v ফুলস্ট্যাক ডেভেলপার সম্পূর্ণ গাইডলাইন

ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার সম্পূর্ণ গাইডলাইন (JS, Php, Django, Mern stack etc)

ফ্রন্ট এন্ড ডেভেলপার + ব্যাক এন্ড ডেভেলপার = ফ্রন্ট এন্ড ডেভেলপার.

ওয়েব ডেভেলপিং সেক্টরটাকে ভাল করে বুঝতে এবার আসা যাক কিছু জ্ঞানগর্ভ কথা বার্তা নিয়ে,  তার আগে নিচের পিক গুলো দেখে নিন।

full stuck
full stuck
fullu
fullu

ফুলস্ট্যাক ডেভেলপার সম্পূর্ণ গাইডলাইন:

সাধারনত ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেন তাদের ৩ ভাগে ভাগ করা যায় ।

1. ফ্রন্ট এন্ড ডেভেলপার

একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার সাধারনত একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপের ভিজুয়াল আউটলুক নিয়ে কাজ করেন যেটা আমরা ব্রাউজারে দেখতে পাই ।
ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে গেলে ৪ টি জিনিস জানা বাধ্যতামুলক ; এগুলো হলো এইচটিএমএল , সিএসএস , জাভাস্ক্রিপ্ট ও ডম । এরপর দরকার
ও চাহিদা অনুযায়ী সিএসএস ও জাভাস্ক্রিপ্ট এর বিভিন্ন লাইব্রেরী বা ফ্রেমওয়ার্ক যেমন বুটস্ট্র্যাপ , ইউআইকিট , ফাউন্ডেশন , সিম্যানটিক ইউআই , ম্যাটেরিয়ালাইজ সিএসএস , ভ্যু , অরেলিয়া , রিয়্যাক্ট , পলিমার , অ্যাঙ্গুলার শিখতে পারেন ।

2. ব্যাক এন্ড ডেভেলপার

ব্যাক এন্ড ডেভেলপাররা সাধারনত একটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপের ফাংশনালিটির জন্য প্রয়োজনীয় লজিক লেয়ার লিখে থাকেন । ব্যাক এন্ডে যে আসলে কত কি ব্যাবহার করা যায় বলে শেষ করা যাবেনা । ব্যাক এন্ড প্রোগ্রামিং এর জন্য আপনি সি++ থেকে শুরু করে পিএইচপি , জাভাস্ক্রিপ্ট , সি শার্প ,
জাভা , গোল্যাং , পাইথন , রুবী , জুলিয়া , এরল্যাং , লিস্প সহ আরো অনেককিছুই ব্যাবহার করতে পারবেন । চাইলে এগুলোর ভেতর থেকে যে কোন একটা শিখতে পারেন । ব্যাক এন্ডের জন্য জনপ্রিয় কিছু ফ্রেমওয়ার্ক হচ্ছে এএসপি ডটনেট , এক্সপ্রেস , রুবী অন রেইলস , স্প্রিং , জ্যাঙ্গো ইত্যাদি ।
এছাড়াও ব্যাক এন্ড ডেভেলপার হতে গেলে আপনার ডাটাবেজ সম্পর্কে জানা
থাকতেই হবে । ডাটাবেজ সাধারনত দুই ধরনের হয় ; যেমন-
  • রিলেশনাল ডাটাবেজ
  • ও নো-সিকুয়েল ডাটাবেজ
রিলেশনাল ডাটাবেজ এর উদাহরন হচ্ছে – মাইসিকুয়েল , মাইক্রোসফট সিকুয়েল সার্ভার , পোষ্টগ্রে সিকউয়েল , মারিয়া
ডিবি , ওরাকল ডিবি/২ ইত্যাদি । আবার নো-সিকুয়েল ডাটাবেজ মোঙ্গোডিবি ,
কাউচ-ডিবি , অ্যাপাচি ক্যাসান্দ্রা , রেডিশ ইত্যাদি । এই দুই প্রকারের যে কোন
একটি আপনার জানা থাকতেই হবে ।
dev
dev

3. ফুলস্ট্যাক ডেভেলপার

ফুলস্ট্যাক ডেভেলপার = ফ্রন্ট এন্ড ডেভেলপার + ব্যাক এন্ড ডেভেলপার ।
বুঝতেই পারছেন যারা একই সাথে ওয়েবের দুই এন্ডেই সমান ভাবে হাত চালাতে পারেন তারাই হচ্ছেন ফুলস্ট্যাক ডেভেলপার ।
এখন আপনি ঠিক করুন আপনি আসলে কোন ধরনের ডেভেলপার হিসেবে পরিপুর্ন হতে চান । ফ্রন্ট এন্ড ডেভেলপার , ব্যাক এন্ড ডেভেলপার নাকি ফুলস্ট্যাক ? এরপর বেছে নিন আপনার উপযুক্ত শেখার বিষয়বস্তু । ধন্যবাদ ! 🙂
প্রশ্ন:
১) একজন ফুলস্ট্যাক ডেভেলপারের ইফেক্টিভ জার্নিটা কেমন হওয়া উচিত ? এ বিষয়ে আপনার গাইডলাইন কেমন হবে ?
২) আমরা জানি সার্ভারলেস ক্লাউড ফাংশন হচ্ছে ভবিষ্যতে । সেক্ষেত্রে ফ্রন্টএন্ড / ব্যাকএন্ড এর মধ্যে কোন ডিপার্টমেন্ট এর ডিমান্ড বেড়ে যাবে বলে আপনি মনে করেন এবং তা কেনো ?
উত্তর: video link-

আপনি কেন জাভাস্ক্রিপ্ট শিখবেন?

কেন শিখবেন না বলেন তো, একটা মাত্র ভাষা শিখে যদি ফুলস্ট্যাক ডেভলোপার হয়ে যেতে পারেন।
যদি বর্তমানের সেরা ফ্রেমওয়ার্ক Node.js (not framework), React.js, vue, angular নিয়ে কাজ করতে পারেন।
শুধু ওয়েব না মোবাইল এপস এবং সেটা আবার ক্রস প্লাটফর্ম মানে একটা এপস বানাবেন সেটা Android and IOS দুইটাতেই চলবে, তাইলে আর কি চাই আপনার হুম।
হ্যা আমরা অনেক কাজই করতে পারবো তার আগে আমাদের শিখতে হবে এবং ভাল ভাবে শিখতে হবে।
কোনভাবেই তারাহুরা করা যাবে না। এইটা এমন একটা সেক্টর ৫, ৬ বছর কাজ করার পরেও মনে হবে ৩০% ও শিখতে পারেন নাই। যাদের তারাহুরা আছে তাদের এইদিকে আসার দরকার নাই।
বেসিক ভালভাবে শিখার পর আপনার প্রোগ্রামিং নলেজটা ভাল ভাবে কাজে লাগানোর জন্যে প্রচুর পরিমান প্রোবলেম সলভিং করতে হবে এতে আপনার লজিক বিল্ড হবে। এরপর কাজ করতে করতে সারা জীবন শেখার উপর থাকতে হবে। যেদিন শেখা বাদ দিবেন সেদিন থেকে আপনার অবনতি হতে থাকবে।
আইটি সেক্টরের জন্যে একটা কথা আসলেই অনেক সত্য সেটা হচ্ছে কাজ জানা থাকলে চাকরীর অভাব হয় না। সেটা যেকোন কাজই হোক না কেন।

সহজেই একটা চাকরি পাবার উপায়ঃ

যে কাজটাই শিখবেন ভাল ভাবে শিখবেন।
আপনি যেই দিকে ক্যারিয়ার গড়তে চান সেই রিলেটেড মানুষদের সাথে যোগাযোগ রাখুন।
Linkedin এ সক্রিয় থাকুন। আপনার লাইনের লোকদের কানেক্ট করুন। আপনার করা বিভিন্ন কাজ গুলো Linkedin এ আপডেট করতে থাকুন। Linkedin profile ঠিকভাবে সাজাতে পারলে অনেক জব অফার পেতে পারেন।
ফেসবুক গ্রুপ গুলোতে এক্টিভ থাকুন। আপনি যেই জিনিস গুলো জানেন সেগুলো নিয়ে লিখুন। এতে আপনার কাজের দক্ষতা প্রকাশ পাবে। এখান থেকেও জব অফার পেতে পারেন।
ভাল একটা সিভি তৈরি করুন যেখানে আপনার স্কিল , অভিজ্ঞতা এবং প্রজেক্ট প্রাধান্য পাবে। এমন সিভি বানাবেন না যেখানে আপনার স্কিল খুঁজে বের করতে হয়। অনেকে নিজের বাপ দাদার পরিচয় লিখেই এক পৃষ্ঠা শেষ করে। সিভি যত শর্টকাট হবে ততোই ভাল।
গ্রুপে যদি এমন কাউকে দেখি যে নিজের কাজকে খুব ভালবাসে। ভাল ভাবে কাজ শিখতেছে বা ভাল কাজ জানে তাদের ইনশাআল্লাহ আমার কোম্পানিতে কাজের সুযোগ করে দেব।

MERN stack কি? বর্তমানের এই সময়ে এসে কেন আমি এটি শিখব?

ans-

MERN স্ট্যাক মূলত ৪ টি টপিক নিয়ে কাজ করে যেমন:
  • MongoDB,
  • Express.JS,
  • React.JS,
  • Node.JS।
ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি একটি ওয়েব সাইটের ফ্রন্টইন্ড ডেভেলপমেন্ট, ব্যাকইন্ড ডেভেলপমেন্ট এবং ডাটাবেজের কাজ সমূহকে। সুতরাং আমরা বলতে পারি একটি ডাইনামিক ওয়েবসাইট তৈরী করতে আমাদের যা কিছু প্রয়োজন হয় সবকিছু নিয়েই ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট।
আর এই MERN Stack এ আমরা ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এর সকল বিষয়গুলো পাচ্ছি।
📌আমাদের MERN Stack Web Development কোর্সে যা যা থাকছে-
*HTML,CSS
*Figma to PSD
*Javascript
*Front-end Development Using API
*React
*Node JS
*Express JS
*Mongo DB
*Freelancing Marketplace
mern
mern
Extra:
আমি ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট এর জার্নি শুরু করেছি।মাত্র বুস্ট্র্যাপ এ আসলাম।ভবিষ্যতে” ফ্রিল্যান্সিং “করার ইচ্ছা।
এখন চিন্তার বিষয় হচ্ছে,Backend এ Django শিখব নাকি MERN স্ট্যাক!
অনেকেই বলতেছে,মার্কেটপ্লেসগুলোতে Django দিয়ে নাকি খুব একটা কাজ পাওয়া যায় না। Wordprees এ যাওয়ার আগ্রহ নাই।
বেশ কয়েকটা পেইড কোর্স Django প্রোভাইড করছে।তাদের ডেডলাইনও সীমিত। তাই অভিজ্ঞদের মতামত আশা করছি।
ans-
Apni jodi full stuck web development hoite chan tahole onk gula root asa but first of all apni apnar goal set korn apni bs paren vlo kotha apnar apni html css deya 2 or 3 raw project korn coding concept clear korn then js ta vlo kora shiken akhon kono kotha sunen nah mern, php, danjo, WordPress or else aigula sob vule jaan just javascript shiken sumit bhai ar js course ta vlo kora study korn programming concepts clear korn then auto bujben vlo js parle knock deyan then abar free ta guideline debo.
 ans2-
ভাই freelancing marketplace এ ওয়ার্ডপ্রেস এর চাহিদা বেশি! তাই, আমি suggest করবো MERN stack এর পাশাপাশি ওয়ার্ডপ্রেস ও শিখে রাখুন
——
react frontend
Ar nodejs backend ar jonno

Q: JS er kon library recommend koren? 

A: বেসিক ত আগে লাগবে। এরপর রিএক্ট লাগবে, রিএক্টে ঝামেলা হচ্ছে এসইও ফ্রেন্ডলি না, তাই নেক্সট js, আবার সার্ভার সাইডেড কিছু করতে গেলে node.

—–

কেন আপনি PHP শিখবেন?

q: Why PHP Is Still So Important for Web Development ans video link:

https://www.youtube.com/watch?v=FjhUOx4rbZM

কেন আপনি Django শিখবেন?

আপনি যদি আপনার সাইটে বিভিন্ন অ্যালগরিদম প্রয়োগ করতে চান, অর্থাৎ যেমন ধরুন  কোন একটা ভিজিটর আপনার সাইটে ঢুকে একটা love story বই কিনেছি, আপনি চাচ্ছেন তার আচরণের উপর ভিত্তি করে সেই যে ধরনের love story book গুলো find করছে ওইগুলো দেখাতে. এক্ষেত্রে আপনাকে পাইথন এর django সাইট হেল্প করবে. বুঝতেই পারতেছেন যে এই ধরনের সাইট সেই লেভেলের ডিমান্ড।

—————-d

প্রফেশনাল ভাবে একজন ফ্রন্ট এন্ড ডেভোলাপার এর কাজের ধারা গুলো কি কি?

প্রজেক্ট করার জন্য তাকেই কি বিভিন্ন যে রিকোরমেন্ট থাকে তা কি ফ্রন্ট এন্ড ডেভোলপার কেই ঠিক করে দিতে হবে?! নাকি সেটা প্রজেক্ট ম্যানেজার ঠিক করে দেয়৷ যারা জব করছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করলে উপকৃত হবো৷
ans- সহজ হিসাবে বলতে . আপনি জখন ফ্রীলান্সার মার্কেট প্লেস কাজ করবেন . ক্লায়েন্ট আপনাকে UI ডিজাইন দিতে পারে , আমার এই UI ডিজাইনকে HTM / React / Vue / Angular এর ডিজাইন এ কনভার্ট করেন . HTML প্রজেক্ট হলে সিম্পল ডিজাইন করে দিতে হবে . এর যদি জাভাস্ক্রিপ্টে যে কোন লাইবেরি ব্যবহের করতে বলে তখন আপনি ক্লায়েন্ট কাছে জেনে নিবেন . আমি কি ডিজাইন সাথে API ইন্ট্রিগ্রেশন জন্য ফাঙ্কশন রেডি করে দিব .
আর যদি কার আন্ডার এ জব করেন তাহলেই প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট ডিটেলস বলে দিবেন .
——–x
ফন্ট এন্ড ডেভেলপার / ওয়েব ডিজাইনার হবার।
যেহেতু html,css শেষ তাহলে শুধু html,css দিয়ে ৩-৪+ টা প্রোজেক্ট করেন দেখেন বেসিক রিস্পন্সিভ ওয়েব বানাতে পারেন কিনা পরে একটু কঠিন টেমপ্লেট গুগল থেকে দেখে করতে পারেন। কারন সিন্টেক্স সবার মনে থাকে কিন্তু কাজের সময় সেটা ব্যবহার করাই প্রধান।
এর পর টেইলউইন্ড বা বুটট্রাপ শিখতে পারে৷
এর পর বুটস্ট্রাপ / টেইলউইন্ড দিয়েও প্রোজেক্ট করেন। এটা দিয়ে করা সহজ হবে যদি css ভাল ভাবে শেষ করেন তাহলে এগুলো সময় লাগবে না তাই বলছি Raw Css মানে শুধু css দিয়েই আগে প্রোজেক্ট করেন পরে ফ্রেমওয়ার্ক দিয়ে।।
যদি ওয়ার্ডপ্রেস শেখার হয় বা যাই শেখারহ হয় আগে জাভাস্ক্রিপ্ট লাগেই ডিজাইনের জন্য।
ওয়েন ডিজাইন করতে html,css, js মাস্ট এর পর যা করবেন ভাববেন।
পিরে যদি ওয়ার্ডপ্রেস শেখার হয় তো তা শিখবেন সাথে jqurry ইচ্ছা হলে।
আর যদি পিউর কোডিং শেখার হয় তাহলে জাভাস্ক্রিপ্ট শেষ হলে কিছু প্রবলেম সলভ করুন বা প্রোজেক্টে প্রাক্টিস করুন।
*React, angular, vui* বা চাইলে jqurry যেকোনো একটা শিখুন ব্যাস এর পর এ সব প্রাক্টিস করলে হয়ে গেলেন মুটামুটি লেভেলের ফন্ট এন্ড ডেভেলপার। 🖤
সর্ব কথা একটা কথা যদি ভিডিও দেখে শিখতে ১ ঘন্টা সময় দেন তাহলে প্রাক্টিসে ৩ ঘণ্টা সময় দিবেন। সিনটেক্স দেখা কিন্তু প্রজেক্টে করার মধ্যে অনেক পার্থক্য তাই প্রাক্টিস করলে এমনিও সব মুখস্থ হয়ে যাবে বা মনে থাকবে। তাই ৩× সময় প্রাক্টিসে দেয়া লাগবে৷
=======l
কোর্স লিংক :
মাত্র ৬ মাসে ওয়েব ডেভেলপার হয়ে উঠতে Interactive Cares এর ” Full Stack Web Development” প্রোগ্রামটিতে রেজিস্ট্রেশন করে ফেলুন।
এতে সম্পূর্ণ ফ্রন্ট ও ব্যাকএন্ডে HTML, CSS, Bootstrap, Python, Django, React, , Javascript, SQL, Django Rest API এর উপর জব প্রিপারেশন , মক ইন্টারভিও, এক্সক্লুসিভ জব ফেয়ার, ফ্রিল্যান্সিং গাইডলাইন এবং কোর্স শেষে সিভি ফরওয়ার্ডের মাধ্যমে চাকুরী/ ইন্টার্নশিপের সুযোগ থাকবে। এখানে থাকবেন BUET CSE এর দেশসেরা ৬ জন মেন্টর।
এছাড়াও থাকবেন সুমিত সাহা, ফাউন্ডার, Learn with Sumit, কো-ফাউন্ডার, Analyzen. তিনি বুয়েট সিএসই(CSE) এর একজন গ্র্যাজুয়েট। তিনি ১২ বছরেরও বেশি সময় ধরে ইন্ডান্স্ট্রিতে কাজ করছেন। তিনি আমাদের ইন্টারভিউ ও জব প্রিপারেশনের জন্য স্পিকার হিসেবে সেশন নিবেন।
থাকবেন Saidur Rahman Setu, যিনি JS Bangladesh এর ফাউন্ডার এবং Stack Learner এর Ex- CIO.
——–k

মিনহাজ ফয়সাল ভাইয়ার ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অনলাইন কোর্সের জন্য অপেক্ষাতে ছিলেন?

কোর্স কন্টেন্ট:
⚫️ HTML, CSS: এইচটিএমএল হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং সিএসএস হচ্ছে স্টাইল। এইচটিএমএল দিয়ে খুব সহজেই একটি ওয়েবসাইট এর কন্টেন্টের হেডিং, লিস্ট, বিভিন্ন নির্দেশিকা তৈরি করতে যায়। তার সাথে সিএসএস ব্যবহার করে সে ওয়েবসাইটে রং, মার্জিন, প্যাডিং ঠিক করতে হয়। মোটকথা একটি ওয়েবসাইট এর ফ্রন্টএন্ড ডিজাইন করা হয় এইচটিএমএল ও সিএসএস দিয়ে।
⚫️ BOOTSTRAP,JAVASCRIPT, JQEURY: সাধারণত, বুটস্ট্র্যাপ হলো টাইপোগ্রাফি, ফরম, বাটন, টেবিল, নেভিগেশন, মোডাল, ইমেজ ক্যারোসেল এবং জাভাস্ক্রিপ্ট প্লাগ-ইন এর সমন্বয়ে এইচটিএমএল ও সিএসএস ভিত্তিক টেমপ্লেট ডিজাইন। জাভাস্ক্রিপ্ট এ যে কাজ করতে অনেকগুলো লাইন এর কোড বসিয়ে এবং মেথড এর মধ্যে দিয়ে করতে হয়, তা JQUERY মাত্র একটি লাইন কোড এর মাধ্যমেই করতে পারে। একটি ওয়েবসাইট রেস্পন্সিভ করার জন্য এই জিনিস গুলোর ব্যবহার করা হয়।
⚫️ PHP-MYSQL: পিএইচপি এবং মাইএসকিউএল ব্যবহার করে একটি ওয়েবসাইট এর সম্পূর্ণ ডাটাবেজ তৈরি করতে পারবেন। ওয়েবসাইট এর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এর জন্য এই দুইটি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়।
⚫️ WORDPRESS: বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিএমএস ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখানো হবে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কিভাবে ব্লগ সাইট বানাতে হয় অথবা ই-কমার্স সাইট বানানো হয়, তা শেখানো হবে।
সাথে ফ্রীল্যানসিং সেশন তো থাকবেই!
কোর্সের মেয়াদ: ৭ মাস
ক্লাসের সময়সূচি: রাত ৮টা – ১০টা (রবিবার, বৃহস্পতিবার)
—–

React শেখা অনেকের কাছে স্বপ্নের মতোন। এটা অনেক জনপ্রিয় একটি লাইব্রেরী।

React সাধারণত ইউজার ইন্টারফেস বানাতে ব্যবহার করা হয়। সহজেই ইউজার ইন্টারফেজ বানানো, পেজে যেকোনো ধরনের পরিবর্তন, ডাটা একজায়গা থেকে আরেকজায়গায় ফ্লো করানো, ইত্যাদি সবকিছুতেই রিঅ্যাক্ট একেবারে এক্সপার্ট। একারণেই React এতোটা জনপ্রিয়।
এছাড়া React এর API অনেক ছোটো। আর তাই শিখা যায় খুব সহজে, আর কোড নিয়েও ডেভেলপারদের কনফিউশানে পড়তে হয় না।
তো এই স্বপ্নের React লাইব্রেরী আপনিও যদি শিখতে ইচ্ছুক হোন, তাহলে রেজিষ্ট্রেশন করুন আমাদের Full Stack Web Development Career Path Batch- 5 প্রোগ্রামে।
রেজিষ্ট্রেশন লিংকঃ
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২২।
আমাদের ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথে প্রি-রেকর্ডেড এবং লাইভ ক্লাসের পাশাপাশি আপনি পাচ্ছেন এক্সক্লুসিভ মেন্টর সাপোর্ট। জনপ্রিয় ৭ জন মেন্টর থাকবেন এই প্রোগ্রামে, যারা HTML, CSS, Python, Django, Javascript, React, React Native, SQL, Django Rest API, Redux, Java এই টপিকগুলোতে দেবেন হাতেখড়ি।
তবে আর দেরি কেন? আমাদের ক্যারিয়ার পাথ প্রোগ্রামটি নিয়ে নিন এখনই !
ডেমো ক্লাস লিংকঃ
প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকেঃ https://interactivecares-courses.com/full-stack-web…/

আমার কোর্সে আমি যেখান থেকে শিখে-শিখাই

লাইফে আমি দেশি-বিদেশি অনেক ধরনের কোর্স করেছি . একই জিনিস বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে শিখেছি,  ফাইনালি, বহু বছরের অভিজ্ঞতার আলোকে অবশেষে আমি নিজে কোর্স রান করেছি.

আমার একেকটা কোর্স অনেকগুলো কোর্সের সমন্বয় বলতে পারেন- কেননা আমি একটা কোর্স বানাতে গিয়ে অনেকগুলা মেন্ট্ররের কোর্স থেকে দেখে দেখে লিখে লিখে যে নোট করেছি তা আমার কোর্সএর ভেতর অন্তর্ভুক্ত করেছি। অনেকগুলো প্রজেক্ট করেছি, এরপর ফাইনালি একটা মডেল দাড় করিয়ে এ কোর্স ভিডিওগুলো বানাইছি।

উদাহরণস্বরূপ- আপনি যদি আমার এই ওয়েব ডেভলপিং কোর্স করেন তাহলে আপনার কাছে মনে হবে এই বুঝি ঝংকার মাহবুব ভাইয়ের ওয়েব ডেভলপিং কোর্স করতেছি, এই বুঝি Amar Skill ওয়েব ডেভলপিং কোর্স করতেছি, ১০ মিনিট স্কুলের কোর্স করতেছি , krish naik , etc। একটা কথায় আপনি ধরে নিতে পারেন যে- মাস্টারপিস ভালো কিছু পেতে যাচ্ছেন.

সব মিলিয়ে বলতে পারি, আমার কোর্স একটু বেশিই স্পেশাল বা ভিন্নধর্মী কারণ আমি একই সাথে ভিডিও-র পাশাপাশি লিখিত আর্টিকেল পোস্ট আকারে(ট্রান্সক্রিপ্ট) টিউটরিয়ালগুলো দিয়ে থাকি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ও সময় কম সাশ্রয় হয়.

সবচেয়ে বেশি সুবিধা হয়, যখন আপনি কোন কিছু একটা ভুলে যাবেন বা কোন কিছুতে আটকে যাবেন , তখন ওইটার জন্য ভিডিও না দেখেই অর্থাৎ সময় নষ্ট না করে অই আর্টিকেলটি পড়ে ওই জিনিসটি খুঁজে বের করতে পারবেন।

তাছাড়াও, আমার লাইফটাইম সাপোর্ট তো পাচ্ছেনই …।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *