ইউকেতে আসার পর কি কি করবেন।

ইউকেতে আসার পর কি কি করবেন

বিষয়ঃ ইউকেতে আসার পর কি কি করবেন।
🎯এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর ব্ল্যাক ক্যাবে করে বাসায় যাবেন না, অনেক ভাড়া নেয় ওরা। বাসার কাছাকাছি ট্রেনের স্টেশন থাকলে ট্রেনে করে যাওয়ার ট্রাই করবেন ( পরিচিত যে যাবে রিসিভ করার জন্য তাকে Oyster Card. নিয়ে যেতে বলবেন)। বাসেও যেতে পারেন। আর কেউ গাড়ি নিয়ে রিসিভ করলে তো আলহামদুলিল্লাহ 😊
🎯 এম্বাসি থেকে পাওয়া লেটারে (ইমাইলে) উল্লেখিত ঠিকানায় গিয়ে BRP কার্ড সংগ্রহ করবেন। অবশ্যই পাসপোর্ট সাথে নিবেন।
🎯 আসার দুই একদিনের মধ্যে অনলাইন মোবাইল ব্যাংকিং এর জন্য অনলাইন মোবাইল ব্যাংক একাউন্ট ওপেন করবেন। Monzo, Starling ব্যাংক এ খুলতে পারলে ভালো। খুবই সহজ,এপ-স্টোর থেকে ডাউনলোড করে নির্দেশনা ফলো করলেই ওপেন করা যাবে। না পারলে পাশের কোন বড় ভাই বোনের হেল্প নিবেন, ডেবিট কার্ডের জন্য এপ্লাই করবেন এবং হাতে পাওয়ার পর কিছু লেনদেন বা কেনাকাটা করবেন যেন স্টেটমেন্ট নেয়া যায়৷
🎯যারা লন্ডনে থাকবেন তারা অনলাইনে Oyster Card ( বাস, ট্রেন ভাড়া দেয়ার কার্ড) এর জন্য এপ্লাই করবেন ( স্টুডেন্টদের জন্য)।
🎯ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট কনফার্মেশন লেটার, ব্যাংক ওপেনিং লেটার, GP রেজিস্ট্রেশন লেটার এর জন্য ইমেইল করে আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে বা PDF ফাইল দিতে বলবেন। লেটার গুলোতে যেন আপনার ইউকের এড্রেস উল্লেখ করে দেয় তা জানিয়ে দিবেন।
🎯National Insurance Number ( NI) এর জন্য আপ্লাই করতে হবে এই https://www.apply-national-insurance-number.service.gov.u...
🎯 প্রবিশনাল ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করবেন এই লিংকে ঃ
🎯ব্যাংক ওপেনিং লেটার পাওয়ার পর নিকটতম ব্যাংকে ( লেটারে উল্লেখিত ব্যাংক) কল দিয়ে ব্যাংক ওপেনিং এর জন্য এপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। আর যদি বলে অনলাইনে ওপেন করে নিতে তাহলে অনলাইনে এপ্লিকেশন করে একাউন্ট করে নিবেন।
🎯ব্যাংক একাউন্ট ওপেন করার জন্য প্রুফ অফ এড্রেস চাইবে। যাদের বাসা ভাড়ার এগ্রিমেন্ট পেপার থাকবে তারা ওটা দিবেন আর যাদের থাকবে না তারা অনলাইন ব্যাংক একাউন্ট থেকে একটা স্টেটমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিবেন৷ Monzo, Starling এর স্টেটমেন্ট এক্সেপ্টএবল।
🎯 আপনার বাসা থেকে সবচেয়ে কাছের NHS ক্লিনিকে গিয়ে GP Practice এর নিউ পেশেন্ট এর রেজিস্ট্রেশন করে নিবেন।
আর যারা একটু-আধটু জব করতে চান তারা জবের জন্য এপ্লাই করবেন। পরিচিত যারা আছে তাদের কে বলতে পারেন জব ম্যানেজ করে দেয়ার জন্য। জবের ক্ষেত্রে এদেশে রেফারেন্সের ভূমিকা বিশাল ,প্রথম জবগুলো সাধারণত রেফারেন্সে হয় অথবা অথবা অনলাইনে সার্চ করে এপ্লাই করবেন।
হায় হুতাশার কিছু নাই,নতুন জায়গা একটু সময় লাগবে,শীত যেন না লাগে সে বিষয়ে খেয়াল নিবেন।
INDEED AND LinkedIn PROFILE
প্রতিটি বিষয় কীভাবে পাবেন,কীভাবে কী করবেন ,আশেপাশের মানুষ এবং গুগুল মামাকে জিজ্ঞেস করবেন। যাতায়াত এবং যোগাযোগের ক্ষেত্রে মানুষকে জিজ্ঞেস করবেন এবং গুগুল মামাকে ,সময়ের সাথে সাথে সব শিখে নিবেন।
নতুন দের জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *