সোলার প্যানেল স্থাপন ও সোলার প্যানেল এর দাম ২০২৪

আজকে আমরা সোলার প্যানেল স্থাপন/ইন্সটল ও খুঁটিনাটি বিস্তারিত জেনে নেব এই পোস্ট হতে।
সোলার প্যানেল: 150-120ওয়াট সোলার প্যানেল জেনেটিক/rich/সুপারস্টার = 5-5500৳ [[[.]]]
ব্যাটারি: 95ah-60ah মডেলের পুরাতন রিক্সার/cng/auto ব্যাটারি = 35-3800৳ / নতুন 6 হাজার [[[.]]]
PWM কন্ট্রোলার: ২০/১০এম্পিয়ারের চায়না মরিটা কন্ট্রোলার/ সুপারস্টার কন্ট্রোলার/ walton solar charge controller.[[[7-750৳]]]
Mini Ac Power Inverter: 12V To 220V/Solar Mobile Charger. = [[[২৫০ টাকা]]]

তার(cable): # (১) প্যানেলের জন্য ৭০/৭৬ গেজের ডিসি তার, (২) লাইট-ফ্যান এর জন্য ৪০/৭৬ গেজের ডিসি তার, (৩) ২৩/৭৬ ফ্লেক্সিবল তার দিয়ে ঘরের ভিতরে ওয়ারিং করবেন। # 3000 হাজার টাকা এখানে একটু খরচ বেশি করতে হবে মোটা তার দিবেন. আমার সেটাপ এমন তাঁরে খরচ কম লাগছে মাত্র 5গজ. Vai sob theke valo hoi 70/76 diye panel theke controller pojonto.r controller theke bettery pojonto bettery cable.r room ar wiring korben 40/76 cable diye tahole aktu ohh system loss hobena.tobe panel theke controller pojonto cable ta joto soto dite parben toto valo hobe.[[[.]]]

ফ্যান: সুপারস্টার 18 ওয়াটের ডিসি ফ্যানঃ -৩টা =
লাইট: সুপারস্টার 7 ওয়াটের লাইটঃ ২-টা =
ওয়াট মিটারbuild-power-current-power-analyzer-watt-meter
হোল্ডারঃ-

FAQ:জিজ্ঞাসা-উত্তর

 

# সোলার সিস্টেম, ঘন কোর এর তার অর্থাৎ DC তামার(copper) তার(cable) ব্যবহার করতে হবে। অ্যালুমিনিয়াম এর তার(cable) ব্যবহার করলে হবে না, আবার Ac এর তার(cable) ব্যবহার করলেও হবে না।
[তামার ও অ্যালুমিনিয়াম এর তার(cable) চেনার উপায় হচ্ছে- তামার তারে আগুন ধরে গলে যায় না, কিন্তু অ্যালুমিনিয়াম তারে আগুন ধরে গলে যায়]
# প্যানেল(এর পেছনে ratted current লেখা থাকে) অর্থাৎ যত এম্পিয়ার(amp) লেখা থাকে সেটাকে ২ দিয়ে ভাগ করলে যে মান হয় সে মানের rm তার ব্যবহার করতে হবে।
[ ভোল্টেজের জন্য তার(cable) ঘন হওয়া লাগে না, Amp এর জন্য তার(cable) ঘন হওয়া লাগে]
উদাহরণস্বরপ- 100W 12V এর একটা প্যানেলে কড়া রোদে এভারেজ 5amp কারেন্ট উৎপন্ন করতে পারলে সেক্ষেত্রে আমাদেরকে 2.5 rm(৭০/৭৬ গেজ) এর তার(cable) ব্যবহার করতে হবে।
2.5 rm বা 2.0 rm = (৭০/৭৬ গেজ)
1.20 rm = (৪০/৭৬ গেজ)

সোলার প্যানেল ও ব্যাটারি কতটুকু লাগে?

ব্যাটারির এম্পিয়রের ২গুণ ওয়াট প্যানেল লাগে। উদাহরণস্বরূপ- 50ah ব্যাটারির জন্য 100W সোলার প্যানেল লাগে।

সোলার প্যানেল কোনগুলো কিনব?

অবশ্যই Mono টাইপের গুলা কিনবেন। japan/germany এর একটু দাম বেশি হলেও এগুলা কিনতে পারলে সবচেয়ে ভালো হয়। বাংলাদেশের মধ্যে সুপারস্টার সবচেয়ে ভালো যদিও দাম বেশি। চায়না সবগুলো খারাপ না, ঐগুলো দাম কম হিসেবে দেখেশুনে কিনতে পারেন।

২। rich-solar-mono-200w-12v-made-in-germany

 

extra- সোলার পাওয়ার সিস্টেম স্থাপন

#
আমার ১০০ ওয়াটের প্যানেল,৪৮০০ টাকা,
১২০ এমপিয়ার ডিযে ডিসি ব্যাটারি,৬৩০০ টাকা,
২/৩ টা ১২ ভোল্টের ফ্যান আর ২/৩ টা লাইট চলছে।
সব মিলিয়ে প্রায় ১৫০০০ টাকা খরচ হয়েছে।
#
৩০/৪০ এম্পিয়ারের সোলার ব্যাটারি,
৮৫ ওয়াটের সোলার প্যানেল
১০ এম্পিয়ারের চায়না মরিটা কন্ট্রোলার
প্যানেলের জন্য ৭০/৭৬ ডিসি তার
লাইট ফ্যান এর জন্য ৪০/৭৬ ডিসি তার
৬ আর আর এম ব্যাটারি ক্যাবল
১ টা ফ্যান ৩-৪ টা ৫ ওয়াটের লাইট জ্বালাতে পারবেন
#
১. 10A MPPT controller EPEVER
২. ৮০A হামকো অটোমোবাইল ব্যাটারি
৩. ২৪ ভোল্ট ২০০ ওয়াট প্যানেল
৪. ৪০/৭৬ গেজের ডিসি তার
৫. ৫টা ১২ ওয়াট ডিসি বাল্ব
৬. ২টা ১৬ ইঞ্চি ডিসি ফ্যান
কন্ট্রোলারের বেসিক রিভিউ ভিডিও পেতে চাইলে নক দিতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *