TOEFL ibt experience

TOEFL ibt experience

Score: 111 (R29, L28, S27, W27)

Center: AAA, Banani

Materials: Gregmat 15 days Plan, TOEFL iBT Vol 1&2, TOEFL ibt official Guide

গ্রুপে TOEFL preparation সম্পর্কিত একাধিক কার্যকরী পোস্ট আছে। আমার নিজেরও সেগুলো কাজে দিয়েছে। তাই প্রস্তুতির ব্যাপারে নতুন করে কিছু যোগ করার খুব একটা কিছু নেই। আমি সংক্ষেপে আমার নিজের কিছু ইনসাইট শেয়ার করতে চাই।

1. TOEFL বেশী কঠিন(!) : এই বিষয়ে আমি নিজেও একটা সময়ে দ্বিধাগ্রস্ত ছিলাম। শুভাকাঙ্খী অনেকেই আমাকে IELTS দিতে পরামর্শ দিয়েছিলেন। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে TOEFL খুব একটা কঠিন মনে হয়নি।

2. যারা অল্প সময়ে প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে Strategy শেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ । শিক্ষাজীবনের লম্বা সময়ে আমরা যে যতটুকুই ইংরেজী শিখি- 15 দিনে সেটার আমূল পরিবর্তন করা সম্ভব না বলেই আমার বিশ্বাস। সুতরাং, ইংরেজী দক্ষতা বৃদ্ধির চেয়ে সেটার প্রয়োগ দক্ষতা বৃদ্ধিই প্রাইমারি ফোকাস হওয়া উচিত।

3. প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র হলো consistency. আপনি যেভাবেই প্রস্তুতি নেন না কেন, সেটা একটানা 15 দিন মেইন্টেন করতে পারলে ভিজিবল প্রোগ্রেস দেখতে পাওয়ার কথা। নানারকম স্ট্র্যাটেজি যেগুলো আমরা শিখি- সেগুলোকে muscle memory বানায় ফেলতে না পারলে টেস্ট-ডে তে সেগুলো খুব একটা কাজে দেবেনা। নিজের full potential কাজে লাগাতে consistency-র চেয়ে বড়ে কোনো tool নাই।

4. আমার test center experience বেশ ভালোই। আশেপাশের অন্য ক্যান্ডিডেটদের Speaking এর সময় কিছুটা distraction হবে ধরে নিয়েই আমি এক্সাম দিতে গিয়েছিলাম। এই সেন্টার নিয়ে অনেকেরই মিশ্র অভিজ্ঞতা থাকতে পারে। But I must say- AAA,Banani did the best from their side.

এই গ্রুপ থেকে প্রস্তুতি বিষয়ক অনেক পরামর্শ পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। 😀

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *