National University থেকে USA

ন্যাশনাল ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্টের ডান পাশের একদম উপরে এবং মার্কশীটে এভাবে গ্রেডিং উল্লেখ থাকে। আমার প্রশ্ন হলো এর পরও কী মিনিমাম পাসিং গ্রেট লাগবে? নাকি এটাতেই চলবে? আর আমার এই ৩.২৭ সিজিপিএ দিয়ে অফার লেটার এবং ভিসা পাবার পসিবিলিটি কেমন?

NU Theke Minimum passing grade ar jonne application koren.
minimum passing grade lagbe. Yes, A minimum passing grade system is necessary. Otherwise Uni-assist can’t process your application form.

Murtoza Likhon kivabe apply krte hoi?

Shohana Shammi search on youtube.
you will get every information there.

wes1

National University থেকে কিভাবে WES Evaluation করতে হয়?
কেউ যদি করে থাকেন সহযোগিতা কামনা করছি।

Here are the steps:
1. Open the WES account and pay the necessary fee.
2. Open national university account, obtain the certificate and transcript. You may need to contact your local campus.
3. Using the same account, request for WES academic evaluation with TK1606 pay slip.
4. Than take the pay slip, WES account number page, transcript, and certificate to 307 room @ 3rd floor as indicated in the picture.

Wes 2

National university বা অন্য কোন ভার্সিটির কেউ আছেন যারা আমার মত অবস্থায় পরছেন এবং আছেন যিনি WES এর মাধ্যমে evaluation করেছেন? আমি অ্যাকাউন্ট ওপেন করতে যেয়ে কিছু confusion এ পড়ে গেছি। হেল্প প্লিজ। ………। আমি Honors এবং Masters দুইটারই evaluation করতে চাই। আমার Honors শেষ হওয়ার কথা ছিল ২০১২ আর মাস্টার্স ২০১৩ তে কিন্ত সেশন জট এর জন্য পরিক্ষা হয় যথাক্রমে ২০১৪ এবং২০১৬ তে। আর রেজাল্ট ২০১৫ এবং ২০১৬ তে।আমার confusion গুলোর ব্যাপারে কেউ সাহায্য করলে কৃতজ্ঞ থাকব।

# (1) এ মার্ক করা জায়গায় কি সিলেক্ট করব? Bachelor of Science/ Bachelor of Science Honors। আমার সার্টিফিকেট এ Bachelor of science but মার্ক শীট এ B.Sc Honors লেখা।

# (3) মার্ক করা অংশে কোন সাল দিব? সার্টিফিকেট এ বলা হইছে অনার্স ২০১২ এর এক্সাম আর মাস্টার্স এর ২০১৩ সাল এর এক্সাম।Honors সেশন ২০০৮-০৯, ফোরথ ইয়ার এর পরীক্ষা-২০১৪, রেজাল্ট পাবলিশ হইছে ২০১৫ এর জানুয়ারি। Masters ২০১২-১৩, ভর্তি-২০১৫, পরীক্ষা ২০১৬, রেজাল্ট ২০১৬ পাবলিশ।

# (4) মার্ক করা কত থেকে কত দিব?

Ans

Academic session and year of Exam should be put

এখানে সেশন বসানোর অপশন তো নাই, যেকোনো সাল বসাতে হবে। যেহেতু ২০০৮-০৯ সেশন তাহলে কি সুরুতে ২০০৯ দিব? আর লাস্ট এ কি ২০১৬ দিব যেহেতু মাস্টার্স এক্সাম ২০১৬ তে।

অনার্স এবং মাস্টার্স এর জন্য আলাদা আলাদা ভাবে ২ বার ফিল-আপ করা উচিত।

সেশন ০৮-০৯ হলে স্টার্ট ইয়ার ০৮ এবং মান্থ এর ঘরে আনুমানিক মাসের নাম টা লেখা উচিত। (নিশ্চই ০৮ এই ভর্তি-ক্লাস শুরু হয়ে গিয়েছিল)

তারপর, এক্সাম এর ঘরে চার্টিফিকেটে যে সাল লেখা আছে সেটাই বসাতে হবে। সেশন জ্যাম এর বিষয়টা এখানে দেখাবার জায়গা রাখেনি।

এভাবে মাস্টার্স এর জন্য পুনরায়…

(ইটস মে নট বি আ বিগ ডীল টু ওয়োরী, আই গেস)

Wes 3

.আসসালামু আলাইকুম…🌸.

.#National University থেকে WES করার পুরো প্রক্রিয়া কেও জানাতে পারবেন… Academic Transcript আর কিছু দিনেই পেয়ে যাবো ইনশাল্লাহ… কিভাবে কি যোগাযোগ করা অথবা বাকী কাজ আগানোর পদ্ধতিটাও জানাবেন কারো জানা থাকলে…

.আর আমি কি WES করানোর প্রক্রিয়া শেষ করার আগেই ভার্সিটি এপ্লাই করা শুরু করবো.?! নাকি কাজ শেষে একবারে করবো.?! আমি Fall 2022 এ এপ্লাই করতে চাচ্ছিলাম…

.আমার ভার্সিটি এপ্লাই নিয়ে জ্ঞান খুবই কম… Emailing চলছে ভার্সিটির সাথে কিন্তু তাও আমি অনেক বিভ্রান্ত অনুভব করছি কিভাবে কি করবো ঠিক বুঝে উঠতে পারছি না… সহায়তা পাওয়ার আশায় রইলাম.💝.!!!

Ans

1. Create the WES acc pay the fee ( for us 283$)
2. Go to your uni, verify the photocopies of transcripts and certificates from the exam controller fill up the WES form, seal it in an envelope from the uni. Send it to the wes via courier.
3. Check back to the wes for updates.

Salman Ibna Jamal thank you…🌸. BTW could you please let me know when should I start my application process… now or after completing the WES process… I don’t have too much time as I’m applying for Fall 2022

Nabila Ahmed Nikita to be honest it is better to start as early as possible. I didn’t do it beforehand but Now I am doing it and it takes longer then they have mentioned in the website. I have submitted my documents 15 days ago and it’s showing the same as it did 15 days ago means it still in the same step. So count 15 days to 2 mo to get the result. And for your application you should start it now and contacts the grad-co if they consider.

—-

Apu, I would suggest you to join in this group. It’s particularly for NU students here you will get to know the process of all administrative works of NU like WES, ECA, verification, ENVELOPE etc.

https://www.facebook.com/groups/sniffersplanet/?ref=share

 

sudip vai usa এর গল্প //www.facebook.com/share/p/15SGwH1gnW/

হ্যাঁ, বর্তমানে আমি মার্কেটিং ও ব্যবসায় নিয়ে উচ্চশিক্ষার জন্য University of Rochester – এ Master’s of Science in Marketing Anyaltics বিষয়ে পড়াশুনা করার সুযোগ পেয়েছি। Simon Business School- আমাকে লিডারশীপ, প্রফেশনাল এক্সপেরিয়ান্স, কো-কারিকুলাম এক্টিভিটিসহ প্রায় ৪০ মিনিট ইন্টারভিউতে অনেক যাচাই-বাছাই এর পর : ৩৩ হাজার ডলার স্কলারশীপসহ এডমিশন দেয়।

গত ৯ জুলাই আমার ইউএস এম্বাসি ঢাকায় ইন্টারভিউ হয়। সকলের দোয়া ও আর্শীবাদে ৯ জুলাই ভিসা অফিসার আমার ভিসা এপ্রুভ করেন এবং ১০ জুলাই আমার ভিসা ইসুড হয় এবং পাসপোর্ট কালেকশানের মেইল পাই। কিন্তু সাপ্তাহিক বন্ধ থাকার কারণে ১৪ জুলাই রবিবার পাসপোর্ট কালেক্ট করি। যেহেতু আমার ওরিয়েন্টেশন ১৬ তারিখ ছিল আমাকে ১৫ তারিখ সন্ধ্যায় ফ্লাই করতে হয়।

এই স্বল্পসময়ে এবং দেশের প্রতিকূল অবস্থা থাকার কারনে- অনেকের সাথে দেখা ও জানাতে পারি নাই। আমার এই দীর্ঘ জার্নিতে যারা আমার পাশে ছিলেন সবার নিকট কৃতজ্ঞতা। বিশেষ করে Bimol Chandra Das দাদা, মোঃ তরিকুল ইসলাম ভাই , Jahid Hasan Rumi ভাই , Tahsaniya Tasfiq Tuhin ভাই এবং আমার পরিবার যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

সবাই আর্শীবাদ করবেন, উচ্চশিক্ষা শেষে দ্রুত দেশে ফিরে আসতে পারি।

বি.দ্র: ভিসা আবেদন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত সবকিছু কোন এজেন্সি ছাড়া অর্থাৎ নিজে নিজে করা। আমার কোর্স ১.৫ বছর।

ধন্যবাদ

 

moi nu

#Followers
আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, আপনি যদি English Department এর না হয়ে থাকেন তাহলে NU তে গিয়ে বলবেন প্রত্যয়ন পত্র তুলতে চান। তাহলে আপনাকে ও উপরের কাগজের মত একটা কাগজ তোলার ব্যবস্থা করে দিবে। আর আপনি ওইটা দিয়েই MOI এর কাজটা ও সেরে পেলতে পারবেন। ভুলে ও MOI এর কথা বলবেন না গিয়ে।

জ্বী, হ্যাঁ
ধন্যবাদ সবাইকে।

–*-

#HelpPost
#MOI
#national_university

কালকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১ম ও ২য় বছরের ট্রান্সক্রিপ্ট নিয়ে এসেছি। কিন্তু MOI এর জন্য আবেদন করতে গিয়েছি তখন নাদিরা ম্যাম বলল কলেজ থেকে recommendation letter লিখে সাইন নিয়ে আসতে ।
আবেদন করে ৬০৬ টাকা জমা দিয়ে আসছি বলছে ইলেকশন এর পরে আনতে , এখন আনতে গেলে কি recommendation letter নিয়ে যেতে হবে?

যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে MOI নিয়েছেন কাইন্ডলি একটু হেল্প করেন

*——-

Q: MOI & Minimum passing grade certificate- দুটো ক্ষেত্রেই এই একটা সার্টিফিকেট ব্যবহার করা যাবে??
আমাকে এই একটা সাটিফিকেট ই দিয়েছে ভার্সিটি থেকে,,,

Ans:

যাবে,
ইউনি এসিস্টে আপলোড করার সময় একবার MOI টাইটেল দিয়ে করবেন, আরেকবার MPG দিয়ে আপলোড করে দিবেন,
আর কোন ইউনিভার্সিটির পোর্টালে ডিরেক্ট এপ্লাই করার সময় প্রয়োজন অনুসারে টাইটেল পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।

হ্যাঁ, করতে পারবেন। ইউনি এসিস্টে সেইম সার্টিফিকেট দুই নামে দুইবার আপ্লোড করবেন।

Q: Minimum passing grade ki NU theke ana lagbee, r age ki online application kora lagbe???

Ans: na MOI + MPG er jonno One Stop er opposite building a 404 no room a Nadira mam’a ache unar kache giye paper joma dite hoy

Germany : University MOI Accept করে কিনা কিভাবে বুজবেন।
Daad. de and mygermanuniversity. com
এই দুটো ওয়েবসাইটে গিয়ে ফিল্টারিং করবেন আপনার প্রোফাইল অনুযায়ী। তারপর Language Requirement check করবেন। Language requirement এর নিছে Additional Information এ যদি লিখা থাকে যে আপনার previous degree programme in English এবং সেই সাটিফিকেট তারা গ্রহন করে তাহলেই বুজবেন University MOI Accept করে।
নিছে ছবি দেওয়া হলো।
আশা করি সবাই এখন ক্লিয়ার।

-*—_——–

ইমার্জেন্সি হেল্প পোষ্টঃ

আমার কিছু বিষয় জানার ছিলো:

১) National University থেকে নেওয়া এই সার্টিফিকেট টা কি MOI সার্টিফিকেট?

২) এইটার নিচের অংশে মিনিমাম পাসিং গ্রেড উল্লেখ্য আছে। আমি এইটাই কি মিনিমাম পাসিং গ্রেড হিসেবে ব্যাবহর করতে পারবো? নাকি আলাদা মিনিমাম পাসিং গ্রেড নেওয়া লাগবে?

৩) আর চাইলেই কি MOI এবং মিনিমাম পাসিং গ্রেড হিসেবে দুই যায়গায়ই ব্যাবহার করা যাবে?

অভিজ্ঞজনরা প্লিজ মতামত দিবেন।

Ans:

1)etai NU er original MOI, এটা দুইটার কাজ করবে, ইউনি এসিস্টে এটি দুইবার আপলোড করবেন, একবার নাম দিবেন MOI, আরেকবার নাম দিবেন MPG.
2) hae etai minimum passing grade

—– —

Germany: ভালো আপডেট ‼️

আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু স্টুডেন্ট পাসপোর্ট কালেক্ট করেছে। আলহামদুলিল্লাহ প্রায় সবার ভিসার খবর পেয়েছি। তার মধ্যে একজন স্পেশাল ছিলো। কিছু দিন আগে বলেছিলাম যে এক ভাইয়ের IELTS 5.5( তার মধ্যে একটা সেক্টরে 4.5) ছিলো এবং তার ইউনিভার্সিটির requirement 7.00 ছিলো। সে MOI দিয়ে আবেদন করেছিলো। VO যখন তার IELTS নিয়ে প্রশ্ন করেছিলো তখন সে ইউনিভার্সিটি থেকে নেয়া একটা No objection letter এম্বাসীতে দিয়েছিলো যেখানে বলা ছিলো যে সে ইউনিভার্সিটির requirement (MOI) পূরণ করেছে তাই তার IELTS স্কোর নিয়ে ইউনিভার্সিটির কোন প্রবলেম নাই। আলহামদুলিল্লাহ আজকে সেই ভাইও ভিসা পেয়েছে।

মূল কথা হচ্ছে আপনার কাগজপত্র ঠিক থাকলে আর ভিসা অফিসারের প্রশ্নগুলার উত্তর ঠিকভাবে দিতে পারলে ইনশাআল্লাহ ভিসা হবেই। সবার সুদিন আসুক, আমিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *