অনেক স্বপ্ন নিয়ে বৃটেনে এসে একের পর এক সমস্যার সম্মুখীন: ডি মোটিভেটেট
পর্ব – ১
আমরা সবাই অনেক স্বপ্ন নিয়ে বৃটেনে এসেছি । কিন্তু স্বপ্ন পূরনের পথে নতুনরা আসার পর থেকেই প্রতিনিয়ত একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকেই ডি মোটিভেটেট হয়ে যাচ্ছে । গ্রুপের এডমিন হবার কারনে প্রতিটি পোস্ট আমি পড়ি। মন খারাপ হবার মত অনেক পোষ্ট লক্ষ করছি কিছু দিন যাবৎ। এই পোস্টটির মাধ্যমে আমার সামান্য চেষ্টা যারা হতাশা গ্রস্থ কিংবা ডি মোটিভেটেট তাদের অনুপ্রানিত করা ।
যারা আলহামদুলিল্লাহ বাসা ও কাজ নিয়ে ভাল আছেন আমার এই পোস্ট টি তাদের জন্য নয় , তবে আপনি অবশ্যই কমেন্ট করে আপনার পরামর্শ জানাবেন ।
কিছু কথা বলবো যা হয়তো অনেকের কাজে লাগবে । যারা ভবিষ্যতে এখানে আসার পরিকল্পনা করছেন তাদেরও কাজে লাগবে ।
বিশ বছর আগেও যে সমস্য ছিল আজ নতুনরা ও সেই একই বেসিক সমস্যার মোকাবেলা করছে । আমার মতে নতুনদের বেসিক সমস্যা তিনটি ।
১/ বাসস্থান সমস্যা
২/ কাজের সমস্য
৩/ ইমিগ্রেশন সমস্যা
তিনটি সমস্যা নিয়ে আমি একে একে পর্যালোচনা করবো ও সমস্যা সমাধানে আমার ব্যাক্তিগত মতামত দিব । আমার মতামতের বাহিরেও আরো অনেক সমাধান অবশ্যই আছে । শুধু প্রয়োজন ঠান্ডা মাথায় পরিকল্পনা ও প্রয়োগ করা ।

বাসা /রুম পেতে আমার পরামর্শ গুলো কাজে লাগতে পারে
১/ আমার অনুরোধ ইস্ট লন্ডনের যারা রুম খুজছেন প্লিস লোকাল নিউজ শপের উইন্ডো গুলো চেক করবেন
২/ Gumtree & SpareRoom ওয়েব সাইট গুলো চেক করবেন
৩/ শুধু ইস্ট লন্ডন বা লন্ডন মুখী না হয়ে অন্য বড় শহর গুলোতেও থাকার পরিকল্পনা করতে পারেন । বড় কমিউনিটি হয়তো পাবেন না । তবে থাকার সমস্য হবে না
৪/ বাসা ও রুম নিয়ে অনেক স্ক্যাম হচ্ছে । তাই ফেইসবুকে কেউ বাসার ছবি দেখিয়ে ডিপোজিট চাইলে অবশ্যই দিবেন না । আগে বাসা ও ডকুমেন্ট দেখবেন তারপর লেনদেন করবেন
৫/ দুই ফ্যামিলি এক সাথে হয়ে নিজেরা একটি বাসা নেবার চেষ্টা করেন । মেইন সিটিতে না পাবার সম্ভাবনা বেশি , তাই মেইন সিটির থেকে একটু দূরে বাসা দেখবেন । ট্রান্সপোর্ট ও সময় বেশি লাগবে তবে খরচ বাঁচবে । এভেলেবেল বাসাও পাবেন । উদাহরণ স্বরূপ লন্ডনে থাকলে ডেগেনহাম/ রোমফোর্ডের দিকে বাসা দেখতে পারেন ।
৬/ ফেইসবুকে রুম পাবেন কিন্তু বাসা পাবেন না । তাই যারা পুরো বাসা খুজছেন ফেইসবুকে বাসা খুঁজে সময় নষ্ট করবেন না ।
৭/ নতুন যারা আগামীতে আসবেন তাদের জন্য পরামর্শ ফাইনান্সিয়ালী স্ট্রং হয়ে আসবেন । ফেইসবুক থেকে রুমের ছবি দেখে জিপোজিট দিবেন না । বৃটেনে থাকে এমন পরিচিত কারো মাধ্যমে আগে রুম দেখে ডিপোজিট করবেন ।
সর্বোপরি মন খারাপ বা ডি মোটিভেটেড হবার মত কোন কারন নেই । যারা আজকে বৃটেনে সেটেল তারাও একদিন আপনার মত নতুন ছিল ও এই সমস্যগুলো মোকাবেলা করেছে । সাহস নিয়ে সামনে এগিয়ে যান , ইনশাআল্লাহ আপনিও একদিন গর্ব করে জীবনের কষ্টের দিনগুলো মনে করবেন ও অন্যকে সাহস দিবেন । সাহস ও মনোবল থাকলে কোন সমস্যাই সমস্যা না ।
নতুন আগতদের বাসার সমস্য সমাধানে আপনাদের অন্য কোন মতামত থাকলে কমেন্ট করে জানাবেন
নতুনদের কাজ নিয়ে আমি খুব চিন্তিত না । কারন যারা কাজ করতে পারে বৃটেনে তাদের জন্য কাজের অভাব নেই । শুধু প্রয়োজন সঠিক ভাবে কাজ খোজা । আপনাদের সাড়া পেলে আগামী পর্বে কাজ নিয়ে লিখবো ইনশাআল্লাহ।
সোহান ফকির
এডমিন
Bangladeshi Community UK – BCUK