GRE Verbal (Complete Preparation) All about 𝐏𝐚𝐫𝐭 𝟐

GRE Verbal (Complete Preparation) All about 𝐏𝐚𝐫𝐭 𝟐

Exam Format

সময়ঃ ৪১ মিনিট (১৮+২৩, দুইটা সেকশন মিলে)

প্রশ্নঃ ২৭ টি প্রশ্ন(১২+১৫, দুইটা সেকশন মিলে)

মার্কঃ Verbal Reasoning130–170, in 1-point increments [মূলত ৪০ নম্বর]

𝐕𝐞𝐫𝐛𝐚𝐥 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠 এর প্রশ্নের ধরণঃ এই 𝐩𝐚𝐫𝐭 এ দুই/তিনভাবে প্রিপারেশন নিতে হবে-

  • RC (𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐩𝐫𝐞𝐡𝐞𝐧𝐬𝐢𝐨𝐧 – Critical Reasoning[CR]) – ১৩টার মত প্রশ্ন আসে
  • (TC- 𝐓𝐞𝐱𝐭 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐢𝐨𝐧 – ৭টার মত প্রশ্ন আসে 𝐚𝐧𝐝
  • SE- 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 𝐄𝐪𝐮𝐢𝐯𝐚𝐥𝐞𝐧𝐜𝐞 – ৭টার মত প্রশ্ন আসে)

Number of Questions(Approximate):

  • Section 1: TC 3questions, SE 4qugstions, RC 5questions.
  • Section-2: TC 4questions, SE 3questions, RC 7questions, CR 1question

TC questions: fill in blank gap টাইপের প্রশ্ন ও ৫টা আনসার অপশন দেয়া থাকে। ১ম সেকশনে ৩টা TC প্রশ্ন থাকে। ১ম প্রশ্নটা fill in blank(1 gap) টাইপের যেখানে ৫টা অপশন দেয়া থাকবে, ২য় প্রশ্নটা fill in blank(2 gap) টাইপের যেখানে ৫টা+৫টা অপশন দেয়া থাকবে, ৩য় প্রশ্নটা fill in blank(3 gap) টাইপের যেখানে ৫টা+৫টা+৫টা অপশন দেয়া থাকবে,এটা অনেক কঠিন তাই যাদের verbal ১৫৫ এর উপরে টার্গেট থাকে না তারা এটায় সময় ব্যয় না করে আন্দাজে দাগিয়ে আসতে পারেন।

SE qugstions: ৬টা স্কয়ার shape এর আনসার অপশন থাকবে যেখান থেকে আনসারে সঠিক similiar meaning এর(একটা) pair সিলেক্ট করতে হবে। [এক্ষেত্রে, সাজেশন থাকবে আগে answer option দেখে pair ঠিক করে এরপর sentence এর সাথে সামঞ্জস্য বের করে ঐ দুইটা দাগানো/সিলেক্ট করা] এটা মোটামুটি সবচেয়ে বলা যায়।

RC questions: একটা ছোট্ট একটা প্যাসেজের এর আন্ডারে একটা বা দুইটা প্রশ্ন দেয়া হয়। এক্ষেত্রে, ছোট্ট ঐ প্যাসেজের আন্ডারে দুই ধরনের RC questions format দেখা যায়:
১) multiple-choice টাইপ, যেখানে সাধারণ নিয়মের মতই অনেকগুলো আনসার অপশন থেকে একটি সঠিক আনসার সিলেক্ট করতে হবে
২) select-in-passage টাইপ, যেখানে প্রশ্ন আনসারের বেলায় passage পড়ে mouse এর মাধ্যমে passageএর যে বাক্যটি সঠিক বলে মনে হবে ঐ বাক্যের যেকোনো word এ ক্লিক করলেই হবে(প্রশ্নের সঠিক উত্তরের সাথে সঠিকভাবে মিল হয়েছে এমন প্যাসেজ বাক্যটি)। তখন বাক্যটি automatically highlighted হয়ে যাবে।

CR(critical reasoning) question: প্যাসেজে/উদ্দীপকে কিছু একটা বলা থাকবে সেটার ব্যাসিসে আন্দাজ করতে হবে, একটা প্যাসেজের আন্ডারে একটাই আনসার option হয়। এটা সবচেয়ে বেশি কঠিন।

প্রশ্নের ধরণঃ

TC ও SE: সাধারণত দুই ধরণের এসে থাকে। যেমন-

  • ১) support
  • ২) contrast

সাজেশন- এগুলা answer করার সময় optionগুলা দেখা যাবে না, কারণ tricky optionগুলা দেখে ফাঁদে পড়ে যেতে পারেন।

answer করার Trickগুলো দেওয়া হল-

Strategy 1(Single blank ):- answer করার সময় ১টা TC/SE চারটা ভাগে ভাগ করব-

১। Find—> the divisions/transition (punctuation marks & connecting words) [যেকোনো যায়গায় থাকতে পারে]

২। Determine whether it is—> support or contrast(যেকোনো একটা) [দুই পার্টের সামঞ্জস্য থাকে]

৩। Focus on the—> Non Blank part

৪। Make your Answer (simply প্যারাপেজ করব, টিটেইলসে করতে গেলে আওলাই যাবে)

(previously reference/ time contrast)

Time Managmemnt গাইডলাইনঃ see it https://higherstudyprep.com/blog/gre-verbal-reasoning-effective-time-management/

বই (প্রস্তুতি)

Vocab for TC and SE বই:

  • ১) Magoosh 1000 GRE Vocabulary বা Gregmat Voacabs List (GREGMAT Vocabulary Set 1 to 30+)
  • ২) SE Pair List (SE ক্ষেত্রে কাজে লাগবে)

বাড়তি পারলে quizlet web অথবা pdf যেটা আপু দিয়েছে ঐটা

vacabjam এ নিজেকে যাচাই করা।

প্রাকটিস:- difficulty level-1/2 এর প্রশ্ন দেখি-

(Barron’s 333 High Frequency words, Kaplan GRE 400 words, )

ক) (RC) 𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐩𝐫𝐞𝐡𝐞𝐧𝐬𝐢𝐨𝐧 বই:

১) ets 𝐆𝐑𝐄 𝐕𝐞𝐫𝐛𝐚𝐥 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠, ets 𝐆𝐑𝐄 𝐎𝐟𝐢𝐢𝐜𝐢𝐚𝐥 𝐆𝐮𝐢𝐝𝐞
২) ets 𝐆𝐑𝐄 𝐁𝐢𝐠𝐁𝐨𝐨𝐤 (শুধু RC + TC পড়বেন[/𝐨𝐧𝐥𝐲 𝐟𝐨𝐫 𝐬𝐡𝐨𝐫𝐭 𝐩𝐚𝐬𝐬𝐚𝐠𝐞𝐬]) [Gregmat Website এ big book এর ভাল একটা video solution দেয়া ছিল যা ওরা copyright এর কারণে link সরিয়ে নিছে ওইটা]
৪) kmf 𝟑𝟓𝟎 𝐑𝐂 𝐏𝐚𝐬𝐬𝐚𝐠𝐞𝐬 (only short passage)
৫) 𝟏𝟓𝟎 𝐑𝐂 𝐏𝐚𝐬𝐬𝐚𝐠𝐞𝐬
<> Prepswift Short Video (RC,TC-SE)

খ) (TC-SE) 𝐓𝐞𝐱𝐭 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐢𝐨𝐧 & 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 𝐄𝐪𝐮𝐢𝐯𝐚𝐥𝐞𝐧𝐜𝐞 বই: 

১) ets 𝐆𝐑𝐄 𝐕𝐞𝐫𝐛𝐚𝐥 𝐑𝐞𝐚𝐬𝐨𝐧𝐢𝐧𝐠, ets 𝐆𝐑𝐄 𝐎𝐟𝐢𝐢𝐜𝐢𝐚𝐥 𝐆𝐮𝐢𝐝𝐞
২) KMF 1500 TC, SE (টোটাল ১৫০ টা সেকশন * ১০)
৩) 𝟒𝟐𝟗 𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 𝐁𝐥𝐚𝐧𝐤 𝐚𝐧𝐝 𝐒𝐞𝐧𝐭𝐞𝐧𝐜𝐞 𝐄𝐪𝐮𝐢𝐯𝐚𝐥𝐞𝐧𝐜𝐞
৪) 𝟏𝟐𝟗 𝐓𝐞𝐱𝐭 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐢𝐨𝐧 𝐓𝐡𝐢𝐫𝐝 𝐁𝐥𝐚𝐧𝐤
৫) 𝐏𝐚𝐩𝐞𝐫 𝐁𝐚𝐬𝐞𝐝 𝐚𝐧𝐝 𝐏𝐚𝐩𝐞𝐫 𝐃𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐞𝐝 𝐁𝐨𝐨𝐤
<> Gregmat Website: Recording Class – TC + SE session 4 (13 Videos)
<> Bigbook (TC)

বাড়তি সময় থাকলে এগুলোও দেখতে পারেন: (ব্যক্তিগত সাজেশন- এগুলো দরকার নেই)

<> Attempt ETS GRE Power Prep
<> ETS Power Prep Plus Question 240Qs+
আর , <> Manhattan 5LB Guide
<> Verbal Workout for the GRE

Tips, Tricks & Teqniques (All)

  • — জিআরই’র verbal সেক্শনে তিনটি অংশের মধ্যে Text Completion এবং Sentence Equivalence প্রশ্নগুলোতে প্রস্তুতি ভালো করতে সেন্সিং পদ্ধতি ব্যবহার করতে হবে. সেন্সিং পদ্ধতির মূলকথা হলো আপনি Text Completion (TC) কিংবা Sentence Equivalence (EC) এর প্রশ্নগুলো প্রথমেই ভালো করে পড়ে নিবেন এবং বাক্যটির অর্থ বুঝার চেষ্টা করবেন. তারপর চয়েস থেকে একে একে শব্দগুলো নিয়ে বাক্যটির অর্থের সাথে মেলানোর চেষ্টা করবেন. যে চয়েসটি সবচেয়ে বেশি মিলবে তাই হচ্ছে সাধারণত উত্তর.
    – তবে সেন্সিং পদ্ধতির প্রথমেই আপনার সফলতা আসবে না. এই জন্য লাগবে অনেক অনুশীলন. আর অনুশীলনগুলো করতে হবে প্রতিদিন. কোনো দিন আধা ঘন্টা ফ্রি সময় পেলেই চেষ্টা করবে ৩-৪ প্রশ্নের সমাধান করতে এমন করে. বেশি বেশি অনুশীলন করার ২ থেকে ৩ মাস পর দেখবেন প্রায় অনেকগুলো verbal সেক্শনের প্রশ্ন আপনি অনেক তাড়াতাড়ি এবং সহজে শেষ করে ফেলছেন.
    সেন্সিং পদ্ধতির সাফল্য এই ক্ষেত্রেই.
  • — জিআরই কিংবা জিম্যাট এর সমস্যায় যে ইংরেজি বাক্যগুলো থাকে তার আকার সাধারণত বড় হয়. আর এই বড় বাক্য আমরা অনেকেই বুঝতে পারি না ফলে ভুল উত্তর করার প্রবণতা বেশি থাকে.যে কোনো বড় বাক্য বুঝার একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে বাক্যটিকে ভেঙ্গে ভেঙে বুঝার চেষ্টা করা. আর এই ক্ষেত্রে গ্রামারের জ্ঞান আপনাকে সাহায্য করবে. তা ছাড়া যে কোনো ভাষা বোঝার জন্য দরকার গ্রামার বোঝা.
  • — <> Memory Tricks and Mnemonics ও Magoosh টাইপের বই থেকে ভোকাবুলারি শেখার জন্য আপনার কাজ হবে প্রতিদিন পড়া. এই ক্ষেত্রে একদম ভোরবেলা উঠে প্রতিদিন বইটির ৫ পৃষ্ঠা করে পড়বেন. আবার একই ৫ পৃষ্ঠা রাতের বেলা আরো এক বার পড়বেন. এই রকম করে প্রতিদিন পড়তে হবে.
    আমাদের ব্রেইনের একটি মেমরি হচ্ছে মাসল মেমরি. এই রকম করে পড়লে আপনার মাসল মেমরি কিছুটা হলেও ভালো একটা পর্যায়ে আসবে.

𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐩𝐫𝐞𝐡𝐞𝐧𝐬𝐢𝐨𝐧 বিস্তারিত

𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐩𝐫𝐞𝐡𝐞𝐧𝐬𝐢𝐨𝐧 answer করার ধাপসমুহঃ 

  • 1) Read Questions: (শুরুতেই, প্যাসেজ এর আগে দেয়া প্রশ্নটা পড়া উচিত)
  • 2) Ignore answers
  • 3) Paraphrase question (if need be)
  • 4) Hunt in the passage to find supporting text
  • 5) Answer question in your own words
  • 6) Match your words in answer choices

How to identify wrong answers (traps)

  1. Flat out wrong
  2. Use words in the passage but twist the meaning: একই word
  3. True and belong to the passage (different para), but not answering the question.
  4. True in real world or by common sense but not discussed in the passage
  5. Rotten apple.

যা যা পড়ব ঐটার তালিকাঃ

Words(Vocabulary)  — Gregmath 1month study plan — ETS official Book — GRE bigbook — KMF

———–

verbal সেক্শনে ভালো করার মূলমন্ত্র হচ্ছে নিজের ভোকাবুলারি কিংবা শব্দভাণ্ডার মজবুত করা কারণ জিআরইতে সাধারণত বেশ কিছু শব্দ ব্যবহার করা হয় যা আমরা সাধারণত ব্যবহার করি না আমাদের দৈন্দন্দিন জীবনে.

এজন্য প্রথমে, vocabulary area তে ফোকাস করব, তাই প্রিপারেশনের শুরুতে 𝐑𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐂𝐨𝐦𝐩𝐫𝐞𝐡𝐞𝐧𝐬𝐢𝐨𝐧 দিয়ে শুরু করব।

  • (Vocab): Focus on building vocabulary (15-30words/day) and practicing sentence equivatence questions.
  • (Reading Comprehension): Add reading comprehension practice (1-2 passages/day) and more challenging vocab.
  • Take full-length practice tests and analyze mistakes.
  • Refine weaker areas and continue to review vocab.

By incorporating these practices, you’ll enhance your vocabulary and reading comprehension skills, leading to success on the GRE verbal.

Advanced Verbal Preparation – Full Guideline

1. Build Strong Vocabulary

A robust vocabulary is essential for tackling both the Text Completion and Sentence Equivalence questions. Here’s how to focus on vocabulary: *

  • Use a GRE-specific vocabulary list: There are several lists tailored for the GRE, like the Magoosh 1000 GRE words or Gregmat GRE Vocabulary 1 to 30 Wordlist. Start with these.
  • • Contextual Learning: Instead of just memorizing definitions, learn words in context by reading articles, books, or scholarly papers. This will help solidify your understanding and retention.
  • Daily Review: Revise words every day. The key to retention is consistent, spaced repetition.

2. Read Books and Articles Regularly

Reading improves both your vocabulary and comprehension skills. Choose materials that mimic GRE verbal passages.

  • • Classic Literature: Read books with complex language and deep themes (e.g., works by Charles Dickens, Jane Austen, or George Orwell). These improve your grasp of advanced sentence structures and sophisticated vocabulary.
  • Editorials & Opinion Pieces: Read challenging material from sources like The New York Times, The Economist, The Atlantic, or scholarly journals. These often mirror GRE passages.
  • • Scientific and Social Science Texts: Since many GRE reading comprehension passages come from these fields, practice reading articles from scientific and academic journals like Scientific American or psychology and sociology articles

3. Active Reading Techniques

  • Summarize paragraphs: After reading a paragraph, try to summarize its main point in your own words. This helps with understanding the author’s argument.
  • Identify tone and intent: Pay attention to the tone of the passage and the author’s intent, whether it’s persuasive, informative, or analytical. GRE verbal often tests your ability to grasp subtle implications.
  • Highlight key points: Make mental notes of main ideas, supporting details, and contrasts within passages. This helps when answering comprehension questions.

4. Practice Reading Comprehension

GRE verbal is heavily based on reading comprehension. Here’s how to strengthen that:

  • •Practice GRE passages: The more GRE-style passages you practice, the better you’ll get. Use GRE prep books or online resources like ETS.
  • Work on inference questions: GRE loves to test your ability to infer meaning from what’s stated indirectly in the passage. Practice identifying implied meanings.
  • Time Yourself: Reading comprehension can be time-consuming, so practice answering questions within a set time limit. Aim for efficiency.

5. Practice Questions and Mock Tests  

  • •Daily Practice: Incorporate GRE verbal practice questions into your daily study routine. Focus on Text Completion, Sentence Equivalence, and Reading Comprehension.
  • Mock Tests: Take full-length GRE verbal practice tests to simulate the real exam. This helps you manage time and build endurance for the test.
  • Analyze Mistakes: Review questions you get wrong carefully. Understanding why you made an error is crucial to avoiding the same mistake in the future.

6. Additional Tips

  • Use Contextual Cues: For Text Completion and Sentence Equivalence questions, always use context clues within the sentence or passage to deduce the correct word choice.
  • Eliminate Wrong Answers: In Sentence Equivalence and Reading Comprehension, you can often eliminate wrong answers by identifying choices that don’t match the tone or structure of the passage.

All Daily Study Lessons List

# Verbal Section 1 & 2, Exam Strategy

#

  • Reading Comprehension Strategy Session 1, 2
  • Reading Comprehension 1,2,3,,,,,,,,,etc

#

  • Critical Reasoning Strategy
  • Critical Reasoning Practice 1,2,3,,,,,,,,,etc

#

  • Text Completion Strategy – Single Blank
  • Text Completion Strategy – Double Blank
  • Text Completion Strategy – Triple Blank
  • Text Completion Practice – Single Blank
  • Text Completion Practice – Double Blank
  • Text Completion Practice – Triple Blank

#

  • Sentence Equivalence Strategy Session
  • Sentence Equivalence: Practice 1, 2, 3,,,,,,,,,,,etc

 

Vocab for TC and SE:

Vocab ভুলে না যাওয়ার উপায়ঃ একটা ওয়ার্ড এর ভাবগত অনেকগুলো অর্থ আছে।

 

My Video Course

 

Practicing & Solving teqniques

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *