Dhatu

ক্রিয়া পদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়।

(১)• ধাতু / ক্রিয়া প্রকৃতি / ক্রিয়া মুল : ক্রিয়া পদের মুল অংশকে ধাতু বলে। // ক্রিয়া পদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।

উদাহরণ: চলে = চল + এ

এখানে,

“চলে” হচ্ছে ‘ক্রিয়া পদ’,

“চল” হচ্ছে ‘ক্রিয়া প্রকৃতি / ধাতু’;

“এ” হচ্ছে ‘ক্রিয়াবিভক্তি’।

একইভাবে–

করছি (ক্রিয়া পদ),

এই ক্রিয়া পদের মুল অংশ= “কর”, আর এটাই ধাতু।

এরকম আরো কিছু ধাতুর উদাহরণ-

থাকব=”থাক”, পড়ছিলাম=”পড়” ইত্যাদি।

(২)• ক্রিয়া বিভক্তি: যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে ক্রিয়া বিভক্তি বলে। [যে অতিরিক্ত জিনিসটা ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়া পদ গঠন করে সেটাই।]

যেমন:– চল + এ(ক্রিয়াবিভক্তি) = চলে (ক্রিয়া)

 চল + এছে (ক্রিয়াবিভক্তি) = চলেছে  (ক্রিয়া)

[শর্টকাট জেনে রাখি- ধাতু রিলেটেড সবকিছু ৩ প্রকার]

★ ধাতু তিন প্রকার। যথাঃ-

১. মৌলিক/ সিদ্ধ/স্বয়ংক্রিয় ধাতু

২. সাধিত ধাতু

৩. যৌগিক/সংযোগমূলক ধাতু

# মৌলিক ধাতু: যেস ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, তাকে মৌলিক ধাতু বলে।

★মৌলিক তিন প্রকার,যথাঃ-

১. বাংলা: [সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি]

আঁক, কাট, কাঁদ, থাক, রাখ, বাধ, ঘষ, যা, খা, (শর্টকাটঃ তুই তোকারি করে যেগুলো আমরা বলি)

২. সংস্কৃত: [সংস্কত বা তৎসম থেকে সোজাসুজি এসেছে] (শর্টকাট: সাধারণত যেগুলো যুক্তবর্ণ আকারে থাকে) যেমন- ক্রী, ক্রন্দ, কৃ, কৃৎ, দৃশ, ধৃ, ঘৃষ, শ্র, রক্ষ,

ব্যাতিক্রম: আঁক, পঠ, গঠ, কথ, বুধ, খাদ, হস

বাংলাঃ    খা, গড়, ঘষ, দেখ, ধর, পড়, শুন, থাক, হাস,  অক, কর, রাখ

সংস্কৃতঃ খাদ, গঠ, ঘৃষ,  দৃশ, ধৃ,    পঠ, শ্রু,    স্থা, হস, অঙক, কৃ,  রক্ষ

৩. বিদেশি:

বিদেশি ধাতু মনে রাখার উপায়:-

আট্, খাট্, ঝুল্, টুট

ফিরে মাঙে ভিজে বিগড়ু

জমকে চাহে চেঁচিয়ে ডরে

টানে লটকে ঠেলে ডাকে

(= আট্, খাট্, ঝুল্, টুট্,  ফির্, মাঙ্ ভিজ্ বিগড়ু

জম্ চাহ্ চেঁচ্ ডর্ • টান্ লটক্ ঠেল্ ডাক্)

• মাঙ ধাতুটি হিন্দি মাগ থেকে এসেছে।

• অজ্ঞাতমূলক বিদেশি ধাতু(১টি): হের [এটি কোন ভাষা থেকে এসেছে জানা যায় নি]

• বাকি সব ধাতু ফারসি থেকে এসেছে।

# বিদেশি ধাতু যেটি যে অর্থ প্রকাশ করে:-

আট — শক্ত করে বাধা

ঝুল — দোলা

টুট — ছিন্ন করা

মাঙ — ছিন্ন করা

ভিজ — সিক্ত হওয়া

বিগড়ু — নষ্ট হওয়া

চেচ — চিৎকার

লটক — ঝোলা

# সাধিত ধাতু: [আ প্রত্যয়যোগে যে ধাতু গঠিত]

★এটি তিন প্রকার। যথা:-

১• নাম ধাতু: [বিশেষ্য/বিশেষণ/অনুকার(যেসব সাউন্ড বাস্তবে পাওয়া যায় না) + আ = নাম ধাতু]

যেমন-

ঘুমা, বেতা, ধমকা,

চমকা,

ঝনঝনা,

সাপটি ফোসাচ্ছে, লাঠিটি বাকিয়ে ধর, মা শিশুকে বেতাচ্ছে ইত্যাদি।

২• প্রযোজক ধাতু: [অন্যকে নিয়োজিত করা অর্থে আ যোগে] যেমন- তিনি ছেলেকে পড়াচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখায়, সাপুড়ে সাপ খেলায়।

৩• কর্মবাচ্যের ধাতু: [মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে]

যেমন- কাজটি ভালো দেখায়, যা কিছু হারায়,

একইভাবে- পড়া, দেখা, বলা, শোনায়, দেখায়, বসায় ইত্যাদি।

কাজটি ভাল দেখায় না, যা কিছু হারায় গিন্নী বলে কাষ্ট বেটাই চোর ইত্যাদি।

# যৌগিক/সংযোগমুলক ধাতু: [বিশেষ্য/বিশেষণ/ধ্বন্যাত্বক অব্যয়ের সাথে হ, কর, দে, পা, খা, ছাড়, ধর, যা, কট ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়]{এটা ডাবল ডাবল হয়}

যেমন- ভয় কর, ভালো হ, ঝনঝন কর ইত্যাদি।

আমরা তাজমহল দর্শন করলাম, এখন গোল্লায় যাও, মাথা ঝিমঝিম করছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখনও সাবধান হও, নতুবা আখের খারাফ হবে ইত্যাদি।

★ কিছু বিশেষ ধরনের ধাতু:-

• ধাতুর গণ(২০টি):

ঘুরা, ফিরা, কর, দি,

উঠ, লাফা, দৌড়া,

খা, শু, হ, লিখ,

কাট, গাহ, বিগড়া,

ছোবলা, ধোয়া, নাহা,

কহ, চটলা, উলটা।

# কোনটি ফিরা আদি গণের অন্তর্ভুক্ত?

ক) ধোয়া  খ) কোদলা  গ) শিখা√  ঘ) ধমড়া

ব্যাখ্যা: কাট এর সাথে মিল আছে(আ কার) এমন দুটি শব্দ দুটি: গাছা ও চাল। এর মধ্যে অক্ষরের মিল(একটি করে অক্ষর) আছে কাট এর ট ও চাল এর ল এর মধ্যে, তাই উত্তর হবে চাল।

# কোন ধাতুটি কাট আদি গণের অন্তর্ভুক্ত?

ক) কিন  খ) শুন  গ) গাহা  ঘ) চাল √

• অসম্পূর্ণ ধাতু(৫টি): আ, আছ, নট, বট, থাক

[যে ধাতুর সকল কালের রুপ পাওয়া যায়]

যেমন-

আমি ভাল আছি।(বর্তমান)

আমি ভালো ছিলাম।(অতীত)

আমি ভালো থাকব।(ভবিষ্যৎ)

লক্ষ করলে দেখা যায়, আছ ধাতুর কেবল বর্তমানকাল রুপ রয়েছে, অতীত ও ভবিষ্যৎকাল রুপ নেই। এজন্য এ ধাতুকে অসম্পূর্ণ ধাতু বলে।

একইভাবে,

থাকতেছি(বর্তমান), থাকব(ভবিষ্যৎ) কিন্তু ‘ছিলাম'(অতীত) এ ‘থাক’ এর অতীত রুপ নেই।

—-

• কৃৎ প্রত্যয়: যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সাথে যুক্ত হয়ে বিশেষ্য পদ বা বিশেষণ পদ গঠন করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে ক্রিয়া বিভক্তি বলে।  [যে অতিরিক্ত জিনিসটা ধাতুর সাথে যুক্ত হয়ে বিশেষ্য পদ বা বিশেষণ পদ গঠন করে সেটাই।] {ক্রিয়া বিভক্তি ও কৃৎ প্রত্যয় এর সংজ্ঞার পার্থক্যটা দেখে নাও}

যেমন- চল + অন(কৃৎ প্রত্যয়) = চলন (বিশেষ্য)

চল + অন্ত(কৃৎ প্রত্যয়) = চলন্ত (বিশেষণ)

https://www.facebook.com/groups/fcb.zone/permalink/1960883724405867/?ref=share&mibextid=NOb6এগ

https://www.facebook.com/groups/2608694629364201/permalink/4069552439945072/?ref=share&mibextid=NOb6eG

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02TnMbXCySoce5juE2FBjoW886YczvWip6Hh57qSFXMgfnCbkBSJxprb6ypa2cHE3xl&id=100069189559706&post_id=100069189559706_pfbid02TnMbXCySoce5juE2FBjoW886YczvWip6Hh57qSFXMgfnCbkBSJxprb6ypa2cHE3xl&mibextid=CDWPTG

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0gJPKsmML3HYvDbWNCh3TaYjh6RXiqrUaSx7FX6AkGwDMajADEwZ4vxLVuWeWjjVzl&id=1391946855&post_id=1391946855_pfbid0gJPKsmML3HYvDbWNCh3TaYjh6RXiqrUaSx7FX6AkGwDMajADEwZ4vxLVuWeWjjVzl&mibextid=CDWPTG

All formula

https://www.facebook.com/100092174601749/posts/pfbid09D7F1KAgoS9Gya5b8fVdZYCKgQqg2i4hodi2DE14zaU3cDqUkcPukQaxZmdab68kl/?mibextid=CDWPTG

Preposition

https://www.facebook.com/100035996980022/posts/pfbid026hriQYUGdnmUrQFYpfdWYYFPPUu2dJK1EUoESPQHRcdFkMKGnLrK4fHGMwBjM3Jvl/?mibextid=CDWPTG

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *