New gk
পৃথক পৃথকভাবে ফোকাস মুখস্থ না না করে টপিক ভিত্তিক ফোকাস শিখুন। টপিক গুলো হল
- ১/BD ECONOMY RELATED
- 2/ PROBLEM RELATED
- 3/WOMEN RELATED
- 4/PROBLEM RELATED
- 5/ENVIRONMENT RELATED
- 6/QUALITY EDUCATION
- 7/MASS UPRISING RELATED
ব্যাংকের জন্য স্থায়ী ফোকাস রাইটিং যেগুলো বারবার রিপিট হয়✍️✏️
1. তারল্য সংকট/রিজার্ভ সমস্যা/Remittance
2.Current economic crisis in Bangladesh
3.Money Laundering/পরিবেশ দূষণ রোধে উন্নত বিশ্বের করণীয়।
4.The importance of Socio-economic development in bd/Rural Development
5.অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’
6.বাংলাদেশে নারীর ক্ষমতায়নঃ সাফল্য ও সংকট
7.Importance of the young generation in the political system of Bangladesh
8.Democracy and Good governance
9.খেলাপী ঋণ: নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ
10.Default Loan/Banking
11.Reformation/Offshore
12.Green Banking/Cashless Banking
13.Financial inclusion/Unemployment
14.Climate change/Women Empowerment
15.গ্রামীন অর্থনীতিতে ক্ষুদ্রঋণের ভূমিকা/Microcredit
16.পলিথিন সমস্যা/জলবায়ু পরিবর্তন
17.Banking Sector Refrom/Inclusive
18.Development/Social Business
19.পোশাক সমস্যা ও সম্ভাবনা/RMG Sector
20.মূল্যস্ফীতি/দ্রব্যমূল্য বৃদ্ধি/Price hike/Inflation
21.TheRole of Students
22.ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ/সুশাসন
23.LDC Graduation: Challenges for Bangladesh
24. Economic & Banking Related Term
সব পিকসের উপর ফোকাস রাইটিং পেতে আমাদের সাথে থাকুন
🔴 বিসিএস এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি রিপিট হওয়া সাধারণ জ্ঞান-
☞ বাংলাদেশের প্রথম জেলা→ চট্টগ্রাম জেলা।
☞ বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর → চট্টগ্রাম সমুদ্র বন্দর।
☞ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়→ চট্টগ্রামকে।
☞ শীতলতম জেলা→ সিলেট জেলা।
☞ বাংলার লন্ডন বলা হয়→ সিলেট জেলা।
☞ বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী বলা হয়→ সিলেট জেলাকে।
☞ নীলচাষের ভিত্তিতে নামকণ→ নীলফামারী।
☞ প্রথম আর্সেনিক জেলা→ চাঁপাইনবাবগঞ্জ।
☞ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা বলা হয়→ কক্সবাজার।
☞ উষ্ণতম জেলা→ রাজশাহী জেলা।
☞ বাংলার শিক্ষানগরী বলা হয়→ রাজশাহী জেলাকে।
☞ প্রথম নিরক্ষরভুক্ত জেলা→ মাগুরা।
☞ প্রথম পাকিস্তানি হানাদার মুক্ত জেলা→ যশোর।
☞ বাংলার ডিজিটাল নগরী বলা হয়→ যশোর জেলাকে।
☞ বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র
প্রতিরোধ তোলা হয়→ গাজীপুর জেলা।
☞ বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা বলা হয়→ ভোলাকে।
☞ দ্বীপের রাণী বলা হয়→ ভোলাকে।
☞ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপের নাম→ ভোলাকে।
☞ বাংলাদেশের সবচেয়ে কম বসতিপূর্ণ জেলার নাম→বান্দরবান।
☞ বাংলাদেশের সর্ব পূর্বের জেলার নাম→বান্দরবান
পড়া শেষে DONE ✅ লিখুন।
https://www.facebook.com/groups/251375621361401/permalink/485056997993261/?ref=share&mibextid=NOb6eG
প্রথম, শ্রেষ্ট, সর্বশেষ
https://www.facebook.com/reel/658357486548508/?mibextid=XSt9Ds&s=yWDuG2&fs=e
Root
https://www.facebook.com/reel/930934869227406/?mibextid=XSt9Ds&s=yWDuG2&fs=e
https://www.facebook.com/reel/1101332388068567/?mibextid=XSt9Ds&s=yWDuG2&fs=e
বর্গমূল
https://www.facebook.com/share/v/16Dne1f9Ve/
https://www.facebook.com/MathAndScienceNerds/videos/1136918797731296/?mibextid=CDWPTG
Biman q solve g ass-
https://www.facebook.com/groups/khairulsbasicmath/permalink/4010648369261835/?ref=share&mibextid=NOb6eG
এক নজরে একুশে পদক 2025
(১৭জন বিশিষ্ট ব্যক্তি এবং নারী ফুটবল দল)
01. চলচ্চিত্রে : আজিজুর রহমান (মরণোত্তর)
02. সঙ্গীতে: ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)
03. সঙ্গীতে: ফেরদৌস আরা
04. আলোকচিত্রে: নাসির আলী মামুন
05. চিত্রকলায়: রোকেয়া সুলতানা
06..সাংবাদিকতায়: মাহফুজ উল্লাহ (মরণোত্তর)
07. গবেষণায়: মঈদুল হাসান
08. শিক্ষায় : ড. নিয়াজ জামান
09. বিজ্ঞান ও প্রযুক্তিতে: মেহদী হাসান খান (দলনেতা)
10. বিজ্ঞান ও প্রযুক্তিতে: রিফাত নবী (দলগত),
11. বিজ্ঞান ও প্রযুক্তিতে: মো. তানবিন ইসলাম সিয়াম (দলগত)
12. বিজ্ঞান ও প্রযুক্তিতে: শাবাব মুস্তাফা (দলগত)।
13. সমাজসেবায়: মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)
14. ভাষা ও সাহিত্যে: হেলাল হাফিজ (মরণোত্তর)
15. ভাষা ও সাহিত্যে: শহীদুল জহির (মো. শহিদুল হক) (মরণোত্তর)।
16. সাংবাদিকতা ও মানবাধিকারে: মাহমুদুর রহমান
17. সংস্কৃতি ও শিক্ষায় : ড. শহিদুল আলম এবং
18. .ক্রীড়ায়: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
বাংলাদেশের স্বীকৃতি- নিয়ে কনফিউশান।
1. প্রথম দেশ -ভুটান, ২য় দেশ— ভারত।
2. প্রথম মুসলিম দেশ/প্রথম আফ্রিকান দেশ— সেনেগাল।
3. প্রথম মধ্যপ্রাচ্য এবং আরব দেশ—ইরাক।
4. প্রথম অনারব মুসলিম দেশ — সেনেগাল (অপশনে না থাকলে, মালয়েশিয়া)
5. প্রথম ইউরোপিয়ান দেশ—পূর্ব জার্মানী।
6. প্রথম ইউরোপিয়ান স্বাধীন দেশ—পোলান্ড ও বুলগেরিয়া।
7. প্রথম সমাজতান্তিক — পোলান্ড।
8. প্রথম আমেরিকান দেশ — কানাডা।
9.প্রথম উত্তর আমেরিকার দেশ বার্বাডোস।
10. প্রথম ওশেনিয়া দেশ – টোঙ্গা।
©️
নব নির্মিত জুলাই স্মৃতি ভবন অবস্থিত – ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বর্তমানে চাকরির প্রস্তুতি তিন ধরণের
- ১। পিএসসি, BBAL, প্রাইমারী, নিবন্ধন, সামরিক ভূমি, রেলওয়ে,পল্লী বিদ্যুৎ, ভবিষ্যতের দুদক, (জব সলুশন ভিত্তিক /বিসিএস বেজড)
- ২। পেট্রোবাংলা, বীমা, বিভিন্ন প্রতিষ্ঠান ( আইবিএ বেজড)
- ৩। সরকারী ব্যাংক ভিত্তিক ( বিআইবিএম /এফবিএস /আর্টস)
- ৪। বেসরকারি ব্যাংক ( বিআইবিএম/ এফবিএস /আইবিএ / MIST)
# ৫ থেকে ৪৫ পর্যন্ত সং্খ্যাগুলোর যোগফল কত?
সমষ্টি = গড় × পদসং্খ্যা = ২৫ × ৪১ = ১০২৫
[এখানে,
গড় = {৪৫+৫//২=২৫}
পদসং্খ্যা = {(৪৫–৫)//১}+১=৪১ ]
# পানি ভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
[পানি ভর্তি]বালতির, অর্ধেক পানি কমাতে ওজন কমেছে(খালি পানির ওজন) = ১২ – ৭ = ৫
তাহলে এখন, মোট পানির ওজন = খালি পানির ওজন + পূর্ণ পানির ওজন = ৫ + ৫ = ১০
তো এখন, বালতির ওজন = [পানি ভর্তি]বালতির ওজন – মোট পানির ওজন = ১২ – ১০ = ২ কেজি
# বর্গমুল নির্ণয়ের শর্টকাট টেকনিকঃ
সাধারণত আমরা জানি,
√4 = 2
√9 = 3
√16 = 4
√25 = 5
তাহলে,
# √27 = √25+2 = 5 • (2//5×দ্বিগুণ) = 5•(2/10) = 5•2
একইভাবে,
# √11 = √9+2 = 3 • (2//3×দ্বিগুণ) = 3•(2/6) =3•3333
#√0.0001 এর বর্গমূল কত?
★দশমিকের পর দুই ঘর করে জোড়া তৈরি করে নেব ও দুইটা করে শুন্যের জন্য একটা শুন্য নেব।
তাহলে, √0.0001 = ০.০১
#√0.0004 = 0.02
#√0.000016 = 0.004
#√0.00000625 = 0.0025
# 5+ 8 + 11 + 14 +……. ধারাটির কোন পদ 302?
ধারাটির ১ম পদ = ৫
সাধারণ অন্তর = ৮–৫ = ৩
n তম পদ = a + (n-1)d = 273
বা, 5 + (n–1)3 = 302
বা, 3n – 3 = 302 – 5
বা, 3n = 297 + 3
বা, 3n = 300
n = 100
# যদি x – 1/x = √3 হয়, তবে x + 1/x =?
সুত্রঃ (a+b)২ = (a-b)২ + 4ab
# x২ = 2x হলে x এর মান কত?
x২ = 2x
বা, x২ – 2x = 0
বা, x(x–2) = 0
হয় x = 0
অথবা x – 2 = 0 বা, x = 2
সুতরাং x = 0, 2
এক নটিক্যাল মাইল = মিটার, কিলোমিটার, ফুট?
https://www.facebook.com/RiyazEasyMath/videos/1857407594664314/?mibextid=XSt9Ds&s=yWDuG2&fs=e
https://www.facebook.com/reel/542114668987034/?mibextid=XSt9Ds&s=yWDuG2&fs=e
https://www.facebook.com/100063899864584/posts/pfbid0xoxSGvpBj1JaoLDSHuubNpJ2yuk2BUJ2a1PtNAB44qpHoWSpDRNHurDjgV95XaBFl/?mibextid=CDWPTG
Punctuation – https://www.facebook.com/groups/departmentofenglishenglishlanguageliteratur/permalink/2450768168595136/?ref=share&mibextid=NOb6eG
https://www.facebook.com/groups/departmentofenglishenglishlanguageliteratur/permalink/2450721928599760/?ref=share&mibextid=NOb6eG
• Eid Festival, / Eid Day, / Edul-Fitre,
• Durga puja, / Buddha pur nima, /Christmas Day.
• Pahela Baishakh
Many festivals are held in our country round the year. Among these
festivals, — is the most prominent festival. Celebration of _is
really a wonderful moment. It opens the door of friendship. It is a
very important day for a (nation /community). The day is celebrated
across (the country/the world) with special honour. On the day.
(becomes /become) the meeting place of people. It creates
brotherhood. Celebration of __ helps us in many ways. It broadens
our outlooks. It also refreshes our minds. It is the way to break
prejudice. It is the day of entertainment. It is the day of enjoyment
and purification too. On this day, different kinds of programs are
telecast in various channels. Different kinds of newspaper also
publish supplementary. Overall, such happy occasions remove the
separation among the people of various religions, culture and casts.
Above all, it is the way of removing narrowness and enhancing the
broadness of mind.
সন্ধিতে মিলন হয় ধ্বনির, আর সমাসে মিলন হয় পদের।
formal informal
goodbye bye
until till
child kid
mother mum, mom, mummy
father dad, daddy
excellent terrific (performance/bowling/-)
How do you do? Hi
How are you? What’s up?
Formal word/expression গুলো written এবং spoken উভয়ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে কিন্তু informal word/expression গুলো শুধুমাত্র spoken এবং informal writing বা communication এ ব্যবহৃত হয়।
ইংরেজি ভালোভাবে বলতে এবং লিখতে পারার সক্ষমতা অর্জনের জন্য Formal English এবং Informal English
সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার।
1. Formal English is used in academic and strict professional writings.
e.g. in exams papers, application, business letters, official email texts, official documents, news reports, articles, books and presentation/official speeches etc.
Informal English is used in every day conversations (spoken/colloquial English) and personal texts/messages, personal emails or letters to friends, postcards etc.
2. Formal English is used in serious situations or with people the speaker doesn’t know well or talking politely to strangers.
Informal English is used in more relaxed situations or with people the speaker knows well or talking to family and friends.
3. In formal English, the standard of correctness is much higher, the grammar is followed strictly.
In informal English, contractions, leaving out relative pronouns in relative clauses and ellipsis are widely used. Some things correct in informal English but wrong in formal English.
4. Formal English and Informal English are associated with particular choices of grammar and vocabulary.
Formal : I have made fewer mistakes.
Informal : I’ve made less mistakes.
Formal: He is taller than I (am).
Informal : He is taller than me.
Formal: You did well.
Informal : You did good.
Formal : I love my children very much.
Informal : I love my kids to bits.
Formal : Stay at home. (বাড়িতে থাকুন)
Informal: Stay home. (mainly in US)
Formal: How do you do?
Informal: What’s up? (কি খবর?)
Formal: It is my pleasure to meet you.
Informal: Nice meeting/ to meet you.
Formal: I feel like eating out.
Informal: I fancy eating out.
(আমার রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করছে)
Formal: I don’t know.
Informal : I dunno.
Formal : I want to do it.
Informal : I wanna do it.
Formal : Let us all get moving.
Informal : Let’s all get moving.
Vocabulary
Formal ………. Informal
Feel like………. Fancy
Commence…… Start
Endeavour…….. Try
Release……….. Free
Permit…………. Let
Famished…….. Hungry
Terminate……. End
Purchase —— Buy
Single verb…… Group verb
Establish………. Set up
Tolerate………. Put up with
Omit ………… Leave out
Neutral in both Formal & Informal
Formal : I am very grateful to you
Neutral/Informal : Thank you
Informal : Thanks
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম
Pressure makes diamonds
প্রিপারেশন কমপ্লিট এর জন্য টাইমলাইন নির্ধারণ:-
– প্রথমত: ৩ মাস
– দ্বিতীয়ত: ৩ মাস
– তৃতীয়ত ১ মাস
প্রথমত,
বিষয়ভিত্তিক (সব বিষয়) ব্যাসিক/কন্সেপ্ট : নিজস্ব নোট
• বাংলা (ব্যাকরণ, কবি-সাহিত্য, )
• ইংরেজি (গ্রামার, ভোকাবুলারি, অনুবাদ, ই-সাহিত্য)
• গণিত (বীজগণিত, পাটিগণিত, জ্যামেতি)
• সাধারণ জ্ঞান (বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক)
• Ict
• বিজ্ঞান
• মানসিক দক্ষতা
এরপর/ দ্বিতীয়ত,
বিষয়ভিত্তিক প্রাকটিস করা(এর জন্য dr nabil method & times এপ্লাই করা)। এইক্ষেত্রে,
• বাংলার জন্য =
ফাইনালি/ তৃতীয়ত, নির্দিষ্ট জব এক্সাম টার্গেট করে ঐটার ডাইজেস্ট শেষ করে(এর জন্য dr nabil method & times এপ্লাই করা)।
ও
জব এক্সাম দেওয়া।
🔥🔥বিসিএস প্রিলি প্রস্তুতির স্ট্রাটেজি:
গতানুগতিক স্টাইলে বিসিএস প্রস্তুতি নিলে আপনার উপর অতিরিক্ত প্রেশার হয়ে যাবে। মনে হবে বিসিএস প্রস্তুতি একটা মহাসমুদ্র। আমি এখানে বলবো না যে, আপনি কী কী বিসিএস এর জন্য পড়বেন। আমি বলবো আপনি কিভাবে প্রস্তুতি নিবেন। তার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
স্টেপ-১
সবার আগে ঠিক করেন, আপনি কী ভালো পারেন আর কী পারেন না৷ মানে আপনার স্ট্রং জোন এবং উইক জোন। যেমন ধরুন, আপনি ভালো ম্যাথ পারেন। এটা আপনার স্ট্রং জোন। তেমনি আপনি ইংরেজিতে ভালো না। এটা আপনার উইক জোন। তো প্রথমেই আপনার স্ট্রং জোন ও উইক জোন সেপারেট করে ফেলুন। আবার কিছু জিনিস আছে যেটা আপনার মাঝামাঝি, সেটা মাঝামাঝিই রাখুন।
তাহলে আপনার হাতে ৩ টা ক্যাটাগরি হয়ে গেল।
১. স্ট্রং জোন (যেমন: বাংলা, বাংলাদেশ)
২. উইক জোন (যেমন: ম্যাথ, কম্পিউটার)
৩. মাঝামাঝি (যেমন: ইংরেজি, আন্তর্জাতিক)
প্রথম ধাপের কাজ শেষ।
🔴🔴বিসিএস সহ সকল সরকারি চাকরির পূর্ণাঙ্গ গাইডলাইন ও দিকনির্দেশনা পেতে আইডিতে ফলো বা রিকোয়েস্ট দিয়ে রাখতে
পারেন 👉 Sakibul Hasan
স্টেপ-২
এই ধাপে আপনার কাজ উইক জোনের কিছু টপিক আছে যা আপনি পারেন। সেগুলো বাছাই করা। যেমন, ম্যাথের বীজগণিত কিছুটা পারেন বা বোঝেন। পাটিগণিত অতো বোঝেন না বা পারেন না। এই ভাবে উইক জোনের যে টপিক গুলো পারেন বা পারবেন সেগুলো আলাদা করে ফেলা। একই সাথে যেই টপিক গুলো চেষ্টা করলেও পারবেন না বা পারলেও অনেক সময় লাগবে সেগুলো আলাদা করে ফেলেন।
একই ভাবে মাঝামাঝি জোনের কিছু বিষয় আপনি নাও পারতে পারেন। তবে তার লেভেলটা বিশ্লেষণ করতে হবে, যেটা সেটা চেষ্টা করলে পারা যাবে নাকি না? যেমন ভূগোলের কিছু টপিক অনেকের মাথায় আসে না।
যাইহোক, এই ধাপের ও কাজ শেষ। এবার টোটাল ধাপের সামারি করে ফেলেন।
এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। ধীর স্থির ভাবে। যত সময় দিয়ে এটি করবেন, ততো ফ্রুটফুল হবে এটা।
সেপ-৩ বা স্ট্রাটেজিক স্টেপ:
আপনাকে এখন কী পড়তে হবে, আপনি কিন্তু বের করে ফেলেছেন। যেমন, আপনার স্ট্রং জোনে সব থেকে বেশি সময় দিবেন। আপনি মনে করতে পারেন, আমিতো এটা সব চেয়ে ভালো পারি, তাহলে এটাতে সময় দিবো কেনো? যেটা না পারি, সেটাতে সময় দিবো। কিন্তু আসলে এখানেই ভুলটা হয়। স্ট্রাটেজিটা হচ্ছে, যেটা সব চেয়ে ভালো পারেন, সেখানে সব চেয়ে বেশি সময় দিবেন। যেটা সব চেয়ে কম পারেন, সেখানে সবচেয়ে কম সময় দিবেন বা মোটেও দিবেন না। অবাক লাগছে? আসেন, হিসাব মিলিয়ে দেই।
ধরেন, আপনি বাংলা আর বাংলাদেশ সবচেয়ে ভালো পারেন, আপনার টার্গেট করতে হবে এই ৬৫ থেকে আপনাকে ৬০ পেতেই হবে। যেহেতু এটা সবচেয়ে ভালো পারেন, তাই এর পিছনে একটা বেশি সময় দিলে বা সলিড প্রিপারেশন নিলে সহজেই আপনি পারবেন। তাছাড়া এটা যেহেতু আপনার স্ট্রং জোন, তাই আপনি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিন্তু সেইম ইফোর্ট যদি আপনি যেই টপিক পারেন না বা কঠিন, তার পিছনে দেন, দেখবেন পড়াশোনা ওখানেই শেষ। আর মাক্সিমাম সবাই এটা করতে যেয়ে তাদের প্রস্তুতি কঠিন ও নীরস করে ফেলে।
দেখেন আপনি আপনার স্ট্রং জোন থেকে ৬৫ তে যদি ৬০ কাভার করেন, তাহলে ১২০ পেতে আপনার আর মাত্র ৬০ লাগবে যা আপনি বাকি ১৩৫ থেকে প্রস্তুতি নিবেন। দেখেন বাকি ৬০ পাওয়ার জন্য অন্য বিষয়গুলো আপনাকে ৫০% ও পড়তে হবে না। আর এভাবেই আপনার প্রস্তুতি সহজ করে নিবেন।
তাহলে আসেন, হিসাবটা শেষ করি।
√ স্ট্রং জোনে ফুল ইফোর্ট। যার স্ট্রং জোন যত বেশি, তার জন্য প্রস্তুতি সবচেয়ে সহজ। এখানে টার্গেট করতে হবে পুরো ১০০%। এর জন্য যত ধরনের ম্যাটেরিয়ালস আছে, সব কালেক্ট করে পড়বেন।
√ মাঝামাঝি জোনে যা আছে, তা যদি আপনি চেষ্টা করেন, তাহলে কাভার করতে পারবেন। যেমন ধরেন, মাঝামাঝি জোনে আছে আন্তর্জাতিক ও মেন্টাল এবিলিটি বা ভূগোল ইত্যাদি। তাহলে এখানে আপনার ইফোর্ট হবে ৯০% কাভারেজ। যেহেতু কিছু টপিক আপনার ভালো লাগবে না বা পারবেন না বা আনকমন থাকবে, তাই সেগুলো বাদ যাবে।
√ সর্বশেষে উইক জোন, যেটা আপনি সব চেয়ে ভয় পান। এই উইক জোনে কিছু টপিক আছে যা আপনি একটু চেষ্টা করলেই পারবেন। সেগুলোর প্রস্তুতি প্লান মাফিক শুরু করুন। রিভিশন দিন, প্রাকটিস করুন। যেমন ধরেন ম্যাথের কিছু চ্যাপ্টার, কম্পিউটারের কিছু অধ্যায় বা ইংরেজির কিছু টপিক। যেগুলো মনে হবে চেষ্টা করলেও পারবেন না। একেবারে বাদ দিয়ে দেন। সময় নষ্ট করা যাবে না। এভাবে এই জোন থেকে ৬০% এর মত প্রস্তুতি নিন।
লাস্ট স্টেপ বা স্টাডি স্টেপ:-
মোটামুটি আপনি আপনার কাজ গুছিয়ে নিয়েছেন। এবার প্রথমে যে কোন সিরিজের ১ সেট বই কিনে ফেলুন। যেমন, ধরেন mp3 সিরিজ। এবং মিনিমাম বিগত ১০ বছরের সমাধান সহ প্রশ্ন ব্যাংক কালেক্ট করে ফেলুন। ধরেন mp3 দিয়েই শুরু করলেন। শুরুতে সব বিষয়ের উপর একটা হালকা প্রস্তুতি নিবেন। যেমন ধরেন, আন্তর্জাতিক প্রস্তুতিতে প্রথমে চ্যাপ্টার ধরে পড়া শুরু করলেন। লিটারেচার দাগিয়ে পড়বেন। যেটা গুরুত্বপূর্ণ মনে হবে দাগ দিবেন। তারপর তার অনুশীলন এ এসে নিজে নিজে উত্তর করার চেষ্টা করবেন। না পাড়লে উত্তর দেখবেন। কোন বিষয়ে সন্দেহ হলে অন্য সোর্স দেখবেন। এভাবে বই শেষ করবেন। তবে এই প্রথম রিভিশনে সব কিছু মনে রাখার চেষ্টা করবেন না।
এর মাধ্যমে বই সম্পর্কে একটা ধারণা পাবেন। এরপর ঐ বিষয়ের কিছু বছরের প্রশ্ন সমাধানের চেষ্টা করবেন। না পারলে উত্তর দেখবেন। আমার সাজেশন ১০ বছরের প্রশ্ন ব্যাংক রাখবেন।
এর মাধ্যমে আপনার কী কী উপকার হলো, আসেন বিশ্লেষণ করি।
১. বই শেষ করার ফলে বিষয় সম্পর্কে একটা ধারণা পেলেন। অর্থাৎ, আন্তর্জাতিক এ কী কী পড়তে হবে।
২. ১০ বছরের এর প্রশ্ন দেখার ফলে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, আপনি বুঝে যাবেন। আর কোনগুলো অতিরিক্ত, সেটাও বুঝে যাবেন। কারণ, আমাদের বাজারের বইগুলোতে বা কোচিং সেন্টারগুলোতে অযথা হাবাযাবা দিয়ে ভরে রাখে। সেই বিশ্লেষণ করার ক্ষমতা হবে। ফলে অতিরিক্ত বিষয়গুলোকে সাইডে রেখে পড়তে পারবেন।
৩. আগেই বিভিন্ন জোনের হিসাব বের করে রেখেছেন। এখন আবার বের করলেন, বই অতিরিক্ত কী কী পড়তে হবে না। ব্যাস, আপনার বিসিএস সিলেবাস সহজ হয়ে গেলো। ২/৩ মাসের কমপ্যাক্ট প্রস্তুতি তে এটা ইজিলি কাভার করতে পারবেন।
কিছু সাইকোলজিক্যাল কথা বলি। এটাই স্ট্রাটেজির অংশ…
সব বিষয়ের এভাবে প্রাথমিক ধারণা নিয়ে ফুল প্রস্তুতি শুরু করে দিবেন। প্রথমে সব বিষয়ের একটা হালকা প্রস্তুতি থাকার কারণে কিছু লাভ হবে। যেমন, অজানা বিষয় প্রথমেই গিলতে গেলে আমাদের ব্রেইনে প্রেশার পড়ে। ফলে কিছুক্ষণ পর আপনি আর পড়াশোনায় মনোযোগী থাকতে পারবেন না। আপনি টায়ার্ড হয়ে যাবেন। এবং পড়াশোনা থেকে আপনার মন উঠে যাবে।
তাই হালকা একটা প্রস্তুতি নিলে মাথায় বা ব্রেইনে তেমন প্রেশার পড়বে না। দ্রুত বই শেষ করতে পারবেন। মোস্ট ইফেক্টিভ হচ্ছে, দ্বিতীয় বার যখন আপনি ফাইনাল প্রস্তুতি নিবেন বা আরো রিভিশন দিবেন, তখন আপনার কাছে আননোন বা অজানা কোন টপিক থাকবে না। ফলে ব্রেইনের নিতেও তেমন প্রেশার হবে না। যেহেতু আপনার সব বিষয়ে একটা হালকা ধারণা আছে, তাই এবারও আপনি দ্রুত সব শেষ করতে পারবেন।
কিছু বিষয় মাথায় রাখবেন।
√ কোন বিষয় পড়তে ভালো না লাগলে ওটা ওভাবেই রেখে দিন। অন্য বিষয় শুরু করুন বা মনে যেই বিষয় পড়তে শায় দেয়, সেটাই শুরু করুন। কোন ভাবেই ব্রেইনে প্রেশার দিয়ে পড়া যাবে না।
√ প্রতিটা সাবজেক্ট বা বিষয় পড়ার আগে তার প্রতি আগ্রহ তৈরি করুন বা তার গুরুত্ব সেট করুন। জানার আগ্রহ তৈরি করুন। সেটা যে যেভাবেই পারেন। যেমন ধরেন, সংবিধান পড়ার আগে এভাবে নিজেকে মোটিভেট করুন যে আমি একজন সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছি। বা একজন নাগরিক হিসাবেও এটা আমার জানার দরকার। দেখি কী কী বলে এই সংবিধান। এভাবে যার যার ওয়ে তে শুরু করুন। দেখবেন তখন কোন টপিকই বরিং লাগবে না।
√ বন্ধুদের সাথে বা যারা একসাথে প্রস্তুতি নিচ্ছেন, তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং গুলো আলোচনা করুন। বা আপনি নতুন কী জানেন, সেগুলো নিয়ে আলোচনা করুন। এটা খুবই ইফেক্টিভ।
√ সকালের দিকে এনালাইটিক ও বিকালে বা রাতে মুখস্থ টাইপ জিনিস দেখুন।
√ ডোন্ট টেক বিসিএস সিরিয়াসলি। রিল্যাক্স করুন। আবার পড়ুন। একট গেমস খেলুন। একটু আড্ডা দিন। বন্ধুদের সাথে একটু ঘুরে আসুন। ফান করুন। নামাজ রোজা আদায় করুন। অর্থাৎ, টোটালি রিল্যাক্স থাকুন। দেখবেন, ইনশাআল্লাহ কোন আবেগ ছাড়াই অল্প সময়ে সব কিছু ঠিক রেখে প্রেশারমুক্ত হয়ে একটা সলিড প্রস্তুতি নিয়ে ফেলেছেন।
সর্বশেষ, বিসিএস একটা এক্সাম বা পরীক্ষা। য
জীবন বা যৌবন সব এটাই না। তাই এটাকে ঐ ভাবেই দেখুন। আপনার ক্যাপাসিটি ও স্ট্রাটেজি অনুযায়ী প্রস্তুতি নিন।
সবার জন্য দোয়া রইলো। আমিও দোয়া প্রার্থী।
মাহমুদ হাসান
সহকারী মহা হিসাবরক্ষক,
বিসিএস অডিট এন্ড একাউন্টস
শর্টকাট
1/1 = 1
1/2 = 0.50
1/3 = 0.33
1/4 = 0.25
1/5 = 0.20
1/6 = 0.17
1/7 = 0.14
1/8 = 0.125
1/9 = 0.11
1/1 = 1
1/10 = 0.1
1/100 = 0.01
√1= 1
√2= 1.41
√3 = 1.73
√4 = 2
√5=2.2
√6=2.45
√7=2.64
√8=2.82
√9=3
√10= 3.16 বা 3.2
শতকরা বের করার টেকনিক :-
২০০০ এর ১০% কত? ২০০ (এক্ষেত্রে, এক ঘর বামে এনে দশমিক বসাতে হবে)
২০০০ এর ১% কত? ২০ (এক্ষেত্রে, দুই ঘর বামে এনে দশমিক বসাতে হবে)
[এভাবে করে ২%, ৩%, ৪%… ইত্যাদি বের করা যাবে, সেক্ষেত্রে আগে ১% বের করে সেটার দিগুণ, তিনগুণ, চারগুণ….ইত্যাদি বের করতে হবে]
10% of 0.123 =? 0.0123
1% of 0.025 =? 0.00025
গুণ করে ও দশমিক সরিয়ে.
# ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু নির্ণয়ের টেকনিক:-
• ল.সা.গু= লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গু
যেমন-
• গ.সা.গু= লবগুলোর গ.সা.গু / হরগুলোর ল.সা.গু
যেমন-
Sometimes, we get lost in the pursuit of success & money,
And Only Special person can show the way to life’s greatest treasure!
Log:
https://www.facebook.com/share/v/1BDibDirgC/
Phone preposition :
https://www.facebook.com/careerhub.bd/videos/574476511982365/?mibextid=CDWPTG
Book subsconsouce mind
https://www.facebook.com/groups/464791113874779/permalink/2362349664118905/?ref=share&mibextid=NOb6eG
Ai app
https://www.facebook.com/61568372379947/videos/795734669403180/?mibextid=XSt9Ds&s=yWDuG2&fs=e
https://www.facebook.com/groups/fcb.zone/permalink/1960883724405867/?ref=share&mibextid=NOb6এগ
https://www.facebook.com/groups/2608694629364201/permalink/4069552439945072/?ref=share&mibextid=NOb6eG
https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02TnMbXCySoce5juE2FBjoW886YczvWip6Hh57qSFXMgfnCbkBSJxprb6ypa2cHE3xl&id=100069189559706&post_id=100069189559706_pfbid02TnMbXCySoce5juE2FBjoW886YczvWip6Hh57qSFXMgfnCbkBSJxprb6ypa2cHE3xl&mibextid=CDWPTG
https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0gJPKsmML3HYvDbWNCh3TaYjh6RXiqrUaSx7FX6AkGwDMajADEwZ4vxLVuWeWjjVzl&id=1391946855&post_id=1391946855_pfbid0gJPKsmML3HYvDbWNCh3TaYjh6RXiqrUaSx7FX6AkGwDMajADEwZ4vxLVuWeWjjVzl&mibextid=CDWPTG
All formula
https://www.facebook.com/100092174601749/posts/pfbid09D7F1KAgoS9Gya5b8fVdZYCKgQqg2i4hodi2DE14zaU3cDqUkcPukQaxZmdab68kl/?mibextid=CDWPTG
Preposition
https://www.facebook.com/100035996980022/posts/pfbid026hriQYUGdnmUrQFYpfdWYYFPPUu2dJK1EUoESPQHRcdFkMKGnLrK4fHGMwBjM3Jvl/?mibextid=CDWPTG