অফ রিকমেন্ডেশনঃ কি এবং কেন প্রয়োজন

লেটার অফ রিকমেন্ডেশনঃ কি এবং কেন প্রয়োজন?

লেটার অফ রিকমেন্ডেশনঃ

কি?

রিকমেন্ডেশন লেটার হচ্ছে এমন একটি পাওয়ারফুল পেপার যা একজন স্টুডেন্ট কে বিশাল সাপোর্ট দেয়। রিকমেন্ডেশন লেটার সাধারণত স্টুডেন্টকে প্রোগ্রাম কোঅর্ডিনেটর/থিসিস সুপারভাইজার/প্রফেসর দিয়ে থাকেন। এই লেটারের মাধ্যমে তারা আপনার সম্পর্কে অন্যদের ধারণা দিয়ে থাকেন।

এবং কেন প্রয়োজন?

রিকমেন্ডেশন লেটারে সাধারণত উল্লেখ থাকে আপনি কোন বিষয়ে পারদর্শী, স্টুডেন্ট হিসেবে কেমন, ভবিষ্যতে কতোটা সম্ভাবনাময়, নতুন বিশ্ববিদ্যালয়ে আপনি কি ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে পারেন তা সম্পর্কে।

একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনার এপ্লিকেশন যে এডমিশন কমিটি ইভালুয়েট করবে তারা প্রত্যেকেই শিক্ষক/প্রফেসর। সেক্ষেত্রে যখন আপনার পূর্বের বিশ্ববিদ্যালয়/কলেজের একজন শিক্ষক/প্রফেসর আপনার সম্পর্কে পজিটিভ কথাবার্তার মাধ্যেমে আপনাকে অপরিচিত প্রফেসরদের সামনে ইফেকটিভ ভাবে প্রেজেন্ট করবে তখন অবশ্যই আপনার আবেদনটিকে এডমিশন কমিটি অন্য আবেদনের চেয়ে গুরুত্ব দিয়ে যাচাই করবে।

সাধারণত আমাদের দেশে বিশ্ববিদ্যালয়/কলেজের শিক্ষকরা গতানুগতিক রিকমেন্ডেশন লেটার দিয়ে থাকেন অথবা ড্রাফট লিখে নিয়ে গিয়ে সাইন করিয়ে নিতে হয়। যদি টিচার আপনাকে ড্রাফট তৈরির দায়িত্ব দেয় তাহলে অবশ্যই আপনি সতর্ক ভাবে লিখবেন।

  • ★ লেখার সময় গ্রামাটিকাল মিসটেক করবেন না।
  • ★ গুগল থেকে কপি করবেন না।
  • ★ কোনো কিছু অতিরঞ্জিত করবেন না।
  • ★ চেষ্টা করবেন যে বিষয়ে এপ্লাই করবেন সেই বিষয় রিলেটেড একটিভিটিস যেন থাকে। একারণে এলওআর একাধিক রাখা ভালো।
  • ★ আপনার ব্যক্তিত্বকে যতো সুন্দর ভাবে উপস্থাপন করা যায় সেটার চেষ্টা করবেন।
  • ★ এমন শিক্ষক থেকে নিবেন যিনি আপনাকে খুব ভালোভাবে চিনেন।

source

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *