haRo

HARO Link Case Study
আজকে শেয়ার করবো কিভাবে Lifewire সহ DR 50+ HARO লিংক অ্যাচিভ করলাম ফ্রি তে।
আশা রাখি HARO লিংকের ভ্যালু সবাই জানি। লিংক যদিও ফ্রিতেই পাওয়া যায়, কিন্তু অ্যাচিভ করাটা সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য।
গত ২-৩মাস ধরে অল্প অল্প করে চেষ্টা করে গেছি। প্রথম দিকে রিজেকশন আর রিজেকশন। এখন আলহামদুলিল্লাহ লিংক ল্যান্ড করা শুরু করেছে। গত দুই সপ্তাহে ৩টা লিংক পেয়েছি। সংক্ষেপে সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো –
১. একজন এক্সপার্ট Author এর বিজনেস ইমেইল দিয়ে HARO তে একাউন্ট খুলি এবং ভালোভাবে প্রফাইল আপডেট করি।
২. দিনে ৩বার মেইল করবে সাথে ভুরি ভুরি কুয়েরি। এর মধ্যে কুয়েরি খুঁজতে হইছে প্রিফার্ড নিশ অনুসারে।
৩. পিচ করার আগে সাইটটা চেক করে দেখি DR ভালো আছে কিনা। Anonymous হলে সাধারনত এভয়েড করি কারন সেগুলো সাধারনত লো অথরিটি সাইট হয়ে থাকে।
৪. তারপর যা চেয়েছে ঠিক প্রিসাইজলি সেটা প্রভাইড করেছি। ২০০-৩০০ ওয়ার্ডের পিচ দেই সাধারনত। এইটা নিয়ে বেশ অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে হয়েছে। রাইটারকে দিয়ে রিপ্লাইটা রেডি করে নেই সাধারনত। ভালো সাবজেক্ট লাইন + ফ্রেশ এবং ডাটা নির্ভর পিচ করেছি। এটা খুবই গুরুত্বপুর্ন নাহলে তারা এক্সেপ্ট করে না। ধরেই নিতে হবে সাক্সেস রেট অনেক কম, রিজেকশন অনেক বেশী। প্রথম দিকে অনেক গুলো কোশ্চেন থাকলে প্রতিটার আলাদা আলাদা উত্তর দিতাম। এখন প্রশ্নগুলো উল্লেখ করা ছাড়াই গল্পের ফ্লো মেইনটেইন করে উত্তরটা সাজাই।
৫. টাইম গেইম এখানে। যত দ্রুত রিপ্লাই করা যায় তত সম্ভবনা বাড়ে লিংক পাওয়ার। এক্সপেরিমেন্ট করার জন্য ২৪ ঘন্টায় ৩টা মেইলের মধ্যে ১টা অ্যাকটিভলি চেক করতাম। প্রথম ৩ঘন্টার মধ্যে কমপক্ষে ৫০টা রেসপন্স পড়ে। কোন কোন রিকুয়েস্টে ২০০ এর বেশী রেসপন্স পড়ে। তাই প্রথম ১ ঘন্টা বা পারলে ৩০ মিনিটের মধ্যে রেসপন্স করা উচিত।
এইটা ঠিক যে, কাজটা সহজ না কিন্তু ধৈর্যের সাথে কাজ করে গেলে হবেই ইনশাল্লাহ। দিনে দিনে অনেক এক্সপেরিয়েন্স হবে, স্ট্র্যাটেজি সেট হয়ে যাবে, এক্সেপ্টেন্সের সম্ভাবনা বেড়ে যাবে ইনশাল্লাহ।

এটা কি একদম ফ্রি?
না আসলে। যদিও জার্নালিস্ট চার্জ করেনা, খরচটা আসলে অন্য জায়গায়। একজনকে খুটে খুটে চেক করতে হয় নিশ রিলেভেন্ট কুয়েরি খোজার জন্য। তারপর আবার এখানে রাইটার থেকে লিখে নিতে হয়, রিসার্স করে ডাটা নির্ভর পিচ রেডি করতে বেশ সময় লাগে। এভাবে যদি ধরি সারামাস একটা রাইটার বুকড। লিংক পাওয়ার কোনই গ্যারেন্টি নাই। সারামাসে লিংক পেতেও পারেন নাও পারেন।
যাহোক, এখন HARO আগের মতো নাই, নতুন করে HARO একাউন্ট খোলা যায় না। এখন নতুন এক ভারসন নিয়ে এসেছে Connectively নামে যেখানে কোয়েরি লিস্ট আপডেট হতে থাকে, ফ্রি ভারসনে মেইল করেনা আগের মতো। ফ্রিতে মাত্র মাসে ৫টা পিচ করা যায়।

HARO Alternative?
1. SourceBottle (এটা ট্রাই করে লিংক পেয়েছি। অন্যগুলো ট্রাই করা হয়নি)
2. pitchrate .com
3. profnet
4. help a b2b writer
5. featured .com (formerly Terkel where linkedin profile is must)
আরো বেশী লিংক একুইজিশনের জন্য আমিও অলটারনেটিভ ট্রাই করা শুরু করেছি।

Tips:
1. Add actual value. No fluffing.
2. Be concise
3. Be Consistent.

Mistakes to avoid:
Avoid anonymous requests from low-authority websites.
Avoid typo. proofread before pitching.
Avoid AI content.

#Haro_link, #linkbuilding, #backlinks, #backlinkbuilding,

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *