*book* ৪৬-তম প্রিলি প্রসঙ্গ
** ৪৬-তম প্রিলি প্রসঙ্গ **
[ অনেকে অনুরোধ করেছেন এ ব্যাপারে কিছু শেয়ার করতে ]
এই শেষ সময়ে এসে নিচের কাজগুলো করতে পারলে Preli পাস করা নিয়ে কিছুটা হলেও আশাবাদী থাকতে পারেন–
→গণিত: নতুন করে ম্যাথ শেখার সময় আর নাই। আমিও শেষ করতে পারি নাই [তবে, প্রিলি টিকতে পারলে লিখিত পরীক্ষায় ভুগাবে]। যে কয়টা টপিকস পারেন সেগুলো রিভাইস করুন, মানসিক দক্ষতায় জোর দিন। গণিতে ৩০ থেকে ১২-১৪ পেয়েও পাশ করা যায়/অনেকে গাণিতিক যুক্তি বাদ দিয়েও পাশ করে। ৪৫ এ আমি গণিত প্রস্তুতি ছাড়াই উতরে গিয়েছিলাম। তাই আমার মতো গণিত না পারলে মানসিক দক্ষতার ওপর জোর দিন আর সহজ চ্যাপ্টারগুলোর বেইসিক দেখুন।
→ বাংলা: বাংলা সাহিত্য বিগতসহ বিস্তারিত পড়ার চেষ্টা করুন, কারণ এটার প্রশ্ন সবচেয়ে গভীর থেকে হয়। আর ব্যাকরণের জন্য বুঝে বুঝে বিগতই যথেষ্ট।
→ ইংরেজি : ইংরেজি সাহিত্য বিগত, Grammar> বিগত+বেইসিক নলেজ
→ বিজ্ঞান ও ICT : সবচেয়ে কঠিন হয়। তাই খুব বেশি পড়েও তেমন লাভ নাই। শুধু বিগতের ওপর জোর দিতে পারেন।
→ ভূগোল, GK= বিগত [ যেহেতু সময় নাই হাতে ; বিস্তারিত পড়ে শেষ করাও সম্ভব না। কমন পড়লে বিগত থেকেই পড়বে, নইলে বেশি পড়লেও পড়বে না। বাজার থেকে ছোট টাইপের কোনো সাম্প্রতিকের বইয়ে চোখ বুলাতে পারেন ]
→ নৈতিকতা ও সুশাসন: বিগত কোশ্চেন ব্যাখাসহ পড়ুন। বেশি পড়লে কনফিউজড হয়ে নেগেটিভ খেতে পারেন।
◾উল্লেখ্য, এখানে বিগত কোশ্চেন বলতে সকল চাকরি পরীক্ষার কোশ্চেনকে বুঝিয়েছি, শুধু BCS না 😑
[ এগুলোর পাশাপাশি কেউ বেশি পড়তে পারলে BCS এর বিগত কোশ্চেন (১০-৪৫) চারটি অপশনসহ প্রতিদিন ১-২ টা করে সলভ করতে পারেন ]
🔰৪৫-র পর থেকে কোনো প্রিলি বই পড়া হয় নি আমার। সব ভুলে বসে আছি। অন্তত বিগতগুলো শেষ করতে পারলে কিছু একটা হতো হয়তো। জানি না পারবো কিনা। দুআ চাই