Ielts speking improve yourself with words

এডভান্স ওয়ার্ড ইউজ করে IELTs Speaking প্যাক্টিস করবেন???

 

✅✅✅ শুরুতে টপিক ধরে ধরে রিলেটেড কিছু এডভান্স ওয়ার্ড শিখে নিন। যেমন – place, food, person, event, decoration, favorite movie, hobby – এই টপিক গুলো নিয়ে কিছু এডভান্স ওয়ার্ড নিজের মতো রেডি করবেন।

 

আমার সময় আমি যেগুলো করেছিলাম, তার একটা শর্ট নোট দিচ্ছি। place নিয়ে কোনো কথা আসলে picturesque, the breathtaking views. Eye catchy, outstanding, spectacular, mind blowing ইউজ করতাম। শুধু ওয়ার্ড শিখলেই হবে না। ওয়ার্ড গুলো দিয়ে সেনটেনস মেইক করা প্যাক্টিস করবেন। যেমন “we roamed around the beach and witnessed the spectacular sunset. After that at the evening, we sat on the bed besides sea. I loved to hear sea roar a lot. It was really mind blowing. We spent some quality time and I think this is the great way to bond each other”

 

খাবার নিয়ে বলতে পারেন – yummy, so delicious, tempting, mouth watering

 

We all were engaged in telling stories and roasting vegetables and meat. I was really enjoying my food. That was too delicious and mouth-watering. It looked like my eyes are bigger than my belly. I think I ate a lot.

 

এই কাজ টা নিজের ই সময় দিয়ে করতে হবে।

 

✅✅✅ কিছু Phrasal Verb ইউজ করা শিখুন। এতে কথা অনেক টাই ন্যাচারাল লাগে।  যেমন brought up, Freshened up myself, Cut down, looking for, find out, figure out, point out, set up, hang out.

শুধু মুখস্থ করতে যাবেন না কারণ অনেকেই এত্ত এত্ত phrasal verb মুখস্থ করে কিন্তু এক্সামিনারের সামনে বলে আসতে পারে না। তাই phrasal verb গুলো দিয়ে সেনটেন্স মেইক করা শিখবেন।

 

⚠️ তবে Phrasal verb কিন্তু informal যেগুলোর অনেক গুলোই speaking এ ইউজ করতে পারবেন কিন্তু writing পার্টে না। writing এ formal word list শিখবেন।

 

✅✅✅ Idioms এড করুন। যেমন sadness বুঝাতে আমি Heartbroken, Down in the dumps, happiness বুঝাতে over the moon, on the top of the world, dancing/walking on the air এগুলো অল্প কিছু ইউজ করতাম। বেশি ইউজ করা যাবে না। বেশি ইউজ করলে নাচারাল লাগে না কথা গুলো।

 

#IELTs_Speaking_tips

খাবার আর রেস্টুরেন্ট এর ডেকোরেশন নিয়ে বেশি কথা বলতে চাইলে আমাদের ফুড ব্লগার আপু/ভাইয়াদের ফলো করতে পারেন। অনেক সুন্দর সুন্দর কথা শিখতে পারবেন। 🤣 একেকজন যেই প্রমোশন টা করে 🥱

 

@everyone here is the 2nd and last post of IELTs speaking tips. You can follow.

 

⚠️ যাদের স্পিকিং বেসিক অলরেডি ৭/৮ লেভেলের, এক্সপার্ট মানুষ। তাদের হয়তো আমার পোস্ট টা কাজে আসবে না। আমার পোস্ট টা মেইনলি তাদের, যারা বেসিক ৪/৫ লেভেল থেকে স্পিকিং প্যাক্টিস শুরু করছেন আর টার্গেট করছেন ৭/৮ এ নেওয়ার।

 

IELTs speaking পার্টে আমি ৩/৪ লেভেল থেকে শুরু করে ১মাসের প্যাক্টিসে ৭/৮ লেভেলে নিয়ে গিয়েছিলাম। হয়তো কারোর বিশ্বাস নাও হতে পারে, কিন্তু কথা টা সত্যি।

 

IELTs কোচিং এ speaking পার্টে স্যার আমার স্পিকিং শুনে কমেন্ট কি করবে, আমি তো কোনো কথা ৩০ সেকেন্ড ও বলতে পারি নি। can’t talk 30seconds. আমাকে ৩ দিয়ে রাখসে। কথা টা সত্যিই। কিন্তু আমি আমার খুব বেহায়া। আমাকে পড়া দিলেই পড়তে হবে, সবার সামনে পড়া ধরে ইনসাল্ট করলেই আমাকে পড়তে হবে – এই টাইপস মানুষ আমি না। আমার যখন মন চাবে তখন আমি পড়া শুরু করবো – এই নীতিতে বিশ্বাসী। আসলে IELTs কোচিং এ যখন ভর্তি হই তখন আমার ফাইনাল চলে তাই শুধু ক্লাস করে রুলস & মেথড গুলোই জেনেছি, প্যাক্টিস করি নি।

 

আমার ফাইনাল এক্সাম শেষ হয় ২০২৩ এর ২০মার্চ। আমি ফাইনাল এক্সাম শেষ হবার আগে থেকেই কয়েকজন কে নক দিয়ে বলে রাখছিলাম – আমরা কিন্তু ২১ তারিখ থেকে স্পিকিং প্যাক্টিস শুরু করবো। বিশ্বাস করেন এই পার্টনার প্যাক্টিস টাই আমার স্পিকিং এ ৩ লেভেল থেকে ৭/৮ এ নিয়ে গিয়েছে। আমার পার্টনার প্যাক্টিস জার্নিটা শেয়ার করছি।

 

শুরুর দিকে, আমরা ৩০-৪০মিনিট গল্প করতাম। স্পিকিং পার্টনার গুলো সবাই আমার আননোন পার্সন। মানে হয় আমার এলাকায় থাকে বা অনলাইনে কোনো আপুর সাথে পরিচয় – এভাবে পাওয়া। বেশির ভাগ ই ছিল অনলাইন থেকে পাওয়া মানুষ জন, যাদেরকে আগে চিনি না। তাই কথা বলতে বলতে একেকদিন একেক টপিক আসতো। বেশির ভাগ পটরপটর করতাম আমার ফ্যামিলি নিয়ে, আমার পছন্দের মানুষগুলোকে নিয়ে, আমার স্পেশাল মোমেন্ট গুলো নিয়ে। এভাবে যখন আয়ত্ত চলে আসে, আইডিয়া জেনারেয় করা শিখে গেসি, তখন পার্ট – ১ এর সিম্পল প্রশ্ন গুলো একজন আরেকজন কে করতাম। যেহেতু শুরুর কিছুদিন নিজেদের মতো গল্প করা হয়েছে, এনসার কিভাবে এলাবোরেট করতে হয় শিখে গিয়েছিলাম। আর তারপর আসলো পার্ট – ২। এটায় শুরুতে একটু সাফার করলেও পরে কিছু Advance ওয়ার্ড দিয়ে সেনটেন্স মাথায় সেট করে ফেলি। দুনিয়ার যেই টপিক ই দিক গরু রচনার মতো নিয়ে আসতাম। যেমন ধরুন, আমি place & person related খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারি কিন্তু টপিক আসছে

 

The job I like most/The job I want to do.

 

আমি বলতাম – I want to be a tour guide. তারপর place নিয়ে এডভান্স ওয়ার্ড দিয়ে সুন্দর করে সাজিয়ে বলার পর বলতাম,  you know what why I like traveling?   I have a dream to explore the whole world with my partner. Now-e-days honest & caring life partner is very rare, I think one should feel happy and lucky to have a partner who implies its meaning. এভাবে করে person নিয়ে কথা বলতে গিয়ে দেখি আমার গল্প শেষ হবার আগেই ২মিনিট শেষ। এভাবেই টপিক যাই থাকুক, তালগাছ আমার বলে নিজের কমফোর্ট জোনে টপিক টেনে নিয়ে আসতাম। part 2 নিয়ে কোনোদিন আটকাই নাই। আলহামদুলিল্লাহ। তারপর আমার না বলা বাকি গল্প গুলো নিয়ে part 3 তে প্রশ্ন করতো। 😑

 

১মাসের প্যাক্টিস শেষ করে আমার নিউ এক ট্রেইনার (ফ্রী প্যাক্টিস ক্লাস ছিল) মক নিবেন। তাও আবার পেছনে ৩০-৩৫ জন স্টুডেন্ট বসা। সবার সামনে গিয়ে মক দিবো। আমি রুমে ঢুকতেই আমাকে বলে – বিভা আপনি নেক্সট। আমার এত্ত ভয় লাগতেছিল – মনে হচ্ছে বাঁশ একটা খাবো। আমার হাত পা শুকায় যাচ্ছিল। মনে মনে বলতেছিলাম – আল্লাহ টেনেটুনে ৬ দিয়ে দাও প্লিজ। সামনে যাওয়ার পর হঠাৎ করে আমার সব নার্ভাসনেস গায়েব। হঠাৎ করে আমি খুব কনফিডেন্ট। জানি না কেন। আমি সামনে গিয়ে এক পায়ের উপর পা তুলে বসে আরামসে কি সুন্দর ভাবে যে মক দিসি – বিশ্বাস করেন, আমি নিজেই ফিদা। সেই মকে আমার স্কোর ছিল

 

Fluency and Coherence 8

Lexical Resources 8

Grammatical Range and Accuracy 8

Pronunciation 7

Speaking Overall 7.5

 

সেই যে এক কনফিডেন্স টা আমি পাইসি। এর পর থেকে আমি রিয়াদ স্যার বলতে পাগল ছিলাম একদম। আর জীবনেও স্পিকিং প্যাক্টিস করি নাই, করলেও সেটা রিয়াদ স্যারের এসিস্ট্যান্ট হিসাবে প্যাক্টিস ক্লাসে সবার সাথে টুকটাক প্রিপারেশন নিতাম, বা ক্লাস শেষ করে HSC পাশ স্টুডেন্ট দের সাথে টুকটাক বসতাম। কিন্তু ওইভাবে রেগুলার পার্টনার প্যাক্টিস আর করি নি। রিডিং রাইটিং এ সময় দিচ্ছিলাম। স্পিকিং এর জন্য ১মাস পর খালি আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় মিমিক করতাম। ইমোশনাল মুভি/সিরিয়ালের ডায়লগ গুলো শিখে শিখে আয়নার সামনে দাঁড়ায়, কখনো ঘুমানোর আগে শুয়ে শুয়ে এসব বিরবির করতাম একা একা।

 

এই পার্টনার প্যাক্টিস আপনার fluency, grammer, pronunciation – এই ৩ টা ক্রাইটেরিয়াতেই হেল্প করবে।

 

#Ielts_speaking_tips

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *