দুবাই ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম: বয়স, কত টাকা লাগে (সকল তথ্য)
যারা জিজ্ঞেস করছেন ভাই, U.A.E ড্রাইভিং লাইসেন্সে কত টাকা লাগবে কত সময় লাগবে? এই প্রশ্নটা অবান্তর.
মনে রাখবেন লাইসেন্স প্রসেসিংটা একটা ধারাবাহিক নিয়ম দিয়ে হয়, একসাথে সব টাকা পেমেন্ট করার মত কোন সিস্টেম নাই, কত সময় লাগবে তাও নির্দিষ্ট কেউ বলতে পারবেনা, সেটা আপনার আর্থিক দ্রুততা আর টেস্ট পাশ করার উপর নির্ভর করে.
আরব আমিরাত ড্রাইভিং লাইসেন্স নিয়ম
ফি/টাকাঃ-
ফি/ লাইসেন্সিংয়ের সরকারি ফি”র টাকা”টা সব একসাথে লাগেনা–
- প্রথম ফাইল খুলতে ১৫০/১৮০ দেরহাম, আমার অন্য সিটির ভিসা হওয়াতে লাগছে ২৩০ দেরহাম–
- এরপর আপনি ট্রাফিক অফিস থেকে রেফার করা বা নিজের পছন্দের কোন ড্রাইভিং স্কুলে ফাইল জমা করবেন থিউরি ও সিগন্যাল টেস্টের জন্য..এখানে ফি জমা করতে হয় ১৩৫০ দেরহাম ভ্যাটসহ ১৪২০ দেরহাম,
- সিগন্যাল টেস্ট পাশ করার পর সেই ফাইল নিয়ে আবার ট্রাফিক অফিসে গিয়ে ফি জমা করবেন ৪০০ দেরহাম,, এখানে ফি জমার আগে আই টেস্ট( চক্ষু পরীক্ষা), করবে,, এবং তারিখ দিবে পার্কিং/গ্যারেজ টেস্ট,, পার্কিং/গ্যারেজ টেস্ট পাশের পর,,
- আবার ট্রাফিক অফিসে ৪০০ দেরহাম ফি দিয়ে ফাইনাল/রোড টেস্টের তারিখ দিবে,, রোড টেস্ট পাশ হলেই আপনার লাইসেন্স ইস্যু হয়ে গেল,
- মনে রাখতে হবে, প্রতিটি টেস্ট ফেইল করলে প্রতি ফেইলের জন্য ৯০০ দেরহাম ফি দিতে হবে, এবং পুনরায় টেস্টের তারিখটাও আসবে ১মাস দেড়মাস ২ মাস পর,, আবার এই তারিখ ১ মাসের ভিতর আগাই আনতেও ফি ৩০০ দেরহাম,, ১০/১৫ দিনের ভিতর (ViP) আগাই আনতে ৫০০ দেরহাম ফি.
- আবার ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ ফি একেক স্কুলের সিস্টেম একেক রকম, কোন স্কুলে ঘন্টা ৪০ দেরহাম, কোন স্কুলে ৫০ দেরহাম, কোন স্কুলে ৭০/৮০ দেরহাম,
অথবা কন্টাকে করলে কন্টাকে যা করেন —
ড্রাইভিং স্কুলের ফি””টা কিন্তু সরকারি ফি””না,,
এবার আপনার কত টাকা বা সময় যাবে সেটা নির্ভর করবে আপনি কতবারে টেস্ট পাশ করছেন, ড্রাইভিং স্কুলে কতটুক প্রশিক্ষণ নিচ্ছেন সেটার উপর—
( যেমনঃ- আমার প্রশিক্ষণের দরকার নেই, তবু রোড টেস্টের আগে ১ ঘন্টা ট্রাইল দিব, যেহেতু কিছু টুকিটাকি বিষয় ওস্তাদ থেকে অবগত হওয়া জরুরী, আবার আমার লাইসেন্স টাইপও ম্যানুয়াল–))
সুতরাং যত বেশি ফেইল, যত বেশি প্রশিক্ষণ.
তত টাকা বাড়ার মিটার আর সময় দীর্ঘায়িত হওয়ার মিটার ঘুরতে থাকবে .
বিঃদ্রঃ যাদের মধ্যপ্রাচ্যের অন্যদেশের ভেলিট লাইসেন্স আছে তাদের জন্য শুধুমাত্র সিগন্যাল টেস্ট ও রোড টেস্ট -যার কারণে খরচ সময় দুটোই খুব সাশ্রয়ী.
এই সুবিধাটা পাবে গাল্পের অন্য দেশগুলোর লাইসেন্সধারীরা–!!
আশা করি এমারতের ড্রাইভিং লাইসেন্স প্রসেসিংটা বুঝাতে পারছি—– ধন্যবাদ—

tags: দুবাই ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে, দুবাই ড্রাইভিং লাইসেন্স করার বয়স কত, দুবাই ড্রাইভিং স্কুল, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম, দুবাই ব্যবসা লাইসেন্স
দুবাইর সিস্টেম অন্যরকম, দুবাইরে ১ম ওত আপনাকে সিগনাল টেস্টের পর ক্লাস দিবে, এরপর রোড এসিস্টমেন্ট দিবে ওটা পাস করলে পারকিং দিবে ৫টা পারকিং সব গুলা স্কুল থেকে ১বার নিবে সব গুলা পাস করলে এরপর আরটি এ ৫টা পারকিং আবার নিবে, এরপর আবার ক্লাস এরপর ফাইনাল.
বিঃদ্রঃ এটা কন্টাক্ট এ জারা নিচ্চে তাদের প্রসেস.