জন্য যারা ইতালি যাবেন

ব্যাচেলরের জন্য যারা ইতালি যাবেন (যে ডকুমেন্টস লাগবে)

** ব্যাচেলরের জন্য যারা ইতালি যাবেন: ইতালি ইউরোপীয় এমন একটি দেশ যেখানে স্টুডেন্টদের এডমিশন থেকে ভিসা প্রসেসিং কিছু টা ভিন্ন হলেও খরচ কম এবং ইউরোপের মাঝে ভিসা রেশিও সবচেয়ে বেশী। তাছাড়া ইতালির এমবাসি দেশে থাকায় অতিরিক্ত ঝামেলা পোহাতে হয়না। তাই এডমিশন এবং ভিসা প্রসেসিং এর জটিলতা গুলোকে ভয় না পেয়ে উচ্চশিক্ষার জন্য ইতালি হতে পারে যে কোনো স্বপ্নবাজের গন্তব্য স্থল।

মূলকথা,
২০২৩-২৪ সেশনে ব্যাচেলরের জন্য ইতালি যাদের স্বপ্ন এবং এইচএসসি অথবা ডিপ্লোমা করার পর যারা দেশে ও দেশের বাহিরে ভার্সিটির এডমিশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বলছি, এ বছরের সেপ্টেম্বর থেকে ২০২৩-২৪ সেশনের ইতালিয়ান ভার্সিটির এডমিশন শুরু হয়েছে এবং তা এপ্রিল পর্যন্ত থাকবে। অতএব, ডকুমেন্টস গুছিয়ে নিয়ে জলদি আবেদন করে ফেলেন।

ব্যাচেলর প্রোগামে এডমিশনের জন্য স্টুডেন্টের যে যে ডকুমেন্টস লাগবেঃ

১) পাসপোর্ট
সকল একাডেমিক সার্টিফিকেট এর সাথে মিল রেখে নির্ভুল ভাবে পাসপোর্ট রেডি করবেন। খেয়াল রাখবেন পাসপোর্ট এর মেয়াদ যেন কমপক্ষে ১৮ মাস থাকে।

২) ছবি
সদ্য তোলা পাসপোর্ট সাইজের মার্জিত ছবি।

৩) সিভি
সিভিতে আপনার সকল জীবন বৃত্তান্ত থাকবে। তবে অবশ্যই ইরিলেভেন্ট কিছু দিবেন না। সম্ভব হলে প্রতিটি ইউনিভার্সিটি এপ্লাই করার সময় সিভি আপডেট করবেন।

৪) এলওআর
মিনিমাম ২ জন শিক্ষকের কাছ থেকে নিতে হবে। কারণ অনেক সময় এলওআর সরাসরি আপলোড কর‍তে হয় টিচারদের। তবে আপনি চাইলে ৩ টা নিয়ে রাখতে পারেন। সবচেয়ে ভালো হয় প্রতিটি ইউনিভার্সিটির রিকুয়ারমেন্ট দেখে আলাদা আলাদা করে রেডি করে নিবেন।

৫) এসওপি
এটা হচ্ছে আপনার জন্য ট্রাম্প কার্ড এবং গুরুত্বপূর্ণ পেপার, যদি কাজে লাগাতে পারেন গেইম আপনার।

৬) এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপট

৭) এইচএসসি/ডিপ্লোমা সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপট

৮) এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট
আপনি অন্যদের চেয়ে অন্যন্য। এটা প্রমাণ করতে বিভিন্ন কালচারাল একটিভিটি শো বা হিউমিনিটারিয়ান ওয়ার্ক/ভলেনটারিয়ান ওয়ার্ক করলে অবশ্যই এগিয়ে থাকবেন।

৯) এমওআই/আইএলটিএস
আপনার ইংরেজি দক্ষতা প্রমাণের জন্য যেকোনো একটি প্রয়োজন।

১০) TOLC এক্সাম

কিছু কথা ও টিপসঃ

১) সহজ ভাষায় TOLC-I হচ্ছে ব্যাচেলরে সাইন্সের সাবজেক্ট নিয়ে যারা পড়তে যাবেন তাদের জন্য এবং TOLC-E হচ্ছে কমার্সের।

২) ব্যাচেলরের জন্য TOLC পরীক্ষা ৯০% ভার্সিটির জন্য বাধ্যতামূলক লাগবেই, তবে শুধু IELTS থাকলে কিছু ভাল ভার্সিটিতে সরাসরি এডমিশন পাবেন।

৩) আর HSC যদি ইংলিশ মিডিয়াম হয় এবং আপনার কাছে MOI থাকে তাহলে কিছু ভার্সিটি কন্ডিশনে গ্রহন করবে এবং কিছুদিন পর নির্দিষ্ট কিছু দিনে ভার্সিটিতে অনলাইন পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট ভাল হলে অফার লেটার পাবেন। তবে এক এক ভার্সিটির জন্য আলাদাভাবে অনলাইনে রেজিষ্ট্রেশন,পরীক্ষা দেওয়া এক প্রকার ঝামেলা; তারচেয়ে ব্যাচেলরে সবচেয়ে ভাল মাধ্যম হচ্ছে TOLC পরীক্ষা দিয়ে দেওয়া। IELTS এর মত TOLC এর এক পরীক্ষার রেজাল্ট দিয়ে আপনি সকল ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন।

৪) আপনার এইচএসসি এক্সাম শেষ, রেজাল্টও জানেন কিন্তু মূল সার্টিফিকেট এখনো পাননি। তাদের বলছি, সমস্যা নেই অনলাইন থেকে মার্কশীট, বোর্ড থেকে Provisional Certificate এবং কলেজ থেকে Testimonial নেন। এই তিন ডকুমেন্টস দিয়ে আপনি ভার্সিটিতে এপ্লাই করতে পারবেন।

৫) কলেজ শেষ আপাতত যদি ফ্রি থাকেন, তাহলে সময় নষ্ট না করে এখনই IELTS এর প্রিপারেশন নেওয়া শুরু করুন। এটা আপনাকে IELTS ছাড়াও TOLC পরীক্ষায় সাহায্য করবে।

source

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *