recent gk
- https://www.facebook.com/search/top/?q=%E0%A6…..
- https://www.facebook.com/groups/bcsp4afp/permalink/4052536638312241/
- https://www.facebook.com/search/posts?q=bcs%20syllabus&filters=eyJyZ…….
- https://exambd.net/category/daily-gk
Daily gk from:-
- Live mcq,
- বিদ্যাবাড়ি,
- Bn.Exambd.নেট
- bcs আসাদ সিরিজ
১জানুয়ারি ২০২৫ G7 ‘এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন? জাস্টিন ট্রুডো
প্রস্তুতি:
১মত, Subjectwise ব্যাসিক concept clear(অধ্যায় ভিত্তিক)::: Bangla || English, || Math, || Gk, Ict
২য়ত, Targeted Job Syllabus অনুযায়ী রিভিশন(টপিক ভিত্তিক)। ::: Primary-Ntrca,etc || Bank || Bcs
৩য়ত, Digest solving::: Biman, Primary-ntrca,etc || bank || Bcs (Hardcopy ও Pdf থেকে প্রফেসর_জব_সলিউশন করা)
বই তালিকা:-
Bangla: পার্সোনাল নোট(from online videos & pdf’s)। এরপর,অভিযাত্রী/অগ্রদূত(Hardcopy), class 9-10 ব্যাকরণ বই শেষ করা।
English: পার্সোনাল নোট(from online videos & pdf’s)। এরপর, Master English(Hardcopy) বইটা শেষ করা।
Math: পার্সোনাল নোট(from online videos & pdf’s)। এরপর, Khairul Bank Math(Hardcopy), Math tutor, khairul basic math / অগ্রদূত basic math / Magic Math ও বইগুলো শেষ করা।
Gk(Bangladesh & International): পার্সোনাল নোট(from online videos & pdf’s)। এরপর, মিহির GK সাধারণ জ্ঞান(Hardcopy) বইটা শেষ করা।
Gk(Recent): আলাল’স সাম্প্রতিক Hour(Hardcopy), মিহির GK সাম্প্রতিক হাইভোল্টেজ(Hardcopy) বইগুলো শেষ করা। এরপর LiveMcq পেজ, কারেন্টস অ্যাপেয়ার্স pdf, অনলাইনের ভিডিও ও পোস্ট থেকে নোট করা।
ICT: কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির জন্য Self Suggestion ict(Hardcopy) বইটা শেষ করা। এরপর, পার্সোনাল নোট(from online videos & pdf’s) করা।
বিসিএস নিয়োগ:
ধাপ সমূহ— ১ম ধাপ(প্রিলিমিনারি)- ২০০ নম্বর, ২য় ধাপ(রিটেন)- ৯০০ নম্বর, ৩য় ধাপ(ভাইবা)- ১০০ নম্বর.
প্রিলিমিনারি ২০০ নম্বর মানবন্টন(সিলেবাস)—-
(১)বাংলা ভাষা ও সাহিত্য – ৩৫
(২) English Language and Literature – 35
(৩) বাংলাদেশ বিষয়াবলি – ৩০ + (৪) আন্তর্জাতিক বিষয়াবলি – ২০
(৫) সাধারণ বিজ্ঞান – ১৫ + (৬) কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি – ১৫
(৭) গাণিতিক যুক্তি – ১৫
(৮) মানসিক দক্ষতা – ১৫
(৯) নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন – ১০
(১০) ভূগোল (বাংলাদেশ ও বিশ্বঃ) পরিবেশ ও দুর্যোগব্যবস্থাপনা – ১০
এক নজরে একুশে পদক 2025
(১৭জন বিশিষ্ট ব্যক্তি এবং নারী ফুটবল দল)
01. চলচ্চিত্রে : আজিজুর রহমান (মরণোত্তর)
02. সঙ্গীতে: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)
03. সঙ্গীতে: ফেরদৌস আরা
04. আলোকচিত্রে: নাসির আলী মামুন
05. চিত্রকলায়: রোকেয়া সুলতানা
06..সাংবাদিকতায়: মাহফুজ উল্লাহ (মরণোত্তর)
07. গবেষণায়: মঈদুল হাসান
08. শিক্ষায় : ড. নিয়াজ জামান
09. বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহদী হাসান খান (দলনেতা)
10. বিজ্ঞান ও প্রযুক্তিতে: রিফাত নবী (দলগত),
11. বিজ্ঞান ও প্রযুক্তিতে: মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত)
12. বিজ্ঞান ও প্রযুক্তিতে: শাবাব মুস্তাফা (দলগত)।
13. সমাজসেবায়: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
14. ভাষা ও সাহিত্যে: হেলাল হাফিজ (মরণোত্তর)
15. ভাষা ও সাহিত্যে: শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর)।
# মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫- আবরার ফাহাদ
16. সাংবাদিকতা ও মানবাধিকারে: মাহমুদুর রহমান
