005.4 Preposition & Appropriate preposition

টপিক: Modifier
Made of
Made from
কোন বস্তু তৈরি হওয়ার পর যদি –
উপাদান দৃশ্যমান হয় তাহলে -Made of
উপাদান দৃশ্যমান না হলে -Made from
The ring is made of gold.
Bread is usually made from wheat.
Call নিয়ে যত ঝামেলা🔽
➡Call For = কৈফিয়ত চাওয়া, দাবি করা।
➡Call at = কোন স্থানে গিয়ে কারো সাথে দেখা করা।
➡Call on = দেখা করা।
➡Call in = সাহায্যের জন্য ডাকা।
➡Call up = স্বরণ করা।
➡Call upon = আবেদন করা, আহবান জানানো
➡Call forth = আহবান করা
➡Call over = নাম ডাকা।
➡Call off = প্রত্যাহার করা।
Example:
He should be called for an explanation for his perpetration.
He called at my home.
He called upon me
Please call in a doctor
I can’t call up his name
I call upon the secretary to present his report.
Our boss called forth all of us to work together in order to overcome the the running problem.
The teacher called over the rolls.
Opposition called off their strike.
ONOMATOPOEIC_WORDS (ধন্যাত্মক শব্দাবলি)
————————————————
1. শোঁ শোঁ করে বাতাস বইছে
→ The wind is howling.
2. টিপ টিপ করে বৃষ্টি পড়ছে
→ It is drizzling.
3. হাসান গুন গুন করে গান গাইতেছে
→ Hasan is humming a song.
4. গাছটি মড়মড় করে ভেঙে পড়ল
→ The tree broke down with a crash.
5. আকাশে গুড় গুড় শব্দ হচ্ছিল
→ There was a mumbling sound in the sky.
6. সোহাগের গাঁ আজ ম্যাজ ম্যাজ করতেছে
→ Shohag feels out of sorts today.
7. শিহাবের ঝিমানো ঝিমানো ভাব
→ Shihab feels drowsy.
8. মিমি বমি বমি ভাব করছে
→ Mimi feels nausea.
9. গরুর গাড়ি গুলি ক্যাচ ক্যাচ করছে
→ The carts are creaking.

Preposition শেখার অসাধারন একটি কবিতা…

>>>>>>>ছন্দে ছন্দে Preposition শিখুন <<<<<<<<
শহর, নগর, প্রদেশ ও দেশ
এদের আগে in বসিয়ে করবে বেশ বেশ।
সপ্তাহ, মাস, বছর, ঋতু, দশক, যুগ, শতাব্দী,
এদের আগে in বসানো হয় আজ অবধি ।
প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে
at বসিয়ে করবে বাজিমাত।
সময়ের আগে at বসে, দিনের আগে on,
দিনের অংশ ভাগে in না বসালে, মাথা করবে ভন ভন ।
Festival-এ at, নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবে preposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।
Person-এ by, পাশে বুঝাতেও by, যানবাহনেও তাই
Article দিলে (যানবাহনের আগে) on হয় কিন্তু in a car
দক্ষতায় অদক্ষতায় at না বসালে সব হবে ছারখার।
ছোট হলে at, বড় হলে in, কখন হয়?
এই পার্থক্য না বুঝলে মনে থাকবে ভয়।
বাহির থেকে ভিতরে into ব্যবহার করোরে,
ভিতর থেকে বাহিরে হয় out of,
Preposition না বুঝলে মুড থাকবে off।
লেগে (স্পর্শ করে) থাকলে on হয়, নইলে above
Since, for বুঝ না, কেন নাও ভাব?
শুরু থেকে বুঝাতে since হয়, নইলে হয় for
গতি বুঝাতে (উপর দিয়ে) over, নিচে হয় under
Preposition আসলেই খুব মজার।
মাত্রা (স্তর) বুঝাতে হয় below, Preposition
শিখতে পেরে, আমি আছি খুব ভালো।
On- এ গিয়ে গতি হলে শেষ, হয় onto,
সাথে বুঝাতে with হয়,দিক বুঝাতে to.
কোনো কিছুর ভিতর দিয়ে যেতে হয় through (বাধা থাকলে)।
এ পাশ থেকে ওপাশে যেতে হয় across,
(বাধা না থাকলে)।
Preposition শিখলে নেই কোনো Loss।
এর বুঝাতে of হয়
Preposition- কে আজ করেছি জয়।
>>>>

#উল্টা_পাল্টায়_ইংরেজি_শব্দ_শিখিঃ

⛔Break out – আবির্ভাব হওয়া।
⛔Out break – প্রাদুর্ভাব।
.
⛔Come out – বের হওয়া।
⛔Out come – পরিনাম।
.
⛔Put out – নিভে ফেলা।
⛔Out put- ফলাফল।
.
⛔Turn out – বের করে দেওয়া।
⛔Out turn – উৎপাদিত বস্তু।
.
⛔Look out – খোঁজা/অনুসন্ধান করা।
⛔Out look – বাহ্যিক দৃষ্টি।
.
⛔Set out – যাত্রা করা।
⛔Out set – প্রারম্ভ।
.
⛔Cry out – চিৎকার করা।
⛔Out cry – হৈ চৈ।
.
⛔Fit out – সাজানো।
⛔Out fit – সাজ-সজ্জা।
.
⛔Let out – প্রকাশ করা
⛔Out let – বের করার পথ।
.
⛔Burst out – ফেটে পড়া
⛔Out burst – উল্লাস।
.
⛔Cast out – তাড়িয়ে দেওয়া
⛔Out cast – সমাজ ছাড়া ব্যাক্তি।
.
⛔Come in – ভিতরে প্রবেশ করা।
⛔Income – আয়।
.
⛔Let in – প্রবেশ করতে দেয়া।
⛔Inlet – ঢোকার পথ।
😎😎Don’t forget to share

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *