Screenshot 09 30 2023 20.22.27

GRE experience SHARE : GRE প্রিপারেশন কিভাবে নিব জানুন

আসসালামু আলাইকুম, আমি গত ফেব্রুয়ারি 9 তারিখে GRE পরীক্ষাটি দিয়েছি, যদিও আমার নাম্বার খুব বেশি আউটস্ট্যান্ডিং নয় তবুও ভাবলাম এক্সপেরিয়েন্স টি শেয়ার করি অনেকের উপকার হতেও পারে।

 

পরীক্ষার তারিখ: 9 ফেব্রুয়ারি,2021
*আমার পরীক্ষার সময় ছিল 1:30 pm
*আমি AAA সেন্টারে পৌঁছাই সকাল 11 টায়
*আমি এবং অন্য একজন আপু বাদে অন্য কোন পরীক্ষার্থী ছিল না ঐদিন
*11:30 এই আমাদের পরীক্ষা শুরু হয়ে যায়
*পরীক্ষার সেন্টারে কানে যেন নয়েজ বা শব্দ না আসে সেজন্য ইয়ার মাফল দেওয়া থাকে, সেটা পড়ে নিই, #তিনবারের বেশি মুখ থেকে মাস্ক খোলা যাবে না,তিনবারের বেশি মাস্ক খুললে বা টানাটানি করলে ডিসকোয়ালিফাইড করে দেয়া হবে এটা বলে দেয়া হয়েছে আমাকে পরীক্ষার আগেই।
*প্রথমে রাইটিং সেকশনে একবার #ইন্টারনেট কানেকশন চলে যায় (সমস্যা নেই যেখান থেকে টাইমিং স্টপ হয়েছে সেখান থেকেই শুরু হবে)
*কলিং বাটন চেপে সেখানে থাকা দায়িত্বরত মানুষদের বললে তারা আবার ইন্টারনেট কানেকশন ঠিক করে কম্পিউটার রিস্টার্ট দিয়ে পুনরায় পরীক্ষা শুরু করে দেয় (যেখানে স্টপ হয়েছে সেখান থেকেই শুরু আবার)
*মজার ব্যাপার হচ্ছে মাঝখানে ইন্টারনেট চলে যাওয়াতে আমি দশ মিনিট এক্সট্রা চিন্তা করার সময় পেয়েছিলাম (যদিও লাভ হয়নি আমার রাইটিং স্কোর খুবই খারাপ হয়েছে)
*রাইটিং সেকশন শেষ হওয়ার পর আমার প্রথম সেকশনটি পরে কোয়ান্টিটেটিভ সেকশন, বুঝতে পারি যে কোয়ান্টিটেটিভ এর তিনটি সেকশন পড়বে এবং এর মধ্যে একটি এক্সপেরিমেন্টাল হবে।
* আগেই বলে রাখি ,ইন্টারনেটে একটা #মিথ প্রচলিত আছে :”GRE quant is getting harder and harder” এই কথাটা সম্পূর্ণ ভুয়া এবং এটা অনলাইন কোচিং কোম্পানিগুলোর মাধ্যমে প্রচার করা।
*আমি powerprep plus 1,2,3(paid) মক টেস্ট গুলো দিয়ে গিয়েছিলাম, এবং এগুলোতে যেমন প্রশ্ন পেয়েছি হুবহু তেমন স্ট্যান্ডার্ডের প্রশ্ন পেয়েছি GRE পরীক্ষাতে।(আমি #powerprep_plus_paid_mock গুলো ডলার দিয়ে কিনি নাই, চাইনিজরা এর এই মক টেস্টের প্রশ্ন গুলো আগেই ফাঁস করে দিয়েছে, সেখান থেকে সংগ্রহ করে নিজে কম্পিউটারে বসে টাইমার সেট করে মকটেস্ট দিয়েছি, সবগুলো পেইড মক টেস্ট এর লিংক আমি দিয়ে দিব)
*দুইটি বা তিনটি সেকশন শেষ হওয়ার পর 10 মিনিটের একটি ব্রেক দেয়, এই ব্রেকে পরীক্ষার রুম থেকে বের হয়ে বাহিরে অন্য একটি রুমে বসে নাস্তা এবং পানীয় খাওয়ার সুযোগ থাকে, আমি স্যালাইন এবং শুকনো খাবার নিয়ে গিয়েছিলাম সেগুলো খেয়ে নিয়েছি।
*ভার্বাল সেকশন গুলো বরাবরের মতই মোটামুটি লেভেলের কঠিন বলা চলে, এমনটাই ছিল। এমনটাই আমি মকটেস্ট এ ও ফেইস করে গিয়েছিলাম।
*পরবর্তীতে আরেকটি কোয়ান্ট সেকশন এর মাঝখানে ইন্টারনেট কানেকশন চলে যায়, কল বাটন চাপ দিলে সেন্টারের একজন আপু এসে আবার পুনরায় ইন্টারনেট কানেকশন ঠিক করে দিয়ে যায়, এখানে সময় লেগে যায় 10 মিনিট, এই 10 মিনিট একটু রেস্ট করার সুযোগ পাই।
* প্রায় চার থেকে সাড়ে চার ঘণ্টার সময় পর পরীক্ষা শেষ হয়। যেহেতু অনেক লম্বা পরীক্ষা শেষ সেকশনে একদমই এনার্জি থাকে না। এই চার ঘণ্টার সময় আমি একবারও মাস্ক খুলিনি।
*পরীক্ষার শেষে আনঅফিসিয়াল স্কোর দেখানো হয়, Q164 V153 পাই আলহামদুলিল্লাহ। আমি আগে থেকেই ফ্রিতে স্কোর পাঠানোর জন্য চারটি ভার্সিটির নাম মুখস্ত রেখেছিলাম স্টেট নাম সহকারে। সেই নাম গুলো সিলেক্ট করে দেই স্কোর রিসিপিয়েন্ট হিসেবে।
*পরীক্ষা দেওয়ার সমগ্র ব্যাপারটাতে টেস্ট সেন্টার এর মানুষরা প্রত্যেকটা ধাপে ধাপে সকল কাজে ইনস্ট্রাকশন দিয়ে সাহায্য করে।
*ভাইরাস পরিস্থিতির কারণে সেন্টারে তেমন কোনো পরীক্ষার্থী ছিল না।

**আমার GRE প্রস্তুতি:

QUANT:

MAGOOSH chapterwise QUANT VIDEOS > manhatton 5lb chapterwise complete > magoosh premium 589 pdf > ETS Official Guide > ETS QUARANTINE GUIDE

VERBAL:

gregmat.com VIDEO > ETS BIG BOOK > ETS Official Guide > ETS VERBAL GUIDE > 1300 text completion and sentence equavalence from 11gre.com website ( পুরো প্রসেস তাতে আমার ডিকশনারি হিসেবে গুগল ট্রান্সলেটর অ্যাপ টা কে ব্যবহার করেছি, কোন শব্দের বাংলা অর্থ দেখিনি, শুধুমাত্র ইংরেজি অর্থ দেখেছি)

আমার Mock test results:

*Powerprep 1 : 314
*Powerprep 2: 311
*ETS paperbased GRE 2010 practice book : 316
*ETS practice book 2017 : 314
*Powerprep plus 1: 313
*Powerprep plus 2: 310
*Powerprep plus 3: 309
*Powerprep plus 2 এর Q medium and V hard section এর সাথে powerprep plus 3 এর Q medium and V hard section মিক্স করে দেওয়া মক টেস্ট : 315
*Powerprep plus 2 এর Q easy and V easy এর সাথে powerprep plus 3 এর Q easy and V easy মিক্স করে বানানো মক টেস্ট : 322
এই লিংক এ না ঢুকলে vpn ব্যাবহার করতে হবে।
zv
zv

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *