009.1 Ielts Preparation যেভাবে নিবেন
আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা আল্লাহর জন্যে 😁।ধন্যবাদ রাশেদ ভাইকে, অনেক সালাম আর ভালোবাসা রইলো। 2 মাস প্রিপারেশনে এই স্কোর করেছি, যেটা আমার প্রত্যাশার চেয়েও বেশী। এটা আমার প্রথমবার IELTS এক্সাম দেয়া, আমি এর আগে কখনো IELTS দেইনি।
আমি কোনো কোচিংয়ে মক এক্সাম দেইনি, কোচিং ও করিনি। শুধু রাশেদ ভাইয়ের ভিডিও গুলো প্রায় সব গুলো দেখেছিলাম। এমনকি কোনো কোনো ভিডিও 2 বার করেও দেখেছিলাম। আমি ক্যামব্রিজ 7-17 করেছিলাম। ক্যামব্রিজ 10-17 দুইবার করে প্র্যাক্টিস করেছিলাম, যেহেতু আমার রিডিং লিসেনিং এর মার্ক 7/7.5 এর মাঝে থাকতো। ক্যামব্রিজ বাদে অন্য কিছুই পড়িনি। আর বাসায় 4/5টা মক এক্সাম নিজে টাইম ধরে দিয়েছিলাম, ক্যামব্রিজ 4-5 থেকে। প্রতিদিন চেষ্টা করতাম 2টা করে রিডিং আর লিসেনিং, 1hr স্পিকিং আর 1টা রাইটিং দিতে। আমি ব্রিটিশ কাউন্সিল, Future ED,বনানীতে অনলাইনে, পেপার বেইজড, একাডেমিক এক্সামে রেজিস্ট্রেশন করেছিলাম। ২৫ তারিখে মেইন এক্সাম ছিল, আর স্পিকিং ২৩ তারিখে ছিল।
LISTENING: আমি সব ভুল গুলো নোটে লিখতাম, যেন কখনো রিপিট না হয়, এক্সামের আগে সব ভুল দেখে নিয়েছিলাম, আর এক্সামের সময় কোশ্চেনের ধরন অনুযায়ী ওই ভুল গুলো মাথায় রেখেছিলাম। MCQs এর 2/3টা ঠিক বুঝিনি, তবে না ঘাবড়ে গিয়ে পরের প্রশ্নতে মনোযোগ দিয়েছি। সর্বোচ্চ 37 পেয়েছিলাম প্রথম চেষ্টায়। আমার সাধারণত 32/33 আসতো বাসায়। তবে আমার প্রশ্ন তুলনামূলক ক্যামব্রিজ থেকে অনেকটাই সহজ মনে হয়েছে। IELTS liz, E2 IELTS ও আসাদ ইয়াকুবের (MAP Q type এর জন্যে) 4/5টা ভিডিও দেখেছিলাম।
READING: সময় ধরে প্র্যাক্টিস করেছি আর ভাইয়ের ভিডিও খুব ভালো করে দেখেছি। শুরুতে প্রতিটা প্যাসেজ করে আসাদ ইয়াকুব/ IELTS Monika উনাদের থেকে সলভ করাটা শিখে নিয়েছিলাম। কী ওয়ার্ড ধরে খুঁজতে হবে এটায়, নাহলে সময় পাওয়া যাবে না একদম। আর আমি প্যাসেজ 3 তে MCQs and fill in the gaps with clue আসলে সবচেয়ে শেষে দিবো ঠিক করে গিয়েছিলাম। MCQs ছিল 5টা, যার 1টা সঠিক উত্তর দিতে পেরেছি, বাকি 4টা পুরো আন্দাজে দিয়েছি, সময় ছিলোনা একদম। এখানে স্ট্রাটেজি হতে পারে সব আনসারই B/C যেকোনো একটা ধরে দিয়ে আসা, তাহলে হয়তো আরও 1/2 মার্ক বেশি আসতো।
WRITING: আমি GRE দিয়েছিলাম, ওখান থেকে অনেক ওয়ার্ডস লিখে দিয়েছিলাম। IELTS lili, IELTS Up এর ভিডিও দেখেছিলাম, ওদের স্ট্রাকচার অনুযায়ী লিখেছি। Task 1 এর জন্যে Rachel Mitchell writing task 1+2 দেখে গিয়েছিলাম আর Simons writing এর 8/9টা দেখেছি। TASK 2 এর জন্যে Makkar এর 70 টার মতোন দেখে আইডিয়া নিয়েছি। তবে আমার মনেহয় কঠিন কিছু ভোকাবুলারির ব্যবহার আমাকে 7 পেতে সাহায্য করেছে।
SPEAKING: ভাগ্য যতটা খারাপ হওয়া যায় ঠিক ততটাই খারাপ ছিল সেদিন। অনেক দুআ করেছিলাম যেন আমেনা খানম/ রেজাউল করিম না পড়ে। কিন্তু এক্সামে (ভিডিও কলে এক্সাম ছিল) গিয়ে দেখি আমেনা খানম। আমি ঠান্ডা মাথায় উত্তর দিয়েছি সব গুলোর, শুধু 2টা প্রশ্ন ঠিক বুঝিনি, 1বার আস্ক করে পড়ে উত্তর করেছি। 12/13 মিনিটের ছিল পুরো পরীক্ষা।
Part1- birthday, study, class, public transport
Cue Card – describe a time when you’ve a disagreement with someone.
Part 3- public opinion, parents children disagreement.
Cue card মাক্কার থেকে কমন পড়েছে, সুন্দর করে বলার চেষ্টা করেছি, GREwords বলেছি আর কিছু Idoms and phrase বলেছি।
আমি 1 বছর ধরেই CBC news দেখতাম, তাই আকসেন্ট কিছুটা ফরেইন ছিলো। আমি বলবো প্রতিদিন 20 মিনিট করে ABC, BBC, CBC যেটা ইচ্ছে শুনা, তাহলে sub-consciously উচ্চারণ কিছুটা ওদের মতোন আসবে।
আমি কোনো স্পিকিং পার্টনার নিইনি, নিজে নিজেই সময় ধরে প্র্যাকটিস করেছি, শুধু শেষের দিকে মক দেয়ার সময় একজনকে বলেছি শুধু প্রশ্ন করতে আর আমি উত্তর দিয়েছিলাম, ঠিক যেমনটা ডেমো মক এক্সামে হয়। mumbling না করার চেষ্টা করেছি, দরকার পড়ে আস্তে আস্তে বলেছি অথবা থেমে থেমে উত্তর করেছি।
————————–
টিপস:
1. পরীক্ষার হলে বসে কখনো হতাশ থাকবেন না, নিজেকে বলবেন যে আপনি শুধু আজকে আপনার সেরাটা দিবেন, বাকিটা আল্লাহর ইচ্ছে।
2. রিডিং এ সময় খুব ভালো করে মেইনটেইন করবেন, কোনো প্যাসেজ এ 20 মিনিটের বেশি নিবেন না।
3. লিসেনিং এ শুরুতে ইন্সট্রাশন পড়ার সময়ে প্রশ্ন পড়তে দেয়নি, প্রশ্ন তাই উল্টাতে পারবেন না। section 1 বললেই প্রশ্ন উল্টাতে দিবে, ঠান্ডা মাথায় পড়বেন। তবে পরের প্রশ্ন গুলো আগে থেকেই পড়তে পারবেন।
4. যেহেতু GRE দিয়েছি, অনেকেই বলেছিলো IELTS খুব সহজ হবে, তবে আমার মনে হয়েছে কোনো কিছুই এতো সহজ না, আবার অসাধ্য ও না। শুধু প্রয়োজন এফোর্ট, ডেডিকেশন আর কোনসিস্টেন্সি।
শুভকামনা!