আমেরিকার ভিসা ইন্টারভিউ নিয়ে নানা ধরণের মিথ্যা ও উত্তর
নমষ্কার/আসসালামু আলাইকুম।
আশা করছি অনেক ভালো আছেন সবাই। রিসেন্টলি আমেরিকার ভিসা ইন্টারভিউ নিয়ে নানা ধরণের মিথ তৈরি হয়েছে। আজ আমি আমার এক্সপেরিয়েন্স থেকে ভিসা ইন্টারভিউ নিয়ে কিছু ভুল ধারণা তুলে ধরতে চাই। আশা রাখছি এতে করে অনেকেরই উপকার হবে এবং ভিসা ইন্টারভিউ রিলেটেড কিছু ভুল ধারণা থেকে বের হয়ে আসবেন।
১. ডিএস-১৬০ – এটা আসল জিনিষ। এইখানে কোনোভাবেই ছেলেখেলা করবেন না। আপনার ইন্টারভিউ এর ৮০% এই ডিএস-১৬০ এর উপর বেস করে হবে। এই ডিএস-১৬০ যে যেভাবে পারছেন, ফিলআপ করে নিচ্ছেন কিংবা অনেকেই না বুঝে অন্য কাউকে দিয়ে ফিলআপ করিয়ে নিচ্ছেন। মনে রাখবেন, আপনার এই ছেলেখেলার জন্য একটা ইউএসএ ভিসা হারাবেন।
২. আইইএলটিএস এ ভালো স্কোর থাকলেই ভিসা হবে – অনেকেই মনে করেন আইইএলটিএস এ ভালো স্কোর থাকলেই আমেরিকার ভিসা পাওয়া সহজ। আপনাদের বলে রাখি। আমি আমেরিকা আসার পর অনেক ভাইব্রাদার্সকে দেখেছি আইইএলটিএস ছাড়াই পড়াশোনার জন্য আসতে। নন-ইমিগ্রেন্ট ভিসাপ্রার্থীদের জন্য আইইএলটিএস কোনো নিয়মের মধ্যে লিখা নেই। আপনি শুধু অফিসারের সাথে সুন্দর আর সাবলীল কমিউনিকেশন চালিয়ে যাবেন, এতোটুক এবিলিটি আপনার থাকতে হবে। যদি সেটাও না থাকে, তাহলে সরি – পড়াশোনা করার জন্য আমেরিকা আসার দরকার নেই।
*বিঃদ্রঃ- আইইএলটিএস ছাড়া অনেকেই এসেছেন মানে এই না আপনিও আইইএলটিএস ছাড়াই এপ্লাই করবেন। ভালো আইইএলটিএস স্কোর দিয়ে এপ্লাই করলে অনেক ইউনিভার্সিটি আপনার অপশন হিসেবে থাকবে।
৩. আপনাকে দেখতে বড়লোকের মতো হতে হবে – জীবনে কোনোদিন স্যুট কিংবা বড়লোকিয়ানা পোষাক পড়েননি, শুধুমাত্র ইন্টারভিউ দেওয়ার জন্য মানুষের কথায় এইসব দামী পোষাক পড়ে যাচ্ছেন? ট্রাস্ট মি, আপনি ঐদিনের মতো আনইজি কোনোদিনই ফিল করবেন না। আমেরিকার নন-ইমিগ্রেন্ট ভিসা পাবার ক্ষেত্রে কোথাও কোনো নিয়ম নেই যে আপনাকে দেখতে বড়লোক মনে হতে হবে। কোনো ধরণের পোষাক নিয়েও তেমন ঝামেলা নেই। আপনি যে পোষাকে কমফোর্ট ফিল করবেন, সেটা পড়েই আসবেন। তবে ব্যক্তিগতভাবে আপনাকে সুন্দর আর মানানসই হলেই হলো। আমি দুইবার স্যুট পড়ে ইন্টারভিউ দিয়েছি। ফার্স্ট টাইম ভিসা পাইনি, পরের বার পেয়েছি। তাই জোর দিয়ে বলতেই পারি দামী পোষাক পড়ে নিজেকে বড়লোক দেখালে ভিসা পাবেন আর নাইলে পাবেন না, এমন কথা কেউ বললে এড়িয়ে চলুন।
৪. নিজের প্রোফাইল সম্পর্কে ভালো ধারণা থাকা – আমার সামনে একটা ছেলেকে কনস্যুলার অফিসার জিজ্ঞেস করেছিলেন ওর ক্লাস কবে শুরু। ও যখন উত্তর দিলো স্যার আই ডোন্ট নো, ইউ কেন চেক মাই আই-২০, আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম। যদি কনস্যুলার অফিসার আই-২০ দেখেই সব যাচাই করে ফেলতো, তাইলে আপনার ইন্টারভিউ নেওয়ার মানে কী? আপনি আমেরিকার মতো দেশে আসবেন অথচ নিজের প্রোফাইল, ইউনিভার্সিটি ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে আপনার আইডিয়া নেই?
৫. ভিসার পরিমাণ কাউন্টার এবং কনস্যুলার অফিসার অফিসারের উপর ডিপেন্ড করে – ভিসা ইন্টারভিউ রিলেটেড সব থেকে বেশি ভাইরাল মিথ হলো কাউন্টার আর কনস্যুলার অফিসারের উপর ভিসার পরিমান ডিপেন্ড করে। ট্রাস্ট মি, কাউন্টার ৬ এর কনস্যুলার অফিসার কারো মামা না যে সেখানে গেলেই ভিসা হয়ে যাবে। আমি প্রথম ইন্টারভিউ কাউন্টার ১১ তে দিয়েছিলাম। ভিসা হয়নি। পরের বারও একই কাউন্টারে একই অফিসার আমার অর্ধেক ইন্টারভিউ নিয়েছিলেন। বাকি অর্ধেক ইন্টারভিউ এর জন্য কাউন্টার ১০ এ পাঠিয়েছিলেন। আই গট দ্য ভিসা। আমি প্রথমবার ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হওয়ার পর নিজের উইকনেস খুঁজে বের করেছি, সেগুলো নিয়ে কাজ করেছি। হুজুগে বাঙালির মতো অফিসার আর কাউন্টারের দোষ দেইনি। তাই পরেরবার ভিসা পেয়েছি।
৬. ট্রাভেল হিস্ট্রি – অনেকেই বলেন ট্রাভেল হিস্ট্রির জন্য ভিসা রিফিউজড হয়। আপনাদের একটা পরিষ্কার কথা বলি। ভালো স্টুডেন্টসরা ট্রাভেল করার সময় পায় না। এটা ওরা জানে। তাই অনেক ট্রাভেল হিস্ট্রি থাকার পরেও অনেক স্টুডেন্টসদের রিফিউজড হতে দেখেছি। আবার কারো ট্রাভেল হিস্ট্রি নেই, সে ভিসা পেয়েছে। আমি নিজেই কোনো দেশ ট্রাভেল করিনি। আমাকে সেকন্ড ইন্টারভিউ এ কাউন্টার ১০ এ ট্রান্সফার হওয়ার পর কাউন্টার ১০ এর অফিসার জিজ্ঞেস করেছেন আমার ট্রাভেল হিস্ট্রি আছে কি না। আমার ছিলো না। আমি রিজন দেখিয়েছি আমি পড়াশোনার জন্য ব্যস্ত ছিলাম। আমার কলেজ এতো প্রেসার দিয়েছে যে ট্রাভেল করার সুযোগ পাইনি। আমেরিকাতেই আমার প্রথম ট্রাভেল হিস্ট্রি হবে। পরে উনি সাথে সাথে ভিসা এপ্রুভ করেন।
ম্যাক্সিমাম স্টুডেন্টসরা মনে করেন প্রথমবার রিফিউজড হওয়ার পর কোথাও ট্রাভেল করলে মনে হয় সেকন্ড বার ভিসা দিয়ে দেবে। আপনাকে পরিষ্কার করে বলতে চাই, কনস্যুলার অফিসার ঘাস খেয়ে অফিসার হননি। উনারা এটা ভালো করেই বুঝেন আপনি উনাদের দেখানোর জন্য ট্রাভেল করেছেন। একটু লজিকালি চিন্তা করুন। মোদ্দাকথা, আপনি একজন স্টুডেন্ট, ট্রাভেলার নন। সেটাই প্রমাণ দিতে হবে।
আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যতোটুকু শিখেছি, বুঝেছি, ততোটুকই তুলে ধরেছি। তাই ভুল হলে ক্ষমাপ্রার্থী। আপনার ভিসা ইন্টারভিউ ভালো হোক। এডভান্স ওয়েলকাম টু আমেরিকা।
Bipro Das
https://m.facebook.com/groups/nextop.usa/permalink/5710694775696320/?mibextid=Nif5oz