ব্যাংক জবের প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ লেখা
Part-1: MCQ Preparation
Bangladesh Bank এর AD পদের নতুন সার্কুলার হয়েছে এবং ইতোমধ্যে টেন্ডারও হয়েছে। তবে দায়িত্ব কে পাচ্ছে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এবারও খুব সম্ভবত আর্টস ফ্যাকাল্টি-ই পাবে। তবে যে-ই পাক, প্রশ্ন প্যাটার্ন মোটামুটি একই থাকবে। ২.৫ মাসের মতো সময় পেতে পারেন। তাই, দেরি না করে পুরোদমে পড়া শুরু করে দেন।
বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের চাকুরির বিশদ প্রস্তুতি এবং এপ্রোচ সম্পর্কে জানতে অনেকেই আমাকে নক দিয়েছেন। এই পোস্টটি মূলত আপনাদের জন্যই। তবে, সবার এপ্রোচ ও টেকনিক কিন্তু এক রকম না। একেক জনের এপ্রোচ একেক রকম এবং সফলতাও সবার কাছে একই ভাবে ধরা দেয় না। তবে, আমি যতটুকু জেনেছি এবং বুঝেছি, তার আলোকে বলতে পারি যে নিচের এপ্রোচ অনুযায়ী পড়লে আপনি সফলই হবেন, ব্যর্থ হবেন না। আর এই এপ্রোচটি শুধু এডি/অফিসার পদের পরীক্ষার জন্য না, অন্য যে কোনো ব্যাংক বা জবের পরীক্ষার ক্ষেত্রে কাজে দিবে।
প্রথমেই বাংলাদেশ ব্যাংক সম্পর্কে একটু বলি। বাংলাদেশে হাতে গোনা যে কয়েকটা ভালো জব আছে তাঁর মধ্যে বাংলাদেশ ব্যাংকের জব অন্যতম। আর সেটি যদি AD হয়, তাহলে তো সোনায় সোহাগা। প্রথমত, সেন্ট্রাল বাংক এবং দ্বিতীয়ত, প্রথম শ্রেণীর চাকুরি। আপনি যদি আরামদায়ক, চাপহীন এবং ঝুট-ঝামেলা মুক্ত জব করতে চান, BB is undoubtedly the best choice for you. আর ব্যাংকের নানামুখী সুযোগ-সুবিধা এবং সামাজিক মর্যাদা, সম্মান তো আছেই। প্রমোশন ও ট্রান্সফার নিয়ে কোন ঝামেলা নেই। টাইমলি প্রমোশন পেয়ে যাবেন এবং ঢাকা/নিজ বিভাগে পোস্টিং নিতে পারবেন। এডমিন বা পুলিশ এর মতো ক্যাডার সার্ভিসে না যাওয়া বা গিয়েও আবার বাংলাদেশ ব্যাংকে ফিরে আসার মতো অনেক নজির রয়েছে। তাই, আপনি নিঃসন্দেহে সুযোগটি কাজে লাগাতে পারেন। So, get ready for the battle. Mark it that competition for AD exam is one of the toughest competitions. সো, নিজের লেভেল এবং ক্যালিবার টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য হার্ড ওয়ার্ক করেন।
আজকে আমি মূলত এমসিকিউ প্রিপারেশন নিয়ে কথা বলব। এমসিকিউ নিয়ে ডিটেইলড কিছু বলব না। যাস্ট কোন কোন বই পড়বেন ও কী কী পড়বেন সেটা বলে দিব। মনে রাখবেন, MCQ exam just gives you the passport to attend the written exam. It is nothing more than that. তবে আপনাকে মিনিমাম কোয়ালিফায়িং মার্কসটা পেতে হবে। সেটি সাধারণত ৬০-৬৫ এর মধ্যে হয়ে থাকে। আজকে এই মার্কসটি কিভাবে পাওয়া যায় সেটি নিয়ে বলব। তবে সবসময় মাথায় রাখবেন, Your preparation should always be written-centered because written exam is basically the determinant of your getting the job.
