# The committee —- unable to agree on this question.
A. is
B. was
C. were
D. none
ব্যাখ্যাঃ এই প্রশ্নে, কমিটির সদস্যরা একমত হতে পারেনি। সদস্যরা—(plural) বুঝিয়েছে, তাই verbটিও plural (were) ব্যবহৃত হবে।
Ans: C (British English অনুসারে।)
Right form of Verb(Subject-Verb-Agreement)
#Rule: Subject + Verb
<> Sub যদি singular হয়— verbটিও singular হয়।
Example: She is/was a writter. She writes every day. She has a car. I have a bike. I am a writter.
<> Sub যদি plural হয়– verbটিও plural হয়।
Example: They were a writter. They write every day. They have a car.

Collective Noun: এক(সম)জাতীয় কোন কিছুর সমষ্টিগত নামকে Collective noun বলে।
যেমন:- হতে পারে সেটা যেকোনো কিছুর কালেকশন; উদাহরণস্বরূপ- Army/Police/infanty/Jury, Class /Gang/Crowd/Audience /public/parliament, Association/Union/team, Flock/herd/cattle, library, Orchestra,covey etc.
cattle: গরুর পালকে cattle বলে, অনেক গুলো গরু মিলে একটা cattle হয়।
team: অনেক গুলো মানুষ মিলে একটা team হয়, ঠিক একইভাবে অনেকগুলো মানুষ মিলে হতে পারে সেটা Family.
একইভাবে,অনেকগুলো সৈনিক নিয়ে হতে পারে সেটা police/army/navy etc.
অর্থাৎ Collective Noun হচ্ছে Name of a group of anythings।
Use of Collective Noun: মজার ব্যাপার হচ্ছে- একে singular হিসেবে কাউন্ট করা হয়ে থাকে, আবার plural হিসেবেও কাউন্ট করা হয়ে থাকে।
কোথায় singular হবে আর কোথায় plural হবে এটা নির্ভর করে collective noun কে একক(একত্রে)/অখণ্ড(whole unit হিসেবে) চিন্তা করা হচ্ছে নাকি খণ্ডিত/আলাদাভাবে(each individual ভাবে) চিন্তা করা হচ্ছে এই ব্যবহারের উপর।
Collective Noun দ্বারা,একত্র(একক)/অখণ্ড সমষ্টিকে বোঝালে — Verb-টি singular হয়,
Collective Noun দ্বারা, খণ্ডিত বা আলাদা বোঝালে —- Verb-টি Plural হয়।(তখন তাকে noun of multitude বলে)
যেমন- The staff were/was invited to the BBQ.
My family are going to be citizens soon.
My family was invited to a weeding.
The army has retreated from the field.
The team need 35 runs to win.
The jury has reached its decision.
The jury are arguing over the case.
————————-+++———————–
MASTER বইয়ের NOUN অধ্যায়ের বিভ্রান্তিকর 11 টি প্রশ্নের সমাধান।
01. The committee —- unable to agree on this question.
A. is
B. was
C. were
D. none
Ans:C (British English অনুসারে।)
The committee were unable to agree on this question/point. (এই প্রশ্নে/বিষয়ে কমিটির সদস্যরা একমত হতে পারেনি)
এক্ষেত্রে unable to agree = disagree
অর্থাৎ সদস্যরা একমত নয়, তাই plural verb (were) ব্যবহৃত হয়েছে।
02. I recognised your voice at once.
Here ‘voice’ is a/an —– noun
A) common
B) abstract
C) material
D) none
Ans:A
voice এর plural form করা যায় এবং এর আগে article ‘a/an’ ব্যবহার করা যায় তাই voice হচ্ছে common noun
I could hear the sound of several voices.
She could hear voices in the kitchen.
I could hear voices in the next room.
He spoke in a loud/clear/deep voice.
“I can’t bear it,” he said in a choked voice.
03. Which of the following word is not similar to ‘school’? [IU চ 10-11, BBA 15-16]
A. flock B. herd C. college D. pack
Ans:C
ব্যাখ্যা : এখানে school দ্বারা মাছের ঝাক বুঝিয়েছে যা এক্ষেত্রে collective noun হবে। flock, herd, pack এরাও collective noun আর college সাধারণত common noun
04. An army is —
A. Common noun
B. Collective noun
Ans:B
Collective noun এর আগে article (a/an/the) বসতে পারে। a team, the committee, a family, an army
কিন্তু এদের plural হলে এরা common noun হয়ে যায়।
two teams, many teams, several families, many families, five families ইত্যাদি।
05. কোনটি Abstract noun?
[প্রাথমিক প্রধান শিক্ষক (ক্রিসানথিমাম)-২০১২]
A. Agency
B. Infant
C. Anxious
D. Grand
Ans: A (Agency-প্রতিনিধিত্ব)
Infant (common noun) – infancy (abstract noun)
[infantry (পদাতিক বাহিনী)- collective noun ]
Anxious (adjective) – Anxiety (abstract noun)
Grand (adjective) – grandeur (গ্র্যানজার)- abstract noun
06. What kind of noun is ‘money’? [IU H 14- 15,
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী-১৯]
A. collective B. abstract
C. countable D. uncountable
Ans:D
What kind of noun ‘money’? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক (সেফটি) ২০১৯]
A. collective noun B. abstract noun
C. countable noun D. uncountable noun
Ans:D
Money কেন uncountable noun?
Money মানে অর্থ। বাংলায় আমরা “টাকা” বলে থাকি কিন্তু অন্য দেশে কি money মানে “টাকা” বলে? না, বলে না।
(টাকা, ডলা, পাউন্ড, নোট, মুদ্রা এগুলো অর্থের পরিমাণ প্রকাশক একক)
a money, one money, two moneys, moneys হয় না তাই money হচ্ছে uncountable noun হবে।
uncountable noun এর আগে a/an, number বসে না অথবা এর plural form হয় না।
কিন্তু money এর countable noun হচ্ছে a dollar, a pound, a taka, a note, a coin ইত্যাদি।
07. Which one of the following fall under uncountable noun? [SUST B 2008-09]
A. Star B. Rice C. Field C. Foe (ফৌ-শত্রু)
Ans:B
Star কে countable noun বলা হয়?
Man, cow এদের মতো star এর আগে a/an বসানো যায়, star এর plural করা যায়।
The sun is a star.
There are millions of stars in space. (the space নয়)
We looked up at the stars in the sky.
The sky is devoid of stars.
At night you can see the stars.
(star অসংখ্য তেমনি পৃথিবীতে মানুষ, গরুর সংখ্যাও অসংখ্য, সব গণনা সম্ভব নয়। কিন্তু গণনার ধারণা এদের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। তাই এরা countable noun হতে পারে)
The sun is a ——-.
[IFIC Bank Ltd. Transaction Service Officer 2019]
A. Asteroid B. Star
C. Planet D. Matter
Ans:B
অনেকে প্রশ্নটি করেছেন।
08. Journey কোন noun?
A. Abstract noun B. Common noun
Ans: B
ব্যাখ্যা
Journey এর হচ্ছে countable noun তাই এর আগে a/an বসানো যায় এবং এর plural করা যায় বলে এটি গণনাযোগ্য তাই journey হচ্ছে common noun
A journey by bus/train/boal/plane etc.
Last year we had a journey across Europe by train.
I made a journey of 10 miles by car.
I wish you a safe journey.
(তোমার নিরাপদ ভ্রমণ কামনা করি)
= (May you) Have a safe journey!
(তোমার যাত্রা নিরাপদ হোক)
It is a seven-hour train journey from Rajshahi to Dhaka. (রাজশাহী থেকে ঢাকা সাত ঘন্টার ট্রেন ভ্রমণ)
I love going on long journeys.
কিন্তু Travel হচ্ছে uncount noun এবং এটি Abstract noun
My job involves a lot of travel.
ব্যতিক্রম
আনন্দপ্রাপ্তির জন্য কারো বিদেশে অনেক ভ্রমণ (journeys) বুঝাতে travels ব্যবহৃত হয়ে থাকে।
Gulliver’s Travels is still favourite.
The novel is based on his travels in Europe.
09. Prices have increased by —- 300 percent.
Applications have risen — by 60% this year.
A. as many as
B. as much as
Ans:B (as much as)
Per cent /percent (%) দ্বারা পরিমাণ বুঝায় তাই as much as হবে। বৃদ্ধি পাওয়া বুঝালে as much as এবং কমে যাওয়া বা হ্রাস পাওয়া বুঝালে as little as হবে।
Prices have risen/increased by as much as 300%.
Prices have reduced/decreased by as little as 30%
10. It costs relatively — and you can save a lot.
A. a little B. little C. small
Ans: B (little)
relatively + positive degree of adjective/adverb
এখানে cost কে modify করতে adverb দরকার আর little ব্যবহৃত হতে পারে adjective এবং adverb হিসেবে।
অর্থাৎ It + costs + relatively little হবে।
Subject + LV (linking verb) + relatively small.
It is relatively small. It costs relatively little.
11. —– in this display is on sale.
[কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপ-পরিচালক ২০০৭]
A. Each furniture
B. Each pieces of furniture
C. Each piece of furniture
D. Each furnitures
সঠিক উত্তর C. Each piece of furniture
Each piece of furniture in this display is on sale.
(UK- এই প্রদর্শনীতে রাখা প্রতিটি আসবাবপত্র বিক্রি করা হবে। US- এই প্রদর্শনীতে রাখা প্রতিটি আসবাবপত্র হ্রাসকৃত মূল্যে বিক্রি করা হবে)
ব্যাখ্যা
Each, Every, Another এই determiner গুলো শুধুমাত্র singular countable noun এর আগে বসে। তাই furniture এর আগে সরাসরি Each বসানো যাবে না, এক্ষেত্রে uncountable noun “furniture” কে countable noun এ রূপান্তরিত করতে হবে, সেক্ষেত্রে তার আগে piece of অথবা item of ব্যবহার করতে হবে। Each যেহেতু singular তাই Each piece of furniture হবে।
জেনে রাখুন-
সামগ্রিকভাবে বুঝালে furniture আর আলাদা আলাদা ভাবে বুঝালে piece/item of furniture
বাংলা থেকে ইংরেজি :
১. অফিসের আসবাবপত্র বিক্রি হবে।
The furniture of the office will be sold.
২. ফার্নিচারটি কাপবোর্ড হিসেবে এবং টেবিল হিসেবে দুটো উদ্দেশ্যে মেটায়।
The piece of furniture serves a dual purpose as a cupboard and as a table.
ইংরেজি থেকে বাংলা
1. The only piece/item of furniture he has in his bedroom is a bed.
(একমাত্র আসবাব তার ঘরে আছে তা হলো একটা বিছানা)
2. Each piece of furniture in this display is on sale.
(প্রদর্শনে রাখা প্রতিটি আসবাব বিক্রি হবে)
————————-+++———————–
Title: Collective Noun মনে রাখার টেকনিক ও Right form of Verb এ ব্যবহার (কমন মিসটেক)
intro: আসসালামু আলাইকুম। হ্যালো কুইক লার্নার, আজকের ক্লাসে আমরা Collective noun কোন গুলো টেকনিকের মাধ্যমে শিখে ফেলব, একই সাথে Collective noun এর examples সহ right form of verb এ এর ব্যবহার এগুলোর ব্যবহার গুলো জানব যাতে করে কমন মিস্টেক গুলো এড়ানো যায়।
Outro: তো বন্ধুরা, ভিডিওটি যদি ভাল লেগে থাকে লাইক দিয়ে উৎসাহিত কর, আর এরকম আরো ভিডিও পেতে চাইলে কমেন্ট করে ফিডব্যাক জানাও।