং ভাবে শিখে ফেলা যায়। এভাবে শেখার চমৎকার দিকটি হচ্ছে, mnemonics গুলো এতো মজার যে একবারও মনে হবে না পড়তে বসেছি, আর শব্দগুলো একবার শিখলে জীবনেও ভুলবার সম্ভাবনা নেই। চলো, দেখে নেওয়া যাক এমনই মজার কিছু শব্দ শেখার mnemonics.
Learn Vocabulary with Mnemonics:
1. Abominable (এবমিনেবল) শব্দটির অর্থ “ঘৃণ্য”, “বীভৎস” ইত্যাদি।
মনে রাখার উপায় শব্দটির ভেতরই আছে, কোন কিছু যদি এমন ঘৃণ্য হয় যে দেখে বমির উদ্রেক ঘটে তাহলে জিনিসটিকে এ-বমি-নেবল বলা চলে!
2. Adjuration এবং Adulation খুব কাছাকাছি দুটি শব্দ। অর্থ নিয়ে তাই প্রায়ই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়।
Adjuration শব্দের অর্থ অনুনয় করা, সনির্বদ্ধ অনুরোধ, কাকুতি মিনতি করা ইত্যাদি। শব্দটির মাঝখানের ” jur” অংশটি থেকে Jury মনে করে কল্পনা করো আদালতে Jury দের কাছে সনির্বন্ধ অনুনয় করছে কেউ নিজেকে নিরপরাধ প্রমাণের জন্য।
3. Adulation এর অর্থ চাটুকারিতা, তোষামোদি করা। শব্দটির বানান দেখে শুরুতেই Adult (প্রাপ্তবয়স্ক) অংশটুকু আছে বলে মনে হয়।
ছোট শিশুরা কোনরকম ভণিতা বুঝে না, তারা কিছু চাইলে সেটার জন্য কান্নাকাটি জুড়ে দেয়। কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষরা নিজের স্বার্থ চরিতার্থে নানারকম তোষামদি এবং চাটুকারিতার আশ্রয় নেয়, এভাবে মনে রাখা যায় শব্দটি।
4. Gainsay এর অর্থ অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, বিরোধিতা করা। শব্দটিকে ভেঙে ফেললে “Gain” এবং “Say” এই শব্দদুটি পাওয়া যায়। এখন কেউ যদি স্বার্থ হাসিলের (gain) উদ্দেশ্যে একটা আশ্বাস দিয়ে (say) পরে স্বার্থ আদায় হয়ে গেলে সেই আশ্বাসটিকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে তাহলে সে জিনিসটিকে Gainsay করলো।
5. Badger (ব্যাজার) শব্দটির অর্থ ক্রমাগত জ্বালাতন করা, বিরক্ত করতে থাকা। এই শব্দটি কিন্তু আমরা বাংলাতেও ব্যবহার করি, বাংলায় এর অর্থ বিরক্ত হওয়া, ত্যক্ত হওয়া।
কাউকে Badger করলে সে ব্যাজার হবে তাতে কোন সন্দেহ নেই, বেশি Badger করলে রেগেমেগে কাঁইও হয়ে যেতে পারে!
6. Rankle শব্দের অর্থ তিতিবিরক্ত করা, অসম্ভব তিক্ততার জন্ম দেওয়া, ফোঁড়া বা পুঁজ পেকে ওঠা ইত্যাদি।
শব্দটির “R” থেকে “রাগ” এবং “Ankle” (গোড়ালি) থেকে মনে রাখা যায়, খেলতে গিয়ে কেউ যদি ল্যাং মেরে Ankle ভেঙে দেয় তখন যেই রাগটা উঠবে সেটি বলার মতো নয়!
7. Untoward শব্দটি খুব মজার। এর অর্থ অবাধ্য, কোন নিয়ম মানতে রাজি নয় এমন, প্রতিকূল, অসুবিধাজনক ইত্যাদি।
কেউ কেউ থাকে তাদেরকে কিছু করতে বললে একদম তার উল্টোটা করে সবসময়, তাকে যেদিকে যেতে বলা হচ্ছে সেদিক বরাবর (Toward) না গিয়ে একদম U turn করে অন্যদিকে যায়! এরাই হচ্ছে Untoward.
8. Waylay আরেকটি মজার শব্দ, এর অর্থ ওঁত পেতে থাকা, আক্রমণের উদ্দেশ্যে।
পথের (way) ধারে ঝোপঝাড়ে কেউ অতর্কিতে হামলা করার লক্ষ্যে লুকিয়ে শুয়ে থাকলে (lay) করলে সে যেটি করছে তা হচ্ছে waylay.
9. Prudent শব্দটির অর্থ বিজ্ঞ, বিচক্ষণ, দূরদর্শী।
Rude শব্দটির অর্থ আমরা সবাই জানি খুব অভদ্র, বাজে ব্যবহারকারী হিসেবে।
তার আগে P বসিয়ে দিলে হয় Prude, এবং অর্থ একদম আকাশ-পাতাল পাল্টে যায়! Prude এর অর্থ অতিরিক্ত শিষ্টাচার পালন করে এমন কেউ, কথাবার্তায় বাড়াবাড়ি রকমের শুদ্ধতা বজায় রাখতে চায়, খুব সামান্য কিছুতেই দারুণ আহত হয় এমন।
বুঝাই যাচ্ছে, Rude বা অভদ্র আচরণ যেমন কাম্য নয়, তেমনি Prude বা মাত্রা ছাড়ানো শিষ্টাচারও বিরক্তির উদ্রেক ঘটায়।
তাই Rude এবং Prude এর মাঝে balance করে যিনি চলতে জানেন তিনিই হচ্ছেন Prude বা বিচক্ষণ।
10. Confidant শব্দটিকে Confident (আত্মবিশ্বাসী) এর সাথে গুলিয়ে ফেলা অস্বাভাবিক কিছু নয়, কেবল একটি অক্ষরেরই পার্থক্য বানানে!
Confidant এর অর্থ ঘনিষ্ঠ বন্ধু, বিশ্বাসী বন্ধু। যেই বন্ধুর উপর Confidence আছে যে খুব গোপনীয় কোন তথ্যও তাকে জানানো যায়, সে কখনো বিশ্বাস ভঙ্গ করবে না, সেই হচ্ছে Confidant.
11. Remiss শব্দের অর্থ দায়িত্বজ্ঞানহীন, অমনোযোগী, কর্তব্য পালনে শিথিল এমন।
একবার দুবার যেকোন কাজে ভুল হওয়া, টার্গেট মিস করা খুব স্বাভাবিক একটি ব্যাপার। কিন্তু কেউ যদি বারবার টার্গেট মিস করতে থাকে তাহলে বুঝতে হবে সে আসলেই কর্তব্যে ফাঁকি দিচ্ছে, কাজে সে ভীষণ অমনোযোগী বা Remiss.
12. Polemic শুনলেই মাথায় Politics শব্দটা চলে আসে। রাজনীতিবিদদের মাঝে তর্কাতর্কি, বিবাদ এগুলো সচরাচর একটু বেশিই হয়। Polemic শব্দটির অর্থও তাই, তর্কপ্রিয়, বিবাদ জুড়ে দেয়, ঝগড়াঝাঁটি করে এমন ব্যক্তি।
13. Fatuous (ফ্যাচুয়াস) এর অর্থ নির্বোধ, কোন রকম লক্ষ্য উদ্দেশহীন এমন। বুদ্ধিমান মানুষরা জানে যে তাদের জ্ঞানের পরিসীমা অনেক সীমিত, জানার বাকি অনেক কিছু। বোকা লোকেরা মনে করে তারা সবকিছু জানে, সবার চেয়ে বেশি বুঝে, এরাই হচ্ছে Fatuous.
কিভাবে মনে রাখা যায়? শব্দটির শুরুতেই Fat (মোটা) আছে, আর নির্বোধ বুঝাতে “মাথামোটা” তো খুবই প্রচলিত একটি শব্দ!
এবার আমরা তিনটি শব্দ একসাথে শিখবো।
14. Succumb শব্দের অর্থ হার মেনে নেওয়া, বশ্যতা স্বীকার করা, মৃত্যুবরণ করা।
বাংলায় আমরা তোষামোদি বোঝাতে যেমন “পা চাটা” ব্যবহার করি, ইংরেজিতেও “Suck up” অর্থ চাটুকারিতা। সেখান থেকে Succumb এর অর্থও বশ্যতা স্বীকার করে নেওয়া। প্রতিদ্বন্দ্বীরা কখনো একজন আরেকজনের তোষামোদি করে না, হার মেনে নিলে তখনই প্রাণভয়ে চাটুকারিতা করতে বাধ্য হয়।
15. Demise শব্দের অর্থ মৃত্যু। কেউ মৃত্যুবরণ করলে কি করা হয়? তার সম্পত্তি উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হয়, এটিও Demise এর আরেকটি অর্থ।
16. Defunct শব্দের অর্থ মৃত। কোন একটি কিছু শেষ হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া।
Defunct কে ভাঙলে পাওয়া যায় De এবং Funct বা(Function)
কোন কিছুর Function বা কর্মপ্রণালী যদি Defective হয়ে যায় তখন জিনিসটি বাতিল হয়ে যাবে।
আমরা শব্দ তিনটি একসাথে মনে রাখবো।
Succumb মানে die বা মারা যাওয়া
Demise মানে Death বা মৃত্যু
Defunct মানে dead বা মৃত
সুতরাং কেউ যখন Succumb করে, তখন তার Demise ঘটে এবং তখন সে Defunct হয়ে যায়।
mnemonics এর এমন অনেক মজার মজার কৌশল রয়েছে।