এখন মূল কথায় আসি, আপনি কোন কোন বিষয়ের জন্য কী কী বই পড়বেনঃ-
★ বাংলা
# ভাষাঃ ৯-১০ম শ্রেণির ব্যাকরণ বইটি এক কথায় তামাতামা করে ফেলবেন। কিচ্ছু বাদ দিবেন না। তবে কিছু কিছু বিষয়, যেমনঃ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, প্রবাদ প্রবচন, বানান, শব্দের প্রয়োগ-অপপ্রয়োগ, পারিভাষিক শব্দ -এগুলো ভালো কোনো বই থেকে পড়বেন। হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা বা সৌমিত্র শেখর স্যারের ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা হলে ভালো হয়। এমপি- থ্রি/প্রফেসরস থেকেও পড়তে পারেন।
# সাহিত্যঃ এইখানে একটু শর্টকাট বলে দেই। ১১-১২ শ্রেণীর বাংলা সাহিত্য বইটি সংগ্রহ করে সব কবি ও লেখক পরিচিতি পড়ে ফেলবেন। আশা করি, (৮০-৯০)% কাজ হয়ে যাবে। ব্যাংকের পরীক্ষায় সাহিত্য থেকে খুব কঠিন প্রশ্ন আসেনা। সো, এটাই কাজ করবে আশা করি। তবে, আর্টস ফ্যাকাল্টি/আইবিএ প্রশ্ন করলে গুরুত্বপূর্ণ লেখকদের বিস্তারিত সাহিত্যকর্ম এমপি-থ্রি/প্রফেসরস/ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে পড়বেন।
★ ম্যাথ:
# ৬-১০ম শ্রেণির গণিত বই: যাদের বেসিকস দুর্বল তারা এগুলা দিয়ে শুরু করবেন। প্রতিটা অংক বুঝে বুঝে করবেন। দ্যেন নিচের বইগুলা করবেন।
# Saifur’s Math: বইটি অনেক ভালো। পুরোটা শেষ করবেন। অনেক ম্যাথ রিপিটেড আছে বা একই নিয়মের অনেক ম্যাথ আছে। সব করার দরকার নেই। দেখে বুঝে বুঝে করবেন। এটি করলে ম্যাথ ৮০% কাভার্ড হয়ে যাবে।
# Mentor’s Math Q Bank: এই বইটি খুবি ভালো। IBA ভর্তি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের ম্যাথ প্রশ্নের সংকলন। অনেক সুন্দর সুন্দর এবং ট্রিকি ম্যাথ আছে এইটায় যা আপনার ম্যাথের বেসিকস এবং নলেজ অনেক বাড়িয়ে দিবে।
# Agarwal Math: এটি হচ্ছে অন্তিম ওষুধ। বর্তমানে AUST আর Arts Faculty যে হারে কপি পেস্ট করা শুরু করেছে এটি ছাড়া উপায় নেই। বইটি বিশাল। 4k এর মতো ম্যাথ আছে। তবে সব চ্যাপ্টার করতে হবেনা। যে সব টপিক থেকে AUST বা Arts Faculty ম্যাথ দেয় সেগুলা ভালো করে বুঝে বুঝে করে ফেলবেন।
এইখানে একটা কথা আছে যা খুবি গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাথ করার সময় বুঝে বুঝে করবেন এবং MCQ এবং Written- দুই এপ্রোচেই করবেন যেন Written এর সময় আলাদাভাবে প্র্যাকটিস করতে না হয়।
★ English:
# Cliff’s Toefl: বইটি কিনে ফেলুন। সহজ ভাষায় লেখা। পুরোটা ভালো করে পড়ে ফেলুন। গ্রামারের কাজ সেরে যাবে। এটি ভালো করে পড়লে আপনার রাইটিং পার্টেও কাজে দিবে।
# Saifur’s Student Vocab: বইটি অনেক ভালো। আমি পড়েছি। Synonym, Antonym এর কাজ (৮০-৯০)% সেরে যাবে। তবে অনেকে চাইলে GRE Vocab বা Word Smart ও পড়তে পারেন।
# English for Competitive Exam: বইটি অনেক ভালো করেছে। পুরোটা পড়তে পারলে ভালো। One Word Substitution, Analogy, Spelling correction, Fill in the blanks, Appropriate preposition, Idioms & Phrases এখান থেকে পড়ে ফেলবেন।
★ সাধারণ জ্ঞান:
# নতুন বিশ্ব/আজকের বিশ্ব: দুটি বই-ই ভালো। নতুন বিশ্ব কিনতে পারেন। টপিক বেছে বেছে পড়বেন। যে টপিক গুলা সাধারণত পরীক্ষায় আসে সেগুলাই পড়বেন। সব টপিক পড়তে হবেনা। প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে।
# কারেন্ট এফেয়ার্স/ওরাকল জ্ঞানপত্র: সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখান থেকে পড়বেন। প্রতি মাসেই কিনবেন।
★ কম্পিউটার:
# ইজি কম্পিউটার গাইড: এই একটা বই-ই ইনাফ। আর কোনো বইয়ের দরকার নেই। এটি খুব ভালো করে পড়ে ফেলবেন। (৮০-৯০)% কমন পাবেন।
উপরিল্লিখিত বইগুলার পাশাপাশি অবশ্যই অবশ্যই “সকল সরকারি এবং বেসরকারি ব্যাংকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি” ব্যাখ্যাসহ পড়ে ফেলবেন। এইখান থেকে অনেক কমন পাবেন। ‘Professor’s Job Solution’ বইটি কিনতে পারেন।
আজকে আর কিছু বলছিনা। খুবি দ্রুত লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সবার জন্য শুভকামনা রইল।।
শুভকামনায়-
রাজু পাল
সহকারী পরিচালক
বাংলাদেশ ব্যাংক
(সংগৃহীত লেখা)