ইউনিভার্সিটি প্রফেসর ইন্টারভিউতে যে সব প্রশ্ন করে থাকে জেনে নিন
প্রফেসর ৩০ মিনিটের একটি জুম সেশনের শিডিউল দিয়েছেন। কিভাবে প্রস্তুতি নিতে পারি? এটা আমার প্রথম মিটিং। কি কি প্রশ্নের সম্মুখীন হতে পারি,আমার কি কি বিষয়ে জেনে রাখা দরকার?
1.Why choose me?
2. Why this program?
3. Why do you want to pursue phd/ how this phd will help shaping your goal?
4. Research interests?
5. Technical skills?
6. Any publications?
7. Short & long term goals?
8. Weakness/ strength? And so on…
Try to be confident, relaxed and be polite while interacting with him/her.
Best wishes
আরো যেইসব বিষয়ের প্রতি লক্ষ রাখতে পারেন-
- make a slide …
- mention your previous research…
- interest skills blah blah…
- dont exaggerate..
- professors can ask deeper..u can also ask some questions on his research..
কিছু আইডিয়া পেতে এই লিংকটি দেখতে পারেন- https://bemoacademicconsulting.com/blog/graduate-school-interview-questions
ইন্টারভিউ
এখন আপনারা অনেকেই ইন্টারভিউ দেবার জন্য মেইল পাচ্ছেন। প্রথমে ভাবছেন, কি প্রশ্ন আসবে, কি জিজ্ঞেস করবে।
আপনারা ভাবছেন, “আমার ইউনিভার্সিটি অভ ফ্লোরিডা থেকে কল করবে, কাজেই আমার ইউনিভার্সটি অভ ফ্লোরিডার কাউকে খুঁজে বের করতে হবে কি জিজ্ঙেস করে জানার জন্য।”
আসলে ব্যাপারটা তা না। কিছু জেনেরিক প্রশ্ন হয়, আর কিছু স্পেসিফিক হয়। আপনি মোটামুটি একটা প্রস্তুতি নিয়েই নিতে পারবেন।
১। Some commone Questions: ইন্টারভিউ এ কিছু কমন প্রশ্ন করতে পারে। ফরহাদ এবং সাইফুল এর লেখাটা আপনাকে ধারণা দেবে:
পড়ুন: https://nextopusa.com/phone_interview/
২। Improvise: নির্ঝর লিখেছেন: “সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল, ইম্প্রোভাইজেশন বা তাৎক্ষণিক উত্তর। অনেক প্রশ্ন সম্পর্কেই আপনার পূর্ব প্রস্তুতি থাকবে না। সেক্ষেত্রে আমতা আমতা না করে যেন চটপট উত্তরটা দিতে পারেন, সেই চেষ্টাই করতে হবে।”
পড়ুন: https://nextopusa.com/skype-interview-experience/
৩। What to do just after getting the mail? মেইল পাবার পর আমরা নার্ভাস হয়ে যাই, বা স্ট্রেসড হয়ে পড়ি। তা না করে একটু গুছিয়ে চিন্তা করার জন্য এই ভিডিওটা দেখতে পারেন।
আপনাদের সবার জন্য গুডলাক 😀