036 Preposition & Appropriate preposition

The Most Important 200 Appropriate Prepositions – link { এইগুলো মুখস্থ করতে পারলে হবে। কারণ আপনি বেশি মুখস্থ করে মনে রাখতে পারবেন না৷ মুখস্থ করার অনেক কিছু আছে যেমন Phrase & Idioms, Analogy, substations, group verb, Literature ইত্যাদি।}

বিভিন্ন চাকরির পরীক্ষায় বার বার আসা ২৩০ টি Preposition এখান থেকে যে কোন চাকরির পরীক্ষায় ১০০% কমন পাবেন,ইনশাআল্লাহ। – link

extra-

💥১০ থেকে ৪৫তম BCS-এর সব ইংরেজি প্রশ্ন(গ্রামার+লিটারেচার)। – link

ইংরেজি সাজেশন:- প্রাইমারি শেষ মুহুর্তের সর্বশ্রেষ্ঠ রিভিশন শিট। – link
প্রাইমারি English রিপিট প্রশ্ন উত্তর রেফারেন্সসহ। – link
২৫০+ preposition এর ওপর অসাধারণ নোটlink

★50 টি preposition অর্থসহ দেওয়া হলো★

★Ago-এখন থেকে শুরু করে অতীত কাল (যে সময় টা উল্লেখ থাকবে)
★About-সম্পর্কে/সম্বন্ধে/বিষয়ে/ব্যাপারে/প্রায়।
★Among- অনেকের মধ্যে।
★Across-আড়াআড়িভাবে/ এদিক থেকে অন্য দিকে।
★Along-বরাবর
★At-এ/তে/য়/দিকে/প্রতি।
★Against-প্রতিকূলে/বিরুদ্ধ্যে/বিপক্ষে।
★After-পরে/অতীত কালে পরে।
★Above-উঁচুতে/অধিকতর উঁচু।
★Around-চারদিকে/চারদিক দিয়ে।
★But – ব্যতীত/ছাড়া।
★Before- আগে/পূর্বে/অতীতে।
★By-দ্বারা/কর্তৃক/মাধ্যমে/দিয়ে/পাশে/সাথে/উপায়ে/অনুযায়ী/হিসাবে/ধরে।
★Behind- পিছনে।
★Below-নীচে/নিচে স্পর্শ করে।
★Beneath- অপেক্ষাকৃত নীচে/নিম্নে।
★Beyond-দূরে/পেছনে/ধারে।
★Because of- কারনে/জন্য।
★Despite-সত্ত্বেও।
★Down- নীচু স্থানে।
★During-সময়ে/ধরে।
★Except- ব্যতীত/ছাড়া।
★For-জন্য/কারনে/উদ্দেশে/ধরে।
★From- হইতে/থেকে(point of time বুঝাতে)।
★In-মধ্যে/ভিতরে/এ/তে/য়/ভবিষ্যত কালে পরে বুঝাতে।
★Into- ভিতরের দিকে।
In front of- সম্মুখে/সামনে।
Inside- ভিতরে/মধ্যে।
In spite of-সত্ত্বেও
Instead of- পরিবর্তে।
Near-কাছে/নিকটে।
On top of- উপরে শীর্ষে ঘেঁষে।
On – উপর/উপরে স্পর্শ করে।
Over-উপর দিয়ে।
Of- র/এর।
Off- হতে/থেকে।
Out of- বাইরে।
Past- গত/পাশ দিয়ে।
Round- চারদিকে/চারদিকদিয়ে।
Since- হইতে/থেকে।
Till-প্রথম থেকে শেষ পর্যন্ত।
To-দিকে/তে/প্রতি/কাছে/অভিমুখে।
Towards –দিকে।
Through-ভিতর দিয়ে/মধ্য দিয়ে।
Until- প্রথম থেকে শেষ পর্যন্ত।
Under-নীচে/নিম্নে/অধীনে।
Up-উচু/উচুতে।
Underneath-তলা স্পর্শ করে নীচে।
With-সাথে/সহিত/সহ/দিয়ে/উপায়ে।
Without-ব্যতীত/বিনা/ছাড়া।
While- সময়।
পরবর্তী পোস্ট পেতে Next লিখে কমেন্ট করুন❤

ছন্দে ছন্দে Preposition শিখুনঃ

নগর, শহর, দেশ, এদের আগে in বসিয়ে
করবে বেশ।
সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অব্দি।
প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের
আগে
at বসিয়ে করবে বাজিমাত।
সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে,
করবে তবে Wrong।
Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর
ফুর্তিতে।
Person-এ by, পাশে বুঝাতেও by,
(যানবাহনের আগে) কিন্তু in a car,
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব
হবে
ছারখার।
ছোট হলে at, বড় হলে in, কখন হয়? এই
পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
বাহির থেকে ভিতরে into ব্যবহার
করো, ভিতর থেকে বাহিরে হয় out
of,
Preposition না বুঝলে মুড থাকবে off।
লেগে (স্পর্শ করে) থাকলে on হয়,
নইলে
হয় above, Since, for বুঝ না, কেন নাও
ভাব?
শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয়
for,
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে
হয়
under, Preposition আসলেই খুব মজার।
মাত্রা (স্তর) বুঝাতে হয় below,
Preposition
শিখতেপেরে, আমি আছি খুব
ভালো।
On- এ গিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে
to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে
হয়
through (বাধা থাকলে)।
এ পাশ থেকে ওপাশে যেতে হয়
across,
(বাধা না থাকলে)।
Preposition শিখলে নেই কোনো Loss।
এর
বুঝাতে of হয় Boss.
Tanvir Sir.

# group verb

#

#

#

# বিগত সালের সব Preposition বাংলা ব্যাখ্যাসহ৷  – link

 

যেসকল Transitive verb এর পর Preposition বসেনা তা মনে রাখার কৌশল:

,
• কৌশল-1:
RIMA IS VERY NICE. DO YOU KNOW?
Here-
R= Request, Reach, Resemble, Resign, Recommend
I= Investigate
M= Meet
A= Ascend, Ask, Answer, Announce, Attack
I= Investigate
S= Sign
V= Violate
R= Request, Reach, Resemble, Resign, Recommend
Y= ×
N=
I= Investigate
C=Contemplate, Concern, Confuse
E= Enter,Emphasise.
D= Describe
O=Order etc.
,
•কৌশল-2:
,
আওছাফ অফিসে Enter করার পর তার বস Order করলে Resign করতে। সে Sign না করে জানতে চাইলো Resign করতে বলার কারন।কোনো Answer তো দিলোনা Recommend ও করলোনা। আওছাফ আপসোস করলো আর বল্ল এমন সংবাদ কেন তার কানে Reach করলো। সে অফিস থেকে বেরিয়ে আসলো ভারাক্রান্ত মনে। পথে Meet হলো তার কলিগের সাথে এবং তার বিষয়টি Discuss করলো। কলিগ জানালো অন্যজনকে নিয়োগ দেয়া হয়েছে।
,
Example:
1.
incorrect: He has ordered for a cup of tea.
Correct: He has ordered a cup of tea.
2.
Incorrect: Tania resembles to her father.
Correct: Tania resembles her father.
.
.
.
বিঃদ্রঃ – যখন Enter এর অর্থ আলোচনা/চুক্তি করা হবে তখন Enter into হবে. As- The Govt entered into an agreement with India.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *