GRE Completed Guideline in Bangla (+Ebook list) | Target 320+

Latest Updated: Shorter GRE Guideline Bangla with pdf books
(Target 320+)

হ্যালো বন্ধুরা, ভবিষ্যতে যাদের জিআরই পরীক্ষা দেওয়ার প্ল্যান আছে তাদের জন্য আজকের এই কনটেন্টটি অনেক বেশি হেল্পফুল হবে হলে মনে করি।

COURSE DESCRIPTION

GRE নিয়ে আমাদের একটি পূর্ণাঙ্গ paid কোর্স রয়েছে. GRE পরীক্ষার ফরম্যাট, পরীক্ষার কোন কোন স্কিল দরকার, পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রস্ততি নিতে পারি, পরীক্ষার জন্য ফ্রি টুলস, পরীক্ষার Preparation এর জন্য সকল টেকনিক, টিপস এন্ড ট্রিকস নিয়ে এই ভিডিও টিউটোরিয়াল কোর্স!

জিআরই জেনারেল টেস্টের পূর্ণাঙ্গ প্রস্তুতির অংশ হিসাবে ১০০ দিনের ১০০ টি ক্লাসের পূর্ণাঙ্গ এ Online Premium Course এর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া আছে। আশা করি স্টুডেন্টদের প্রত্যাশা মেটাতে সক্ষম হয়েছি।

বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে Graduate School/Varsity-গুলোতে Apply করার সময় আপনার GRE Score লাগবে। GRE আসলে কী? কেন নেওয়া হয়? কোন ক্ষেত্রে কাজে লাগে?
কিভাবে প্রস্তুতি নিতে হয়? GRE পরীক্ষা কতবার দেওয়া যায়, GRE এর Overall Fees, Minimum GRE Score Requirements, Score & Admission Requirements কেমন?
এই সব পেয়ে যাবেন এই কোর্সের ভিডিওতে!

আজকের এই ১ম কনটেন্ট এর মাধ্যমে আমরা জানবো-

  • জিআরই নিয়ে A to Z খুঁটিনাটি সকল কিছু জানব,
  • জানব- ওভারঅল জিআরই ফরম্যাট, পরীক্ষার আগে কি কি ধাপ ফলো করা উচিত সেগুলো নিয়ে।
  • 𝐆𝐑𝐄 এর কোর্সে Target থাকবে কিভাবে 320+ করা যায়। এজন্য স্টাডি প্লান, রুটিন প্লান, ও কি কি ম্যাটেরিয়ালস থেকে প্রাকটিস করা উচিত তাও জানব।
  • 𝐆𝐑𝐄 এর নতুন ভার্সনে সিলেবাস একই থাকলেও, পড়াশোনার ধরনে একটু পরিবর্তন করে অল্প পড়ে অনায়াসে অনেক ভালো রেজাল্ট করা যায়।
  • GRE এর সকল টেকনিক ও Format এর প্রবলেম Solving!

আর, পেইড কোর্সে সকল AWA, Verbal, Quant সেকশনের টিপস অন ট্রিক্সস নিয়ে ভিডিও টিউটোরিয়াল তো আছেই!

GRE কি?

GRE অর্থাৎ graduate record examinations হচ্ছে একটা স্ট্যান্ডারাইজ পরীক্ষা যার এর মাধ্যমে আমরা গ্রাজুয়েট স্কুলের এডমিশনের জন্য এপ্লাই করতে পারি।  যাদের একাডেমিক সিজিপিএ কম, তাদের জন্য এটা বেশ সুখবর। এ এক্সাম এর স্কোরটা বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের গ্রাজুয়েট-বিজনেস-ল প্রোগ্রাম(মাস্টার্স-পিএইচডি এডমিশন ফান্ডিং) এর জন্য রিকোয়ারমেন্ট হিসেবে চেয়ে থাকে। GRE প্রশ্ন কারা করে? – ETS

পরীক্ষা পদ্ধতিঃ জিআরই পরীক্ষা দুই ধরনের হয়ে থাকে- GRE Subject Test ও GRE general test

এটা একটা MCQ আকারের কম্পিউটার বেজড পরীক্ষা, যেসব সেন্টারে কম্পিউটার এভেইলেবল না সেখানে পেপার বেজড পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা দেওয়ার ৮-১০ দিন পরে scoreটা হাতে পাওয়া যায়। সেন্টার- পান্থপথের US Software Ltd এক্সাম ভেন্যু  etc

এক্সাম ফিঃ জিআরই রেজিস্ট্রেশন ফ্রি ২২০ ডলার, বছরে ৫ বার দেয়া যায়। একবার এক্সাম দিয়ে দেখুন। সেকেন্ড টাইম এক্সামে ৭০ ডলার ডিসকাউন্ট পাবেন। আপনার টেস্ট এক্সাম reschedule করতে চাইলে 50 ডলার এক্সট্রা পপে করতে হবে। (একাউন্ট খুলতে হবে www.gre.org তে গিয়ে। এটার জন্য রেজিস্ট্রেশন করতে খরচ পড়বে 220 ডলার। Credit Card এর মাধ্যমে পেমেন্ট করতে হয়)

  • একবার পরীক্ষা দিলে 4 টা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়, পরবর্তী প্রতিটি ভার্সিটিতে পাঠাতে লাগে 25 ডলার করে;
  • GRE বছরে পাঁচবার দেয়া যায়, কিন্তু একবার দেয়ার পরবর্তী 30 দিনের মধ্যে আর দেয়া যায়না।
  • Exam centre – American Alumni Association (AAA), House# 145, Road 13B, Block # E, Banani, Dhaka

Gre Score Validity: 5 years.

পরীক্ষার আগে কি কি ধাপ ফলো করা উচিত?

<>— ৩-৪ মাসের স্টাডি প্ল্যান তৈরি করতে হবে (অনলাইন ও অফলাইন রিসোর্সগুলোকে সঠিকভাবে ইউটিউলাইজ করতে হবে)

<>— যথাযথ সময়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে, জিআরই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় Passport, NID Card , Order Confirmation mail er printed copy অবশ্যই সাথে করে আনবেন.

<>— টুলসঃ

  • Powerprep Preview Tool (পরীক্ষার সময় যেসব টুলস ব্যবহার করতে হবে ওগুলোর সাথে পরিচিত হয়ে নেয়ার জন্য এ টুল)
  • Powerprep Online (এর মাধ্যমে ২টা ফ্রি Test দেয়া যাবে, রিয়েল এক্সাম কেমন হয় তা জানার জন্য এ টুলস গুলো আপনাকে করবে)
  • ইটিএস(Website) আপনার জন্য ২ টি ফ্রি মডেল টেস্ট পরিক্ষার ব্যবস্থা করে রেখেছে যার প্রশ্ন হুবহু মুল পরিক্ষার প্রশ্নের মতই আসে। মুল পরিক্ষা ঠিক যেভাবে হয় সেভাবেই আপনি রুমে বসে আপনার কম্পিউটারে পরিক্ষা দুটো দিতে পারবেন। আর এখানে যা মার্ক পাবেন বিশেষ করে দ্বিতীয়টাতে, ফাইনালি আপনার মার্কের ভেরিয়েশন ±২ এর বেশি হবে না। ৩৪০ এ ±২ মানে শতকারা এটি ১% এরও কম। তাহলে এক্সাম হলে যাওয়ার আগেই আপনি জেনে গেলেন আপনি কেমন মার্ক পেতে যাচ্ছেন!

𝐆𝐑𝐄 Exam Format: Target Score 320+ (out of 346)

এর রুট সেকশন(part) ৩টি- Analytical Writing (রচনা), Verbal Reasoning (ইংরেজি), Quantitative Reasoning (গণিত)

Sections(Part) Total Number of Questions Allotted Time GRE Score Range
Analytical Writing (One section) One “Analyze an Issue” task 30 minutes  0–6, in half-point increments
Verbal Reasoning (Two sections) Section 1: 12 questions

Section 2: 15 questions

Section 1: 18 minutes

Section 2: 23 minutes

130–170, in 1-point increments
Quantitative Reasoning (Two sections) Section 1: 12 questions

Section 2: 15 questions

Section 1: 21 minutes

Section 2: 26 minutes

130–170, in 1-point increments
জিআরইতে কি রাফ শিট দেওয়া হয়? GRE পরীক্ষা কেন্দ্রে, এডুকেশনাল টেস্টিং সার্ভিস(ETS) আপনাকে একটি পেন্সিল সহ ইনভিজিলেটর দ্বারা একটি ডেডিকেটেড স্ক্র্যাচ পেপার বুকলেট প্রদান করবে। এই ফাঁকা শীটগুলি, পরীক্ষার একটি অফিসিয়াল অংশ নয়, পরীক্ষার সময় গণনা, ডায়াগ্রাম এবং নোটের জন্য আপনার ব্যক্তিগত কর্মক্ষেত্র হিসাবে কাজ করে।

Total time: 1 hour 58 minutes. (প্রত্যেক প্রশ্ন solve করার জন্য ১ / ১:৩০ মিনিট সময় পাওয়া যায়)

Question patterns: ১টি issue task প্রশ্ন + ২৭ টি verbal প্রশ্ন + ২৭ টি quant প্রশ্ন. [৫৫টি]

Total marks: 346 (6+170+170) [মূলত score 86]

Scoring Pattern: সব মিলিয়ে ৩৪৬ নাম্বারের পরীক্ষা(Analytical Writing এ 6 নম্বর, Verbal এ 170 নম্বর ও Quantitative এ 170 নম্বর। তিনটি পার্ট মিলিয়ে ৫৫ টি প্রশ্ন করা হয়(Analytical Writing এ ১টি + verbal এ ২৭টি + quant এ ২৭টি)।

GRE এর স্কোর শুরুই হয় 260 নম্বর থেকে অর্থাৎ আপনি কিছু না লিখেও পরীক্ষায় এটেন্ড করলে ২৬০ নম্বর পেয়ে যাবেন। বাকি থাকল যা মূলত নম্বর = ৮৬(Analytical Writing ১টির জন্য ৬নম্বর + Verbal ২৭টির জন্য ৪০ নম্বর + quant ২৭টির জন্য ৪০নম্বর)।
verbal ও quant এর বেলায়, প্রতিটা সেকশনে ২৭টি প্রশ্নের জন্য raw score ১ করে মোট ২৭ point হলেও, এই ২৭ point গুলো raw score থেকে বেড়ে গিয়ে final score দাঁড়াবে 0-40 (each section) তে। কারণ এটা একটা adaptive Testing পরীক্ষা, ets কর্তৃপক্ষ scale করে আপনার এ score নির্ধারণ করবে। আপনি যদি কঠিন প্রশ্নগুলোর উত্তর সঠিক দেন তাহলে বেশি মার্ক পাবেন, আর সহজ প্রশের বেলায় উল্টা ঘটনা।

Verbal আর Quantitative মিলিয়ে মিনিমাম average স্কোর বলতে 300+ এবং ভালো স্কোর বলতে 315+ বোঝায়। Analytical এ 3 এর ওপরে পাওয়া উচিৎ। আপনার যদি আগের old pattern GRE তে স্কোর থাকে, তাহলে সেটাকে নতুন GRE তে convert করে নিন এখান থেকে, ETS conversion

Total sections: five. (পরীক্ষায় প্রশ্নপত্র- হয় A-QVQV এভাবে আসে, নতুবা A-VQVQ এভাবে আসে।)

Scoring: GRE হচ্ছে Multi-Stage Test. অর্থাৎ, Verbal ও Quantitative এর পরীক্ষা হবে একের অধিক (সচরাচর দুই) ধাপে। প্রথম ধাপে আপনার পারফর্ম্যান্স এর ওপর পরবর্তী ধাপের difficulty level নির্ধারিত হবে। অর্থাৎ, আপনি যদি দুপুরে ১ কেজি চালের ভাত খেতে পারেন, তাহলে রাতে দেখবে আপনার পাকস্থলী আসলেই কত বিশাল। ডিনারে দেড় কেজি চাইলের ভাত খেতে দেবে। দুপুরে যদি ১ কেজিই না খেতে পারেন, তাহলে রাতে দেবে ৫০০ গ্রাম।

  • (Verbal+Quantএর) প্রথম পার্ট সেকশনের ডিফিকাল্টিঃ মধ্যম
  • (Verbal+Quantএর) দ্বিতীয় পার্ট সেকশনের ডিফিকাল্টিঃ সহজ / মধ্যম / কঠিন

বি:দ্রঃ মূলত পরীক্ষায় প্রথম পার্ট সেকশনে, আপনি কেমন আনসার করতে পেরেছেন, সে পার্ফরমেন্সের উপর ভিত্তি করে সফটওয়্যার অটোম্যাটিকালি দ্বিতীয় পার্ট সেকশনের ডিফিকাল্টি লেভেল ঠিক করে। এজন্য GREকে সেকশন এডাপ্টিভ টেস্ট বলা হয়, কারণ-

  • প্রথম সেকশন পার্ট আপনার খুব ভালো হলে দ্বিতীয় সেকশন পার্ট কঠিন হবে। (তখন, দ্বিতীয় সেকশনে আপনি যে কয়টি আনসার করতে পারবেন সেগুলো থেকেও দুই-এক নাম্বার বেশি পেতে পারেন)
  • প্রথম পার্ট সেকশন আপনার খুব খারাপ হলে দ্বিতীয় পার্ট সেকশন সহজ হবে (তখন, দ্বিতীয় সেকশনে আপনি সবগুলো আনসার করতে পারলেও সেক্ষেত্রে ফুল মার্ক নাও পেতে পারেন অর্থাৎ দুই-এক নাম্বার কম পেতে পারেন)
  • প্রথম পার্ট সেকশন আপনার মোটামুটি(মধ্যম) হলে দ্বিতীয় পার্ট সেকশনও মধ্যম হবে।

আর একারনেই জিআরই তে প্রতিটা মার্কই আলাদা তাৎপর্য বহন করে। তাই জিআরই তে যে ব্যক্তি ৩১০ পায় আর যে ৩১২ পায় তাদের মার্কের ডিফারেন্স মাত্র ২ মনে হতে পারে কিন্তু এই ২ মার্ক বেশি পেতে হলে অনেক কাঠ-খড় পোড়াতে হয়।
আর ইটিএস এটার মূল্যও দেয় তাই তারা স্কোরের পাশাপাশি আপনাকে আরো একটা জিনিস দেয় সেটা হল পার্সেন্টাইল। ধরেন, আপনি কোয়ান্টে পেয়েছেন ১৬৭ আর আপনার পার্সেন্টাইল হল ৯৪ তাহলে বুঝতে হবে সারা বিশ্বে এযাবৎ যারা জিআরই দিয়েছে তার ভিতর ৯৪% মানুষের স্কোর আপনার চেয়ে কম। একথা বলার অপেক্ষা রাখে না যে, আপনার স্কোর যত বেশি হবে আপনার পার্সেন্টাইলও তত বেশি হবে।

পরীক্ষার রুটিনঃ (অনেকটা এই রকম) Analytical writing section > 1 minute break > Verbal > Quantitative > 10 minute break > verbal > quantitative > an experimental section. এই এক্সপেরিমেন্টাল সেকশনটা verbalও হতে পারে, আবার quantitativeও হতে পারে।

পরামর্শঃ

(১) একগাদা মেটেরিয়াল বাদ দিয়ে কোয়ালিটিফুল নির্দিষ্ট ২-৩টা বই পড়াই যথেষ্ট। (যেমন- ets official, 𝐌𝐚𝐧𝐡𝐚𝐭𝐭𝐚𝐧, kmf)

(২) নির্দিষ্ট টেকনিক ঠিক রেখে প্র্যাকটিস করা ও mock test দিয়ে নিজের প্রগ্রেস ট্রাক করা।

মোটামুটি নিচে দেয়া এই বইগুলো শেষ করে তারপর পরীক্ষা দিলে একটি ভালো স্কোর আশা করা যেতে হবে. প্রাকটিস করতে হবে প্রতিদিন. প্রতিটি প্রশ্ন কি করে সমাধান করবেন তার জন্য নিজের একটি স্ট্রাটেজি তৈরী করুন. একমাত্র প্রতিদিনের অনুশীলনই পারবে আপনাকে এই ধরণের স্ট্রাটেজি বের করতে.

প্রস্তুতি ধাপসমূহঃ (১০০ দিনের প্রস্তুতি)

দৈনিক কতক্ষণ পড়বেন- প্রতিদিন ৩ ঘণ্টা করে। একটানা পড়লে প্রতি ঘণ্টা শেষে কমপক্ষে ১০ মিনিট করে বিরতি দিবেন।
• প্রথম ৩০ দিন(১ম মাস):::- Quant অংশে, ”Basic Concept/Knowledge”, “Important Formulas” এবং “Shortcut Techniques” এই তিনটি অংশ ভালোভাবে শেষ করে ফেলবেন।
• পরবর্তী ৩০ দিন(২য় মাস):::- Quant অংশে, প্রতিদিন গড়ে ১০০টা করে অংক করবেন। তাহলে ২৫ দিনে ২৫০০টি অংক শেষ হয়ে যাবে। প্রতিটি অংকে আপনি গড়ে ১০৮ সেকেন্ড করে সময় পাচ্ছেন, তাই ভয়ের কিছু নেই।
• শেষ ৩০ দিন(৩য় মাস):::- যতগুলো সম্ভব মক টেস্ট পরীক্ষা দিবেন।

৩টি Sections(Part) নিয়েই বিস্তারিতঃ-

𝐏𝐚𝐫𝐭 𝟏: 𝐀𝐧𝐚𝐥𝐲𝐭𝐢𝐜𝐚𝐥 𝐖𝐫𝐢𝐭𝐢𝐧𝐠 𝐀𝐛𝐢𝐥𝐢𝐭𝐲(AWA) – 𝐈𝐬𝐬𝐮𝐞 𝐓𝐚𝐬𝐤

সময়ঃ ৩০ মিনিট

প্রশ্নঃ ১টি(issue task) Writting আসবে।

মার্কঃ 0–6, in half-point increments. (6 এ হয়ে থাকে, 500-750 words শুদ্ধভাবে লিখতে পারলে ভালো স্কোর পাওয়া সম্ভব। এ question type এর answer আমাদের typing করে লিখতে হবে। একটা বক্স দেয়া থাকে, ঐটায় আনসার লিখতে হবে।)

প্রশ্নের ধরণঃ 100-150 টার মত টপিক থেকেই এই সেকশনের প্রশ্নগুলো এসে থাকে। মজার বিষয় হচ্ছে- এটার question গুলো ETS এর website এ পিডিএফ বইতেই ওপেনলি দেয়া আছে। full of issue pool topic pdf // gre issue essay sample pdf লিখে গুগল সার্চ করলে pdf টা পাওয়া যাবে।

এটা অনেকটা ielts এর 2nd task: Do you agree or dissgree টপিকটার মত Argument টাকে logically grow করতে হয়।

https://www.prepscholar.com/gre/blog/gre-issue-essay-tips/

বই (প্রস্তুতি)

শুধুমাত্র (ETS) issue pool pdf (issue task) বইটা পড়াই যথেষ্ট।

অথবা,

এই 𝐩𝐚𝐫𝐭 আনসার করার জন্য 𝐕𝐢𝐛𝐫𝐚𝐧𝐭 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫𝐬 এর ৩টা বই:- 𝐆𝐑𝐄 𝐰𝐫𝐢𝐭𝐢𝐧𝐠 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐛𝐨𝐨𝐤 𝟏,𝟐,𝟑 থেকে শুধুমাত্র issue টাস্কগুলো পড়লেই যথেষ্ট। এছাড়াও, এটাও দেখতে পারেন-https://nextopusa.com/resource/uploads/2015/08/ESSAY-ANSWERS.pdf

অথবা,

android appstore থেকে GRE AWA Android App টা থেকে পড়লে হবে।

𝐏𝐚𝐫𝐭 𝟐: 𝐕𝐞𝐫𝐛𝐚𝐥 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠

বিস্তারিত- পরের এ পার্টে দেওয়া আছে

𝐏𝐚𝐫𝐭 𝟑: 𝐐𝐮𝐚𝐧𝐭𝐢𝐭𝐚𝐭𝐢𝐯𝐞 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠 (Atleast, 160 পেতে হেল্প করবে এমন সাজেশন)

বিস্তারিত- পরের এ পার্টে দেওয়া আছে

Mock Test + Progress Tracking: নিজেকে যাচাই ও প্রস্তুত

  • ETS এর অফিসিয়াল ফ্রি PP1 ও PP2 এই দুইটা Mock Test দিতে পারেন। এটাতে যে স্কোর পাবেন মেইন এক্সামেও ঐরকমই একটা স্কোর পাবেন, নিজেকে যাচাই করার এটা একটা সুবিধা।
  • GREGmath সাজেস্ট করব না, কারণ এটার paperbased, paperdelivered এর mock test প্রশ্নগুলো verbal এর ক্ষেত্রে repeat হয়, যার কারণে mock টেস্টে ১৫০ পেলেও দেখা যায় যে main এক্সামে ১৪০-১৪২ পেয়েছে।

# Online(বই ও ওয়েবে) অথবা physically Center থেকে mock test দিয়ে নিজেকে যাচাই করতে পারেনঃ-

১। physically Center এ যেখান থেকে মক টেস্ট দিতে পারেন:-ঢাকায় luminous এ দিতে পারে।

২। Online(বই ও ওয়েবে) এ যেখান থেকে মক টেস্ট দিতে পারেন:-

 

 

From Book

Company

Rating(Out Of 10)

Number of Mock Test

ETS Official GRE Guide

8

2

ETS Official GRE Quantitative

Reasoning

8

3
 

Online

Manhattan 5 LB

8

3

ETS GRE Powerprep

8.5

2

ETS GRE Powerprep Plus

9.5

3

Manhattan GRE Test

8

6

Total = 19

উদাহরণস্বরূপ, এক ভাইয়ের GRE Quant Mock Test Result নিচে দেওয়া হল-

Brand Name

Exam Name

Exam Name

GRE Quant Score

Correct Questions

Total

Section 1

Section 2

ETS Official GRE

Practice Test 1

20.07.2019

43 (50)

20 (25)

23 (25)

ETS Official GRE

Practice Test 2

23.07.2019

——–

49 (50)

25 (25)

24 (25)

Manhattan

Revised GRE 1

26.10.2019

163

35

17

18

Manhattan

Revised GRE 2

31.10.2019

161

32

17

15

Manhattan

Revised GRE 3

02.11.2019

161

33

17

16

ETS Powerprep

Practice Test 1

06.11.2019

161

33

16

17

Manhattan

Revised GRE 4

08.11.2019

163

35

17

18

Manhattan

Revised GRE 5

12.11.2019

160

29

16

13

ETS Powerprep

Practice Test 2

13.11.2019

167

38

19

19

ETS Powerprep+

Practice Test 3+

14.11.2019

167

35

19

16

এরকমভাবে ৪৬ সেট মক প্রশ্ন থেকে (শুধুমাত্র কোয়ান্ট) প্রাক্টিস করতে হবে।

প্রগ্রেস ট্র্যাকিং এন্ড প্র্যাকটিসঃ শুধু পড়লেই হবে না,আপনাকে প্রতিদিন মকটেস্ট দিয়ে নিজের প্রগ্রেস দেখতে হবে, আমাদের ৬৫ দিনের মক টেস্ট এর এক্টা প্রোগাম চলছে, ছাত্রদের জন্য খুবই ইফেক্টিভ হবে,৩৫ জন ইতিমধ্যে মক টেস্ট প্রোগ্রামে আছেন!

মক টেস্ট এর মাধ্যমে পর্যায়ক্রমে নিজেকে আপডেট করার উপায়-

Power play ১: প্রথম ধাপে কি কি ভুল হয়েছে ও কতটা উন্নতি হয়েছে তা নোট করা

Power play ২: দ্বিতীয় প্রথম ধাপে কি কি ভুল হয়েছে ও কতটা উন্নতি হয়েছে তা নোট করা

এভাবেই পর্যায়ক্রমে track করা………

RESOURCES: All

RESOURCES: Books Pic

(ets এর অফিসিয়াল ৩টা বই আছে)

ETS এর un-official আরেকটি বই হচ্ছে- GRE Big Book টা।

RESOURCES: Videos (YT Channel BD for GRE)

এছাড়া-

GRE আসলে কী? কেন নেওয়া হয়? | Study Abroad | Munzereen Shahid


RESOURCES: Pdf, Articles links

Book list 1:

AWA Book: https://drive.google.com/drive/folder…

GRE BigBook: https://drive.google.com/file/d/1fsLA…

ETS Verbal Reasoning: https://drive.google.com/file/d/1lgT6…

ETS Official Guide: https://drive.google.com/file/d/1RNgG…

ETS Paper Based+ Paper Delivered: https://drive.google.com/file/d/1EDA0… https://drive.google.com/file/d/1KZr_…

ETS Qauntitative Reasoning: https://drive.google.com/drive/folder…

429 TCSE: https://drive.google.com/file/d/1rbFt…

129 TBTC: https://drive.google.com/file/d/1CvWc…

500 Quant: https://drive.google.com/drive/folder…

600 Quant: https://drive.google.com/drive/folder…

Manhattan 1-6: https://drive.google.com/drive/folder…

Manhattan 5lb: https://drive.google.com/drive/folder…

Bobmillar: https://drive.google.com/drive/folder…

McGraw 500: https://drive.google.com/drive/folder…

350 RC: https://drive.google.com/file/d/1CoWE…

Book list(Extra):

KMF 1147 solution pdf, Dalao

GREGMAT
MAGOOSH
SCHOLARDEN
&
MOCK TEST
MOCK TEST
MOCK TEST
এর সাথে নিজেক Align করেন, ভালো স্কোর করতে পারবেন!!
রিসোর্চ(WEBsite)- 
  1. https://www.ets.org/gre
  2. https://magoosh.com/gre/
  3. https://crunchprep.com/gre
  4. https://www.vocabulary.com/
  5. https://mnemonicdictionary.com/
  6. https://www.majortests.com/gre/

Important Android APPS:

  • 01. GRE Vocabulary Flashcards
  • 02. Vocabulary Builder – Test Prep
  • 03. Quizlet: Learn Languages & Vocab with Flashcards
  • 04. GRE Bangla
  • 05. Bangla Dictionary
  • 06. Mental Math Practice
  • 07. Ready4 GRE (Prep4 GRE)

আর্টিকেলগুলো পড়তে পারেন-

নিচের লিংক থেকে ইসহাক খানের লেখা links-

☑ স্টুডেন্টদের সাধারণ দুর্বলতা – পার্ট ১ – Vocabulary
☑ স্টুডেন্টদের সাধারণ দুর্বলতা – পার্ট ২ – Analytical Writing
☑ স্টুডেন্টদের সাধারণ দুর্বলতা – পার্ট ৩ – Reading Comprehension
☑ স্টুডেন্টদের সাধারণ দুর্বলতা – পার্ট ৪ – Speaking (TOEFL)
☑ Originality of writing: এসওপি, এলওআর, ইমেইলিং প্রফেসরস, সিভি ও রেজুমে (১ম খণ্ড)
☑ Originality of writing: এসওপি, এলওআর, ইমেইলিং প্রফেসরস, সিভি ও রেজুমে (২য় খণ্ড)
☑ Customized Routine: নিয়মিত ফলো করা (১ম খণ্ড)
☑ Customized Routine: নিয়মিত ফলো করা (২য় খণ্ড)
☑ আমার জন্য সঠিক রাস্তা কোনটা: বিদেশ, জিআরই, স্বদেশ, বিসিএস, চাকরি?
☑ রেকমেন্ডেশন বিড়ম্বনা!
☑ Research: রিসার্চ বা গবেষণা
☑ ইউএস অ্যাম্বেসির ভেতরের পরিবেশ এবং স্টেপগুলো
☑ ইংরেজিতে দক্ষতা এবং কিছু স্ট্র্যাটিজি
☑ Teaching: শেখা ও শেখানো, দেয়া ও নেয়া
☑ ইউএস ভিসা পাওয়া না পাওয়া এবং হায়ার স্টাডির কিছু পয়েন্ট
☑ জিআরই এবং টোফেল: হায়ারস্টাডির প্রস্তুতি হোক স্ট্র্যাটিজিক্যালি (পার্ট- ১)
☑ জিআরই এবং টোফেল: হায়ারস্টাডির প্রস্তুতি হোক স্ট্র্যাটিজিক্যালি (পার্ট- ২)
☑ জিআরই এবং টোফেল: হায়ারস্টাডির প্রস্তুতি হোক স্ট্র্যাটিজিক্যালি (পার্ট- ৩)
☑ জিআরই এবং টোফেল: হায়ারস্টাডির প্রস্তুতি হোক স্ট্র্যাটিজিক্যালি (পার্ট- ৪)
☑ আমার অভিজ্ঞতা: জিআরই প্রস্তুতি এবং পরীক্ষা
☑ আমার অভিজ্ঞতা: টোফেল প্রস্তুতি এবং পরীক্ষা
☑ আমেরিকায় উচ্চশিক্ষা এবং দরকারি কৌশল

প্রস্তুতি : All

প্রস্তুতি ১: Guideline Teqnique 2 – (capacity vs. capability)

১. যাদের বেসিক ভালো তাদের জন্য ফুল-টাইম প্রস্তুতির রুটিন :

যাদের বেসিক ভালো কিন্তু যারা ফুল-টাইম প্রস্তুতি নিবেন তারা শুরু করবেন এইভাবে –

<> প্রথম ২ সপ্তাহের মধ্যে Touhidur Rahman’s Special Magoosh 1400+ বইটি ভালো করে পরে ফেলতে হবে. শব্দ এবং তার অর্থ কেবল বুঝে বুঝে পড়তে হবে, মুখস্ত করার দরকার নেই. এই প্রসঙ্গে বিগত পর্বগুলোতে বলা হয়েছে.
<> তারপর শুরু করতে হবে ETS Official GRE Guide অনুশীলনের মাধ্যমে. ২ সপ্তাহের মধ্যে বইটি শেষ করতে হবে.
<> তারপর পড়তে হবে Official Verbal guide এবং Official Quant guide . এই বইগুলো শেষ করতে হবে ২-৩ সপ্তাহের মধ্যে.
<> এর পর শুরু করতে Manhattan 5lb থেকে অনুশীলন করা. এই রকম অনুশীলন করতে হবে ৩-৫ সপ্তাহ. পাশাপাশি AWA এর জন্যও অনুশীলন করতে হবে প্রায় ২ সপ্তাহের মতো.
<> শেষের দিকে ১-২ সপ্তাহ রাখতে হবে শেষের একদম প্রস্তুতির জন্য. এই সময় কেবল অফিসিয়াল গাইড থেকে random basis এ অনুশীলন করে নিজের প্রস্তুতি দেখতে হবে. আরো ভালো হয় যদি ETS GRE Powerprep Software/CD দিয়ে পরীক্ষা দেয়া যায়.

২ . যাদের বেসিক ভালো নয় তাদের জন্য ফুল-টাইম প্রস্তুতির রুটিন :

যাদের বেসিক ভালো নয় কিন্তু যারা ফুল-টাইম প্রস্তুতি নিবেন তারা শুরু করবেন এইভাবে –

<> প্রথম ১ থেকে ২ মাস Khairul’s Basic Math এবং Touhidur Rahman’s Special Magoosh 1400+ ভালো করে শেষ করবেন.
<> তারপর পরবর্তী ১ মাস GRE Bigbook থেকে reading comprehension অনুশীলন করবেন. পাশাপাশি Mondol’s Magic Math থেকে গণিতের শর্টকাটগুলো শিখবেন.
<> তারপর পরবর্তী ২ মাসের মধ্যে ETS Official GRE Guide এবং Manhattan 5lb বইগুলো শেষ করতে হবে.
<> এরপর আরো ২ মাসের মধ্যে Official Verbal guide এবং Official Quant guide শেষ করতে হবে. পাশাপাশি AWA এর জন্যও অনুশীলন করতে হবে প্রায় ৪ সপ্তাহের মতো.
<> সবশেষে নিজের স্কোর এবং ভুল-ত্রূটিগুলো চেক করে নিতে হবে ETS GRE Powerprep Software/CD ব্যবহার করে.

প্রস্তুতি ২: (সম্পূর্ণ গাইড)

প্রস্তুতি পর্বঃ কি বই পড়বেন?

বাজারে অন্তত ১৫ থেকে ২০ টা GRE স্পেসিয়ালাইজড বই আছে, সব বই আপনি পড়ে শেষ ও করতে পারবেন না, আর বেশির ভাগ বইয়েই ঘুরেফিরে একই কথা লিখছে।

তবে শুরুটা ETS Official Guide এবং Manhattan 1-8 দিয়ে করা ভাল, বিশেষ করে Manhattan এর ম্যাথ পার্ট টা। আমি যখন শুরু করি তখন আমার প্রতিটা যোগ-বিয়োগ এ ৫ মিনিট লাগত, আর এটা শেষ করার পর নোভা ম্যাথ ভাইবেল ৪ দিনে শেষ করছি। তারপর Quant এর জন্য Math Bible আর 5.LB ই এনাফ, যদি ও আমি 5.LB শেষ ও করতে পারি নাই। Verbal এর জন্য BIG BOOK অনেক ভাল শুনছি, যদি ও আমি পড়ার টাইম পাই নাই। তবে সবচেয়ে ভাল হয় ETS Official Verbal Reasoning প্রাকটিস করতে পারলে। কারন এটাতে তাদের লজিক গুলা বোঝা যায়। আর সব শেষে Princeton-1004। এইতো এইগুলা পড়লেই আমার মতে এনাফ। তবে হ্যা বুঝে পড়া লাগবে, লজিক গুলা ধরা লাগবে। আর না বুঝে পড়লে আরো ১০টা বই পড়ে ও লাভ হবে না।

প্রস্তুতি কত দিন নিব?

আমি ৩ মাস আগে রেজিস্ট্রেশন করে পড়া শুরু করছিলাম, এর আগে আমি GRE এর G ও জানতাম না। এক বন্ধুর বুদ্ধি (বা কুবুদ্ধি) আর নিজের সম্পর্কে আবগত থাকায় জানতাম পিছনে আগুন না লাগলে আমার দ্বারা কিছুই করা সম্ভব না, তাই আগে রেজিস্ট্রেশন পরে পড়া। তবে শেষের দিকে আমার মনে হইছে ৩ মাস অনেক কম ,আপনার হাতে সময় আর বেশি দিন লেগে থাকার মত ধৈর্য থাকলে আপনি যত বেশি ইচ্ছা সময় নিতে পারেন।

শেষ মুহুর্তের পস্তুতিঃ

পরিক্ষার ১৫ দিন আগে মোটামুটি আপনার জানার কাজ শেষ (আই মিন বই পড়া) এখন শুধু নেট প্রাকটিস এর সময়। Power Prep II এর প্রথম টেস্ট আগে দিয়ে দিলে ভাল, না হলে এটা দিয়ে শুরু, তারপর একে একে Manhattan, Kaplan, Princeton and McGraw-Hill, এগুলা AWA সহ ফুল এক্সাম প্রতিদিন আপনার একচুয়াল GRE টাইমে শুরু করে যতটুকু সম্ভব এক্সাম এনভায়রনমেন্ট বজায় রেখে দেয়ার চেষ্টা করবেন। এবং সবচেয়ে বড় কথা দেয়ার পর প্রতিটি (শুদ্ধ ভুল সব) প্রশ্নের উত্তর এবং তার পিছনের কারন ভাল করে দেখবেন। বিশেষ করে টাইমিং আর পেসিং করাটা ভাল করে শিখে নেয়া লাগবে এখান থেকে। এবং সবার শেষে এক্সাম এর দুইদিন আগে Power Prep II এর সেকেন্ড এক্সাম দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সেকেন্ড Power Prep II তে যত পাবেন আপনার একচুয়াল রিসাল্ট বেশি হলে ২ বা ৩ পয়েন্ট কম বেশি হবে।

এক্সামের আগের দিনঃ

চা পানি খান, মুন্নি বদনাম টাইপ গান শুনেন, সকালে চাইলে একটূ ওয়ার্ড দেখতে পারেন। ম্যাথ এর সুত্র এবং কিছু সহজ ম্যাথ প্রাক্টিস ও করতে পারেন। ভুলে ও নতুন কিছু শিখতে বা কঠিন কোন ম্যাথ করতে যাইয়েন না। যা শিখার আপনি অলরেডি শিখে ফেলছেন। আর একটা কথা এর রকম CAT টেস্টে এ আপনার যা যোগ্যতা আপনার রিসাল্ট ও তাই আসবে, সো টেনশন নিয়ে লাভ নাই। বিকালে আসরের নামাজে যান, একটু হেঠে আসেন, আসার সময় দুইটা কলা আর দুইটা কিটক্যাট চকলেট নিয়ে আসবেন যদি না আপনি পরিক্ষার সময় উপবাস করতে ভালবাসেন । সন্ধ্যার পর একটা ব্যাগ এ আপনার পাসপোর্ট, GRE রেজিস্ট্রেশনের কনফার্মেশন পেইজ অথবা ইমেইল এর প্রিন্টেড কপি, একটা পাতলা সোয়েটার (৪ ঘন্টা এসির নিচে বসে থাকলে আপনি যত হট ই হন না কেন, একসময় ঠান্ডায় মাউস ধরতে কষ্ট হবে) এবং কলা আর কিটক্যাট ঢুকিয়ে পড়ার টেবিলে রেখে দেন। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমানোর চেষ্টা করেন (যদি ও ঘুম আসাটা টাফ :D)

দ্যা ডেঃ

সকালে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে, মাথাটারে ওয়ার্কিং কন্ডিশনে নিয়ে আসেন। আমার মত সকালে বেশি পানি খাওয়ার অভ্যাস থাকলে একদিনের জন্য কমাইয়া খান, নতুবা আমার মত AWA শেষে পেটে হাত দিয়ে বসে প্রথম দুই সেকশন দেয়া লাগবে 😀 । সেন্টার কত দূর সে অনুযায়ী হাতে সময় নিয়ে বের হন। রাস্তায় চাইলে গান শুনতে পারেন।

সেন্টারের মানুষজন খুব ই অমায়িক হয়, যদিনা আপনি আমার মত রেজিস্ট্রেশন এর সময় বার্থ ডেট ভুল করেন তাহলে হয়ত দুই চারটা কটু কথা শুনতে হতে পারে। তবে পিসির সামনে একবার বসলে দিন দুনিয়া ভুলে যাওয়া লাগবে। শুরুতেই একটা জোরে শ্বাস নেন, যথক্ষন না আপনি কন্টীনিঊ দিতাছেন ততক্ষন কিছুই হবেনা। শুরুর আগে বার্থ ডেট ভুলের কারনে প্রক্টর এর ঝাড়ি তে আমার মাথা আওলা হয়ে গেছিল আমি প্রায় দুই মিনি্ট বসে সব কিছু ভুলছি, তার পর কম্পিউটার আর কি-বোর্ড নিজের সুবিধা মত যায়গায় নিয়ে মাউসে বিসমিল্লাহ বলে ক্লিক। আমার প্রথমেই ভারবাল আসছিল এবং আমার সবগুলো প্রাকটিস টেস্ট মিলাইয়া হলেও সবচেয়ে বাজে ভারবাল সেট মনে হয় এইটা। এই সেট এ আমি দুইটা ভুল করছিলাম, এক, সেন্টেন্স কমপ্লিশন এর একটার ওয়ার্ড ও জানতাম না, শুধু শুধু সলভ করার চেষ্টা করে টাইম নষ্ট করছি। দুই, ডিম থিউরিতে পরে লং প্যাসেজ পড়ার ও টাইম পাই নাই, ৪টা প্রশ্ন ও আনটাচড। এই সেটে একটা প্যাসেজ আসছিল ডিম এর বয়লিং নিয়া, দেখে মনে হইছিল খুব ই ছোট, খূব ই সোজা, কিন্তু এত বেশি ইনফো আর নাম্বার ছিল যে, প্রতিটা প্রশ্নের প্রতিটা অপশন এর জন্য পূরো প্যাসাজ পড়া লাগছিল তারপর একটার উত্তর ও সঠিক হইছিন বলে মনে হয় নাই, এই প্যাসাজ এর কারনে আমার ভারবাল এর স্কো্র ৪ কম। এইজন্য আমি এটার নাম দিছি ডিম থিউরি।

পুরাপুরি খারাপ এই সেটের পর আমার কান্না পাচ্ছিল, মনে হচ্ছিল এখন ই সেন্টার থেকে বের হয়ে যাই, আবার দেয়ার ও প্লান করে ফেলছি তখন। তখন নিজেরে বুঝালাম, আবার যখন দিবই, যা খারাপ হওয়ার তা তো হইছে, এখন ম্যাথ আসছে, ম্যাথ এ আমারে আটকায় কে? আলহামদুলিল্লাহ ২০ টা ম্যাথ ২৭ মিনিটের মাথায় শেষ করে, বসে বসে রিবাইস দিসি। টিপসঃ ম্যাথ এ ডাটা এনালাইসি, ওয়ার্ড প্রবলেম আর প্যাঁচানো জিওম্যাট্রি (যদিও যত প্যাচ তত সোজা) না দেখেই সরাসরি মার্ক করে সবার শেষে এগুলাতে লাগা উচিৎ, কারন এগুলা আলয়েস টাইম কন্সিউমিং, ম্যাথ তাড়াহুড়ো করে করতে গেলে ভুল হবার সম্ভাবনা বেশি, আর আপনি একটাতে বেশি টাইম নষ্ট করলে তাড়াতাড়ি করতে গিয়ে বাকি সবগুলা তে এফেক্ট পরতে পারে।

তারপর প্রথম ভারবালের ভুল থেকে শিক্ষা নিয়ে পরেরটাতে সেন্টেন্স কমপ্লিশন আর ইকুইব্যালান্স ১০ মিনিটের মাথায় শেষ করে বাকিটা R.C তে দিছি, আর সত্যি বলতে একমাত্র R.C এর বেলায় আমার মনে হইছে যে এগুলা আমি শুদ্ধ দাগাচ্ছি, বিশেষ করে লজিকাল রিসনিং গুলা।

টিপসঃ Sentence Completion and Equivalence এ ওয়ার্ড কমন না পরলে অযথা সময় নষ্ট করবেন না , কারন পরিক্ষার হলে আল্লাহ কাছ থেকে আপনার মাথায় ওহি নাজিল হয়ার কোন চান্স নাই। সো বিসমিল্লাহ বলে একটা দাগাইয়া RC তে যান, অন্তত ২০ মিনিট RC তে ব্যয় করেন, কাজ লাগান সময়টা।

দ্বিতীয় Quant এ, সবগুলা ম্যাথই একটু টাফ আসছে, সময় লাগছে একটু বেশি, এইখানে ৩ টা আমার রাডারের একদম উপর দিয়া ই গেছে, আর এর মধ্যে কোনটা ট্রাই করলে মিলবে এইটা ডিসাইড করতে করতে ৪ মিনিট ও চলে গেছে।

তারপর আরেকটা ভারবাল, আগের মত, খারাপ না।

সবার শেষে কাঁপা কাঁপা হাতে বিসমিল্লাহ বলে রিপোর্ট দিলাম, খুসি হব না দুঃখিত বুঝতে পারি নাই। এক্সাম শেষ হইছে এটাই শুকরিয়া।

তবে হ্যা রুম থেকে বের হয়ে যখন অন্য সবার সাথে কথা বললাম তখন বোঝলাম ৩২০ (Quant 166 আর Varbal 154) খুব একটা খারাপ স্কোর না।

সবার শেষে দুইটা টীপসঃ (দুইটাই ধার করা): “There is no ways to beat GRE rather try to master it”. and in exam hall always Remember Equanimity is the Word”.

Best of luck everyone, everything I written above are mere my personal opinion, so don’t need to follow everything, Sorry for spelling or any other type of mistakes.

FAQ

Q- জিআরই পরীক্ষা কেন্দ্রে পাসপোর্ট এর বাইরে আর অন্য কিছু কি নিয়ে যেতে হবে?

Ans- Passport, NID Card , Order Confirmation mail er printed copy. Depends mostly on center, Dhanmondi luminedge e only passport niye gesi. Ar sob kisu nijer bag e vore oder locker e rekhe dite hoyechilo

Q- Can anyone help me with a GRE voucher code? I’m planning to register this October and take the exam in November.

Q– দুই মাসের মধ্যে চার -পাচ ঘন্টা পড়ে জি আর ই তে ৩১০ প্লাস পাওয়া কি সম্ভব?

Ans- Yes possible.মাগুশ আ্যকাউন্ট বিগিনারদের জন্য খুবই হেল্পফুল । আপনি একবারে বেসিক থেকে প্রস্তুত করতে পারেন । আমার মাগুশ প্রিমিয়াম আ্যকাউন্ট এফোর্ডবল এ প্রাইজ শেয়ার করব। প্রয়োজন হলে জানাবেন।

New GRE vs Old GRE

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *