সামনের IBA Based Exam গুলোর জন্য যেভাবে প্রস্তুতি নিতে পারেনঃ
সামনের IBA Based Exam গুলোর জন্য যেভাবে প্রস্তুতি নিতে পারেনঃ
কিভাবে কোন টপিক গুলো গুরুত্ব দিবেন-
১.বাংলা গ্রামার (৯-১০ শ্রেণীর ব্যাকরণ অংশ+ George MP3/অগ্রদূত থেকে বিশেষ করে মুখস্ত পার্ট -এককথায় প্রকাশ,বাক্য সংকোচন/বাগধারা ,সমার্থক শব্দ/শব্দের অর্থ,শব্দের শ্রেণীবিভাগ,বানান,পরিভাষা+প্রকৃতি-প্রত্যয়,কারক,সমাস,উপসর্গ,অনুসর্গ,সন্ধি,বিশেষ গুরুত্ব দিন।)
২.বাংলা সাহিত্য-গুরুত্বপূর্ণ সাহিত্যিক+ছদ্মনাম,পত্রিকা,মুক্তিযুদ্ধ,ভাষা আন্দোলন ভিত্তিক লেখা গুলো শেষ করুন।
৩.English Grammar part এ (Spelling,one word substitution,Synonyms,Antonyms,Analogy,Error detection,Fill in the Blanks( preposition,Right form of Verbs) যার জন্য আমার মতে Master বই এনাফ।
৪.গণিত অংশের জন্য (ঐকিক নিয়ম,সংখ্যা,শতকরা,লাভ-ক্ষতি,মুনাফা,নৌকা,ট্রেন,অনুপাত,বীজগাণিতিক রাশিমালা,উৎপাদক,লগ,ধারা,বিন্যাস,সমাবেশ,সম্ভাবনা,পরিমিতি,জ্যামিতি বেসিক অংশে জোড় দিন।) যার জন্য 9-10 শ্রেণীর ম্যাথ বই সাথে আপনি যে গাইড ফলো করেন।
৪.Gk এর জন্য অান্তজার্তিক-সংগঠন,বিভিন্ন খেলাধুলা+ভূগোল অংশের বিভিন্ন সীমানা,যুদ্ধ,গেরিলা সংগঠন,প্রণালী,উপনাম,রাজধানী+বাংলাদেশ এর মুক্তিযুদ্ধ+সাম্প্রতিক অংশে বিশেষ জোড় দিন আপনার পড়া বই থেকে।
৫.ICT এর জন্য MS Word Chapter,operating system,peripherals ইত্যাদি Chapter গুরুত্ব দিন।যার জন্য Self suggestion/Alal computer hour এর সাহায্য নিতে পারেন।
তবে,এসব পড়ার পর বিগত IBA নেওয়া প্রশ্নগুলো শেষ করে ফেলুন।
+পাশাপাশি রিটেন প্রস্তুতি নিয়ে এগিয়ে থাকতে অনুবাদ,ফোকাস,ম্যাথ করতে থাকুন।