17. সংস্কৃতি ও শিক্ষায় : ড. শহিদুল আলম এবং
18. .ক্রীড়ায়: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
অস্কার (৯৭তম) পুরস্কার ২০২৫:
সেরা চলচ্চিত্র: আনোরা
সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (চলচ্চিত্র: দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি/মিকি ম্যাডিসন (চলচ্চিত্র: আনোরা)
সেরা পরিচালক: শন বেকার (চলচ্চিত্র: আনোরা)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
দেশের স্থাপনার পরিবর্তিত নামসমুহ:
#
শেখ হাসিনা স্টেডিয়াম বা দ্য বোট নয়, স্টেডিয়ামের নাম হবে ‘ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড’।
জুলাই অভ্যুত্থান এর সকল তথ্য:
দিবস
৫ আগস্ট — জুলাই অভ্যুত্থান দিবস
৮ আগস্ট — নতুন বাংলাদেশ দিবস
১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস (জুলাই অভ্যুত্থান এর ১ম শহীদ – আবু সাঈদ)
বেগম রোকেয়া পদক-২০২৪
Dec 09:
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক বিতরণ করেন ড. মুহাম্মদ ইউনূস।




#Recent_GK #সাম্প্রতিক_জিকে
❝ফিফা বর্ষসেরা খেলোয়াড়- ২০২৪❞
→বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)।
→বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন)।
ড. মুহাম্মদ ইউনুসকে সম্প্রতি The revolutionary Economist উপাধি দিয়েছে কোন প্রতিষ্ঠান ? Nature Magazine
হেলাল হাফিজ


৩১ ডিসেম্বর, ২০২৪
জাতীয় সংবাদ
উত্তর: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’”।[যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে৷ তারুণ্যের উৎসব বিপিএল ২০২৫-এর সহযোগিতায় বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রসারে কাজ করবে। এর মধ্যে থাকছে তরুণদের জন্য স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক ৷] সূত্র-বাসস।
# “মার্চ ফর ইউনিটি’ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: কেন্দ্রীয় শহীদ মিনারে ।[বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা “মার্চ ফর ইউনিটি’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়। মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে আজ “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা ছিল৷ তবে সোমবার রাতে জরুরি বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয়, অন্তর্বতী সরকার একই ধরনের ঘোষণাপত্র তৈরি করছে, আর তাতে সমর্থন আছে তাদের |] সূত্র- ইত্তেফাক
# বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ডব্লিউএফপির সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে-উত্তর: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।[গত দুই বছরে মোট ২৪ মিলিয়ন ইউরো অর্থায়নের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির জীবন রক্ষাকারী প্রচেষ্টাকে সহায়তা করেছে। ২০২৩ সালে দু’বার রেশন কাটছট প্রত্যাহারে সহায়তা করেছে, যার ফলে ডরিউএফপি আগস্ট-২০২৪ থেকে প্রতি ব্যক্তির জন্য মাসিক খাদ্য রেশন ১২ দশমিক ৫০ মার্কিন ডলারে পুনর্বহাল করতে সক্ষম হয়েছে] সূত্র- বাসস।
# “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ যাত্রা শুরু করে কবে?
উত্তর: ১২ সেপ্টেম্বর, ২০২৪।
[ছাত্রজনতার অভ্যুত্থানের পর ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা ও কর্মসংস্থান, আহত ব্যক্তিদের চিকিৎসাসেবার মতো কাজের জন্য এ ফাউন্ডেশন গঠন করা হয়েছিল৷ প্রেস ইউংয়ের তথ্যমতে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ২২৮ জনকে সহায়তা করা হয়েছে। এতে 8৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করেছে] সূত্র- সময় সংবাদ ৷
আন্তর্জাতিক
# বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ‘স্পেডেক্স’ মিশন পরিচালনা করছে কোন দেশ?
উত্তর: ভারত।[৩০শে ডিসেম্বর ভারতের অন্ধবপ্রদেশের নেলোর জেলার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে ‘স্পেডেক্স’ মিশন। এই অভিযানে মূলত দু’টো ছোট মহাকাশযান রয়েছে- ‘এসডিএক্স০১’ এবং ‘এসডিএক্স০২’। এগুলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থ ইসরোর “পিএসএলভি-সি৬০’ এর মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। স্পেস ডকিং এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হলো মহাকাশযানকে ‘ডক’ এবং ‘আনডক’ প্রযুক্তির বিকাশ এবং প্রদর্শন। এর আগে কেবল রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং চীন এ প্রযুক্তি আয়ত্ত করেছে]সূত্র- বিবিসি।
# ‘সিবিএস’ কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?
উত্তর: সিরিয়া
[মাসরিফ সুরিয়া আল’মারকাজি (সিবিএস) হল সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৬ সালে কার্যক্রম শুরু করে, এর সদর দণ্ডর দামেস্কে ৷ সম্প্রতি, সিরিয়ার ব্যাংকিং ইতিহাসে মায়সা সাবরিন প্রথম কোনো নারী দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর হিসেবে নিয়োগ পেয়েছেন] সূত্র- প্রথম আলো।
# “ওয়াইল্ড ফেলিড আ্যাডভোকেসি’” কোথায় অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে
[যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের শেলটনে অবস্থিত ওয়াইল্ড ফেলিড আ্যাডভোকেসি সেন্টারে ২০টি বড় বিড়ালজাতীয় প্রাণী মারা গেছে। গত নভেম্বররে শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে এই বাঘগুলো মারা যায়। এই সেন্টারের পরিচালক ও প্রতিষ্ঠাতা মার্ক ম্যাথিউস জানিয়েছেন, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বাঘগুলো মারা গেছে। মৃত বাঘগুলোর মধ্যে ছিল একটি বেঙ্গল টাইগার এবং চারটি কুগার ] সূত্র- সিএনএন ।
# গ্রিনিচ মান (জিএমটি) কী?
উত্তর: পুরো বিশ্বের সময়ের ভিত্তি।
[যুক্তরাজ্য চলে গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী । যেটিকে পুরো বিশ্বের সময়ের ভিত্তি হিসেবে ধরা হয়। গ্রিনিচ হলো একটি দ্বীপ। এটি মূল মধ্যরেখার স্থান এবং দাধ্রিমাংশের লাইন । যেটি ০ ডিগ্রিকে নির্দেশ করে। সেখানেই বিশ্বের পূর্ব ও পশ্চিম গোলার্ধ বিভক্ত হয়েছে। এর মাধ্যমে এটি সময়ের নির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চিহ্নিত করেছে ইংল্যান্ডের গ্রিনিচের রয়্যাল অবজারভেটরি |] সূত্র- ঢাকা পোস্ট ৷
10 January 2025
প্রশ্ন: প্রাকৃতিক সম্পদে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: রাশিয়া।
প্রশ্ন: সম্প্রতি আফ্রিকার কোন দেশ থেকে ফরাসি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয়েছে?
উত্তর: আইভরি কোস্ট।
প্রশ্ন: ‘জে-৩৬’ কী?
উত্তর: চীনের যুদ্ধ বিমান।
প্রশ্ন: ‘কাস্পিয়ান সাগর’ কয়টি দেশকে স্পর্শ করেছে?
উত্তর: পাঁচটি।
প্রশ্ন: ২০২৫ সালে বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ১০০তম।
প্রশ্ন: আইসিডিডিআরবির তথ্যমতে, অপরিণত শিশুজন্মের হারে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ।
প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের নতুন উপদেষ্টা কে?
উত্তর: আহসান উল্লাহ।
প্রশ্ন: এ দেশে ‘এআই’ নিয়ে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষাকার্যক্রম শুরু করেছে কোন বিশ্ববিদ্যালয়?
উত্তর: গ্রিন ইউনিভার্সিটি।
প্রশ্ন: লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর: লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন।