2. Sentence Equivalence Section 12 – করে ফেলেন। ক্লাসে 10-12 সলভ করে দিবো আগামীকাল।
[9:27 PM, 11/19/2024] Gre nilima Apu: 1700 TC SE পিডিএফ ডাউনলোড করেও পড়তে পারেন বা ওয়েবসাইট থেকে
Choose two special exercises from six option গুলো হচ্ছে sentence equivalence
https://www.grequantschool.com/kmf-verbal.html
Day 16 (24-nov-2024): Quant
Quant Class – 7
HW (25-11-24) ✅
Quant :-
1. Geometry – 1 এর circle related basic গুলো রেকর্ডিং দেখে দেখে নোট করবেন। বা লাইভ ক্লাসেই যদি কেউ নোট করে থাকেন, তাহলে তো ভালো। আরেকটু এলাবোরেট করে নোট গুছায় নিবেন। যাতে পরে ম্যাথ করতে গেলে ফর্মুলা/কন্সেপ্ট ভুলে না যান।
2. Manhattan 5lb chapter 26 শেষ করবেন (cylinder এর ২টা ফর্মুলা দেখে নিয়েন formula pdf drive link এর geometry pdf টা থেকে)
Day 17 (27-nov-2024): Verbal
HW (28-11-24) ✅
Verbal :-
1. gregmat TC, SE এর strategy session – 5 দেখবেন শনিবারের মধ্যে।
1. Geometry – 2 এর Triangle related basic গুলো রেকর্ডিং দেখে দেখে, বা ক্লাস নোট নিয়ে থাকলে, নিজের মতো করে গুছায় একটা নোট নিয়ে নিবেন। কনসেপ্ট গুলোর।
2. Manhattan 5lb chapter 27 শেষ করবেন (অল্প অল্প করে করেন। কারণ Geometry সলভ ক্লাস আরও পরে হবে, সব গুলো বেসিক ক্লাস শেষ করে তারপর সলভ ক্লাসে যাবো)
Day 19 (01-dec-2024): Quant
HW (02-12-24) ✅
Quant :-
1. Geometry – 3 এর cube, cylinder related basic গুলো রেকর্ডিং দেখে দেখে, বা ক্লাস নোট নিয়ে থাকলে, নিজের মতো নোট নিবেন।
2. Manhattan 5lb chapter 27,26 যাদের শেষ আর হাতে সময় আছে তারা চাইলে KMF Special Section 4 করে আগায় রাখতে পারেন। এটা Mandatory না। অপশনাল। যার যার সময় আর ইচ্ছা আছে।
Special Section – 4
https://www.grequantschool.com/kmf-1147/special-exercise/special-exercise-4.html
সলভ ক্লাস গুলো KMF Special Section Folder এ পাবেন।
————+++————-
GRE Basic to Advance Course
Quant-
Verbal-
Quant 162+ এবং Verbal 150+ টার্গেট নিয়ে, কমপ্লিট গাইডলাইন সহ প্রিপারেশন নিতে Basic to Advance Course.
Class Details :-
ক্লাস টাইম ১০:০০ PM টা।
সপ্তাহে ৪-৫দিন ক্লাস।
প্রয়োজনীয় সব রিসোর্স ক্লাসের শুরুতেই দিয়ে দেওয়া হবে (Gregmat account, বইয়ের পিডিএফ, KMF PDF ফর্মুলার পিডিএফ)
প্রিপারেশন শেষ ১৫ টার মতো মক ফ্রী থাকবে।
ETS Mock পেইড মক গুলোও পিডিএফ আকারে পাবেন।
Quant :-
Gregmat আর Magoosh এর সব ভিডিও একসাথে কম্বাইন করে বেসিকের ক্লাস গুলো হবে। Arithmetic, Algebra, Geometry, Data Interpretation.
To get more video, subscribe https://www.youtube.com/@GREHacks
যারা যারা এনরোল করেছে, অলরেডি প্রিপারেশন শুরু করেছে। Gregmat quant + Verbal basic, Vocabulary, SE Pair list থেকে। লাস্ট ডেইটে জয়েন না করে এখন থেকেই সময় টা কাজে লাগাতে পারেন।
এক্সামে ভালো স্কোরের জন্য প্রয়োজনীয় সব মেটেরিয়াল, সলভ ক্লাস, মক টেস্ট সব কিছু গুছিয়ে দিয়ে দেওয়া হবে। কোয়ান্ট A-Z হাতে ধরে করালেও ভার্বাল কখনই ফুল কাভার করা পসিবল না। এটা নিজে নিজেই করতে হবে। কারণ Vocabulary & SE pair words মুখস্থ আপনাকেই করতে হবে + রিডিং হ্যাবিট একেক জনের একেক রকম থাকে। তাই এই যায়গা গুলোতে নিজেকে সময় দিয়ে ইম্প্রুভ করতে হবে। কেউ কেউ SE pair word & Vocabulary পড়েই 148 পেয়ে যায়। ভার্বালের স্কোর টা পারসন টু পারসন ভ্যারি করে। আর কোয়ান্টের বেলায় চাইলেই ইজিলি ১৬০ এর উপরে স্কোর নিয়ে আসতে পারেন।
কারোর যদি প্রথম বার স্কোর না আসে, হাল ছেড়ে না দিয়ে আমাকে জানাইয়েন। আলাদা করে বেসিকের ক্লাস রাখবো নে। কারণ আপনাদেরকে আগেই বলা ছিল – স্কোর না আসা অবধি আমার সাইড থেকে ট্রাই করবো। ক্লাস এক্সেস ও টার্গেট স্কোর না আসা অবধি পাবেন। তবে বেসিকের ক্লাস গুলো সকালে/দুপুরে হবে। যেহেতু এক্সট্রা টাইম দিয়ে করানো। অনেক সময় ব্রেক ও হতে পারে।
২য়ত আমাদের KMF Solve Class Recording গুলোও ফুল কোয়ান্ট প্রিপারেশনের জন্য এনাফ। কোনো ম্যাথ না বুঝলে আমাকে পার্সোনালি/গ্রুপেও শেয়ার করতে পারবেন।পার্সোনালি মেসেজ চেক করতে লেইট হলেও, গ্রুপের মেসেজ আগে দেখা হয়। কারণ ইনবক্স অনেক মেসেজ থাকায় দিনে ১/২বার চেক করা হয় কাজের প্রেশারে। আর গ্রুপে প্রায় প্রতিদিন ই কয়েকবার করে।
——
১৫দিনে টানা ৩০ টা কোয়ান্ট মক দিয়েছিলাম, যখন আমি নিজে প্রিপারেশন নিচ্ছিলাম। ৮০% ম্যাথ কারেক্ট হতো বাকিগুলো GRE গ্রুপ গুলোতে পোস্ট দিয়ে সলভ করে নিতাম, আমার আইডি থেকে অটো এপ্রুভাল ছিল। তাই পোস্ট দেওয়া মাত্রই সলভ পেতাম। কিন্তু তার পরেও ফুল সলভ করতে বেশ সময় লেগেছিল। যাদের বেসিক প্রিপারেশন + KMF 1147 প্রশ্ন প্রায় শেষের দিকে, তারা রেগুলার ২-৩টা করে মক দিয়ে সিলি মিস্টেক কমাতে পারেন। Error Log এর মাধ্যমে ভুল গুলো আইডেনটিফাই করতে পারেন।
১ আগস্ট থেকে মক টেস্টের ব্যাচ শুরু হবে। টাইম ম্যাচ না করলে, রেকর্ডিং নিয়ে রাখতে পারেন। দেড় ঘন্টায় ২টা ফুল কোয়ান্ট শেষ করতে পারবেন। আর ৩০-৪০ মিনিটে সেগুলো করে নিতে পারবেন। টানা এক মাস কন্টিনিউস হবে মক।
gregmat.com এর Class >> Recorded Class >> TC, SE Strategy (update version ta) দেখতে থাকেন। টোটাল ১৩/১৪ টা ভিডিও আছে ওয়েবসাইটে। কাজে আসবে। Please use this credential from now on-
Id- study.prep78@gmail.com (Write the s in lowercase)
যারা যারা KMF Verbal Solve Class নিতে চান, আগে একটু দেখে নিবেন বুঝেন কিনা। আর মার্ক করা কোনো পিডিএফ আলাদা করা নেই৷ আমি আমার পিডিএফ এ এভাবে মার্ক করে করে সলভ করিয়েছি। ব্যাচের অনেক স্টুডেন্ট ও এভাবে মার্ক করে করে লজিক বিল্ড করতে বলেছি। RC সলভ ক্লাস September মাসে শুরু হবে। যেখানে ৫০ টার মতো প্যাসেজ সলভ করে দিবো৷ আপনার প্রিপারেশন কিন্তু এখানেই শেষ না। সলভিং স্ট্র্যাটেজি গুলো এপ্লাই করে নিজেও কিছু প্যাসেজ সলভ করবেন। ডেইলি ২-৩টা করে। KMF থেকে। আর রিভাইস করবেন- video : https://fb.watch/vipX_URwyL/
জীবনে কিছু জিনিস অল্টারনেটিভ হিসাবে ইনভেস্ট করতে হয়। এই যেমন ধরুন – আপনার এত সময় নেই নিজে গুগল করে, সার্চ করে KMF 1147 প্রশ্ন সলভ করার। সেক্ষেত্রে আপনি সব গুলো ক্লাসের রেকর্ডিং পারচেইজ করে নিতে পারেন। আর ১০ টা যায়গায় ঘুরে আসেন + ম্যাথের সলভিং স্টাইল টাও দেখেন। তারপর ডিসিশন নিয়েন – প্রাইজিং টা বেশি কিনা। যেই কোর্স অনেক যায়গায় ৪মাসে শেষ করে সেটা আপনি ১ দেড় মাসেই একসাথে হাতের কাছে পাচ্ছেন, আমি জানি না আরও কমে পসিবল কিনা। ম্যাথের কোনো টা না বুঝলে আমাকে নক দিবে, আমি সেটা বুঝায় দিবো। বা গ্রুপে শেয়ার করতে বলি – বাকি মেম্বার রা হেল্প করবে। KMF এর ফুল রেকর্ডিং কেউ দিবে কিনা এটাও সন্দেহ। সবাই এই মেটেরিয়াল গুলো হাইড ই রাখে। প্লাস এক্সাম না দেওয়া অবধি এক্সেস থাকবে – এই কমিটমেন্ট ও দিবে না। সব কিছুর পরেও যদি 2000tk বেশি মনে হয় – আমি সাজেস্ট করবো please invest your time. chatgpt কে দিলেও সে এত সুন্দর ভাবে ইজিলি বুঝায় দিবে যা বলার বাইরে। Invest your time or money – একটা তো বেছে নিতেই হবে বস।
KMF 1147 Question সলভ কেন আপনার নিজে নিজে করা উচিৎ না জানেন?
গতকাল মক ব্যাচের ক্লাস নেওয়ার সময় এই ছবিটা দিয়ে বুঝালাম। এই ছবিটা মেইনলি একজন ভাইয়ার প্রবলেম সলভ করতে গিয়ে করানো। যেহেতু উনাকে মেসেজে বুঝাচ্ছি, ছবি দেখে যাতে বুঝে এমন ভাবে করা।
ভাইয়া পরে জানালো এই ম্যাথ বুঝতে গিয়ে উনার ১ঘন্টা মাথা নষ্ট হয়ে ছিল। এমনকি আমি নিজেও ম্যাথ করতে করতে মাথা হ্যাং করে বসে থাকতাম, খাতায় আঁকিবুঁকি আকতাম আর নোট লিখতাম “মাথা খাটাও বিভা, মাথা খাটাও”… যেই ম্যাথ বুঝতে আপনি ১ঘন্টা সময় নষ্ট করছেন, ঠিক ৩-৪মিনিট সময় দিন আমাকে, এই ম্যাথ টাই আমি আপনাকে এমন ভাবে বুঝাবো যে অযথা ১ঘন্টা ঘেটে মাথা নষ্ট করার কোনো কারণ থাকবে না। ১টা ম্যাথের জন্য ১ঘন্টা সময় ব্যয় করার চেয়ে, টানা ১টা মাস রেগুলার ১০০ টা করে KMF ম্যাথ সলভ করুন রেকর্ডিং দেখে দেখে, KMF + Real Question ভালোভাবে সলভ করে, রিভাইস দিয়েও স্কোর ১৬০+ না আসলে আমাকে বইলেন। আমার প্রিপারেশনের সময়ে যদি এমন কাউকে পেতাম যে আমাকে ফুল KMF 1147 প্রশ্নের সলভ ক্লাস রেকর্ডিং প্রোভাইড কররে, তবে আমি তার কাছ থেকে মাস্ট নিতাম। তাও প্রাইজ টা অনেক টাই এফোর্ডেবল, যেই প্রাইজে কেউ ফুল কোর্স ও মেবি করায় না। ক্লাসের কোয়ালিটি নেক্সট কয়েক মাস পর রেজাল্টেই বুঝতে পারবেন। আরেকটু সিউর হতে চাইলে মেইল আইডি দিয়েন ১টা ক্লাসের এক্সেস দিয়ে দিবো নে। অথবা GRE Hacks এর KMF 1147 Question Solve প্লেলিস্টের প্রথম ভিডিও টা দেখে আইসেন। Medium Section 1
KMF website এর কোথায় কি আছে, তার একটু ডিটেইলস দেওয়া আছে এটায়। চাইলে দেখতে পারেন। যারা প্রতিনিয়ত নক দেন আপু KMF এর পিডিএফ টা দিবেন প্লিজ। তারা এই ভিডিও টা দেখে নিয়েন। ওয়েবসাইটের কোন অংশে প্রশ্ন গুলো আছে। আর কোথা থেকে ডাউনলোড করবেন ফাইলগুলো। সলফ + ব্যাখাও ওয়েবসাইটে পাবেন। একটু সময় দিলে নিজেও সলভ করতে পারবেন। আর হাতে সময় কম থাকলে KMF 1147 Question solve Recording পারচেইজ করে নিতে পারেন। অল্প সময়ের মধ্যে কোয়ান্ট পার্ট টা কাভার হয়ে যাবে। – https://youtu.be/tPZF_okHmCs
কারোর যাতে কোনো ককনফিউশান না থাকে, এখন থেক ওয়েবসাইট অনুযায়ীও সলভ ক্লাস গুলো থাকবে KMF Solve Class Recording এ। KMF 1147 ম্যাথের সলভ ক্লাস তো আছেই, পাশাপাশি এটাও পেয়ে যাবেন। তারপর নিজেদের পছন্দ মতো সোর্স থেকে প্যাক্টিস করতে পারেন। এছাড়াও বেসিক টু এডভান্স ব্যাচে এই সাইট থেকেই প্যাক্টিস করানো হবে। নিউ পাজল ১৭০ ও।
যারা KMF 1147 ম্যাথ শেষ করেছেন, এই সাইট থেকে ৩/৪ টা সেকশন আমার এক্সাম দিয়ে দেখুন – তাহলেই বুঝতে পারবেন সেইম ম্যাথ কিনা।
KMF 1147 ম্যাথের পিডিএফ নাকি KMF ওয়েবসাইটের Practice questions by difficulty???
কেন ওয়েবসাইট ফলো না করে, পিডিএফ ফলো করানো :-
১. KMF 1147 পিডিএফ থেকে শুরুতে ইজি লেভেলের ম্যাথ, তারপর আস্তে আস্তে ডিফিকাল্টে যাওয়া (Medium >> Hard >> Research >> Special >> Puzzle) টা আমার কাছে বেশি কার্যকরী মনে হয়েছে। এর মাঝে প্যাক্টিস গুলো ক্যাটেগরি ওয়াইজও হয়, যা বেসিক টু এডভান্স ব্যাচে gregmat + Manhattan 5lb এর সাথে এলাইন করে স্পেশাল সেকশন গুলো করানো হয়। gregmat এর ফর্মুলা + Manhattan 5lb এর ওই ফর্মুলা রিলেটেড চ্যাপ্টার তারপর ওই রিলেটেড KMF এর ম্যাথ। এভাবেই করানো হয়। স্পেশাল ব্যাচ বা বেসিক টু এডভান্স ব্যাচের যারা আছেন, তারা জানাতে পারেন – ফর্মুলার পর পর স্পেশাল সেকশন / টেস্ট পয়েন্টের ম্যাথ গুলো টপিক ওয়াইজ সলভ করানো টা ইফেক্টিভ ছিল কিনা।
২. ওয়েবসাইট কিছুদিন পর পর চেঞ্জ হতে পারে, তখন সিকুয়েন্স হারিয়ে ফেলার একটা চান্স থাকে। তাই পিডিএফ দেখে মাস্ট করাতে হবে। তাছাড়া ওয়েবসাইট টা চাইনিজ হওয়ায় অনেকের ই প্রবলেম হয়। তার উপর একেক ব্রাউজারে একেক প্রবলেম শো করে।
যারা ওয়েবসাইট থেকেই প্যাক্টিস করতে চাচ্ছেন, শর্টার ভার্সনের গুলো। তারা চাইলে নিউ ব্যাসিক টু এডভান্স এর কোর্সে জয়েন করতে পারেন। নতুন ব্যাচে আমি আপডেটেড টাই করাবো। (যাতে কারোর কোনো কনফিউশান না থাকে)
যারা অলরেডি KMF solve recording নিয়েছেন, ১মাসের মধ্যে ফুল সলভ করে তারপর ওয়েবসাইট থেকে মক আকারে দিন। দেখবেন সব গুলোই আপনার 1147 ম্যাথের পিডিএফ এ ছিল। ওয়েবসাইটে যাস্ট ডিফিকাল্ট লেভেল ওয়াইজ ১২ আর ১৫ টা করে সাজানো।
মেইন এক্সামে ডিফিকাল্টি লেভেল কোন সেকশনে কত হবে তার একটা স্যাম্পল বোঝার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি। এছাড়াও আপডেট পিডিএফ, ওয়েবসাইটের স্ক্রিনশট এড করে দেওয়া আছে। বাকিটা নিজেরাই মিলিয়ে নিতে পারবেন – KMF 1147 ম্যাথ আর ওয়েবসাইটের ম্যাথ সেইম কিনা।
Quant 1st Section :-
Difficulty Level – 1 (2ta question)
Difficulty Level – 2 (2ta question)
Difficulty Level – 3 (6ta question)
Difficulty Level – 4 (1ta question)
Difficulty Level – 5 (1ta question)
Quant 2nd Section :- (Hard)
Difficulty Level – 2 (2ta question)
Difficulty Level – 3 (4ta question)
Difficulty Level – 4 (3ta question)
Difficulty Level – 5 (6ta question)
অনেকেই একটা বিষয় নিয়ে কনফিউজড যে ওয়েবসাইটের 1000 KMF Medium & Hard Section গুলো KMF 1147 প্রশ্ন সেইম কিনা। আমি বলবো ৮০% ই সেইম। কিছু নিউ প্রশ্ন এড হয়েছে। কেউ যদি চান – এই ১০০০ টা ম্যাথের উপর ১মাসের ক্লাস এরেঞ্জ করতে পারি। যারা যারা রেকর্ডিং গুলো পারচেইজ করেছেন, তারা চাইলে জয়েন করতে পারবেন বা রেকর্ডিং দিয়ে দিবো।
এত্ত মেসেজ। বেশির ভাগ ই KMF 1147 Math এর পিডিএফ টা শেয়ার করার জন্য। এটা তো প্রাইভেট কিছু না। সার্চ দিলেও পেয়ে যাবেন। তাও শেয়ার করে দিচ্ছি। আর কেউ যদি সলভ ক্লাস গুলোর কথা বলেন – এটা পেইড। ডেমো ক্লাস গুলো কমেন্টে দিয়ে দিচ্ছি।
যাদেরকে রিপ্লাই করা বাকি। আমি একটু ফ্রী হয়ে দেখছি। গ্রামের দিকে একেবারেই নেট পাওয়া যায় না তাই রিপ্লাই পান নি/লেইট।
কারোর যদি অক্টোবরে এক্সাম হয় আর এখনো KMF শেষ করেন নি। Gregmat বা Magoosh থেকে বেসিক ক্লিয়ার করেছেন, তাদেরকে সাজেস্ট করবো – লাস্ট ১/২মাস প্রিপারেশন KMF বেইসড করে দেখুন। KMF এর ১১৪৭ টা ম্যাথ আর ভার্বাল SE & Single Blank গুলো লাস্ট কাভার করে যান। পাশাপাশি RC থেকে Summary & Infer question গুলো বেশি প্যাক্টিস করুন। সব চেয়ে ভালো হয় ২০২৪ এ আসছে এমন RC গুলো বেশি প্যাক্টিস করলে। কম সময়ের মধ্যে একটা ভালো স্কোর উঠায় আনতে পারবেন। তবে রেগুলার থাকতে হবে।
যেহেতু সময় কম শেষ দিকে ETS, KMF এর ফ্রী মক গুলো দিয়ে যান। সময় থাকলে রিয়েল প্রশ্ন থেকেও মক টেস্ট দিতে বলতাম। যেহেতু সময় কম, KMF টাই ভালো ভাবে শেষ করে যান। আশা করি কোয়ান্টে ১৬০ এর নিচে পাবেন না, KMF শেষ করার পর।
কেউ যদি KMF 1147 প্রশ্নের সলভ পারচেজ করতে চান, নিচের ডেমো ক্লাস দেখে নিতে পারেন
ETS এর ওয়েবসাইটে PP1, PP2 দুইটা ফ্রী মক টেস্ট দেওয়ার সুযোগ আছে। যারা রিসেন্টলি (আগের ফ্রাইডেতে) মক এক্সাম দিয়েছেন, তারা হয়তো Geometry এর এই ম্যাথ টা দেখেছেন। এই ম্যাথ টা KMF Special Section 4 এর ম্যাথ। এটা যেহেতু আমার আগেই করা ছিল। দেখা মাত্রই এনসার মাথায় ছিল। দুইটা পয়েন্ট কানেক্ট করলে ৫ টার মধ্যে ৩ টা নন-প্যারালাল হয় আর ২ টা প্যারালাল হয়। তাই Quantity B বড়। যারা যারা KMF শেষ করেছেন, সবাই নিশ্চয়ই এই ম্যাথ টার সাথে পরিচিত। আরো একটা ম্যাথ ছিল – একটা লার্জ সার্কেলের ভেতরে ছোট ছোট যত গুলো সার্কেল ব্যাস বরাবর Tangent অবস্থায় আছে সব গুলোর Circumference এর যোগফল = বড় টার circumference এর সমান। এই কন্সেপ্টের উপর বেইজ করে। এই ম্যাথ টা মকে একটু ভিন্ন ছিল যেমন :- KMF এ ভেতরে ৫ টা ছোট সার্কেল ছিল, আর মকে ২ টা। ২টা থাকুক/১০ টা থাকুক – কন্সেপ্ট সেইম ই থাকবে। যেটা দেখা মাত্র সলভ করতে পারবেন। যাদের KMF 1147 ম্যাথ শেষ।
যেখানে ETS মকেও হুবহু KMF ম্যাথ থাকে, সেখানে KMF কি আসলেই বিগত সালের আসা প্রশ্ন কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশের অবকাশ নেই। তাও আপনি যদি না করতে চান, স্কিপ করতেই পারেন – টোটালি আপনার চয়েজ। তবে আমি সব সময় ই বেসিক আর Manhattan 5lb এর পরে KMF প্যাক্টিস করা বেস্ট মনে করি।
এইবার আসল প্রশ্নে আসি – আপনি কমন পান বা না পান, সিমিলার টাইপের ম্যাথ এক্সামে পাবেন। যারা পাবলিক ইউনিভার্সিটি তে ভর্তি পরীক্ষায় এক প্রকার যুদ্ধ করসেন মনে আছে ওই জার্নি টা? কি করতাম আমরা? মেইন বই রিভাইস দিতাম। বেসিক ফর্মুলা/কনসেপ্ট শেষ করতাম। তারপর আগের সালের আসা প্রশ্ন গুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার করতাম। আসলে GRE তে কেন না? কমন পান/না পান এক্সামে সিমিলার টাইপের ম্যাথ ই থাকবে আশা করি।
কেউ যদি দ্রুততম সময়ে KMF শেষ করতে চান, রেকর্ডিং গুলো পারচেইজ করে নিতে পারেন। লাস্ট বার কয়েকজন ৭-১৫দিন টাইম আছে এমন সময়ে KMF পারচেইজ করেছিলেন। আমি সেটা জানতাম ও না আগে, জানলে অবশ্যই মানা করতাম পারচেইজ করতে। ৭দিনে ১১৪৭ ম্যাথ জীবনেও শেষ হবে না। তাই যাদের হাতে এট লিস্ট ১মাস সময় আছে, তারা চাইলে সলভ ক্লাস গুলো নিতে পারেন। ডেইলি ২ঘন্টা সময় দিয়ে 40 টার মতো ম্যাথ শেষ করলে ১মাসে ফুল KMF শেষ করতে পারবেন।
Demo Class 1 :-
https://youtu.be/p5JOcsBkRN0?si=fmA2tMfkmhPkIYZH
Demo Class 2 :-
https://youtu.be/nqHPxIkxnR0?si=VJkMAApsTp7AR4Nz
ইউটিউবে সব গুলো সেকশন সলভ করা নেই। ১৩ টার সলভ আছে আর এই দুইটাই রিসেন্ট নেওয়া ক্লাস। বাকি গুলো আগের।
KMF 1147 ম্যাথ নিয়ে অনেকের একটু কনফিউশন আছে (ওয়েবসাইট আর পিডিএফ ম্যাচ না করা নিয়ে, আমি পরে ফ্রী হয়ে ওই নিয়ে ডিটেইলস বলবো একদিন)। আপাতত কেউ সেকেন্ড টাইম GRE দেওয়ার কথা ভাবলে একটা মাস KMF 1147 ম্যাথ শেষ করে এক্সামে বসে দেখেন। বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টে ভার্বালের স্কোর নিয়ে মাথা ঘামাবেও না। ভার্বাল টেনেটুনে ১৪০-১৪৫ ও অনেক ভালো। ৩০১/৩০৫ দিয়েও ভালো ভালো ইউনিভার্সিটিতে ফান্ডিং পেতে দেখসি, কিন্তু কোয়ান্ট স্কোর ১৬০+ লাগবেই। আর আমাদের স্প্রিং এডমিশন হয় না বললেই চলে। ইউনিভার্সিটির ওয়েবসাইট এ দেওয়াই আছে তারা Fall semester এ এপ্লিকেশন প্রেফার করে। তাই spring এর আশা নিয়ে বসে না থেকে কারোর যদি স্কোর below 300 থাকে, এখনো সময় আছে, নভেম্বরে এক্সাম দিয়ে দিন।
(পোস্ট টা যদিও আমার ব্যাকগ্রাউন্ডের মেনশন করে বলা। অন্য ডিপার্টমেন্ট এ হয়তো প্রফেসর ম্যানেজ করতে হবে। আমাদের ক্ষেত্রে সেন্ট্রাল এপ্লাই করেও ফুল ফান্ড ম্যানেজ হয় তাই ফল সেশন মিস করা মানে আরও এক বছর পিছিয়ে যাওয়া, ঠিক যেমন আমার সাথে হয়েছিল।)
যাই হোক, KMF 1147 math এর একটা ড্রাইভ লিংক দিয়ে দিচ্ছি। এটার সলভ ক্লাস গুলো চাইলে পারচেইজ করে নিতে পারেন। ডেইলি ২-৩টা করে সেকশন শেষ করলে এক থেকে দেড় মাসে শেষ করে ভালোভাবে রিভাইস দিয়ে এক্সামে বসতে পারবেন।
KMF এর ১১৪৭ প্রশ্নের পিডিএফ
kmf এগুলোর সলুশন কি কোথাও আছে?
Md. Jubayer Ahamed KMF website এই পাবেন। একটু সময় নিলে নিজেই সমাধান বের করে প্যাক্টিস করতে পারবেন। আর আরলি চাইলে সলভ ক্লাস গুলোর রেকর্ডিং পারচেইজ করে নিতে পারেন।
যারা ১মাসে KMF শেষ করতেসেন, আর যাই করেন এভাবে khatay নোট রাইখেন। কোনটা কিভাবে সলভ করতেসেন। কারোর যদি পিডিএফ দেখে পড়তে সমস্যা হয় KMF 1147 math এর পিডিএফ টা প্রিন্ট করে রাখতে পারেন। তবে আমার সাজেশন হলো – পিডিএফ/স্ক্রিন দেখে পড়ার অভ্যাস করা। এক্সাম টা স্ক্রিন দেখেই দিতে হবে। অভ্যাস না করলে পরে সমস্যা হতে পারে মেইন এক্সামে।
ছবিতে এক আপুর নোট থেকে নেওয়া।
KMF নিয়ে যত প্রশ্ন
অনেক আগে থেকেই KMF নিয়ে পোস্ট দিবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে দিতে পারছি না। KMF নিয়ে আপনাদের প্রশ্ন গুলো নিচে দিচ্ছি। বাকিরা দেখতে পারেন।
১. আপু কোয়ান্টে ১৬০ পাওয়ার জন্য KMF কি করতেই হবে। অনেকে তো না করেও ১৬০ পায়।
অসম্ভব কিছু না। অনেকে KMF করেও ১৬০ পায় না, বেসিক ক্লিয়ার না বলে আবার অনেকে KMF না করেও ১মাসের/১০দিনের প্রিপারেশন এ ১৭০ পায়। সার্বিক ভাবে দেখলে এ বছর KMF এর দিকে মানুষ ঝুকছে। যেহেতু আগের বছরের সব প্রশ্ন এমনকি রিসেন্ট আসা GRE প্রশ্ন গুলোও KMF এ দেওয়া থাকে, সবার ই প্যাক্টিস মেটেরিয়াল এ KMF থাকেই। এখন আপনার যদি ইচ্ছা হয় করবেন না। অন্য মেটেরিয়ালস ফলো করুন। টোটালি আপনার চয়েজ।
২. KMF কি নিজে নিজে করা যাবে?
হুম, কেন যাবে না। সময় দিলে অবশ্যই যাবে। নিজে একাই সব পারবেন – তা না, হয়তো যেগুলো পারবেন না সেগুলো ফ্রেন্ড/গ্রুপ কারোর না কারোর হেল্প নিয়ে সলভ করতে হবে। আমার সময় আমি গ্রুপ থেকে প্রিপারেশন নিয়েছিলাম। সময় নিয়ে সার্চ করে করে / গ্রুপে পোস্ট দিয়ে / যার সাথে পড়তাম তার সাথে বসে বসে সলভ করতাম। এতে একটু সময় গেলেও অসম্ভব ছিল না। আর যদি সময় কম থাকে তাহলে সলভ ক্লাসের রেকর্ডিং পারচেইজ করে নিতে পারেন। বসে বসে ফুল রেকর্ডিং দেখার চেয়ে আমি বলবো, আপনি আগে নিজে নিজে সলভ করুন। দেখুন কয়টা হচ্ছে বা কয়টা ভুল হচ্ছে, তার পর সলভ ক্লাসের স্পিড বাড়িয়ে দিয়ে যেগুলো ভুল করেছেন, ওইগুলো মিলিয়ে নিন।
৩. আপু KMF থেকে করতে গেলে ২০ টার মধ্যে ১০-১২ টা হচ্ছে। এটা কি ঠিক আছে? এক্সামে কত পাবো এমন হবে?
প্রথমত আপনি এখনো শিখতেসেন, শিখার স্টেজেই আপনার মকের মতো জাচ করার দরকার নেই।আগে ফুললি KMF টা শেষ করুন। এর পর অনেক ফ্রী মক টেস্ট আছে, তখন নিজেকে জাচ করবেন। ১০০% বেসিক দিয়েও KMF এর সব ম্যাথ সলভ হবে না। কিন্তু KMF করার পর এক্সামের প্রশ্ন গুলোতে অনেক টাই সিমিলারিটি পাবেন। ম্যাথ হুবহু কমন পান বা না পান, ম্যাথের সলভিং স্ট্র্যাটেজি গুলো আননোন লাগবে না। মনে হবে, এই টাইপের ম্যাথ আপনি আগেও করেছেন। ঠিক এইজন্যই KMF সাজেস্ট করা।
৪. Website এর 1000 Math & KMF 1147 math পিডিএফ কি সেইম নাকি ভিন্ন?
সেইম ম্যাথ ই নতুন ভাবে সাজানো। আগে প্রতি সেকশনে ২০ টা করে আসতো তাই 1147 ম্যাথের পিডিএফ এ ওইভাবে দেওয়া আর website এ এখন 12-15 টা করে দেওয়া। শর্টার ভার্সনের মতো। কিন্তু ম্যাথ সেইম ই। আপনি যেটা করতে পারেন। আপাতত বেসিক শেষ করে পিডিএফ দেখে KMF 1147 ম্যাথ শেষ করে তারপর Website থেকে মক টেস্টের মতো প্যাক্টিস করুন।
৫. ওয়েবসাইট ফলো করে KMF করাবো কিনা।
না, এর কারণ হলো – ওয়েবসাইট প্রায় ই চেঞ্জ হয়, আমি যদি ওয়েবসাইট ফলো করে রেকর্ডিং রাখলে, ২দিন পর সিরিয়াল চেঞ্জ করে দিলে আপনিই মাঝ পথে সিকুয়েন্স হারায় ফেলবেন। কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়ালে সিকুয়েন্স ঠিক থাকবে তাই যত দ্রুত পসিবল পিডিএফ শেষ করে ওয়েবসাইট থেকে মকের মতো প্যাক্টিস করবেন। আর অবশ্যই নোট রাখবেন KMF সলভ করার সময়। অনেকেই Error log ইউজ করে। এটাও করতে পারেন।
৬. বেসিকের জন্য তাহলে কি করবো?
অবশ্যই গ্রেগমেট। আমি gregmat এর prepswift থেকে শর্ট ভিডিও গুলো দেখে দেখে নোট নিতাম আর Manhattan 5lb সলভ করতাম। তারপর প্রায় দেড় দুই মাস পর KMF ধরেছি। gregmat শেষ করে magoosh এর নোট টা দেখে নিয়েছিলাম যাস্ট কোনো ফর্মুলা বাদ পড়লো কিনা।
৭. নিউ পাজল কি লাগবে?
KMF 1147 ম্যাথে ১৭০ টা পাজল আছে। নিউ পাজলেও আগের গুলো থেকে কিছু কিছু ম্যাথ কমন আছে। হাতে সময় থাকলে করে যেতে পারেন। না থাকলে দরকার নেই।
৮. ৬০ সেটের রিয়েল GRE প্রশ্ন কি দরকার আছে?
মক টেস্ট মাস্ট, সেটা আপনি যেখান থেকেই দিন। হাতে সময় কম থাকলে ets, kaplan এগুলোর ফ্রী মক গুলো দিন। ETS এর pp1, pp2 মোটেও হেলায় ফেলায় দেখবেন না। এইগুলো ভালোভাবে দিন। আর সময় থাকলে ৬০ সেটের রিয়েল প্রশ্ন গুলো সলভ করে যেতে পারেন। ১ থেকে দেড় মাস হাতে নিয়ে। সময় না থাকলে দরকার নেই।
৯. ETS এর বই গুলো কি দেখবো না?
যেহেতু KMF করেছেন, ETS officials guide & ETS quant reasoning এর বইগুলো নিয়ে যাস্ট ২দিন টানা বসুন। দেখবেন সব গুলো ম্যাথ ই সলভ করতে পারবেন। কারণ এর চাইতেও অনেক কঠিন ম্যাথ সলভ করে এসেছেন।
১০. এক্সামের আগের প্রিপারেশন কেমন হবে?
নতুন কিছু না দেখে যাস্ট রিভাইস দেওয়া। কোথায় কি ভুল করতেন সেগুলো চোখ বুলানো। যাতে এক্সামে সেইম ভুল না করেন।
KMF Quant + Verbal + Real Question Mock
Quant :- KMF 1147 math solve class
1. Medium 10ta
2. Hard 10ta
3. Research 10ta
4. Special 6ta
5. Puzzle 17ta
কেউ যদি নিজে নিজে KMF শেষ করতে পারেন, That’s really good, ক্লাস গুলো কেবল তাদের জন্যই যাদের হাতে এনাফ টাইম নেই। একটু কম সময়ে সলভ করে এক্সামে বসবে।
Verbal Class :- (KMF 1700 TC, SE & KMF 470 RC)
1. SE Section 20ta
2. TC Single Blank 13/14ta section
3. RC 30 passage (approximately)
২০২৪ এ আসা বা বিগত সালে আসা RC গুলো মার্ক করে দেওয়া থাকবে। এক্সামের আগে সলভ করে যাবেন। এর মধ্যে বেশ কিছুই সলভ করে দেওয়া আছে।
4. TC Double Blank 10ta section (এই মাসের শেষে পাবেন)
Real Question Mock :-
1. ফুল প্রিপারেশন শেষ করে কোয়ান্ট + ভার্বাল মক টেস্ট দিবেন। রিয়েল প্রশ্ন গুলর পিডিএফ শেয়ার করে দেওয়া হবে।
2. কোয়ান্ট পার্ট টা সলভ ক্লাসে পাবেন। ১ম সেকশন টা মেইন এক্সামে আসার জন্য অনেক গুরুত্বপূর্ণ