book list – কোন বই – কিভাবে পড়বেন – টপ সাজেশন – বুক লিস্ট
সমন্বিত ৭ ব্যাংকের অ্যাডমিট কার্ড প্রকাশ, পরীক্ষা শিগগিরই
**************************************************************
আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
————————————
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক – সহ অন্যান্য ব্যাংক পরীক্ষার প্রস্তুতি!! ভালো প্রস্তুতি নিবেন যেভাবে
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
সামনে বাংলাদেশ ব্যাংক সহ অনেক ব্যাংকের পরীক্ষা। আশা করা যায় পরিস্থিতি ভালো হলে বাংলাদেশ ব্যাংক এর AD সহ অন্যান্য পরীক্ষা হতে পারে। তাই প্রস্তুতি ভালো ভাবে নিন। এখনি পড়াশোনার মোক্ষম সময়, সময়টা কে কাজে লাগান, এগিয়ে থাকবেন ।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪




✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
বিগত কয়েক বছর ধরে ফ্যাকাল্টি বেইজড পরীক্ষা হচ্ছে অর্থাৎ পরীক্ষা কে নিচ্ছে তার উপর নির্ভর করে পরীক্ষার প্যাটার্ন ও ভিন্ন ভিন্ন। যেমন আইবিএ , আর্টস ফ্যাকাল্টি (DU), AUST যেই এক্সাম টেকার হোক না কেন , আগে তাদের বিগত সালের পরীক্ষা গুলোর প্রশ্ন সমাধান করে এনালাইসিস করতে হবে, কিছু প্রশ্ন হুবহু অপশন সহ রেপিট হয়। তাই যদি সম্ভব হয় পরীক্ষার আগেই জানা যে এক্সাম টেকার কে এবং তাদের প্রশ্ন গুলো আগেই ভালো ভাবে সমাধান করলে অনেকটাই সহজ হয়ে যায়।

✪✪✪✪✪✪✪✪✪✪✪
প্রিলির জন্য বিগত কয়েকটি পরীক্ষা এনালাইসিস করে দেখা গেছেঃ


১. সেকশন A: বাংলা (১৫- ১৮ টি ) প্রশ্ন
2. সেকশন B: ইংরেজি (১৫- ১৬ টি ) প্রশ্ন
৩. সেকশন C:গণিত (25 – 35 টি প্রশ্ন )
৪. সেকশন D:সাধারণ জ্ঞান (২০-২২ টি ) ও
৫. কম্পিউটার (৮- ১০ টি ) প্রশ্ন আসে ।
এমসিকিউ পার্ট এর জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার এর কমন টপিক গুলো আগে পড়বেন , যদি বিসিএস বা অন্যান্য চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে বাংলা ও সাধারণ জ্ঞান অনেকটাই কাভার হয়ে যাবে, না হলে গুরুত্বপূর্ন টপিক গুলো ভালো করে পড়তে থাকুন , আর গণিত ও ইংরেজির জন্য কিছু গুরুত্বপূর্ন টপিক আছে যে গুলো থেকে প্রায় প্রশ্ন হয় সে গুলো আগে শেষ করুন , কম্পিউটার পার্ট টি খুবই গুরুত্ব সহকারে পড়ুন, কারণ অন্য সাবজেক্টে খারাপ করলে কম্পিউটার থেকেই কাভার করতে পারবেন।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
বর্তমান সময়ে পরীক্ষার ধরণ অনুযায়ী প্রস্তুতি নিতে হবে তাহলেই আসবে সাফল্য। এখনকার সময় গুলো তে পরীক্ষা হচ্ছে ফ্যাকাল্টি বেইজড, আর আপনি যদি পড়তে থাকেন গতানুগতিক তাহলে যে কোন পরীক্ষার প্রিলিতেই পাশ করা অসম্ভব হয়ে যায় । তাই যে কোন পরীক্ষা দেওয়ার আগে জেনে যাবেন পরীক্ষা কে নিচ্ছে AUST, Arts Faculty অথবা IBA.ওই অনুযায়ী প্রস্তুতি নিন। কিছুদিন আগের বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল পরীক্ষা সহ অনেক পরীক্ষায় হুবহু অপশন সহ বিগত পরীক্ষায় আসা প্রশ্ন থেকে কিছু প্রশ্ন কমন এসেছে , তাই আগে বিগত সালের ফ্যাকাল্টি বেইজড প্রশ্ন শেষ করুন তারপর গতানুগতিক ধারায় পড়তে থাকুন।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪






✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
রিটেনে সাধারণত (২০০) মার্ক এর হয়ঃ





✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪

বই সিলেকশনঃ
✪✪✪✪✪✪✪✪✪✪✪✪
বই সিলেকশন খুব গুরুবপূর্ন একটা বিষয়, কোন প্রকার চটি , সর্টকাট টাইপের বই না পড়ে বেসিক বই পড়ুন ভালো করবেন।কারন এই বইটার উপর ভরসা করেই আপনি পরীক্ষার রুমে যাবেন। যেমন নিজেই যাচাই করেন , ৪১ তম থেকে মিলিয়ে নেন যে বইটি পড়ছেন আসলেই কয়টা কমন ছিল সেই বই থেকে, আমরা হুজুগে বাঙালি, খালি দৌড়াই, আসলে দেখি না যে কোনটা পড়লে বেসিক কাভার হবে, পরীক্ষার ট্রেন্ড একজন অনেকটাই চেঞ্জ , অনেক এডভান্স লেভেলের প্রশ্ন হচ্ছে, তাই বর্তমান ট্রেন্ড অনুযায়ী বই ফলো করা ও পড়াশোনা করলে অনেকটাই এগিয়ে থাকা যায় ।

✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪✪

সাজেশনটি একান্ত আমার বেক্তিগত , ভালো লাগলে লেখাটি শেয়ার, কপি , পেস্ট বা অন্য কোথাও পোস্ট করতে পারেন , কোন রেস্ট্রিকশন নাই , না লাগলে এড়িয়ে যাবেন। সবার প্রস্তুতি ভালো হউক সেই কামনায় ,”একটি ভালো বই ও পরিশ্রম বদলে দিতে পারে আপনার সম্ভবনার দোয়ার ” তাই এখনি শুরু করুন।



ধন্যবাদ ও শুভ কামনা
