আমি আমার স্বপ্ন ছুতে যাচ্ছি germany




Alhamdulillah, I got my visa after 24 months and 12 days. (২ বছর ১২ দিন)।
Appointment taken: 17 October 2022
Doc submission mail: 23 September 2024
Doc submitted : 24 September 2024
Got interview mail: 6 October 2024
Interview date : 22 October 2024
Passport collection mail: 28 October 2024
Passport collection : 29 October 2024
Profile:
BD University :German University Bangladesh (Gazipur)
CGPA:3.76(25% credits)
VPD:1.6
আমি আসলেই বুঝতেছিনা ইন্টারভিউ এক্সপেরিয়ান্সে কি লিখবো। ভিসা অফিসারে আমাকে তেমন প্রশ্ন করে নাই। আমি প্রায়ই অন্যদের লম্বা লম্বা ইন্টারভিউ
এক্সপেরিয়ান্স পড়তাম। আমার ইন্টারভিউ ডেইট পাওয়ার আগে থেকেই আমি মুটামুটি বেসিক যে প্রশ্ন গুলো করতে পারে সবগুলোর আন্সার রেডি করে নিয়েছিলাম। আমি ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম। আমার ইন্টারভিউ ছিলো ২২ তারিখ সকাল ৯.৩০ টায়। আমি ৮ টায় এম্বাসির সামনে চলে যাই। ৮.৩০ আমার পাসর্পোট জমা নিয়ে নেয়৷ কিছু ক্ষণপর আমাকে চেকিং করে ভিতরে ডাকে।আমি মোটেও ভয় + নাভার্স ছিলাম না। কনফিডেন্ট ছিলাম।আমার আগে আরো ৩ জনের ইন্টারভিউ ছিলো।তাদের ইন্টারভিউ আমার সামনেই হয়েছে সবারই সুপার স্মুথ হয়। ভিসা অফিসার ছিলেন সাদাপাকা দাড়ির জেন্টেলম্যান ভিসা অফিসার। তারপর আমার ইন্টারভিউ :-
VO: Somaiya Islam Ritu.
Me: Assalamualaikum Sir.
VO: Walaikum Assalam. Give me your original documents, 1 copy Bio matric Photo and passport Horizontally.

ME: Given.
VO: ট্রান্সক্রিপ্ট রিলেটেড একটি প্রশ্ন করে।
ME:ওনার প্রশ্নটা আমি বুঝি নাই।আমি জানি, আমার স্টাডি গ্যাপ আছে আমাকে অব্যশই স্টাডি গ্যাপ নিয়ে আস্ক করবে। আমি স্টাডি গ্যাপ নিয়ে বলতে গেছি, ওনি আমাকে থামিয়ে দেয়।


যাই হোক, আশেপাশে যাইহোকনা কেনো আপনি ফুল কনসেনট্রেশান ভিওর দিকে রাখবেন।আমার ভিও অনেক আস্তে আস্তে কথা বলে। হাফ কথা বুঝি হাফ নিজে ধরে নিছি। শুধু আমার না আমাদের কয়েকজনেরই এ সমস্যা হয়েছে। কয়েক প্রশ্ন রিপিট করতেও বলেছে। রিপিট করতে বলাটা সমস্যা না। বাট ৩/৪ বার বল্লে ভিও একটু নেগেটিভলি নেয়।এ জন্য ভিসা হবে না। এটা ভাবা ভুল।তবে একটা সাজেশন থাকবে, ভিও কোনো প্রশ্ন করলে একদম চুপ করে থাকবেন না৷ রিলেটেড কিছু না কিছু বলবেন। চুপ করে থাকলে এটার প্রভাব পরবে।মনে করেন, আপনাকে ডেফিনেশান আস্ক করছে। আপনি ডেফিনেশন পারেন না। এখানে একদম চুপ না থেকে যেটা আস্ক করছে সেটা রিলেটেড কিছু বলুন। একদমেই না পারলে ঐ কোর্সে ব্যাচেলরে আপনি কি কি পরছেন সেটা বলে দিন।একদমেই না পারলে সুন্দর করে বলুন -সরি এই মূহুর্তে আমার মনে নাই।
একটা কথা বিশ্বাস করেন, আমার যে ভিসা অফিসার ছিলো,সে এক কথায় আমি ওনার প্রশ্নের কি আন্সার করতেছি কিছুই শুনে নাই। ওনি যাস্ট আমার কনফিডেন্স চেক করছে। আমি কথা বলতে পারতেছি না কি সেটা চেক করছে। ওনার প্রশ্নের একটা আন্সারের ১ লাইন বলতে গেছি ওনি আমাকে Thank You, Thank U বলে নেক্সট প্রশ্নে চলে গেছে।
VO:আমি বুঝতেছিলাম না সেজন্য ভিও আমাকে প্রশ্নটা Explain করে। প্রশ্নটা আমার Exact মনে নাই। বাট এমন ছিলো আমার লাস্ট সেমিস্টার উইন্টার ২২ দেওয়া। এখন ২০২৪ অলমোস্ট শেষের দিকে ব্লা ব্লা।
ME: এখানে আমি স্টাডি গ্যাপটা Explaine করি।আন্সারটা এভাবে দেই – আমি ২৫% ক্রেডিট কম্পিলিটের পরে আমার মনে হলো আমার কম্পিউটার বিষয়ে আরো প্যাকটিকেল নোজেল প্রয়োজন। সেজন্য, আমি একটি আইটি ইনস্টিটিউটে ভর্তি হয় এবং ৬ মাসের একটি কোর্স সম্পূর্ণ করে একটি সার্টিফিকেট অর্জন করি।তারপর আমি কয়েক মাস জার্মানির ইউনিভারসিটি এবং কোর্স লিস্ট করি, যেগুলো আমার প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের সাথে যাচ্ছে। আমি তারপর উইন্টার -২৪ এ এপ্লাই করি Rhine -Waal University Of Applied Sciences এ Infotronics Systems Engineering কোর্সে।লাকিলি অফার লেটার পেয়ে যাই। এখন আমি ১ সেমিষ্টারে এনরোলড্ স্টুডেন্ট।
VO:আপনি CSE তে পড়ে কেনো কম্পিউটার কোর্স করলেন?
ME:- স্যার আমার বাংলাদেশের ইউনিভার্সিটির পড়াশোনা টোটালি থিউরি বেইসড্। আপনি আমার ট্রান্সক্রিপ্টের কোর্স গুলো দেখলেই বুঝবেন। ভিসা অফিসার আমার ট্রান্সক্রিপ্ট দেখে আমার আন্সারে টোটাল্লি সেটিসফাইড হয়েছে।
VO: Which University?
ME: Rhine-Waal University Of Applied Sciences.
VO: Which Course?
ME:Infotronic SystemS Engineering.
VO: What is Infotronic?
ME: মুখস্ত ছিলো বলে দিসি৷
VO:Linear Algebra তে কি কি পড়ছি ২৫% এ?
ME: মুখস্থ ছিলো বলে দিছি।
VO:Discreet Mathematics কি বা কাকে বলে? ডেফিনেসান টাইপ প্রশ্ন ছিলো।
ME: আনসারটা পড়তাম না। আমি এই কোর্সে ব্যাচেলরে কি কি পড়ছি বলে দিসি। ভিসা অফিসারের এক্সপেসানে বুচ্ছি সেটিসফাইড ।
VO: Good, Thank You. Give me 10000 Taka.
(
১০০০০ টাকা নোট আলাদা করে নিবেন। সাথে ৫০০ টাকা এবং ১০০ টাকা ৪/৫ টা নোট সাথে রাখিয়েন)

ME:Given
VO :Put Your fingerprint.
ME:Given.
(
মোস্ট ইমপটেন্ট
ফাস্টে ডান হাতের ৪ আঙ্গুল দিবেন।হাত সাথে সাথে তুলতে যাবেন না। ২ মিনিটের মতো টাইম লাগে প্রিন্ট উঠতে। ৩ বার ভিপ সাউন্ড হলে হাত তুলবেন। ভিওর দিকে তাকিয়ে থাকবেন ওনি বল্লে হাত তুলবেন। নিজ থেকে তুলতে যাইয়েন না। প্রথমে ডান হাত পরে বাম হাত শেষে ২ হাতের বুড়ো আঙ্গুল ২ টা একসাথে দিবেন।যাদের হাত বেশি ঘামে দেখবেন পাশে টিস্যু তাকবে হাত মুছে নিবেন)


VO:Take Your Passport Receipt. You are done.
ME:Thank You.
ভিসা অফিসার আমার সাথে মোটে ৩/৪ মিনিট কথা বলছে বাকি সময় ডকুমেন্টসই চেক করছে। আমার যিনি ভিসা অফিসার ছিলেন ওনি ডকুমেন্টস চেকিং এ খুবই ফাস্ট এন্ড এপ্লিকেন্টসের কনফিডেন্সটাই মূলত চেক করে।
ইন্টারভিউয়ে খুব ইম্পটেন্ট বিষয় হচ্ছে প্রিপারেশান। আপনার প্রিপারেশান যত ভালো থাকবে আপনি তত কনফিডেন্স পাবেন।
একটা সাজেশন আমার অভিজ্ঞতা এবং আমার পরিচিত এপ্লিকেন্টদের অভিজ্ঞতা থেকে বলি সেটি হচ্ছে ভিসা অফিসারের সামনে একদম চুপ করে দারিয়ে থাকবেন না। তিনি যেটি আস্ক করবে সেটি Exact আন্সার না জানলেও আপনার কেমন ধারণা আছে সেটি বলার চেষ্টা করবেন। ভিসা ইন্টারভিউয়ে আপনাকে মার্কিং করা হবে না। ইংলিসে আপনার গ্রামার আর্টিকেল চেক করা হবে না। আপনি কতটুক বলতে পারতেছেন, আপনার কনফিডেন্স কেমন বা ঐ টপিকে আপনার নোলেজ আছে কিনা সেগুলা চেক করা হয়।





২৮ অক্টোবর দুপুর ১২.০৩ তে আমার পাসর্পোট কালেকশান মেইল আসে। ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত জীবনের সবচেয়ে দূবিষহ দিন কাটিয়েছি। ডিপ্রশান বলে লাইফে আসলেই কিছু আসে ফিল করছি।আমি একটা বোকামি করেছিলাম। আমার সাথে আমাদের গ্রুপের ৯০% মেম্বার্স এড আছে প্রত্যকেই আমাকে চিনে আমিও চিনি। সবার সাথে সুসম্পর্ক।আমি ইন্টারভিউ দিয়ে এসে দেখি ৭/৮ টা ম্যানসন যেখানে আমি আমার ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করি। বিশ্বাস করেন জীবনে বড় ভুলের একটা আমি করছি
এ কথা গুলা এখানে লিখার একটা মানে আছে সেটা আগে বলি,আমরা সবাই নিজে নিজে ভিসা প্রসেসিং করি সো আমাদের অন্যদের হেল্প লাগবে বা আমার থেকে অণ্যরা সাজেশন নিবে এটাই স্বাভাবিক । বাট যারা বিগেনার আছেন আপনারা আপনাদের ২ বছরের জার্নিতে ২ টা বিষয় মাথায় রাখবেন ১/ ভুলবাল মানুষদের সাথে কমিউনিকেট রাখবেন না। তাদেরকে অলওয়েজ ইগনোর করবেন।২/অপরিচিত বা ফেন্ডের পরিচিত কাউকে দিয়ে পেমেন্ট করাবেন না।

মূল কথায় আসি, আমার ইন্টারভিউ খারাপ হয় নাই, আমি একদমেই নার্ভাস ছিলাম না। আমার সাথে যারা ছিলো তাদের ইন্টারভিউ আমার থেকে অনেক স্মুথ হয়ছে আমি জানতাম ইন্টারভিউ মানে আমাকে এটলিস্ট ৫/৬ টা বেসিক কুয়েশ্চন করবে একটাও করে নি। কেনো আমাকে প্রশ্ন করে নাই আমি সেটা নিয়ে চিন্তিত ছিলাম।বাট, আমার একজন অশুভাকাঙ্ক্ষী একটা পাব্লিক গ্রুপে খুব সুন্দর করে বলে দিসে যে আজকে একজনের ভিও এর কথায় বুঝে নাই, প্রশ্নই বুঝে না, ইংরেজি পারে না৷, তার স্পোকেন, যোগত্যা ব্লা ব্লা…..। আমি কখনো ডিপ্রশানে পরি নাই। ঐ সিচুয়েশনে ঐ কথাটা আমাকে ডিপ্রেশান কি জিনিস বুঝায় দিছে। আমার পুরো জার্মান জার্নি আলহামদুলিল্লাহ সুপার স্মুথ হয়ছে। আমি সবার আগে ডক, প্রথম স্লটে ইন্টারভিউ ডেইট এবং ভিসা পেয়ে গেছি৷ আমাকে কোনো কিছু নিয়ে সাফার করতে হয় নাই। বাট ২ বছরের যেটা ফিল করি নাই ২ দিনে করছি। সো বিগেনারদের সাজেশানস্ মানুষ বুঝে যোগাযোগ রাখেন।তেলবাজ আর অন্যের ** মানুষদের টোটালি ইগনোর করেন৷ যেহেতু এ লাইনে আপনার অনেক মানুষদের সাথে পরিচয় হবে৷
অপরিচিত কাউকে দিয়ে পেমেন্ট করাবেন না একদম ক্লোজ বা পারসনালি না চিনলে পেমেন্ট করাবেন না। শুধু মাএ পেমেন্ট ইস্যুর জন্য আমার ফ্রেন্ডের এনরোলড্ মেন্ট ক্যান্সেল করে দিছে অথচ সে ডক সাবমিট করে দিসিলো। আরো ১ জনকে পেমেনৃট করে পরে আরো ৫০ হাজার টাকা দাবি করে। এটা না পে করলে ইউনিতে রিফান্ড এপ্লাই করবে। আরএকজনের অলরেডি রিফান্ড এপ্লাই করে দিছে। সবাই আমাদের অক্টোবর গ্রুপের মেম্বার্স । বাস্তবে মানুষ মানুষের সাথে এসবেই করছে। গ্রুপে ভালো মানুষ যেমন আছে। এ টাইপের মানুষ ও আছে। সো সাবধান।ইন্টারভিউ দিয়ে এসে টেনসান ভয় কাজ করবেই,অতিরিক্ত ডিপ্রেইসড্ লাগবেই, সেজন্য আমি কিছু আমল করেছিলাম।আপনারাও এগুলো করতে পারেন।
১/তাহাজ্জুদ পড়বেন।
২/সিজদা বড় করে দিবেন। সিজদায় ২১ বার ইয়া রাহমানির রাহিম পড়বেন।
৩/ইসমে আজম পড়বেন। সারাদিন যখন মনে হয় তখনেই পড়বেন। (লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম) এটা পড়েছিলাম।
এই আমল গুলো করার পরে ইন্টারভিউ এবং পরবর্তী কোনো কিছুই আমার মনে ছিলো না। ভিসা পাবো এমন কনফিডেন্স তৈরী হয়ে ছিলো। মূলত আমল গুলা ম্যজিকের মতো কাজ করছে। সাজেশান থাকবে এই আমল গুলা করেন। আল্লাহ্ রহমতে সব পজেটিব পাবেন (ইনসআল্লাহ্)।
পাসপোর্ট কালেকশানের দিন আমাকে চেক করে ভিওর রুমে পাঠায় চোখে শুধু স্বপ্ন গুলো বাসতে ছিলো। বাইরে বাবা দাড়িয়ে ছিলো বের হয়ে বাবাকে বলবো সেসব ভেবে ভিও এর কাছে যাই।আলহামদুলিল্লাহ ওনি আমার ভিসাটা ধরিয়ে দেয়।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া 

আমি গ্রুপে প্রচুর এক্টিব থাকি। অনেক সময় দিসি, কেউ কোনো সমস্যাই পড়লে নিজের মনে করে হেল্প করার ট্রাই করছি। কখনো ভাবি নাই আমার এ কাজের রেজাল্ট নিজের চোখে দেখবো, আমাদের ৩৫/৪০ জনের পাসর্পোট কালেকশান ছিলো। আমি টেনশান করতাম রনি ভাইয়া বার বার বলতো আপনি অন্যের হেল্প করছেন আপনি টেনশান কইরেন না বাকিদের দোয়াই আপনি পজেটিব পাবেন। ঐশি আপু ভিসা পেয়ে যাবার সময় আমাকে জরিয়ে ধরে ধণ্যবাদ দেয়
সোহান ভাইয়া – আমি ভিসা পাই আর না পাই আপনাকে অনেক ধন্যবাদ
এ টাইপের কথা গুলা আমার কাছে কেনো জানি এচিবমেন্ট মনে হয়ছে। সবাই এতো সম্মান আর স্নেহ দিছে যা আমি সারা জিবন মনে রাখবো



আজকে আমার ফ্লাইট
কাতার এয়ারলাইন্সে। আমি আমার স্বপ্ন ছুতে যাচ্ছি। দোয়া করিয়েন। যেনো আল্লাহ রহমতে সুস্থ ভাবে পৌছাতে পারি৷

সবার জন্য দোয়া রইলো। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন, চেষ্টা করুন। নিজের স্বপ্ন হাতে ছোঁয়ার দিন আসবেই 




Rhine-Waal University Of Applied Science
Infotronic Systems Engineering.