050 – (Practice) 99 Best Rules of Grammar

99 Best Rules of Grammar:

ঘুরে ফিরে প্রিলি’তে বারংবার আসে।
৮/৯ নম্বর ইনশাআল্লাহ কমন পাবেন।
পরিক্ষা দেওয়ার আগে ১বার দেখে যান,প্লিজ।
• ৪৬ তম বিসিএস প্রিলি
• ব্যাংক প্রিলি ২০২১
• প্রাথমিক সহকারী শিক্ষক প্রিলি
এছাড়াও ভার্সিটি এডমিশন টেস্ট, শিক্ষক নিবন্ধন, NSI প্রভৃতি।
যাদের গ্রামারের স্কিল ভালো শুধু তারাই পড়বেন। কারণ এটা একটি শর্ট নোট।
👉 যত কৌশল জানবেন, তত দ্রুত উত্তর করতে পারবেন৷
©️ মু সাব্বির হাসান ইস্পাহানী
👉 অফিসার জেনারেল, ক্যাশ ও আপকামিং ব্যাংক রিটেনের জন্য ❝Bank Written with Translation❞ কোর্সটি অবশ্যই অবশ্যই করুন – শুধু কৌশল আর কৌশল – বিস্তারিত কমেন্টে
01
01
02
02
03
03
04
04
05
05
06
06
07
07
08
08
09
09
10
10
11
11
12
12
13
13
14
14
15
15
16
16
17
17
18
18

পরিক্ষায় বারবার আসা Grammar এর ৪৪ টি রুলস-

1) কোন Sentence -এ Along with,Together with,Accompanied by,As well as থাকলে উল্লিখিত শব্দগুলোর আগের Subject অনুযায়ী verb বসে।
.
Example: John along with twenty friends is planning a party.
.
Explanation: Along with এর আগে Subject John অর্থাৎ John singular তাই Verb ও Singular হবে।Twenty friends ভাববার দরকারই নেই।
.
Example : John accompanied by his girl friend and mates is arriving tonight.
.
Explanation: Accompanied by এর আগে Subject John অর্থাৎ singular Subject তাই verb ও Singular হবে। His girl friend and mates ভাববার দরকারই নেই।
.
2) কোন Sentence -এ preposition এর আগে Subject থাকে, এবং Subject অনুযায়ী verb বসে।
.
Example : The quality of the recordings is not very good.
.
Explanation : preposition এর আগে Subject থাকে, অর্থাৎ প্রদও Sentence টি’তে Subject হলো The quality মানে recordings এর quality সম্পর্কে বলা হয়েছে।recordings সম্পর্কে নয়।The quality subject singular তাই verb singular হবে।
.
3) Either——or ও Neither—–nor যুক্ত Sentence-এ or এবং nor এর পর Subject অনুযায়ী verb বসবে। অর্থাৎ, subject singular হলে, verb ও singular হবে। Subject Plural হলে, Verb ও Plural হবে।
.
Example: Either Antora or Kanta is going to the sea-beach.
.
Explanation: প্রদত্ত sentence-এ or এর পর Subject Kanta,অর্থাৎ Singular subject তাই verb ও Singular হবে।
.
Example 2: Neither Shamima nor her friends are going to the class today.
.
Explanation: প্রদত্ত Sentence-এ nor এর পর subject her friends অর্থাৎ, plural subject তাই verb ও plural হবে।
.
4) A number of এর পর plural noun হয় এবং verb ও plural হয়।
.
Example: A number of students are going to the class picnic.
.
Explanation: প্রদত্ত sentence-এ, A number of এর পর noun students যা plural এবং verb are তাও plural.
.
5) The number of এর পর noun plural এবং verb singular হয়।
.
Example: The number of days in a week is seven.
.
Explanation:প্রদত্ত sentence-এ, The number of এর পর noun days যা plural কিন্তু verb” is” singular.
.
6) Used to-এর পর verb base form হয়। . Example: Tamanna used to enjoy cooking.
.
Explanation:প্রদত্ত sentence-এ Used to এর পর verb Enjoy কে base form এ দেখানো হয়েছে।
.
7) Be(am,is,are),Get used to এর পর verb-এর সাথে ing যুক্ত হয়।
.
Example: Zahara was used to going Ramna park.
I got used to swimming everyday.
.
Explanation: উল্লিখিত sentence দু’টিতে Be,get used to পর Verb এর সাথে ing যুক্ত হয়েছে।
.
😎 Enough-এর আগে শব্দটি Adjective/ Adverb হয় ;কিন্তু Enough-এর পর Noun form হয়। .
Example:I’m Strong enough to beat you.
.
Explanation:Enough-এর আগের শব্দটি Strong যা Adjective.
.
Example:Do you have enough sugar for the cake?
.
Explanation:Enough- এর পরের শব্দটি Sugar যা Noun form-এ আছে।
.
9) Because- এর পর Subject+verb হয় ;কিন্তু Because of এর পর Noun phrase বসে।
.
Example: Rashedul was worried because it had started to rain. .
Explanation:Becsuse-এর পর Subject it এবং tense অনুযায়ী verb ব্যবহৃত হয়েছে।
.
Example: Masud was worried because of the rain.
.
Explanation:এখানে Because of এর পর Noun form ব্যবহৃত হয়েছে।
.
10)Too/Also/Either শব্দগুলোর আগে Auxiliary verb বসে।
.
Example:Ekram always goes to Ekushey boy mela and You do too.
.
Example: Ekram always goes to Nilkhet and You do also.
.
Example:Ekram doesn’t want to go to Dhaka and We do either.
.
Explanation:উল্লিখিত sentence গুলোতে Too/Also/Either- এর আগে Auxiliary verb “Do” এর ব্যবহার হয়েছে।
.
11)So/Neither-এর পর Auxiliary verb বসে।
.
Example:Ekarash always goes to বিশ্বসাহিত্য কেন্দ্র and So do I.
.
Example:John didn’t go to Dhaka and neither did I.
.
Explanation:উল্লিখিত sentence গুলোতে So/Neither -এর পর Auxiliary verb ‘Do’ ও ‘Did’ এর ব্যবহার হয়েছে।
Courtesy: Md. Sabbir Hassan Ispahany
All reactions:

113

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *